এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ০০:১৬ | 75.53.198.45
  • হুল্লু নাটকটা কি হল?
  • kc | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৪ | 89.203.49.18
  • আজ্জোবাবু, রসগোল্লার রেসিপিখান ভালো কইর‌্যে ল্যাহেন না। আমার আজকে একদম ভেঙ্গেচুড়ে যাতা হয়ে গেছে। কি যে ভুল করেছি কে জানে। বড়ই মনকষ্টে আছি। ঃ(
  • Blank | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩১ | 59.93.194.240
  • রঞ্জন দার লেখা পড়ে মনে হচ্ছে, সেই পুরনো ছবি দেখার টই টাকে আর একবার জাগিয়ে তুললে হয়। কিন্তু সেটা কোথায় হ্যাস?
  • dipu | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৬ | 59.164.98.142
  • কাল রাতে সেরেনা উইলিয়ামস-কিম ক্লাইস্টার্স সেমিফাইনালের শেষে হুল্লু নাটক হয়েছে। টিভিতে যতবার দেখাচ্ছে খ্যালখ্যাল করে হাসি পাচ্ছে।
  • d | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ২০:২৮ | 117.195.39.155
  • "ফর্দ-পাই' একটি যথাযথ নাম। ইন্ডোকে টেবিল চেয়ার চাপড়ে সাপোর্টালাম।
  • ani | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ১৪:২৫ | 122.169.146.237
  • ওটা *#06#
  • Arpan | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩৬ | 122.252.231.12
  • পরপর *## টিপলে আইএমইআই কোড দেখায় নাকি? আমাকে তো কিছুই দেখাল না!!

    http://www.anandabazar.com/13desh5.htm
  • samran | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪০ | 117.99.49.2
  • অনেক অনেক ধন্যযোগ অক্ষ।
  • a x | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:১৫ | 75.53.198.45
  • সামরান, ২০০৬'এ বিদ্যাবতী বলে একজন মহিলা এরকম কিছু করেছিলেন। কিন্তু কোনো লিংক খুঁজে পাচ্ছিনা।
  • samran | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫৬ | 117.99.49.2
  • "সতীদাহ' সম্পর্কে সাম্প্রতিক কোনো ঘটনার কথা কেউ জানেন? রূপ কানোয়ারের পরে? কারো জানা থাকলে প্লিজ জানান। কোনো খবরের লিংক হলেও চলবে বা একটু বিশদে, যদি সম্ভব হয়। খুব দরকার।

    অক্ষ,
    মাসুদ একই রকম আছে, দু'জনেরই পরীক্ষা চলছে, অক্টোবরের প্রথম দিকে কলকাতায় আসবে পরীক্ষা দিয়ে। তখন আমি যোগাযোগ করব।

    আপাতত ঠ্যাকনা দেওয়া চীকিৎসা চলছে।
  • d | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২৯ | 117.195.35.165
  • ধন্যবাদ হাসিব। প্রিয়তে যুক্ত করলাম।
  • Blank | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০২:৪৫ | 59.93.192.77
  • ধন্যবাদ hm। ভালো একটা আর্কাইভ হয়েছে
  • Samik | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০২:৩৯ | 122.162.236.234
  • ব্যয়সঙ্কোচের জন্য সব মন্ত্রী সাংসদকে প্লেনের ইকোনমি ক্লাসে সফর করতে বলা হয়েছে। তাতে কেউ সম্মত, কেউ যারপরনাই খচেছে। শশী থারুর আর এস এম কৃষ্ণা গত কয়েক মাস ধরে পাঁচতারা হোটেলে ছিলেন যার নাকি দৈনিক খরচ লাখখানেক টাকা। ধাতানি খেয়ে তাঁরা নিজ নিজ ভবনে (কর্ণাটক আর কেরালা) ঘর বাঁধতে বাধ্য হয়েছেন।

    প্রণব মুখুজ্জে নিজেই ইকোনমিতে যাতায়াত করেছেন চিরদিনই, আজকেও (যে কদিন তাঁর জন্য স্পেশালি ১৪ সিটের প্লেন সরকার ব্যবস্থা করে দিয়েছিল, সেই কদিন ছাড়া), মমতা ব্যানার্জিরও সেই ইতিহাস। এদিকে জানা গেল সীতারাম ইয়েচুরি আর প্রকাশ কারাতরা নাকি এক্সিকিউটিভ ক্লাস ছাড়া কদাপি সফর করেন না আকাশপথে। বুদ্ধদেব অবশ্য ইকোনমিতেই যাতায়াত করেন, যদিও এইটা ঠিক হজম হল না।
  • hm | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০২:৩২ | 141.7.151.139
  • এখানে বাউল সম্রাট শাহ আব্দুল করিম বিষয়ে লেখা ব্লগ+পত্রিকাতে প্রকাশিত লেখাগুলেআ জড়েআ করলাম । আগ্রহীরা পড়ে দেখতে পারেন ।

    http://www.nirpata.com/?p=298
  • Samik | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০২:২৮ | 122.162.236.234
  • ভেউ। না কাল না। দেরি আছে। হয় তো তার আগে মিটে যাবে। কিন্তু ...
  • tkn | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৮ | 122.173.176.52
  • জেট-এ আসার কথা! কবে? কাল?
  • Samik | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৭ | 122.162.236.234
  • ভেউ। আমি বাড়ি যাবো কী করে? ভেউউউউ।
  • tkn | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৪ | 122.173.176.52
  • তার মানেই নতুন কোনো খবর নেই। যথাপূর্বং..

    আর কেউ বকলে আমার খুব .. (কি পায়??? কে জানে) এটা ডিউ থাক
  • Samik | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩২ | 122.162.236.234
  • কি নয়! কী। অঅপ্‌!

    জেটের স্ট্রাইকের শেষ খবর কেউ জানো? টিভিতেও কিছু বলছে না।
  • tkn | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৫ | 122.173.176.52
  • বাব্বা!! কি রাগ!! দেখে বোঝা যায় না

    অর্থাৎ
    ফোন বন্ধ থাকলে জনতার রাগ পায়..

    (আমি ফর্দ বানাচ্ছি কার কিসে কি পায়)
  • Samik | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০১:১২ | 122.162.236.234
  • রঞ্জনদাকে সেদিন ফোন করতে গিয়ে দেখি ফোন বন্ধ করে রেখেছিল। তাই রেগে গিয়ে আর শুভেচ্ছা জানাই নি।
  • pi | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৯ | 128.231.22.89
  • কি !! ফর্দ-পাই ?? :x
    ডাক্তারদার মুখে মশা পড়ুক ।
  • tkn | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৭ | 122.173.176.52
  • আমার সকালে রোদ ক্যাটকেটিয়ে উঠলে কান্না পায় ঝরঝরিয়ে
    সিনেমা হলে লোককে হাতের মধ্যে হাত ঢুকিয়ে সিঁড়ি বুঝে বুঝে উঠতে দেখলে হিংসে পায়
    আবিদা পরভিনের গান ছাড়া শুধু ছবি দেখলে চুলে চিরুণি পায়

    আরো কত কিছুতে কত কিছু পায় ঃ-(((((
    কে জান্তে চায় বলো কে জান্তে চায় ঃ-(((
    (এখানে প্রবল প্যাথোস দেওয়া হল)
  • ranjan roy | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০১:০০ | 122.168.200.39
  • দিল্লি থেকে ফিরে ভাট খুলে দেখি অনেক বন্ধুর পোস্টানো জন্মদিনের শুভেচ্ছা।
    আমার জমানায় ক্লাস থ্রি'র পর কারু জন্মদিন পালন করা হোত না। ফলে কেউ "হ্যাবাড্ডে'' বল্লে বড় লজ্জা লজ্জা ভাব করে বোকা বোকা হেসে মাথা চুলকাতাম।
    এখন বুঝি-- দিনটা শিক্ষকদিবস এবং রাধাকৃষ্ণানের হওয়ায় ভেতরে ভেতরে হীনমন্যতায় ভুগি।
    তবু ভাল লেগেছে, লজ্জাও পেয়েছি। সবাইকে ধন্যবাদ।
    আমি এবার খেয়াল করে অন্যদেরও---।
    গিন্নিকে দিয়ে শুরু করবো।
    ভদ্রমহিলাকে কোন দিন বলিনি। বরং ওদের বাড়ির এসব নিয়ে বিদ্রূপ করেছি,
  • dd | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৯ | 122.167.26.0
  • ইন্দোদা
    তুই না হয় রাত জেগেই ল্যাখ। শরীলের বিশেষ ক্ষেতি করেই ল্যাখ। না হয় কম ট্যাকা বানা(আমার কি?)

    কিন্তু ল্যাখ।
  • I | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৫ | 59.93.207.125
  • ফাইফরমাস খাটনের কোনো ফর্দ হয় না হে? ফর্দ-ফাই? পাই য্যামন নেকানিকির ফর্দ আমারে দ্যায় মাঝেমধ্যে। ফর্দ-পাই।
  • dd | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৯ | 122.167.26.0
  • জেংগিস খান কি যথেষ্ট বামপন্থী ছিলেন? শংখ ঘোষ?
    এই সব প্রশ্নের মুখোমুখী হয়ে ছাতার নীচে মাথা রাখি। যাঁতার নীচে পিষ্ট হই। খাতায় টুকে রাখি বাসী এবং টক স্বপ্ন।

    উদিকে হ্যা হ্যা হাসে ব্যাবিলনের ঝুলানো উদ্যান।
  • Arpan | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৭ | 122.252.231.12
  • ফর্দ-ই-ল্যালা। ল্যালাদের ফর্দ।
  • arjo | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৫ | 24.42.203.194
  • টিম চিকেনের থাই দিয়ে ঐ অক্ষর চাঁপের রেসিপিটা রেঁধো। ব্যাপক।
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪২ | 71.62.121.158
  • কিন্তু তথাপি আমি থাই রাঁধি, মুর্গির। হেসে বা না হেসেই।
  • kc | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৮ | 89.203.49.18
  • এগুলো দিয়েই তো ভালো ফর্দ দাঁড়াতে পারে। ঃ)
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৭ | 71.62.121.158
  • ইনকাদের গিঁট দেখলে আমি ভয়ানক ডিপ্রেসড হয়ে পড়ি।

    জিলিপির প্যাঁচ দেখলেও। যদিও তুলনীয় নয়। ঃ)
  • dd | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৩ | 122.167.26.0
  • আর মহেন জো দরোর প্রস্তর খোদাই দেখলে আমার হড় হড়িয়ে হাঁচি পায়।

    ঘ্যাঁও ঘ্যাঁও করে কাশি যদি শুনতে পাই মংগোলীয়ান বাউল গান।
  • dd | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:২৯ | 122.167.26.0
  • সুমেরীয়ান কিউনিফর্ম লিপি দেখলে আমার ছ্যাড়ছাড়িয়ে হাসি পায়।
    তো ?
  • dipu | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:১৮ | 59.164.191.95
  • থাই ভাষা উচ্চারণ শুনলে ভুসভুসিয়ে হাসি পায়।
  • dd | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:০৫ | 122.167.26.0
  • ইন্দোদা
    তুই কিন্তু জিনিয়াস।
    কয়েই দিলাম
  • Arpan | ১২ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৭ | 122.252.231.12
  • ওকে।

    আমি প্রথমে অন্য কিছু পড়ে ফেলেছিলাম। সেইটা আবার একটা বাংলা প্রবাদের সঙ্গে কিছুটা মেলে। ঃ-P

    অবশ্য সারকাজমের সেন্সটা ধরতে পেরেছিলাম।
  • nyara | ১২ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৪ | 64.105.168.210
  • monk-এর ঠিক বাংলা কী জানিনা। যদি ধরি সন্ন্যাসী, তাহলে অনেকটা "সন্ন্যাসীর মুখনিঃসৃত মণিমুক্তাদি" বলে ধরতে পারো। আমার নিজে monk বলে রেফার করার একটা ইতিহাস আছে। সেটায় যাচ্ছি না। মোটামুটি ধরতে পারো monk's pearl আসলে নিজের প্রতি করা একটি সারকাজম।
  • dd | ১২ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩২ | 122.167.26.0
  • ইস। ওটা হিকছে নয়,

    "ঠিকাছে" "ঠিকাছে"
  • dd | ১২ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩১ | 122.167.26.0
  • ন্যাড়াসাহেব
    হোয়াট ইজ দা মিনিং অব লাইফ?
    অপ্পন্বের কোশটেনটা আমি ই জিগাইলাম। হিকছে।
    অহন রেস্পন্ড করেন।
  • Arpan | ১২ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩০ | 122.252.231.12
  • Monk's Pearl - ব্যুৎপত্তিগত অর্থ কী?
  • nyara | ১২ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২৭ | 64.105.168.210
  • বলে ফ্যালো।
  • Arpan | ১২ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২৬ | 122.252.231.12
  • ন্যাড়াদা একটা কথা জিগামু?
  • Arpan | ১২ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২২ | 122.252.231.12
  • আমি ৬৮ এমবির জিনিস তুলেছি। কোথাও ৫০-এর বেশি ফ্রিতে পাচ্ছিলাম না।
  • a x | ১২ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০৮ | 75.53.198.45
  • সামরান, মাসুদ আর কাঁকন কি এসে গেছে কলকাতায়? কেমন আছেন এখন মাসুদ?

    ১০০এমবি তোলা গেল অর্পণ?
  • Arpan | ১২ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৩ | 122.252.231.12
  • অক্ষদা, পুনরায় ধন্যযোগ। humyo.com গোলা কাজের জিনিস।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত