এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৩:২১ | 207.179.11.216
  • টিকেন এবার একতলায় নেবে আসুন।
  • tkn | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৯ | 122.163.79.117
  • ছি*
  • tkn | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৯ | 122.163.79.117
  • আমিও বহু পা মাড়িয়েছে, হিল অর নো হিল। কখোনো সরি বলেছি কখোনো বলিনি। বলা উচিত ছিল, এক্ষুনি মনে হল..
  • dipu | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৭ | 207.179.11.216
  • মানে অপ্পন্দার 1:15 এ হ্যাহ্যা

    কিন্তু সত্যিই তো, রদাকৈ?
  • dipu | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৬ | 207.179.11.216
  • ঃ-)))))))))))))
  • d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৫ | 144.160.5.25
  • আমি হাইহিল পরি না বটে, তবে মাঝেসাঝে লোকের পা মাড়িয়ে দিই। ভুল করে কিম্বা স্ট্র্যাটেজিক্যালি।
  • intellidiot | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৫ | 220.225.245.130
  • পিছন প্রচ্ছদে উল্টোপাল্টা প্রতিষ্ঠান লেখাটা কেমন যেন প্রথম ওয়ার্ড হাতে পেয়ে আঁকিবুকি করার মতন হয়েছে। মোটেই ভালো লাগেনি।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৫ | 216.52.215.232
  • কিন্তু র কোথায়? এইসকল পরিস্থিতিতে র ও ড় সাবধানে ইউজ করার জন্য একটি বাণী মিস করছি। ঃ-)
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৩ | 216.52.215.232
  • অনেকে আবার জিগ্যেস করেন না কিনা। লজ্জায় বোধহয়। মানে ছেলেমেয়ে নির্বিশেষে।
  • intellidiot | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৩ | 220.225.245.130
  • প্রথম কাগুজে গুরু কাল হাতে পেলাম। কাল শমীকদার সাথে দেখাও হল প্রথম বার। বেশ ভালো মানুষ টাইপের। একখানা কোল্ডিং খাওয়ালো ঃ-)
  • pi | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১২ | 72.83.80.253
  • ঠিক। হাফসোল খাবার পর ও এই এক ই ডায়ালগ দেওয়া উচিত। হৃদয়ে লোক্যাল আনাস্থেশিয়া , আবার মাড়ান ই টি সি।
  • dipu | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০৯ | 207.179.11.216
  • পা মাড়ানো নিয়ে এচ্চেয়ে ভালো জোক আছে। অনেক হাইহিলবতী আছেন, যাঁরা পা মাড়ানোর পর মিষ্টি হেসে জিজ্ঞেস করেন লাগলো কিনা। তাদেরকে বলতে হবে, আরে ও দিদি, আমার পায়ে যে লোকাল অ্যানাস্থেশিয়া। আপনি এক্ষুনি আবার মাড়ান।
  • lcm | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০৫ | 69.236.160.74
  • একবার বাসে একজনের পায়ে আমার পা পড়ে যাওয়ায় তিনি বিরক্ত হয়ে খেঁকিয়ে উঠেছিলেন - কি ভেবেছন কি? হ্যাঁ কি ব্যাপার? কি ভেবেছেন?
    আমি তখন বলেছিলাম - ভেবেছিলাম তো অনেক কিছু। কিন্তু কে শুনতে চায় বলুন। আপনি শুনবেন? চলুন তাহলে, পরের কোনো একটা স্টপে নামি।
  • san | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০৪ | 121.50.4.34
  • আমিও লোকের ঘাড়ের উপর দিয়ে গপ্পের বই পড়েছি, এবং তাজ্জন্য আমার কোনো অনুতাপ বা অনুশোচনা নেই।
  • tkn | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০৩ | 122.163.79.117
  • আমি ট্রেনে কখোনো কারুর ঘাড়ে চড়ে কাগজ পড়িনি, তবে সামনে কাগজ খুলে রাখলে মুখোমুখি বসার কারণে লাস্ট পেজ পড়েছি বহু (জানলার ধারে বসতে না পেলে কি করব? সামনেই তো তাকাবো! ট্রেনে বসে ঘুমোতে মোটেই ভাল্লাগে না আমার)
  • lcm | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫৯ | 69.236.160.74
  • ও, ওরকম হয়। অনুসন্ধিৎসা। আমি একজনকে জানতাম, যে নিজের কাগজ ছেড়ে বাসে পাশের সহযাত্রীর হাতের একই কাগজে দেখত কি খবর আছে।
  • d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫৬ | 144.160.5.25
  • কিন্তু আমি বেশ কিছুদিন ধরে আ..র ছোটগল্প খুঁজে চলেছি, পাচ্ছি না। আর কদিন আগে কনফু পাঠপ্রতিক্রিয়া লিখেছিল আল মাহ্‌মুদের "কালো বরফ'। এই বইটাও চাই। কেমন করে পাই? কলকাতায় কেউ যোগাড় করে রাখবে আমার জন্য? পুজোর সময় সংগ্রহ করে নেবো।
  • san | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫৫ | 121.50.4.34
  • *শিক্ষিতা
  • teman keu na | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫২ | 122.163.79.117
  • আমি একবার প্লেনে খুশবন্ত সিং জোক বুক পড়ছি। পাশের ভদ্রলোক বার বার ঝুঁকছেন আমিও নির্বিকার পড়ে চলেছি। একটু পরে দেখি আমি মোটেও হাসছি না জোকগুলো পড়ে আর তিনি হ্যা হ্যা করে হেসে চলেছেন। নিজেকে এমন রামগরুরের ছানা লাগছিল কি বলব ঃ-( । শেষে বইটা মুড়ে রেখে ঘুমের ভান করলাম খানিক, শেষে বোধহয় ঘুমিয়েও পড়েছিলাম। মানে আর যাই করি, বইটা পড়ে হাসিনি একদম, ব্যাস।
  • san | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫০ | 121.50.4.34
  • আরেকবার বাড়িতে। বইয়ের র‌্যাকে মানদা দেবীর (না কি মানদা দাসী? মনে নেই) 'এক শিক্ষিত পতিতার আত্মচরিত' । এক আত্মীয় মাকে নালিশ করলেন মেয়ে বখে যাচ্ছে বলে । অন গড।
  • d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫০ | 144.160.5.25
  • আরে আমি এবারে বেশ কিছু বই আনিয়েছি বাংলাদেশ থেকে। তো, পাতলা পাতলা বই সব। ৮০ পাতা, ১০০ পাতা। আমি অফিসে নিয়ে আসতাম আর ফাঁকে ফাঁকে পড়ে ফেলতাম। এরকম ৪ টে বই পড়ার পর আমার পাশের টেবিলে এক বাঙালি ম্যাঞ্জার ঐ সিঁফোর খোকার মতই জিগালো। মুশকিল হল, বুড়ো দামড়া এরকম জিগ্যেস করলে রাগ করা যায়। কিন্তু ছোট বাচ্চা জিগালে বেশ ভয় করে আর অসহায় লাগে।
  • lcm | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪৭ | 69.236.160.74
  • অন্য কেউ উঁকি মেরে বই পড়লে ক্ষতি তো কিছু নেই। বরং, চানাচুর/ঝালমুড়ি-র ভাগ চাইলে লস।
  • san | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪৬ | 121.50.4.34
  • আরে এই আগুনপাখি আমি একবার ক্রসওয়ার্ডে র‌্যাক থেকে টেনে নিয়ে পড়ছিলাম। পাশেই একজন ঘাড় বেশ বেঁকিয়ে আমার হাত থেকে বইটার নাম দেখে আমাকে জিগিয়েছিলেন, 'মুসলমানের লেখা বাঙলা বই নাকি?'
  • sinfaut | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪৫ | 203.91.193.7
  • .ই নামটা শুনলেই কেমন বড্ড বেশি মুসলমান মনে হয় বোধহয় লোকের। এর থেকে রবীন্দ্রগীতগায়করা বেশ সফি। সুপর্ণা ইসলাম শিউলি কিম্বা রক্তরাগ আলম বকুল। বেশ চারদিক থেকে ঢাকাঢুকি দেওয়া।
  • sinfaut | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪১ | 203.91.193.7
  • আমার বইয়ের তাকে দুটো আ.ই দেখে এক ছোটো ছেলে মন্তব্য করেছিল তুমি "এত" মুসলমানদের লেখা বই পড় কেন? কি আজব! তখন আমি বললাম তুই কটা বই আছে গোন, আর কটা মুসলমানদের লেখা বই আছে গুনে শতকরা কষে তোর বাক্যটাকে জাস্টিফাই কর। তবে সে কেমন ছোটো মতন, কনফিউজ্‌ড, খুব ভালো ছেলে।
  • d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪০ | 144.160.5.25
  • কি কান্ড! প্লেনে আমাকে কেউ কোনোদিন ডিস্টার্ব করে নি। এবং লোকে মোটামুটি বিবিধপ্রকার বইটই পড়ে দেখেছি। তাবে বেশ কিছু কিম্ভুত অভিজ্ঞতার পর সতর্কতামূলক ব্যব্‌স্‌থা হিসেবে পাবলিক প্লেসে পড়ার জন্য আমি খুব গম্ভীর ধরণের ইংরাজী বই নিয়ে বেরোই।

    আমাকে এই "মাইনরিটি' জিগ্যেস করেছিলেন এক জাঁদরেল মহিলা গতবছর। কলেজ স্ট্রীট থেকে "আগুনপাখি' কিনে পড়তে পড়তে আসছিলাম....... ট্রেন উত্তরপাড়া পেরোবার পর তিনি জিগ্যেস করলেন। আমিও হনুর মত পত্রপাঠ হ্যাঁ বলে দিয়েছিলাম।
  • h | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩৪ | 203.99.212.224
  • এই গল্পটা আমার জীবনে রিয়েলি অড, কারণ প্লেনে অন্ততঃ আমাকে কেউ আর কখনো বই পড়া নিয়ে কিছু বলে নি। কারণ অনেকেই পড়ে। মোটা মোটা বই পড়ে।কেউ কিসু বলে না।
  • h | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩০ | 203.99.212.224
  • আমি একবার প্লেনে, বম্বে যাওয়ার পথে, আখতারুজ্জামন ইলিয়াসের একটা সাক্ষাৎকারের বই পড়ছিলাম। সময়ের জঙ্গমতা। পাতলা, দু আড়াই ঘন্টার জার্নিতে হয়ে যাওয়ার কথা। এক ভদ্রলোক পাশে বসে কন্টি বলে গেলেন, আজকালকার ছেলেরা বিবেকানন্দ না পড়ে, যত আঁতেল মার্কা বই পড়ে। আমি মিনিট চল্লিশেক ওনাকে বলতে দিয়ে বল্লাম, দাদা আমি এবার পড়ি আপনি একটু অন্য কারো সঙ্গে গল্প করুন। কিন্তু আরেকটু পরে উনি বল্লেন , ভাই কিছু মনে কোরো না, তুমি কি মাইনরিটি? আমি বল্লাম হ্যাঁ। তার পরে উনি বল্লেন সরি। এটা হাইট। আর কথা বল্লেন না। কিন্তু আমার বইটাও শেষ হল না, ইনটার ভিউ নিচ্ছিলাম, ক্যান্ডি দের যাওয়া আসার মাঝে শেষ করতে হল। আরেকটু হলেই ইন্টারভিউটা পুরো ভাটিয়ালি হয়ে যাচ্ছিল।
  • d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১২:২২ | 144.160.5.25
  • আরে না না হাতে সিডনী শেলডন বা জন গ্রিশাম ছাড়া অন্য কোন ইঞ্জিরি বই থাকলে কেউ কক্ষুণো মুন্ডু বাড়ায় না। তবে এর জন্য বইটা বের করে কোলের ওপরে কিছুক্ষণ হেলাভরে ফেলে রাখতে হয়। একদম সোজাসুজি রাখতে নেই। যাতে লোকে একটু কষ্ট করে ঘাড়টাড় বেঁকিয়ে নামের এট্টুস আর লেখকের নামের আধা/পুরো পড়তে পারে, সেরকমভাবে রাখতে হয়। তারপর ধীরেসুস্থে হাতে নিয়ে পড়তে শুরু কর। কেউ মুন্ডু বাড়াবে না।
  • Blank | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৭ | 170.153.65.102
  • লোকাল ট্রেনে বসে গপ্প বই পড়ার সময় প্রচুর পাঠ্যোৎসাহী লোকের সন্ধান পাওয়া যায়। যদি দুজনের মধ্যে বসে থাকো, তাহলে দেখবে দুদিক থেকেই দুজন কাঁধের পাশ দিয়ে মুন্ডু বার করে বই টা দেখছে অথবা পড়ছে। কাঁধ ঝাঁকালে রীতিমতন বিরক্তি প্রকাশ করে তারা। আমি ঠিক জানি না যে কি ভাবে এনারা যেকোনো বই এর মধ্যে থেকে পড়ে ফেলতে পারেন, তার আগার দিক কিছু না জেনেই (অথবা সব বই এর অন্তরা মুখরা এনাদের জানা, শুধু মিসিং লিংক গুলোর জন্য এনারা বইতে ঝাড়ি মারেন)।
    যদি আরো ভালো করে খেয়াল করো তো দেখবে যে এনাদের পড়ার স্পীড তোমার থেকে অনেক বেশী। খুব তাড়াতাড়ি দু পাতা পড়ে নিয়ে মুন্ডু গুলোকে নিজেদের জায়গায় ফিরিয়ে নিয়ে যান এনারা। কিন্তু এরপর যখন ই তুমি পাতা ওল্টাবে, মুন্ডু রা ফিরে আসবেই। অদ্ভুত ট্রীগার সেট করা।
  • dipu | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৬ | 207.179.11.216
  • মানে ফুটবল ওয়ার্ল্ড কাপের কথা বলছি।
  • kd | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১২:০২ | 59.93.222.82
  • আমার বউএর গাড়ীটা ভদ্দরলোক আছে - হাই-বিম আপনা-আপনি লো-বিম হয়ে যায় উল্টোদিকের গাড়ীর আলো দেখলে।
  • dipu | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১২:০১ | 207.179.11.216
  • আমি জানতে চাই সাউথ আমেরিকান কোয়ালিফাইং রাউন্ডের খেলা কোনো চ্যানেল লাইভ দেখায় কিনা। আগামী রবিবার ভোরে ব্রাজিল বনাম আর্জেন্টিনা। কেউ জানে?
  • arindam | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৯ | 202.56.207.56
  • বাংলা ভাষায় দুরকম পড়া আছে। পঠন আর পতন। বেশ লাগলো......
  • M | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৯ | 59.93.178.63
  • আমারো হয়েছে, একবার একটা বিরাট বইয়ের দোকানে দাঁড়াতে না পেরে ধপাস করে মাটিতে বসে একটা বিরাট গাব্দা বইয়ের ছবি দেখছিলুম, আর যে ঝাঁটাচ্ছিলো সে প্রায় আমাকেও ঝেঁটিয়ে দিয়েছিলো।
  • h | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৬ | 203.99.212.224
  • পাব্লিক প্লেসে গল্পের বই পড় নিয়ে কি বিচিত্র অভিজ্ঞতা আমার কলকাতায় হয়েছে, সেটা নিয়ে কখনো লিখবো। ব্ল্যাংকির ও আশাকরি একজ্যাক্টলি একই অভিজ্ঞতা হয়েছে। লিখতে পারে।
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৬ | 61.95.144.123
  • আড্ডা মারা, গান শোনা, ইভেন খবরের কাগজ পড়াও। কি হবে তাইলে? ট্রেনে উঠে কাঠের পুতুলের মতন বসে থাকবে - আবাপরও তো বিক্কিরি কমে যাবে;-)
  • M | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪২ | 59.93.178.63
  • কিম্বা, গল্পের বইয়ের
  • pi | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৬ | 72.83.80.253
  • তারমানে পাবলিক প্লেসে যেকোনোরকম নেশা করাই নিষিদ্ধ ?
    সে মদের হোক কি সিগারেটের হোক কি তাসের ?
  • M | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩২ | 59.93.178.63
  • X
  • Blank | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৯ | 170.153.65.102
  • পুজো নাম্বার !!!
  • Blank | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৮ | 170.153.65.102
  • ভারতে তে তো যেকোনো ধরনের গ্যাম্বলিং ই নিষিদ্ধ।
  • M | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৭ | 59.93.178.63
  • আচ্ছা, তোমাদের পুজোসংখ্যা বেরোচ্ছে না? বেরোলে ডিটেইলস দিয়ে দিয়ো, কিভাবে পাবো? কার্ডে হবে না, দোকান বলবে।
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৩ | 61.95.144.123
  • পয়সা দিয়ে তাস খেলা - মানে পাবলিক প্লেসে জুয়া খেলা সম্ভবতঃ নিষিদ্ধ। আবাপ গুলাইয়া ফেলেসে।

    হাই বীমটা মাইরি menace - এত চোখে লাগে...কিছু লোক তাও একবার ফ্লিক করলে নামিয়ে নেয় অল্পক্ষণের জন্যে।
  • M | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৩ | 59.93.178.63
  • এই ক্যা বলতি তু..........
  • Blank | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:২২ | 170.153.65.102
  • কিন্তু তাস খেলা ব্যপারটা অমনি করে নিষিদ্ধ করা যায় নাকি !! কেমন অবাক ব্যপার
  • d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:২১ | 144.160.5.25
  • আরে সেতো হাইবিমে গাড়ী চালালে নাকি ৩০০ টাকা ফাইন হওয়ার কথা। এদিকে লোকজন তো কেবল হাইবিমেই চালায় দেখি।
  • Blank | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:২০ | 170.153.65.102
  • ট্রেনে তাস খেলা সত্যি নিষিদ্ধ নাকি? লোকে যদি তাস ছেরে দাবা বা ভিডিও গেম খেলে, তখন কি হবে? আইনটা আসলে কি?
  • pi | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:১৯ | 72.83.80.253
  • বড়্‌মা একটা গান ও পুরো শুনছেন না।
    নাকি এফ এমের চ্যানেল সার্ফিং চলিতেছে ?
    দু মিন বাদে বাদেই নতুন গান !
  • d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:১৯ | 144.160.5.25
  • অজ্জিত, ডুয়াল বুটিং তৈরী করার স্টেপ বাই স্টেপ ইউজারগাইডটা কি কোন টইয়ে লিখেছিলে? কাল সপ্তাহের মধ্যিখানে একটা মিষ্টিমত ছুটি আছে। একটা ট্রাই মারতাম। আর হার্ডডিস্ক রিকভারী? আমার কাছে তো এক্সট্রা সিস্টেম নাই, সবেধন নীলমণি ল্যাপীখান। তো রিকভার করব ক্যামনে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত