এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৬ অক্টোবর ২০০৯ ১২:০৮ | 216.52.215.232
  • * পাকিস্তান
  • Arpan | ১৬ অক্টোবর ২০০৯ ১২:০৮ | 216.52.215.232
  • পাকিস্থানের অবস্থা বেশ খারাপ।
  • Samik | ১৬ অক্টোবর ২০০৯ ১২:০৫ | 122.162.75.223
  • স্যানেরও রসিকতার লেভেল এমন নেবে গ্যাছে ... ঃ-)

    আমি না, অপ্পন বলেছে।
  • Samik | ১৬ অক্টোবর ২০০৯ ১২:০৫ | 122.162.75.223
  • আতপ মানে সূর্যকিরণ, বা রোদ। মতান্তরে উত্তাপ। যেমন চাঁদোয়া হল চন্দ্রাতপ, মানে চাঁদের মত কিরণ দেয় যে আচ্ছাদন। শীত আর উত্তাপ মিলিয়ে শীত-আতপ।

    শীত-তাপ বলতেই পারিস, তবে সেটা ঠিক বলা হবে না, এই আর কি! ঃ-)
  • san | ১৬ অক্টোবর ২০০৯ ১২:০৪ | 121.50.4.240
  • দেখেছ, অরিজিত 'এম্নিই' বল্লে কি হবে, ঠিক হোটেলে গিয়ে জামাইষষ্ঠী করে ;-)

    আর অপ্পন কড়ওয়া চৌথ ঃ-))))))))))))
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১২:০১ | 61.95.144.122
  • তা বটে - বাঙালীর হুজুগ। হোটেলে জামাইষষ্ঠী দেখলুম গেলোবার - আমি আর আমার বউ wok & kadai-এ খেতে গেছি, এম্নিই - দেখি আমার বস্‌ তার বউ, ছেলে, মেয়ে এবং আরো দুইজন খাচ্ছে - আমার সাথে দেখা হতে এক্সপ্লেইন করলো - যে শ্বশুর/শ্বাশুড়ির সাথে জামাইষষ্ঠী হচ্ছেঃ-)
  • san | ১৬ অক্টোবর ২০০৯ ১২:০১ | 121.50.4.240
  • আতপ মানে চাল ছাড়াও সূর্যরশ্মি ঃ-)
  • Samik | ১৬ অক্টোবর ২০০৯ ১২:০০ | 122.162.75.223
  • না না, পেয়ে গেছি। ওতেই অপশন আছে।
  • Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১২:০০ | 203.91.193.7
  • আচ্ছা আমি যদি শীত তাপ নিয়ন্ত্রিত বলি? তাহলে কি কারেক্ট হবে? হওয়া তো উচিৎ।
  • san | ১৬ অক্টোবর ২০০৯ ১১:৫৯ | 121.50.4.240
  • ইন দ্য মিন টাইম দিওয়ালি উপলক্ষ্যে মানুষজন গুড়ে নারকোল তেল দিয়ে মেখে কি এক মিষ্টি বানিয়ে এনেছে ও পরমানন্দে বিলি করছে । আর তো পারা যায় না।
  • Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১১:৫৯ | 203.91.193.7
  • করিনি কখনো, তবে mp3 তে কনভার্ট করার যন্তর আছে তো বাজারে।

    কিন্তু কিন্তু 'আতপ' কেন?
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১১:৫৯ | 61.95.144.122
  • প্রেফারেন্সে গিয়ে সেট করা যায় তো - মানে আগে তো সেভাবেই করেছি। এগজ্যাক্টলি কোথায় সেটা আর বলতে পারবুনি...জানলা নেই।
  • Samik | ১৬ অক্টোবর ২০০৯ ১১:৫৪ | 122.162.75.223
  • উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে অডিও সিডি রিপ করলে wma ফরম্যাট হচ্ছে। mp3 করবার কোনও উপায় আছে?
  • san | ১৬ অক্টোবর ২০০৯ ১১:৫৩ | 121.50.4.240
  • এখন তো জামাইষষ্ঠী স্পেশাল মেনু টেনুর ও অ্যাড বেরোয় হোটেল রেস্তোরাঁর। কুড়ি বছর আগে বেরোত না। তার মানে এই নয় যে আগে জামাইষষ্ঠী খুব প্রচলিত উৎসব ছিলনা। খুবই ছিল। এ কেসও তাই, ধনতেরাসের অ্যাড যখন বেরোত টেরোত না, তখনও পাড়ার (অবাঙালী) মহিলামহলে সোনা কেনা নিয়ে কম্পিটিশন হত দেখেছি। এখন লোকে জানতে টানতে পাচ্ছে, এই আর কি। আর বাঙালীর হুজুগ। যেখানে যা হয় হামলে পড়ো গিয়ে।
  • shrabani | ১৬ অক্টোবর ২০০৯ ১১:৪৮ | 124.124.244.109
  • দিওয়ালী তে লক্ষ্মী পুজো তো আমাদের ও হয়। আমার ঠিক পুরো ব্যাপারটা মনে নেই তবে গ্রামের বাড়ীতে অনেক কিছু হয়, সন্ধ্যায় তার মধ্যে কলা খোলে নানা রঙের চাল বাটা দিয়ে লক্ষ্মী গড়ে তার পুজো আর কালো রঙের অলক্ষ্মী র বিসর্জন। লম্বা পাটকাঠি অনেকগুলো একসাথে বেঁধে তাড়া করে তার আগায় আগুন ধরিয়ে সবাই মিলে (বাড়ির ছোট ছেলেরাই বেশী, এক আধজন বড় থাকত সঙ্গে) "অলক্ষী দুর হ, ঘরের লক্ষ্মী ঘরে আয়" বলতে বলতে পুরোহিতের সঙ্গে অলক্ষ্মী বিসর্জনে যাওয়া।

    রাস্তায় একটা বাড়ি পড়ত যার লোকটার সবসময় পা টলত আর চোখদুটো লাল লাল ঘোলা ঘোলা, দেখলেই ভয় করত। সে এইসময় দরজার বাইরে এসে চেঁচাত,
    "এই যে আমার বাড়ির অলক্ষ্মীটাও নিয়ে যা, জলে দিয়ে আয়"।
    ঐখেন টা সবাই একটু গলা নামিয়ে চুপচাপ পেরিয়ে যেতে চেষ্টা করত তড়িঘড়ি করে, তবু কিভাবে যেন লোকটা টের পেয়ে যেত ..........
  • Samik | ১৬ অক্টোবর ২০০৯ ১১:৪৬ | 122.162.75.223
  • ভূতো, ভুল জানতি। শীত + আতপ = শীতাতপ।
  • Arpan | ১৬ অক্টোবর ২০০৯ ১১:৩৫ | 216.52.215.232
  • অরিজিত, উইকি দেখ। আট রকমের লক্ষ্মী হয়।
  • Arpan | ১৬ অক্টোবর ২০০৯ ১১:৩৪ | 216.52.215.232
  • বেথের রসিকতার স্ট্যান্ডার্ড দিনে দিনে পড়ে যাচ্ছে। চিন্তা হয় রে তোপসে।
  • dipu | ১৬ অক্টোবর ২০০৯ ১১:৩৩ | 207.179.11.216
  • পদ্মলক্ষ্মী। রুশদির প্রাক্তন।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১১:২৯ | 61.95.144.122
  • লক্ষ্মীর আবার অন্য রূপ আছে নাকি? সবসময়েই তো সে ধনলক্ষ্মী - মানে পহাকড়ির দেবি। কালীর না হয় রক্ষাকালী, শ্মশানকালী আছে - যদিও কোনটে কে কি কেন জানি না।
  • Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১১:২৯ | 203.91.193.7
  • শীতাতপনিয়ন্ত্রিত? অ্যাঁ , এই করে আবাপ সবার মাথা খাচ্ছে। আম্মো তো শীততাপনিয়ন্ত্রিত ই জানতাম ঃ(

    শীত আর তাপ কে নিয়ন্ত্রন করছে তাই অমন নাম ভাবতাম।

    থাক আর খাপ খুলব না এই সব সাবজেক্ট নিয়ে। ক্যালি ধরা পড়ে যাবে ;)
  • Samik | ১৬ অক্টোবর ২০০৯ ১১:২৬ | 122.162.75.223
  • তোমার শেখা মানে? পালন করো টরো বুঝি? ;-)
  • Samik | ১৬ অক্টোবর ২০০৯ ১১:২৫ | 122.162.75.223
  • ধনলক্ষ্মীর পুজো হয় দিওয়ালির দিন।
  • Arpan | ১৬ অক্টোবর ২০০৯ ১১:২৫ | 216.52.215.232
  • কড়োয়া চওথ তো যশ চোপড়ার থেকে আমার শেখা।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১১:১৯ | 61.95.144.122
  • উঃভারতে দিওয়ালিতে লক্ষ্মীপুজো হয় সেটা জানি। হয়তো পুরনো ট্র্যাডিশন অনুযায়ী ধাতু-টাতুও কিনতো আগে। তবে এই এত টিভিতে/কাগজে/রেডিওতে অ্যাড আর সোনার দোকানের সামনে লাইন - এরকম দেখেছি বলে মনে পড়ছে না। দেখে থাকলে অন্ততঃ নামটা তো শোনা থাকতো। কড়োয়া চওথের নামটা যেমন শোনা...
  • Samik | ১৬ অক্টোবর ২০০৯ ১১:১৪ | 122.162.75.223
  • দীপাবলী উপলক্ষ্যে ধাতু কেনার চলটা সম্ভবত বাঙালিদের মধ্যেও আগে থেকেই ছিল। ছোটোবেলাতেও দেখেছি, অন্তত একটা চামচ কেনা হত।

    দীপাবলীতে কাদের যেন নববর্ষ হয়? হিন্দু ক্যালেন্ডারে তো নয়!
  • Samik | ১৬ অক্টোবর ২০০৯ ১১:১৩ | 122.162.75.223
  • আমিও জানি ব্যাকরণগতভাবে দারিদ্র্যই সঠিক। এখন নতুন বানানবিধিতে যদি য-ফলা উড়ে গিয়ে থাকে, জানি না। দারিদ্র ভুল, ব্যাকরণের হিসেবে।

    টিভির নিউজে অনেক সময়েই ঐকমত্য-কে লেখে ঐক্যমত। আবাপ নিজেও বেশ কয়েকবার শীতাতপনিয়ন্ত্রিতকে লিখেছে শীততাপনিয়ন্ত্রিত। আর এই ভুলটা তো বাংলালাইভের পেটেন্ট।

    সেদিন ধনতেরস উপলক্ষ্যে বউবাজারের কোন জুয়েলারি শপ যেন স্টার কিন্তুতে অ্যাড দিয়েছে দেখলাম, গহনার "মজুড়িতে' ২০% ছাড়। নামটা তো বাঙালিই দেখেছিলাম মনে হল।
  • Arpan | ১৬ অক্টোবর ২০০৯ ১১:১২ | 216.52.215.232
  • সেইটা একদম ঠিক। কারণ দিওয়ালির দিন উঃ ও পঃ ভারত ট্র্যাডিশনালি লক্ষ্মীপূজা করে। যেইটা নতুন সেইটা হল মার্কেটিঙের গিমিকে এখন অন্যান্য জনগোষ্ঠীর মধ্যেও সেইটা জনপ্রিয় হওয়া।
  • a x | ১৬ অক্টোবর ২০০৯ ১১:১১ | 99.165.170.46
  • থ্যান্‌কু।
  • san | ১৬ অক্টোবর ২০০৯ ১১:০৫ | 121.50.4.240
  • আর হ্যাঁ, ধনতেরাস আমি ছোটবেলা থেকেই শুনছি। তার কারণ আমাদের পাড়ায় প্রচুর মাড়ওয়াড়ি ফ্যামিলি থাকত ও থাকে। ওদের ওটা বেশ পুরোন রিচুয়াল শুনেছি। বাঙালিদের মধ্যে যদি হৈচৈ শুরু হয়ে থাকে সে মার্কেটিং এর গিমিক হলেও, ওদের জন্য ব্যাপারটা তা নয়। কয়েক জেনারেশন আগেও ওরা এইভাবেই ধনতেরাসে ধাতু কিনে আসছে বলে শুনেছি।
  • dipu | ১৬ অক্টোবর ২০০৯ ১১:০৪ | 207.179.11.216
  • ছোটোবেলায় মনে হয় পড়েছিলুম কোনো শব্দে ষ্ণ প্রত্যয় জুড়লে একটা য-ফলা আমদানী করতে হয়। কেজানে।
  • Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১০:৫৭ | 203.91.193.7
  • আমি ও পরেরটাই জানতাম। দারিদ্র ... উহু কনফিউজ হয়ে গেলাম। তবে দেখিনি বোধহয়।
  • dipu | ১৬ অক্টোবর ২০০৯ ১০:৫৬ | 207.179.11.216
  • অভিধান জানাচ্ছেন দুটোই ঠিক।
  • Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১০:৫৫ | 203.91.193.7
  • আহা Speedway at Nazareth
  • a x | ১৬ অক্টোবর ২০০৯ ১০:৫২ | 99.165.170.46
  • দারিদ্র আর দারিদ্র্য দুটোই ঠিক? আমি খালি পরেরটা জানতাম।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১০:৫২ | 61.95.144.122
  • আপিসে আজ সবাই সাজুগুজু করে এসেছে। কি সব কম্পিটিশনও হবে - একটা গ্রুপ দেখলুম পাটকাঠি, কাগজ, থার্মোকল আর কি কি সব এনেছে। আশেপাশে সবার মধ্যে আমিই মাইনরিটি - আউটডোর ট্রাউজার আর টিশার্টে।
  • aishik | ১৬ অক্টোবর ২০০৯ ১০:৪৬ | 122.166.22.73
  • ডি, অনেক ধন্যবাদ, ঐ দোকানটার নাম মনে করিয়ে দেবার জন্য। ওর ঠিক পাশেই বাটার দোকান। আর মাংসের ঘুগনীটা ও জাস্ট অসা..... যারা সত্যি সত্যি কোন্নগর গিয়েছে তারা জানে ঃ-))
  • nyara | ১৬ অক্টোবর ২০০৯ ১০:৩৭ | 64.105.168.210
  • সিনফট ভিডিওটা দেখলাম। পিন্টু তো বলেই দিয়েছেন। এখানে কে যেন শুনলাম দশ বছর ক্ল্যাসিকাল গিটার শিখেছেন! তাঁরা ভাল বোঝাতে পারবেন। আমার ক্ল্যাসিকাল গিটারের ফান্ডা গ্রিনস্লীভ অব্দি। কাজেই এ ব্যাপারে মুখ না খোলাই ভালো। তবে এটুকু জানি, ওটা বাজাতে আঙুলের স্ট্রেংথ খুব বাড়াতে হয়।
  • nyara | ১৬ অক্টোবর ২০০৯ ১০:৩২ | 64.105.168.210
  • ধনতেরাস-ফেরাস সব মার্কেটিং-এর গ্যাঁড়াকল। অ্যামেরিকায় যেমন ভ্যালেনটাইনস ডে, মাদার্স ডে, ফাদার্স ডে ইত্যাদি। মাল বেচার জন্যে হুজুগ সৃষ্টি।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১০:৩০ | 61.95.144.122
  • ছয় বছর থেকে ফর্মাল এডুকেশন শুরু - বিলেতের স্কুল নিয়ে রেকমেন্ডেশনঃ http://www.guardian.co.uk/education/2009/oct/16/schools-report-critical-of-labour

    আমাদের কমতে কমতে আড়াই হয়েছে, এর পর জন্মের আগে থেকেই শুরু হবে।
  • shrabani | ১৬ অক্টোবর ২০০৯ ১০:২৯ | 124.124.244.109
  • সব্বাইকে হ্যাপী দিওয়ালী!
    ধনতেরাস নর্থ আর সে¾ট্রাল ইন্ডিয়ার (ইউ পি বিহার এম পি) অনেক জায়গার অনেক পুরনো রিচুয়্যাল। এই দিন যে কোনো ধাতু ( সোনা রুপো বাসন যা কিছু একটা) নতুন কেনা শুভ মানা হয় আর পুরনো ঝাড়ু, মোছার সরঞ্জাম ইত্যাদিও নতুন কেনা হয়।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১০:২৯ | 61.95.144.122
  • এর একটা ইমিউনাইজেশন দরকার - ইমিডিয়েটলি। নইলে শুধু চেঁচামেচি শুনে অবাক হচ্ছি, এর পর দুঃখের সীমা থাকবে না;-)
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১০:২৭ | 61.95.144.122
  • আম্মো তো গত বছর প্রথম শুনলুম। তবে এবার চেঁচামেচিটা বেশি শুনছি মনে হচ্ছে।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১০:২৬ | 61.95.144.122
  • মানে হল একটা গ্রুপের হাতে পোচ্চুর পয়সা। সোনা কিনে এক ধরণের ইনভেস্টমেন্ট হল। এই সব দেখেই লোকজন শাইনিং ইন্ডিয়া বলে চেঁচায়...
  • dipu | ১৬ অক্টোবর ২০০৯ ১০:২৫ | 207.179.11.216
  • ছোটোবেলায় ধনতেরাস কথাটাই শুনিনি।
  • Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১০:২৪ | 203.91.193.7
  • সত্যি তেরাস হয়ে যাচ্ছে মাইরি, গড়িয়াহাটে ঐ দোকানটা তো আবার ২৪ x ৭ খুলে রেখেছে ।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১০:২৩ | 61.95.144.122
  • কলকাতায় দেখেই তো অবাক হয়ে জিগ্গেস করলুম। কাল আপিসের এইচআর অ্যাক্সিস ব্যাঙ্কের মেল ফরোয়ার্ড করলো - এই ধনতেরাসের জন্যে গোল্ড মিটার না কি। লোকজন রাস্তাঘাটে ধনতেরাসের গপ্পো করছে - কে কোথায় কত সোনা কিনেছে...রেডিও/টিভি সবেতে অ্যাড...
  • Arpan | ১৬ অক্টোবর ২০০৯ ১০:১৯ | 216.52.215.232
  • বছর পাঁচেক। কলকাতাতেও একই হুজুগ শুরু হয়েছে।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১০:১১ | 61.95.144.122
  • আচ্ছা, ২০০০ অবধি বছর চারেক তো দিল্লীতে ছিলুম। তখন বা তারও আগে এই ধনতেরাস নিয়ে এর'ম মাতামাতি তো দেখিনি। এটা কবে থেকে শুরু হল?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত