এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:০৮ | 65.194.243.232
  • সিঁফোঃ দিচ্ছিল না তো। গত সপ্তাহেই এরা অ্যাপ্রুভড সফটওয়্যারের লিস্টে ফাফকে অ্যাড করেছে। তারপরে একটা রিকোয়েস্ট জেনারেট করায় আজ ইন্সটল করে দিল।
  • shrabani | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:০৭ | 124.124.86.102
  • আমাদের বাড়ির কাছের (নয়ডা) স্পেন্সার্সে দু তিনটে তাক বাঙালীদের জন্য ডেডিকেটেড। সেখানে প্যাকেটে বড়ি, নাড়ু, সোনামুগ,নানা মশলা, ঝর্ণা ঘি, গোবিন্দভোগ, সানরাইজের সর্ষে, আদা পেস্ট, মাছের মশলা এসব হাবিজাবি পাওয়া যায়।
    বাপি চানাচুর আর পাঁপড় টাপড়ও রাখে!
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:০৭ | 144.160.5.25
  • মানে এই সর্ষেবাটার প্রথম পাতায়।
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:০৬ | 144.160.5.25
  • ওটা তো সর্ষেবাটার ১ নং টইটাতে আছে। আর ১ নং টই এর লিঙ্ক এই টইয়ের প্রথম পাতায় আছে।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:০৪ | 122.173.181.242
  • টই খুলে দুনিয়ার যাবতীয় রান্না শিখে ফেললাম অথচ সেই ভাপা দইটা খুঁজে পেলাম না !!
  • aishik | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:০০ | 122.166.22.73
  • বিগ বাজার টা, জালি টাইপের। দিল্লি তে স্পেন্সার এ বড়ি ও (পেসিফিক মল এ) পেতাম।
  • aishik | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৫৮ | 122.166.22.73
  • এই তো, সব খুলছে
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৫৫ | 144.160.5.25
  • @aishik, কোথরুডে।

    এখানে বিগবাজার আবার মাছ মাংস ডিম কিচ্ছু রাখে না। আর স্পেন্সার্স তো যেকোনোদিন উঠে যাবে। শুকনো কফি আর ভ্যাপসানো দই ছাড়া বিশেষ কিছু পাওয়া টাওয়া যায় না।
  • Aishik | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৫৫ | 122.166.22.73
  • অর্পন দা, জাভা নামাতেই সব ঠিক হল, ধন্যবাদ
  • M | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৫৩ | 59.93.204.170
  • আর আজ আমার এত ঝগড়া পাচ্ছে, তাও কেউ আমার সাথে ঝগড়া করছেনা, এই ইস্যুতে ডিভোর্স পাওয়া যায় কিনা দেখতে হবে।
  • M | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৫২ | 59.93.204.170
  • যদিও সেদিন কাঁকড়াওয়ালা কিছুতেই কাঁকড়া না ছাড়িয়ে দেবার জন্য বাড়িতে এসে নিজেকেই করতে হলো, আর সেই ন্যাল নেলে বিশ্রি জিনিস পরিস্কার করে খাওয়া খুব চাপের হয়, তাও তো আমি দিব্যি খেলাম।
  • M | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪৯ | 59.93.204.170
  • বাজারে তো মাসীরা ঝাঁকায় করে দেশী ডিম নিয়ে আসে, আর আমি আর ঋভু তো একবার বেহায়া ঘুড়িদের সায়েস্তা করার জন্যি গ্যাস বেলুন দিয়ে ঘুড়ি উড়িয়েছিলাম, তো তাতে কি হলো?
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪৬ | 122.173.181.242
  • না না, আমি কোনো রকম কথা বার্তা না বলে ঝগড়াঝাটিতে না গিয়ে ঘড়ি ধরে মাইক্রোর সামনে দাঁড়িয়ে সুপারভাইজ করব ঃ-)) খুব সাবধানে
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪৫ | 122.173.181.242
  • স্পেন্সার্সেও তো হাঁসের ডিম পাওয়া যায়। আর একটা বাক্সে মুরগীর ডিম পাওয়া যায়, ছটার দাম ৪০-৪৩ টাকার মধ্যে। ওপরে একটা চৌকো রাঙতা আটকানো। সঙ্গে আবার কাগজে ম্যানুয়ালও থাকে। বাড়ি এনে পড়ে টড়ে এবং খেয়ে টেয়ে বুঝলাম ওগুলো আসলে দিশি মুরগীর ডিম। কি মুর্গী !! ঃ-((((
  • kc | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪৫ | 213.132.250.2
  • সাবধানে ঃ)
  • sinfaut | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪৪ | 203.91.193.7
  • কেন আপিসে কি ফাফ ইন্সটল করতে দিচ্ছিল না?! এত আনন্দিত হলে কেন অপ্পন?
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪৩ | 122.173.181.242
  • আমি আজ ডিডিদার ভাপা দই বানাবো। মানে ডিডিডার রেসিপির ঃ-)
  • aishik | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:২৪ | 122.166.22.73
  • @d কোথায়?
  • Bhuto | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:১৪ | 203.91.193.7
  • আহা জেঠিমার দোকান (ফোঁস স ) । কি খিটখিটে ভালো জেঠিমা , কতো মিত্তি , সিঙ্গারা - কচুরি খেয়েছি।
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:০৬ | 144.160.5.25
  • আমি মাত্রই গত সপ্তাহে খবর পেলাম। গিয়ে দেখি নীল নীল কাঁকড়া ছিল, চিতল মাছ ছিল, পারশে ছিল আর এই বড় বড় হাঁসের ডিম।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৫৩ | 65.194.243.232
  • নাঃ। বলছিলাম মাথাটাথা খাটিয়ে দেখ জাভা-টাভা নামিয়ে কিছু করা যায় কিনা। নইলে তো কিউনিফর্ম লিপির মত দুর্বোধ্য হয়ে উঠছ দিনে দিনে। ঃ(
  • aishik | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৫১ | 122.166.22.73
  • আমি ITতেই আছি, আমার ফাফ খলে না, বা লে ন ক খলে না, বা আ ম দি তে preview দেখাই না ঃ))।এইবার বল কি বল্বে?
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৫০ | 65.194.243.232
  • ঈঈঈঈঈ! হাঁসের ডিম এইখানে পাই নাই। তবে মাটনের লিভার আলাদা করে বিক্রি করছে দেখে সে আমার কী আহ্লাদ।
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪৮ | 144.160.5.25
  • রিলায়েন্স ডিলাইটে হাঁসের ডিম পেয়ে আমি এমনই আপ্লুত হয়ে গেলাম যে কি বলব!!
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৯ | 65.194.243.232
  • ঢোকার দুটো গেট আছে। বাঁদিকের গেটটা ধরে ঢুকলেই দেখতে পাবে। রবিবারের সকালে গেলে দেখবে প্রচুর লোকে দাঁড়িয়ে টিফিন করছে।

    হ্যাল মার্কেটে মাছ পাওয়া যায়। তবে রিলায়েন্স ডিলাইটে আরো ভালো কোয়ালিটির মাছ কম দামে দেয়। এছাড়াও শুনেছি ওয়েসিস মলে ভালো মাছ মেলে। আর লোকে বলে কোরামঙ্গলায় ফিরোজের দোকানে এ-ক্লাস মাছ পাওয়া যায়। কিন্তু সকাল ন'টার মধ্যে না গেলে খালি ক'টা আঁশ দেখতে পাবে। অগত্যা সেখানে কখনো যাওয়া হয়নি।

    (বাবা, তুমি কি আইটি প্রফেশনে আছ বা কম্পুটার বোঝ-টোঝ? তালে একটা কথা বলতাম।)
  • aishik | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৫ | 122.166.22.73
  • হ্যাল আর্কেট পেলুম, কিন্তু জেথিমা র দোকান কি কোরে চিন্ব? র হ্যা এখেনে ভালো কাঁচা মাচ কোথই পাবো, আমি মাডিওয়ালা থেকে কিন্‌লাম, বাট ভালো না।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২২ | 216.52.215.232
  • তবে সর্ষে, কাসুন্দি এবং পাঁচফোড়ন যেকোন স্ট্যান্ডার্ড ডিপার্টমেন্টাল শপেই (স্পেন্সার/রিলায়ান্স ফ্রেশ/ফুড বাজার) পেয়ে যাবে।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২০ | 216.52.215.232
  • * ভাজে
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২০ | 216.52.215.232
  • ঐশিক। হ্যাল মার্কেটে জেঠিমার দোকানে (যেখানে কচুরি ভাঝে) পাবে। যা চাইছ সব কিছুই।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৯ | 216.52.215.232
  • যাতা, যাতা। জাস্ট কোন কথা হবে না।

    অফিসের মেশিনে ফাফ ইন্সটল করে ফেল্লাম। আব ঘর কি চৈন অফিস মে ভি। ঃ)
  • Blank | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৪ | 170.153.65.102
  • কি ফরম্যাটে রেকর্ডিং হয়, তার ওপর নির্ভর করছে। আমার স্যামসাঙের প্লেয়ারে wav ফরম্যাটে হতো। তাতে ১০ মিনিট দেখেছি ৭০ এম্বি মতন হয়ে যাচ্ছে।
    কোয়ালিটি ভালো না। একটু দুরে গেলেই গুচ্ছ নয়েস।
    এই কথায় মনে পরলো, থ্রি ডি সাউন্ড শুনেছো?
  • aishik | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৬ | 122.166.22.73
  • লুরু তে কথায় বড়ি , সর্ষে, কাষুন্দি,পঁচ ফোড়োন এইসোব পাওঅ জাই কেউ বোললে খুব খুশি হোতাম।
  • sinfaut | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৪:০৬ | 203.91.193.7
  • শুনতে পাকামো হলেও বলি, আমি এইসব ক্লাব, সংগঠন, ইন্সটিটিউট, ফেস্টিভাল সভয়ে এড়িয়ে চলি। মেনলি নিজের যা ইচ্ছে হয় শুনি, বা দেখি। সমাগমের মধ্যে যাওয়ার ঠিক সাহস হয় না। একটু ল্যালা গোছের আরকি।
  • r | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৩১ | 125.18.104.1
  • সিফোঁ, La Paloma Azul শুনলাম। সাবলাইম। পল ডেসমন্ডের স্যাক্সটাও। সি এস এমের জ্যাজ লিস্‌নার্স ক্লাবে যাস না কেন? এই মাসেই ডিউক এলিংটনের উপর একটা লেক ডেম ছিল।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৩:২৪ | 122.173.181.242
  • দারুউউউউন ভালো বৃষ্টি হচ্ছে
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৩:২৩ | 61.95.144.123
  • এই এমপিথ্রী প্লেয়ারের মধ্যে ভয়েস রেকর্ডারগুলো কেমন? ১/২ জিবিতে কতক্ষণ রেকর্ডিং হয়? কতদূর থেকে রেকর্ড হয়?
  • intellidiot | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪৫ | 117.194.67.19
  • ঠিক আছে, নো প্রবলেম ঃ-)

    তুমি আমাকে এইটা মেলেও জানিয়ে দিতে পারো। bratishgoswami জিমেলে।

    আর মন্দির টন্দির একদম বাদ, আমারো ঃ-)
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪১ | 122.173.181.242
  • ঃ(
    অ, ওটা আমিও পারি। ঘ্যাজম্যাজটা শেখার ইচ্ছে ছিল...
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪১ | 144.160.5.25
  • অবশ্য মন্দির ফন্দিরের খবর আমি জানিনা।
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪০ | 144.160.5.25
  • একটু ভেবে নিয়ে বলবো ভাবছিলাম। তোমার কি এক্ষুণি চাই? তাহলে কেলকার মিউজিয়াম মাস্ট। তারপর আরো আছে টুকটাক।
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩৯ | 144.160.5.25
  • খটাখট।
    যখন পিসি ব্যবহার করতাম, তখন একবার এক সহকর্মী আমার নামে অভিযোগ করেছিল যে আমি নাকি ভয়ানক আওয়াজ করে কী-বোর্ড পেটাই। ওর অসুবিধে হয়। ঃ( এখন ল্যাপী হয়ে শব্দ একটু কমেছে।

    শ্রাবণী, এখনও।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩৯ | 122.173.181.242
  • দ নিজেই থাকছে না তো। একদিনে দেখার মত আর কিছুই নেই তার মানে ঃ-))
  • intellidiot | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩৮ | 117.194.67.19
  • আরে দ-দি, বল্লে না যে???

    একদিনে পুণে তে দেখার মত কি কি আছে?
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩৬ | 122.173.181.242
  • মানে ঘ্যাজম্যাজ করে লিখলে, ঠাশঠাশ করে লিখলে না খটাখট করে লিখলে ?
    ঃ-))))))))
  • shrabani | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩৬ | 124.124.86.102
  • দম,
    সেটা তো প্রথম দিকে!এখন?ঃ(
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩২ | 144.160.5.25
  • তেকেনা,
    মানে? (একটা ভ্যাবলামুখো ইমো)
  • Bhuto | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩১ | 203.91.193.7
  • আমি খুব ছোটোবেলায় জীবনটা কাটিয়েছি লাটাই ধরেই। এবং মামাতো দাদার থেকে শিখে।

    কিছু বিশেষত্ব দেখেছি যা ঘুড়ি ওড়াতে সাহায্য করে। অসম্ভব স্ট্যামিনা।

    ১) সূর্য্যের দিকে ঠায় তাকিয়ে থাকতে পারা,
    ২) অসম্ভব শার্প চোখ
    ৩) চোখ ধাঁধানো নীল মেঘেও একটাও পলক না পড়া, জল আসা তো দূর।
    ৪) হাতে কড়া নেই তবুও আঙ্গুলের খাঁজে মাঞ্জা না ফেলে অদ্ভুতভাবে সেকেন্ডে ৪ কি তার ও বেশিবার সুতো টানা। নো কাটা, বাট ভোকাট্টা,অতঃপর দুয়ো ইত্যাদি।
    ৫) ঘুড়ি লোটার ক্ষমতা, ইভেন মাঞ্জার ক্ষমতা কাটার মতো না থাকলেও হাতের টানে পরের ঘুড়ি টেনে আনা।
    ৬)সকাল ৫-৬ টা থেকে সন্ধ্যে অবধি টানা ওড়ানো (মাঝে খাবার ব্রেক বলতে মাইমা খাইয়ে দিতো, এবং সেটাও ঘুড়ির দিকে চোখ রেখে খেতো)
    ৭) মাঞ্জার ওপর আর ঘুড়ির ওপর অগাধ নলেজ।
    ৮) লাট খাওয়ানো ঘুড়ি সোজা করা বা ফেরত নিয়ে আসা
    ৯) লড়াই এর সময় লাটাই এ সুতো আটকে গেলে ধমক দেওয়া।

    এইসব দেখে একটু বড় হতে একদিন সারাটা দিন ছাদে থেকে ঘুড়ি ওড়াতে শিখেছিলাম। হাত ক্ষতবিক্ষত করে , ঘুড়ি নামিয়েছিলম , কি টান হাওয়ার।

    এই হলো ঘুড়ি নিয়ে দু কথা।
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩১ | 144.160.5.25
  • পিবি (PB),

    আপনি আমাকে একটা মেল করবেন প্লীজ ত্‌দময়ন্তি ইয়াহু কম এ। আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয় নি, আন্তরিক দুঃখিত। একেবারে ভুলে গেছিলাম। মেল করুন ডিটেলে বলে দিচ্ছি।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩০ | 122.173.181.242
  • দ,
    এই লাইনটা লিখতে গিয়ে কোনভাবে লিখলে ??
    ঃ-)))))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত