এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • arjo | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৬ | 168.26.215.13
  • প্রচণ্ড ঘুম পাচ্ছে। এদিকে বুধবারের দুকুরবেলা দিয়ে কোন কবিতাও নেই। হত শুক্কুরবার দেখিয়ে দিতাম।
  • M | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ২২:০৫ | 59.93.213.151
  • একটা বন্ননা পড়লাম, সেটা এমন, স্ক্রু-ড্রাইভারের মতো,পিস্টনের মতো,বাইকের লুব্রিকেটেড শক অ্যাবজর্বারের মতো দীপাংশু উঠছে..........সানন্দা পুজা পুষ্পাঞ্জলি ১৪১৬, পৃঃ ১৮২

    সেই থেকে পেটুতে যা খিঁচ লাগলো হাসতে হাসতে এখনো যাচ্ছেনা, তবে মনে হচ্ছে এখন অনায়াসে আমিও গল্প পাঠাতে পারবো।
  • Bratin | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪৯ | 117.194.98.90
  • কাবলি দা, ৩০ তারিখ র programme ঠিক আছে। off hours র শেষে। citi center এ আমরা meet করবো। আপনাকে exact সময় টা পরে জানিয়ে দিচ্ছি।
  • Aranya | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ২১:১৮ | 144.160.98.31
  • কাবলি-দা,
    হ্যাঁ, জিয়ন-টাও যেতে হবে, থ্যাংকু মনে করিয়ে দেবার জন্য। আপনার কিছু লেখা আমি পড়েছি, আপনিও বেশ ভালো লেখেন। বোধি অবশ্য গুরুদেব লোক, আর টই-তে প্রচন্ড ক্ষমতাসম্পন্ন লেখকের সংখ্যা এতো বেশী যে লিখতে গেলেই একটা বিপন্ন বিস্ময় মাথা উঁচিয়ে প্রশ্ন করে - কেনো লিখছ ? তার চেয়ে ভাটিয়ালী ভালো।
    M,
    যারা হুটহাট বেরিয়ে পড়ে তাদের আমারো খুব হিংসে হয়, আমি তো বছরে একবার জঙ্গলে যেতে পারলেই নিজেকে ধন্য মনে করি। আর যারা দেশে পূজো দেখছে তাদের-ও বুকভরা হিংসে ঃ-)
  • stoic | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ২১:০৫ | 160.103.2.224
  • মেলিয়েছি। ঃ-)
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ২০:৪৫ | 143.111.22.23
  • হ্যাঁ ভারতীয় কেউই। নামই।

    আপনার খবর কি? মাঝে সাঝে দু এক পিস মেল-টেল ছাড়ুন!
  • stoic | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ২০:৪৩ | 160.103.2.224
  • রুশত্‌ মানে সংস্কৃত তে হল গিয়ে ব্রাইট, শাইনিং, হোয়াইট ইত্যাদি। (যদ্দুর জানি)
  • stoic | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ২০:৩৫ | 160.103.2.224
  • এটা যদি ভারতীয় কারুর নাম হয়, তাহলে এর মানে, যদ্দুর জানি, হল ফর্সা, হোয়াইট অর ফেয়ার কমপ্লেক্সন্ড।
    (ভুল মানে বলে থাকলে কেউ শুধরে দেবেন)।
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৫৯ | 143.111.22.23
  • রুশতী মানে কি?
  • Samik | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৫২ | 219.64.11.35
  • আমাদের সোসাইটিতে প্যান্ডেল শেষ। কালই ঠাকুর আসবে।
  • Du | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৯:২৪ | 71.123.206.73
  • হ্যাঁ, হয় তো। এখন তো সব রেডী করা চলছে - অবশ্য প্যান্ডেল হবে সেই শুক্রবার বিকেলে
  • Bratin | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৯:১৭ | 117.194.98.128
  • দু দি, texas এ পুজো হয় যেখানে তোমরা থাকো?
  • Du | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৯:১৪ | 71.123.206.73
  • যাক, অরিজিৎ অন্ততঃ বলেছে। এই পরের পর ইংরিজীতে হিন্দী গান শুনে শুনে অদ্ভুত লাগ। আর সবাই মনে হয় দাঁত ব্রাশ করে এখনও মুখটা ধোয় নি -- তাই ঠোঁট বন্ধ না করেই গান গায়। তাই সুর , কথা যাই ভালো লাগুক - কিছু একটা গন্ডগোল -ঐ ফীলিং টা হতেই থাকে
  • Bratin | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৯:১০ | 117.194.98.128
  • অর্পন দের দোকান কবে বন্ধ? আমাদের শুক্র আর সোম।
  • b | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৫১ | 121.245.96.112
  • পুজোতে কে বেশি বাজবে বলে মনে হয়?শ্রীকান্ত আচায্য?
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩৮ | 122.252.231.12
  • ঃ-O
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩৬ | 61.95.144.123
  • না ওটা বেশ ঝিঙ্কু গান। বি বা-র বদলে শি শে হলে আরো জমতো।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩০ | 122.252.231.12
  • "বিড়ি জ্বালাইলে" শুনেও একজন নাকটাক কুঁচকে বলেছিল হা ঈশ্বর! ঃ-)
  • Bhuto | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৩৭ | 203.91.193.7
  • কোয়ার্ককে (গম্ভীর হয়ে),বুঝে নিতে হয় । (উল্টোটা হবে ঃ)) )

    বুনু,
    না রে, পরশুও অফিস। অনেকে ছুটি নিয়েছে , আমি পারবো কিনা কে জানে ঃ( । এমন সময় ই এদের ভিজিট করতে হলো।
  • Blank | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৬:১৭ | 170.153.65.102
  • ভুতো, তোর কাল ছুটি না আপিস?
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৬:০০ | 61.95.144.123
  • http://tldp.org/HOWTO/XDMCP-HOWTO/ssh.html - এরা যে বলছে exceed-এর নতুন ভার্সনে ssh সাপোট করে?
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৫৮ | 61.95.144.123
  • vnc বেসিক্যালি সার্ভারের স্ক্রীনটাকে এনে দেবে - জানলার রিমোট ডেস্কটপের প্রিডিসেসর - স্ক্রীন-শেয়ারিং।
  • quark | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৫২ | 202.141.148.99
  • অজ্জিৎ, vnc কি ssh ব্যাভার করে? তাইলে ঐটেতেই থেকে যাই।
  • quark | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪৫ | 202.141.148.99
  • হি হি, হো হো - নজর ক'রে পড়ে দেখলুম ভুতো লিকেচে disable=no কে yes কল্লে enable হ'বে।
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪৩ | 61.95.144.123
  • ওই লিংকটা দ্যাখো - ওতে ফেডোরা/ডেবিয়ান/বিএসডি - সবের জন্যে বলা আছে কি করতে হবে। আদৌ টেলনেট আছে কিনা দ্যাখো।
  • quark | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪১ | 202.141.148.99
  • আম্মো করি নি, অনেক দিন। এক খোকা কত্তে চায়।
  • quark | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪০ | 202.141.148.99
  • chkconfig telnet on কল্লুম, কিন্তুক /etc/init.d/xinetd restart হয় না, xinetd ব'লে কিসু নাই। বদলে xinetd.d ব'লে একখান ডিরেক্টরি আছে, তার মধ্যে ekrb5-telnet আর krb5-telnet বলে দুইখান ফাইল আছে।
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৭ | 61.95.144.123
  • নিউক্যাসলে টেলনেট ব্যাভার কত্তে দিত না - সিকিওর নয় বলে। সব জায়গায় ডিজেবল করা ছিলো, এমনকি exceed-ও লাগাতে দিত না। শুদ্ধু OpenSSH বা puTTY - তাও public key দিয়ে।
  • Bhuto | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৫ | 203.91.193.7
  • অজ্জিতদা স অ অ অ ব বলে দিয়েছে ঐ লিংকটা দিয়ে। এখনি দেখলাম। ঃ(( ধুস , আমি লেট, এমন কল্লে খেলব না।
  • Bhuto | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৩ | 203.91.193.7
  • ও এনাবেল করার কথা জিগিয়েছিলে? সেটা /etc/xinet.d/telnet এ গিয়ে disable =no টা কে yes করে দিতে হবে।

    তবে এই রিমোট ডেস্কটপটা লিনাক্স থেকে জানালার জন্য বোধহয়। ঠিক মনে নেই।
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৮ | 61.95.144.123
  • তাইলে সার্ভারে vnc server চালাও, ক্লায়েন্টে vnc viewer - আস্ত সার্ভার স্ক্রীনটা পেয়ে যাবে।
  • quark | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৭ | 202.141.148.99
  • জানালা নয়, লিনাক্ষ থেকেই।

    এইটে চেষ্টা ক'রে দেখি
  • Bhuto | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৬ | 203.91.193.7
  • ওহ অজ্জিতদা লিখে দিয়েছে অলরেডি.. আমার ফাইলটা খুঁজে পেতে দেরী হল ঃ(
  • Bhuto | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৫ | 203.91.193.7
  • telnet/telnet-server ইনষ্টল করে নিলেই হবে কোয়ার্ক।

    আর rdesktop-1.5.0.tar.gz এইটা দিয়ে আমি কাজ করতাম এক জমানায়। খুঁজে পাও কিনা দেখো। আমার কাছে শুধু এই ফাইলটাই আছে।
  • Samik | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৩ | 219.64.11.35
  • তেকোনা, ছাপা গুরুর বাঁশে কালও রাত্তিন্টেয় ঘুমোতে গেছি, এখনও চোখ জ্বলছে। মনে ছিল, কিন্তু সময় ছিল না। আজ শিওর করে দেব।
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১১ | 61.95.144.123
  • vnc করতে পারো। জানলা থেকে কানেক্ট করতে হলে XManager - XShell - অত কেতের না চাইলে OpenSSH বা puTTy

    xterm চাইলে এগুলো দিয়েও ssh tunneling করে কাজ করা যায়।

    আর টেলনেট তো সার্ভারে গিয়ে অপশন সেট করতে হয় - অ্যাট ইওর ওন রিস্ক।

    http://www.cyberciti.biz/faq/how-do-i-turn-on-telnet-service-on-for-a-linuxfreebsd-system/
  • tkn | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৯ | 122.163.3.55
  • বড়মা, তুমি গুরুর কেউ কিনা এ চাপ নাও কেন? তাচ্চেয়ে গুরু তোমার ভাবলেই তো চুকে যায় ঃ-)। মানে, আমি তো এই সবে এসেছি, কিন্তু সকলের সঙ্গে কথা বলে বা না বলে আমার এটাই মনে হয়েছে ঃ-))। আর,ইয়ে, তোমার থেকে এক পোয়া হিংসে নিলুম, আমি আজ মেয়ে, মামীমা, মামাতো অ্যান্ড আদার বোন্স এবং মাকে নিয়ে প্যান্ডেল ঘুরতে যাচ্ছি।

    শমীক, দেড়শো নম্বর নিয়ে বসে আছি কিন্তু কবিতাটা কই?????

    হনু, কাজরা রে-র লিরিক্স ও তো গুলজার "ম্যাডাম্‌ম্‌ম্‌ম্‌ম, আয়াম ইয়োর ওনলি অ্যাডাম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম" মনে নেই?? ঃ-)))))
  • shrabani | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৮ | 124.124.244.109
  • আমাদের ক্লাসে একটা মেয়ে পড়ত কামিনী জিন্দাল, তাকে সিস্টার ডাকলে ঐ রকম শোনাত (ক মী নী)।ঃ)
    বিশাল ভরদ্বাজের সিনেমাগুলো কি ভাল হয়, এটাকে কেউ ভাল বলছেনা। "ব্লু আমব্রেলা" যখনই হয় আমি দেখতে বসে পড়ি। মকবুল ও দারুন।
  • quark | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০১ | 202.141.148.99
  • Linux এ রিমোট ডেস্কটপ ব্যবহার করার জন্য Hummingbird/Exceed ছাড়া আর কোন অ্যাপ্লিকেশন জানা আছে কারো?

    Exceed ssh সাপোর্ট করে না। Telnet টা কী ক'রে স্টার্ট/এন্যাবল করব?

    কম্পু থ্রেডের টইটা পেলাম না, তাই এইখানেই।
  • h | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০১ | 203.99.212.224
  • রাত কো ঢাই বাজে ... এটা গুলজার। হা ঈশ্বর।
  • omnath | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫১ | 117.194.195.239
  • কামিনের গানের লিরিকস নিয়ে বাওয়াল কোরো না, গুলজারের লেখা। অন্য কিছু নিয়ে করো। ঃ-)
  • Samik | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৩৯ | 219.64.11.35
  • আবার কীভাবে শেষ হবে? অমার তো মনে হয় শেষ হয়ে গেছিল!

    আর ইয়ে, ভো দিল্লিবাসি, ছাপা-গুরু দ্বিতীয় সংখ্যা এক মোটা বান্ডিল আমার কাছে চলে এসেছে। যে যে চাও আমাকে ফোনাও মেলাও।

    নয়ডার জনতা আজই পারলে আমার থেকে নিয়ে নাও। কাল আমি হুগলি চলে যাচ্ছি।
  • shrabani | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৩৯ | 124.124.244.109
  • "জব" টা হিন্দী আর "উই মেট" টা ইংরাজী!ঃ)
    আজ নয়ডা কালীবাড়ীতে আনন্দমেলা।
  • aishik | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৩০ | 122.166.22.73
  • শমিকদার হহপাপ্রে তে যেটা লিখছিলে সেটা কিন্তু শেষ হোয় নি ঃ))
  • kd | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৪:১৩ | 59.93.170.44
  • অরণ্য, আর একটা কথা। আপনার অন্য লেখা পড়ে মনে হয় আপনি ভালো লিখতে পারেন। তা, আপনার ওখানকার বেড়ানোর গল্প লিখুন না। আমি নিজে একেবারেই পারিনা কিন্তু জানি কেউ এ'সব জায়গার কথা লিখলেই ফাটাফাটি হবে। তীর্থ, রতনের কাছ থেকে পেয়েছি দু'রকমের ফ্লেভারে, এবার আপনারটাও চাখি।

    পুনঃ। তবে বোধির ইস্টাইলটা যদি কপি করতে পারেন, তবে জমে কুলফি। মনে হবে যেন কাসুন্দি দিয়ে রসোগোল্লা খাচ্ছিঃ)
  • Samik | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৫৬ | 219.64.11.35
  • আর ইয়ে, হিন্দি বানান অনুযায়ী ওটা জব বী মেট হবে। অন্তস্থ্য ব।
  • Samik | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৫৬ | 219.64.11.35
  • বম্মা সেন্টি খায় ক্যানে! গুরু কারুর বাপের সম্পত্তি নয়। এ আমাদের যৌথ খামার। সেই "জানি না' বলেছিল না, আবাহনও নেই, বিসর্জনও নেই?
  • kd | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৫৫ | 59.93.170.44
  • অরণ্য, ব্রাইস যাচ্ছেন যখন, তা'হলে ঘন্টা দেড়েক দক্ষিণে জিয়নটাও ঘুরে আসুন। ব্রাইসে জল আর জিয়নে বাতাস কীভাবে পাথর কাটে তাই দেখা। ব্রাইসে ওপরে দাঁড়িয়ে নীচে পাথরের জঙ্গল দেখা আর জিয়নে তলায় দাঁড়িয়ে - অদ্ভুত এক্সপিরিএন্স। ছবি তুলতে তুলতে তর্জনি ব্যাথা হয়ে যাবেঃ)
  • M | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৩৬ | 59.93.183.79
  • হুম, কবি তালে আমার জন্য ও কিছু লিখেছিলো, এতেই আমি বেশ খুশী খুশী দুঃখিত হয়ে উঠলাম বা খার খেয়ে গেলাম বা আইসক্রীম খাবো বা আজ আর রান্না করবো না, ইত্যাদি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত