পড়েনও না কি ? তাহলে চুপিচুপি বলি - শান্তিদেব চেষ্টা করে গেল - এই বাক্যাংশটা নিয়ে - মাথায় ভীষণ ভুটভুটি হচ্ছিল - কিন্তু my mother said if you have nothing good to say - don't say nothing at all ভেবে না বলেই কাটিয়ে দিলাম। এখন বলেই ফেললাম অবশ্য
tkn | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৩ | 122.161.63.38
হুঁ, আমায় একদিন জনতা সিঁড়ি চিনিয়ে চিনিয়ে একতলায় নামিয়ে দিল, তার আগে আমিও আই ই হয়ে দোতলা থেকে মুখ বাড়িয়ে বাড়িয়ে বক্তব্য রাখতুম
Bratin | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫০ | 117.194.99.190
ইয়ে, আর্য্য কি কখনো serious ছিল ? ঃ-))
a x | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৯ | 143.111.22.23
আই ই তে নতুন কল খোলেনা। সাদা পাতা দেখায়।
arjo | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৮ | 168.26.215.13
অঃ তাই বলি আমার সিরিয়াসনেস কেমন কমে গিয়েছে। নিঘ্ঘাত ভাটিয়ে ভাটিয়ে। এই আমি মুখে আঙুল দিলাম।
d | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৮ | 117.195.33.254
তুমি দোতলায় কেন গা?
a x | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৫ | 143.111.22.23
নোক্কি কি? হ্যাঁ? ডট ডট ডট কি? আর আমিও তো খুব সিরিয়াস লোক। কত লোকে বলেছে। আমি তো তাও ভাটে লিখি।
Bratin | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৪ | 117.194.99.190
দেখেছো কান্ড!! আমি পরে গুরু তে জয়েন করেছি বলে লোকে আমকে খিল্লি করছে ঃ-))
d | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৩ | 117.195.33.254
দীপুবাবু, উনি খুবই সিরিয়াস ধরণের লোক বলে সম্ভবতঃ ভাটে আসেন না। ভাটটা তো হ্যাহ্যাপার্টিদের জন্য।
d | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪১ | 117.195.33.254
এইত্তো অক্ষ, নোক্কি..... (পরেরটা উহ্য থাকুক :D )
Bratin | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪০ | 117.194.99.190
সোমনাথ, ওখানে settle করে গেছো?
Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৯ | 122.252.231.12
হ্যা। দেখি, কৃত্তিবাসের পুরনো সংস্করণের কোন কালেকশন আছে কিনা। কাউকে দিয়ে আনিয়ে নেবো।
ওমনাথ মনে হয় পারবে।
a x | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৮ | 143.111.22.23
অর্পণ, কোন কবিতা? সুবর্ণরেখা? না, নাই আমার কাছে। ওমনাথ পারবে হয়ত।
omnath | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৬ | 117.194.196.191
যাক।
dipu | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৬ | 59.164.98.115
কিন্তু শ্যামলবাবু ভাটান না কেনো? এর কি কোনো ঐতিহাসিক বা আর্থসামাজিক কারণ আছে?
omnath | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৫ | 117.194.196.191
অক্ষদা, এটা ভাটে লেখার মানে কি? ক্যালাকাঙ্ক্ষা?
a x | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৪ | 143.111.22.23
দিসি।
Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৪ | 122.252.231.12
অক্ষদা, এটা এখানে লিখলে কেন? টইতে তুলে দাও না।
দ্বিতীয় কথা, কবিতাটা পুরোটা পাওয়া যাবে?
d | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৯ | 117.195.33.254
এহেহে ভুল জায়গায় এসে গেছে। যাও ইউনিকোডে ভার্সানে গিয়ে কপি করো। তারপর টইয়ে গিয়ে আবার ইউনিকোদে যাও। তারপর পেস্ট মারো। নাহলে তার্গেট অডিয়েন্স দেখবে না।
a x | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৮ | 143.111.22.23
শ্যামল, অনেক সময় নিজে অনেক কিছুই বোঝা যায়না, কেউ বুঝিয়ে দিলে মনে হয়, আরে তাই তো, এরকম মানেও হয়। আমি সিনেমা দেখার সময় ডিভিডি কিনি এইজন্য যে কমেন্টারি শুনব। যেমন অন্তোনিওনির ব্লো-আপ সিনেমা। দেখলাম, বেশ ভালো লাগল, অনেকক্ষণ ভাবছি সিনেমাটা নিয়ে, তারপর আবার দেখলাম, এবার পিটার ব্রুনেটের কমে¾ট্রী শুদ্ধু, আর প্রতিটি সিনে চমকে চমকে উঠলাম। অনেকেই পারেন নিজে থেকে ঐ লেয়ারের পর লেয়ার মানে বার করতে, কেউ কেউ হয়ত কবিতায় পারে, কেউ সিনেমায় পারে, কেউ নাটকে পারে, কেউ গানে পারে। নিজে থেকেই পারে।
কিন্তু ফর লেসার মর্টাল্স লাইক আস, আবার অনেক সময় এটাকে তৈরি করা যায়। অনেক অনেক দেখুন, অনেক অনেক পড়ুন, সাথে কমেϾট্র, বা সেই ফিল্ডের রথী মহারথীদের নোটবই পড়ুন, পড়তে পড়তে দেখতে দেখতে নিজের চোখ ও খুলতে থাকে আর তখন নোটবইএর প্রয়োজন হয়ত কমে আসে। কোনো কিছুই ঠিক "আপনা" থেকে হয়ে যায়না। অন্তত খুব কম লোকেরই হয়। এখনে খালি "এই শহরের রাখাল" আর "কবিতার ঘর ও বাহির" আছে, এই থ্রেডটার জন্যই আবার মনে হল, তাই পড়লাম খানিক। কি সুন্দর লেখেন শঙ্খ ঘোষ। আর কি সুন্দর লিখত শক্তি।
এরকম ভাবে তো আমি বলতে পারবনা, তাই শঙ্খ ঘোষের লেখাই তুলে দিলাম, আমার কাছে, আমাদের সময়ের সবচেয়ে শক্তিশালী কবি কে নিয়ে। দেখুন কিছু মানে পান কিনা -
"'কৃত্তিবাস' পত্রিকার সপ্তম সংকলন ছিল সেটা। ১৩৬৩ সাল। তরুণতম কবিদের মুখপত্র হিসেবে ঘোষিত এই পত্রিকায়ে সেই সপ্তম সংখ্যায় ছাপা হল এক নতুন নামঃ শক্তি চট্টোপাধ্যায়। ... কিন্তু, যাঁরা কবিতা পড়েন, সপ্তম সংখ্যার ঐ নতুন লেখকের রচনাটিকে এড়িয়ে যাবার কোনো উপায় ছিল না তাঁদের, সে-রচনা যেন পাঠকের ওপর এসে ঝাঁপ দিয়ে পড়ল তার সমস্ত অস্তিত্ব নিয়ে। টানা গদ্যে সেখানে শব্দবসানোর ছিল একটা ওলটপালট চাল, তার ছবিগুলি উঠে আসছিল তীব্র এক ইন্দ্রিয়বোধের চাপে, সমস্ত লেখাটির থেকে জেগে উঠছিল যেন কোনো প্রাকৃতিক নিঃশ্বাস। সে-কবিতায় 'রেশমের মতো নরম তনুরুহে বৃত সুঠাম যোনিমন্ডল' পর্যন্ত তত বিষ্ময় ছিল না, হয়ত আরো কেউ সেদিন লিখতে পারতেন ঐ শব্দরাশি, ঐ পরম্পরায়। কিন্তু তার ঠিক পরেই যখন এর উপমান হয়ে এল 'কোনো শ্রাবণ-কৃষকের পায়ের মতো', সঙ্গে সঙ্গে চোখে লাগল প্রতিমাপ্রয়োগে নমনীয় এক জটিলতার আভা, বোঝা গেল একটা নতুন স্বরের আবির্ভাব, নতুন মনের। নারী আর প্রকৃতিতে একাকার মিলে যাওয়া সেই কবিতায় যখন পড়তে থাকি 'অভ্রংলিহ আমার শরীরের পুরুষ' 'গ্রহণ করলাম রুদ্র কিরণময় আকাশের পানীয় সর্বদেহে' 'জীবিত শরীরের শাখায় শাখায় আমার ভালোবাসার ব্রাহ্মণী', তখন বুঝতে পারি শব্দ আর ছবি ব্যবহারের চলতি ভঙ্গিমাটাকে মুচড়ে দেবার এক প্রগাঢ় প্রবণতা নিয়ে দেখা দিচ্ছেন কোনো শক্তিমান তরুণ। 'কৃত্তিবাস'-এ মুদ্রিত সেই কবিতাটির নাম ছিল 'সুবর্ণরেখার জন্ম', কবিতার ভিতরে ছিল কোনো প্রেম বা প্রেমিকের জন্ম, আর পাঠকের সামনে সে ছিল যেন এক নতুন কবির জন্ম, ১৩৬৩ সালের সেই বৈশাখে।"
arjo | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৭ | 168.26.215.13
ওটা মেটাফর, মানে ঐ গদ্যটি একটা কাব্য, মানে গদ্যকাব্য। ঃ)
d | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৩ | 117.195.33.254
আচ্ছা বোধি আজ নিজেকে "সরুমত গুর্জরি কাট' বলেছে। আমি বুঝতে পারছি না হাসব না গম্ভীর থাকাই ভাল।
dd | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:১৯ | 122.167.0.130
আরে য্যামন মোক্ষদা, তেমনই অক্ষদা।
দাদা নয়।
Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:১৯ | 122.252.231.12
এতদিন ল্যালাগিরি করে শেষে এই প্রশ্ন। ওরে ভাই, দাদা বা দিদি তো একটি অবস্থান মাত্র। ঃ-)
Bratin | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:১৭ | 117.194.99.190
আমার একটা প্রশ্ন আছে। অক্ষ দা না দি? নাকি ২ জন মানুষ? কারন অক্ষ র মেল id আত্রেয়ী type কিছু দেখেছিলাম মনে হচ্ছে....
dd | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:১০ | 122.167.0.130
ডাক্তারে কয় রোজই থাকুন বিজি কিন্তু আমি তো একেবারে হিজবিজি মেয়েরাও বলে গো না, গেট্টা লাইফ কফি টফি খেয়ে সেটাতো ভীষন টাফ মুখ ভ্যাংচানো যায় না কি নিজে নিজে?
tkn | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:০৯ | 122.161.63.38
ঃ-)) আমি তো সৌরভের ঐ ম্যাঞ্জারী দেখে যারপরনাই চমৎকৃত হয়েছিলুম ঃ-)) বিভাস না পড়ুক, যদি সৌরভও কখোনো পড়ত এ থ্রেড......... (উদাস এই মুহুর্তে)
(এবং ফিরে এসে) কলকাতার ঐ কোথায় খাই কি খাই ধরণের যে টই-টা আছে, কেউ একটু সময় করে তুলে দেবে আমায়?
Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:০৪ | 122.252.231.12
* টইতে
Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:০৪ | 122.252.231.12
এই যেমন সিদিন ডিডি ভা প্রে-র টাইতে লিকলেন রিস্কাম্যানেজার সৌরভ। আমি কনফিডেন্টলি পল্লুম রিস্ক ম্যাঞ্জার। পড়েই কনফিউজড।
Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:০১ | 122.252.231.12
শুধু কনফি বললে লোকে না কনফিউশন বোঝে। ঝুটামুটা কনফিউজড করে লাভ আছে? পুরো ফান ফিউজড হয়ে যেতে পারে। ঃ-)
d | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৫৯ | 117.195.33.254
আঃ! করিমসের নান! যেন এক গীতিকবিতা বিশেষ!
tkn | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৫৬ | 122.161.63.38
সে শুধু পান-এ না, গান স্নান ফান এমনকি নান-এও কনফি ইজ দ্যা কী ঃ-))))))))))
Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৫১ | 122.252.231.12
পান করুন। তবে জানবেন কনফিডেন্সটাই আসল।
tkn | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪৮ | 122.161.63.38
তবে তো আমার মত ঈ-প্রবলেমোয়ালাদের জন্য অর্পন শীলভট্ট অবধি যেতে পারবে ঃ-)))
tkn | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪৬ | 122.161.63.38
পান কল্লে কি ষোলোআনাই খাঁটি?
Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪৬ | 122.252.231.12
নাঃ। দময়ন্তী পান করে না। ষোলআনাই মাটি।
d | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪৪ | 117.195.33.254
ওঃ মিশটেক! মিশটেক! অক্ষদা নয়, অপ্পন। হ্যাঁ অপ্পন কি বিলেত থেকে এয়েছ বাবা?
Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪৪ | 122.252.231.12
বুইছি সেটা। তবে তো আমি অনন্ত সম্ভাবনার কথা বলছিলাম। এই ব্ল্যাঙ্কি থাকলে যেমন বলত - শিল? সে তো উত্তরমেরুতে পাওয়া যায়।
tkn | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪২ | 122.161.63.38
তবে শিল না থাকলে এক প্রেশারকুকার ভর্তি জল ঐ ছানার ঘাড়ে চড়িয়ে দিলেও ছানা কেঁদে কূল পায় না। এদ্দম ফার্স্ট হ্যান্ড এক্সপি
tkn | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪০ | 122.161.63.38
আহা এই না হলে কবিতা? 'লেখা' হওয়ার পরে সবাই রসাস্বাদন করতে পারবে ঃ-))
(অনেক দিন রসগোল্লা খাইনি, এখনই মনে পড়ল.. কাল কিনে আনব...)
d | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৮ | 117.195.33.254
এই মাইরী! অক্ষদা কি বিলাত থেকে এয়েছ মা? আরে শিলনোড়ার শিল। ওফ!
Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৬ | 122.252.231.12
ঃ-))
এই তবে গোল কবিতার মানে। লোকে দেড়দিন ধরে চুল ছিঁড়েও মানে উদ্ধার করতে পারেনি!
a x | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৬ | 143.111.22.23
আমি তো গুগুল খুললেই লোগোটাতে দেখছি।
Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৪ | 122.252.231.12
অ্যাঁ! আকাশ থেকে শিল পড়লে সেই শিল ধরে ছানা চাপ দিয়ে রাখতে হবে!!
ঈশান হল বলত, এর থেকে মাটি কোপানো ভাল।
d | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৩ | 117.195.33.254
হল তো। গোল গোল পঁচিশটি কবিতার জন্ম হল।
d | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩২ | 117.195.33.254
ঃ)) ওদিকে অজ্জিতের রসগোল্লার রেসিপীতে ছিল যে ছানাটার ওপরে শিল চাপা দিয়ে রাখতে হবে। তবেই নাকি ঠিকঠাক রসগোল্লা হবে।
Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩০ | 122.252.231.12
বাহ্, আজ্জোর রেসিপিটা বেশ প্রাঞ্জল হয়েছে। পরিষ্কার দেখতে পেলুম কমরেড গেঞ্জি খুলে আদুর গায়ে বসে বারকোশে ছানা ঠাসছেন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন