এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tkn | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:২১ | 122.162.16.207
  • আমি আজ সচলায়তনে দময়ন্তীকে দন্তময়ী পেলাম বেশ কয়েক জায়গায় ঃ-)
  • tkn | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৯ | 122.163.3.152
  • আমি অগোছালো ভাবে করছি। আবাপ পড়ছি না। কিন্তু তাতে কি? করছি ঃ-)

    তবে একটা ব্যাপার হচ্ছে। IE দিয়ে বাংলা লিখলে লেখার পরে বাংলা-র জানলাটাকে পিডিএফ করা যায়। কিন্ত ফাফ-তে সেটা যায় না। শুধু কপি অপশন আসে ওটাতে। তাই বাংলায় পিডিএফ বানাতে চাইলে IE দিয়েই লিখতে হচ্ছে। অথচ ফাফ দিয়ে বাংলা লেখর কল-এর জানলায় লিখলে অনেক বেশি বাংলা একসঙ্গে দেখা যায় যেটা IE দিয়ে বাআমদি-তে যায় না। ঐ উইন্ডোটা অনেক ছোটো।
  • Samik | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৫ | 122.162.236.77
  • কেভ্রলয়ে তা হলে আমাদের ডিকশনারিতে জায়গা পেল। বেশ।

    মনে পড়ল, b আর n পাশাপাশি কী হওয়ায় অনেকদিন আগেকার এক ভাট গ্রুপে একটা মেয়ে bhoyanokকে প্রায়ই লিখত nhoyanok। সেই থেকে ন্‌হয়ানকই চালু হয়ে গেছিল ভয়ানকের প্রতিশব্দ হিসেবে।
  • shrabani | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৫ | 124.124.86.102
  • রঞ্জনদা,
    বিলাসপুরে ভাল শাড়ীর দোকান দু তিনটের নাম একটু লিখে দেবেন? রায়পুরের রাস্তার কাছাকাছি কোনটা সেটাও যদি বলে দেন।
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৭ | 65.194.243.232
  • লোকজন দেখি গুছিয়ে ফায়ারফক্স ইউজ করছে। অভিনন্দন!
  • tkn | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:০০ | 122.163.3.152
  • আচ্ছা!!
    তো আপ হো আলোয় আলোকময় প্রো পিকের অধিকারী
    ঃ-)))))
  • M | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৭ | 59.93.209.109
  • O
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৪ | 61.95.144.123
  • হাইলি বন্ধ করে থাকতে হবে - সাতটা হোক কি দশটা;-)

    অ্যাপল যদিও আমারে বহুত দুষ্কু দিয়েছে স্নো-লেপার্ডকে ইনটেল-কোরের জন্যে করে। মানে আপিসিয়ালি অ্যাপল পাওয়ারপিসি থেকে সরে আসছে। আমাট্টা ডাইনোসরের শেষ বংশধর।
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৮ | 71.62.121.158
  • তেকোনার অক্কুট অ্যালবামটা বেশ। ঃ-)
  • lcm | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৮ | 69.236.160.74
  • Windows 7 - releasing Oct 22nd... সাতটা জানালা ঃ)
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪২ | 61.95.144.123
  • আরে ক্ষুদ্রকোমলের জানলার চেয়ে গ্নু/লিনাক্ষের জানলা ঢের বড় - অনেক খোলামেলা ঘর, কিন্তু এমন ঘর যাতে পোকামাকড় এসে উপদ্রব করে না;-)
  • tkn | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪১ | 122.163.3.152
  • অরিজিৎ
    জানলাবিহীন অফিস হলে শর্মিলা ঠাকুর হেসে হেসে গাইত সারা অফিস ঘুরে "ইতনে বড়ে ঘরমে নেহিইইইই এক ভি ঝরোকা" আর তোমরা সবাই কেউ অমিতাভ কেউ ধর্মেন্দ্র হয়ে লুকিয়ে লুকিয়ে শুনতে ঃ-)। কেমন হত?

    দীপু ঃ-)
    তাইলে ওটা টাইপোই ছিল। স্যানের অত বুদ্ধি কোনো কাজে লাগল না ঃ-( কাল রাতে ওর মাথাতেই শেভ্রলেটা এসেছিল। তবে নতুন একটা মানে খাড়া করে ফেল "কেভ্রলয়ে"-র। নতুন একটা শব্দই পাওয়া গেল বেশ। আমার মাথায় অবশ্য কে এলো অভ্র লয়ে ছাড়া কিছুই এলো না

    ঐশিক,
    আমি ঐ কটা গল্পই লিখেছি। বেশি লিখিনি তো ঃ-(। আরো চাইলে আরো লিখতে হবে যে ঃ-((
  • d | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৩ | 144.160.5.25
  • দাঁড়াও দেইখা লই আগে ক্লায়েন্ট কী চায়, তারপর কইতাসি।
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৮ | 61.95.144.123
  • পাকাপাকিভাবে জানলা থেকে অবসর নিলুম। আপিসের ল্যাপিটা ফেরত দিয়ে এলুম - সিস অ্যাডমিন দুঃখ করে বল্ল সবাই যদি রাজি হত কবে পুরো আপিস নন-জানলা হয়ে যেত...
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪১ | 61.95.144.123
  • দমু - কানেকশন স্পীড মাপার জন্যে বিভিন্ন সাইট আছে - যেগুলো তোমার আপলোড/ডাউনলোড স্পীড মেপে দেবে। সেরকম কিছু খুঁজছো, নাকি আরো ডিটেইলসে প্যাকেট মনিটর করতে চাও? দ্বিতীয়টা হলে ethereal দেখতে পারো।
  • aishik | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪১ | 122.166.22.73
  • নাআআআআআআআ, দুই দিন হল দেখতে পারচি না।আন্দজে লিখি্‌চ।
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৯ | 61.95.144.123
  • পাঠভবন সম্পর্কে আমি ক্রমশঃ আরো ইমপ্রেসড হচ্ছি। ঋকের জ্বর হয়েছে বলে ইস্কুলে যায়নি। আজ ওদের ফার্স্ট টার্মের রিপোর্ট দেওয়ার কথা - বাড়িতে দেখে কাল ফেরত দিতে হত। ঋক যায়নি বলে ক্লাস টিচার বাড়িতে ফোন করে খোঁজ নিয়েছেন - আর বলেছেন রিপোর্টটা যেন আমরা স্কুল থেকে তুলে নিই। এবং ছুটিতে কোনো লেখা হোমওয়ার্ক নেই, শুধু নতুন কিছু বই পড়া, এবং কাল শেষ দিন হাফছুটি - শরীর খারাপ থাকলে যেন না যায় - এগুলো ঋককে বলে দিয়েছেন যাতে আমরা চিন্তা না করি।

    সেন্ট লরেন্সে যাওয়া বন্ধ করার পর কেউ কিন্তু খোঁজ নেয়নি যে ছেলেটা আসছে না কেন!
  • Samik | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৯ | 122.162.236.241
  • ঐশিক, তুমি কি ডানদিকে বাংলা দেখতে পাও না?
  • aishik | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:১৯ | 122.166.22.73
  • পরিকোথ পোর্লুম, খুব ভালো লাগ্লো, এরকম আরো লেখা চাই
  • M | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৫ | 59.93.220.217
  • পেরেছি। আর দরকার নেই।
  • M | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪৬ | 59.93.202.83
  • আচ্ছা, ঐ IE TAB কেমন করে ব্যবহার করে এট্টু বলো তো, সাদা বাঙলায় বলবা, আমি কম্পুর কোন ঘোরপ্যাঁচ বুঝি না।
  • dipu | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩২ | 207.179.11.216
  • লেখককে জিজ্ঞেস করায় তিনি জানালেন ওটা কেলিয়ের টাইপো ঃ-))
  • sinfaut | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২৭ | 117.194.196.213
  • কী সে মানে?
  • dipu | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২৬ | 207.179.11.216
  • টিকেন্দি, কেভ্রলয়ের মানে পেয়ে গেচি। থ্যাঙ্কু।
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৩৬ | 75.53.198.45
  • খাইসে আমি আসল ফাইলগুলো তো আর দেখছিনা, এগুলোই দেখছি। এগুলো ওরিজিনালি ম্যাকেই সেভ করা হয়েছিল, কিন্তু এর আগে পিসিতে খুলেছি তো।
  • Blank | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০৮:২৯ | 59.93.205.105
  • ._filename তো নর্মালি ম্যাকের পয়েন্টার ফাইল। একই ড্রাইভ এক সাথে ম্যাক আর উইন্ডোজে ইউজ করলে অমনি জিনিস তৈরী হয়।
    কিন্তু আসল ফাইল গুলো ও থাকে, তার থাকে। এগুলো এক্সট্রা তৈরী হয়।
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০৩:১৭ | 143.111.22.23
  • তাই হবে। অন্য কম্পু থেকে দেখব কি বলে।
  • nyara | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০৩:১৪ | 64.105.168.210
  • হয়তো কোন দুষ্টু ভাইরাস স্ক্যানার ফাইলগুলোকে কোয়ারেন্টাইন করে দিয়েছে? উইন্ডোজের লোকেরা বলতে পারবে।
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫৩ | 143.111.22.23
  • আচ্ছা এই কেসটা কেউ বলতে পারবে। আমার ফ্ল্যাশ ড্রাইভের সব ফাইলগুলো এরম দেখাচ্ছে - ._filename.ext মানে যদি একটা পিডিএফ ফাইল থাকে আর তার নাম থাকে hypoxia staining যেটা এমনিতে দেখায় hypoxia staining.pdf সেটা এখন দেখাচ্ছে ._hypoxia staining.pdf এবং সব ফ্যাকাশে দেখাচ্ছে, তাদের খোলাও যাচ্ছেনা।
  • tkn | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৩ | 122.161.63.242
  • সে রূপক ব্যাপারটা মোট্টে ভাল্লাগে না আমার। যাই বুঝিনা সবই রূপকের আশ্রয়ে চলে যায়। যদি কোনোদিন হাতে পাই তাকে.....
  • arjo | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০১:১১ | 168.26.215.13
  • হ্যাঁ। কি আর করা।
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৬ | 122.252.231.12
  • মনে নেই বস। (মানে লেখকের নাম কী ছিল)
  • arjo | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৫ | 168.26.215.13
  • সরি সুদীপ চক্রবর্তী।
  • arjo | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৪ | 168.26.215.13
  • এই গল্পটা আমি পড়েছি। কিন্তু লেখকের নাম সুদীপ্ত চক্রবর্তী ছিল না? এখন দেখি পঙ্কজ হয়ে গেছে। যদিও আমার নিজের ওপর ভরসা খুব কম তাবলে এতটা ভুলে যাব? অপ্পন মনে আছে? ভাটে লিঙ্ক দিয়েছিলে।
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৩ | 122.252.231.12
  • এইখানে কবি রূপকের আশ্রয় নিয়েছেন। ঃ-)
  • tk | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৭ | 122.161.63.242
  • আঙুল ফুললে তো আঙুলই কলাগাছ হয়। নৈনিতালের আঙুল কোনটা? সে না ফুললে নৈনিতাল মোচা পাব কেমন করে?
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৬ | 122.252.231.12
  • * গল্পটাও
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৬ | 122.252.231.12
  • http://www.anandabazar.com/archive/1080317/16rabigol.htm

    তার আগের সংখ্যার গলপটাও শুরুটা দুর্দান্ত করেছিল। শেষটা কেমন ঝুলে গেছিল।
  • tkn | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৫ | 122.161.63.242
  • হুঁ, একটা প্রতিযোগীতা বলেছিল ওরা। ৫টা সূত্র ছিল, প্রত্যেক সূত্রর সেরা দুটো ছাপা হবে এরকম একটা ব্যাপার ছিল। গল্পের প্রথম লাইনটাই ঐ সূত্রটা। ওটা ধরে এগোতে হবে, এই আর কি
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫০ | 143.111.22.23
  • কি গল্প, লিংক দাও।

    কিন্তু কিছুক্ষণ বাদে, বড্ড একরকম লাগে। জেরক্স কপি মনে হয় একটা আরেকটার। মানে এই রবিবাসরীয়র গল্পগুলো।
  • Sayantan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৮ | 115.108.25.26
  • রিগার্ডিং কলাগাছ,
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৫ | 122.252.231.12
  • ওকে। ওদের মধ্যে একটা গল্প আমার ভাল লেগেছিল।
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৩ | 143.111.22.23
  • পাঁচটা বলছে।
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪২ | 122.252.231.12
  • সাকুল্যে তিনটে সূত্র ছিল বোধহয়।
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪১ | 143.111.22.23
  • টিকেন, এই যে আবাপর গল্পর লিংকটা দিলেন, এরা কি একটা সিরিজ করছিল? ঐ দশ সপ্তাহ ধরে? ওরাই একটা করে "সূত্র" দিয়েছিল?
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪০ | 122.252.231.12
  • না না, আমি এটিএম নই। ইন্ডোনীলের নিবিড় পাঠক হতে পারলাম না, নীরব পাঠক হয়েই থাকলাম। কিন্তু আমাকে নির্বাক হতে বলিস না।
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৭ | 122.252.231.12
  • আঙ্গুল ফুলেছিল? না হলে দেখবে কেং কয়ে?
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৭ | 143.111.22.23
  • অ বুইলাম। পাঁঠার আর মাটনের যা সম্পর্ক, ক্যামু আর ক্যামেলের তাই সম্পক্ক।
  • Sayantan | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৭ | 115.108.25.26
  • হুম্‌!
      -এর মাঝে অপ্পন্দা নীরবে বসে রবে চিরকাল। থ্যাঙ্কু Arpa&n;দা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত