এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ০১:০৮ | 122.252.231.12
  • অরণ্য, আপনার প্রশ্নটা গুগলি কি না ভাবছি! ঃ)
  • m | ২২ অক্টোবর ২০০৯ ০১:০৮ | 173.26.17.106
  • অরণ্য, আমিও আছি আরেক হুমায়ুন ফ্যানঃ)
    আমি ছেলেদের সঙ্গে শপিং যেতে ঘোর অপছন্দ করি।বিয়ের মত একটা অপকর্ম করার অপরাধবোধ টা সেই সময় বিষম চাগাড় দিয়ে ওঠে।
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ০১:০৫ | 122.252.231.12
  • পুটিং ওয়ার্ড অন মাই কিবোর্ড! ধর্মাবতার, একলা শব্দটি আমি কি ব্যভার করিয়াছি? ঃO
  • aranya | ২২ অক্টোবর ২০০৯ ০১:০৩ | 144.160.98.31
  • আরেঃ tkn, তুমিও হিমু পড় বুঝি। বাঃ, আমি ভাবতাম এপাড়ায় আমি একাই বুঝি হুমায়ুন আহমেদ ফ্যান। মিসির আলী-র বইগুলো ও পড়েছ নিশ্চয়ই, গোয়েন্দা গল্প আর আবছা করে অলৌকিকের ককটেল - বেশ লেখার হাত ভদ্রলোকের।
    m, একটু নির্দোষ লেগ পুলিং কচ্ছিলুম, মনে কিছু কর নি। আরে ছেলেদের হাজার বায়নাক্কার কথা আমিই কি আর জানি না, বিশেষত agenda-য় শপিং থাকলে আমিও উল্টোদিকে দৌড়ব ঃ)
    অর্পন, তোমার লেখার পরে P-গুলো কি পোমো-কে স্মরণ করে?
  • m | ২২ অক্টোবর ২০০৯ ০১:০৩ | 173.26.17.106
  • তুমি বাপ না পিচেশ!! মেয়েকে একলা গাড়িতে ,পার্কিং লটে.. তোমার নামে মামলা করবো ভাবছিঃ)
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ০১:০১ | 122.252.231.12
  • * ইঞ্জিন
  • Tim | ২২ অক্টোবর ২০০৯ ০১:০১ | 71.62.121.158
  • সিনেমায় তো দেখেইছি। রিয়েল লাইফেও দেখেছি মনে হয়।
    কচুরি-জিলিপির দোকান অবশ্য মনে করতে পারছিনা।
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ০১:০১ | 122.252.231.12
  • না, সামলাবার কথা হচ্ছিল কী না! লং ড্রাইভে যাবার দরকার নেই তো। পাকিং লটে গাড়ির ইঙি্‌জন অন করে দিলেই ঘুমিয়ে পড়ে। গ্র্যান্টি। ঃ)

    প্রাঙ্গতঃ, দময়ন্তীর কত্ত দোকান ঘুরে শপিং করার গল্প আমি পড়েছি। অবশ্যই মামুর জবানবন্দীতে। ঃ P
  • m | ২২ অক্টোবর ২০০৯ ০১:০১ | 173.26.17.106
  • তিমি, ভিক্টোরিয়া নিয়ে কি তোমার কোনো অত্যুঙ্কÄল স্মৃতি আছে? মানে দীপুর ময়দানের ঘাসের মতোঃ)
  • m | ২২ অক্টোবর ২০০৯ ০০:৫৮ | 173.26.17.106
  • অপ্পন, মামার কথা আসছে কোথা থেকে? আর এরকম প্রস্তাব দিলে পূর্বাভিজ্ঞতায় এই বার মামা অজ্ঞান ও হয়ে যেতে পারেন।কেন সে গল্প তিনিই সময় করে লিখে দেবেনখন(যদি আগেই না দিয়ে থাকেন)আর মেয়ে কে গাড়িতে বসিয়ে ঘুম পাড়াবার প্রশ্ন আসছে কেন? ময়দানে লং ড্রাইভে যাবে নাকি?ঃ)
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ০০:৫৭ | 122.161.63.122
  • টিম, ভিক্টোরিয়ায় হাঁটুরে গাবলু গুবলু আঙ্কেলস অ্যান্ড আন্টিস দেখেছ? দামীয়েস্ট গাড়ি নিয়ে যায়, হাঁটে, পিজির উল্টোদিকের দোকান থেকে গলা অবধি কচুরী, জিলিপি খায়, তারপর মেহনত করে বাড়ি ফিরে যায় ঃ-))
  • Tim | ২২ অক্টোবর ২০০৯ ০০:৫৩ | 71.62.121.158
  • মামী যাদের দেখেচে-টা বোল্ড অ্যান্ড আন্ডারলাইন্‌ড।
  • m | ২২ অক্টোবর ২০০৯ ০০:৫২ | 173.26.17.106
  • আলাউদ্দিনের মিষ্টি বাংলাদেশি মালিকানাধীন ইন্ডিয়ান/বাংলাদেশি গ্রসারি স্টোরে পাওয়া যায়।ওরা বরং এই মিষ্টিটাই বেশি রাখে।
  • Tim | ২২ অক্টোবর ২০০৯ ০০:৫২ | 71.62.121.158
  • ঃ-)))
  • Tim | ২২ অক্টোবর ২০০৯ ০০:৫১ | 71.62.121.158
  • পোব্বোল পোতিবাদ! মামী বায়াস্‌ড।
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ০০:৫১ | 122.252.231.12
  • মামুপ্রেমে মামী অন্ধ হয়ে গ্যাচে। সব পুরুষের মধ্যে মামুকেই সে খুঁজে পায়। কী আব্দার। ঈঃ!
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ০০:৫০ | 122.161.63.122
  • ঃ-)))
    তবে তাইলে সেটা হিমু ভাটও হয়ে যেতে পারে
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ০০:৪৯ | 122.252.231.12
  • কোলকাতার ভিড় ঠেলাঠেলির ভয়ে ভীত নহে এ বাঙালি।

    আর কন্যা সামলানো আর এমন কী ব্যপার। গাড়িতে সিটবেল্ট বেঁধে বসিয়ে দিলেই অকাতরে ঘুমিয়ে পড়ে। ঃ D
  • Tim | ২২ অক্টোবর ২০০৯ ০০:৪৯ | 71.62.121.158
  • কে ভয় পায় মিষ্টি সিঙাড়া? অন্য খাবার না পেয়ে কতবার মিষ্টি সিঙাড়া খেয়েছি।
    কিন্তু.... ময়দানে হাঁটবে কেন? দৌড়তে হয় তো! তারপর হাঁফিয়ে বসে পত্তে হয়। তখন মিষ্টি আর জল খাওয়া যেতেই পারে। ঃ)
  • m | ২২ অক্টোবর ২০০৯ ০০:৪৯ | 173.26.17.106
  • আরে অরণ্য,এপাতার ছেলেরা সবাই(আমি যাদের দেখেছি) ঠান্ডাঘরে বসে আড্ডা দিতে ভালোবাসে।
    আর মেয়েদের মধ্যে আমি আর দময়ন্তী শিকাগোতে বেড়িয়ে বুঝেছি,আমরা কি ভালো ঘোরাঘুরি পটুঃ)ওহো, মিতাদিও বেশ উৎসাহীঃ))
    আপনার মিলিত ভাটের অপেক্ষায় রইলামঃ)
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ০০:৪৬ | 122.252.231.12
  • ভাট কি গেরুয়া পাঞ্জাবি পরে নেবে? ঃ P
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ০০:৪৬ | 122.161.63.122
  • তবে কান্না কিসের???????
  • aranya | ২২ অক্টোবর ২০০৯ ০০:৪৪ | 192.128.166.68
  • tkn, প্যাটেল গ্রসারী এবং অন্য সব গ্রসারী -তেই সব অবাঙালী মিষ্টি, NJ-তে কোথাও বাঙালী মিষ্টি পাওয়া যায় না। New York-এর Jackson Heights-এ অবশ্য প্রচুর বাংলাদেশী দোকান আছে, সবচেয়ে নামকরা আলাউদ্দীন, যাদের মিষ্টির বাক্সে লেখা থাকে - "আলাউদ্দীনের মিষ্টি, অপূর্ব সৃষ্টি"।
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ০০:৪২ | 122.161.63.122
  • লাস্ট দুদিনের ভাট পরে মনে হয় না অ্যাতো বেশি ঘুরবে কেউ খাবারের খোঁজে ঃ-))

    বাহাদুর শুনলেই কেমন গেরুয়া পাঞ্জবীর কথা মনে পড়ে
  • m | ২২ অক্টোবর ২০০৯ ০০:৪০ | 173.26.17.106
  • বিহ্বল হবে না,বলো কি? সকাল থেকে উঠে এহেন টইটই রাত পর্যন্ত,ভাবতে পারছো, কোনো ঠান্ডাঘর নেই,ঠান্ডা পানীয়(নরম-শক্ত) নেই।একবার গঙ্গার ঘাট,তো একটু পরেই কলেজ স্ট্রিট,সেখান থেকে আবার অন্য কোথাও..কেনাকাটাও হতেই পারে,হবেই বলা যাচ্ছে না-গরম,ঘাম,কোলকাতার এই ভীড় ঠেলাঠেলি.. এরচাইতে বাড়ি বসে পুত্রকন্যা পাহারা দেওয়া সহজ নয় কি, ভেবে দেখোঃ)
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ০০:৩৯ | 122.252.231.12
  • তালেই বুঝুন কমরেড! খাবার জিনিস যদি ধরুন দশ জায়গা ঘুরে একটাও পছন্দ হল না। এদিকে বেলা বহিয়া যায়। (বাহাদুর আর আসে না)
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ০০:৩৫ | 122.161.63.122
  • বোঝো! কোথায় একটু ঈর্ষা উৎপাদনের চেষ্টা কল্লুম। কোথা থেকে বিদেশী শক্তির হস্তক্ষেপে সে গুড়ে (পিওর মিষ্টি) স্যান্ড ঃ-(((((। ঐ র আর ড়-এর মতই, এও মিষ্টি তো, নাকি???

    আর, শপিং তো আছেই। কিনেই তো খাবে সবাই ঃ-)
  • aranya | ২২ অক্টোবর ২০০৯ ০০:৩৫ | 192.128.166.68
  • ok m, no problem. আমি দেশে যাব বোধহয় জানুয়ারী, না কি মার্চ, কে জানে কবে। যাবার আগে কিছু একটা নিশ্চয়ই arrange করব, preferably বায়নাক্কা করা ছেলেরা এবং সর্ব অবস্থায় চূড়ান্ত flexible, smart মেয়েরা - সবাই কে নিয়েই ঃ-)
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ০০:৩৫ | 122.252.231.12
  • রাউল ফাঁকেতালে গোল দিয়ে চলে গেল।

    এদিকে বার্সেলোনা কাল হোম ম্যাচ হেরেছে। ঃ))
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ০০:৩১ | 122.252.231.12
  • না, পেস্তা রোলের শোকে মোটেও আকুল নই। কারণ এই পোড়া লুরুতে মোগলাই পরোটার ঠেকের সন্ধান পেয়েছি।

    (বেথেকে দুয়ো ;-))
  • aka | ২২ অক্টোবর ২০০৯ ০০:২৮ | 173.33.234.215
  • পেস্তা রোলের শোকে দুঃখ করে বঙ্গদেশের মিষ্টান্নর প্রতি অবমাননা করবেন না কমরেড। ও থাকার থেকে না থাকা ভালো।
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ০০:২৭ | 122.252.231.12
  • বিহ্বল হবার তো এমনিতে কোন কারণ নাই। যদি না উপসর্গের মত শপিং তাতে অ্যাড হয়। ঃ)
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ০০:২৬ | 122.161.63.122
  • ওহো, সরি সরি।
    কিন্তু চিত্রকূটটা ছাড়া বাকি সবকটা মিষ্টিই তো ওদেশেও প্যাটেল ইত্যাদি গ্রসারী-তে থরে থরে সাজানো থাকে!!! তবে কান্না কিঁউ???

    অর্পণ! একটু আগেই তো দুকুর গেল!!!
  • m | ২২ অক্টোবর ২০০৯ ০০:২৪ | 173.26.17.106
  • অরণ্য,এমনিতে কোনো কারণ নেই,তবে সাধারণ ভাবে ছেলেরা এইসব প্ল্যানের কথা শুনলে কিরম একটা বিহ্বল মতো হয়ে পড়ে,তাছাড়া তাদের অনেক বায়নাক্কা থাকে-সেগুলো ঐদিন চাই না।
    পুংরাও আলাদা করে একটা কিছু অ্যারেঞ্জ করুক না, আপনিই শুরু করুন।
    আমার কোনো আপত্তি নেইঃ)
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ০০:২০ | 122.252.231.12
  • হায়। এখন কিছু কাজু বরফিও নাই। পেস্তা রোল তো নাই-ই। শোবার আগে মেয়ে গুনেগেঁথে একটা জেমস দিয়ে গেছে। সেইটাই সম্বল।
  • aranya | ২২ অক্টোবর ২০০৯ ০০:১৮ | 192.128.167.68
  • তেকোনা, মিষ্টির মাতৃভূমি কলকাতায় বসে আমাদের মত প্রবাসীদের বেধড়ক লম্বা মিষ্টির লিষ্টি শোনাচ্ছ, দুঃখে এবার কেঁদেই ফেলব ঃ(
  • m | ২২ অক্টোবর ২০০৯ ০০:১৬ | 173.26.17.106
  • দু,
    আমাদের এক কাকুর মুখে এই ছড়াটা অনেক বার শুনেছিলামঃ)

    দুজনের কথোকথন চলছিলো
    বাড়ি কোথা?
    মুড়াগাইছ্যা
    শলা দিয়া দিমু পাছা চাইছ্যা
    বাড়ি কোথা?
    বৈদ্যবাটি
    পাছা দিয়া দিমু বাঁশ।
    মিললোনাতো?
    না মিলুক,ব্যথা তো পাইলি।
  • aranya | ২২ অক্টোবর ২০০৯ ০০:১৪ | 144.160.98.31
  • পানসি তো চলবে, কিন্তু গুরুর মত liberal, progressive ইত্যাদি, ইত্যাদি ফোরামে m যে পুং-বর্জিত ময়দান অভিযানের ধুয়ো তুলল, সেটা কি ঠিক হল ? ছেলেরা বাদ কেন, বোরিং বলে?
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ০০:১৩ | 122.161.63.122
  • ভাগ্যিস বাড়িতে দুটো চিত্রকূট, তিন চারটে শোনপাপড়ি, কটা কাজু বরফি, প্যাঁড়া আর পেস্তা রোল আছে। আর, খানিকটা পায়েসও। নইলে, অর্পণের গল্প শুনে ঘুমোতে হলেই হয়েছিল আর কি....
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ০০:০৫ | 122.252.231.12
  • আজকেই হাফবাক্স কালাকাঁদ শেষ করলাম লাঞ্চটাইমে। আমি আর আমার এক কলিগ। বয়সের সাথে সাথে লোভটাও বাড়ছে! ঃ-(
  • m | ২১ অক্টোবর ২০০৯ ২৩:৫৯ | 173.26.17.106
  • তিমি,
    যারা একটু মিষ্টি সিঙাড়ার ভয়ে ভীত..তারা বাদ।
  • Arpan | ২১ অক্টোবর ২০০৯ ২৩:৫৬ | 122.252.231.12
  • চালাও পানসি ময়দান?
  • Du | ২১ অক্টোবর ২০০৯ ২৩:৫৫ | 65.124.26.7
  • এটা শুনে একটা শোনা গল্প মনে পড়লো - এক ছেলেকে খ্যাপানো হচ্ছে - "সত্যব্রত ভট্টাচার্য্য -- তোর বাঁশ" - তাই শুনে ছেলেটা বল্ল - দুর, মিললো না। তাইতে একটুও অপ্রতিভ না হয়ে যে খ্যাপাচ্ছিল সে উত্তর দিল - "মিলুক না মিলুক, ব্যথা তো পাইলি"

    তো র ই হোক আর ড় -ই -
  • tkn | ২১ অক্টোবর ২০০৯ ২৩:৪৮ | 122.161.63.122
  • ঃ-))))
  • Tim | ২১ অক্টোবর ২০০৯ ২৩:৪১ | 71.62.121.158
  • ঃ-)))
  • Arpan | ২১ অক্টোবর ২০০৯ ২৩:৩৯ | 122.252.231.12
  • * অক্ষদার
  • Arpan | ২১ অক্টোবর ২০০৯ ২৩:৩৯ | 122.252.231.12
  • অক্ষদা বানামের মাবাপ নাই।

    গু মারানো না, গু মাড়ানো। ঃ-)
  • Tim | ২১ অক্টোবর ২০০৯ ২৩:৩৪ | 71.62.121.158
  • কেই নাই।
    কাজাই।
  • Tim | ২১ অক্টোবর ২০০৯ ২৩:২৪ | 71.62.121.158
  • মামীর ভয়ে দীপুটা কেমন পালিয়ে গ্যাচে। আমার মত সাহসী কজনই বা আছে। তবু কোনো অহংকার নেই। অবাক্কান্ড! ঃ)
  • tkn | ২১ অক্টোবর ২০০৯ ২২:৫৯ | 122.161.63.122
  • এই রে, খালিপেটে বকুনি খেলে নাকি? তবে তো এক গেলাস জল খেলেই ঃ-)))))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত