এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tkn | ৩০ অক্টোবর ২০০৯ ১৫:১১ | 122.161.63.113
  • শীর্ষাসনও তো দাঁড়ানোই। উল্টো করে মাথায় হাত দিয়ে।

    আমার টাঃ ম্যাঃ-তে শুধু গুচ রানিং চলছে
  • Arpan | ৩০ অক্টোবর ২০০৯ ১৫:১০ | 216.52.215.232
  • * মাথার
  • Blank | ৩০ অক্টোবর ২০০৯ ১৫:০৯ | 170.153.65.102
  • কোবের সিজলার বহুত বাজে। এত বাজে সিজলার কোনোদিন খাই নি
  • Arpan | ৩০ অক্টোবর ২০০৯ ১৫:০৯ | 216.52.215.232
  • 1. Ctrl+Alt+Del --> Task Manager --> Processes

    2. Sort by Image Name

    3. Select firefox.exe

    4. End Process
  • Arpan | ৩০ অক্টোবর ২০০৯ ১৫:০৭ | 216.52.215.232
  • দাঁড়িয়ে থাকতে হবে কে মথার দিব্যি দিয়েছে? শীর্ষাসন করে থাকলেও আপত্তির নাই।
  • tkn | ৩০ অক্টোবর ২০০৯ ১৫:০৩ | 122.161.63.113
  • ফাফ দিয়ে কিছু খুলতে গেলেই এই মেসেজটা দেখাচ্ছে। Firefox is already running, but is not responding. To open a new window, you must first close the existing Firefox process, or restart your system. রিস্টার্ট করেও কিছু হচ্ছে না। কেন? কি করব?
  • tkn | ৩০ অক্টোবর ২০০৯ ১৫:০১ | 122.161.63.113
  • জাপানে মরার পর সারাজীবন (সারামৃত্যু হবে বোধহয়) দাঁড়িয়ে থাকতে হবে মাটির নিচে??? জাপানী না হওয়ার জন্য কোনো দুঃখ ছিল না, কিন্তু হইনি তার জন্য আনন্দ হচ্ছে বেশ।
  • Arpan | ৩০ অক্টোবর ২০০৯ ১৪:৪০ | 216.52.215.232
  • "আজি এই গন্ধবিধুর সমীরণে/কার সন্ধানে ফিরি বনে বনে।'
  • dipu | ৩০ অক্টোবর ২০০৯ ১৪:২৮ | 207.179.11.216
  • ই সা? হুঁ, পষ্ট বোঝা যাচ্ছে :-P
  • Arijit | ৩০ অক্টোবর ২০০৯ ১৪:২৫ | 61.95.144.122
  • এই ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নয় - এই ডিএম হল ডেলিভারি ম্যাঞ্জার।

    (লিঙ্গোগুলো শিকচি আস্তে আস্তে)

    গেলুম সিজলার খেতে - অর্ডার দেওয়ার পর বলে কন্টিনেন্টাল ওভেন (এরকম আলাদা আলাদা উনুন হয় জানতুম না) গড়বড় করছে। ধুস্‌স্‌স্‌স্‌স।
  • r | ৩০ অক্টোবর ২০০৯ ১৪:২৫ | 125.18.104.1
  • ভাবার্থ বের করার চেষ্টা করতে পারিসঃ "একখন্ড ব্রহ্মান্ডরাজ্যে পরম-এক সেই রাজরাজেন্দ্র রাজে।" রেফারেন্স চাইলে "ক্ষমা করি নি"র গল্পটা মনে করিস। ঃ-P

  • r | ৩০ অক্টোবর ২০০৯ ১৪:২১ | 125.18.104.1
  • স্যারের সবকিছুই দার্শনিক। মণিমুক্তোর মত লুকিয়ে থাকে। তাৎপর্য বুঝতে হয়। যথা "দিকেদিগন্তে যত আনন্দ লভিয়াছে এক গভীর গন্ধ" অথবা "সবাই যারে সব দিতেছে তার কাছে সব দিয়ে ফেলি" ইত্যাদি।
  • dipu | ৩০ অক্টোবর ২০০৯ ১৪:১১ | 207.179.11.216
  • দাদুর এই অ্যাত্ত সৃষ্টির মধ্যে কোথাও গুয়ের উল্লেখ আছে? মানে ওই "তোমার হল শুরু, আমার হল সারা' গোছের ব্যাপার বাদ দিলে?
  • r | ৩০ অক্টোবর ২০০৯ ১৪:০২ | 125.18.104.1
  • সাহিত্যে গু নিয়ে ইন্দোর পোস্টটা দেখে উম্বের্তো একোর "দ্য মিস্টিরিয়াস ফ্লেম অফ কুইন লোয়ানার" কথা মনে পড়ল। উপন্যাসটা স্মৃতি ফিরে পাওয়ার উপন্যাস। একজন লোক সবকিছু ভুলে আবার কি করে হারিয়ে যাওয়া স্মৃতি আস্তে আস্তে ফিরে পাওয়ার চেষ্টা করছে। সেখানে নিজের গুয়ের আকার রং গন্ধ থেকে লোকটার কিছু স্মৃতি ফিরে পাওয়ার বিস্তারিত বর্ণনা আছে। অসাধারণ!
  • lcm | ৩০ অক্টোবর ২০০৯ ১৩:০৬ | 69.236.183.75
  • h লিখল ... সেল বিক্রি হয়ে যাচ্ছে....
    প্রথমে বুঝতে পারি না। খেয়াল হল, স্টিল অথোরিটি... - নিউজ সার্চে করে দেখলাম।
    গুরুচন্ডালি-তে এলে একটা উইন্ডোতে গুগুল খুলে রাখা বাঞ্ছনীয়।
    যদিও, কিছু পোস্ট একটা কেন দু-চারটে উইন্ডো খুলেও সুবিধে হয় না।
  • dipu | ৩০ অক্টোবর ২০০৯ ১৩:০৩ | 207.179.11.216
  • ভাল্লাগে, তবে একইসাথে মনে হয়, আহা এইবার বেশ খামচাখামচি-চুলোচুলি শুরু করে দিক। সে আর হয় না।
  • lcm | ৩০ অক্টোবর ২০০৯ ১৩:০০ | 69.236.183.75
  • দুজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট-এর ঝগড়া !
  • san | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৫৮ | 121.50.4.240
  • দ্যাখো কান্ড
  • san | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৫৭ | 121.50.4.240
  • কেন, কংকলে অন্যদের ঝগড়া শুনতে তো হেবি লাগে !
  • h | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৫৭ | 203.99.212.224
  • বসেরা ঝগড়া করলে হেবি ভাল্লাগে।
  • h | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৫৫ | 203.99.212.224
  • সেল বিক্রি হয়ে যাচ্ছে। আপাতত ১০ + ১০, দু বছরে। এতে বোঝাই যাচ্ছে মানুষের খুব উপকার হবে। মামাটির উপকার ও হতে পারে।
  • Arpan | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৫৫ | 216.52.215.232
  • দুইজন ডিএম কংকলে ঝগড়া করে যাচ্ছে। আমি হতভম্বের মত শুনে যাচ্ছি। ঃ-X
  • lcm | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৪২ | 69.236.183.75
  • মাঝে তো কস্টকো-তে কফিন বিক্রি নিয়ে হৈ চৈ হল। কস্টকো হোল সেলে কফিন বিক্রি বন্ধ করে দিল।
    জাপানে তো আবার কবরখানা আগে থেকে বুক করে রাখতে হয়, বুকিং খুব টাফ, জমি পাওয়া মুশকিল। জনগণ তাই মাটির নীচে ভার্টিক্যাল স্পেস নেন, লিনিয়ার স্কোয়্যার ফুট কম লাগে।
  • Arijit | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৪১ | 61.95.144.122
  • sizzler খেয়ে আসি।
  • shrabani | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৪১ | 124.30.233.102
  • আমি একে মান্ধাতার আমলের লোক, তায় প্রবাসী, আমরা ওরার উর্দ্ধেই বলা যায় - তবু যে কেন এযুগের উই - য়ে খেল সত্যি!ঃ)
  • lcm | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৩৮ | 69.236.183.75
  • ন্যাড়া, আর কটা দিন যাক। হলিডে সেলে - বায় ওয়ান গেট ওয়ান - ডিলে, মাধ্যমিক/উঃমাঃ দুটো-ই একদামে হয়ে যাবে।
  • lcm | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৩৬ | 69.236.183.75
  • উই-এ খেয়েছে!! তার মানে, আমরা খেয়েছে, ওরা নয়।
  • shrabani | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৩৪ | 124.30.233.102
  • আমার অফিসে মাস্টার্সের সার্টিফিকেট চেয়েছিল যখন কোয়ালিফিকেশন চেঞ্জ করতে যাই ( বি টেক এর চায়নি চাকরির শুরুতে শুধু মার্ক শীট আর প্রভিশন্যাল সার্টি দেখেছিল)।
    আমি ইউনি তে গিয়ে খোঁজাখুঁজি করতে দেখা গেল ওদের বান্ডিলের মধ্যে আমার গুলো নেই। নিজে যাইনি, যে গেছিল তাকে ওরা বলেছিল অনেকগুলো উইয়ে খেয়ে নিয়েছে, আমারটাও নিশ্চয় সেভাবে নষ্ট হয়ে গেছে, এতদিন ধরে পড়ে আছে ইত্যাদি।
    অনেক কাঠখড় পুড়িয়ে ডুপ্লিকেট বার করা হল। তার কিছুদিনের মধ্যেই আমাদের ট্রান্সফার হয়ে গেল নয়ডা। তালেগোলে সাবমিট করা হয়নি ভাবলাম এখানেই করব। ভুলেই গেছিলাম, পরবর্তী প্রোমোশনের সময় আবার তাড়া, তখন খোঁজ পড়ল। সেই ডুপ্লিকেট সার্টি কোথাও পেলাম না। কলকাতা গেলাম, এবার নিজে গেলাম কলেজের দিকে। ডুপ্লিকেটের জন্য ফর্ম ও হেডের সাইন লাগবে, ঝামেলা।
    কি মনে হতে অফিসে গিয়ে আগের ডুপ্লিকেটের কথা চেপে গিয়ে বললাম প্রথম বার নিতে এসেছি। নিজে অফিসের মধ্যে ঢুকে তিন চারটে আলমারি খুঁজে দুটোই অরিজিন্যাল পেয়ে গেলাম, নীচের দিকে একটু উইয়ে খাওয়া!
  • nyara | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৩৪ | 64.105.168.210
  • খপর আধপাকা। করব।

    এলসিএম খোঁজ নিয়ে দেখ তো ওয়ালমার্টে মাধ্যমিকের মার্কশিট আর সাট্টিফিকেট পাওয়া যাচ্ছে কিন!
  • Arijit | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৩৪ | 61.95.144.122
  • তার্মানে ন্যাড়াস্যার কি লুরু বাসিন্দা হতে চলেছেন?
  • Arijit | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৩২ | 61.95.144.122
  • অজ্জিনাল সাট্টিফিকেট/মার্কশীট হারালে ডুপ্লিকেট ইস্যু করে, তবে লম্বা প্রসেস। তার আগে থানায় ডায়েরী করতে হবে।
  • lcm | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৩২ | 69.236.183.75
  • কিন্তু এখানে তো এসব চায় না, চাইলেও চায়না থেকে একটা এনে দিতে কতক্ষণ।
  • Arpan | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৩২ | 216.52.215.232
  • ন্যাড়াদা, খপরটা পেলাম। কিছু জানার থাকলে মেল কোরো।
  • nyara | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৩১ | 64.105.168.210
  • কেপিএমজি ভেরিফিকেশন করলে তো ভালই। ওরা অরিজিনালগুলো বের করে ফেলবে। তখন জিভ কেট 'অ্যাল' বলে ওদের থেকে অরিজিনাল সব নিয়ে নেব।

    অরিজিনাল কোথায় গেছে জানলে আর খুঁজব কেন?
  • Arijit | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৩১ | 61.95.144.122
  • এই বস্তুটা কেউ করিয়েছ? মানে আইটি গাইজদের মধ্যে?
  • Arpan | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৩১ | 216.52.215.232
  • মাদার কে বারি মে পতা নাহিন। মধ্যশিক্ষা পর্ষদ কা দপ্তর মে পুছনা হোগা।
  • Arijit | ৩০ অক্টোবর ২০০৯ ১২:২৮ | 61.95.144.122
  • তাপ্পর এখানে ITPIN বলে একটা কনসেপ্ট তৈরী হয়েছে - অনেক কোং এটা চায় - ভেরিফিকেশন নাকি সোজা হয়ে যায়। https://nationalskillsregistry.com - এখানে রেজিস্ট্রেশন করতে হয়, তারপর একটা আপিসে গিয়ে সব ডকু জমা দিতে হয়।
  • Arijit | ৩০ অক্টোবর ২০০৯ ১২:২৬ | 61.95.144.122
  • কেপিএমজি ধরে ফেলতে পারে। রীতিমতন ভেরিফিকেশন হয়।
  • san | ৩০ অক্টোবর ২০০৯ ১২:২৫ | 121.50.4.240
  • কেন, আসলগুলো কোথায় গেল?
  • nyara | ৩০ অক্টোবর ২০০৯ ১২:২৩ | 64.105.168.210
  • ডিজিটাল কপি বানাতে গেলে যো মাদার চাহিয়ে, উও কাঁহাসে আয়েগা?

    আমি ভাবছি বউয়েরগুলো আমার বলে ডিজিটাইজ করে রাখি। গিম্প দিয়ে নাম বদলে দেওয়া যাবেনা?
  • san | ৩০ অক্টোবর ২০০৯ ১২:২২ | 121.50.4.240
  • হ্যাঁ , এই তো আমার মাস্টার্সের মার্কশিট আছে কিন্তু সার্টিফিকেট তোলা নেই বলে যে দোকানে শিগ্রি জয়েন করতে চলেছি তাদের ও আমার যারপরনাই চাপ চলছে ।
  • Arpan | ৩০ অক্টোবর ২০০৯ ১২:২১ | 216.52.215.232
  • চায় তো। ডিজিটাল কপি বানিয়ে রাখলেই তো হয়। আমি তো সেই দিয়েই কাজ চালাই।
  • Arijit | ৩০ অক্টোবর ২০০৯ ১২:২০ | 61.95.144.122
  • এখেনে চাকরি খুঁজতে গেলে মা, উমা, গ্র্যাড, পোস্টগ্র্যাড - সবের মার্কশীট, সাট্টিফিকেট চায় কিন্তু।
  • Arpan | ৩০ অক্টোবর ২০০৯ ১২:১৮ | 216.52.215.232
  • মধ্যহ্নটা হেবি দেয়েছেন। ঃ))
  • nyara | ৩০ অক্টোবর ২০০৯ ১২:১৭ | 64.105.168.210
  • পুরোন কাগজ খুঁজতে গিয়ে আমার মাস্টার্স থিসিস বেরিয়ে পড়ল। এমনকি থিসিস প্রোপোজালও বেরিয়ে পড়ল। আর এখানে কেউ পিএইচডি থিসিস ফেলে দেয়, কেউ উনত্রিশ বছর খোঁজ রাখেনা, কেউ কোস্টার বানায়! অবশ্য আমার কাছে অ্যামেরিকা আসার প্রথম দিন থেকে শুরু করে সব ফোন বিল, ইলেক্ট্রিক বিল, ক্রেডিট কার্ড বিল ইত্যাদিও আছে। শুধু নেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট ইত্যাদি; যে যে কোম্পানিতে কাজ করেছি তাদের অফার লেটার পেস্টাব ইত্যাদি। অর্থাৎ কাজের জিনিস কিচ্ছুটি নেই। অকাজের জিনিস যাত চান তত পাবেন। লাগবে?
  • lcm | ৩০ অক্টোবর ২০০৯ ১২:১৪ | 69.236.183.75
  • বোঝো!
    আরে বাবা, এ সব হল segmental phonology of colloquial Bengali... etc... । নাহ! পবিত্র-বাবুর কাজটা ....
  • Arijit | ৩০ অক্টোবর ২০০৯ ১২:১০ | 61.95.144.122
  • মধ্যহ্ন টা কি? ন আর ণ-এর মাঝামাঝি? সেই "মুক্তিপণে কোন ন'-এর উত্তরে সেই যে বলেছিলো দন্ত্য ন লিখে মাথাটা উঁচু করে দিতে - সেরকম? ;-)
  • lcm | ৩০ অক্টোবর ২০০৯ ১২:০৯ | 69.236.183.75
  • মধ্যহ্ন হবে। অর্পন হল গিয়ে হিউম্যান বাংলা স্পেল চেকার।
  • Arpan | ৩০ অক্টোবর ২০০৯ ১২:০৬ | 216.52.215.232
  • বিনির্মান না বিনির্মাণ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত