আরে সিরিয়াসলি, আলুর বেওসায় টাকা লাগানো একদম সেফ। আমার চেনাজানা একজন চাকরি ছেড়ে দিয়ে রিসার্চ করেন আর আলুর বেওসায় টাকা লাগান। এবারে গিয়ে ওনাকে ধরব। চাকরিটা যদি ছেড়ে দেওয়া যায়।
m | ০১ অক্টোবর ২০০৯ ১৯:৩৮ | 173.26.17.106
আজ্জো, প্রথমে আলুর বন্ড দিয়ে শুরু কত্তে হবে- দুমাসেই জানা যাবে ১০ এ ৩৫ পেলে নাকি ৩।বেশিদিন দুশ্চিন্তা করতে হবে না- দেশে ফিরেই আমি লেগে পড়বোঃ)
omnath | ০১ অক্টোবর ২০০৯ ১৯:৩৮ | 117.194.194.34
তরী কোথায়? মালবাহী জাহাজ তো, কার্গো। অঢেল জায়গা।
আবার সেখানেই, ক'দিন আগে যেখান থেকে ফিরলাম।
m | ০১ অক্টোবর ২০০৯ ১৯:৩৩ | 173.26.17.106
পরের প্রশ্ন,কোথায় আসছো বা যাচ্ছো?
m | ০১ অক্টোবর ২০০৯ ১৯:৩৩ | 173.26.17.106
এই এতো এতো গিগা,টেরা,শিল্প,সাহিত্য,সিনেমা,শেয়ার.... এরপর তরীতে আর স্থান সংকুলান হবে?
omnath | ০১ অক্টোবর ২০০৯ ১৯:৩২ | 117.194.194.34
লকশ্মীপূজার দিন।
r | ০১ অক্টোবর ২০০৯ ১৯:২৯ | 125.18.104.1
তো যাচ্ছিস কবে?
omnath | ০১ অক্টোবর ২০০৯ ১৯:২৯ | 117.194.194.34
আমিও তাই ভেবেই একটু খচ খচ করছিলাম। কি করি বলতো? আর একটা টেরাবাইট কিনবো? ;-)
omnath | ০১ অক্টোবর ২০০৯ ১৯:২৬ | 117.194.194.34
সময় সময়। সেটাই হল আসল হিরো।
যেমন দ্যাখো রিসেশনটা তো চলে গেল, সেনসেক্স সতেরো হাজার। সেই সুযোগ আর সহজে আসবে?
(অবিশ্যি আরেকবার এলে হয়, দেখে নোবো। দ্রিকে ডাকো না!)
আমারো তো সেই ডয়সে ব্যাঙ্ক না কি, তার মিউচুয়াল ফান্ডগুলো ঝাড় গেল। ঃ-(
r | ০১ অক্টোবর ২০০৯ ১৯:২৬ | 125.18.104.1
দেশে আপলোড হল না বলে বিদেশে ডাউনলোড বন্ধ করে দিবি? ঃ-P
arjo | ০১ অক্টোবর ২০০৯ ১৯:২২ | 168.26.215.13
বললে হবে, আম্মো একবার শেয়ারে টাকা খাটিয়েছিলাম। ১৫০০ টাকা দিয়ে ১৫ টা শেয়ার কিনেছিলাম। সেই শেয়ারের দাম বেড়ে ৩০০০ টাকা হয়েছিল। কিন্তু সময়মতন ঝাড়তে পারি নি। এখন কমে ৩০০ টাকা হয়ে গিয়েছে। কয়েকবছর আগে এ আই জি তে টাকা খাটালাম, সেও উঠে যেতে বসেছে। এই সাকসেস রেট নিয়ে আর সাহস হয় না।
স্বর্ণকার মেয়েদের দেখা পাওয়া যাচ্ছে না। লোকের ছাই টাই উড়িয়ে দেখার ধৈর্যের অভাব ...... ইত্যাদি।
m | ০১ অক্টোবর ২০০৯ ১৯:১৫ | 173.26.17.106
এইরকম সোনার টুকরো ছেলের কেন এখনো বিয়ে হচ্ছে না????????????????
omnath | ০১ অক্টোবর ২০০৯ ১৯:০৮ | 117.194.194.34
আজ্জোদাকে কেউ আদিবাসী ছেড়ে শেয়ার দেখাও। রিসেশনের বাজারে গুচ্ছ শেয়ার কিনে আমার এক বন্ধু পুরো লাল হয়ে গেল। আর ইদিকে আমি বিয়ের জন্যে টাকা বাঁচিয়ে রেখে পুরো মুরগি। কোনো মানে হয়?
omnath | ০১ অক্টোবর ২০০৯ ১৯:০৪ | 117.194.194.34
ডাউনলোড ওখানে বেশি জোরে জোরে হয় ১৬ mbps এখানে তো ম্যক্স ২ mbps. tabe okhaane ghare base aanalimiTeD habe naa. taate ki? aamaar aar jaayagaa nei. tinaTe haarDaDisk aar lyApi puro bharti. 120 gb ঘরের পিসিতে রেখে যেতে হচ্ছে, নিয়ে যাওয়ার জায়গা নাই। ওখানে আর ডাউনলোড করবো না। ঃ-(
r | ০১ অক্টোবর ২০০৯ ১৮:৫৫ | 198.96.180.245
কি ছেলে মাইরি! ডাউনলোডের স্পিড নিয়ে কিছু ভাবলি? ;-)
omnath | ০১ অক্টোবর ২০০৯ ১৮:৪৯ | 117.194.194.34
বোধহয় না। জেটের লোক করছে। যেদিনের টিকিট সেদিনের যা দাম তাই চার্জ। কম হলে কম, বেশি হলে বেশি। রিশিডিউলেবল টিকিট। তা, আমার শরীর খারাপ হলে আমি কী করব? আপাতত যাচ্ছি। পেট খারাপ সেরে গেছে। ঃ-(
ঘরে বসে বসে আমার যে কত মানিটারি লস হয়ে গেল, সেটা ভাবো? ঃ-P
arjo | ০১ অক্টোবর ২০০৯ ১৮:৩৩ | 168.26.215.13
ডিডিদাকে একবার দুইভায়ের মোচার চপ খাওয়াতে হবে। ব্যাঙ্গালুরুতে বসে মোচার চপ খেলে হবে না। দিল্লির রসগোল্লাও বাজে খেতে তাবলে কি রসগোল্লাই বাজে হয়ে গেল?
Arijit | ০১ অক্টোবর ২০০৯ ১৭:২৭ | 61.95.144.123
হ্যা হ্যা।
কিন্তু টিকিট ক্যানসেল কত্তে ফাইন লাগে না? আর পেটখারাপ সেরে গেলে কি হবে? নাকি পেটখারাপটা গ্যাস্ট্রিকে উন্নীত হবে?
omnath | ০১ অক্টোবর ২০০৯ ১৭:২১ | 117.194.192.125
নবমীর দিন সকাল থেকে প্রচন্ড পেট খারাপ ..... ইত্যাদি।
Arijit | ০১ অক্টোবর ২০০৯ ১৭:১০ | 61.95.144.123
ওমনাথের গরুর জ্বর কমেনি? ;-)
vikram | ০১ অক্টোবর ২০০৯ ১৭:১০ | 193.120.76.238
তাহলে সাংবাদিক ছেড়ে মানুষের চাহিদাকে মর্যাদা দিতে উকিলের পেছনে লোক লাগালে দু দিনে সবাই ধরা পড়ে যেত।
tkn | ০১ অক্টোবর ২০০৯ ১৬:৫২ | 122.161.63.79
ওনলি গোলমরিচ, রোজমেরী, থাইম আর বাকি আরো কিছু হার্বস এবং চীজ, অতি অবশ্যই স্বাদু সুদেহী চীজ - ডিডিদার প্রেম ঃ-)))
dd | ০১ অক্টোবর ২০০৯ ১৬:৪৭ | 122.167.32.59
অজ্জিত হুম। একটা কাউকে ধরে বেঁধে তোমার ইন্সট্রাকশনটা পড়িয়ে ভুজুং ভাজুং দিয়ে কাজ গুছিয়ে নেবো। আজ বা কাল।
খুব যদি আটকে যাই তাইলেই তোমায় ফোন কর্বো।
আর আমি কোনোদিনই কোনো ভাবেই কোনো কমপুটারের পেমে পরবো না। নেভার। কোনো খুন্তি, গন্ডার, মোচার চপ বা কাশ ফুলের সাথেও নয়। সে তারা যতোই না ক্যানো ঝকমকে ফুরফুরে বা এফিশিয়েন্ট হোক ।
Arijit | ০১ অক্টোবর ২০০৯ ১৬:৩৪ | 61.95.144.123
একটা গ্রান্টী দিতে পারি - কয়েকদিন ব্যাভার করলে প্রেমে পড়ে যেতে বাধ্য। লুক অ্যান্ড ফিল, সিকিউরিটি, পারফরমেন্স - সব এক্কেরে ঝক্কাস। আমার পাঁচ বছরের পুরনো ১ জিবির পাওয়ারবুক নতুন দুই জিবির লেনোভো ইন্টেল ডুয়াল কোরকে বলে বলে ডাউন দেয়;-)
Arijit | ০১ অক্টোবর ২০০৯ ১৬:৩১ | 61.95.144.123
এইটা করেন - তাপ্পর ইউনিকোডায়িত হওয়ার ইনস্ট্রাকশন দিয়ে দেবো - ওর জন্যে একুশে-র সাইট থেকে একটা অ্যাপ্লি নামাতে হয়।
Arijit | ০১ অক্টোবর ২০০৯ ১৬:২৭ | 61.95.144.123
দিয়েছি।
Blank | ০১ অক্টোবর ২০০৯ ১৬:২৪ | 170.153.65.102
লাস্ট সেনটেন্সে 'মানুষ' ব্যপারটা কি ভাবে জানা গেলো বা ডিসিসান নেওয়া গেলো। আমি যদি বলি 'মানুষ' চায় যত তাড়াতাড়ি সম্ভব ক্রিমিনালদের ধরা হোক, সে যেকোনো ভাবেই হোক না কেনো।
dd | ০১ অক্টোবর ২০০৯ ১৬:২০ | 122.167.32.59
বেশ।
তো অজ্জিত sudipgupta7 অ্যাট জিমেইলে একটা টুক কইরা মেইল কইর্যা ফার্স্ট সেট অব ইনস্ট্রাকশনটা দিয়া দাও।
বাড়ীতে গিয়া ট্রাই কইর্যা দেখি।
vikram | ০১ অক্টোবর ২০০৯ ১৬:২০ | 193.120.76.238
কোড অফ কন্ডাক্ট হওল লোকে চায় যে সাংবাদিকদের ওপর কারুর সন্দেহ না থাকে। একমাত্র তবেই সাস্টেইনড ভাবে খবর পাওয়া সম্ভব। তাই সাংবাদিকের ছদ্মবেশে চট করে কম সময়ে কিছু হাসিল হলেও মানুষে সেটা করতে চায় না।
Blank | ০১ অক্টোবর ২০০৯ ১৬:১৮ | 170.153.65.102
ম্যাক থেকেই তো গুচ পড়ি লিখি ঃ)
Arijit | ০১ অক্টোবর ২০০৯ ১৬:১৪ | 61.95.144.123
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাবে না কেন? আমি কোত্থেকে পড়ছি/লিখছি?
"Seriously, stop it. I don't care if Mac stuff is better. I don't care if Mac stuff is cool. I don't care if every Mac product comes equipped a magic button on the side that causes it to piddle gold coins and resurrect the dead and make holographic unicorns dance inside your head. I'm not buying one, so shut up and go home.'
আর আমার এই দুর্দিনে ব্যাংগালুরের যতেক কম্পিউটারোয়ালারা বেউ বেউ কত্তে গিয়েছেন। কি আক্কেল এঁয়াদের।
আমি যা চাই সেটা হচ্ছে গাঁটাগোট্টা একটি বিশ্বস্ত হার্ডোয়ারোলা। যদি কেউ এমন লোকের খপর দিতে পারেন যে আমার বাড়ীতে এসে কম্পুটারেরে খাড়া করাইবো তো আমারে ফোন কত্তে কন। ৯৩৪২৫ ৯৭৬৪৯।
আর আমার ল্যাপী? হা হা হা। সেটা একটা আস্তো ম্যাক। অর্থাৎ থাডক্লাসের থেকেও খারাব।
Arijit | ০১ অক্টোবর ২০০৯ ১৫:৫৭ | 61.95.144.123
বব ফিস্ক দুবার না তিনবার লাদেনের ইন্টারভিউ নিয়েছেন। এবং নিজের লেখায় সব সময় সোর্সকে প্রোটেক্ট করেছেন। কোড অব কনডাক্ট - কোনো প্রশ্ন নেই। কিন্তু ব্রিট মিলিটারি যদি সাংবাদিক সেজে লাদেনকে গিয়ে ধরে, তাইলে কি হবে? সেটা কি অনৈতিক হবে? বা ফিস্কের ওপর অবিশ্বাস তৈরী হবে? আমি ঠিক সিওর নই।
Blank | ০১ অক্টোবর ২০০৯ ১৫:৫৬ | 170.153.65.102
বা আরো ডিটেলস চাই
Blank | ০১ অক্টোবর ২০০৯ ১৫:৫৬ | 170.153.65.102
ভিকির 3:50 এর পোস্টের উদাহরন চাইছি
Blank | ০১ অক্টোবর ২০০৯ ১৫:৫৩ | 170.153.65.102
গনতন্ত্রের 'রক্ষার' নামে সাংবাদিক বা মিডিয়া আদতে গনতন্ত্র বেচে খায়।
vikram | ০১ অক্টোবর ২০০৯ ১৫:৫০ | 193.120.76.238
ব্যাপারটা অতোটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়। ছদ্মবেশের কোড অফ কন্ডাক্ট আছে, অবশ্যই আছে, অলিখিত। তা না হলে সিস্টেম কোল্যাপ্স করতো।
vikram | ০১ অক্টোবর ২০০৯ ১৫:৪৯ | 193.120.76.238
ট্রাফিক পুলিশ হবার ঝুঁকি আর যুদ্ধের সাংবাদিক হবার ঝুঁকি এক নয়। যে সাংবাদিক সিনেমার মশলামুড়ি লেখে, জেনারালি তার ঝুঁকি ট্রাফিক পুলিশের থেকে অনেকটা কম।
ইন ফ্যাক্ট, একটা খুব বড় ডিভাইড আছে সাংবাদিকদে মধ্যে, যে - কোনও আর্মির সাথে এম্বেডেড অবস্থায় গেলেও তারা ইভেন হাতে করে কোনও ধরণের অস্ত্র ধরবে, না ধরবে না।
কি করা যেতে পারে তার লম্বা ফর্দ আছে। কিন্তু কি করবো সেটা একজনের নিজস্ব চয়েস। সেটা সব পেশায় সব রকম ভাবে সুযোগ থাকলেও কাজে লাগানো যায় না।
আমি অনেক গোপন তথ্য জানতে পারি ও আমার কাছে যা গ্রেটার গুড মনে হয় তার জন্য অন্যকে জানিয়েও দিতে পারি। সেইটা যাতে না হয়, তাই জন্যই নানান প্রোটোকল তইরি হয়েছে। বহু জিনিস জানলেও শেয়ার করা সম্ভব নয়।
উকিল নিয়েও হয়তো কিছু এ ব্যাপারে লেখা যায়।
Arijit | ০১ অক্টোবর ২০০৯ ১৫:৪৮ | 61.95.144.123
এখানে তো কোনো সাংবাদিক ক্ষমতাসীন লোকেদের সহায়তা করেনি - সেটাই তো পয়েন্ট। বলতে পারো এবার জেনুইন সাংবাদিকদের ওপর অবিশ্বাস তৈরী হবে। তো এই প্রফেশনটার ওপর ইন জেনারেল অবিশ্বাস আর অশ্রদ্ধা তৈরীর জন্যে দায়ী এই প্রফেশনের মেজরিটি লোক (ট্যাবলয়েড সাংবাদিকের দল)। যারা সত্যিই জেনুইন, তাদের মনে হয় না কেউ অবিশ্বাস করে/করবে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন