অসইব্য ছেলে। অন্যদের সামনে কানে কানে কথা বলতে নেই, জানো না? মাম্মি নে কুছ নহি সিখায়া?
তা ছাড়া, এটা কি সানন্দার পাতা? অ্যাঁ?
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩১ | 203.91.193.7
আর দীপু, ১।তুই ফিল্ম না দিয়ে সর্ট করতে চাইছিস,
২। সেই অনুযায়ী সিরিয়াল নাম্বারটা সর্ট করতে চাইছিস
১। তো হয়ে যাবে, কিন্তু ২। হবে বলে মনে হয় না। কিন্তু প্রয়োজনটা কী? তুই তো ডিভিডির নাম্বারিংও ঐভাবে করতে পারবিনা। ধর A দিয়ে শুরু একটা সিনেমা পেলি, সেটা তো আর ১ নম্বর ডিভিডিতে যাচ্ছে না। শুধুমাত্র সার্চ করার জন্য তো ঐ সর্টিং এনাফ।
h | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩০ | 203.99.212.224
আনবিলিভেবল।
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৮ | 122.162.236.48
কোডেকের নামগুলোই তো পাচ্ছি না। এরর খালি বলছে কোডেক মিসিং। ফর ডিটেইল্স কনট্যাক্ট মাই দোকান। দোকানে গেলে কিচ্ছু দেখাচ্ছে না। কিছু কমন কোডেকই হবে।
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৮ | 203.91.193.7
কানে কানে বলি, mencoder আপনাদের সব সমস্যার সমাধান নিয়ে বসে আছে। শুধু সে কি xp তে ধরা দেয় কিনা জানা নেই। দাড়াও দেখি। হ্যাঁ, এইতো পেয়েচিঃ
বল্লে হবে! আমি যতগুলো ফ্রি টুল দেখেছি সবার ওই দশা। জোড়ার পর সিংক ঘেঁটে ঘ। কনভার্টার গুলোর অবস্থা আরও করুণ। একটা ফ্রি flv টু avi কনভার্টার পেয়েছিলাম, সে শুধু ৫০% কনভার্ট করে!
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১০:২১ | 61.95.144.123
না করি নি। কোরো না। শুনেছি ওগুলো উল্টে ক্ষতি করে।
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১০:২০ | 61.95.144.123
কোডেকের নাম দিয়ে সার্চ করে দেখেছ? ডিভ-এক্স হলে ফিরি পেয়ে যাবে।
Arpan | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১০:২০ | 65.194.243.232
অরিজিত, গাড়ির জন্য টাচ-আপ পেইন্ট ইউজ কর/করেছ?
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১০:১৬ | 8.4.8.12
না, এখনকার splitterগুলো সেই জাতের নয়। সে সব সেই ২০০০-২০০১ সাল নাগাদ পাওয়া যেত।
এটা আমার মেশিনে আগে চলত। কিন্তু ফর্ম্যাট হবার পরে কোডেকগুলো যে কোথয় হারিয়ে গেল বুঝতে পারছি না। মালটা চলছে কিন্তু কোডেকের অভাবে মুভি লোড করতে পারছে না। ঐখানেই আমি আটকে আছি।
জিনিসটা ডাউনলোড করে কেউ একটু কোডেকগুলো খুঁজে দিলেই আমার কাজ চলে যাবে।
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১০:১০ | 61.95.144.123
ওই গ্রিফিথের ম্যাক ভার্সন আছে, তবে তার জন্যে ডারউইনপোর্ট লাগবে। আগে ছিলো ডারউইনপোর্ট - এখন আবার নামাতে হবে - ধুস্স্স। একটা ডিস্ক ইমেজ ইনস্টলার বানিয়ে দিলে পারতো...অন্য কিছু খুঁজি - সোনি-র আছে মনে হল।
dipu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১০:০০ | 207.179.11.216
আমি একটা ভালো জাতের .flv joiner খুঁজছি অনেকদিন। কারোর সন্ধানে থাকলে জানাবেন।
dipu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৮ | 207.179.11.216
avi splitter তো গুচ্ছের আছে। কিন্তু সবরকম splitter আর জয়েনারের কমন মুশকিল হল কাটাছেঁড়া আর জোড়াতালির পর অডিও-ভিডিও sync ঘেঁটে যায়। মুখ নাড়ছে উৎপল দত্ত, কথা শুনছ রবি ঘোষের, এইরকম কেস।
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৮ | 12.170.106.12
বোধ হয় নয়। পয়সা দিয়ে কেনার একটা অপশনও আছে। আমি তো ফ্রিটা ইউজ করি।
আরে না, ধর আমার লিস্ট। 12 এর পরের এϾট্র 12 Angry men। এদের নম্বর ২ ও ৩। এবার ধরা যাক 12 and 13 নামে একটা নতুন এϾট্র এলো, যার যাওয়ার কথা তিনে। এক্ষেত্রে কি করবো? 12 and 13 হয়ত এমনিতে ২০০ নম্বরে গেলো, তিনে কি করে আনবো?
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪৭ | 117.194.194.253
gcstar টা দেখতে বাজে। আর কিছু খুচরো বাগ আছে। কাল ফিল্ম ইনফো নামানোর পর দেখলাম ডিরেক্টর ফিল্ডে অ্যাত্ত স্পেস, তারপর নাম। তারফলে আমি ভাবলাম ডিরেক্টরের নামটা নামেই নি। ঐ প্রতিটা ডিরেক্টরের নামের আগে ধরে ধরে স্পেস হটাতে হবে।
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪৪ | 117.194.194.253
quick avi splitter কি ওপেনসোর্স? নাহলে উত্তর দিতে পারবোনা। ঃ))
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪৩ | 117.194.194.253
অ্যালফাবেটিকাল সর্ট মানে? শুধু নিউমেরিক নিচ্ছে বললি তো, আমিও তো দেখলাম। তবে ওর একটা উপায় বের করেছি, note section এ আমি আমার ডিভিডি নম্বর দিচ্ছি।
কিন্তু যা খুশি নম্বর দিলি মানে? কোথায় দিলি? এখানে তো অ্যাড হচ্ছে একদম সিরিয়ালি। ১,২,৩ এইভাবে। বুঝলাম না।
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪২ | 12.170.106.12
কুইক এভিআই স্প্লিটার নিয়ে একট কোচ্চেন রেখেছিলাম। কেউ উত্তর দিল নি। ঃ-(
M | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪০ | 59.93.246.255
ওকে, টাটা, এন্ড তেকোনা, এইস্যান লজ্জা নেহি দেনেকা। আর সে অনুভব কি এই ডেঁপোদের বোঝানো যায়, না লেখা যায়? যাকগে ঐ টই ঐ রোকেয়ার নাম দেওয়া আর পাই যেন কি একটা বললো তাই খুলে দেছিলাম, ওতে আমার কোন ক্যালি নাই।
dipu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৬ | 207.179.11.216
এই gcstar তো আরও ব্যাপক মনে হয়। স্ট্যাম্পও ক্যাটালগ করা যাবে!
dipu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২৮ | 207.179.11.216
আচ্ছা, গ্রিফিথে অ্যালফাবেটিকালি সর্ট করা যাচ্ছে কি? মানে আমি যা খুশি নম্বর দিলাম, তারপর সর্ট করে সাজিয়ে নিলাম, এরম। এটা না হলে খুব চাপ হবে।
tkn | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২৫ | 122.162.42.156
হ্যাপেন্ড ওয়ান্নাইট দেখ ঃ-)
আরেঃ তিনকোনায় ক্যা প্রব? প্রেম কি তা বোঝার জন্য ওটা খুলেছে? তবেই হয়েছে ঃ-(। কোনো জিনিসের স্বাদ বুঝতে গেলে চেখে দেখাই তো বেস্ট। নিজে কি চাখোনি? তবে জিগাও কেন???
M | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২৩ | 59.93.246.255
ইস্স্স্স্স্স্স্স কেউ বলে না, যাকগে যেটা লটারিতে উঠবে দেখে আসি।
M | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৯:১৭ | 59.93.246.255
সেটাতো বুঝা বাবা, কিন্তু এত কিছু পড়ে প্রেম কেয়া চিজ সেটাই তো সমঝাচ্ছি না।
আর তুমি তেকোনা থেকে সই হয়ে যাও তো, এত মিত্তি নাম থাকতে অমন কোনা কোনা হয়ে থেকোনা।:P
আজ্জোদা সত্যি "হলেও হতে পারত" খুব টেস্টি ব্যাপার। তাই আমি আর তর্কে না গিয়ে সত্যি গপ্প দিলাম ঃ-)। হজম করে ফেলুন ঃ-)
sibu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৮:১০ | 71.106.234.63
পিনাকীটা কেমন একা একাই সবটুকু ক্রেডিট হজম করে ফেলল। আমার জন্য একটুও রাখলনা। ধিক ধিক ওরে ...
tkn | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৭:৪৪ | 122.162.42.156
ঃ-)
h | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৬:২৪ | 61.95.144.10
এটা অচিরেই ফেলিওর ফেলিওর হয়ে যাবে ঃ-)
pinaki | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৬:০৮ | 131.151.102.250
উফ, এক রাত্রে গুরুর লাস্ট দু হপ্তার প্রেমজ্বর নামিয়ে দিয়েছি। এখন প্রেমের কথা উঠলেই লোকের আমার কথা মনে পড়বে আর মুখটা তেতো তেতো লাগবে।
সাকসেস। সাকসেস। :-D
Tim | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৫:০২ | 71.62.121.158
আমার কেমন সন্দেহ ন্যাড়াদাকে আসল খাতাটা দেখানোই হয়নি। মিত্র ঘ-দের জন্য একটা ব্যাকাপ রাখা ছিলো। ;-)
pi | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৪:৪২ | 128.231.22.89
:D
nyara | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৪:১০ | 64.105.168.210
পারমিতার দাদুর এই খাতাটা আমি দেখেছি। বিরাট গোব্দা খাতা। দাদু অনেক আশা নিয়ে বাঁধিয়েছিলেন। কিন্তু প্রথম পাতার পর কৃতী বাঙালদের নাম ফুরিয়ে যাওয়ায় পুরো খাতাটাই সাদা।
Paramita | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০৩:৫১ | 63.82.71.141
আমার দাদুর একটা খাতা ছিল - কৃতী বাঙালদের ফর্দ। কি বিশাল খাতা রে বাবা।
a x | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০২:২০ | 143.111.22.23
আমার মা-র একটা হিসেবের খাতা ছিল। আজ প্রায় পঞ্চাশ বছর ধরে সেই খাতায় প্রতিটি তুচ্ছাতিতুচ্ছ জিনিসের নাম, কার জন্য সেই জিনিস ও তার দাম লিখে রাখে। রাখে না, রাখত। শুধু সেই ফর্দটা পড়লেই মোটামুটি আমাদের পঞ্চাশ বছরে কি কি ঘটেছে জীবনে লোকে জেনে যাবে ঃ-)
মৃণাল সেনের মেমোয়ারে এরকম একটা ফর্দের কথা ছিল, ওনার স্ত্রী লিখতেন প্রতিদিন। সেই ফর্দ মিলিয়ে সময়ের বয়ে যাওয়া।
Ishan | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৭ | 12.163.39.254
আরেকটা টই খুললে হয়। গুরুতে ক্রিয়েটিভ ক্লাসিফায়েড ও সংক্ষিপ্ত বিজ্ঞাপন দিন। ছাপা হইলেও হইতে পারে।
খুলে দিই?
Du | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৩ | 65.124.26.7
বক্সটপের জন্য ওবামাই তো টাকা দিল। তাই দিয়ে কিনলামঃ)
a x | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৩ | 143.111.22.23
আমি শুনিনি দু। আসলে ঐ টিভি সব ডিজিটাইজ না কি হল, যার জন্য বক্সটপ কেনা দরকার, আর কিনি নি। তাই কিছু দেখা হয়না। ভাবলাম তুমি দেখেছ।
Du | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০২:০২ | 65.124.26.7
অবশ্য এই 'কী' টাই সবচেয়ে কঠিন। অত ভালো ভালো কথা বলে যে মোদ্দা কথাটা যে কি তাই নিয়ে আমার আর আমার বরের ঝগড়া লেগে যায় ঃ)।
a x | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০২:০১ | 143.111.22.23
কলি, আমি ঠিক এরকমই ভাবছিলাম। ইনফ্যাক্ট অনেকানেক আগে আমি এরকমই একটা লিখেছিলাম, সেটাই মনে পড়ে গেসল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন