এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ১৬ অক্টোবর ২০০৯ ১০:০২ | 125.18.104.1
  • সকল কে শুভ দীপাবলি র শুভেচ্ছা।

    আমি কাল সকালে আমাদের গ্রামের বড়ি যাব । ওখানে আমাদের বাড়ি তে কালী পুজো হয়। এক বাড়ি লোকজন।আত্মীয় স্বজন। পুজো র কাজ । বাজি পোড়ানো।উপোস করা। দল বেঁধে গ্রামের ঠাকুর দেখতে বেরোনো রাত ২ টোর সময়। ইত্যাদি ইত্যাদি।

    তাই সামনে গালা টাইম....
  • dipu | ১৬ অক্টোবর ২০০৯ ০৯:৫৮ | 207.179.11.216
  • আমাগো দোকানে এখন লক্ষ্মীপুজো হবে। কয়েকজন দেখি লুঙ্গির মত একরকম পরে এসেছে।
  • baps | ১৬ অক্টোবর ২০০৯ ০৯:৪৭ | 203.199.41.181
  • এতে সন্দ কেন জাগে! আমাদের বুক বাজিএ জাহির কত্তে হয় "দেখ দেখ আমরা সভ্য আর ওরা .....' মনে নাই "কত্ত বড় আমি কহে নকল হিরাটি.....'
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ০৯:৪৫ | 61.95.144.122
  • কবিতার ক্লাস পড়িনি এখনো। সব প্রায়োরিটি ঘেঁটে গেছে - কাজের চাপ, ফিলিপ পুলম্যান ইত্যাদি মিলিয়ে। ফিলিপ পুলম্যান শেষ হল তো কোডিং শুরু হল...

    আর ইয়ে - রিপ্লেস অল অবধি আমি জানি, তবে ওই ম্যাক্রো রেকর্ড করিনি কখনো - আর এখন তো উপায়ও নেই (টেক্সপ্যাড ম্যাকে চলে না, ওর ইক্যুইভ্যালেন্ট যেটা কি যেন নাম সেটা ফিরি নয়)। আর ওই দুটো কাজের জন্যে আমার কাছে ":1,$join' আর ":%s/ */ /g' ঢের সোজা ম্যাক্রো বানানোর চেয়ে।

    এবার পসন্দ আপনা আপনা - আমি এটাকে ইজি/ভালো বল্লে তোমাদের উল্টো কিছু মনে হবে। তবে আমার ছানাকে বলে এলাম ম্যাক্রো হেল্প ঘেঁটে সোজা কিছু বের করে করতে, নয়তো vim ইনস্টল করে করে নিতে।
  • aranya | ১৬ অক্টোবর ২০০৯ ০৬:৪৫ | 192.128.167.68
  • কদিন সভ্যজগতের বাইরে ছিলাম, প্রকৃতির মায়াকাজল ছিল চোখে। টিম, দক্ষিণ উটা সত্যিই ঈশ্বরের নিজস্ব জগত, NPS বাড়িয়ে লেখেনি। পাঁচটা ন্যাশনাল পার্ক ঘুরলাম, প্রত্যেকটাই দূর্দান্ত, তবে সবচেয়ে মন কেড়েছে zion
    এই মূহুর্তে প্রেম, প্রকৃতি, সৌন্দর্য -এসব নিয়ে বেশী লিখতে ইচ্ছে করছে না - সবই আমাদের বিলাসিতা মনে হয় মাঝেমাঝে। হয়ত রাজনৈতিক লেখাই একমাত্র বা অন্তত প্রধান বিষয় হওয়া উচিত বিকল্প লেখালেখির। ঈশানের "শাইনিং ইন্ডিয়া--" লেখাটা ভালো, আলোচনার সত্যিই দরকার,কিন্তু সরকারের সদিচ্ছা নিয়ে সন্দেহ জাগে। মাওবাদীরা অস্ত্র সম্বরণ করলে মৃত্যু কমবে, কিন্তু আদিবাসীরা আরো সহজে অরণ্যের অধিকার হারাবে, উৎখাত হবে তাদের বহু প্রজন্মের বাসভূমি থেকে, আরও অনেক বড় বাঁধ হবে, টাটাদের শিল্প হবে, জংগলের মানুষগুলো শহরের বস্তিতে গিয়ে "উন্নততর" জীবন যাপন করবে। শুনেছি আদিবাসী সমাজে একসময় ব্যক্তিগত সম্পত্তির ধারণা ছিল না, চাষের ফসল, জমি, শিকার - সবই ছিল গ্রামবাসীদের যৌথ সম্পদ - তারা বেশী সভ্য না আমরা, তা নিয়ে সন্দেহ জাগে।
  • aranya | ১৬ অক্টোবর ২০০৯ ০৫:৫৯ | 144.160.98.31
  • ঈশানকে ধন্যবাদ, তহলকা-র লিংকটার জন্য। রিপোর্টটা কজন পড়বেন জানা নেই, তাই দুটো লাইন এখানে তোলা থাক। প্রথমটা সালোয়া জুড়ুম সম্বন্ধে - the “helplessness” of thousands of Chhattisgarh tribals who’ve been driven into the arms of the Naxals due to the terrorist violence let loose since 2005 by the controversial police-backed tribal militia Salwa Judum (literally: Peace March), who have killed, maimed, burnt, hacked, raped the tribals and continue to do so.
    দ্বিতীয়টা আপাদমস্তক গান্ধিবাদী "বনবাসী চেতনা আশ্রম'-এর হিমাংশু কুমারের হাহাকার - I am too much a son of Mahatma Gandhi and Vinoba Bhave to ever leave the path of nonviolence. But I look at these people and wonder, if I were a tribal person, raped, shot, abused, humiliated, wouldn’t I, too, pick up the gun to defend my family, my home, my lands, my forests?
  • pi | ১৬ অক্টোবর ২০০৯ ০২:২৫ | 128.231.22.89
  • তাকালেই দেখা যায় পাল্টে গেছে ? উল্টোতেও হয় না ! এর ই নাম উল্টোপাল্টা প্রতিষ্ঠান। HHB ! 8-)
  • RATssss | ১৬ অক্টোবর ২০০৯ ০১:৪১ | 63.192.82.30
  • এজ্ঞে, সবাই ভাল আছো তো!!! কদ্দিন পরে এলুম ঃ-) তাকিয়ে দেখি কত্ত পাল্টে গেছে
  • Ishan | ১৬ অক্টোবর ২০০৯ ০১:২৯ | 12.163.39.254
  • আমি অ্যাকচুয়ালি বাজনাটা শুনিনি। বাজানোটা দেখে বললাম। ঃ)

    তবে যে ছেলে ঐটুকু আঙুল ওরকম নাড়াতে পারে, তার কাছে বাকিটা তুশ্চু।
  • a x | ১৬ অক্টোবর ২০০৯ ০১:১২ | 143.111.22.23
  • কিন্তু ঐ টুকু টুকু আঙ্গুলে এটা করা তো আরো ডিফিকাল্ট।
  • a x | ১৬ অক্টোবর ২০০৯ ০১:০৫ | 143.111.22.23
  • পাগলা তো!
  • Ishan | ১৬ অক্টোবর ২০০৯ ০১:০৪ | 12.163.39.254
  • এরিক ক্ল্যাপটনকে এইটা করতে দেখে খুব ফিদা হয়ে গিয়েছিলাম ছোটোবেলায়। (কোথায় দেহেছিলাম জিগাইওনা, মনে নেই)। কিন্তু পরে দেখা গেল অ্যাকচুয়ালি এইটা করা চাপের কিছু না। যে পিস তুমি এমনি বাজাতে পারো, সেটা একটু চেষ্টা করলে এইভাবেও বাজাতে পারো। সাউন্ড কোয়ালিটিতে অতোটা ক®¾ট্রাল থাকবেনা। কিন্তু পারো।
  • Pintu | ১৬ অক্টোবর ২০০৯ ০০:৩৮ | 80.219.211.167
  • এই স্টাইলে বাজানোকে বলে হ্যামারিঙ -প্লাকিঙ।
  • sinfaut | ১৫ অক্টোবর ২০০৯ ২৩:৪৬ | 117.194.196.193


  • ন্যাড়াদা এইটা কেমন করে বাজাচ্ছে? আওয়াজ বেরোচ্ছে কী করে?
  • d | ১৫ অক্টোবর ২০০৯ ২২:১০ | 117.195.36.129
  • আচ্ছা অজ্জিত যে এত লাফঝাঁপ করে "কবিতার ক্লাস' কিনল, তা কই ক্লাসে কি শিখল, আমদের দেখাচ্ছে না তো! অ অজ্জিত, কবিতা লিখলে?
  • kc | ১৫ অক্টোবর ২০০৯ ২২:০৩ | 89.203.49.18
  • গুরুর নিয়মে তো উনি অক, আকা কেং কয়ে?
  • d | ১৫ অক্টোবর ২০০৯ ২১:৫৯ | 117.195.36.129
  • কবে থেকে সুযোগ খুঁজছি বলব "যো হুকুম আকা'। কিন্তু চান্সই পাচ্ছি না। ঃ))
    আজ 9.49 কে একটু টেনেটুনে বলে দিই। ঃ))
  • kc | ১৫ অক্টোবর ২০০৯ ২১:৫৪ | 89.203.49.18
  • ভাষার স্টাইলে মনে হচ্ছে আর্য্য, কিন্তু আইপি টা যে কানাডার?
  • Ishan | ১৫ অক্টোবর ২০০৯ ২১:৫০ | 12.163.39.254
  • আজকের ভাট মনে হয় পড়া যাবেনা। ঃ)
  • aka | ১৫ অক্টোবর ২০০৯ ২১:৪৯ | 173.33.234.215
  • সেটা একটা প্রোবাবিলিস্টিক ইভেন্ট। ;)
  • kc | ১৫ অক্টোবর ২০০৯ ২১:৪৬ | 89.203.49.18
  • এই aka কি আর্য্য?
  • aka | ১৫ অক্টোবর ২০০৯ ২১:৪২ | 173.33.234.215
  • অন্য জায়গায় অপ্রাসঙ্গিক হবে তাই এখানে লিখলাম। ওপেন সোর্স বলিয়া অবহেলা করিবেন না। ওখানেও টাকা পয়সার লেনদেন চলে, লোকে মুনাফা খোঁজে। বিভিন্ন বিজিনেস মডেল আছে, চেনা জানা ছকের বাইরে। ঠিক যতটা সহজ সরল দেখে মনে হয় ততটা নয়।
  • tkn | ১৫ অক্টোবর ২০০৯ ২১:২৬ | 122.173.176.11
  • এখোনো চলছে???
    ওয়াক্‌ক্‌ক্‌ক্‌ক্‌ক্‌ক
  • kc | ১৫ অক্টোবর ২০০৯ ২১:১৮ | 89.203.49.18
  • বিচার এখনো শেষ হয়নি?
  • Arpan | ১৫ অক্টোবর ২০০৯ ২০:১২ | 204.138.240.254
  • ক্যাঙারু কোর্ট!! ঃ-((
  • d | ১৫ অক্টোবর ২০০৯ ২০:১১ | 117.195.36.129
  • একদম।
    সাথে একটু খুন্তী গরম করেও ছ্যাঁকা দেবো সবকটাকে। :X
  • m | ১৫ অক্টোবর ২০০৯ ২০:০৯ | 173.26.17.106
  • মনে হচ্ছে সবকটাকে উল্টে ঝুলিয়ে মুগুর পেটা করি...
  • dipu | ১৫ অক্টোবর ২০০৯ ২০:০৯ | 59.164.190.17
  • আজ্জোদা বর্ণিত মুখে পুরে দেওয়া কেস হাজরা মেট্রো স্টেশনেও দেখেছি। কে জানে ওটা কে ছিল!
  • Arpan | ১৫ অক্টোবর ২০০৯ ২০:০০ | 216.52.215.232
  • একজনকে দেখেছিলাম পরের বাড়ির চেয়ারের নিচে লাগিয়ে রাখতে।
  • aka | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:৫৯ | 173.33.234.215
  • র, টরন্টো আইছিলে যে আফগান ধাবায় খাইছিলে?
  • d | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:৫৯ | 117.195.36.129
  • হতচ্ছাড়া ... হতভাগা .... অলপ্পেয়ে @@@!#@!#$%$#[%$[$&*[(&*()) ইচ্ছা করে ঠেঙিয়ে একেবারে মন্ড বানিয়ে ফেলি। থামালি তোর এই সর্দিকথন ............
  • aka | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:৫৮ | 173.33.234.215
  • সে তো ভালো, বিদেশে দেখেছি নাকে আঙুল ঢুকিয়ে ঘুরিয়ে মুখে পুরে চুষে নিল। গাড়ি চালাচ্ছিল, আমার পাশের গাড়ি। সিগনালে দাঁড়িয়ে দেখলাম।
  • r | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:৫৭ | 125.18.104.1
  • সে রহস্য কাল বোলবো। আজ বাড়ি যাই। ;-)
  • Arpan | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:৫৬ | 204.138.240.254
  • দাড়ি ক্যানে? গোঁপেই তো ল্যাটা চোকে।
  • r | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:৫৩ | 125.18.104.1
  • সব মহান ও পোটেনশিয়াল মহান লোকের সদ্দি নিয়ে একটা ইয়ে থাকে। ওরম করার কিছু হয় নি। নরেনবাবুর ওব্যেস ছিল নাকের সদ্দি ঝেড়ে মশারিরি গায়ে ঝেড়ে ফ্যালা। রেফারেন্স চাইলে দিয়ে দোবো। আর রবি ঠাকুর ক্যানো দাড়িগোঁফ রেখেছিলেন শুনি? সবার সামনে ওটা খেলে লোকে নিন্দেমন্দ করবে বলেই না। মাঝে মাঝে গোঁফটা এট্টু চুষে নিলেই চলবে।
  • aka | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:৫২ | 173.33.234.215
  • আরে্‌র ন্না। গুচ্ছ তো। প্রায় এইরকমই একটু আলাদা। সব লাইন উড়িয়ে দিতে হবে এমন নয় আর সব হোয়াইট স্পেস না অতিরিক্ত হোয়াইট স্পেস ওড়াতে হবে। সেটা অবশ্যি রিপ্লেস অল না করে ধরে ধরে রিপ্লেস করলেই হয়।
  • Arpan | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:৫১ | 216.52.215.232
  • বার্গারে পুর ভরে চিজের বদলে সিকনি দিয়ে মাইক্রোতে গরম করে নিলেই হবে। নিদারুণ হেলদি লাঞ্চ। সিইওদের জন্য।
  • r | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:৫০ | 125.18.104.1
  • ভর সঞ্ঝেব্যালা বন্দুলোককে এরম অলুক্ষুনে কতা বোলো নি। শুনেই ক্যামোন হাঁচি হাঁচি পাচ্চে।
  • Samik | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:৪৯ | 219.64.11.35
  • সিকনি-খাওয়া সিইও। ঃ-)
  • Arpan | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:৪৭ | 216.52.215.232
  • স্যার, আপনার সিইও হওয়া এইবার কে আটকায়! ঃ P
  • r | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:৪৪ | 125.18.104.1
  • অনেক লাইনকে একটা লাইন করতে গেলে ওয়ার্ডর‌্যাপ ফাংশন অফ করে দাও। আর স্পেস ওড়াতে গেলে রিপ্লেস অল খুলে ফাইন্ড আর রিপ্লেসের বক্স দুটো খালি রেখে পাতি রিপ্লেস অল টিপে দাও। সব স্পেস উড়ে যাবে।

    উফ্‌! কত জানি! ঃ-P
  • Samik | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:৪০ | 219.64.11.35
  • টেক্সটপ্যাডে শেখার কী আছে? এক লাইনও লিখতে হয় না ম্যাক্রো। রেকর্ড করলেই চলে। F5 মারলেই সার্চ রিপ্লেস রিপ্লেস-অল সব অপশন পাওয়া যায়। আর অপশনটা ঘাঁটলেই অনেক কিছু সেট ফেট করা যায়।
  • aka | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:৪০ | 173.33.234.215
  • আরে এগুলো ওয়ার্ডে বিল্ট ইন ফাংশন আছে। ম্যাক্রো লেখার দরকার নেই। নোটপ্যাডে আর ওয়ার্ডপ্যাডে আমি একজনকে করতে দেখেছিলাম। একটু ট্রিকি, এখন ভুলে গেছি। বেসিকালি ক্যারেজ রিটার্ন বা ট্যাবের ক্যারেকটার টা ফাইন্ড করে রিপ্লেস অল।
  • d | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:৩৭ | 117.195.36.129
  • হ অজ্জিতরে এইটা আমিও দেখেছি। ঃ)
  • Arpan | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:৩১ | 216.52.215.232
  • * অথচ
  • Arpan | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:৩০ | 216.52.215.232
  • কিন্তু আমি একটা জিনিস দেখেছি অরিজিতের মাথায় যদি ঢুকে যায় কিছু জিনিস তেমন "ভাল' না, তাহলে সেইগুলি শিখবে না, কাজের হলেও। অতচ বাকিদের বলে বেড়াবে এই শেখ, ঐটা কর, হ্যানো ত্যানো। ঃ-)
  • Arpan | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:২৭ | 216.52.215.232
  • এইত্তো শমীকও টেক্সটপ্যাড জানে আর খুব ভালো লিখে লিখে বোঝাতে পারে। লেগে পড়, শমীক। ঃ)
  • Samik | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:২২ | 219.64.11.35
  • তারামামাটা বোধ হয় ডিডিদা দাদার মত কেস।
  • Arpan | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:১৮ | 204.138.240.254
  • কে আবার? মিডিয়া যে উচ্চবাচ্য করছে না আর।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত