এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ১০:০৭ | 122.252.231.12
  • ওকে, ঠিক আছে। যদি উনি আনেন করে দেব।

    ন্যাড়াদার বঙ্গলিপিটা দারুণ কাজ দিচ্ছে। বলি ও ন্যাড়াদা, ঐটাকে রিচ টেক্সট এডিটরের জন্য সাপোর্ট দেওয়া যাবে না? নেক্সট ভার্শনে?
  • Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১০:০৩ | 61.95.144.123
  • আরেকটা ফ্রড মেল বাজারে ঘুরছে - এগুলো আসে জব-সাইট থেকে আইডি তুলে। বিলেতের বিভিন্ন হোটেল চেনের নামে - ম্যারিয়ট বা হিলটন ইত্যাদি। তারা একেবারে চাকরি অফারই করে দেয় (ইন্টারভিউ-টিউ লাগে না) - প্রচুর মাইনে, পার্কস। অ্যাকসেপ্ট করলে তখন ভিসা ইত্যাদির জন্যে এক জায়গায় গিয়ে কিছু টাকা জমা দিতে বলে। এই অ্যামাউন্টটা খুব বড় নয় - কিন্তু অনেক লোককে ফাঁসালে বেশ ভালো অঙ্ক দাঁড়াবে। আমার চেনাশোনা কয়েকজন এই পাল্লায় পড়েছিলো। একজন তো প্রায় অ্যাকসেপ্ট করেই ফেলেছিলো - ম্যারিয়টে। সে বেচারা কলকাতায় খুব সাধারণ একটা চাকরি করে - কাজেই এই অফারে রীতিমতন চোখ চকচক করছিলো। এক কথায় ফ্রড বলে দিতেও কেমন একটা লাগছিলো - শেষে আমি মেলের বিভিন্ন পয়েন্ট ধরে বোঝালাম - যে ম্যারিয়টের অফার হলে ইয়াহু অ্যাড্রেসে রিপ্লাই করতে বলবে কেন, বা ওই আইপিটা ভারতের কেন। আরো সিওর হওয়ার জন্যে ম্যারিয়টেও মেল করে দিয়েছিলাম।
  • nyara | ০৮ অক্টোবর ২০০৯ ০৯:৫৯ | 64.105.168.210
  • বাবা ঈশান, বাংলাপ্লেন পেজের html-এ charset=UTF-8 ডিক্লেয়ার করে রেখেছ, কিন্তু http header-এর charset ISO-8859-1 আসছে, বলি ব্যাপারটা কি? যে কোন ব্রাউজারই তো ধন্দে পড়ে যাবে!
  • Bhuto | ০৮ অক্টোবর ২০০৯ ০৯:৫৫ | 203.91.193.7
  • অপ্পনদা, ওহ আউটলুকে জানতে বলেছিলে না :P ,
  • Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ০৯:৫০ | 61.95.144.123
  • অপ্পন - ডিডিদার ল্যাপিতে বাংলা আসছে মানে ফন্ট ইনস্টল হয়েছে। যদি ডিডিদা শনিবার ল্যাপি আনেন তাইলে একবার ফাফ আপগ্রেড কোরো, আর বাংলা না এলে টেক্সট এনকোডিং বদলে ম্যাকরোমান করে দেখো তো।

    একুশে-র সাইটে ম্যাকের জন্যে বাংলার একটা ইনস্টলার পাবে - ম্যাকে এগুলোকে বলে ডিস্ক ইমেজ (.dmg ফাইল) - সেটাকে ডাবল ক্লিক করলে ইনস্টল হয়। সেটা পারলে করে দিও। ইউনিকোড চাইলে এটা লাগবে - নইলে নয়।
  • Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ০৯:৪৫ | 61.95.144.123
  • আমিও প্রথম প্রথম সাফারিই করতুম - ফায়ারফক্সে এনকোডিং বদলাতে হত। পরের দিকে (মানে টাইগারের শেষের দিকে) ফায়ারফক্সেও ঠিক হয়ে গেসলো - মানে কিছু আপডেটের ব্যাপার ছিলো নিশ্চয়। এখন আর সাফারি খোলাই হয় না - কারণ ওতে তো ফাফ-র মতন এত অ্যাড-অন নেই।

    আর ইয়ে - এন্টার মারলে তো সবসময়েই নীচে নামে। প্যারাগ্রাফ তো ওভাবেই করে - জানলা আপিসেও!!!

    একটা রিক্সা আজ আমার গাড়ির বাম্পারের রঙ চটিয়ে বাম্পার খুলে পালিয়ে গেছেঃ-(
  • Arpab | ০৮ অক্টোবর ২০০৯ ০৯:৩৯ | 122.252.231.12
  • আরে আউটলুকে তো আগেই জানতাম। তাই তো লিখলাম! ওয়েব মেল কাল জানলাম।
  • Bhuto | ০৮ অক্টোবর ২০০৯ ০৯:৩৪ | 203.91.193.7
  • আরে অপ্পনদা (যদিও লিংকটা দেখতে পারছি না, আপিসে ব্লক) আউটলুক এ তো আরো সোজা,মেল খুলে ভিউতে গিয়ে অপশন এ কিলিক করলেই ঝিলিক দিয়ে উঠবে পুরো হপিং হিস্ট্রী।
  • Samik | ০৮ অক্টোবর ২০০৯ ০৯:৩০ | 122.162.75.11
  • অপ্পন,

    ডিডি নয়, ডিডিদা-ও নয়। ওঁয়ার পুরো নাম ডিডিদা দাদা। ঃ-))

    তা হলে কি ধরে নেব ডিডিদা দাদা অ্যাদ্দিন এন্টার মারতে জানতেন না?
  • d | ০৮ অক্টোবর ২০০৯ ০৯:১৬ | 121.245.165.199
  • সৈকত, প্রথম পাতা আপডেট হয় নি।
  • lcm | ০৮ অক্টোবর ২০০৯ ০৪:৫৬ | 128.48.7.193
  • গুগল-এ যে বারকোড টা দেখাচ্ছে, সেটা ডিকোড করলে ৬ টা লেটার পাওয়া যাবে - g o o g l e

    বাজারে বেশ কিছু অনলাইন বারকোড জেনারেটর আছে, কোনো একটা সাইটে গিয়ে google শবদটির জন্য বারকোড তৈরী করলে দেখতে পাবে একই ইমেজ তৈরী হবে।
  • Tim | ০৮ অক্টোবর ২০০৯ ০৩:৪১ | 198.82.17.108
  • বারকোডের ওপর আলতো করে মাউসটা নিয়ে গেলেই বোঝা যাবে। ঃ)
  • AB | ০৮ অক্টোবর ২০০৯ ০৩:৩১ | 135.214.150.104
  • গুগল ডট কমের আইকন-এর জায়গায় শুধু একটা বারকোড দেখাচ্ছে...

    এর তাৎপর্য কারো জানা আছে? ঐ বারকোড স্ক্যান করলে কিছু অভাবিত পাওনা হতে পারে কি?
  • Tim | ০৮ অক্টোবর ২০০৯ ০২:২৯ | 198.82.17.108
  • এইটা আদুনিক। মানে কঠিন।
  • tkn | ০৮ অক্টোবর ২০০৯ ০০:৫০ | 122.163.3.120
  • এই মাত্র রায়ানের দেওয়া লিঙ্ক খুলে একটা কবিতা পড়লাম সানন্দার কভারে -

    ফ্যাশনে লাল পাড়
    অন্দরসাজে আলো
    থাইরয়েডের সমস্যা
    রোম্যান্টিক হলিডে
    ওয়ার্ড্রোব গোছানো
    চাইনিজ রেসিপি
    ওটসের উপকারিতা
    ন্যাচরাল মেক-আপ
    সিডনিতে কয়েক দিন
    বাচ্চার সর্দিকাশি
    সবজি না খেলে
    সাজ সচেতন শাশুড়ি

    ঃ-)
  • Blank | ০৮ অক্টোবর ২০০৯ ০০:৪৮ | 59.93.243.182
  • যদিও একটু টাল্লি
    তাও আমার ধারনা ছোট বাচ্চাদের একটা common ভাষা আছে, যেটা বোঝা যায়। ঋতির মতন আরো কিছু টক দরকার ছোটদের
  • Du | ০৮ অক্টোবর ২০০৯ ০০:২৮ | 65.124.26.7
  • এন্টার মারতে মারতে তলিয়ে যাওয়াটা যা তাঃ))
  • san | ০৮ অক্টোবর ২০০৯ ০০:২৫ | 123.201.53.4
  • ঃ-))))
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ০০:২২ | 122.252.231.12
  • পাওনা-টাওনা ছিল না। হল। দোকান পাল্টাবার উপলক্ষে।
  • san | ০৮ অক্টোবর ২০০৯ ০০:২১ | 123.201.53.4
  • হ্যাঁ, তোমার একটা খাওয়াও পাওনা আছে তো। হয়ে যাক সামনের উইকে।

    এ পাড়ায় কাগজে কলমে নভেম্বরের শেষ অব্দি। কিন্তু আশা আছে অক্টোবরেই মিটে যাবে। দেখি।
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ০০:১৮ | 122.252.231.12
  • না, ঘুমুতে যাই। স্যানের এ পাড়ায় আর কদ্দিন? নেক্সট উইকে হয়ে যাক। কাল আমার তো সময় হল না।
  • san | ০৮ অক্টোবর ২০০৯ ০০:১৫ | 123.201.53.4
  • বুঝেছি, বুঝেছি ঃ-))))
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ০০:১৫ | 122.252.231.12
  • ওকে ঃ)
  • tkn | ০৮ অক্টোবর ২০০৯ ০০:১৫ | 122.163.3.120
  • বুঝড ... আগেই ঃ-))
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ০০:১৪ | 122.252.231.12
  • মানে মেয়ে মানে আমার মেয়ে। মা মানে তার মা।
  • tkn | ০৮ অক্টোবর ২০০৯ ০০:১৩ | 122.163.3.120
  • আমিও প্রায় ওরকমই বলছি । শুধু নাতনী স্কুল থেকে বাড়ি ফিরলে মুখে হাসি বাকি সবসময়েই .... আমি কি কেউ নই? মা??
  • san | ০৮ অক্টোবর ২০০৯ ০০:১২ | 123.201.53.4
  • আমার নিজের কোলকাতা থেকে ফিরতে কিছু মনে হয়না , কিন্তু বাবামা এখান থেকে ফিরে যাবার সময় কেমন চোখে জল চলে আসে ঃ-(((
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ০০:১১ | 122.252.231.12
  • আজকে মেয়েকে দিয়ে কী একটা জিনিস আনালাম। দেবার পরে থ্যাংকু বল্লাম। চটজলদি রিপ্লাই এল - "পেয়েসো? শান্তি?'
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ০০:০৯ | 122.252.231.12
  • মন খারাপ হবারই কথা।

    এদিকে কাল আমার শ্বশুর-শাশুড়ি কলকাতা ফিরে গেলেন। স্টেশনে মার চোখ ছলোছলো দেখে মেয়ে সান্ত্বনা দিল - "চুপ! কাঁদো না'।
  • kc | ০৮ অক্টোবর ২০০৯ ০০:০৮ | 89.203.49.18
  • তা আর বলতে! নাইজেরিয়াতে আমার নিজেরই প্রায় হাপিস হতে হতে বেঁচে ফেরার স্মৃতি এখনো মলিন হয়নি।
  • tkn | ০৮ অক্টোবর ২০০৯ ০০:০১ | 122.162.17.146
  • স্যান, মা বাড়ি এসেছেন কদিন হল। কাল অবধি বাড়ি ভর্তি মামা মামী মাসি সবাই ছিল। একটু খুশি ছিল। সবাই চলে যেতেই আবার খুব ডিপ্রেসড। একটা ধারণাই হয়ে গেছে আর হাঁটতে পারবে না। জানিনা কতদিনে সব সামলে উঠব
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ০০:০১ | 122.252.231.12
  • নাইজেরিয়া খুব সাবধান। জেনেরালাইজ করে ফেলছি হয়ত, কিন্তু রুলে সাবজেক্ট লাইন বা বডিতে নাইজেরিয়া থাকলেই স্প্যামে পাঠিয়ে দেওয়া ভাল।
  • Arpan | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:৫৯ | 122.252.231.12
  • চিঃ তেঃ তালে নামিয়ে ফেলি। আমার ঐশিকের রেসিপিটাও ব্যপক লেগেছে।
  • kc | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:৫৮ | 89.203.49.18
  • অপ্পন, ধন্যযোগ।
    আজকেই চারখানা চাক্রি পেয়েছিলাম, নাইজেরিয়াতে, বিভিন্ন নামের কংএ, পচ্চুর টাকা....... এখন দেখলাম মেলগুলো একটাই আইপিথেকে, আর সেটা দিল্লির। ঃ)
  • Arpan | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:৫৩ | 122.252.231.12
  • পরীক্ষা ঝুল হয়েছে। ৮০% হবে না। আবার সামনের কোয়ার্টারে বসতে হবে।
  • san | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:৫৩ | 123.201.53.4
  • ও হ্যাঁ। ডিডিদা এন্টার মারতে মারতে কোথায় তলিয়ে গেলেন !!!
  • tkn | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:৫০ | 122.162.17.146
  • তবে খুরিতে জল না। মাটির ঘটি, তার গলায় আলপনা আঁকা।

    অর্পন ঃ-))

    আর- চিঃ টেঃ = চিকেন টেট্রাজিনি। ডিডিদার রেসিপি। শুধু ম্যারিনেশনে দই-এর জায়গায় র‌্যাঞ্চ স্যালাড ড্রেসিং। ফাটাফাটি ফিংগার লিকিং ঃ-)
  • san | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:৫০ | 123.201.53.4
  • আরে ছোটবড় করার কথা নয়। ডিডিও বলেন কম্পুওলাদের ভয় পান আর জনতা বিশ্বাসও করে। তাই ঃ-)))

    তেকোনাদি, কাকিমা ক্যামন আছেন? অপ্পনের 'বদখত' পরীক্ষা ক্যামন হল? আর দমদি কি একটাও আর্শোলা ভেজে খেয়েছে?

    আরো যেন কিসব প্রশ্ন ছিল।
  • Arpan | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:৪৬ | 122.252.231.12
  • আউটলুক দিয়ে জানি। ওয়েবমেলে জানি না। হয় লিচ্চয়।
  • Arpan | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:৪৫ | 122.252.231.12
  • আরে না না, আমি ওর জবাবে লিখিনি।
  • Arpan | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:৪৪ | 122.252.231.12
  • চিঃ টেঃ কী জিনিস? চিকেন টেরিয়াকি? সে তো আমার ফাটাফাটি রকমের ভাল লাগে।
  • kc | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:৪৩ | 89.203.49.18
  • আরেবাবা আমি ডিডিদাকে মোটেও ছোটো করতে চাইনি, ওনার ওয়ানলাইনারগুলো খুব ভালো লাগে বলেই ওরমকরে লিখেছি। কিন্তু আমি যেটা জানতে চাইলাম, সেটাতো কেউ জানাওনা বাপু!
  • d | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:৪২ | 59.161.11.39
  • না না রঞ্জনদা হলেন গিয়ে বেঞ্চমার্ক।

    কেসি, আপনি ঐ কোথা থেকে অংশটুকু বাদ দিয়ে করে দেখুন না।
  • tkn | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:৪২ | 122.162.17.146
  • প্রায় এই মেনু আমি কদিন আগেই খেয়েছি একটা পৈতে বাড়িতে। তবে কলকাতায় না, মধ্যমগ্রামে.... কলকাতায় কেবল বিরিয়ানী আর চাঁপ... বাপরে বাপ!!! ঃ((
  • san | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:৩৭ | 123.201.53.4
  • ডিডিদার থেকে আমি কম্পু অনেক কম জানি। আমার ক্যামন জানি ধারণা দিপুও তাই। ডিডিদা কম্পু-অজ্ঞতায় বেঞ্চমার্ক তো ননই , বেশ ভালরকম জানেন টানেন।
  • Arpan | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:৩২ | 122.252.231.12
  • * ডিডিদা
  • Arpan | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:৩২ | 122.252.231.12
  • ডিডি আসলে কম্পুটারের অনেক কিসুই জানেন। ওনার মুখোমুখি বসে কথা বলেই টের পেয়েছি।

    যাঃ, অঘোদার কুঞ্চিত কেশদাম পরস্মৈপদী? মা মা গো।
  • kc | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:০৬ | 89.203.49.18
  • দমুদিদি, ইমেল থেকে কি কোরে জানা যায়? কোন দেশ থেকে পাঠিয়েছে? একটু বিশদে জানাবেন? আমি প্রায় ডিডিদার মতই কম্পুচ্যালেঞ্জড। কিন্তু আমিও আপনার বতানো দাওয়াইটা ইউজ কত্তে চাই।
  • m | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:০৪ | 173.26.17.106
  • খিচুড়ি দিয়ে না, মাছের মাথা দিয়ে মুগের ডাল আর লম্বা বেগুন ভাজা, খুরিতে জল, একটা ন্যাতপ্যাতে নেবু আর ফিশফ্রাই সঙ্গে কাসুন্দি আর ঝুরি করে কাটা পেঁয়াজ,বিট আর একফালিসোসা(ঐটা খাবোনি)...আজ কেবলি খেতে ইচ্ছে করছেঃ((
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত