এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ০৪ নভেম্বর ২০০৯ ০০:১০ | 89.203.49.18
  • ইয়াকের দুধ থেকে খুব ভাল দই হয়। একটু ঘন করে নিতে হয়।
  • kc | ০৪ নভেম্বর ২০০৯ ০০:০৮ | 89.203.49.18
  • ঃ)
    বা আমরা যা ভোগ করি, তোমরা সেটা মাখো।
  • Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ০০:০৮ | 122.252.231.12
  • * প্লাগ খুলে গেছে
  • Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ০০:০৭ | 122.252.231.12
  • আরে, পাড়ার সাইবার কাফে টাফে থেকে কাউকে ধরে আনো। ওই কেডি যেমন বললেন, হয় প্লাগ গেছে, নয় বাটন অফ হয়ে আছে। (মা গো, ম।)
  • tkn | ০৪ নভেম্বর ২০০৯ ০০:০৭ | 122.163.79.167
  • ডিপেন্ডস যে কি মাখার কথা হচ্ছে। সব মাখা মোটেই ভোগ হতে পারে না। আর সব ভোগ কখোনোই মাখা নয়
    রং মাখা ইজ নট রং ভোগ
    মোহনভোগ ইজ নট মোহনমাখা
  • Tim | ০৪ নভেম্বর ২০০৯ ০০:০৭ | 198.82.24.219
  • ইয়াকের দুধ থেকে কি ভালো দই হয়? স্যান খেয়েচে?

    কাব্লিদা,
    ঘটি মানেই অত্যাচারী, বাঙাল অত্যাচারিত, ও বিদ্রোহী। মাখাটা মেটাফর। ঃ)
  • Sayantan | ০৪ নভেম্বর ২০০৯ ০০:০৭ | 159.53.78.142
  • ইতু পুজো, গোটা সেদ্ধ - এই ব্যাপারগুনোও বেশ ভালো ছিল। হায় (দই, ডিম, পুজো)।
  • Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ০০:০৬ | 122.252.231.12
  • মানে খাড়াইল যে আমরা মেখেটেখে একাকার করে রাখলে তোমরা সেইগুলি ভোগজ্ঞানে খাও। ;-)
  • Sayantan | ০৪ নভেম্বর ২০০৯ ০০:০৪ | 159.53.78.142
  • স্যান দই-কে ইয়াক বলে গেছে!
    কাল স্যানাধিপতিকে নালিশ কত্তে হবে।
  • Sayantan | ০৪ নভেম্বর ২০০৯ ০০:০২ | 159.53.78.142
  • সেই। সেইইই। কমন নেওয়ার কলোনিয়াল হ্যাংওভার।
  • kc | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৫৮ | 89.203.49.18
  • অপ্পন, তার মানে, দুদিক থেকে চিঁড়ে কমন নিয়ে বাদ দিলে কী খাড়ায়?
    - ঘটিদের ভোগ হল বাঙালদের মাখা। ঃ)
  • Tim | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৫৬ | 198.82.24.219
  • শিবুদাকে ডিটো। শিকড় ছোঁয়ার সাথে দেশি এনারাই এর সম্পর্ক নেই। যে পারে, সে পারে। আদ্যপান্ত বায়োলজিকাল ব্যাপার কিনা তাই বা কে বলবে?
  • M | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৫৬ | 59.93.241.186
  • যাই ঘুমাই, কিছু করে দেখাই!
  • M | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৫৫ | 59.93.241.186
  • O....আমি কিচ্ছু জানিনা তাও কোন অহংকার নেই।
    কিন্তু অপ্পন ওতো আপনা আপনি অন হতো।আমায় কিছু করতে হতো না। আমি তো সেই বিবিধভারতী চালানোর মতো করে কয়েকবার সিপি ইউ আর মনিটরকে চাঁটি মারলুম তাও কিছু হলোনা।

    হায় হায় আমার কতদিনের ঢাউস কম্পু, কি সুইট, কি মোটা, এবার বোদয় বিদায়ের ক্ষন এলো। ভ্যাঁ ভ্যাঁ!
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৫০ | 122.252.231.12
  • * মানে
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৫০ | 122.252.231.12
  • সান্দা যেইটাকে চিঁড়েভোগ বলল, আমাদের বাঙাল বাড়িতে বলে চিঁড়েমাখা। ভীষণ ভীষণ ভালো হয় ঠিকঠাক বানাতে পারলে। মনে পরিমাপ সব ঠিকঠাক হলে।
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৪৯ | 122.252.231.12
  • এ বাবা, বম্মা মনিটর অন করতে জানে না। ঃ P
  • Du | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৪৮ | 65.124.26.7
  • তেকেন, চালমাখা ভীষণ ভালো।
  • M | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৪৫ | 59.93.241.186
  • যাহ! আমি এলাম আর সবাই ঘুমিয়ে পড়লো। ঃ(((((((((((
  • M | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৩৬ | 59.93.241.186
  • আমার কত কত পোশ্ন পাচ্ছে আর সেই ভেবেই কি ঘুম্পাচ্ছে।
  • M | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৩৫ | 59.93.241.186
  • হত্তা কত্তাটা কে? আর সে কথা কয়না কেন?
  • M | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৩৪ | 59.93.241.186
  • চালের সাথে ফল বললেই কলা মাখা মনে হয় আর ওয়াক আসে।
  • M | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৩২ | 59.93.241.186
  • নাতো, কেউ খোলেনিতো! কেবল সিপি ইউ আর মনিটরের আড়ি হয়ে গ্যাছে, ডাক্তার ডাকতে হবে নেহাত ই। যাকগে তাও ল্যাপিটা রয়েছে, কিন্তু রোববার থেকে এটাও টা টা হয়ে যাবে মালিক সহ।ঃ(
  • tkn | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৩১ | 122.163.79.167
  • ডি লা গ্র্যান্ডি ইত্যাদি দিলি না?
  • tkn | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:৩০ | 122.163.79.167
  • আর একটা জিনিস খাওয়া হয় আমাদের বাড়িতে। নবান্নর সময়। কাঁচা দুধে সবরকম ফল কুচি দিয়ে আতপ চাল দিয়ে নতুন গুড় মেখে খাওয়া হয়। এটাও ব্যাপক ভালো খেতে।
  • san | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:২৯ | 123.201.53.4
  • দই ইয়াক ইয়াক ঃ-(
  • tkn | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:২৬ | 122.163.79.167
  • যে কোনো পুজোরই বিসর্জনের দিন হয় তো। দধিকর্মা। মারাত্মক ভালো খেতে, আমরা অনেক সময় এমনিতেও বানিয়ে খেতাম
  • san | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:১৯ | 123.201.53.4
  • না খাইনি। তবে বুঝেছি। সরস্বতী পুজোর পরদিন এইটা হয় তাইতো? দধিকর্মা !
  • Sayantan | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:১৫ | 159.53.110.144
  • চিঁড়েভোগ ইয়ানি চিঁড়ে-দই-গুড়-মুড়কী-ফল ইত্যাদি দিয়ে বেশ মাখোমাখো একটা ব্যাপার, সবরকম বারোয়ারি পুজোতেই তো এটা হয়। না খেয়েছো?
  • Sibu | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:১৫ | 74.125.59.49
  • মা-বাবার শিকড় ছোঁয়ার প্রয়োজন কারো হয়, কারো হয় না। যার হয়, সে নিজের গরজে অনেক কিছু করে। যার হয় না, তাকে ইস্কুলে গোটাকতক বই গেলালে কি হবে?
  • kd | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:১৩ | 59.93.168.194
  • মনিটরের প্লাগ খোলা বা সুইচ নেবানো।
    ঃ)
  • kd | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:১২ | 59.93.168.194
  • হত্তাকত্তাবিধাতা
  • M | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:১১ | 59.93.241.186
  • আরেট্টা পোশ্ন, আমার সিপি ইউ এর সাথে মনিটরের সম্পোক্কটা ক্যামন য্যানো হয়ে গেছে, সিপি ইউ দিব্যি চলছে দেখছি কিন্তু মনিটর ক্যামন কালো হয়ে রয়েছে, নো আলো!
  • M | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:০৯ | 59.93.241.186
  • আচ্ছা এই গুরুচন্ডলিটা কে বটেক কেউ বোলবা?
  • san | ০৩ নভেম্বর ২০০৯ ২৩:০৮ | 123.201.53.4
  • চিঁড়েভোগ আবার কি? সীতাভোগ জানি, মোহনভোগও জানি ঃ-)
  • Sayantan | ০৩ নভেম্বর ২০০৯ ২২:৫৮ | 159.53.110.144
  • চিঁড়েভোগ বস্তুটা বহুত ভালো হত খেতে।
  • san | ০৩ নভেম্বর ২০০৯ ২২:৫৬ | 123.201.53.4
  • তক্ক নয়, একটা জিনিস আমার জানতে ইচ্ছে করে।

    আমার মায়ের তো জন্ম, বড় হওয়া, লেখাপড়া অনেকদূর আসামে। বিহু শুনলে এখনও মায়ের মুখে যে এক্সপ্রেশন দেখি তা বাউলগানে আসেনা , আসেইনা। সে প্যাশন এই আজন্ম কোলকাতায় বড় হওয়া আমার ছোঁয়ার কোন উপায়ই নেই। জোরজার করে চাট্টি অসমিয়ায় সেন্টেন্স কনস্ট্রাকশন শিখলেও হত বলে মনে হয়না। পরিবেশ জিনিসটাকে পুরো সরিয়ে নিলে ভাষায় বাকি থাকে কি?

    কেউ খোঁচাটোচা ভাববেন না। যখনই শুনি এনারাইগণ বলেন ( আজ প্রথম নয় আগেও বহুবার বহুলোকের কাছে শুনেছি) বাঙালীর ছেলে বাংলা না শিখলে ইত্যাদি ইত্যাদি, আমার মনে হয় আমি কোলকাতায় বসে দুটি অসমিয়া বলতে শেখা/না শেখায় যতটুকু ম্যাটার করেছে আমার জীবনে, ওদের ও কি ততটুকুই করে? না সত্যিই মাবাবার রুটস তারা কোনদিন ছুঁতে পারে?
  • aka | ০৩ নভেম্বর ২০০৯ ২২:৫০ | 168.26.215.13
  • এমন মাল্টিডাইমেনশনাল তক্কো আমি দেখি নি। দুইয়ের বেশি প্লেন হলেই আমার আবার কেমন গুলিয়ে যায়।
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ২২:৪৮ | 122.252.231.12
  • যাঃ শালা। সব ভোগে গেল। ঃ(
  • tkn | ০৩ নভেম্বর ২০০৯ ২২:১৩ | 122.163.79.167
  • শমীক, তবলা বাজালে এখন অনেক বেশি দেয় তো। গতবছর এখানে কাঃ প্রোঃ-তে একজ্‌ন দুজনের গান আর একজনের সেতারের সঙ্গে বাজিয়ে ৭৫০ নিলেন। আর গত পরশু আমাদের আবাসনে লোপামুদ্রা এসে কড়কড়ে চল্লিশ হাজার নিয়ে গেলেন। তো তার সঙ্গের হ্যান্ডসরাও কিছুকিছু তো ভালোই পেয়েছে। পায়নি?
  • Du | ০৩ নভেম্বর ২০০৯ ২২:০০ | 65.124.26.7
  • ছেলে শিবের মাথায় জল ঢালা দেখে বলেছে - কেন ওরা এরকম করছে? isn't it mean? নিজের মাথায় জল ঢালতে তার খুব আপত্তি কিনা।
  • kd | ০৩ নভেম্বর ২০০৯ ২১:৩১ | 59.93.168.194
  • স্টোইক ঠিক বলেছে। এই যে আমার মেটালার্জি ডিগ্রী, কিন্তু এতদিনের সলিড এক্সপিরিএন্স পাবলিশিংএ, কেউ তার দাম দেবে কি?
  • hutom | ০৩ নভেম্বর ২০০৯ ২১:১৭ | 219.64.11.35
  • ভুত ভুতূম ভুত ...
  • Samik | ০৩ নভেম্বর ২০০৯ ২০:৫৯ | 219.64.11.35
  • আবার সান্নাটা।
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ১৯:১৫ | 216.52.215.232
  • ওকে। তালে তাই।
  • Sibu | ০৩ নভেম্বর ২০০৯ ১৯:১১ | 12.50.19.162
  • আইআইটির মেল হলে সেটা শেষ পজ্জন্ত কোন তৃতীয় বিশ্বের ডাটা সেন্টারে এসে পৌঁছবে রে পাগল।
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ১৯:১০ | 216.52.215.232
  • সেইটাই তো বলছি। ইলেক্ট্রন তৃতীয় বিশ্বেই ধাবিত হবে সেইটাও আর জোর দিয়ে বলা যাবে না।
  • sibu | ০৩ নভেম্বর ২০০৯ ১৯:০৮ | 12.50.19.162
  • মানে ধর তুমি haridaas@xyz.com-এ মেল পাঠাচ্ছ। এবারে xyz-র কোন মেল হ্যান্ডলিং ইনফ্রাস্ট্রাকচার নেই। ওটা জিমেল হ্যান্ডল করে xyz-র হয়ে। xyz তার জন্য মানে বা বছরে একটা টাকা দেয়।

    সব আইটি সার্ভিসই এই রকম হবে আস্তে আস্তে।
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ১৯:০৫ | 216.52.215.232
  • * কী
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ১৯:০৫ | 216.52.215.232
  • এটা কি বল্লে শিবুদা? যদি আইআইটি তলে তলে জিমেল ইউজ করে? ;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত