কেজি লিখতে ভুলে গেসলুম, তখন সবাই বলতো আমি নাকি ছাদে হাত ছড়িয়ে মানে ঐ টাইটানিকের মতো করে দাঁড়ালে দিব্যি উড়ে যেতে পারতাম।
tkn | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৮ | 122.162.42.194
অক্ষ ঃ-) এনিটাইম ঃ-)
tkn | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৭ | 122.162.42.194
৩৯ কেজি, ওজন ছিল
M | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৭ | 59.93.196.198
ছেলের এত পিকুলিয়ার গুচ্ছো প্রজেক্ট যে পুজো মনে হচ্ছে উইকি ঘেঁটে ঘেঁটে কেটে যাবে।ঃ(
tkn | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৭ | 122.162.42.194
তখন ক্যালরি পার স্কোয়্যারফিট মেপে খেতে পারবে ঃ-)
a x | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৭ | 143.111.22.23
থ্যান্কু তেকোনা। এটা মাথায় রাখব।
এরা যে কি বলে! ৩৯ হয়ে কাটাচ্ছিলাম মানে কি?
M | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৫ | 59.93.196.198
আর কিছুদিন পর দৈর্ঘ্য আর প্রস্থ ৫ গুন ৫ মানে ২৫ স্কয়ারফিট হয়ে যাবো।কি কেলো।
M | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫২ | 59.93.196.198
ইঃ খালি ডি দিতে হলে খুব চাপের হয়ে যাবে, কিন্তু আমি যখন ৩৯ হয়ে কাটাচ্ছিলাম, মানে আমার পোলা হবার পর থেকে, তখন তো আমার এট্টু ও খেতে ভালো লাগতো না, আর এখন যত মুটোচ্ছি তত খাচ্চি, আমি সব সময় উল্টো কেন?
আমি শুধু মানেটা আন্দাজিয়েছি। কেউ দিল পে নেহি লেনেকা প্লিইইইইইইজ
tkn | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৮ | 122.162.42.194
মানে যাদের চেহারা ক্ষয়াটে সেই সব মেয়েরা পোচ্চুর খায় (খাদ্য)
M | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৬ | 59.93.196.198
ডাগতার বাবু, ঐ দ্বিতীয় কেসটার মানে কি?ঐ খয়া না কি যেন........
a x | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৬ | 143.111.22.23
প্রণাম কি?
এগুলোর মানে কি? এই গোদা মাগীর পেটে পা, বা এইসব খয়াখর্বুটে?!
I | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪১ | 59.93.192.26
এইরকম অনেক ট্রান্সলেশন হয়। যেমন " নাটা কাঠালের আঠাই বেশী' কিংবা "খয়াখর্বুটে মেয়েরা খুব খাইখুট্টি হয়'।
কেউ যেন হৃদয়ে নেবেন না।
I | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৬ | 59.93.192.26
কালো বরফ কে খুঁজছিলেন? আলাদা করে নয়, অন্য আরো সব উপন্যাসের সঙ্গে ""বাংলাদেশের উপন্যাস সমগ্র''-তে পাওয়া যায়। প্রতিক্ষণ-যদ্দুর মনে পড়ছে। কনফুকে একবার কালো বরফ-এর কথা জিগ্গেস করেছিলাম। ব্যাটা বলতে পারেনি।
M | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩১ | 59.93.196.198
তেকোনা, হুম, সেটা ঠিক। ইয়ে কাউকে আঘাত দিতে চাইনি, বাই দ্য ওয়ে আমি তো বড়মা। ম তো নই।কেউ কেউ অবিশ্যি বম্মা ও বলে।
tkn | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৫ | 122.162.42.194
ম, যাদের সত্যিই ঐ অসুখটা হয় তারা .... তাদের খুব কষ্ট। ছেলের মুখ ধোয়াতে গিয়ে নিজের মুখ ধোয়ানোর থেকেও অনেক অনেক বেশি কষ্ট তাদের।
দ, পেলে বইটা? বিধান সরণীর কোথায় সে দোকান এখন? "নারী" কার লেখা? আম্মো মণিমুক্তো 'পড়তে' চাই ঃ-)) তুমি তো দেখি যথার্থই 'নারী', কেমন আধেক কথা না বলা রেখেছ ঃ-))
অক্ষ, মা-র কাছে কি প্রণামের ডিটেলস আছে? দিয়ে রাখলে আপনার চিন্তা লাঘব হবে না, একটু কম হতে পারে হয়ত
M | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২২:১৪ | 59.93.196.198
অ্যালঝাইমার্স এ বোধয় ব্রেন্সেল গুলো পুটুস পুটুস মরে যায়, যেগুলো বেঁচে থাকে তারা যা ধরে রাখে সেটাই পিন আটকে যাবার মতো ফিরে ফিরে আসে। আমার এক জেঠিশাশুড়ির কাছে কি কেস খেয়েছিলুম, কিছুক্ষন আগে পৌঁচেছি, আমায় কেমন আছিস টাছিস জিগাসা করলেন।খানিক পরে জেঠিমনির পাশে বসে গপ্প মারছি, ওমা বলেন কিনা এ মেয়েটাকে ঠিক মামের মতো দেখতে। আমার পুরো ভ্যাঁ কান্না পেয়ে গেলো।আমাকে নাকি আমার মতো দেখতে।
তবে আমারো মনে হয় ঐ রোগ হচ্ছে, আমি হামেশাই খেয়ে দেয়ে ছেলের মুখ ধুইয়ে দিতাম নিজের বদলে, এখন সেটা আরো নানাদিকে পাখা মেলছে।
P | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৮ | 163.244.62.141
আমার এই পিসেমশাই যে কি মজার মানুষ ছিলেন। একটা গপ্প বহুযুগের ওপার থেকে হঠাৎ মনে পড়ে গেল।
আমরা দুয়েকজন বসে পড়ছি আর পিসেমশাই ঢুকলেন। বুড়ান ছিল একদম সামনে। পিসেমশাই এর " কি বুড়ান কি পড়ছি" এর উত্তর এল " বাংলা থেকে ইংরিজীর ট্রান্সলেশান"। পিসেমশাই চটজলদি ইন্সট্রাক্শন " কর দিকি ট্রান্সলেশান , গোদা মাগীর পেটে পা"।
এক্স্যাকটলি দ, এই স্কিৎসোফ্রেনিয়া, অ্যালজাইমার্স, এদের কি একটা আলাদা রিয়ালিটি পুরো?
অ্যালজাইমার্সে মেন্টাল ব্যালান্স ডিস্টার্ব তো হচ্ছেই। ভুলে যায়, পুরোনো কথা হয়ত মনে থাকে, কিন্তু আজ কি খেলাম, আমার বাড়ি কোথায় এগুলো ভুলে যায়।
এনিওয়ে, কাটান দাও।
P | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৩ | 163.244.62.141
ঠিক হ্যায় দম , কখোনো যদি সময় পাই একটু লিখবো এই নিয়ে। না মানে থিওরি নয় , কিছু ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নিয়ে ( হামার হালা পড়াশুনোর বেলায় কচুপোড়া শুধু ইনডিরেক্ট ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের কচকচিঃ( ) ।
Blank | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৩ | 59.93.203.57
আর পিটার ব্রুকসের মহাভারত আমার বেশ ভাল্লাগে ঃ)
Blank | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩২ | 59.93.203.57
খুব ই দুঃখ জনক ঘটনা
P | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩১ | 163.244.62.141
আচ্ছা অ্যালজাইমার্সে কি মেন্টাল ব্যালন্স ডিস্টার্ব হয় ? আমার মেজো পিসেমশাই অ্যালজাইমার্সে আক্রান্ত আজ একদশক ধরে , খুব কাছ থেকে দেখছি ওনাকে এত অসুস্থ দেখেছি একদম ছোটোবেলা থেকে কিন্তু মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ। তাই জিগালাম।
d | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩০ | 121.245.17.50
প্রায়ই ভাবি, আজকেও অক্ষর বলা ঘটনাটা পড়ে আবারও ভাবছি, সুস্থ স্বাভাবিক আর চেতনা চলে যাওয়ার সীমানাটা ঠিক কেমন? কিরকম লাগে? কী ভাবতেন ভদ্রমহিলা? ওঁর কি মনে পড়ত কোন পুরানো কথা?
a x | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৯ | 143.111.22.23
না, ওদের ধারণা খুন করে তবে আংটি ঘড়ি নিয়েছে। যেখানে পাওয়া গেছে, সেটা একটা ফাঁকা কারখানার গ্রাউন্ডে।
হুঁ পাল্লিন, আমার মা একাই থাকে। আর মা-র নিজের খুব ভয় অ্যালজাইমার্সের তাই রোজ নিয়ম করে সুডোকু আর ক্রসওয়ার্ড করে, সত্যি। ঃ-)
Tim | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৮ | 198.82.20.74
অক্ষর ঘটনাটা মনে ছিলো। এতদিন পরে পুলিশ খুঁজে পেলো?
Du | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৭ | 71.252.222.137
মানে যে আংটি-ঘড়ি নিল - সে তো খবর দিতেই পারতো পুলিশে - উনি তো কিছুই বলতেন না -
a x | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৬ | 143.111.22.23
ওদের তাই ধারণা, দু। ভদ্রমহিলার অ্যালজাইমার্স ছিল। ঐ একই শহরে দুই ছেলেও (মানে আমার সহকর্মীর দাদারা) থাকে। উনি একজন কেয়ারটেকার নিয়ে একা থাকতেন। একদিন বাড়ি থেকে বেরিয়ে যান, তারপর একমাস ধরে খোঁজাখুঁজির পর, এই। আমার খালি মনে হত, কি খাচ্ছেন, কোথায় শুচ্ছেন, কোথায় বাথরুমে যান। নিজের কারো হলে কি করতাম।
P | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৬ | 163.244.62.136
জানো অক্ষ , তোমার এই ঘটনাটা শুনে প্রথমকথা মাথায় এসেছিল থ্যাংক গড আমার একা মাকে একা থাকতে হয় না। যে জয়েন্ট ফ্যামিলি নব্য বাঙ্গালীর সব গাজ্বালার মূল সেখানে থাকে। আর ভেবেছিলুম ভাগ্যে বাবা এতবার কনটেমপ্লেট করেও কোলকাতায় রিলোকেট করে নি , ছোটো শহরে সবাই সবাইকে কেমন চেনে। যদুকাকুর স্কৃৎজফ্রিনিক মা যখন কাশী যাবো ভেব নারায়ণ বাসে চড়ে বসেছিলেন , কনডাকটার ছেলেটি চিনতে পেরে " চলুন আমি আপনাকে কাশী নিয়ে যাচ্চি " বলে হাত ধরে ধরে বাড়ি পৌঁছে দিয়ে গেছিল।
Tim | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৬ | 198.82.20.74
হৃতিক আর কতই বা লম্বা।
Du | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৫ | 71.252.222.137
আমারও পাল্লিন।আর কেমন হাসিটাও কেমন খোলামেলা সাদা সরল যাকে বলে।
Du | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:২২ | 71.252.222.137
মানে কি খুন?
a x | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:২১ | 143.111.22.23
অপর্ণা সেনের বর মুকুল শর্মা। ছিল। কঙ্কনা তাই সেন শর্মা।
P | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:২০ | 163.244.62.136
টিম্ভাই , আমি রাহুল বোসকে একদম পছন্দ করি না।সে আমার মতন বেঁটে বলে।
আমার শুধু হৃতিক রোশানকে পচন্দ। কেমন লম্বাপানা , আর পান্নাপান্না চোখ।
P | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:১৯ | 163.244.62.136
আঁতেল একটি বিশুদ্ধ গাল।
লোককে আঁতেল বলে ডাকলে বোঝা যায় না , আঁতেল বলে ডাকিত হলে বেশ বোঝা যায় ইহা একটি বিশুদ্ধ গাল মাত্তর।
a x | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:১৯ | 143.111.22.23
পেয়েছে একমাস আগে। ও টিকিট কাটল, গিয়ে খোঁজ করবে। যেদিন ফ্লাইট ছিল যাবার, সেদিনই ফোন এল যে পাওয়া গেছে। অন্তত পাওয়া গেল।
এটা হবার পর থেকে খুব অস্থির লাগছে আমার। কি পরিণতি।
P | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:১৬ | 163.244.62.136
ক্যানো অপন্না সেনের ইন্টারস্টেট বে ? জানতুম না তো। হায় হায় এই জন্যেই আনন্দলোকে ঐ মৌমাছির গুঞ্জন পড়তে হত।
P | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:১৪ | 163.244.62.140
অক্ষ, এটা তো অ্যাট লিস্ট দুয়েক মাস আগের ঘটনা পড়েছিলুম বলে মনে হচ্চে। এতদিনে পুলিশ ট্র্যাক করতে পারে নি ?
পড়ে মনখারাপ হয়ে গেল।
d | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:১৩ | 121.245.17.50
ও হ্যাঁ দহন দেখিয়া লইয়াছি। গল্পটা অতি অবশ্যই অপেক্ষাকৃত ভাল ছিল। চলচ্চিত্রটি ঝুল গোত্রের।
পাল্লিন, "আঁতেল' কি একটি "গাল'? বলিতেছ?
Tim | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:১১ | 198.82.20.74
এই এক হয়েছে। বাংলা লেখার কলতলা। ঃ-(
Tim | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:১১ | 198.82.20.74
যাক, দেখিনি এখনও। রাহুল বোসের বাংলা উচ্ছারণ শুনলেই বিরক্ত লাগে। এমনিতে বেশ পছন্দই করি যদিও।
a x | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:০৯ | 143.111.22.23
ওটা কেমন রেকারিং থিম যেন অপর্ণা সেনের, নিজের জীবনের ছায়া হয়ত। ভাঙ্গা বিয়ে, ইন্টার-স্টেট কাপল। পরমা, পারমিতার একদিন, ১৫ পার্ক অ্যাভিনিউ...
P | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:০৬ | 163.244.62.140
আর পারমিতার একদিনের ঐ ছেলেটা কি ছড়ান ছড়ালো গোটা সিনেমা জুড়ে ..... ঐ যে পারমিতার সাউথ ইন্ডিয়ান প্রেমিক ঃ-)))))
a x | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:০৫ | 143.111.22.23
আমার যে চাইনিজ সহকর্মীর মা বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন, তাকে একটা ফাঁকা জায়গায় একমাস বাদে পাওয়া গেছে। জামা-কাপড় সব ঠিক আছে, শুধু ঘড়ি আংটি ইত্যাদি নেই। অন্তত দিন দশেক আগে মারা গেছেন পুলিশ বলছে। ভদ্রমহিলা ডাক্তার ছিলেন, পেডিয়াট্রিক সার্জেন, ৮৬ বয়স। এখানে সবাই একটা কন্ডোলেন্স কার্ড সই করেছে (!)। তার উত্তরে সেও এবার সবাইকে একটা থ্যানকইউ কার্ড দিয়ে গেল(!)। কার্ডের সাথে একটা ছোট ফুল। দেখতে অনেকটা রজনীগন্ধার মত। গন্ধটা জুঁই আর চাঁপার মাঝামাঝি। গন্ধে ম-ম হয়ে ঘিরে আছে এখানে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন