এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ২৯ অক্টোবর ২০০৯ ১২:৩১ | 76.247.246.200
  • ইউনিফর্ম আর জিন্সে তফাৎ হল - তোমার আরেকটা লেয়ার অফ পরিচয় পাব্লিক হল। আমি এখন এত ফটর ফটর করি, ১৮তে নিজে দোকানে গিয়ে আন্ডি কিনতে আমার কেমন কেমন লাগত, মাকে ঠেলতাম, মানে ফালতু ইনহিবিশন, সমাজই শিখিয়েছে। তো এরা যদি সেগুলো কাটিয়ে উঠতে পারে তো ভালো খুবই।
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১২:৩১ | 216.52.215.232
  • দেবে। কাউন্টারের লোকজন যন্ত্রবৎ চেক আউট করে যায়।
  • san | ২৯ অক্টোবর ২০০৯ ১২:২৬ | 121.50.4.240
  • আঠেরো বছরের মেয়ে ক¾ট্রাসেপটিভ কিনবে এতে অসুবিধের কী আছে? ইউনিফর্ম আর জিন্সে কী আসল গেল? আঠেরো এমন কিছু কচি খুকি না, বিয়ের বয়সও তো ইভন হয়ে যায় !

    আর তুমি খামোখা ডিফেন্সিভ হয়ে যাচ্ছ। এসব তো জেনারেল কৌতুহল। আলাদা করে তোমাকে জিগ্যেস করিনি।
  • a x | ২৯ অক্টোবর ২০০৯ ১২:২৬ | 76.247.246.200
  • না, আমি সেটা বলিনি তেকোনা। বলতে চেয়েছি, এই শরীরের চাহিদাটা মাত্রা মেনে করা বা না করা, এইটার বয়সের সীমারেখা কি?
    মানে এই যে তুমি ১৭-১৮'র মেয়ে এরকম করছে দেখে একটু ক্ষুন্ন হচ্ছ, বা মেয়ের জন্য চিন্তা করছ। এটা কি ২৪-২৫, ৩৪-৩৫ এর মেয়েদের দেখেও হবে?
  • Arijit | ২৯ অক্টোবর ২০০৯ ১২:২৩ | 61.95.144.122
  • সেগুলো স্পেন্সার্স টাইপের দোকানে।
  • tkn | ২৯ অক্টোবর ২০০৯ ১২:২২ | 122.163.79.7
  • জানিনা। কোনো বোধই কি কোনো বয়সের গন্ডীতে বাঁধা যায়? ভালোবাসা, প্রেম, রাগ, ঈর্ষা, মোহ, সবই তো বোধ। কোনটা কত বয়স অবধি রাখব ভাবিনিতো। মাত্রাবোধও তাই। থাকবে, যতদিন না সব বোধ হারাচ্ছি, সকলের সঙ্গেই
  • kallol | ২৯ অক্টোবর ২০০৯ ১২:২২ | 220.226.209.2
  • টইয়ের প্রথম ১০ আপডেট হচ্ছে না।
  • a x | ২৯ অক্টোবর ২০০৯ ১২:২১ | 76.247.246.200
  • তাক থেকে তুললেও, কাউন্টারে গিয়ে পয়সা দিতে হয়না?
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১২:২০ | 216.52.215.232
  • অক্ষদা, দোকানে গিয়ে কন্ডোম চাইতে হয় না এখানে আর। তাক থেকে তুলে নিলেই হয়ে যায়।
  • a x | ২৯ অক্টোবর ২০০৯ ১২:১৯ | 76.247.246.200
  • এক্স্যাকটলি কোন বয়স থেকে এই মাত্রাবোধটা না থাকলেও চলে? ঃ-)
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১২:১৭ | 216.52.215.232
  • আই-পিল আর ৭২-এর অ্যাড যখন তখন আসে। মেয়ে হাঁ করে দ্যাখেও।
  • tkn | ২৯ অক্টোবর ২০০৯ ১২:১৭ | 122.163.79.7
  • বয়েজ/মেনস রুম দেখার চান্স নেই। আমার এক বন্ধুর দিদি মাঝে কিছুদিন খুব ডিপ্রেসড ছিলেন। কারণ জানলাম, তার ক্লাস টেন পড়ুয়া ছেলের ব্যাগে কন্ডোম পেয়েছেন তিনি। এবং ছেলেকে সেই নিয়ে প্রশ্ন করতে সে বলেছে সে কোনো মলের বাথরুম থেকে ওগুলো কিনেছে এবং বন্ধুদের কাছে বেশি দামে বিক্রিও করেছে। দিদি খুব করুণ গলায় কথাটা বলছিলেন, তবে আমরা দুজনেই প্রায় হেসে ফেলেছিলাম। ব্যবসাবুদ্ধির তারিফ করতে গিয়ে আর করিনি। তবে ছেলেটি যে বড় হয় বিজনেসম্যানই হবে সে বিষয়ে খুব একটা সন্দেহ নেই ঃ-)
  • a x | ২৯ অক্টোবর ২০০৯ ১২:১৬ | 76.247.246.200
  • আমি কিছুতেই কি লিখবনা! মানে ঐ কিটা। এই কিটাই লিখব!!
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১২:১৫ | 216.52.215.232
  • দেশের মলের বয়েজরুমে মেশিন থাকে? কখনো চওখে পড়েনি।
  • a x | ২৯ অক্টোবর ২০০৯ ১২:১৫ | 76.247.246.200
  • এই ডিস্পেন্সিং মেশিনের আইডিয়াটা খুবই ভালো। দোকানে গিয়ে হয়ত লজ্জায় কিনবেনা।
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১২:১৫ | 216.52.215.232
  • অক্ষদা, বুঝিলাম। কী আর কি পর্যায়ক্রমে লিখিলে কনফিউশন হইত না।
  • tkn | ২৯ অক্টোবর ২০০৯ ১২:১২ | 122.163.79.7
  • আর্ধুর। স্কুলের ভেতরের কথা কে বলেছে? মেয়েরা কি স্কুলের ফার্মেসি থেকে কিনছে বললাম? স্কুলের বাইরের কথা বলছিলাম। বয়েজ রুমে ইয়ানি ম্যানসরুমে, মল-এ। এটা বোঝাতে চেয়েছিলাম।

    স্যান, লিগ্যাল কি ইল্লিগ্যাল জানিনা। তবে স্কুল ইউনিফর্ম, বুকে ব্যাজ, পায়ে কেডস পরা তিনটি মেয়ে দাঁড়িয়ে কাউন্টারে বলছে একটা আই-পিল প্যাক দিন, কেমন একটু লাগে। হয়ত ওরাই যদি রেগুলার জিন্স বা স্কার্ট পরে পাশে দাঁড়িয়ে কেনে, আমি খেয়ালই করতাম না। বাড়িতে একপিস কুচি বাড়ছে। বোধহয় সেই কারণেই "মেয়ে আমি"-র দিকে তাকিয়ে "মা আমি" ভয় খাইয়ে দিল। কিশোর প্রেমে শরীর শিহরণ আমারও এসেছে, তারও আসবে। তবে মাত্রাবোধ থাকাটা জরুরী ছিল তখোনো, এখোনো আছে
  • a x | ২৯ অক্টোবর ২০০৯ ১২:১২ | 76.247.246.200
  • হ্যাঁ বিলেতে বা বিদেশে থাকে তো। আমাদের দেশে তো পার্কে ছাতা নিয়ে ঢুকলে প্রবলেম, সেখানে এই ব্যপার শুনে একটু চমকালুম।

    অর্পণ, সেইন্সবুরিজ কি? ও বয়েজ রুমে সিরিয়াসলি কন্ডোম ডিস্পেন্সিং মেশিন থাকে? বোঝা গেল?
  • dipu | ২৯ অক্টোবর ২০০৯ ১২:১২ | 207.179.11.216
  • ফার্স্ট ইয়ারে হোস্টেলে আমাদের পাশের ব্লকে ম্যানেজমেন্ট পড়ুয়া ছেলেমেয়ে একসাথে থাকতো। বৈপ্লবিক পদক্ষেপ। সেকেন ইয়ারে সেই ব্লকটা শুধুই ছেলেদের হয়ে গেল, মেয়েদের বহুদূরের অন্য একটা হোস্টেলে পাঠিয়ে দেওয়া হল। কারণ হিসাবে কানাঘুষোয় জানা গেল একটি মেয়ের ঘরে কন্ডোম মিলেছে।
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১২:১১ | 216.52.215.232
  • ও, সেইন্সবুরিজ বিলেতের একটা মেগাস্টোর।
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১২:১১ | 216.52.215.232
  • আমরা বলতাম সেনেদের বাড়ি।
  • Arijit | ২৯ অক্টোবর ২০০৯ ১২:০৯ | 61.95.144.122
  • সেইন্সবুরিজ একটা সুপারমার্কেট - ওয়ালমার্টের মতন। বিলেতের অনেক সুপারমার্কেটেই এই মেশিন দেখেছি। ইভেন মোটরওয়ের ধারের রেস্ট এরিয়ার টয়লেটেও।
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১২:০৯ | 216.52.215.232
  • অক্ষদার লাস্ট সেন্টেন্স কেমন ঘাঁটামত। ঠিক বুঝলুম না।
  • Arijit | ২৯ অক্টোবর ২০০৯ ১২:০৮ | 61.95.144.122
  • আপিসে ওক্কুট ব্লক করেছে না কি করেছে কে জানে - কদিন ধরে "কানেকশন রিসেট বাই peer' আসছে। কাল বাড়ি থেকে দিব্যি খুলে গেলো। আমাদের আপিসে তো এই রোগ ছিলো না...এই প্রসেসের দৌলতে হচ্ছে মনে হয়। আর নতুন ভিপি-টিপিগুলো সব আইবিএম/টেকমাহিন্দ্রার পাবলিক - তাদের কনসেপ্টটাই ওরকম।

    কিন্তু ফেসবুক, লিংকডইন - এগুলো খুলছে। ওক্কুটে কি এমন আপদ আছে যে আটকালো?
  • a x | ২৯ অক্টোবর ২০০৯ ১২:০৫ | 76.247.246.200
  • এই বুদ্ধিটা যে হয়েছে মেশিনের কাছে যাওয়ার সেটা তো খুবই তারিফযোগ্য।
    কিন্তু সেন্‌স্‌বুরিজই বা কি আর এটা কি সিরিয়াসলি যে বয়েজ রুমে কন্ডোম ডিস্পেন্সিং মেশিন থাকে?
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১২:০৪ | 216.52.215.232
  • বোঝো! তাকেই তো সাজানো থাকে সারি সারি। বোধহয় খুচরো দরকার পড়েছিল। ঃ))
  • Arijit | ২৯ অক্টোবর ২০০৯ ১২:০৩ | 61.95.144.122
  • সেইন্সবুরিজে একদিন গেছি বাজার করতে - তো বয়েজ রুমে যেতে হয়েছে। আমি ঢুকে দেখি একটা ছোকরা দাঁড়িয়ে আছে - বয়স খুব বেশি হলে পনেরো - মেশিনের কাছে। আমাকে দেখে সরে এলো। যতক্ষণ আমি রইলুম এদিক ওদিক ঘুরঘুর করলো। বেরনোর সময় দেখি ফের মেশিনের সামনে পৌঁছে গেছে আর পকেট থেকে কয়েন বের করছেঃ-)
  • dipu | ২৯ অক্টোবর ২০০৯ ১২:০২ | 207.179.11.216
  • অক্কুটে গুরুচণ্ডালি দেবীর প্রোফাইলটা একটু বেশ ইয়েমতন।
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১২:০১ | 216.52.215.232
  • আরে এই তো 11:56 PM-এ কাল্পনিক ডায়ালগ দিলে। সেইটা পড়ে আমি লিখলাম ছেলেদের-ও। ঃ)

    কোন স্কুলের বয়েজ রুমে মেশিন থাকে রে বাবা! খালি পিছিয়ে পড়ছি।
  • san | ২৯ অক্টোবর ২০০৯ ১২:০১ | 121.50.4.240
  • আমাদের দেশে কি আঠেরোর আগে ক¾ট্রাসেপটিভ কেনা ইল্লিগাল? মানে আমি সত্যিই জানিনা।
  • tkn | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৫৯ | 122.163.79.7
  • নাঃ তুমিও দেখি আমারই মত বেছে পড়ছ অপ্পন ঃ-)
    লিখেছিলাম নামী স্কুলের ইউনিফর্ম পরা তিনটি মেয়ে। ছেলেদের জন্য তো আজকাল বয়েজ রুমে মেশিনই আছে শুনেছি ঃ-)
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৫৮ | 216.52.215.232
  • পনেরো মিনিট পায়ে হেঁটে বাস ধরতে হলে তাকে আর শহর বলে রে খোকা? আউটার রিং রোডের ধারে ওই জায়গা আরেকটু ডেভেলপ হলে নায় দয়াদাক্ষিণ্য করে "গঞ্জ' বলা যাবে।
  • tkn | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৫৮ | 122.163.79.7
  • আমার ঐ অবস্থা নয়। যেটা যেখানে থাকার সেটা সেখানেই থাকে। সেইজন্যেই হয়ত ঃ-))
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৫৬ | 216.52.215.232
  • অ্যা! ছেলেদেরও দেখেছ নাকি? ;-)
  • dipu | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৫৬ | 207.179.11.216
  • খ্যা খ্যা। অজ গেরামের লোক শউরে লোকের শউরে আপিসকে বলে গণ্ডগ্রাম :-P
  • tkn | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৫৬ | 122.163.79.7
  • তবে, এটাও ঠিক যে অনামী স্কুলের ছেলেমেয়েরা কিনছে না আদৌ বা কিনবে না এমন কিন্তু বলিনি। আমার বক্তব্য আমার একদিনের একটা ঘটনা দেখার প্রেক্ষিতে। ইনজেনারেল অবজারভেশন না। সেক্ষেত্রে সেন্টেন্সটা হত এইরকম - অ"অজকাল নামী স্কুলের ছেলেমেয়েরা দোকানে গিয়ে কনট্রাসেপ্টিভ কিনছে স্কুল ইউনিফর্ম পরেই। দেখে একটু কেমন লাগল।"
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৫৫ | 216.52.215.232
  • হেল্প, অ্যাবাউটে পাবা।
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৫৫ | 216.52.215.232
  • দুপুরে মারাথাল্লিতে মোটেও জ্যাম থাকে না। বললেই হবে?
  • san | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৫৫ | 121.50.4.240
  • এই দিপুর শুধু অজুহাতের পরে অজুহাত !

    আই ই। কোন ভার্সন জানিনা।
  • Arijit | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৫৫ | 61.95.144.122
  • জানলা আর আইই - এ আর জিগ্গেস করার কি আছে? আজ কোনোভাবে বিটস্ট্রীম ফন্ট লোড হয়ে গেছে। আবাপ কিছু উন্নতি করে ফেলেছে বলে মনে হয় না। আবাপ-র উন্নতি আর মাঃসঃ-র উন্নতি প্রায় একই ক্যাটেগরির;-)
  • dipu | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৫৪ | 207.179.11.216
  • বিটিডব্লু, ৫০০ নয়, ৩৩০,৩৩৩,৩৩৫। ৫০০রা এয়ারপোর্ট রোডে আসেন না। আউটার রিং রোডে চলাচল করেন।
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৫৪ | 216.52.215.232
  • ছ্যা ছ্যা। গন্ডগ্রামে অফিস একেবারে।
  • dipu | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৫৩ | 207.179.11.216
  • ৫০০ডি ধরতে আমাকে দুপুররোদে মিনিট পনেরো হাঁটতে হবে। তারপর মারাথাল্লি ব্রিজের জ্যাম।
  • san | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৫১ | 121.50.4.240
  • ঠিক কথা, আজ হঠাৎ বাংলায় আসছে। আগেও খুলত কিন্তু হিব্রুতে।

    এবং আমাদেরও একই অবস্থা। টেবিলে আমার বই আর চেয়ারে বরের জামাকাপড় মিলিয়ে যা অবস্থা হয়েছে তাতে আমরা রোজই রাত্তিরে খাই মেঝেতে মাদুর পেতে বসে কেননা এত জিনিস সরানোর থেকে সেটা ঢের সোজা। এদিকে আমার শ্বশুরশাশুড়ি এসেছেন। তাঁরা ব্যাপার দেখে কিঞ্চিৎ হতচকিত হয়ে জানতে চাইছেন তাহলে ডাইনিং টেবল কেনার দরকার কি ছিল ঃ-))))))
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৫১ | 216.52.215.232
  • ৫০০D? ৫০০ সিরিজের যেকোন বাস আসবে।
  • dipu | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৫১ | 207.179.11.216
  • হবেনি। দুকুরে আপিস থেকে কুন্দনহাল্লি যাওয়া চাপ হয়ে যাবে। মারাথাল্লি মার্কেটের কাছাকাছি হলে ট্রাই মারতাম। এদিকটায় কোনো সময়েই ঠিকঠাক অটো পাওয়া যায় না।
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৪৯ | 216.52.215.232
  • স্যানের মেশিনে কোন ব্রাউজার? আর কোন ভার্সন? ওএস?
  • tkn | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৪৯ | 122.163.79.7
  • না বোঝার তো কিছু নেই। কলকাতায় যত নামী স্কুল আছে তাদের মধ্যে একটির ইউনিফর্ম পড়া তিনটি মেয়ে। এটা বলার মধ্যেহয়ত একটা মানসিকতা কাজ করেছে। খুব নামী দামী স্কুলের ছেলেমেয়েরা অনেকেই "মিডলক্লাস মেন্টালিটি" ঝেড়ে ফেলে অনায়াসে দোকানে গিয়ে কনট্রাসেপ্টিভ কিনছে এবং ফোরামের ফুড কোর্টে বসে বন্ধুদের সঙ্গে তাই নিয়ে গল্প করছে। এটা নিজের দেখা। সম্ভবতঃ এদের হাতে এনাফ পয়সা এবং অবাধ স্বাধীনতা দুটোই এর কারণ। একথা বলব না যে আমাদের আঠেরোতে আমরা পারতাম না, ওরা পারে। কারণ আমাদের আঠেরোতে যে এক্সপোজার ছিল ওদের তার থেকে অনেক বেশি আছে। এবং তার দায় ওদের না। কিন্তু এটা তো সত্যিই যে বিভিন্ন আর্থসামাজিক পরিস্থিতি থেকে উঠে আসা আঠেরোদের সাহস, সম্বল এবং অ্যাডভেঞ্চারের সুযোগ এক নয়। ইচ্ছার তফাৎ-এর কথা বলছি না। সেটা একই পরিকাঠামোর ২০ জনের ২০ রকম হতেই পারে। "কেয়া হো জায়েগা, ৭২তো হ্যায় না" মানসিকতার কথা বলছি। "নামী স্কুলটা" বললাম, কিন্তু স্কুলের নাম বললাম না এই কারণে যে তাতে অকারণে স্কুলটাকে লেবেল করা হয়। অশোকহলের মেয়েদের দেখেছি বলে অশোকহলকে বিখ্যাত করব কেন যখন আমার অজান্তে হেরিটেজ বা মর্ডার্ণ হাইয়ের মেয়েরাও কিনতেই পারে
  • pi | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৪৮ | 72.83.213.179
  • তাইলে গত ক'দিন কোনো কেচ্ছা হয়েছে কিনা খোঁজা যাক ঃ)
  • Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৪৮ | 216.52.215.232
  • অ্যাই খোকা। দুকুরে ঘন্টা দুয়েকের সময় হবে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত