এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:২৫ | 121.50.4.34
  • এবং ব্ল্যাংকি তোমার বাপু আমাকে সেক্টর ফাইভের ঘটিগরম খাওয়াবার কথা ছিল। আমি মোটেও ভুলিনি।
  • Blank | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:২৩ | 170.153.65.102
  • আজ কি হচ্চে? কেউ মেলের উত্তর দিলো না
  • dipu | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:২০ | 207.179.11.216
  • অধিকাংশ বাঙালী খাবারের দোকানও তো ওইদিকে। খুব হিংসে হয়। আমার বাড়ির কাছে একটাও নেই।
  • san | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:১৮ | 121.50.4.34
  • বিটিএমে কন্নডিগার থেকে বাঙালী বেশি
  • dipu | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:১৭ | 207.179.11.216
  • বিটিএমের ওদিকে পোচুর বাঙালী থাকে না? অনেগ্গুলো পুজো হয় লিচ্চই।
  • aishik | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:০৭ | 122.166.22.73
  • আমি BTM এ থাকি, কিন্তু একা একা পুজোমন্ডপে যেতে ভাল্লগে না।
  • Samik | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:০৬ | 12.170.106.12
  • তেকোনা এখন অনলাইন এবম্‌ ফুল ফর্মে আছে। সন্দেহ করিতেছি, তেকোনা পরের এপিসোড লিখছে।
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:০২ | 216.52.215.232
  • করিস। এখনো করতে পারিস।
  • dipu | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৫৮ | 207.179.11.216
  • ও অপ্পন্দা, আজ রাতে দশটা নাগাদ ফাঁকা থাকবে? তাহলে ফোন করতাম।
  • san | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪৯ | 121.50.4.34
  • মানে সর্দারনীর কাহিনী না হলে আরেকটু গড়াত?
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪৩ | 65.194.243.232
  • আরে ঐশিক কোথায় থাকে বল্লেই তো মিটে যায়। কাছাকাছি পুজোর নাম খুঁজে বের করা যাবে।
  • san | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪১ | 121.50.4.34
  • দুঃখ পাবেন না, কেউ কিছু জানাল না কারণ কেউ জানেনা।

    যাইহোক, আলসুর, কোরামঙ্গলা এসব জায়গায় তো বড় করে পুজো হয় শুনেছি। সারা বেঙ্গালুরুতে গোটা তোরিশ চল্লিশ হয় মনে হয়।
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৯ | 65.194.243.232
  • আরে নামকে অত হতচ্ছেদা কর না। কেসিদাশের বদলে কেসিনাগের রসগোল্লা খেতে ভাল ছিল?
  • aishik | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৯ | 122.166.22.73
  • bangaloreএর লোকজন আমায় এখনও জানালো না কবে কোথায় ভাট হবে? এটাও জানি না যে এখেনে দুর্গাপুজো কোথায় হয়। মা মাগো, দেখো ......
  • tkn | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৯ | 122.162.42.156
  • ঃ-) এই মাত্তর ওটা পুরোপুরি ভেঙে সর্দারণীর প্রেম হয়ে আঁতুরে প্রবেশ কল্ল
    ঃ-)
    শেষ-
  • san | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৮ | 121.50.4.34
  • আরে কি সব ঘোষ, দাস, মিত্তির শুরু হয়েছে। ভাঙা প্রেম একা পড়ে আছে কারো চিন্তা নেই ।
  • r | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৪ | 198.96.180.245
  • আমার রিসেলে কেনা, পুরো চেকে। কাজেই অজ্জিত, আশা হারিও না।
  • tkn | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২১ | 122.162.42.156
  • রাইট। আমাদের বিল্ডিয়ের অনেকগুলো ফ্ল্যাট রিসেল হল। তখন কিন্তু ঐ ভাবেই জেব্রা ক্রসিং-এ হল। যারা বেচল সে পুরোটাই সাদায় কিনে প্রায় তার অর্ধেকের বেশি কালো বানিয়ে ফেলল রিসেল করে
  • Samik | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৯ | 12.170.106.12
  • বিল্ডারের কাছ থেকে সরাসরি কিনলে পুরোটাই হোয়াইট। কেবলমাত্র রিসেলে ব্ল্যাক চলে। ডাউন পেমেন্ট চেকে ড্রাফটে চলে। ব্ল্যাক কেবল ক্যাশে চলে।

    ডিঃ দিল্লি এনসিআরে চলে।
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৪ | 65.194.243.232
  • হ্যা, এবং দুবার খুচরো পেমেন্টের সময় রসিদ নিতে ভুলে গেছিলাম। পরে বাড়িতে পোস্ট করে পাঠিয়ে দিয়েছিল।
  • tkn | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৯ | 122.162.42.156
  • ডাউন পেমেন্টও এরা ক্যাশে নেয় না। ডিম্যান্ড ড্রাফট বা চেকে নেয়। আমি একেবারেই নিজের অভিজ্ঞতা বললাম
  • tkn | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৭ | 122.162.42.156
  • অরিজিৎ
    সিস্টেম তেমন করেই চলছে যেমন করে চললে পারস্পরিক সাদা কালোয় একটা কাগজ নামানো যায়। তবে আপনি এটার বাইরে থাকতে চাইলে কোনো বড় বিল্ডারের কাছ থেকে কিনুন। পুরোটাই হোয়াইট মানি যাবে। আমি নিজে তাই করেছি ঐ কারনেই। পিয়ারলেস, বেঙ্গল অম্বুজা, ইউনিটেক, রোজডেল ইত্যাদিরা সকলেই পুরো টাকাই সাদায় এবং চেকে নেয়। কালো বলতে শুধু আপনার সই করার কালি টুকু
  • Arijit | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৬ | 61.95.144.123
  • না মানে আমার ধারণা ছিলো দামটা অফিশিয়াল হয় - মানে কাগজে এক আর বাস্তবে এক, তাও বেশ বড়সড় অ্যামাউন্টের তফাত - এরকম হয়, তাও লোকে খোলাখুলি বলে আমার এত টাকা ব্ল্যাক চাই - সে ধারণা ছিলো না। আমি ভাবতুম ডাউন পেমেন্ট একটা ক্যাশে করতে হয়, বাকিটা লোন - ডাউন পেমেন্ট নিজের পকেট থেকেই, কিন্তু সেটা ধরেই কাগজেকলমে পুরো দাম লেখা হয়। ডাউন পেমেন্টটা পুরো আন-রেকর্ডেড এটা নতুন জানলুম।
  • Sayantan | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৩ | 125.22.97.34
  • হুঁ, ৩৫% ক্যাশে দেছিলাম। বাকিটা চেকে।
  • r | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৩৫ | 121.245.15.43
  • অজ্জিতের তো অনেক কিছু শেখা বাকি!!!

    চিরকালই বাড়ি কেনা-বেচায় ক্যাশের কারবার চলে। এটা নতুন কিছু নয়। তবে চেকে আদৌ কেনা যায় না সেটা ঠিক নয়। সবই ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক সুযোগসুবিধার উপর নির্ভর করে। আমি কোথাও এক পয়সাও ক্যাশ দিই নি। আমায় যে বিক্রি করেছিল সে পইপই করে চেক দিতে বলেছিল।
  • Samik | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৩১ | 8.4.8.12
  • আমার ফ্ল্যাটও রিসেলে কেনা। ন লাখ টাকা হোয়াইট, কাগজে দাম। এক লাখ টাকা ব্ল্যাক, ক্যাশে দেওয়া, আনডকুমেন্টেড। টোটাল দশ।

    সারা ভারতের কথা জানি না। দিল্লিতে এটা ভালোই চলে। সর্বত্র। উদাহরণস্বরূপ তখন ময়ূর বিহারে খোঁজ নিয়েছিলাম, চল্লিশ লাখ, তার সিক্সটি পার্সেন্ট হোয়াইট, ফর্টি পার্সেন্ট ব্ল্যাক।

    প্রপার্টির দাম এইভাবেই বাড়ে। সর্বত্র। অফিশিয়ালি পঁচিশ লাখ টাকার বাড়ি এইভাবেই পঁয়ত্রিশ লাখে বিক্রি হয়।

    দিল্লিতে তো বিল্ডারের ফ্ল্যাট আর তৈরি হয় না, দিল্লি ফুলি স্যাচুরেটেড। সেখানে কিনতে গেলে ব্ল্যাকমানির টাকা পকেটে রেখেই কিনতে হবে। নান্যপন্থা বিদ্যতে।

    আরও টাকা রাখতে হবে। হোয়াইট মানি যেটা, তারও ৮৫-৯০ পার্সেন্ট টাকা ব্যাঙ্ক লোন দেবে। বাকিটাও তোমার পকেট থেকে যাবে।

    অরিজিৎ মাঝে মাঝে স্বর্গের দেবদূতের মত বিস্মিত হয়ে যায় ঃ-)
  • pinaki | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০৯ | 131.151.102.250
  • কিন্তু এই ব্ল্যাকমানির রমরমা দেখে অজ্জিতদা অবাক হলে কেন বুঝলাম না। খেয়াল করে দেখো, পুরো প্রাইভেট টিউশনির এবং খুচরো কোচিং সেন্টারের ব্যাবসাগুলোর মার্কেটটাও কিন্তু ব্ল্যাক। পার হেড অ্যামাউন্ট কম হলেও পুরো বাজারটাকে ধরলে সেটাও কোটি কোটি টাকার বাজার। আমরা সবাই কোনো না কোনো ভাবে এই ব্ল্যাকমার্কেটের সাথে জড়িয়েছিলাম কোনো না কোনো দিন। অ্যামাউন্টটা কম বলে আমাদের মাথায় স্ট্রাইক করে না।

    আর ফ্ল্যাটের ক্ষেত্রে ক্রেতার লাভ হয় না - এই কথাটা পুরো ঠিক নয়। সেটা না হলে এই পদ্ধতিটা প্রথায় পরিণত হত না। ক্যাশ অ্যামাউন্ট বেশী ঠ্যাকালে দাম কিছুটা কম নেওয়া হয়।
  • stoic | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪৮ | 160.103.2.224
  • অজ্জিত,
    বছরচারেক আগে ভাইয়ের বিয়ের সময় দেশে এসে আমার এই এক অভিজ্ঞতা এবং বিস্ময়। কেটারিং কোং এর মালিক বৌভাতের পরদিন বিল নিয়ে এসে একগাল হেসে বল্লেন 'পুরোটা চেক এ দেবেন না প্লিজ"। তাপ্পর কত টাকা চেক এ আর কত ক্যাশ তাই নিয়ে নেগোশিয়েশান শুরু হল।
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:২৬ | 69.236.160.74
  • "জগদীশ গুপ্ত' দিয়ে সার্চ করছিলাম। ফায়ারফক্স-এ Google-এ গিয়ে সার্চ বাক্স-তে বাংলায় (বঙ্গলিপি প্লাগ ইন দিয়ে) "গুরুচন্ডালি জগদীশ গুপ্ত' দিয়ে সার্চ করলাম - ভাটিয়ালি/টইপত্তর সব মিলিয়ে ৩১ টা লিংক দিল। বেশ ভালো। অবশ্য রেজাল্ট পাতাগুলো ইউনিকোড ভার্শান।
  • M | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:২৬ | 59.93.200.252
  • অরিজিৎ,
    চলছে আমরা চালাচ্ছি তাই, ধরো, আমার সাধ্যের মধ্যে আমার যেটা পছন্দের ছিলো আমি অনেক খুঁজে পেলাম, এবার আরেকজন অনেককষ্টে কিছুদিন ম্যানেজ করে দেশে এলেন, তখন সেই মোক্ষম টাইমে ওনারবাবু এই বায়নাক্কা করলেন, তখন বাধ্য হয়েই, বাধ্য না হতেও পারো, সেটা সবার ক্ষেত্রে হয়না, তাই।

    এটার সব থেকে বাজে দিক হলো এই যে, যে কিনলো তার কোন লাভ নেই, আর লোককে অনায়াসে যে মালিক ছিলো আগে সে গ্যাসাবে, আর তা চুপ করে শুনতে হবে। শা.....
  • Arijit | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৯ | 61.95.144.123
  • ঠিকাছে।
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৮ | 65.194.243.232
  • কল কোরো তালে। ঐখানে এই ঝামেলা হবে না।
  • Arijit | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৭ | 61.95.144.123
  • অপ্পন - হুঁ - সেটা পেয়েছি - কিন্তু রাতের দিকে অনলাইন থাকা হয় না যে।

    কোশ্চেন হল এরকম ঘোষিত ব্ল্যাক মানি সিস্টেম চলছে কি করে?
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৫ | 65.194.243.232
  • হু। বেসিকালি বড় বিল্ডার্সদের থেকে নিতে হবে। অরিজিত, তোমাকে সেই ব্যপারে একটা মেল করেছিলাম।
  • kc | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫১ | 213.132.250.2
  • অরিজিৎ, সাউথ সিটি, হাইল্যান্ড পার্ক, অথবা সিলভার স্প্রিং, এরকম ছাড়া আর কারুর কাছ থেকে বাড়ি কিনতে পারবে না।
  • san | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৫ | 121.50.4.34
  • দেখেছি এবং লিখেছি।
  • Tim | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৬ | 71.62.121.158
  • স্যান এদিকে আসলে একবার মেইল দেখিস।
  • Arijit | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৫ | 61.95.144.123
  • আমি এরকম কিনবো না - বলে দিয়েছি। ক্যাশ অ্যামাউন্টটা বড় কথা নয় - আমি ট্যাক্স দিয়ে যে টাকা রেখেছি, খামোখা সেটা আন-অ্যাকাউন্টেড ফর করে দেবো কেন? কেউ জিগ্গেস করলে আমার কাছে কোনো উত্তর থাকবে না - যে ওটা আমি কাকে দিলাম, কেন দিলাম।
  • M | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৩ | 59.93.165.12
  • অজ্জিত,
    আমারো কেস তাই, কিনলুম এক পয়সা দিয়ে আর লেখা হলো আরেক,যেটা লেখা হলো সেটা ড্রাফটে বাকীটা ক্যাসে।
    এইসাই হোতা হ্যায়।।
  • Arijit | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:১৭ | 61.95.144.123
  • সেটা শুনেই তো আশ্চর্য হলাম - মোটামুটি স্বীকৃত ব্ল্যাক মানি!
  • santanu | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:১১ | 82.112.6.2
  • অরিজিত, শুধু রিসেল নয়, ছোটোখাটো প্রোমোটারের কাছ থেকে ছোটো বাড়ির একটা ফ্ল্যাট কিনলেও - হিসেবটা ঐরকম।

    তাই জন্য Stamp Duty টা Declared Value র ওপর হয় না, Court এর নিজের হিসেবের ওপর হয়।
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫৮ | 65.194.243.232
  • শুনেছিলাম। ভুলেও গেছিলাম। ঃ)
  • san | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫৬ | 121.50.4.34
  • সেকি কথা, after many a summer এর নাম শোনোনি? ঃ-)
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫৩ | 65.194.243.232
  • রাইট। good বসতেই পারে মাঝখানে। কিন্তু many-এর পরে a? কী জানি! পুরো ঘেঁটে আছি।
  • Arijit | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫১ | 61.95.144.123
  • গুগুলে তো এরকম উদা দেখাচ্ছে - যদিও কম। গ্রামারটা ভেবে দেখতে হবে।
  • san | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫০ | 121.50.4.34
  • many র পরে a বসালে হত না?

    আগে বসালে মাঝখানে good বা great দিয়ে বসায় দেখেছি ঃ-)
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৭ | 65.194.243.232
  • জনগণ, many-এর আগে কখন a বসানো যায়? যেমন ধর, Wish you a many successful years ahead! - এইটা কি গ্রামাটিক্যালি ঠিক?
  • Arijit | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪০ | 61.95.144.123
  • পামিতাদি - হ্যাবাড্ডি - বিলেটেড।
  • Arijit | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৯ | 61.95.144.123
  • কাল একটা বাড়ি দেখতে গেছিলুম - ফ্ল্যাট - মুর অ্যাভিনিউয়ে। আগে আমি একবার দেখে এসেছিলুম - বেশ পছন্দ হয়েছিলো। কিন্তু কাল ঠেকে গেলুম একদম খোলাখুলি ব্ল্যাকের গপ্পো শুনে। তোমার সাথে কারেন্ট মালিকের ডিল হবে ক-টাকার, কিন্তু রেজিস্ট্রেশনে ডকুমেন্টেড হবে (ক-খ) টাকা, খ-টাকাটা ক্যাশে মালিককে দিতে হবে। এটাই নাকি ইউজুয়াল প্র্যাকটিস - রিসেলে বাড়ি কিনলে এরকমই হয়!!! কারণ ক্যাপিট্যাল গেইন ট্যাক্স বাঁচানো!!! এরকম মুখের ওপর ব্ল্যাকের কথা শুনে আমি ভীতু হয়ে পালিয়ে এলুম।
  • h | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৭ | 203.99.212.224
  • কাল খুব-ই লোভনীয় আবগারী ওয়েদার থাকা সঙ্কেÄও একেবারেই নির্জ্জলা রইলাম। কি সংযম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত