এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৭ অক্টোবর ২০০৯ ১০:৫৩ | 61.95.144.123
  • ব্ল্যাংকি - আপিস ২০০৮-এর 12.2.0 আপডেটটা ভুলেও লাগিও না। ওর পর থেকে সব কী-গুলোকে ইনভ্যালিড বলে দেবে। নতুন কল করেছে - ঠেকে শিখলুম।
  • pi | ০৭ অক্টোবর ২০০৯ ১০:২৪ | 72.83.84.203
  • বড়মা, ঐ টই তে আলোচনা হচ্ছে তো। UAPA লাগিয়ে মাওবাদী সন্দেহে একের পর এক গ্রেপ্তার শুরু হয়েছে।

    নেহাত আমারো ঘুম পেয়েছে , তাই গল্প শুনতে ইচ্ছে কচ্ছে, বলতে নয়। নইলে নিগ্‌ঘাত এটাকে একটা দুষ্টু রাজা আর তার অভাগা প্রজাদের গপ্পো বানিয়ে শুনিয়ে দিতুম ঃ)
  • Bratin | ০৭ অক্টোবর ২০০৯ ১০:০১ | 125.18.104.1
  • আহা, তলায় কি আঁকছেন লিখে দিচ্ছেন তো।তবে আর চিন্তা কিসের। আমি ছোটো বেলায় যখন একটা কুঁড়ে ঘর এঁকে যারপরনাই উল্লসিত হয়েছিলাম নিজের প্রতিভায়। ছোটো কাকা দেখে বলল বা পাঁউরুটি টা দিব্বি হয়েছে। সেই থেকে আঁকার পরে আমি সব সময় লিখে দি । ঃ-))
  • Tim | ০৭ অক্টোবর ২০০৯ ০৯:৫৯ | 71.62.121.158
  • বেজায় ঘুম পাচ্ছে। ঃ(
    শুভ্রাত্রি। ঃ)
  • Samik | ০৭ অক্টোবর ২০০৯ ০৯:৫৭ | 122.162.75.163
  • নাহ্‌, টিহ্মাই। ঃ-)
  • M | ০৭ অক্টোবর ২০০৯ ০৯:৫৬ | 59.93.198.196
  • আহা হা! আমার শিল্পকিত্তিতে আমি কেমন হয়ে গেলাম, নিচে এট্টা সাইন করে দেবো কিনা ভাবচি, খালি ছেলের টিচারকে নিয়ে এট্টু চিন্তিত।
  • M | ০৭ অক্টোবর ২০০৯ ০৯:৪৪ | 59.93.198.196
  • থ্যাঙ্কু টিম্ভাই
  • Samik | ০৭ অক্টোবর ২০০৯ ০৯:৪১ | 122.162.75.163
  • আমার ক্রাশের ছবি বেরিয়েছে আজ আবাপ ব্যবসার পাতায়।
  • Tim | ০৭ অক্টোবর ২০০৯ ০৯:৪০ | 71.62.121.158
  • ব্রহ্ম = brahma
  • M | ০৭ অক্টোবর ২০০৯ ০৯:৩৮ | 59.93.198.196
  • আমি এখন কেমন একা এক ভাটাচ্চি আর লুই পাস্তুর আঁকচি আর লুই পাস্তুরকে কেমন গবা পাগলার মতো দেখাচ্চে।
  • M | ০৭ অক্টোবর ২০০৯ ০৯:৩২ | 59.93.198.196
  • আমার কি যাতা অবস্থা, মজা করে বা গল্প করে খবর না বললে খবর ভাল্লাগেনা, এমন কোন কাগজ বা চ্যানেল বার করা যায় না আমাদের মতো কিছুতেই বড় হতে না চাওয়া পাব্লিকদের জন্য?

    এবার ক্যাল খাওয়ার আগে কেটে পড়ি।
  • M | ০৭ অক্টোবর ২০০৯ ০৯:২৯ | 59.93.198.196
  • খবর না পড়ে, না দেখেও কেবল গুরুতে এসে দিব্যি নিজেরে আপডেটাই,কিন্তুক কোথায় কি ঝামেলি শুরু হলো, ডিটেইলস এ আলোচনা করলে এই স্লাইট ট্যানটুকু থাকে না।যাকগে আবাপ পরি গে।যদিও পড়তে ভাল্লাগেনা।
  • Samik | ০৭ অক্টোবর ২০০৯ ০৯:২৯ | 122.162.75.163
  • গুপি গাইন বাঘা বাইন দেখছিলাম। লাইনটা নতুন করে কানে বাজছে ঃ

    যে না গান গাইবে, তাদের সব্বার গর্দান নেব।
  • M | ০৭ অক্টোবর ২০০৯ ০৯:২৫ | 59.93.198.196
  • আচ্চা বুনু, তুই ঐ ব্রম্ভ টা লিখলিযে, ঐ লাষ্টটা কি করে লিখলিরে?মানে ব্র এর পরেরটা।
  • pi | ০৭ অক্টোবর ২০০৯ ০৯:২১ | 72.83.84.203
  • বন্দীমুক্তি কমিটির লোকজন কলেজ স্ট্রীটে ছত্রধর মাহাতো র ইস্যু নিয়ে পোস্টারিং করছিলেন। হঠাৎ একঝাঁক পুলিশ উদয় হয়ে মাওবাদী বলে টানতে টানতে থানায় নিয়ে যায়। দুজন ভদ্রলোক ই তারপর প্রমাণাভাবে ছাড়া পেয়েছেন অবশ্য। একটু আগে টিভিতে ওনাদের ই ইন্টারভিউ শুনছিলাম। বলছিলেন কেমন করে পুলিশ এসে কোনো রকম কারণ টারণ ও দর্ষনোর প্রয়োজন বোধ করেনি, কোনো কথা শোনার ও না, শুধু একটাই কথা, তোমরা সব মাওবাদী।
  • aranya | ০৭ অক্টোবর ২০০৯ ০৭:০২ | 98.221.52.119
  • স্কুলে পড়তে একটা কবিতা লিখেছিলাম ৭৫-এর জরুরী অবস্থা নিয়ে -
    "গোটা শহরটা জেলখানা তাই কথা বলি সবে আস্তে
    ফসলের মাঠে চুপ হয়ে যায় শাণিত ফলার কাস্তে..." - এই রকম কিছু একটা। সেই emergency যে আবার ফিরে আসবে, তা কি স্বপ্নেও ভেবেছিলাম!! সংহতি মঞ্চের নেতা, ছাপাখানার মালিক - এ সব কাদের ধরছে !!!!!!!!!
  • aranya | ০৭ অক্টোবর ২০০৯ ০৬:৫৩ | 98.221.52.119
  • কাবলি-দা, এত টাইপ করেছেন আমার জন্য!! আপনি তো দেখছি দূর্দান্ত লোক। থ্যাংকু, থ্যাংকু। হ্যাঁ, এবার বোধহয় লিখতেই হবে, না হলে বিবেকে বাধবেঃ-)
    california condor - ওয়াও। জন্তু জানোয়ার দেখা যায় বলে আপনি আমার উৎসাহ বহুগুণ বাড়িয়ে দিলেন। আমার ধারণা ছিল তেমন কিছু পাওয়া যাবে না। আমি ঐ ব্যাপারে একটু পাগল আছি, আপনার বন্ধুরই মত। smokey-তে একবার ভালো ফটো তুলতে গিয়ে একটা কালো মা ভালুকের প্রায় পিঠে উঠে পড়েছিলাম। আর কাজিরাঙায় জীবনে প্রথম এবং একমাত্র ঃ-( বাঘ দেখে উৎসাহে জীপ থেকে নেমে পড়তে গিয়ে গাইডের সে কি বকুনি।
  • kd | ০৭ অক্টোবর ২০০৯ ০৩:৩০ | 59.93.246.186
  • অরণ্য, প্রথম এবং আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট - Utah তে liquor shop নেই বা খুব কম (বা উইকএন্ডে খোলা থাকে না), তাই সঙ্গে স্টক নিয়ে যাওয়া আবশ্যক। যদি আপনি ও রসে বঞ্চিত হ'ন, তবে এটা কোনো ইস্যু নয়।

    আর্চেস '৭৩এ গিয়েছি, সুতরাং ভুলেই গিয়েছি। দুবছর আগে যখন ও'পাড়া চক্কর মেরেছিলুম, তখন ওটাকে time constraintএর জন্যে বাদ দিতে হয়েছিলো (আর ব্রাইসেও ছোটখাটো আর্চ দেখেছি, যদিও আর্চেসএর মতো extensive না বা ভ্যারাইটি নেই)।

    সল্টলেকসিটি থেকে I-89 south নিয়ে Rte 12 east ধরলে ব্রাইস। আমরা Tropicএ ছিলুম। এই Rte 12 দারুণ সিনিক। ঐটে ধরে আরও eastএ গেলে একটা ছোট মতো petrified forest আছে (Arizonaটার মতো অত বড় না, তবে পুরো ব্যাপারটাই এত অদ্ভুত, তাই দেখার মতো)। আর একটা খবর ক্যাম্পারদের জন্যে, এখানকার ক্যাম্পগ্রাউন্ডে মোটামুটি সবসময়ে জায়গা পাওয়া যায়। আরও এগিয়ে গেলে Capitol Reef NP। আমাদের ঐখানে যাওয়ার প্ল্যান ছিলো কিন্তু প্রথম পয়েন্টের জন্যে পাঁচ ঘন্টার বেশী নষ্ট(?) হয়েছিলো Idaho অবধি ব্যাকট্র্যাক করার জন্যে। তবে ওটা highly recommended সঙ্গে বোনাস Rte 12এর জার্নি।

    ব্রাইস বেশ উঁচুতে, মে মাসের শেষের দিকে কলকাতার লোকেরা সব জ্যাকেট/সোয়েটার পরে নিয়েছিলো। ওখানে একটা রাস্তা (রিম রোড?) আছে - ওটা end-to-end যাওয়া recommend করি, প্রতি পয়েন্ট (ডজনখানেক) থেকে ভিউ দারুণ। তবে খেয়াল থাকে যেন - সানসেটের সময় ঠিক এন্ডে যেন থাকেন। যা ছবি উঠবে না!

    হ্যাঁ, এখানে (বা জিয়নে) California Condor দেখেছিলুম (বোধহয়)। মানে আমার এক বন্ধু এসব চর্চা করে, সে খুব excited হয়ে আমায় দেখিয়েছিলো - আমি দেখে (কি জানি কি) বলেছিলুম - 'ও'। আমার জন্তুজানোয়ার নেচার থেকে প্লেটে বেশী ভালো লাগে, কী করবো। ও আরও অনেক কিছু দেখেছিলো, আমার রিয়্যাকসান একই। দুঃখের কথা, দলের অন্যেরা, including ওর বউ, প্রায় আমারই মতো।

    ব্রাইস থেকে জিয়ন ঘন্টা দু-আড়াইএর রাস্তা - I-89 south থেকে Rte 9 west ধরে Springdaleএ ছিলুম - কাছেই park entrance। এই Rte 9টা পুরো পাগলা - make sure you travel thru it in daylight. অবিস্যি নাহ'লে পরেও ঘুরে যেতে পারেন - ঘন্টাখানেকের রাউন্ড ট্রিপ।

    পার্কের ভেতর গাড়ী যেতে দেয় না তবে ফ্রি শাট্‌ল আছে, সব ভিউপয়েন্টে থামে - বেশ ফ্রিকোয়েন্ট। এখানে সব জায়গাই খুব সুন্দর তবে আমার উইপিং রক থেকে ভিউ আর এমারেল্ড পুল এখনও চোখের সামনে ভাসে।

    হাতে সময় থাকলে Grand Canyon North Rimএ একটু উঁকি মেরে আসতে পারেন।

    বয়স হয়েছে, স্মৃতি থেকে লিখছি, ভুলভাল থাকতেই পারে। ঠিকমতো লিখতেও পারিনা। তবুও ক্ষমা চাইছি না।

    ঘুরে এসে সকলের পড়ার মতো লিখুন। ডিম্যান্ড রইলো।
  • pi | ০৭ অক্টোবর ২০০৯ ০২:১৭ | 128.231.22.89
  • প্রেস সিল করা হয়েছে। রাজনৈতিক প্রোগ্রাম গুলিতে মাইক সরবরাহ করতেন, এমন একজনকে পুলিশ মাইক দিতে মানা করে হুমকি দিয়েছে।
    আরো কত কি হবে।
    এমারজেন্সির সাথে পাল্লা দিতে হবে তো ।
  • a x | ০৭ অক্টোবর ২০০৯ ০২:১৫ | 143.111.22.23
  • এই ছাপাখানার মালিককে এখানে অনেক তথাকথিত ছোটখাট বামপন্থী আন্দোলন করা লোকজন চিনবে। রসিকতাই বটে।
  • a x | ০৭ অক্টোবর ২০০৯ ০২:১২ | 143.111.22.23
  • বাবাদের কাছে শুনেছিলাম এসব গল্প। সেই মা-র শাড়ির একদম নীচে লুকোনো থাকত একটা বই। আমাদের অকালেও যে সে সুসময় আসবে ভাবি নি। পিপলস্‌ মার্চের সম্পাদককে ধরা হল। ছাপাখানার মালিককে ধরা হল।
  • Du | ০৭ অক্টোবর ২০০৯ ০১:৫৫ | 65.124.26.7
  • ঢেকী শাক দিয়ে মেখে খেও - অবশ্য এটা আমার স্মৃতিতে অনেক পুরোনো কাসুন্দী
  • Tim | ০৭ অক্টোবর ২০০৯ ০১:৪৭ | 198.82.20.242
  • কাসুন্দি দিয়ে কিযেন একটা খেয়েছিলাম ব্ল্যাংকি আর স্যানের পাল্লায় পড়ে। কিচ্ছু মনে নেই কিরম খেতে। মনে নেই যখন বাজেই লেগেছিলো নির্ঘাৎ। ;-)
  • Tim | ০৭ অক্টোবর ২০০৯ ০১:৪৬ | 198.82.20.242
  • সুসাইড কই, আমি তো কীটনাশকসম্পন্ন হাঁচির কথা বল্লাম। ঃ-(

    জ্যান্ত আর্শোলা খেলে হাঁপানি সেরে যায় না? কোথায় যেন শুনেছিলাম।
  • Blank | ০৭ অক্টোবর ২০০৯ ০০:৪০ | 59.93.194.197
  • কাবলি দা নিজমুখে, এক ফোঁটা মাল না খেয়ে স্বীকার করেছেন যে কাসুন্দি দিয়ে রসগোল্লা খেতে ব্যাপক লাগে।
    তারপরেও লোকে কত অকথা কুকথা শোনায় খাবার নিয়ে।

    এরপর কোনোদিন লোকে নিশ্চয় কেন্নো খেয়েও দেখবে আর আমার সুখ্যাতি করবে।
  • d | ০৭ অক্টোবর ২০০৯ ০০:২১ | 121.245.130.238
  • অ্যাল্‌ল্‌! আমার এক্ষুণি মনে পড়ল, ইন্টেলিখোকাকে আমার পুণেতে একদিনে দেখার মত জায়গা বলে দেবার কথা ছিল। একদম ভুলে মেরে দিয়েছিলাম। ছি ছি কি অন্যায়! সেইজন্যই কি ইন্টেলির দেখা পওয়া যাচ্ছে না।
    ইশ্‌ লজ্জিত মুখে ছলোছলো চোখে ঘুমু কত্তে যাই।
  • m | ০৭ অক্টোবর ২০০৯ ০০:১৭ | 173.26.17.106
  • চিকেন কল্লে আমি খেলাম না- মাংসের বদলে নানাবিধ মাছ হলেই আমি খুশিঃ)
  • Arpan | ০৭ অক্টোবর ২০০৯ ০০:১৫ | 122.252.231.12
  • যাক কেউ একজন অন্তত বুঝেছে। উদীয়মান সিইওদের নিয়ে এই হল প্রবলেম। সবকিছু উল্টো বোঝেন।
  • pi | ০৭ অক্টোবর ২০০৯ ০০:১৫ | 128.231.22.89
  • ব্ল্যাংকির বিয়েতে কি ঐ চিকেন আলুভাতে টা থাকবে মেনুতে ?
  • pi | ০৭ অক্টোবর ২০০৯ ০০:১৩ | 128.231.22.89
  • খাওয়ার কথা আমি যে আরো কত আগে বলেছি, সে খালি দমদি ই শুনলো ( খেলো না যদিও ঃ() , এরা কেউ শুনলো না ঃ(
  • m | ০৭ অক্টোবর ২০০৯ ০০:১৩ | 173.26.17.106
  • দুজনের ই তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক,আমরা পেট পুরে ভালোমন্দ খাইঃ)
  • d | ০৭ অক্টোবর ২০০৯ ০০:০৬ | 121.245.130.238
  • কি বুদ্ধি রে বাবা!! অর্পণ তো নিজের বাচ্চার কথা বলেছে, খামোখা ডনের কথা বলতে যাবে কেন? অর্পণ থোড়াই "ডন'কে নিয়ে বেড়াতে যাবে!

    তিমি সমানে আমাকে ছুইছাইড করতে উৎসাহিত করছে কেন?? আমি "কীটনাশক খেয়ে মৃত' হলে তিমির কী লাভ?
  • Tim | ০৭ অক্টোবর ২০০৯ ০০:০০ | 198.82.20.242
  • হ্যাঁ মামীকে আমারো পেন্নাম করা হয়নি।

    আমি আর্শোলানাশক হাঁচির কথা বল্লাম, দমদি তা-ই শুনলো না, আর্শোলা ভেজে খাওয়ার কথা কি শুনবে?
  • anaamik | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:৪৫ | 59.164.186.115
  • অপ্পন ডনকে 'বাচ্চা' বললো !!!!????

    থাকতে হলে মাইসোর, বা বেলুর। বেলুর-এও সম্ভবতঃ একটা-দুটোর বেশী লজ নেই।
  • Blank | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:৩৪ | 59.93.194.197
  • ও মামী, বিজয়ার পেন্নাম
  • aranya | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:৩২ | 192.128.166.68
  • কাবলি-দা আছেন না কি (শমীক-এর কি/কী-র শিক্ষাটা কি ভালো রপ্ত করেছি) ? আর্চেস/ব্রাইস/জায়ন সম্বন্ধে কোনো বিশেষ টিপস্‌ থাকলে দিয়েন।
  • san | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:৩২ | 123.201.53.4
  • সেরে ফেলা যায় জানি। মানে লোকজনে তাই করে। তবে আমরা ইচ্ছে করেই উইকেন্ডটা থাকব ঠিক করেছি।
  • Arpan | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:২৯ | 122.252.231.12
  • বাচ্চা নিয়ে চাপ আছে একদিনে।
  • anaamik | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:২৬ | 59.164.186.115
  • বেলুর-হ্যালেবিডু-শ্রবণ্বেলাগোলা এক দিনেই সেরে ফেলা যায় তো। সক্কালবেলা বাদামী হাউস থেকে বাস ছাড়ে, আবার রাত এগারোটায় ওখানেই নামিয়ে দেয়। (অনেকটা পুরী থেকে উদয়গিরি-খন্ডগিরি-র মত ডে ট্রিপ।)

    থাকার প্ল্যান করলে তো মাইসোর জুড়ে নেয়া যায়।
  • m | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:২৩ | 173.26.17.106
  • না তিমি,আপাতত গলায় একটা মাফলার জড়িয়ে গুটিসুটি মেরে বসে আছি..
  • Arpan | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:১৯ | 122.252.231.12
  • থ্যাংকু স্যান।
  • Arpan | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:১৮ | 122.252.231.12
  • দেখি একটা উইকেন্ড দেখে নামিয়ে দেব। খুঁজতে গিয়ে এইটা পেলাম। যাকে বলে খাজানা। ভাবতেই চোখ চকচক করছে।

    http://indhiya-suttrum-vaaliban.blogspot.com/2005/07/halebid-belur-trip.html
  • san | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:১৬ | 123.201.53.4
  • ব্যাঙ্গালোর থেকে ডাইরেক্ট বাস নেই বোধ হয় কোনোটারই। বাস/ট্রেনে করে হাসান যেতে হয়। সেখান থেকে বাস বা ক্যাব।

    বেঙ্গালুরু থেকে হাসান ১৮৬ কিমি।
    হাসান থেকে বেলুর - ৩৪ কিমি
    হ্যালেবিডু - হাসান থেকে ১৬ কিমি, বেলুর থেকে ৩৯ কিমি
    শ্রাবণবেলাগোলা - হাসান থেকে ৫২ কিমি

    গাড়িতে গেলে হ্যালেবিডু বেঙ্গালুরু থেকে ২২৬ কিমি। শ্রাবণবেলাগোলা ১৪৬ কিমি।

    দূরত্ব সামান্য এদিক ওদিক হবে হয়ত।
  • Arpan | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:১১ | 122.252.231.12
  • কাল একটা বদখত পরীক্ষা আছে। পড়তে বসি। ঃ-((
  • Blank | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:০৯ | 59.93.194.197
  • সবচেয়ে ভালো হলো আর্শোলা ভেজে খেয়ে ফেলা। ওরা যদি একবার জানতে পারে যে এখানে আরশোলা ইটার আছে, তাহলে প্রান ভয়ে ওরা সবাই পালাবে।
    এমনকি এই ইনফরমেশান জিন বেয়ে পরবর্তী প্রজন্মে ছরিয়ে যাবে। আর্শোলারা লোকালয় ত্যাগ করবে ও বুনো আর্শোলা হয়ে যাবে। পার্মানেন্ট সলিউশান।
    দিকে দিকে দম দির নাম ছরিয়ে পরবে ...
  • Arpan | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:০৬ | 122.252.231.12
  • স্যান, কত ডিস্ট্যান্স?
  • M | ০৬ অক্টোবর ২০০৯ ২২:৫৯ | 59.93.221.209
  • আর কি একটা ফাইবার টাইপ দরজা টরজা গুলো হয় না, কি যেন বলে, ওগুলোর গন্ধ নাকি খুদে আর্শোলারা খুব ভালবাসে। আমার ও কিচেনে যাচ্ছেতাই এই আর্শোলা হয়, কত পরিস্কার করার চেষ্টা করি, তাও।
  • Tim | ০৬ অক্টোবর ২০০৯ ২২:৫৮ | 198.82.20.242
  • খেয়াল করে দেখলাম, দুদির পোস্ট ডিসাইফার কত্তে পারলে অদ্ভুৎ একটা গর্বমিশ্রিত আনন্দ হয়। ঃ-)

    মামী কি ব্যাদনার চোটেই পালালো?
  • M | ০৬ অক্টোবর ২০০৯ ২২:৫৭ | 59.93.221.209
  • দ,
    না বোধয় এখন আর এটা সম্ভব নয়, যদি লুকিয়ে টুকিয়ে বা ভালো সাজানোর বার খাইয়ে না হয়, তবে সবার উপর প্রয়োগ চাপের হয়ে যাবে নিশ্চয়।
  • aranya | ০৬ অক্টোবর ২০০৯ ২২:৫৭ | 192.128.134.68
  • টিম, নিশ্চয়ই চেষ্টা করব লেখার।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত