এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৫ | 128.231.22.89
  • আমি ও প্রায় ঠিক ই বলেচি। মোদ্দা কথা স্টার্চ দিতে হবে।
  • dipu | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৫ | 59.164.98.30
  • ফেরার সময় ক্রসওয়ার্ড থেকে টোটাল সময় লাগল বারো মিনিট।
  • san | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৩ | 123.201.53.4
  • অপ্পন, তোমার কথাই ফলে গেল। পনেরো ষোলো কিলোমিটার আসতে আ-ড়া-ই ঘন্টা । আমি আর ক্রসওয়ার্ড অব্দি যাইওনি।
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২২:২০ | 122.161.165.96
  • হ্যাঁ, আমাদের বাড়িতেও। তবে বাড়িতে চালগুঁড়ি না থাকলে চিঁড়েগুড়ো একই কাজে দেবে। ট্রাই করতে পারেন
  • Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২২:১৯ | 122.252.231.12
  • আমাদের বাড়িতে দেখেছি চাট্টি চালের গুঁড়ো দিতে।
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২২:১৮ | 122.161.165.96
  • ডি,
    বেগুনের ফালিতে নুন ছিটিয়ে রেখে দিন একটু আগে থেকে। জল বেরিয়ে যাক। এবার ওপরে একমুঠো চিঁড়ে গুঁড়ো করে ছিটিয়ে দিয়ে তার পর বেসনের গোলায় চুবিয়ে ভেজে দেখুন..
  • pi | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২২:১৩ | 128.231.22.89
  • মাড়ে ডুবিয়ে ভাজো।
  • Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২২:১২ | 122.252.231.12
  • ডুবু ডুবু তেলে ভাজছ?
  • d | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২২:১০ | 117.195.37.33
  • বেশ কুড়মুড়ে বেগুনী ভাজতে শিখিয়ে দেবে কেউ? কেরম নেতিয়ে পড়ছে সবগুলো। ঃ( ঃ(
  • arjo | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২২:০৬ | 168.26.215.13
  • একের পর এক ঢোঁক
    রাম নয়, গিলছি কোক
  • arjo | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২২:০৩ | 168.26.215.13
  • আজকের বাণী

    নক করতে হয় করুন, খ্যাল রাখবেন নক আউট না হয়ে যায় কেউ। (পিজে আর কি, খিদে পেলেই বেরয়)।
  • Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২১:৫৩ | 122.252.231.12
  • দমু, অনলাইন হলে নক কোরো।
  • d | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪৭ | 117.195.37.33
  • না কবিতা নয়। "মরচে ধরা তরোয়াল' আর আরেকটা গল্প।

    তেকেনা, এমা কবিতা কক্ষণো চেপে রাখতে নেই। ফটাফট দিয়ে ফেলো। একদম ফটাফট।

    হেহে ঐ "বলাকা', "আগমনি', "পুরবী', "তপোবন', "ইন্দ্রনীল' এগুলো সব আমার আছে। আমি যখন ছোট ছিলাম তখন এগুলো বেরোত।
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪২ | 122.161.165.96
  • এমা! কেমন মনখারাপি ধুউউউস্‌স্‌স্‌স... আমি এখুনি আর একটা কবিতা পোস্ট করতে যাচ্ছিলুম, কিন্তু এখন মনে হচ্ছে ধুউউউউউউস কি হবে ...
  • Pintu | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪১ | 82.130.98.43
  • কে যেন শ্রেয়া গুহঠাকুরতার গান শুনতে চেয়েছিলেন। কোলকাতা গিয়ে শুনে এলাম। খুব ভালো লাগলো। এখানে আকাশ নীল নামে একটা সিরিয়াল এ বেশ কিছু রবীন্দ্রনাথের গান গেয়েছেন উনি। youtube এ সেগুলোর কিছু পাওয়া যায়।
  • Du | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৪ | 65.124.26.7
  • কবিতা না অন্য ?
  • d | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩০ | 117.195.37.33
  • যাগ্গে তোমায় অনেকদিন আগে ইন্দিরা গোস্বামীর কথা জিগ্যেস করেছিলাম না, এখানে একটা কুচোমত বইমেলা হচ্ছিল; সেখানে সাহিত্য আকাদেমীর স্টলে ওঁর একটা বই পেলাম।
  • d | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৭ | 117.195.37.33
  • ধুউউউউস্‌স্‌স্‌স কি হবে?
  • Du | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৫ | 65.124.26.7
  • আমার তো ' নাই কথা, মনে সাধ শত কথা কই' -
    শিং ভেঙে নাও -- তাহলেই আবার উঠবে এট্টূ এট্টূ আর ঢুসোতে ইচ্ছে করবে।
  • d | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২১:২০ | 117.195.37.33
  • বোঝো! দু বলছে!!

    ইচ্ছে করে না যে ..... ঃ(
  • Du | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৫ | 65.124.26.7
  • দ, একেবারেই লেখোনা কেন? কোন থ্রেডে তোমার নাম দেখে ভাবি কিছু লিখেছ , কিন্তু ঃ(
  • d | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২০:২৮ | 117.195.37.33
  • পিবি (প্রান্তিক?),

    শমীক বোধহয় একটু ব্যস্ত আছে। আপনি গুরগাঁও তাই তো? ভাটেই চোখ রাখুন। শমীক যোগাযোগ করে নেবে।
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২০:২৮ | 122.161.165.96
  • ঃ-)
  • d | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২০:১৫ | 117.195.37.33
  • হুঁ। এরম আত্মীয় সত্যিই বড় লজ্জার।
    কিন্তু হায় আত্মীয়দের ডিভোর্স করা যায় না। আমি আর হনু এই নিয়ে একবার খুব দুঃখ করেছিলাম যে আত্মীয়দের ডিভোর্স করার কোন সিস্টেম কেন নাই।
  • shrabani | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২০:১০ | 59.94.97.1
  • শমীক,
    সরি। আমারও তাই মনে হচ্ছিল। তবে বাজারে খবর আজ রাতই বৃষ্টির শেষ রাত্রি।ঃ(
    অতএব কাল গিয়ে কিনতে পারো। সকালে গাজীপুরে যেতে পারলে তো আর কথাই নেই!
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২০:০৮ | 122.161.165.96
  • কিন্তু শুধু বহুবহুবছর ও বাড়িতে থাকার সুবাদে বাড়িটা কেমন করে "ওদের" হয়ে গেল সে গল্প শুনতে হলে লজ্জা করে খুব আর সেই অচেনা অদেখা বাড়িওয়ালার কথা ভেবে মনটা খারাপ হয়।
    দৈত্যের বাগানের ফুলে ছোটোরা হাত দিলেও সেই তো শেষ ফুল ফোটা নয় কিন্তু ঐ বেচারা বাড়িওয়ালা ভদ্রলোকের বোধহয় ওটাই শেষ বাড়ি করা।
    এ আত্মীয়তা লজ্জা দেয় ..
  • Du | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২০:০৩ | 65.124.26.7
  • অন্যথায় সাম্রাজ্যবাদী সমাজতন্ত্রকে চাঙ্গা করতে হবে ;-) হায় রিওয়াইন্ড বাটন ঃ(

    তেকেনা, কালকের ঐ শ্যামপুকুরের ঊদাহরণে তো কনট্রাস্ট নেই কিছু। আমরা তো হিংসুটে দৈত্যের গল্পের সুরটুকু ধরতে পেরেছি সকলেই। এখন যখন ছেলে গল্পটা শুনে, নাটক করে উঠেও তারপর বলে - কিন্তু মা, ছোটরা কেন ওর বাগানে না জিজ্ঞেস করে ঢুকে পড়লো - তখন ভাবি - এইটা তো স্বতঃসিধ সত্য নয় - এটা একটা সংস্কৃতি। জাতি হিসেবে, কোনওখানে আমরা এই সংস্কৃতিকে মানি।
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৫৬ | 122.161.165.96
  • ঃ-)
    খুঁজবো। পেলে দেবো। খাবো। নেবো
  • arjo | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৪৯ | 168.26.215.13
  • মলাটে ডাক্তার উঃবাবারের ছবি। গলায় স্টেথো, লম্বা দাড়ি, টাকমাথা, সাথে অনেক পশুপাখী। নতুন প্রিন্ট হয় না। সারা কলেজ স্ট্রীট খুঁজে ফেলেছি। ঃ(

    পুরনো কারুর কালেকশনে থাকলেই পাওয়া যেতে পারে। যদি কেউ খুঁজে দিতে পারে তাহলে যেখানে ইচ্ছে খাওয়া ও সারাজীবনের শুভেচ্ছা।
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৪৩ | 122.161.165.96
  • ঠিক আছে। দেখব। আমি অনেক সময়েই কলেজস্ট্রীটের ফুটপাথে বসে বই ঘাঁটি। নতুন করে রিপ্রিন্ট হলে বইমেলায় খোঁজ করে দেখতে পারি। বইটার মলাটে কেমন ছবি মনে আছে? সেটা বললে খুঁজতে সুবিধা হবে।
  • r | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৩৮ | 198.96.180.245
  • আচ্ছা।
  • arjo | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৩২ | 168.26.215.13
  • নাচও না, গান ও না, কবিতাও না।

    খাসা ডাক্তার উঃবাবারে
    বসেন তিনি গাছ তলেরে

    উঃবাবারে একজন ডাক্তার যে পশুপাখীদের ভাষা বুঝত। একবার জঙ্গলে সকলের শরীর খারাপ হওয়ার পরে ডাক্তার উঃবাবারে তাদের সেবা করার জন্য কিভাবে জঙ্গলে যায় এবং তাদের সারিয়ে তোলে তাই নিয়ে ছবিতে গল্প। গল্পের শেষে দেখা যায় সবাই সেরে উঠেছে আর ফিডিং বোতলে দুধ খাচ্ছে - 'মধুং দুধু পায়সং'।

    খুব সম্ভবত প্রগতি প্রকাশন। ভয়েজেস অফ ডঃ ডুলিটল আগে না এটা আগে বলতে পারব না।
  • Du | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৯:২৪ | 65.124.26.7
  • ঋতিকে হ্যাবাড্ডিতে অনেক অনেক আদর। আর পাল্লিনকেও আদর আর এট্টু শুভেচ্ছাও।

    রঞ্জনদাকে হ্যাপী বাড্ডে লিখে উঠতে পারলাম না। কারণ হ্যাপী শব্দটা রঞ্জনদার জন্য বাহুল্য। পরিস্থিতি নির্বিশেষে। বরং আপনার চারদিকটা হ্যাপী থাকুক এই উইশ রইলো।
  • PB | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৯:১৫ | 59.177.177.64
  • এইযে শমীক যারা নএডায় থাকে না বা যায়না, তারা কি করে ছাপা গু চ পাবে আর গ্রাহক হওয়ার জন্য ক্রেডিট কার্ড ইউজ না করে চেক বা ক্যাশ আপনি কি নেবেন। না হলে দিল্লিতে আর কি উপায় আছে?
  • Samik | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৯:০১ | 122.162.236.235
  • উঃবাবারে কী জিনিস? গান, নাচ না কবিতা?

    দয়াল বাবা আছে। ঃ-)
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৫৮ | 122.163.79.26
  • না নেই তো। কার লেখা? খুঁজে দেখতে পারি ডিটেলস দিলে
  • arjo | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৩৭ | 168.26.215.13
  • তেকোনা, 'উঃবাবারে' আছে? আমি বছর দুয়েক ধরে খুঁজছি।
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৮:২১ | 122.163.79.26
  • ঃ-)
  • rabaahuta | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৮:১৭ | 121.241.111.12
  • রাখো বাজি
  • Samik | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৮:১৬ | 122.162.236.235
  • চাই সই, তাই সই ঃ-)
  • Blank | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৮:১৫ | 170.153.65.102
  • কি প্ল্যান? কি প্ল্যান? কাউকে কি আমরা সবাই মিলে ঠ্যাঙাবো? আমি রাজি ...
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৮:১২ | 122.173.178.222
  • মানে দুটোই টুকুন টুকুন ভালো @ শমীক
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৮:১১ | 122.173.178.222
  • তাই? হয় নাকি?
    ঃ-))

    টুকুন টুকুন দুটোই ভালো
  • Kaushik | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০৯ | 125.20.3.146
  • ডাকনাম এর মধ্যে আছে?

    তাই না সই??

    বোধ হয় তাই ...right??
  • Samik | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০৭ | 122.162.236.235
  • টুকুন? টুকান?
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০৬ | 122.173.178.222
  • আজ্ঞে না। চিঁ চিঁ করে টিকেন বল্লে তবেই চিকেন হওয়ার সম্ভবনা আছে। জোর গলায় ডাকো ঃ-) নো চিকেন জাস্ট টিকেন ঃ-)
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০৫ | 122.173.178.222
  • তোমার এই তিনটে শব্দের মধ্যে আমার ডাকনাম আছে ঃ-)
  • Samik | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০৪ | 8.4.8.12
  • টিকেন পড়লেই খিদে পেয়ে যায়। মনটা একসাথে বলে ওঠে টিক্কা + চিকেন।
  • Kaushik | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০২ | 125.20.3.146
  • বেশ, তাই সই ।
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০১ | 122.173.178.222
  • কিজিয়ে**

    ইস্‌স্‌স, ইন্টেলের ঐ কথাটার পরে এত্ত ভুল লিখছি ঃ-(

    কৌশিক ঃ-)

    আমার টিকেন নামটা খুব পছন্দের। নাম বললে এই নামটা হারিয়ে যাবে। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত