এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aishik | ১৫ অক্টোবর ২০০৯ ১১:১৪ | 122.166.22.73
  • লুরু তে কি বিএসেনেল ৩জি শুরু করেছে?
  • rokeyaa | ১৫ অক্টোবর ২০০৯ ১১:১১ | 203.110.240.21
  • ১। বিচি কি খারাপ কথা? বা, অসব্য কথা?
    ২। কালকের ঘটনাটা নিয়ে গণশক্তির আর আজকালের ভার্সন আলাদা! এমনকি, দোলা সেন যে এরকম কিছু বলেছেন, সেটাও আজকালে নেই!
  • dipu | ১৫ অক্টোবর ২০০৯ ১১:১১ | 207.179.11.216
  • আই আই টির মেসে একরকম পটলের তরকারি দিতো। দানা বের করা দূরস্থান, গায়ের খোলাও ছাড়ানো থাকতো না।

    না খেলে বোঝা খুউউব শক্ত। আর একবার খেলে ভোলা খুউউব শক্ত।
  • aishik | ১৫ অক্টোবর ২০০৯ ১১:০৭ | 122.166.22.73
  • কোন্নগর এ গোটা পটল র ভেতরের বি** গুলো কে বের করে নিয়ে সেখানে নার্কোল,কাঁচা লংকা পেঁয়াজ আরো কিসব দিয়ে ভর্তি কোরে সেটার মুখটা বন্ধ করে ব্যাসন এ ডুবিয়ে ভাজা হত।

    না খেলে বোঝা খুউউব শক্ত। আর একবার খেলে ভোলা খুউউব শক্ত।
  • kc | ১৫ অক্টোবর ২০০৯ ১১:০২ | 213.132.250.2
  • পটলের ঐগুলোকে দানা বলে কোথায়? আমাদের সময় অন্যকিছু বলা হত। অসব্য মতন... ;-)
  • dipu | ১৫ অক্টোবর ২০০৯ ১০:৫৮ | 207.179.11.216
  • কটকটে দানাওলা ওই বিচ্ছিরি বদ জিনিসকে ব্যান করে দেওয়া উচিৎ। দানাছাড়া পটল বেরোলে ভাজা খাব।
  • aishik | ১৫ অক্টোবর ২০০৯ ১০:৫৮ | 122.166.22.73
  • http://www.anandabazar.com/15bus4.htm মেদিনীপুর এর দুঃখ ঘুচলো।
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৯ ১০:৫৫ | 61.95.144.122
  • সরুচাকলির চেয়ে অনেক পাতলা - অনেকটা নন-নোনতা দোসার মতন।
  • aishik | ১৫ অক্টোবর ২০০৯ ১০:৫৫ | 122.166.22.73
  • kd দা আমি আছি। আমি তিব্বত যাই নি, কিন্তু রানাঘাট গেছি।
  • aishik | ১৫ অক্টোবর ২০০৯ ১০:৫৪ | 122.166.22.73
  • আর গঙ্গার ঘাট থেকে এক্টু ঝড় বৃস্টির সময়ে বিশেষ কারোর সাথে ঐ ভুটভুটিতে চড়ার মজা ।

    জানে কাঁহা গ্যায়ে ও দিন

    ঃ((
  • kd | ১৫ অক্টোবর ২০০৯ ১০:৫১ | 59.93.199.242
  • আচ্ছা, এমন কি কেউ আছে যে তিব্বত যাইনি তাও রানাঘাট গেছে?

    ক্রিপ ব্যাপারটা আমাদের সরুচাক্‌লির মতো; বা পাটিসাপ্‌টা উইথ সাহেবি ফিলিঙ্গ। তাই না?
  • aishik | ১৫ অক্টোবর ২০০৯ ১০:৪৭ | 122.166.22.73
  • আহা, কোন্নগর নিয়ে কোথা হচ্ছিল যে! কোন্নগর খুব ভালো জায়গা, ওখেনে গোটা পটলের চপ পাওয়া যায়।

    কতদিন যাই নি, দেখি নি, খাইও নি। কি দুঃখ ঃ((
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৯ ১০:১০ | 61.95.144.122
  • ক্রেপ লা পারীর পেটেন্ট ফাস্ট ফুড। অলিতে গলিতে পারী-স্টাইল ঝুপস পাবে যারা ফটাকসে ক্রেপ বানিয়ে চকোলেট ক্রীম বা জ্যাম লাগিয়ে দেবে। অনেকে তো এম্নি চিনি ছড়িয়েই খায়। পচা চীজওয়ালা হটডগ খাওয়ার পর ক্রেপ যেন অমৃত।
  • dipu | ১৫ অক্টোবর ২০০৯ ০৯:৫৯ | 207.179.11.216
  • ডাও বছরখানেক বাদে দশহাজার ছাড়ালো। এদিক-ওদিক টুকটাক ভূমিকম্প ও হচ্ছে। কিন্তু দ্রি কই গেলেন? সেই ভূমিকম্পের থিওরিটা শুনতে চাই।
  • Ri | ১৫ অক্টোবর ২০০৯ ০৯:৫১ | 121.241.218.132
  • ম্যাগো লিস্ট টা খুঁজে পাচ্ছি না তাই এখানেই লিখে দি।
    পরশু রাতে মমতার সঙ্গী নকশাল নেত্রী দোলা সেন শুভাপ্রসন্নর বাড়ির সামনে ডিউটিরত ২৪ ঘন্টার মহিলা সাংবাদিক কে হুমকি দেয় "রেপ করিয়ে দেবো"।তারপর ক্যামেরা ভেঙ্গে দেওয়া হয়।
    ছি ছি
  • dipu | ১৫ অক্টোবর ২০০৯ ০৯:৪৮ | 207.179.11.216
  • আজ অখিল বিশ্ব সাবান দিয়ে হাত ধোন দিবস। সকলকে অভিনন্দন।

    http://en.wikipedia.org/wiki/Global_Handwashing_Day
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৯ ০৯:৪৬ | 61.95.144.122
  • কি কেস হল - কাল সারাদিন এত নাটক, অথচ আজ কাগজের হেডলাইনে কিস্যু নেই। উল্টে অন্য একটা খবরের শেষ প্যারায় ছোট্ট করে লিখেছে! ঋতব্রতর আবৃত্তিটা ব্যর্থ হল?
  • Bhuto | ১৫ অক্টোবর ২০০৯ ০৯:৪২ | 203.91.193.7
  • এটা উপকারী সাইট একটি



    রক্তের জন্য
  • Bhuto | ১৫ অক্টোবর ২০০৯ ০৯:২৮ | 203.91.193.7
  • আজ কি সবার আপিস ছুটি নাকি? কেউ আসে নি কেন? ভাটে কেউ গুডমর্ণিং বলছে না ;)
  • pi | ১৫ অক্টোবর ২০০৯ ০৮:১১ | 128.231.22.89
  • অরণ্যদা কি ব্রাইসের অরণ্যে হারিয়ে গেলেন নাকি ?
    আমরা যে সর্ষেতে অরণ্যের দিনরাত্রির অপেক্ষায়। ঃ)
  • d | ১৫ অক্টোবর ২০০৯ ০৭:৩৮ | 117.195.32.169
  • কালকেও লিখল তো। নাম বদলেছে বলে চিনতে পার নি আর কি। ঃ)
  • a x | ১৫ অক্টোবর ২০০৯ ০৪:০৬ | 143.111.22.23
  • আর্য্য কোথায় গেল? অনেকদিন দেখিনা।
  • a x | ১৫ অক্টোবর ২০০৯ ০৪:০৬ | 143.111.22.23
  • আমি বলি রে। শিমের মত জঘইন্য একটা জিনিস আর হয়না। তারপর যদি আবার একটু বুড়োটে হয় তো কথাই নেই। ঐ অখাদ্যর ওপর আবার কেমন রোঁয়া রোঁয়া মুখে লাগে।
  • m | ১৫ অক্টোবর ২০০৯ ০২:৪৩ | 173.26.17.106
  • ওফ্‌ আবার বড়ো হাতের হয়ে গেলাম কখন!
  • M | ১৫ অক্টোবর ২০০৯ ০২:৩৯ | 173.26.17.106
  • শিম কে কেরে ওয়াক থু কল্লো!!
    এখানে শিম ফলানো যাবে না- জুনের শেষে গাছ বাইরে বের করা শক্ত। জুলাই,আগস্ট দুই মাস মাত্র সময়ঃ((
    তবে আমার প্রচুর বেগুন(প্রচন্ড ভালোবাসি),কুমড়ো ফুল(কুমড়ো),কড়াইশুঁটি আর প্রচুর টম্যাটো হয়েছে- একমাত্র পালং টা প্রায় হয় নি।
    এছাড়া পুঁই,লংকার ফলন ও আশাপ্রদঃ)
    গন্ধরাজ লেবু,লাউ ইত্যাদির বিচি পাওয়া যায় নি।

    আর আমার ছেলে মাফিন, কেক, কিশ, বিভিন্ন স্বাস্থ্যকর রোল ইত্যাদি বাড়িতে দেখলেই বলে, এগুলো খুব ভালোবাসি কিন্তু ২ দিন পরে খাবো, দুদিন বাদে আরো ২ দিন পিছলে যায়(পুরো বাপের ধারা পেয়েছে)
    ঃ((

    অক্ষ বর্ণিত টম্যাটোর রকমারিগুলো ওকে খাওয়ানো বাকি রইলো,দেখা হলে খাওয়াবোখন।
  • Du | ১৫ অক্টোবর ২০০৯ ০২:০৫ | 65.124.26.7
  • লিটারেলিও আবার, টোমাটোর শুধু ভুঁড়িই আছে।
  • Paramita | ১৫ অক্টোবর ২০০৯ ০১:৫৯ | 63.82.71.141
  • টোমাটো যেন ওবামাসম - এ জগতে হায় সেই বেশী পায় আছে যার ভুরি ভুরি। কেন, টোমাটো তো এমনিতেই বাজারে গাদা গাদা পাওয়া যায়, দু ডলারে এক পাউন্ড, অথচ অনাদৃতা পঁচিশ সেন্টের পুঁই এক কোণে বসে কেঁদে সর্দি মোছে। ওদের একটু ভালোবাসতে নেই?
  • Du | ১৫ অক্টোবর ২০০৯ ০১:৫৪ | 65.124.26.7
  • পারমিতা, আমাদেরও টোমাটোই লাগানো এবং পরিচর্যা হয়, এদিকে অনাদরেও কুমড়ো, চিচিঙ্গে, পুই এরা বেশি বেড়ে ওঠে বলে তাদের ছেটে দেওয়া হয় ঃ(।
  • Du | ১৫ অক্টোবর ২০০৯ ০১:৪৫ | 65.124.26.7
  • হ্যাঁ, হ্যাঁ ক্রেপই , থ্যাংকু কলি আর তানিয়া। ভালো না খেতে ?
  • Paramita | ১৫ অক্টোবর ২০০৯ ০১:৪৪ | 63.82.71.141
  • আজ আমাদের আইহোলা পার্টি। তাতে হোলা সম্পর্কিত শক্ত শক্ত প্রশ্ন জিগেস করেছে। আন্দাজে ঢিল ছুঁড়ে ৫০% লাগার পর জানলাম ওটা ওপেন বুক পরীক্ষে ছিল। পাশে একটা পাতায় লেখা আছে "এনরিকের জন্মের সময় কলম্বিয়ায় প্রবল বর্ষা চলছিল"। প্রশ্ন ঃ এনরিকে কোন্‌ দেশে জন্মেছিলেন? ঠিক ডাইরেক্ট উত্তর নয়, কিন্তু সাঁটে সব বলা আছে। লাগালেই আই টিউন ফাই টিউন পাওয়া যেত র‌্যাফলে। আমি সব কিছু লেটে বুঝি।
  • a x | ১৫ অক্টোবর ২০০৯ ০১:৪০ | 143.111.22.23
  • শিম?! ইয়াক থু!
  • a x | ১৫ অক্টোবর ২০০৯ ০১:৩৯ | 143.111.22.23
  • quiche? ওতো বেক করে ক'রে। আর পাই-এর মতে একটা শেল লাগে।
  • Paramita | ১৫ অক্টোবর ২০০৯ ০১:৩৮ | 63.82.71.141
  • আর টোম্যাটো লাগানোর কি দরকার? গন্ধলেবু, পটল কি লাউশাক থাকতে? অ্যাট লিস্ট শিম?
  • tania | ১৫ অক্টোবর ২০০৯ ০১:৩৮ | 65.115.93.98
  • দু, ওটা crepe
  • kali | ১৫ অক্টোবর ২০০৯ ০১:৩৮ | 76.114.64.110
  • ক্রেপ?
  • Paramita | ১৫ অক্টোবর ২০০৯ ০১:৩৭ | 63.82.71.141
  • লংকা যেন একটাও নষ্ট না হয়। ঝাল আছে?
  • a x | ১৫ অক্টোবর ২০০৯ ০১:৩৭ | 143.111.22.23
  • গাছগুলোর জন্য কটা সোয়েটার কিনে রাখতে পারোনা?

    তো "অন্য কিছু" - জলের বদলে টোম্যাটো দিয়ে মাখা লুচি, ছোলার বদলে টোম্যাটো ঘুগনি, টোম্যাটো অ্যান্ড পাস্তা, টোম্যাটো বেশি ডিম কম ফ্রেঞ্চ টোস্ট ইত্যাদি চলবেনা?
  • Du | ১৫ অক্টোবর ২০০৯ ০১:৩৬ | 65.124.26.7
  • একটা খাবার খেলাম বেড়াতে গিয়ে - কিশ টাইপের নাম - ডিম দুধ জল অল্প তেল/মাখন অল্প নুন দিয়ে গোলা করে পাটিসাপ্টার মত দিয়ে দাও কড়াইতে - ভেতরে ক্রীম চীজ, কি কোন জ্যাম বা তোমার যা খুশী দিয়ে হোল্ডলেরের মত বন্ধ করে নাও। বেশ ভালো লাগলো। নাকি IHOP এও পাওয়া যায়।
  • m | ১৫ অক্টোবর ২০০৯ ০১:২৭ | 173.26.17.106
  • আমাদের টম্যাটো গাছ শুনে গা পিত্তি জ্বলে গেলো:X

    কেউ টম্যাটো নেবে গো- পথখচ্চা টা দিলেই সুন্দর সাজিয়ে পাঠিয়ে দেবো। খুব ভালো স্বাদ,হালকা টক মিষ্টি,ইয়াব্বড়ো-ওপর টা হালকা কমলাটে, ভেতরটা শত্রুদের মুখে ছাই দিয়ে টুকটুকে লালঃ)

    আর বরফ পড়ে লংকা আর পুঁই এর সর্বনাশ হয়ে গেলো। তিনচার দিন ধরে বলছিলাম,গাছ গুলোকে ঘরে আনতে হবে, কে শোনে কার কথা( ভাববেন না,আমি লবঙ্গলতিকা, আমার খুব জ্বর হয়েছিলো)সেগুলো বরফের গুঁতোয় আধমরা হয়ে গেছে, জানিনা বাঁচবে কিনাঃ(
  • m | ১৫ অক্টোবর ২০০৯ ০১:১৯ | 173.26.17.106
  • আমার ছেলে জানিয়েছে এই সব বেবিবেল চিজ আর বিস্কিট জ্যুস ,ফল,টোস্ট ও আর লাঞ্চে নিতে পারবে না!!! কাল থেকে যেন আমি পিৎজা দিই বা কিছু একটা 'অন্য কিছু'- সেই 'অন্য কিছু' টা খুঁজে পাচ্ছি নাঃ(((
  • Tim | ১৫ অক্টোবর ২০০৯ ০১:১৩ | 198.82.26.142
  • শাসকের হাড়হিমকরা অত্যাচারে যন্ত্রণায় সবুজ হয়ে ওঠা টমেটো।

    এখন ভয়ানক বিষ্টির মধ্যে কাকভেজা হয়ে পোস্ট আপিস যেতে হবে। ঃ-(
  • Du | ১৫ অক্টোবর ২০০৯ ০১:০২ | 65.124.26.7
  • তরমুজ টম্যাটো নয় তো আবার? কেটে দেখুন।
  • a x | ১৫ অক্টোবর ২০০৯ ০০:৫৮ | 143.111.22.23
  • প্রতিক্রিয়াশীল টোমাটো।
  • Tim | ১৫ অক্টোবর ২০০৯ ০০:৪৫ | 198.82.26.142
  • মামু টমেটোর রং ও পাল্টে নিচ্ছে। লাল জমানার প্রতিকী অবসান। পরিবর্তন।
  • a x | ১৫ অক্টোবর ২০০৯ ০০:৩৯ | 143.111.22.23
  • হ্যাঁ টোম্যাটো চাউমিন, টোম্যাটো চপ, টোম্যাটো কেক এসবের পর আসবে টোম্যাটো অ্যা। সবুজ টোমাটো, তাই নিয়ে কত কথা! দু, আমার গাছের লেবু তুমি তুলে আনলে?!
  • Ishan | ১৫ অক্টোবর ২০০৯ ০০:৩১ | 12.163.39.254
  • তাছাড়া আমাদের টমেটো গাছের টমেটো। তোমাদের গুলো কোথাকার কে জানে? ঃ)
  • Ishan | ১৫ অক্টোবর ২০০৯ ০০:৩০ | 12.163.39.254
  • কি করব মানে? টমেটোর চাটনি হবে, টমেটো খিচুড়ি হবে, টমেটো ক্যাপসিকাম হবে, টমেটোর চাউমিন হবে ইত্যাদি ইত্যাদি। তোমার দুটো টমেটোয় এসব হবে?
  • Du | ১৫ অক্টোবর ২০০৯ ০০:২৯ | 65.124.26.7
  • ঃ)) আরে আমিও তো তোমার বাগান থেকেই লেবু তুললাম।
  • a x | ১৫ অক্টোবর ২০০৯ ০০:২৫ | 143.111.22.23
  • তোমাদের ১৩১টা। আমাদের ২টো। কি করবে? আমাদের টুকটুকে লাল। বৃষ্টি হোক আর বরফ হোক। আমিও হাতে করেই তুলে আনলাম ক্রোগ্রার থেকে।
  • Ishan | ১৫ অক্টোবর ২০০৯ ০০:২৩ | 12.163.39.254
  • আমাদের তো বরফ পড়ল সেদিন। ১৩১ টা টমেটো তুলে আনলাম নিজের হাতে। তার অনেকগুলোই সবুজ। এর চেয়ে বৃষ্টি ভালো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত