এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৫৬ | 213.132.250.2
  • শচিন না শচীন নাকি সচিন? বানানটা কী?
  • dipu | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৫১ | 207.179.11.216
  • Inclusive = সম্যক। কিন্তু এই কেসে মানাবে না।
  • dipu | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৪৯ | 207.179.11.216
  • Inclusion = অন্তর্ভুক্তি।
  • Arijit | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৪৫ | 61.95.144.122
  • মানে ন্যাজের রঙ বাই ডিফল্ট লাল? খাইসে - দিদি বন্‌ধ ডাকবে যে;-)
  • tkn | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৩৮ | 122.163.79.167
  • অথবা, সেই ন্যাজে ন্যাজ পাঠায় লোকজন বললে কেমন একটা সুন্দর বিনুনি ঝোলা শ্যাওড়া গাছ চোখের সামনে দেখতে পাচ্ছি। কটকটে কলকাত্তাই রোদে এমন টুকটুকে শ্যাওড়া দেখতে পেয়ে মনটা ফুরফুরিয়ে গেল
  • santanu | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৩৭ | 82.112.6.2
  • Inclusion এর বাংলা কি হবে? (Inclusive Education reference)
  • tkn | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৩৬ | 122.163.79.167
  • আর সেই ন্যাজে টেইল পাঠায় লোকজন? কারা পাঠায়? পাঠালে স্যান তাদের ফেরত টেইল কি করে পাঠায়? নিজে বানায় নাকি ফরোয়ার্ডেড?
  • Arijit | ০৩ নভেম্বর ২০০৯ ১২:৩২ | 61.95.144.122
  • স্যান সকালবেলা ন্যাজটাকে শ্যাওড়াগাছে ঝুলিয়ে রেখে আপিসে আসে? আবার বিকেলবেলা গিয়ে পরে নেয়? ;-)
  • Arijit | ০৩ নভেম্বর ২০০৯ ১২:১৫ | 61.95.144.122
  • অন্য দেশে হয় - কিন্তু কোন লেভেলে? ডিয়েগো সিমিওনেকে লাথি মেরে লাল কার্ড দেখে বেকহ্যাম বেরিয়ে যাওয়ার পর সেই নিয়ে - সেটা ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনাল, এবং ইংল্যান্ড বেশ ভালো খেলছিলো - তখন।
  • san | ০৩ নভেম্বর ২০০৯ ১২:১৪ | 121.50.4.240
  • টেইলের অ্যাড্রেস শ্যাওড়াগাছ।
  • Arijit | ০৩ নভেম্বর ২০০৯ ১২:১২ | 61.95.144.122
  • মজাটা হল কাল ভারত হেরেছে (আবার সেই ২-২, হুঁ হুঁ বাবা - সাউন্ডস ফিশি) - তো একজন ক্রিকেট করেসপন্ডেন্ট বল্ল যে শচিন আউট ছিলো কি ছিলো না সেটার চেয়ে বেশি জরুরী হল বাকিগুলো ধ্যাড়ালো কেন।
  • tkn | ০৩ নভেম্বর ২০০৯ ১২:১০ | 122.163.79.167
  • আর কোনো দেশে শচিন বা আর কাউকে নিয়ে এমন পাগলামো থাকলে, হয় নিশ্চই ঃ-)
  • Arijit | ০৩ নভেম্বর ২০০৯ ১২:০৮ | 61.95.144.122
  • কাল শচিন তেন্ডুলকরকে নাকি ভুল আউট দিয়েছে (আমি ক্রিকেট দেখি না) - তাই আজ রেডিও মির্চিতে সেই নিয়ে প্রোগ্রাম হচ্ছিলো - কলকাতার এই প্রান্ত থেকে ওইপ্রান্ত অবধি লোকে ফোন করে বলছিলো যে আউটটা কতটা ভুল ইত্যাদি। পৃথিবীর অন্য কোনো দেশে সকালবেলার রেডিও শো-তে এই টাইপের কচকচানি হয়?
  • h | ০৩ নভেম্বর ২০০৯ ১২:০৭ | 203.99.212.224
  • আমার বক্তব্যটা আবার প্লেস করি। ইংরেজি শেখা, এবং খুব ভালো করে শেখা সেই নিয়ে আমার কোন আপত্তি নেই। কিন্তু ইংরেজি না জানলে, আমি দারোয়ানের কাজ - ও পাবো না, শপিং মলে তিল এও বসতে পারবো না এটা আপদ। (অবভিয়াসলি উদা হরণ গুলো কোন অ্যাবসোলিউট অর্থে নয়।)

    পুরোনো বিস্তৃত কলোনী, দীর্ঘ দিনের বিভিন্ন গোদা বড় রেজিমের আপিসিয়াল ভাষা হওয়ার সুযোগ ইত্যাদি ইংরেজি ভাষার ব্যাপক ব্যবহার কে সম্ভব করেছে। তার সঙ্গে আরেকটা জিনিস ও আছে, ভাশা টার ব্যাপক অ্যাডাপটিবিলিটি। প্রচন্ড বদলাতে পারে। এবং রানা , ভাষা এবং রক্ত কে না জানে, পাঁচ মিশেল -ই বেস্ট ঃ-)

    টাইম পত্রিকার সেই বিখ্যাত প্রচ্ছদের কথা মনে করে দেখুন, কলোনী রাইটস ব্যাক। উপরে সম্ভবত, রোহিন্টন মিস্ত্রি র ছবি। তো এটা মোটামুটি ঘটনা যে ক্ষমতার অলিন্দে চড়তে গেলে, ইংরেজি সিঁড়ির কাজ করে। এটা যে কোন সাম্রাজ্যের মতই দুঃখজনক। মানে এটা ব্যবহার করে আমরা যারা 'উঠছি' তারা সাম্রাজ্যের অ্যাডোপশন পলিসির সাফল্য মাত্র। মানে এটা একটা ইয়ে মত তঙ্কÄ হিসেবে দাঁড় করানো যায়।

    এবার রিমি যে কথাটা বলছে, সেটা কি খুব ফ্যালনা? আমার মনে হয় না। ইন ফ্যাকট গুরুঙ্কÄ দিয়ে ভাবা উচিত। বাংলা গল্প বস, চাগরি পেতে গেলে, করে কম্মে খেতে গেলে যা যা লাগে শিখবো, রাখো তঙ্কÄ। ইত্যাদি। প্লাস গবেষণার কম্যুনিকেশন মূলতঃ ইংরেজি তে হচ্ছে। আমার বক্তব্য একটাই, ঠিক। শুধু বিভিন্ন ভাশার আইডেন্টিটির গল্প যেখানে স্ট্রং, যেখাএ ঐতিহাসিক ভাবে বিকল্প খোঁজার একটা চল ছিল অন্ততঃ সেখান থেকে বিষয়টাকে ডি-হিস্টরিসাইজ করা যায় না। আর ইংরেজির বাড় বাড়ন্ত টা বেশ রিসেন্ট এটা মনে রাখা দরকার। কে না জানে, সকল জিনিস-ই পরিবর্তনীয় ;-)

    ৮০ আর ৯০ এর দশক মোটামুটি যা শিখিয়েছে, কেরিয়ার বিশেষতঃ এনটার্প্রেনারশিপের সাফল্য ছাড়া কোন কিছুর কোন মাপকাঠি নেই। এখন এতে তেমন কোন অসুবিধে নেই। শুধু তার একটা বিবর্তনের গল্প আছে এটা মনে রাখলেই চলে।

    বাই দ্য ওয়ে, পিটি এবং রিমি, আমরা বিভিন্ন বিষয়ে প্রাবন্ধিক খুজছি;-) যোগাযোগের উপায় বাৎঅলাবেন? যদি পারেন?
  • tkn | ০৩ নভেম্বর ২০০৯ ১২:০৪ | 122.163.79.167
  • টেইল অ্যাড্রেস দিয়ে রাখ, মেইল তো আছে
  • san | ০৩ নভেম্বর ২০০৯ ১১:৫৯ | 121.50.4.240
  • হ্যাঁ, সেদিন বললে তো। সেইটা আমি ঘুরে এসে কনফার্ম কচ্ছি। আমরা শিমোগা হয়ে যোগ ফলসেও গেছিলাম ।

    যাইহোক আমার সেলফোন হারিয়ে গেছে। সবার নাম্বার অতএব হাওয়া। ফোং কিনলে পরে আবার দিয়ে দিও বন্ধুগণ। আর ইতিমধ্যে কারুর দরকার থাকলে মেইল টেইল কোরো।
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ১১:৫৪ | 216.52.215.232
  • এইরে গোকর্ণ আমি তো যাই নাই। গুগলে ছবি দেখে মনে হয়েছিল হেব্বি জায়গা।
  • dipu | ০৩ নভেম্বর ২০০৯ ১১:৪১ | 207.179.11.216
  • হুঁ। সুদুই খিল্লি, ক্যাওড়ামি, বাওয়ালি হবে এমন একটা টই কেউ খুললে পারে।
  • tkn | ০৩ নভেম্বর ২০০৯ ১১:২৪ | 122.163.79.167
  • থ্যাঙ্কু থ্যাঙ্কু অ্যান্ড বুঝড ঃ-)

    সত্যি খুব একঘেয়ে লাগছে টই পড়তে। কেউ একটা বেশ ইন্টারেস্টিং টই খোলো না, লিখি আর পড়ি...
  • Arijit | ০৩ নভেম্বর ২০০৯ ১১:২২ | 61.95.144.122
  • আর ওপেন-আপিস বাংলা প্লাগইন আছে - ওপেনআপিসে লেখার জন্যে।
  • Arijit | ০৩ নভেম্বর ২০০৯ ১১:২১ | 61.95.144.122
  • জানলা তো? সোজা পদ্ধতি হল Avro Keyboard নামিয়ে নাও। লেটেস্ট ভার্সন ইনস্টল করার সময় আপনা আপনি মেশিনে ইউনিকোড রিলেটেড যা কিছু টিক মারার মেরে দেবে (নইলে ওই সিস্টেম ল্যাঙ্গুয়েজ সেটিং-এ গিয়ে একটা বাক্স চেক করতে হয়)। তাপ্পর ওয়ার্ড খুলে ওই অভ্রর toggle keyboard বোতামটা টেপো - ওটা দিয়ে বাংলা/ইংরিজী পাল্টানো যায়। ওয়ার্ড খোলা থাকাকালীন ওটা টিপলে ওয়ার্ডের জন্যে অভ্র অ্যাক্টিভেট হবে - ওয়ার্ডে বাংলা লিখতে পারবে। একই জিনিস যে কোনো ব্রাউজারের টেক্সবক্স বা অন্য অ্যাপ্লির জন্যে করা যায়।
  • tkn | ০৩ নভেম্বর ২০০৯ ১১:১৭ | 122.163.79.167
  • আমি ওয়ার্ডে বাংলা লেখা কিছু পাঠালে পড়তে পারি। নিজেও এখান থেকে কপি করে ওয়ার্ডে নিয়ে পেস্ট করতে পরছি। কিন্তু ওখানে ডাইরেক্টলি লেখে কি করে বুঝতে পারছি না। মানে একটা ব্ল্যাঙ্ক ডকু পেজ ওপেন করে ফন্টে বাং প্লেন চুজ করে লিখতে গিয়ে দেখি সব কেবল ত্‌ত্‌ত্‌থ্‌থ টাইপ আসে। ওখানে এমনিতে লেখা যায় কি? কোনো টিউটোরিয়াল ফলো করতে হয়? কেউ বলে দেবে/দেবেন প্লিজ? বললে একটু সোজা করে বোলো../বলুন
  • Arijit | ০৩ নভেম্বর ২০০৯ ১১:১৪ | 61.95.144.122
  • তিনদিন ছুটি কাটিয়ে এসে যদি দেখি টইয়ে পনেরো পাতা তেতো নেবু তকন মুখ দিয়ে আইয়োই বেরোয় - আই আইয়ো আইয়ো;-)
  • Arijit | ০৩ নভেম্বর ২০০৯ ১১:০২ | 61.95.144.122
  • জনতা Axe নিয়ে খবরটাকে সত্যি মনে করেছে দেখছি। আরে ওটা fakenews-এ বেরিয়েছিলো, অজ্জিনালটাতে শেষে উকিলের নাম আছে ঝুটমালানি - রিং এনি বেল্‌স?
  • Bhuto | ০৩ নভেম্বর ২০০৯ ১১:০০ | 203.91.193.7
  • অরিজিৎদা 'আইয়ো' বলো ক্যান? দক্ষিণীতে পেলো ক্যান?
  • dipu | ০৩ নভেম্বর ২০০৯ ১০:৫৮ | 207.179.11.216
  • কতক্ষণ যেতে লাগে? বাস-ট্রেন কিছু যায়?

    আমার এখনো নন্দী হিলস যাওয়া হলনি ঃ-(
  • san | ০৩ নভেম্বর ২০০৯ ১০:৫৬ | 121.50.4.240
  • একখানা বিচ থেকে আরেকখানা বিচে যেতে গেলে পাহাড়ের মাঝখান দিয়ে যেতে হয়। যে যে বেঙ্গালুরুতে আছো ও এখনও যাওনি সক্কলকে রেকো করলাম। দিশি টুরিস্ট রিমার্কেবলি কম। একদম ঘিঞ্জি নয়। ভাল লাগবে।
  • san | ০৩ নভেম্বর ২০০৯ ১০:৪৯ | 121.50.4.240
  • সমস্ত বুরি নজরওয়ালেদের মুখে ছাই দিয়ে চমৎকার গোকর্ণ ঘুরে এলাম ঃ-)

    অপ্পন ঠিকই বলেছিলে। মস্ত জায়গা।
  • Arijit | ০৩ নভেম্বর ২০০৯ ১০:৪৭ | 61.95.144.122
  • পড়বোই না। ট্রেলার দেখলুম - চেনা নেবু, কচলে আর কিসুই বাকি নাই।
  • Arijit | ০৩ নভেম্বর ২০০৯ ১০:৩৬ | 61.95.144.122
  • আইয়ো...টইতে কত্ত কত্ত লিকেচে গো - কখন পড়বো গো...
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ১০:২৮ | 216.52.215.232
  • নীঃ পাঃ ছিলাম/আছি।
  • kc | ০৩ নভেম্বর ২০০৯ ১০:০৭ | 213.132.250.2
  • কালকে লুরুর লোকেরা বেশী কেউ আসেনি এখানে।
  • dipu | ০৩ নভেম্বর ২০০৯ ০৯:৫৮ | 207.179.11.216
  • আপিসের বাইরে কি সুন্দোর হাওয়া দিচ্চে। আজকে লুরুর ওয়েদার হেবি ভালো।
  • Tim | ০৩ নভেম্বর ২০০৯ ০৭:৩৮ | 198.82.23.211
  • না, ফেরাটাই তো রিলেটিভ! ঃ-)
  • tkn | ০৩ নভেম্বর ২০০৯ ০৭:১৯ | 122.163.79.167
  • কেন? ফিরলেই যেতে হবে আবার, তাই?
  • Tim | ০৩ নভেম্বর ২০০৯ ০৭:১৭ | 198.82.23.211
  • আমি ফিরবো নারে ফিরবো না আর......
  • Sayantan | ০৩ নভেম্বর ২০০৯ ০৬:৫৭ | 76.160.41.66
  • বারোটা?? আমি এইমাত্র ফিরলাম।
  • Tim | ০৩ নভেম্বর ২০০৯ ০৫:২৪ | 198.82.23.211
  • আম্মো আছি, সেই বারোটা অব্দি। ঃ-(
  • Sayantan | ০৩ নভেম্বর ২০০৯ ০৪:৫৭ | 159.53.78.142
  • সাধে কি আর?
  • Tim | ০৩ নভেম্বর ২০০৯ ০৪:৩২ | 198.82.23.211
  • হ্যাঁ শুদু সান্দা জেগে! ঃ-))
  • Sayantan | ০৩ নভেম্বর ২০০৯ ০৪:১৪ | 159.53.78.142
  • #@&&# ** ঝিমুচ্ছে।
  • Sayantan | ০৩ নভেম্বর ২০০৯ ০৪:১৩ | 159.53.78.142
  • ছিঃ! ** ঝুমিচ্ছে।
  • Sayantan | ০৩ নভেম্বর ২০০৯ ০৪:১৩ | 159.53.78.142
  • মোটামুটি সবাই ঝুমুচ্ছে ঃ(
  • sinfaut | ০২ নভেম্বর ২০০৯ ২৩:৪২ | 117.194.197.162
  • I কে :P
  • Du | ০২ নভেম্বর ২০০৯ ২৩:৩৭ | 65.124.26.7
  • উদ্ভুতুড়েই তো ঃ) একটু ছোট হয়ে অথবা দেখতে হবে অথবা এই আমার মতন বুড়ো হয়ে।
  • I | ০২ নভেম্বর ২০০৯ ২৩:১১ | 59.93.209.32
  • অ্যাই যে, ইদিকেও চলে এয়েছেন।
  • sinfaut | ০২ নভেম্বর ২০০৯ ২৩:০৯ | 117.194.197.162
  • দুদি,

    ponyo দেখতে শুরু করেছিলাম। কেমন উদ্ভুতুড়ে মতন লাগলো, একটু আল্গা স্ক্রিপ্ট, একটু ছড়ু এডিটিং। কে জানে....

    অ্যাইয়ো দিপু, সারাদিন আমি গুচ দেখতে পারিনা। সময়ে কুলোয় না। তোর মেলেরও উত্তর দেওয়া হয়নি।
  • I | ০২ নভেম্বর ২০০৯ ২৩:০৯ | 59.93.209.32
  • নেম সিঁফোদা আর সিঁফোদা ইজ হাজির। যদিও ইদিগে নন।
  • Du | ০২ নভেম্বর ২০০৯ ২৩:০৬ | 65.124.26.7
  • ও আর্জো, থ্যাংকু, থ্যাংকু। ঐটেই ক্যান্ডি? তাহলে ঐ টই থেকেই আমারও ঐরকম একটা ক্যান্ডি দেওয়া আছে নিয়ে নাও তার ধারেকাছেই আছে বোধ হয় ঃ))
    তবে এইগুলি আমার মনে এমনিতেও থাকে - আশা নিয়ে তোমাকে ডাকি তো মাঝে মাঝে সাক্ষী দিতে, তবে সাড়া পাইনা এই আরকি ঃ(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত