Bratin | ১২ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৫ | 117.194.96.206
মার্কেটে কেউ আছে??
a x | ১২ সেপ্টেম্বর ২০০৯ ১৯:০৪ | 75.53.198.45
ইনি?
nyara | ১২ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৯ | 64.105.168.210
ফিরে গিয়ে দেখলাম, মার্চ মাসে আমার ব্লগে লিখেছিলামঃ
Later, thorugh a Bangla folk band called ????? (Dohar), I first heard Abdul Karim?s song. And I was bowled over immediately. Later I tried to dig up information from the web about Abdul Karim, who uses Baul Abdul Karim as his bhonita in some songs. There is not alot of information about him on the web, at least not as much to satisfy my curiosity. However, I came to know that he is still alive and well, though he is over 90 years of age. He still writes songs. But he has already become an institution in Bangladesh. I could not figure out whether he leads a strict Baul life. But that does not matter to me at his point. You can check out some of his songs in Youtube by searching on his name.
বেলা এগারোটা বাজে। কেউ ভাটের ডিউটি দিতে এল না। বাজে ব্যাপার।
sibu | ১২ সেপ্টেম্বর ২০০৯ ১০:১০ | 71.106.234.63
চীনে ভদ্রলোক বোধ হয় জ্যাকেটগুলো ফ্রী পান। মানে খুঁতি জিনিষ তো আর ম্যাসি ইত্যাদিরা বেচতে পারে না। তাই জঞ্জাল যে সরিয়ে নিয়ে যায়। হয়তো বা ম্যাসি ওনাকে উল্টে গার্বেজ কালেকশনের চার্জ দেয়।
tkn | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২৮ | 122.161.165.96
অথবা Macy's চাইলে অমন কতো কতো নাচের বন্ধোবস্ত করতে পারে
অথবা ঐ চীনে ভদ্রলোক ক' সেন্ট দিয়ে ঐ জ্যাকেটগুলো কেনেন
tkn | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২৩ | 122.161.165.96
অথবা ঐ নাচের বন্দোবস্ত করতে কতটুকু খরচা হয় ঃ-))
sibu | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০৯:১১ | 71.106.234.63
অংক না। ঘুরিয়ে পোশ্নো - ঐ রকম নাচের বন্দোবস্ত করতে গেলে কতটি খরচ হয় ঃ((।
tkn | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০৯:০৮ | 122.161.165.96
বাব্বা!! সাতসকালে কি কঠিন অঙ্ক!!!
sibu | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৫৭ | 71.106.234.63
নাচের কথায় মনে পড়ে গেল। উইকএন্ডে চীনে পাড়ায় গেছিলুম। এক বন্ধুকে দেখাতে। আর চীনে পাড়ায় খুব সস্তায় জামা-কাপড় পাওয়া যায়। গিন্নি একবার একটা জ্যাকেট কিনেছিল দু'ডলারে। ম্যাসি-তে প্রায় আইডেন্টিক্যাল জিনিষ ছিয়ানব্বই টাকা নিরেনব্বই পয়সা চায়। আমার সন্দেহ হচ্ছিল মরার জ্যাকেট ফিউনারাল হোম থেকে এনে বিক্কিরি করছে কিনা। গিন্নি ভিহিমেন্টলি ডিসএগ্রি করে অলটারনেটিভ হাইপোথিসিস প্রোপোজ করল - না না, কিছু একটা মাইনর খুঁত আছে। আমি চ্যালেঞ্জ করলুম। পুরো দিন জ্যাকেট অ্যানালিসিস করে গিন্নি বের করল একটা হাত অন্যটার চেয়ে টেনথ অফ অ্যান ইঞ্চ ছোটো।
তা এবারে গিয়ে দেখি সেই দোকানের সামনে টেবিল পেতে দুটো মেয়ে নকলি স্ট্রীপটীজ করছে। মানে খুব টাইট স্কিন কালারের বডিস্যুট পরে নির্মোক নৃত্যের ভঙ্গী করে যাচ্ছে। পুরো রথের মেলার ভীড় দোকানের সামনে। দোকানের মালিক আমার বয়েসী। সে টেবিলের সামনে ক্যাশবাক্স নিয়ে হাঁ করে নাচ দেখছে, আর খদ্দের কিছু কিনবে বলে নিয়ে এলে দাম নিচ্ছে। আমি তাকে তার জনসেবার স্পিরিটের জন্য ধন্যবাদ দিয়ে জানতে চাইলুম এমন একটা দারুণ আইডিয়া তার মাথায় এল কি করে? সে জানাল, মহিলারা দোকানে বেশী সময় কাটালে তাদের পুরুষ সঙ্গীরা খুব বিরক্ত হয়ে মহিলাদের সরিয়ে নিয়ে যায়। তাতে ব্যবসার ক্ষতি হয়। এখন এই নাচের ব্যবস্থা করার পর পুরুষ-মহিলা কেউই আর দোকান ছাড়তে চাইছে না। বলতে নেই, নাচের খরচ মিটিয়েও লাভ বেড়েছে।
তা দু'টাকা দরে কতটি জামা বেশী বেচলে অপ্সরাদের মজুরী মিটিয়েও লাভ থাকে?
sibu | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৪১ | 71.106.234.63
আজকে কিসের উৎসব? কাল সান্তা মনিকার শতবার্ষিকী ছিল। দেখলুম একবেলার জন্য তিরিশ টাকা পার্কিং নিচ্ছে। শখের প্রান।
nyara | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০৩:৩৯ | 64.105.168.210
তাহলে কুলপি বসে থাকা রাস্তাটা হল কৈলাশ বোস স্ট্রীট। কৈলাস বোস স্ট্রীটে নাকি একটা ফাটাফাটি বাঙালী খাবারের দোকান আছে। পাইসের থেকে একটু ওপরে, কিন্তু নাথিং ফ্যান্সি। চেতল মাছের পেটি-ফেটি পাওয়া যায়। মানে যেত। দারুণ নাকি রান্না। এখন ভজহরি মান্নাদের ভিড়ে কি হাল কে জানে! কবে থেকে সুযোগ খুঁজছি ওখানকার খাবার খাব!
আর কৈলাস বোস স্ট্রীট যেখানে কর্নওয়ালিস স্ট্রীটে পড়েছে, সেই মোড়ের মিষ্টির দোকানটার কি যেন নাম। ভাল রাবড়ি করে।
এবার পাঁচ মিনিটের জন্যে কফি হাউসে ঢুকেছিলাম, কিরকম রেনোভেট করেছে দেখতে। পেছনের দেয়ালে বাল্মীকিপ্রতিভায় আরেন্টির বিখ্যাত ছবির ফুলসাইজ কপি - ঘাড় ঘুরিয়ে নজর রাখছেন। এছাড়া দেয়ালে দেয়ালে পেন্টিং-ফেন্টিং-এর কপি। বাহারি আলো। দেয়ালে নতুন ডিস্টেম্পার। মেনু বোর্ডটার সব লেখা পড়া যাচ্ছে। তার পাশে একটা কমিউনিটি বোর্ড। সব মিলিয়ে বেশ পরিষ্কার-পরিষ্কার ব্যাপার। ভালই লাগল। তাও কী যেন একটা মিসিং। খেয়াল করে দেখলাম একটাও পাখা আওয়াজ করছে না। ওইটা ছাড়া কফি হাউসের সাউন্ডস্কেপ অসম্পূর্ণ।
Paramita | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০৩:২৩ | 63.82.71.141
তাইতো।
Arpan | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০২:৫১ | 122.252.231.12
আজ নয়এগারোর দিনে কী উৎসব?
Paramita | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০২:৩৩ | 63.82.71.141
আপিশপ্রাঙ্গণে হুলিয়ে হুলা নাচ চলছে। নিমন্ত্রিত নর্তকীরা হাওয়াইয়ান পোশাক(অথবা না-পোশাক) পরে নেচে চলেছেন। দুঁদে এঞ্জিনিয়াররা বসে ফুলের মালা গাঁথছে সত্যিকারের ফুল দিয়ে আর ক্রমাগত "হাও একজটিক" জাতীয় ধ্বনি এদিকওদিক শোনা যাচ্ছে। তাদের মালা গাঁথা শেখাবার জন্য আবার ভাড়া করা মাথায় ফুল গোঁজা ইন্সট্রাকটর সুন্দরীরা রয়েছেন। আমি একপাশে দাঁড়িয়ে দেখছিলাম, একজন হেসে বললো "টেক আ চেয়ার আই উইল টিচ ইউ"। আ মোলো যা, ছুঁচ সুতো দিয়ে মালা গাঁথা শেখাতে এসেছেন। প্রচুর হাতপাখা, টোকা, প্লাস্টিকের ফুলের মালা এমনকি মাদুর বিতরণ করা হচ্ছে। আমের পপসিকল সসেজ বিফের চাকতি চাকুম চুকুম করে খাচ্ছে লোকে। সবাই আনন্দে মত্ত, শুধু আমি সোসনের চাপে ভুলে গিয়েছিলাম আজ উৎসবের দিন। পার্স হাতে করে ক্যাফের দিকে এগোতে গিয়ে চোখে পড়ে গেল, তাই বাঁচোয়া। লাঞ্চের পয়সাটা বেঁচে গেল।
Ishan | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০২:৩২ | 12.163.39.254
মন মেধা জানে। সেইজন্যই তো নর্মদা। আহারে, সর্দার সরোবর এর জলে আবাদ করে কোনজনা। ঃ)
tkn | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০২:৩০ | 122.161.165.96
মনরে কৃষি কাজ জানোনা ... নর্মদা জল ওদিকে পাঠানোর কথা
Ishan | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০২:২৮ | 12.163.39.254
উফ কোনদিকে মন ছিল কে জানে, আমি এতক্ষণ ধরে পড়ছি নর্মদার জল। ঃ) আর কনফিউজড হচ্ছি।
tkn | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৫ | 122.161.165.96
ইয়ে, ড্রেনের জলের কিন্তু সোর্স অন্য ঃ-)
তবে আমিও দেদার ঐ সব নর্দমার জল দিয়ে বানানো নানা কুইজিন খেয়েছি এবং দিব্যি বেঁচে বর্তেই আছি
a x | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০২:০১ | 143.111.22.23
জল শস্তা কই? টিপকলে জল ওঠেনা। কলের জল বাড়িওয়ালা বন্ধ করে দেয়। কর্পোরেশন জল দেয়না। সব জল তো ড্রেনেই।
arjo | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫৩ | 168.26.215.13
এইটা আমি কিছুতেই বুঝতাম না। ভারতে জল এত শস্তা তো লোকে কষ্ট করে ড্রেনে নেমে কেন ড্রেনের জল দিয়ে আইসক্রিম বানাবে? জিগ্যেস করেছিলাম মা উত্তর দিতে পারে নি। বলেছিল বড়দের মুখে মুখে কথা বলো না। কথা বলি নি কিন্তু খেয়েও গিয়েছি।
a x | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৯ | 143.111.22.23
এই জন্যই তাড়া করলেও হুড়ো করতে নেই মা!
pi | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৪ | 128.231.22.89
এবং কিস্সু হয়নি !
pi | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪২ | 128.231.22.89
উফ্ফ ! তাড়াহুড়োতে প্রথমবার পড়লাম, নর্দমার জল খেলে কি হয় জানতে অক্ষদা নর্দমার জল তুলে খেয়েছিলেন !
a x | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৭ | 143.111.22.23
ওকে পরেরবার দেশে যাবার আগে আবার জেনে নেব এই ডিরেকশনটা। আমিও সত্যিই নর্দমার জল খেলে কি হয় দেখার জন্য একবার ঐ শিশির লাল হলুদ জল ঠেলাওয়ালা থেকে লাল জল খেয়েছিলাম। কিস্সু হয়নি।
tkn | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০১:০২ | 122.161.165.96
আপনার ঐ কুলপী আমাকেও মা খেতে দিত না। বলত নর্দমার জল দিয়ে বানানো। কাদা জলে কি করে ওরকম সাদা কুলপী হয় এসব কুটিল প্রশ্ন মারা শুনতে পায় না। তবে ঠিক ঐরকম, যেমনটি আপনি বলেছেন, তেমন কুলপী পাওয়া যায় বিবেকানন্দ রোডের আগের স্টপেজে (ক স্ট্রী থেকে)। শ্রীমানি মার্কেট স্টপেজে নেমে বাঁদিকে ফুটপাথে কপিলাশ্রম আর মুখোমুখি একটা রাস্তা ঢুকছে যেটা আর্মহার্স্টস্ট্রীট-এ মেশে। ঐ রাস্তায় কয়েকপা হাঁটলেই একটা হদ্দ পুরোনো বাড়ির লাল ছোট্টো রোয়াকে একজন অতিবৃদ্ধ কুলপীওয়ালা ঠিক ওরকম কুলপী বেচে ঃ-))
a x | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪১ | 143.111.22.23
ত্যাকোনা, কয়ে ফ্যালেন।
bb আপনি তার মানে বোধহয় এক বছরের সিনিয়ার। হয়ত চিনি।
tkn | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩২ | 122.161.165.96
অক্ষ খুঁজছিলাম। ভাবলাম আজ আর দেখা হল না
a x | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০০:২৮ | 143.111.22.23
কি ঘুম যে পায়!
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৯ | 122.252.231.12
রোকেয়াবিবি। নেক্ষট পূর্ণগ্রাস অব্দি ওয়েট কর। ঃ-)
Paramita | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৮ | 63.82.71.141
আহা, রাগ করে না। ওটা ব্যজস্তুতি।
Ishan | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৫ | 12.163.39.254
আমায় কেমন করে শকুন বল্লো। ঃ(
যাই কাজে যাই। ঃ(ঃ(
Paramita | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৩ | 63.82.71.141
সবসময় শকুনের দৃষ্টি কোত্থেকে লেখা তোলা যায় ঃ) টই তো সই, বলা যায় না এই বুঝি ভাটের লাইনপত্তর জুড়ে টুড়ে ছাপা গুরুতে চালিয়ে দিল।
Paramita | ১১ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৯ | 63.82.71.141
প্লীজ নোট বন্ধুরা, টইতে মডারেশান। ছাপা গুরু বেরোবার পর থেকে ঈশেন কেমন অ্যান্টি-বিকল্প সম্পাদক হয়ে যাচ্ছে। যে যতই ল্যালাকাব্যি করুক না কেন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন