এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ৩১ আগস্ট ২০০৯ ১১:৫৫ | 65.194.243.232
  • সাধু আর চলিত বোঝ তো? ওতেই হবে।

    তৎসম, তদ্ভব আর বিদেশি শব্দ ছাড়াও আরেকটা ক্যাটেগরি ছিল মনে হচ্ছে। কী যেন?
  • san | ৩১ আগস্ট ২০০৯ ১১:৫৪ | 121.50.4.34
  • ইয়ে মানে তৎসম আর তদ্ভব নিয়ে কনফিউশন হতে তো খুব একটা শোনা যায় না !!
  • Arpan | ৩১ আগস্ট ২০০৯ ১১:৫৩ | 65.194.243.232
  • ল্লে। শুনেই তো বোঝা যায়।
  • Arijit | ৩১ আগস্ট ২০০৯ ১১:৪৮ | 61.95.144.123
  • কোনটে তৎসম আর কোনটে তদ্ভব তার একটা ইন্ডেক্সিং দরকার তো! বা ওই জাভা ফাংশনের মত - isTatsama() & isTadbhaba() ;-)
  • Arpan | ৩১ আগস্ট ২০০৯ ১১:৪০ | 216.52.215.232
  • হ্যাঁ, তৎসম শব্দে হয় না।
  • Arpan | ৩১ আগস্ট ২০০৯ ১১:৪০ | 216.52.215.232
  • কাগজেগুরুর (এবং ওয়েবেও) লোগোটা তালে চেঞ্জ করতে হয়! ঃ-)
  • san | ৩১ আগস্ট ২০০৯ ১১:৩৯ | 121.50.4.34
  • আর যতদূর জানি তৎসম শব্দে ন এর পরে ড হয়না।
  • san | ৩১ আগস্ট ২০০৯ ১১:৩৬ | 121.50.4.34
  • হ্যাঁ, বাসী, চণ্ডাল, সুষেণ ( ষ এর পরে ন হয়না)।
  • Arijit | ৩১ আগস্ট ২০০৯ ১১:৩৫ | 61.95.144.123
  • আমার ণত্ব বিধান মুখস্থ নাই। আর আমি ব্যাকরণে বেজায় কাঁচা। আমি একখান থাম্বরুল ব্যাভার করি - যখন কনফিউজন হয় তখন পাশাপাশি দুটোই লিখে দেখি কোনটে চেনাচেনা ঠেকছে।
  • Arpan | ৩১ আগস্ট ২০০৯ ১১:৩০ | 216.52.215.232
  • সব বিদেশি শব্দ ন্ড। ব্যান্ড। ফান্ড।

    ডান্ডা-ও দন্ত্য-ন।

    এক্ষুনি কেউ এসে ণত্ব বিধান জানি না বলে বকে দিয়ে চলে যাবে।
  • Arijit | ৩১ আগস্ট ২০০৯ ১১:২৭ | 61.95.144.123
  • ইনফ্যাক্ট দন্ত্য ন আর ড দিয়ে একটা শব্দও মনে পড়ছে না। প্রচণ্ড, চণ্ডাল - সব ণ্ড।
  • dipu | ৩১ আগস্ট ২০০৯ ১১:২৩ | 207.179.11.216
  • সুষেণ। চণ্ডাল। আমার মোনয়।
  • Arijit | ৩১ আগস্ট ২০০৯ ১১:২৩ | 61.95.144.123
  • চণ্ডাল
  • Arpan | ৩১ আগস্ট ২০০৯ ১১:২২ | 216.52.215.232
  • চন্ডাল? না চণ্ডাল?

    আমার মনে হচ্ছে দ্বিতীয়টা। কেউ কনফার্ম করবে?
  • Arpan | ৩১ আগস্ট ২০০৯ ১১:২১ | 216.52.215.232
  • দুটোই চলে বোধহয়। আমি তো দীর্ঘ-ই (ঈ) দিয়ে লিখি।
  • Arijit | ৩১ আগস্ট ২০০৯ ১১:২০ | 61.95.144.123
  • তা বটে। যা খুশি রাখলেই হল।
  • Arijit | ৩১ আগস্ট ২০০৯ ১১:১৯ | 61.95.144.123
  • সুষেন না সুষেণ? এটা ডিকশনারীতে নাই।
  • dipu | ৩১ আগস্ট ২০০৯ ১১:১৮ | 207.179.11.216
  • ডিকশনারির সিদ্ধান্ত চূড়ান্ত। তবে এই স্পেসিফিক অ্যাপ্লিকেশনে যা খুশি রাখা যায়, কেউ কিছু মনে করবে না ঃ-)
  • Arijit | ৩১ আগস্ট ২০০৯ ১১:১৬ | 61.95.144.123
  • ডিকশনারী দেখেই বলছি - আমার মনে হয় হ্রস্ব ই। ডিকশনারী দীর্ঘ ঈ বলছে। সেটা ঠিক কিনা কনফার্ম কে করবে?
  • Bhuto | ৩১ আগস্ট ২০০৯ ১১:১৪ | 203.91.193.7
  • খাবার-দাবারের ক্ষেত্রে বাসি\বাসী কোনোটাই চলে না , চলে শুধু 'বেশি'\'বেশী' ঃ)
  • dipu | ৩১ আগস্ট ২০০৯ ১১:১৪ | 207.179.11.216
  • ডিকশনারি দেখে নাও। পুরনো দিনের লোকজন অমৃতি খাওয়ার সময় কি বলতেন জানতে চাইছ তো?
  • Arijit | ৩১ আগস্ট ২০০৯ ১১:১২ | 61.95.144.123
  • বাসী না বাসি? রুটি/তক্কারি ইত্যাদির ক্ষেত্রে?
  • Bhuto | ৩১ আগস্ট ২০০৯ ১০:৫৩ | 203.91.193.7
  • বেশ চাপের কেস হয়ে গেল ঃ(
  • Arijit | ৩১ আগস্ট ২০০৯ ১০:৪৫ | 61.95.144.123
  • এসে গেছে - ট্যামিফ্লু রেজিস্ট্যান্ট সোয়াইন ফ্লু - http://tinyurl.com/mmzwhc
  • Arijit | ৩১ আগস্ট ২০০৯ ১০:২৮ | 61.95.144.123
  • মানে আমাদের এমন অবস্থা যে রাখার জায়গা নেই বলে ঋকের খেলনার বাক্সো একটা এখনো খোলা হয়নি - সে প্রায় প্রতি সপ্তাহে ঘ্যানর ঘ্যানর করে। প্রচুর বই এখনো বাক্সবন্দী - একটা নতুন আর একটা পুরনো বইয়ের আলমারী অলরেডি ভর্তি হয়ে গেছে। সব সাজানোর জিনিসগুলো তো বল্লুমই বাক্সবন্দী। দুটো আস্ত ঘর পেলে হত।
  • Arijit | ৩১ আগস্ট ২০০৯ ১০:২১ | 61.95.144.123
  • ওমনাথ জানে তো। ওই পুতুলের দায়িত্ব কে নেবে? ভেনিস থেকে আনা ছোট ছোট কাঁচের পুতুল - অসম্ভব ফ্রেজাইল। আর এতদিনের বেড়ানোর প্রায় সব মেমেন্টো ওর মধ্যে। হালকা করে মুড়ে শোলার ফিলার দিয়ে ভর্তি করে রাখা। পুতুল রাখার শো কেস না পেলে বাক্স খুলে কিস্যু বের করা যাবে না।
  • Bhuto | ৩১ আগস্ট ২০০৯ ১০:১৯ | 203.91.193.7
  • হ্যাঁ স্ক্যানার পেলে আমি বা সোমুদা ব্যপারটা নামিয়ে ফেলতে পারি। সোমুদার কাছে ১৯০+ (১ম লটে কটা এনেছিল মনে পড়ছে না) ইন্দ্রজাল কমিকস আছে।

    সোমুদা, অরিজিৎদা স্ক্যানার পেয়েছে,মানে বাক্স পেয়েছে, তুই পুতুলের দায়িত্ব নিলে স্ক্যানার বেরিয়ে পড়বে ঃ)
  • Arijit | ৩১ আগস্ট ২০০৯ ০৯:৪৯ | 61.95.144.123
  • ওমনাথের কাছে ইন্দ্রজাল কমিকসের কালেকশন আছে - কোত্থেকে যোগাড় করেছিলো। কিন্তু স্ক্যানার নিয়ে ঝামেলা। আমাকেও বলেছিলো - আমার স্ক্যানারটা ট্র্যাক করলাম - মানে ১৭টা না-খোলা বাক্সের কোথায় আছে - কিন্তু সেই বাক্স ভর্তি ছোট ছোট কাঁচের পুতুল - থার্মোকলের ফিলার দিয়ে ভরা। স্ক্যানার বের করলে ওগুলোকে কোথাও রাখার জায়গা পাবো না, তাই বের করতে পারছি না।
  • Arijit | ৩১ আগস্ট ২০০৯ ০৯:৪৬ | 61.95.144.123
  • শমীক - semi-acoustic গীটার কলকাতায় ২৬০০/- থেকে শুরু - ব্র্যাণ্ডেড হলে। সিগনেচার হল ২৬০০/-, সাথে ১০-১৫% ডিসকাউন্ট। হবনার নাকি হফনার হল ২৭০০/-, ব্যাগ ফ্রী। লোকাল মেক হলে ১৬০০-১৭০০/- পড়বে।
  • Bhuto | ৩১ আগস্ট ২০০৯ ০৯:০৫ | 203.91.193.7
  • এসে পড়েছি ঃ)
  • arindam | ৩১ আগস্ট ২০০৯ ০৬:৫৬ | 59.93.246.246
  • সব চরিত্র কাল্পনিক-
    **********
    স্বপ্নে ছিল মুখ, বাকীটা পর্দায়। প্রসেনজিত মরিয়া প্রমাণ করিলেন পোসেনজিত সিনেমায় অভিনয় করিয়া ছিলেন। বিপাশা সারাক্ষন শাড়ি জড়িয়ে, নো ডিসকাউন্ট। যীশু সাবলিল, ক্রুশবিদ্ধ নন। গল্পের নায়্‌ক মূলতঃ ভাষা, থিম বলা যেতে পারে। প্রশ্ন - শব্দের গর্ভে চেতনার জন্ম, না চেতনার গর্ভে শব্দ! ভাষা যদি মূখ্য হয় তাহলে বুঝতে অসুবিধা হল কেন গোটা সিনেমায় নায়িকার মুখে ইংরাজীতে সংলাপ, তাও আবার ডাব করা।বিনয় ও শক্তির আদলে তৈরী একটি হাস্‌জারু চরিত্র। কবিতার নায়িকা উঠে আসে বাস্তব জীবনের চরিত্রের কাছে, তাকে নিয়ে সোহাগ, আলিঙ্গন ও মান-অভিমান। নীলে নীল অম্বর। কবির মৃত্যু ও তদ্‌জনিত কারণে কবি পত্নীর স্মৃতিচারণ-
    ছিল, নেই-মাত্র এই;
    লাইনটিকে স্মরণ করায়।
    হৃদি ভাসেনি। অকলানন্দা বা বিপাশা কোন কিছুতেই।
    তবে "না-বোঝার'তো একটা আনন্দ আছে, আপাততঃ তারই স্বাদ গ্রহণ করছি।
  • t k n | ৩১ আগস্ট ২০০৯ ০৩:২৪ | 122.162.42.242
  • রঞ্জনদা, হিমু হলেও তাই করত নির্ঘাত। আপনি হিমু নাও যদি হতে পারেন, হিমু বড় হলে রঞ্জনদা হবে নিশ্চই ঃ-)
  • intellidiot | ৩০ আগস্ট ২০০৯ ২৩:৫৪ | 59.164.3.143
  • আচ্ছা ঃ-)
  • Samik | ৩০ আগস্ট ২০০৯ ২৩:১৫ | 122.162.236.44
  • কোনও অসুবিধা নেই। আমি মেলে জানিয়ে দেবো কোথায় আসতে হবে। তোমার সুবিধে মতো একবার ফোন করে চলে এসো। খুব সোজা।
  • intellidiot | ৩০ আগস্ট ২০০৯ ২৩:১৩ | 59.164.3.143
  • শমীকদা, কাল যেতে পারবো না। পরশুদিন দেখা হলে অসুবিধে হবে?
  • tkn | ৩০ আগস্ট ২০০৯ ২৩:১০ | 122.162.42.242
  • ঃ-)
  • intellidiot | ৩০ আগস্ট ২০০৯ ২৩:০৫ | 59.164.3.143
  • এবার পেয়ে যাবেন। যান দ্যাখেন গিয়া ঃ-)
  • tken | ৩০ আগস্ট ২০০৯ ২৩:০০ | 122.162.42.242
  • আমার ভাঙা প্রেম হারিয়ে গেছে তো!! লেখা দিতে পারছি না। সার্চ করলে কিচ্ছু আসছে না যে! কি করব??
  • Samik | ৩০ আগস্ট ২০০৯ ২২:৩১ | 122.162.236.44
  • ইন্দোদাদা,

    শুংলাম জাভা তোমায় খুব ভোগাইতেছে। আমাকে মেল করবে? দেখতাম কিছু করা যায় কিনা।
  • I | ৩০ আগস্ট ২০০৯ ২১:৪২ | 59.93.212.108
  • সব চরিত্র কাল্পনিক দেখলাম। ভালো লাগলো। কেউ একটু রিভিউ লিখতে পারেন না?
  • tkn | ৩০ আগস্ট ২০০৯ ২১:৪০ | 122.162.42.242
  • ঃ-O
    টুকিনি তো! সত্যি টুকিনি কারুর থেকে ঃ-(
  • kc | ৩০ আগস্ট ২০০৯ ২০:৫২ | 89.203.49.18
  • tkn আপনার বিভিন্ন লেখাগুলো, বিশেষত গদ্যগুলির মধ্যে একজন নামজাদা কথাশিল্পীর সিগনেচার লাইন পাচ্ছি।
  • tkn | ৩০ আগস্ট ২০০৯ ১৮:২৯ | 122.162.42.242
  • আমি কিছুতেই "পর্বে পর্বে কবিতা"র থ্রেডটা খুঁজে পাচ্ছিনা। কেউ হেল্পাবে প্লিজ?
  • tkn | ৩০ আগস্ট ২০০৯ ১৮:২৬ | 122.162.42.242
  • এখুনি হাতে গরম উত্তর M, না গুরু কম্যুতে নেই আমি
  • M | ৩০ আগস্ট ২০০৯ ১৬:৫৪ | 59.93.214.151
  • তেকোনা কি অক্কুটে আচে? গুরু কম্যু তে? অবশ্য ভাট যে তালে এগোয় তা আমার মতো বয়স্ক মানুষের পক্ষে তাল দেওয়া বেশ কঠিন, উত্তর কি ভাবে খুঁজে পাই?
  • santanu | ৩০ আগস্ট ২০০৯ ১৬:২৩ | 217.196.19.45
  • ভুতো, সোমনাথ - হোক তাহলে কসবায় দেখা।
    কলকাতা গিয়ে গুচ টা খোলা হয় না, কিন্তু csantanu অ্যাট জিমেল রেগুলার চেক করি। তাতে একটা বার্তা দিও।
  • ranjan roy | ৩০ আগস্ট ২০০৯ ১৬:১৮ | 122.168.217.199
  • * সীমবল্লে= সীম বদলে।
  • ranjan roy | ৩০ আগস্ট ২০০৯ ১৬:১৪ | 122.168.217.199
  • স্যানের হিমুসম্পর্কিত পোস্ট পড়ে দুঃখ পেলাম। বলে কি না-- এখানে কেউ হিমু পড়েনা, সব আঁতেল।( বাচ্যার্থে নয়, ভাবার্থে বলেছে।)
    তেকোনা তো বটেই, আমিও হিমুর ফ্যান। চে-মাও-চারু-অসীম-আমীর-হর্ষদ নয়, --হিমু।
    আসলে হিমু আমার রোল মডেল। কিন্তু ষাট-ছুঁই-ছুঁই বয়সে ঠিক হিমু হওয়া যায় না। ফলে মাঝে মধ্যেই ব্যাপক ছড়াই। ভুল লোককে ভুল কথা বলে ক্যালানি খেতে খেতে বেঁচে যাই।
    তবে একবার সফল হয়েছিলাম।
    ছোট মেয়ে ভোপালে ন্যাশনাল ল' তে ভর্তি হয়েছে। আমাকে পনেরো দিনের মধ্যে নাগপুর ল'কলেজ থেকে ট্রান্সফার ও নাগপুর ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন আনতে হবে। তের দিনের মাথায় নাগপুর গিয়ে চেষ্টা করতে লাগলাম। দু'দিন ধরে চেষ্টা করছি, কলেজের কাগজ এগোয় শামুকের গতিতে। প্রিন্সিপালের সঙ্গেদেখা করেও স্পীড বাড়লো না। বরং কোলকাতার স্মৃতিবিভোর হয়ে ডাবল ডেকার বাস চড়তে গিয়ে ব্লেডের নিপুণ আঁচড়ে আমার পকেট কাটা হয়ে গেল।
    আমি তখন হিমু অবতারের শরণ নিলাম।
    তখন শেষ দিন মরিয়া হয়ে এক জুনিয়র ক্লার্কের হাতে একশ' টাকা গুঁজে দিতেই কাজ হল। সে আমাকে ট্রান্সফার সার্টিফিকেট হাতে ধরিয়ে সাইকেলের সামনে রডে বসিয়ে দু'কিলো মিটার দূরেইউনিভার্সিটির কাউন্টারের সামনে পৌঁছিয়ে দিলো।
    গিয়ে দেখি সাতটা লাইন। কোথাও নতুন ভর্তি, কোথাও মার্কশিট, কোথাও সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম--- ইত্যাদি, ইত্যাদি।
    আমি একটা লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে জলে ভিজে লাঞ্চ ব্রেকের পর যখন কাউন্টারের কাছে পৌঁছলাম তখন বিকেলের ছায়া আর আমার সামনে মাত্র দু'জন।
    এমন সময়ে এক হৃষ্টপুষ্ট সর্দার (শিখ ছেলে) গুরুগোবিন্দ সিংহের মতন টানা টানা চোখমুখ, সোজা লাইন ম্যানেজ করে ঢুকলো। হাবভাবে এখানের পুরনো ছাত্র।
    পেছন থেকে আওয়াজ উঠলো-- লাইন ম্যানেজ হচ্ছে। তারপর আমার দিকে ইশারা উড়ে এল-- নিঘ্‌ঘাৎ কাকা সেটিং করিয়েছে।
    হাড়-পিত্তি জ্বলে গেল। ওদের দিকে হেসে বল্লাম-- তোমরা ওকে মানা করছো না কেন?
    তা' মহারাষ্ট্রের গাঁয়ের ছেলে।
    আমি তখন হিমুসায়েবকে স্মরণ করে সর্দারের কাঁধে হাত রাখলাম। বল্লাম- ভাই, আপনি লাইনে ছিলেন না।
    ও মিষ্টি হেসে বল্লো- না, ছিলাম না।
    --তাহলে আপনি লাইন ম্যানেজ করছেন?
    আরো মিষ্টি হেসে বল্লো-- হ্যাঁ, করছি। আমি এমনি করেই থাকি।
    সবাই চুপ। ইজ্জতে গ্যামাস্কিন। আমি ওর চওড়া কাঁধ, হাতের বাইসেপ, কব্জিতে স্টীলের বালা এসব দেখে বল্লাম-- আমার হাতটা ধরুন।
    ও অবাক হয়ে বল্লো-- হাত ধরবো? মানে?
    --- হাত মেলান। আমার সঙ্গে যে একবার হাত মেলায় পরে সে আমাকে মনে করবেই।
    -- আচ্ছা!
    সে হেসে আমার হাত ধরে বেশ চাপ দিল। তারপর কাউন্টারের দিকে এগিয়ে গেল।
    তখনই মির‌্যাকল্‌ ঘটল।
    কাউন্টার ক্লার্ক এক ঝটকায় ওর সব কাগজ ফিরিয়েদিয়ে বল্লো--হবে না।
    -- কি হবে না?
    -- এম এ ফাইনালে অ্যাডমিশনের লাস্ট ডেট চলে গেছে।
    -- লেট ফি দিয়ে?
    --তাও চলে গেছে।
    --ভিসির স্পেশাল পারমিশন?
    --তার দায়িত্ব আমি নিতে পারবো না। নতুন ভিসি এসব পছন্দ করছেন না।
    -- আমার সর্বনাশ হয়ে যাবে।আমাদের ট্রানস্পোর্টের জমাট বিজনেস। মনজিৎ এর সঙ্গে এনগেজমেন্ট হবে, পাল্টি ঘর। সবাই জানে আমি ফাইনাল ইয়ার। প্লীজ, কিছু একটা করুন। যত টাকা লাগে--।
    --- এসব বলবেন না। আগামী সপ্তাহে ভিসি দিল্লি থেকে ফিরবেন, তখন আসুন। তবে কথা দিতে পারছি না।
    সর্দার আমার দিকে ফিরলো।বিস্ফারিত চোখ। আমি ভয়ে কাঁটা, ধেড়ে বয়সে উদোম ক্যালানি?
    আমার হাত চেপে ধরে বল্লো-- আপনার মোবাইল নাম্বার দিন। আমাদের বাড়িতে রাত্তিরে খাবেন। কোথায় উঠেছেন? আমি গাড়ি নিয়ে আসবো। বাবা খুব খুশি হবেন।
    নম্বর প্রায় কেড়ে নিলো।
    আমি সাতটার মধ্যে নাগপুর স্টেশনে গিয়ে বিলাসপুরের দিকের প্রথম ট্রেনে চড়ে বসলাম। বাড়ি গিয়ে সীম বলে ফেল্লাম। জয় বাবা হিমু!!
  • samran | ৩০ আগস্ট ২০০৯ ১৩:০১ | 117.99.20.79
  • "যখন সাহায্য দরকার হয়' বলে একটা টই আছে না? খুঁজে পেলাম না, কেউ খুঁজে দিলে খুশি হব।
    আগাম ধন্যবাদ
  • Arpan | ৩০ আগস্ট ২০০৯ ১২:০৩ | 122.252.231.12
  • সে জানি। তুই তো বার্সা ফ্যান। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত