এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Du | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৬ | 65.124.26.7
  • ঐ জন্যেই তো জঙ্গলের প্রবাদ - জমি ইস দাপের, অর গাপের বাট নট বাপের।
    ঐ জমির কিস্যা আমার দাদুরও সেম - শুধু জায়গাটা গুপ্তিপাড়া না হয়ে বেলতলা। জিজ্ঞেস করলে জানবে ঐ জমি কেনার বুদ্ধি যে দিয়েছিল সে বর্তমান অধিকারকদের সঙ্গে একেবারে সম্পর্কশূন্য নাও হতে পারে।
  • Tirthang | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৬ | 140.247.29.247
  • পাই কি উত্তরায়ণ হাউসিংএর ?
  • intellidiot | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৪ | 59.164.2.58
  • না দুনিয়া কা গম থা না রিশতোঁ কে বন্ধন
    বড়ি খুবসুরত থি ও জিন্দগানি
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৩ | 122.162.42.246
  • হ্যাঁ অক্ষ। কিছুটা একমত আমিও। এটা ঠিক যে যারা ওখানে থাকেন তাদের সেন্টিমেন্ট জড়িয়ে আছে জমিটার, আর নিরাপত্তাও। হয়ত নিজেদের অসহায়তায় ওদের অমন হিংস্র করে তোলে। আমার মা তো এগোনই নি। আমরা দুই বোনও তেমন গা করিনি। করলেও কিছু তেমন করতে পারতাম না। হয়ত একটা নেগোশিয়েশন হতে পারত কিন্তু তাতে পার্টি অফিস ইত্যাদির ইনভলভমেন্ট লাগত। সেগুলো জোগাড় করাও একটা কাজ।
    তবে ওখানে মা নিজে আমাদের ছোটোবেলায় গিয়ে কিছু গাছটাছ লাগিয়েছিল। সেগুলো মনে করে মন খারাপ করে। তবে ঐ, তোমার আমার মত করে ভাবলে, গাছ মা লাগালেও জল তো ওরাই দিয়েছেন। সুতরাং...
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৮ | 122.162.42.246
  • দেখা হতে পারার ছবিটা এত জীবন্ত যে আবার জগজিৎ মনে পড়ল

    মগর মুঝকো লৌটা দা বচপন কা সাওন
    উও কাগজ কি কসতি উও বারিষ কা পানি....

    ভুলায়ে নেহি ভুল সকতা কোয়ি
    উও ছোটি সি রাতেঁ উও লম্বি কাহানী...
  • a x | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৭ | 143.111.22.23
  • তেকোনা, আমার মা বহুত চেষ্টা করেছিল, পঞ্চায়েত ডেকে সবাই একসাথে বসে কথা হয়েছিল। মা গিয়ে কাঁটাতার, ইঁট ইত্যাদি দিয়ে বাউন্ডারিও করে এসেছিল, দুদিন ওখানে একজনের বাড়ি থেকে, সবই একা একা। কিন্তু পরের দিন গিয়ে দেখে সব ভেঙ্গে দিয়েছে ঃ-)। তো ঠিকই আছে। অ্যাট দ্য এন্ড আমিও মনে করি, কবে কে দশটা টাকা দিয়ে বিঘা খানেক কিনে ফেলে রেখে দিয়েছে, ওদিকে ঐ লোকগুলো সেটা পরিষ্কার করে, গাছ টাছ ফলিয়ে, চাষ বাস করে এতদিন ধরে রেখেছে (ওদের ভাষায় এ জমি আমরা এতদিন বুক দিয়ে আগলে রেখেছি)। তো হঠাৎ করে আমার জমি আমায় দাও বললেই কি আর হয়।
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০২:০২ | 122.162.42.246
  • ঃ-)
    আমি ডানলপের পরের স্টপেজ বিটিরোড থেকে বাঁদিকে ঢুকে। হতেই পারে ঃ-) "তেকোনা (ট্র্যায়াঙ্গেল) মিটস পাই (রাউন্ড শেপ অ্যাজ ইন খাদ্য) ঃ-) মন্দ না ঃ-)
  • pi | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫৭ | 128.231.22.89
  • তেকোনাদি বরাহনগরের কোন কোণায় থাকতেন ?
    ব্যারাকপুর ট্রাঙ্কের এপার না ওপার ?
    বলা যায় না, ২২২ স্ট্যান্ডে শালপাতা হাতে ফুচকার উপবৃত্তাকার কিউয়ে কি কৃষ্ণচন্দ্রের দোকানে মাছি ভনভন বোঁদের পাহাড়পানে চেয়ে নেবো কি নেবো না ভাবতে ভাবতে কিম্বা ইস্কুলবাস থেকে নেমে ঢিল নিয়ে একলা কিতকিত করতে করতে বি টি রোডের ধারের ধুলো ওড়ানোর কোন এক অলস বিকেলবেলায় আপনাতে আমাতে দেখা হয়ে থাকলেও থাকতে পারে ঃ)
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৪ | 122.162.42.246
  • মানে কোনো ফ্রি মিক্সার পাওয়া যায়? গেলে, কোথা থেকে?
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪১ | 122.162.42.246
  • আমি তিন চারটে গান একসঙ্গে জুড়ে একটা ফিউশন বানাতে চাইছি। কেউ হেল্পাতে পারবেন প্লিজ?
  • pi | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৮ | 128.231.22.89
  • স্যান, না , এদুটো নাম বলতে যাদের মুখ মনে পড়লো, তাদের একজন আমার সিনিয়র আর অন্যজনা জুনিয়র ঃ)
    এখন খবর জানিনা।
  • san | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৬ | 123.201.53.4
  • হুম ! দেখতে হচ্ছে।
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩১ | 122.162.42.246
  • না, তা যেত না ঃ-) তবে সই নামে কাউকে খুঁজলেই পাওয়া যেত ঃ-)
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩০ | 122.162.42.246
  • আমার আরো কিছু স্মৃতি আছে মালিহাটির। ওখানে পিসিদিদুর বাড়ি (আমার মায়ের পিসিমা)। দিদু যখন মারা যান তখন তার বয়স ৮৯ আর আমি ৯। অত বয়সে মারা গেছেন বলেই শোকটা মোটেই বোঝাই যাচ্ছিল না। গোটা মালিহাটি গ্রামই নেমন্তন্ন করেছিল মনে হচ্ছিল মামুন। ভিয়েন বসেছিল উঠোনে। আর খাওয়া দাওয়ার সময় বড় বড় কড়াইতে লুচি ভাজা হচ্ছিল, সেটা মনে আছে। হ্যাজাক জ্বলছিল অনেক আর সেই আলোতে উচ্চিংড়ে উড়ে উড়ে আসছিল আর গরম তেলের মধ্যে পড়ে মরছিল। রান্নার ঠাকুর দুজন ঐ জালি জালি ফুটো হাতা ব্যাপারটা দিয়ে একবার করে লুচি তুলছিল, তার পরে একসঙ্গে একগাদা উচ্চিংড়ে তুলে সাইডে ফেলছিল। আমরা মাটির বারান্দায় বসে ভাঁড়ে করে মিহিদানা খেয়েছিলাম লুচি দিয়ে...

    কত কি রয়েছে লেখা....
  • san | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৭ | 123.201.53.4
  • আমি অর্কুটে নেই। তাছাড়াও তেকোনা বলে কাউকে কি অর্কুটে খুঁজে পাওয়া যেত? ঃ-)
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৫ | 198.82.31.108
  • আমি আগেও থাকতাম না। মাঝেমাঝে যেতাম। এখনও দেশে গেলে যাই। আমি থাকতাম দঃ কঃ।
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৩ | 122.162.42.246
  • এই রে! না স্যান ঃ-)

    তবে তুমি যদি অর্কুটে থাকো তো আমার প্রোফাইলে গেলে গিরিডির অনেকটা দেখতে পাবে। আমার প্রোফাইলে সব ওপেন আছে।

    টিম, বরানগরে আমিও এখন আর থাকি না। মা থাকেন ওখানে। আমি একদা থাকতাম।
  • san | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:২০ | 123.201.53.4
  • আচ্ছা পাইদি, উত্তীয়াদি কি কোনভাবেই তোমাদের ব্যাচের? বা না হলেও চেন কি? উত্তীয়াদি বা উদিতা এরা এখন কোথায়, জানো?
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৯ | 122.162.42.246
  • অক্ষ
    আমার ঠাকুর্দার বাবা হাজারিবাগে প্রচুর জমিটমি কিনেছিলেন। আর বড়হি-তেও। বিহারের এত অরাজকতার মধ্যেও সেগুলো কিন্তু রয়ে গেছিল। হাজারিবাগের বাড়ির লাগোয়া জমিটা আছে। বাকি জমির খানিকটা সরকারের খাতায় গেছে, কিছুটার ওপর এখন হাজারিবাগ দুরদর্শনের অফিস হয়েছে। বড়হির জমির এক কোনে একটা শিবমন্দির করেছিলেন দাদু। সেটাও আছে তবে সংস্কার করা হয় না আর। তবে জায়গাটা দখল হয়ে যায় নি। অথচ ত্রিবেণীতে আমার বাবা বহুবছর আগে একটুকরো জমি কিনেছিলেন, সেটা কিন্তু ঐ গুপ্তিপাড়ার মত, দখলেই গেছে। কিচ্ছু করা যায় নি, যদিও মিউটেশনের কাগজ থেকে খাজনার রসিদ সবই আমাদের নামে, আমাদের কাছে আছে। কিন্তু হুমকির ভয়ে মা আর এগোতেই সাহস পায়নি
  • intellidiot | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৮ | 59.164.2.58
  • মাখা সন্দেশ অত্যন্ত ভালো খেতে। প্রচন্ড ভালো খেতে। আমি ছোটবেলা থেকে খাই।
    নার্সারিতে পড়তাম যখন, স্কুল ভ্যানে যেতাম। বাড়ি থেকে কিছুটা দূরে ভ্যান দাঁড়াত এসে। এগিয়ে ভ্যানে তুলতে যেত মা। সেখানে পাশাপশি দুটো মিষ্টির দোকান ছিল। ডানদিকেরটাতে মাখা সন্দেশ পাওয়া যেত। ওজন দরে বিক্রি হয়। মিষ্টিকাকু ওজন করে চৌকো প্যাকেটে দিতে যেত যেই, মা ছোট্ট স্টীলের টিফিন কৌটোটা এগিয়ে দিয়ে বলত, এটায় দিয়ে দিন। কতকাল আগের কথা সেসব। বহুদূরের। হাত বাড়ালেও ছোঁয়া যায় না এখন।
  • pi | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৫ | 128.231.22.89
  • আরিব্বাস, এত মনে হচ্ছে বরানগরের একটা টিম নমিয়ে দিয়ে ভাটপাড়ার পুরো দখল নিয়ে নিতে পারবো !
  • san | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৩ | 123.201.53.4
  • তেকোনা কি বাই এনি চান্স প্রোফেসর শংকু?
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:১২ | 198.82.31.108
  • তেকোনা,
    আমি বরানগরে থাকিনা। হেইডা এক্সপ্লেন কত্তে গেলে পুরো বংশলতিকা খুলে বোঝাতে হবে। ঃ-)
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:১২ | 122.162.42.246
  • এবং আমারও পোচ্চুর বরানগর/গুপ্তিপাড়া/লক্ষ্ণৌ/শ্রীখন্ড আর গিরিডির স্মৃতি জট পাকিয়ে আছে। তবে প্রত্যেকটা সুতোর রং আলাদা, তাই এক লাছিতেই অনেক রং ঃ-)
  • a x | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:১০ | 143.111.22.23
  • হ্যাঁ টিম।
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:১০ | 122.162.42.246
  • ও ঃ-(((((
    না, চিনিনা ঃ-(((
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৯ | 122.162.42.246
  • এই রে! আমিও তো বরানগরের। মানে ডানলপের দিক থেকে কাছে, বাট বরানগরই তো! টিম!!
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৯ | 198.82.31.108
  • ফিজিক্সের টিসি।
  • a x | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৮ | 143.111.22.23
  • আরে না না আমাদের কবিবর তীর্থং নন। ইনি অন্য।
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৮ | 198.82.31.108
  • হুঁ ঠাম্মা বলতো বটে। মানে সেই হিসেবে কিনা ...... ঃ)
  • Du | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৮ | 65.124.26.7
  • লর্ড অক্ষদা। (রেফ - দ্যাশবিভাগের পরে ল্যান্ড তো গেল - পইর‌্যা রইলো লর্ড)
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৭ | 198.82.31.108
  • হাম ভি গ্যয়ে থে। বহত দিনোকি বাত হ্যায়।
    ভেবে দেখলাম জায়গাটা আর মানুষজনের একটা আবছা সুখস্মৃতি জমে আছে। আর কিছু মনে নেই। সবথেকে আশ্চর্য, দুটো জায়গা আর দুটো পরিবারের স্মৃতি কেমন করে মিশে গেছে, জড়িয়ে গেছে। এখন গুপ্তিপাড়া আর বরানগরের স্মৃতি আলাদা করতে পারছিনা। কিকরে এরম হলো কেজানে।
  • a x | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৬ | 143.111.22.23
  • খ্যাক। জমি পেলাম কনে? আরে আমার ঠাউদ্দা আমার বাবার বিয়ের আগেই পুট হয়েছেন। আর বাঙ্গালেরা সবাই জমিদার, কেউ বলেনি তোমায়?
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৫ | 122.162.42.246
  • তীর্থঙ্করদা মানে 'রাবন্দা'র তীর্থঙ্করদা? হুঁউউ, চিনি তো ঃ-) ই-চেনা চিনি।

    গুপ্তিপাড়ায় আমার কাকীমার বাপেরবাড়ি, তবু কত স্মৃতি। ছোটোবেলাটা হেব্বি মিত্তি ছিল এখন ভেবে দেখছি ঃ-)
  • ax | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৩ | 143.111.22.23
  • অরে তেকোনা তুমি টিসিরে চেন? তীর্থঙ্করদা? মানে পাঠভবনের টিসি? গুপ্তিপাড়ায় ওনার বাড়ি। যদিও ওখানে খালি ওনার বৌদি থাকতেন।
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:০২ | 122.162.42.156
  • মাখা সন্দেশ মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। মানে একমুঠো মুড়ি আর এক চামচ মাখা সন্দেশ। যদিও আমি সন্দেশের থেকে রসের মিষ্টি পছন্দ করি বেশি। বড়কাকীমাদের একান্নবর্তী পরিবার। চার ভাইয়ের সংসার। বাড়িতে একটা বড় লোহার বালতিতে বরফ দিয়ে আম ভেজানো থাকত সন্ধ্যে থেকে। বরফ গলতে গলতে জল হয়ে গেলেও আমগুলো ঠান্ডা থাকত। রাতে খেতে বসলে কেটে কেটে দেওয়া হত। এটা গোটা গরমকাল চলত নাকি আমরা গেলে গেস্টদের জন্য এমন ব্যবস্থা সেটা জানিনা। ছোটো ছিলাম, কাকীমাকেও জিজ্ঞেস করি নি কখোনো। আজ রাদ্দুকের এত বছর পরে এই প্রশ্ন এসে খোঁচালে ভাল্লাগে??
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:০২ | 198.82.31.108
  • অক্ষ আসলে ডিক্লাস্‌ড জমিদার? হা হতোস্মি! (মঃ)
  • a x | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০১:০০ | 143.111.22.23
  • ডাকাইতের গল্প তো শুনি নাই।
  • a x | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৮ | 143.111.22.23
  • গুপ্তিপাড়ায় আমার ঠাউদ্দা বহু বছর আগে একখান জমি কিনেছিলেন। মানে উনি ট্যাহা দিয়েছিলেন, কারা কিনে রেখেছিল। ঠাউদ্দা মরে গেল। আমার বাপও যখন তৈরি হচ্ছে তহন মা জমিডার কিসু করা যায় কিনা দ্যাখতে গিয়া দেহে সে বিলকুল দখল হয়ে গেসে। তো হেই চাষীভাই(এটা ডিডির জইন্য)দের কইল, তোমাদের ১০ কাঠা কইর‌্যা লিইখ্যা দিসসি, বাকিটা বেড়া তুইল্যা দিই। তো তারা লাঠি সড়কি নিয়া তাইরে দিল। তো জমি গেল। কলাডা মূলোডা মাঝে মাঝে যিনি দেখতেন তিনি তার ভাগ থেকে দিয়া যেতেন, তাও গেল। সেগুন গাছ, নরিকেল গাছ আরো কত কি সিল। চল্লিশ বৎসর ধইর‌্যা খাজনা দিয়া গেসল। বাজনা আর বাজলনা।
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৮ | 198.82.31.108
  • গঙ্গাটা ভারি সুন্দর। সন্দেশ খাইনি। তাঁতের কথাও মনে নেই। তবে খুব ভালো ভালো স্মৃতি আছে।
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৮ | 122.162.42.156
  • এবং কারুর কাছেই গুপ্তি নেই মোটেই...

    আর ওখানে একটা দারুন সুন্দর বাড়ি আছে যেটা 'গৌরী সেন'এর বাড়ি বলে বিখ্যাত..
  • san | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৮ | 123.201.53.4
  • মাখা সন্দেশ যে কেন লোকে এত ভাল বলে কেজানে। আমার আদপেও ভাললাগেনা।
  • san | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৬ | 123.201.53.4
  • না, আসলে নৈহাটি/গরিফার কিছু আত্মীয়র কাছে খুব গুপ্তিপাড়ার মাসিমার কথা শুনতাম বলেই বোধহয় গুপ্তিপাড়া শুনেই নৈহাটি মনে পড়ল। মেমরি যে কিভাবে কাজ করে ! ঃ-)
  • a x | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৬ | 143.111.22.23
  • ভয়ংকর হবে কেন? কি সুন্দর গঙ্গার পাড়, পোড়ামাটির মন্দির, তাঁতীদের বাড়ি, মাখা সন্দেশ।
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৪ | 122.162.42.156
  • স্যানই তালে শুধু নৈহাটি থেকে গরফা গেছে বাকি সব্বাই ঃ-))

    কিন্তু সেই ডাকাতের নাম কি? সব্বাই গেছে কিন্তু নাম বলছে না কেন?
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৩ | 198.82.31.108
  • গুপ্তি আছে সবার কাছে, তাই গুপ্তিপাড়া।
    আম্মো গুপ্তিপাড়া চিনি, গেছি। ঃ)
  • tkn | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫১ | 122.162.42.156
  • ভয়ঙ্কর???? কিঁউ ?? তবে ওখানে একজন ডাকাতের বাড়ি আছে, সেটা দেখেছি। কিছুতেইইই নামটা মনে পড়ছে না কেন!!
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫১ | 198.82.31.108
  • থ্যাংকু। কি কঠিন রে বাবা। তিনবার শুনতে হলো।
  • a x | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৯ | 143.111.22.23
  • টিম এইটা শোন, একটু অন্যরকম লাগছে। এটাই ঠিক বোধহয়, জার্মান উচ্চারণ।

    http://forvo.com/word/georg_trakl/
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৯ | 198.82.31.108
  • গুপ্তিপাড়া খুব ভয়ংকর জায়গা।
    নাহ্‌ লাইবেরি যাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত