এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ২২ অক্টোবর ২০০৯ ২৩:৩২ | 117.195.40.105
  • আরে স্ট্রীকটা হনুকে বলেছে তো। হনু নিশ্চয় স্কার্ট পরার কথা ভাবছে না। (এটা লিখতে গিয়েই এত জোরে হেসে ফেললাম!)
  • h | ২২ অক্টোবর ২০০৯ ২৩:৩১ | 61.95.144.10
  • আমি ভাবচি, অলটারনেট স্ট্রিক করালে, ভাই, লাল আর সবুজ করাবো, দুদলকেই কনফিউজ করা যাবে, যাতে কাটতে এলে একটু ভড়কে যায়। বা অন্ততঃ দু মিনিট ভেবে কাটে।
  • a x | ২২ অক্টোবর ২০০৯ ২৩:৩০ | 143.111.22.23
  • শেভের বদলে স্ট্রিক? মানে আপুনি কি পায়ের লোম স্ট্রিক করার কথা ভাবলেন নাকি? এটা ভালো আইডিয়া তো, আগে মাথায় আসেনি! এই পা শেভ করার ঝকমারি সইবনা বলে আমি জিন্স ছাড়া কিছু পরিনা আজকাল, কত স্কার্ট গুমরিয়া মরে!
  • aka | ২২ অক্টোবর ২০০৯ ২৩:২৯ | 173.33.234.215
  • দুদি ঃ))))
  • d | ২২ অক্টোবর ২০০৯ ২৩:২৯ | 117.195.40.105
  • এই যে শোনো আমিও ক্লাস নাইন থেকে শাড়ী পরি আর ক্লাস ইলেভেন থেকে ডেইলী প্যাসেঞ্জারী করেছি। আমিও ৩ মিনিট হেঁটে দেড় মিনিট দৌড়ে ভীড়ঠাসা ট্রেনে উথে হাওড়া গেছি। টানা ১৩ বচ্ছর অমনিভাবে যাতায়াত করেছি। কলেজ পর্যন্ত এবং তার পরেও নিজে থিকথাক রোজগার না করা পর্যন্ত শাড়ী এবং শুধুই শাড়ী পরেছি। ঐভাবেই ট্রেনে করে হাওড়া গিয়ে, সেখান থেকে বাসে ধর্মতাল ও সেখান থেকে বাসে ডায়মন্ডহারবার গেছি সপ্তাহে একদিন করে, শাড়ী পরেই। আমাকে ওসব দেখিও না কমরেড।

    আমি প্রথম ট্রাউজার ও জিন্স পরি কোন্নগর ও কলকাতা ছাড়ার পর।
  • Binary | ২২ অক্টোবর ২০০৯ ২৩:২৭ | 198.169.6.50
  • আর পারা যাচ্চে না, এবারে অপিশের মধ্যে জোরে জোরে হেসে ফেলব, খ্যাখ্যাখ্যা। শেভ-এর বদলে স্ট্রিক ? সবাই কে কি আর ডেভিড বেকহ্যাম পেয়েচো ?
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ২৩:২৭ | 122.173.176.122
  • অফিসে বসে আড়মোড়া ভাঙার ইচ্ছে হলে

    ১। রেগুলার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে দিনের কোনো একটা সময়

    ২। হেলদি লাঞ্চ করতে হবে

    ৩। অ্যান্টাসিড খেতে হবে (এক হোমিও ডাক্তারের কাছে শুনেছিলাম বাচ্ছারা শুধু দুধ খেলে গ্যাসের প্রবলমে হয়, তাই ঘুমের মধ্যে ওরা কেবল গা মোড়ামুড়ি করে আড়মোড়া ভাঙে)

    ৪। ঠিকঠাক প্রয়োজন বুঝে ঘুমোতে হবে ফার্ম ম্যাট্রেসে

    তবে, ইয়ে, মানে, এক অফিস কলিগের সামনে গা মুচড়ে আড়মোড়া ভাঙা ব্যাপরাটাই বড় দৃষ্টিকটু, সে যে পোষাকেই হোকনা কেন
  • a x | ২২ অক্টোবর ২০০৯ ২৩:২৭ | 143.111.22.23
  • দু ঃ-)
  • aka | ২২ অক্টোবর ২০০৯ ২৩:২৬ | 173.33.234.215
  • ভুণ্ডুলি ঢাকার কোন কৌশল জানা থাকলে সঙ্কÄর জানান। দেশ, দশ ও ছেলেদের একান্ত উপকার হয়।
  • Du | ২২ অক্টোবর ২০০৯ ২৩:২৫ | 65.124.26.7
  • অক্ষ, আমার আর শাড়ির মধ্যে হাইট এর পার্থক্য খুবই কম, কোনমতে মাথাটা দেখা যায় শুধু
  • a x | ২২ অক্টোবর ২০০৯ ২৩:২৫ | 143.111.22.23
  • অল্টার্নেট স্ট্রিক করতে পার, লাল ও ভাওলেট। মাঝে মাঝে কাঁচা পাকা উঁকি।
  • h | ২২ অক্টোবর ২০০৯ ২৩:২৪ | 61.95.144.10
  • মেনলি পেট নিয়ে আলোচনা হচ্ছে। আমি যে এই ব্যাপারে কত সেন্সিটিভ কেউ খেয়াল করছে না। হোয়াট আ ক্রুয়েল ওয়ার্ল্ড।
  • h | ২২ অক্টোবর ২০০৯ ২৩:২৩ | 61.95.144.10
  • অন্ততঃ লাল পতাকার অথরিটি মেনে নিন কমরেড। তার পরে কালে কালে, শোলের বীরুর মত আইকনের পেছন থেকে কত কথা কইতে পারবেন, আর দলে দলে বাসন্তী কে ইমপ্রেস করবেন ;-)
  • a x | ২২ অক্টোবর ২০০৯ ২৩:২৩ | 143.111.22.23
  • এইযে শোনো, আমি ক্লাস ইলেভেন থেকে শাড়ি পরেছি, তারপর ২৩৪ ধরে রেগুলার দরজায় ঝুলে, শিয়ালদা গিয়ে বাজারের মধ্যে দিয়ে হেঁটে বঙ্গবাসীর পেটোর মধ্যে দৌড়োদৌড়ি করেছি, আমাকে শাড়ি পরা দেখিও না, হ্যাঁ! যদি না তোমার আঁচল ঐ "ধরি ধরি" হয়, কিম্বা তোমার ব্লাউজ, পেটিকোটে গোঁজা থাকে, হাত তুলে আড়মোড়া ভাঙ্গলে কিভাবে পেট বেরোবেনা শুনি? হ্যাঁ?
  • Binary | ২২ অক্টোবর ২০০৯ ২৩:২৩ | 198.169.6.50
  • আর ছেলেরা পা শেভ করে স্কার্ট পরলে দাঁড়কাকের মতন লাগবে যে।
  • Du | ২২ অক্টোবর ২০০৯ ২৩:২৩ | 65.124.26.7
  • ভায়োলেটটাই ভালো নিয়ম ভায়োলেট করার জন্য
  • d | ২২ অক্টোবর ২০০৯ ২৩:২৩ | 117.195.40.105
  • আহা লালচুল আজকাল পথেঘাটে দেখা যায়। হনু বরম চুলে বেগুনী বা আরেকটু হাল্কার দিকে মভ কালার করাতে পারো।
  • Binary | ২২ অক্টোবর ২০০৯ ২৩:২১ | 198.169.6.50
  • একি কেলো ? আড়ামোড়া না ভাঙ্গলেই তো হয় ..... যারা ভাঙ্গে (মানে ছেলে এবং মেয়ে দুজনেই) তারা তো ইচ্ছে করেই করে।
  • m | ২২ অক্টোবর ২০০৯ ২৩:২০ | 173.26.17.106
  • স্কুলে নবম শ্রেনীতে মেয়েরা প্রথম যে ভাবে শাড়ি পরে সে ভাবে পরলে পেট কেন তার আভাস পাওয়াও মুশকিল।
  • h | ২২ অক্টোবর ২০০৯ ২৩:২০ | 61.95.144.10
  • মেয়েদের অনেক রকম জামা ফর্মাল বলে ধরে নেয়, ছেলেদের বেলা খালি সেই বাজে গোমড়া ট্রাউজার্স আর শার্ট আর জুতো। আমি এর প্রতিবাদে চুলে রং করাবো। লাল। দুল পরবো না, তাহলে মনে হবে, একটি জলহস্তী হঠাৎ ময়ুরী হতে চায়। কিন্তু লাল ও স্থূল জলহস্তী আই সাপোজ শুড বি আ গুড জোক টু ক্র্যাক ইন কর্পোরেট ওয়ার্ল্ড

    কিন্তু মাঝে মাঝে ভাবছি ভায়োলেট করাবো, ওটা বেটার দেখতে।
  • a x | ২২ অক্টোবর ২০০৯ ২৩:১৯ | 143.111.22.23
  • অথারিটি অথারেটিটিভ হবে বলেই না আমাদের অর্গানাইজড হতে হবে কমরেড! লাল নিশানের তলায় উদার আহ্বান জানাই আপনাদের!
  • d | ২২ অক্টোবর ২০০৯ ২৩:১৬ | 117.195.40.105
  • এইবারে আমি অক্ষর ওপরে রেগে যাব। আরে শাড়ী পরে আড়মোড়া ভাঙলে মোটেই একফোঁটাও পেট বেরোয় না, যদি না তুমি "আছে আভাস ব্লাউজ' পর।
  • d | ২২ অক্টোবর ২০০৯ ২৩:১৪ | 117.195.40.105
  • ওমা অক্ষ কয় কি! অথরিটি তো অথরিটেটিভই হবে। আমি একটা কোঙে ইন্তারভিউ দিতে গিয়ে দেখেছিলাম রিসেপশানে একটা অ্যাই বড় গনেশ আর যে ঢুকছে প্রণাম করে ঢুকছে। কেউ না করলে সিকিউরিটি আবার তাকে ডেকে বলছে।
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ২৩:১৪ | 122.173.176.122
  • একই উত্তর
    বালিশ বাঁধা থেকে শেষ অবধি ঃ-)))
  • a x | ২২ অক্টোবর ২০০৯ ২৩:১৪ | 143.111.22.23
  • তাইলেই বোঝো, যতই তুমি টাক-ইন করে শাড়ি পর, হাত তুলে আরমোড়া ভাঙ্গলে কি হবে? তখন টাক মাস্ট অ্যান্ড অ্যাবসোলিউটলি নো আরমোড়া ভাঙ্গা জারি করতে হবে!
  • m | ২২ অক্টোবর ২০০৯ ২৩:১৪ | 173.26.17.106
  • বাইনারি,এদের দুদিন ছবি তোলা ছিলো, প্রথম দিন ফর্মাল বড়জোর সেমিফর্মাল আর অন্যদিন পুরো স্কুলের ছবি একসাথে।দ্বিতীয় দিন যার যাখুশি।
    ছেলেকে দ্বিতীয়দিন ধুতি পরালে মন্দ হতো না,নেহাত সারাদিন থাকতে হবে আর মনের ওপর খুব চাপ পড়তে পারে ভেবে সাহস করলাম নাঃ)
  • a x | ২২ অক্টোবর ২০০৯ ২৩:১২ | 143.111.22.23
  • ওমা মেয়েদের পা শেভ করা অলিখিত মাস্ট আর ছেলেরা স্কার্ট পরে হাওয়া লাগাবার সুবিধেটা পাবে কিন্তু শেভ করার কষ্টটা করবেনা?
  • Binary | ২২ অক্টোবর ২০০৯ ২৩:১০ | 198.169.6.50
  • আরিত্তারা, স্কার্ট পরার সাথে পা শেভ করাটাও মাস্ট নাকি ? মানে ছেলেদের ক্ষেত্রে ?

    আর অতবড় যৌথ পরিবার নাহোক, শউর-শাউরি নিদেনপক্ষে।
  • a x | ২২ অক্টোবর ২০০৯ ২৩:০৯ | 143.111.22.23
  • আরে এতক্ষণ ধরে কি বলছি, ঐ "দৃষ্টিকটু" ব্যপারটাই ভয়ানক সাব্জেক্টিভ। একটা মিনিমাম এক্সপেকটেশন থাকতে পারে, তোয়ালে জড়িয়ে অফিসে কেউ এমনিতেও আসবেনা। কিন্তু এই চপ্পল পরবে না ওড়না থাকবে এগুলো একটু অতিরিক্ত ক®¾ট্রাল। এত ছোট ছোট ব্যাপার নিয়ে গাইডলাইন বহুত বাড়াবাড়ি এবং অথারেটিটিভ লাগে, এই আর কি।
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ২৩:০৭ | 122.173.176.122
  • বাইনারি, যে লিস্টি ধরে যৌথ পরিবার বলেছেন তেমন পরিবার এখন বোধহয় টিভিতেই শুধু দেখা যায়। সেসব জায়গার ড্রেস কোড তো... জাস্ট কথা হবে না ঃ-))
    তবে যে পরিবারের বাবা, জ্যাঠা, জেঠি, খুড়ি, মা ইত্যাদিরা বুকে বালিশ/পাথর (যার যা দরকার) দিয়ে ছেলেকে পা শেভ করে স্কার্ট পড়ে বেরোতে দেখবেন, তারা কি আর মেয়ের স্যান্ডো নিয়ে তেমন আপত্তি করবেন? আই ডাউট ঃ-)))
  • d | ২২ অক্টোবর ২০০৯ ২৩:০৭ | 117.195.40.105
  • তেকোনার 11.04 এ ক।

    অ মিথু আজকাল ছেলেরাও পেট বের করে আসে গো। বিশেষ করে শুক্কুরবারে। একটু হাত তুলে আড়মোড়া ভাঙল কি ব্যাস! এক বিঘৎ চামড়া। তাতে আবার অনেকের ট্যাটু আঁকা থাকে।
  • Binary | ২২ অক্টোবর ২০০৯ ২৩:০৬ | 198.169.6.50
  • মাইমা, স্কুল থেকে এই পিকচার ডে তে ট্রাডিশনাল ড্রেস পরাটা খুব চাপের। মেয়ে কে শাড়ী পরিয়ে স্কুল নিয়ে যেতে গিয়ে আমার-ই ধুতি খোলা অবস্থা হয়েছিলো।
  • pi | ২২ অক্টোবর ২০০৯ ২৩:০৬ | 128.231.22.89
  • জিন্স নিয়ে যেটুকু ট্যাবু ছিল, সেটা শরীর দেখানো পোশাক বলে ও না, সাহেবী পোশাক বলেও না । অন্তত আমার যতটুকু মনে পড়ে। সাহেবী পোশাক বলে ই যদি হবে তো ছেলেদের বেলায় ও তো তা প্রযোজ্য হত। আমার যদ্দুর মনে পড়ে ওটা ছেলেদের পোশাক এইটা একটা য়াক্টর ছিল। মাইয়ালোগে ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াবে, এ আবার কেমনতর অনাচার, এরকম একটা মনোভাব আর কি।
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ২৩:০৪ | 122.173.176.122
  • না, সেমিজ পড়তে লাগে না। রেগুলারেও অসুবিধা হয় না। আসলে শাড়ি ঠিকঠাক পড়াটাও... মানে ঠিক ভাবে টাক ইন করলে এক্সপোজার থাকে না তেমন। এটা মনে হয় প্র্যাকটিক্যাল লেসন ছাড়া বোঝাতে পারব না। হয়ত কিছুটা আভাস উঁকি দিতে পারে, কিন্তু তা কখোনোই দৃষ্টিকটু নয়। পুরো ব্যাপারটাতেই ঐ "ক্যারি করা"-টাই কি ওয়ার্ড আসলে। এবং বসার ভঙ্গীও, অবশ্যই ঃ-))))
  • m | ২২ অক্টোবর ২০০৯ ২৩:০৪ | 173.26.17.106
  • ছেলেরা সাজে না নাকি!! গাদা গাদা ঘড়ি, ব্যাগ, জুতো এগুলো তাইলে কি- নেহাত পেট বার করে না, কিন্তু জামার কোন কেতায় পেশিবাহুল্য বোঝা যাবে দিব্যি জানে-ভুন্ডুলি ঢাকার ও নিশ্চয় কোনো বন্দোবস্ত আছে( আমার এক বন্ধু, বেল্ট তাকে এমন ভাবে পেটের ওপর বাঁধে ,দেখে মনে হয় গাউন পরেছেঃ)
  • a x | ২২ অক্টোবর ২০০৯ ২৩:০৩ | 143.111.22.23
  • ঃ-০ আগন্তুক!
  • Binary | ২২ অক্টোবর ২০০৯ ২৩:০২ | 198.169.6.50
  • তেকোনা সেকি, আপুনি দাদা-দিদি-মামা-কাকা-জ্যাঠা সম্বলিত যৌথ পরিবারের কথা ভুলে গেলেন। নাকি অ্যাসাম্পশন, জৌথ 'পরিবার নয়'।
  • pi | ২২ অক্টোবর ২০০৯ ২৩:০১ | 128.231.22.89
  • কেন ? লুঙ্গি তো স্কার্টের ই একরকমের ভেরিয়েশন ধরা যেতে পারে।
  • a x | ২২ অক্টোবর ২০০৯ ২৩:০০ | 143.111.22.23
  • হ্যাঁ যেমন সেমিজ পরে শাড়ি পরলে পেট দেখা যাবেনা। আর ঝুমঝুমটা বাদ দিয়েই বললাম তো!
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ২৩:০০ | 122.252.231.12
  • আরে না না সেই কথা বলিনি। ম্যাঞ্জারকে এইচার এই সব নিয়ে ফোং করলে উল্টে বলে দেওয়া উচিত তোমাদের গাইডলাইন তোমরা সামলাও। যত উৎপটাং জিনিস নিয়ে জ্বালাতে পারে এরা।
  • agantuk | ২২ অক্টোবর ২০০৯ ২২:৫৯ | 128.48.203.91
  • @Binary: স্কটিশ সাহেবরা যে শুধু স্কার্ট পরেন তাই না, সে স্কার্টের নিচে একমাত্র ভগবানদত্ত চামড়াটুকু ছড়া আর কিচ্ছুটি থাকতে পারে না। মানে নাথিং কামস বিটুইন মি & মাই কিল্ট, আর কি!
  • san | ২২ অক্টোবর ২০০৯ ২২:৫৮ | 123.201.53.3
  • আরে সে এখন জানি কেন নিষেধাজ্ঞা হয় না হয়। তখন ছোট ছিলাম ঃ-)
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ২২:৫৮ | 122.173.176.122
  • সিম্পল-
    মেয়েরা দুনিয়ার তাবৎ ছেলেদের স্কার্ট পরিহিত দেখবে দিনে ৮/১০ ঘন্টা ঃ-))))। আর বাড়িতে স্যান্ডো পল্লেই বা কি অসুবিধা, গোটা অফিস তো আর দেখতে আসছে না।
    উল্টোদিকে ছেলেরা, খোরাক হবে। অথচ বাড়ি ফিরে শুধুই গৃহসঙ্গিনীকেই স্যান্ডোতে দেখতে পাবে যদি ব্যাচেলার না হয়। ব্যাচেলার হলে তো ঃ-)))))))))
  • Binary | ২২ অক্টোবর ২০০৯ ২২:৫৭ | 198.169.6.50
  • জিন্স পরার নিষেধাজ্ঞা আসলে সাহেবি পোষাকের জন্য, শরীর দেখা না দেখার ওপর নয় মনে হয়।
  • m | ২২ অক্টোবর ২০০৯ ২২:৫৬ | 173.26.17.106
  • বাইনারি,আমি তো স্কার্ট পরা শন কনারির ছবি দেখে ফিদাঃ)
    সেদিন ছেলের স্কুলের পিকচার ডেতে দেখলাম ,একটি মাঝবয়সী ছেলে ১৩-১৪ হবে স্কার্ট পরে এসেছে। এই আমার প্রথম স্কার্ট পরিহিত ছেলে দেখা,মন্দ লাগছিলো না কিন্তুঃ)
  • san | ২২ অক্টোবর ২০০৯ ২২:৫৫ | 123.201.53.3
  • এইটা তো আমার ছোটবেলা থেকে প্রশ্ন। কর্পোরেট নিয়ে না। বিয়েটিয়ের পরে অনেককে জিনস পরতে বারণ করা হয় তো, সেই নিয়ে। কিছুতেই আমার মাথায় ঢুকতোনা শাড়িতে অ্যাত্তখানি কোমর পেট বেরিয়ে থাকে আর জিনসে তো প্রায় কিছুই খোলা থাকেনা বা খুব বেশি হলে ওয়ান ফোর্থ পা ( তখন লো রাইজ টাইজ দেখিনি অত) , অথচ ... ঃ-)))))))
  • d | ২২ অক্টোবর ২০০৯ ২২:৫৪ | 117.195.40.105
  • হ্যাঁ সে তো আছেই। কিন্তু আমি কি করে আগাম জানব কে কী পরে আসবে!!

    অক্ষ সে তুমি যাই বল, তেকোনা খুব একটা ভুল বলছে না। কিছু কিছু পাবলিক এমনসব জিনিষপত্র পরে আসে ..... হাঁটছে চলছে ছমছম ছমছম, কিম্ব ঝুনুঝুনু।
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ২২:৫৪ | 122.173.176.122
  • মানে ঐ সিঁদুরের ব্যাপারটায়

    আর, ইয়ে, না... যেমন মাপই হোক, একটুও পেট না দেখিয়ে অনায়াসে শাড়ি পরা যায় তো ঃ-))
  • Binary | ২২ অক্টোবর ২০০৯ ২২:৫৩ | 198.169.6.50
  • আরে কেন ? কেন ?
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ২২:৫৩ | 122.252.231.12
  • ঐটা ভাষার গন্ডগোল। যারা লিখবেন তারা সেইভাবে মেপেঝুপে লিখবেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত