কি খেলনা ? কড়ে আঙুলের এক করের সমান চেয়ার থেকে শুরু করে লাল নীল সবুজ হতে থাকা গুঁফো স্নোম্যান, ছোকরা কাকতাড়ুয়া, ছুকরী চাষী বৌ, সে হরেক রকম ব্যাপারস্যাপার। ঃ) আর আরো অনেক কিছু আছে, যেগুলো অফিসিয়ালি আমার না। মানে ভাইপো ভাইঝিদের নাম করে কেনা, কিন্তু ... ঃ)। মানে দেশে যাওয়া হচ্ছে না বলে বেচারাদের খামোখা বাক্সোবন্দী করে আর কি লাভ , আবার দেশে এখন যাওয়া হচ্ছে না বলে দেখে পছন্দ হলে না কেনার ও তো মানে নেই ! অতএব.. ঃ)
তবে এ সুখ আর বেশিদিন নাই। সেদিন ইয়াহু মেসেঞ্জারে ভাইঝি মোটামুটি ঘরের একটা জরিপ করে ফেলেছে আর দাদু আম্মাকে লিস্টি পাঠিয়ে দিয়েছে পিসির বাড়ি থেকে ফেরার সময় স্যুটকেসে অতি অবশ্য মনে করে কি কি জিনিশ তাদের ঢোকাতে হবে। স্নোম্যানটারে মনে হচ্ছে আর বেশিদিন ধরে রাখতি পারলুম না ঃ(
Arijit | ২৯ অক্টোবর ২০০৯ ১১:৩৭ | 61.95.144.122
টইয়ে পোস্ট উঠছে, নাম উঠছে না। আগে উল্টোটা হত। মামুর কলের অম্বল হয়েছে - টাম্স খাওয়াও।
h | ২৯ অক্টোবর ২০০৯ ১১:২৬ | 203.99.212.224
তেকোনার লিস্ট টা হলে ভালৈ, তাইলে, একটা গুগল গোছের সার্চ আর ইয়াহো গোছের ডিরেকটরি দুইটাই হবে। খারাপ কী, যত উদ্যোগ বাড়ে তত ভালো। পোগ্গামে কেসটা আনতে সময় লাগে আস্তে আস্তে আসুক। তার আগে তেকোনা করুন।
pi | ২৯ অক্টোবর ২০০৯ ১১:২৪ | 72.83.213.179
দেশে আর এদেশে মর্নিং আফটার পিলে এতটা তফাত? মানে এদেশে FDA র অ্যাপ্রুভাল পাওয়া তো সোজা না। আর otc তে পাওয়া যায় মানে সেফটি ভালো করেই টেস্টেড। অথচ আবাপ র খবরটা পড়ে মনে হল, দেশের ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো পরীক্ষাই সেভাবে হয়নি !!
তবে এই ওষুধ অবাধে পাওয়া গেলে অবাধ যৈনতা ছাড়পত্র পাবে এ নিয়েই তো মনে হল বেশি মাথাব্যথা !
ও,তেকোনাদির 'নামী' স্কুলের ইউনিফর্ম পরা কথাটার কনোটেশন টা ঠিক বুঝলাম না।
Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১১:২২ | 216.52.215.232
আরে টিকেনের আবাপ খুলছে। বধাই হো! ঃ-)
nyara | ২৯ অক্টোবর ২০০৯ ১১:২০ | 64.105.168.210
আমিই দিনকয়েক আগে শুনব বলে খুঁজছিলাম। হাতের কাছে পেলাম না। আছে কোথাও বাড়িতে। পেলে শোনাব।
গীতা ঘটকের গানের কথা বলতে গেলে কিরম যেন মুক্তকচ্ছ হয়ে পড়ি।
san | ২৯ অক্টোবর ২০০৯ ১১:১৪ | 121.50.4.240
এই জন্যে সবচেয়ে ভাল হল একটা খাটের উপরে বা গোটাকয় চেয়ারের উপরে বই, সিডি, জামাকাপড় ইত্যাদি ইত্যাদি যা কিছু রেগুলার লাগতে পারে সব একধারসে ডাঁই করে রেখে দেওয়া। যেমন আমি দিয়ে থাকি। এর অনেক সুবিধে পাঁচটা জিনিস খুঁজতে পাঁচটা আলাদা জায়গায় যেতে হয়না কোনটা কোথায় আছে এ নিয়ে চিন্তা করতে হয়না বাড়িঘর গোছাতে হয়না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শোপিস টিস অবশ্য ভেঙে যেতে পারত কিন্তু তাদের আমি কিনিনা। অতএব।
a x | ২৯ অক্টোবর ২০০৯ ১১:১১ | 76.247.246.200
কি খেলনা থাকে?
pi | ২৯ অক্টোবর ২০০৯ ১১:০৯ | 72.83.213.179
ন্যাড়াদা, গীতা ঘটকের টপ্পা কিছু শোনানো যাবে ?
pi | ২৯ অক্টোবর ২০০৯ ১১:০৮ | 72.83.213.179
হওয়া সম্ভব না আবার কে কইলো ? নিয়মিত হটমল লিংকের লিস্টি মেনটেন করতে পারলেই সম্ভব।
ও, আমার দেওয়ালের এক চতুর্থাংশ জোড়া শো কেসের বাসিন্দা বইপত্তর, খেলনাপাতি, সিডি,ডি ভি ডি,শো পিস ও ফুলদানিদের মধ্যে কোনো শরিকি বিবাদ নাই। সব তলাতেই সকলের শান্তিপূর্ণ সহাবস্থান ঃ)
nyara | ২৯ অক্টোবর ২০০৯ ১০:৫৮ | 64.105.168.210
গীতা ঘটকের খেয়াল শুনিনি, কিন্তু কিছু টপ্পা আর পুরোন বাংলা গান শুনেছি। অসামান্য।
গীতা ঘটককে অন্ততঃ আমার রবীন্দ্রসঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ রূপকার মনে হয়। অতিনাটকীয়তা সত্বেও। ইন্দোদাদা পারলে 'কী ধ্বনি বাজে'-র দুটো রেকর্ডিং শুনবেন। প্রথমটা বোধহয় ষাটের দশকের। দ্বিতীয়টা বিরাশি সালে ওনার প্রথম লং-প্লেইং বেরোবার সময়। গায়কির ইভোলিউশনটা বোঝা যায়। গীতার 'গেল গো, ফিরিল না, চাহিল না' কিংবা 'আমার জ্বলেনি আলো' ইত্যাদি একেবারে এক পিস। লংপ্লেইং-এ 'দুজনে দেখা হল'-র মতন গান রিরেকর্ড করার শুধু ধকই রাখেননি, নিজের মতন উচ্চতাতেও পৌঁছেছেন। একই কথা প্রযোজ্য 'হৃদয়বাসনা' বা 'সখী আঁধারে একেলা' সম্বন্ধে।
যদিও সত্যজিৎ বলেছিলেন কিছু কিছু গানে গীতার সুর ওনার শন্তিনিকেতনে শোনা সুরের সঙ্গে মেলেনি। অংশবিশেষে। জ্যোতির্ময় দত্তর, গীতার প্রথম একক উপলক্ষ্যে, ওনার গানের ওপর একটা খুব ভাল লেখা আছে। পড়ে দেখতে পারেন।
শেষজীবনটা ব্যক্তিগত শোকে কাটিয়ে গানটা ভাল করে আর চালাতে পারলেন না। অত্যন্ত দুঃখের ব্যাপার হল গানের জগতে।
a x | ২৯ অক্টোবর ২০০৯ ১০:৫৩ | 76.247.246.200
১৭-১৮ বছর বয়সে আনপ্রোটেক্টেড যৌন সম্পর্ক হলে প্রেস্ক্রিপশনের জন্য অপেক্ষা করা একটু টাফ। মানে আমাদের দেশে তো ঐ বয়সেও ডাক্তারের সামনে মেয়ের মা হাঁ করে বসে থাকেন, ভাবতেই পারেন না যে মেয়ের পার্সোনাল কিছু ডাক্তারকে বলার থাকতে পারে। এদেশে ১৮ বছর বয়সের ওপরে মর্নিং আফ্টার পিল, ওভার দ্য কাউন্টার পাওয়া যায়। এই বছর FDA বলেছে সেটা ১৭ অবধি নামানো হবে।
বাক্সোর মধ্যে যে কোশ্চেনগুলো আছে এগজ্যাক্টলি সেগুলোই জিগ্গেস করে।
tkn | ২৯ অক্টোবর ২০০৯ ১০:৪৬ | 122.163.79.7
h, থাংকু ঃ-)
tkn | ২৯ অক্টোবর ২০০৯ ১০:৪৫ | 122.163.79.7
পাই, ঈশান, পড়লাম, বুঝলাম, পিছোলাম।
পাই, সবকিছু ক্যাটাগরাইজ করা সম্ভব নয় এটা ঠিক। টেকনিক্যাল কারণগুলো ছাড়াও নন টেকনিক্যাল কারণে সম্ভব না এটা হয়ত খানিক সত্যিই। তবে বাড়িতে একই দেওয়াল জোড়া শোকেসে আমরা যেমন বই, খেলনা, শোপিস, ভাস, সিডি-ডিভিডি, ইত্যাদি সাজিয়ে রাখি মোটামুটি মোটা দাগের ভাগ করে, সেরকম সাজানোর কথা বলছিলাম আমি। যাই হোক। যা হওয়া নিয়ে আগে অনেক কথা/মেল/অলোচনা হয়েছে এবং তাও তা হয়ে ওঠেনি, তা এখনো হওয়া সম্ভব না। গট ইট।
কোয়ার্ক, কয়েকদিন আগে আমি নিজে মায়ের ওষুধ কিনতে গিয়ে তিনটি নামী স্কুলের ইউনিফর্ম পরা মেয়েকে দোকানে গিয়ে এটা কিনতে দেখে এই কথাটাই ভেবেছিলাম। আর ভেবেছিলাম কত সহজ হয়ে গেছে ওদের কাছেও দোকানে গিয়ে সব কিনে ফেলা।
Arijit | ২৯ অক্টোবর ২০০৯ ১০:৩৪ | 61.95.144.122
কোড চেঞ্জ করবো বল্লেই তো করা যায় না - তার আগের স্টেপগুলো তো করতে হবে। এগুলো আগেও বলেছি -
(১) রিপোজিটরি - সোর্সফোর্জ বা অন্য কোথাও। (২) প্রোজেক্ট টিম - যে কোনো অনলাইন রিপজিটরির জন্যে এটা লাগবে। (৩) সবচেয়ে জরুরী - যেটুকু কোড আছে সেটা যাতে অন্য কেউ বোঝে তার ব্যবস্থা করা। এর জন্যে কি কি লাগে সেটা নিশ্চয় বলে দিতে হবে না।
এই তিনটে না হলে কাজ ভাগ করে কোড পাল্টানো প্র্যাক্টিক্যালি অসম্ভব।
এম্নিতে সবাই জানে কি করে করে, তবে ওরকম অ্যাডহক বেসিসে অ্যাড করলে সেগুলোকে আবার অর্গানাইজ করে রাখতে হয়। যাঁরা ফাফ ব্যাভার করেন তাঁদের জন্যে একটা হ্যান্ডি প্লাগ-ইন বলে দিই - read it later - ফাফ-তে লাগিয়ে নিলে ব্রাউজারের ইউআরএল দেওয়ার জায়গাটায় একটা টিক মার্ক আসে - সেটা ক্লিক করলেই Read It Later বলে একটা বুকমার্ক ফোল্ডারে লিংকটা ঢুকে যায়।
Ishan | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:৩৭ | 173.26.17.106
আম্মো অর্পণের পন্থাতেই দেখি। ঃ)
AB | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:০৩ | 24.17.90.79
আমার কিন্তু অর্পণের সমাধান টা অনেক বেশি flexible এবং open মনে হল...
source cdoe চেঞ্জ করার কোনো সমস্যা নেই এবং যার যার পছন্দ মত favorite link সেট করে নিন...
আসলে গুরুর এই প্রচন্ড informal গেট আপ টাকে অন্যভাবে দেখতে ইচ্ছে করে না- এই আর কি
Ishan | ২৯ অক্টোবর ২০০৯ ০৮:৩৮ | 173.26.17.106
সারাদিনে একটুও সময় পাইনি। এখন লিখে দিই।
হ্যাঁ, এইটা নিয়ে কথা হয়েছিল আগে। ক্যাটাগরাইজেশনের সমস্যা, বাচাইয়ের কি প্যারামিটার হবে, সেসব নিয়ে কথা হয়েছিল। আরও একটা কথা হয়েছিল, যে, সমস্ত টইকে ক্যাটাগরাইজ করলে আরেকটা সমস্যা হবে। সেটা হল আকারের সমস্যা। মানে, সমস্ত টইকে বিভিন্ন ক্যাটিগরিতে ধরিয়ে একটা লিস্টি বানালে সেই পঁচিশ পাতার একটা লিস্টিই আবার হবে। যেটা থেকে খুঁজে পেতে আবার সমস্যা হবে। সেজন্য ঠিক হয়েছিল, কিছু টই (২০ বা ৫০ বা ২০০) বেছে নিয়ে "আমাদের বাছাই' জাতীয় একটা নাম দিয়ে কোথাও একটা ঝুলিয়ে দেওয়া হবে।
এবার এটা করতে গেলে কোড চেঞ্জ করতে হবে। সেটা আমার পক্ষে করা চাপ। সেজন্য একটা টেকনিকাল টিম বানানোর কথা হয়েছিল। সে টিম বেশিদূর এগোয়নি। লিস্টির কাজও বেশি এগোয়নি। ফলে ওখানেই ইতি হয়েছিল।
কোড চেঞ্জের সমস্যাটা এখনও আছে। ফলে এখনও এটা করা চাপ, যদিনা টেকনিকাল লোকেরা বীরদর্পে এগিয়ে এসে অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার ব্রত নেয়। ঃ)
আল্টারনেটিভলি আরেকটা কাজ করা যেতে পারে। একটা বাছাই লিস্টি এইচটিএমএলএ কেউ যদি মেনটেন করার দায়িত্ব নেয়, তো সেটা ঝুলিয়ে দেওয়া যেতেই পারে। এই লিস্টি বানানোটা শুধু টেক্সটের লিস্টি নয়। হটমল লিংকের লিস্টি। হাতে ধরে মেনটেন করতে হবে। এবং দুটো ভার্সানে মেনটেন করতে হবে, বাংলাপ্লেন আর ইউনিকোড।
এইটা রেগুলরলি কেউ করলে বাকিটা না হবার কিছু নেই।
d | ২৯ অক্টোবর ২০০৯ ০৭:৪৬ | 117.195.33.151
হ্যাঁ সেই "গুরুতে প্রথম' দ্রি'য়ের আইডিয়ার ওপরে আমি কাজ করছিলাম তো। তারপর জীবন সমুদ্রে এইসা বড় বড় ঢেউ উথল যে টালমাটাল হয়ে সব সরিয়ে রাখলাম। ইতিমধ্যে হার্ডডিস্ক ক্র্যাশ করে সব গোল্লায় গেল।
আবার শুরু করব। দেখি .....
h | ২৯ অক্টোবর ২০০৯ ০৫:০৮ | 61.95.144.10
বাই দ্য ওয়ে আমি টিকেনের গল্প পড়েছি, আমার ভালো লেগেছে। আমি বিভিন্ন লোককে সেটা বলেছি। তাদের অনেকেরি ভালো লেগেছে। অভিনন্দন টিকেন।
a x | ২৯ অক্টোবর ২০০৯ ০৩:৫০ | 143.111.22.23
আর মনীশ ঘটকের পরিচয় আজকাল ঋত্বিক ঘটকের দাদা হিসেবে হচ্ছে বুঝি? ;-)
a x | ২৯ অক্টোবর ২০০৯ ০৩:৪৫ | 143.111.22.23
এই চোখ বুজে গান শোনার কথা বললেই আরেকজনের কথা মনে হয় - মানবেন্দ্র।
Tim | ২৯ অক্টোবর ২০০৯ ০৩:৩৬ | 198.82.24.108
মিয়াজাকির সিনেমাগুলো গুচ্ছ হয়। পেলেই দেখে নেবো এইটাও। এর কি ডিভিডি বেরিয়েছে?
Du | ২৯ অক্টোবর ২০০৯ ০২:৫২ | 65.124.26.7
তাও একটা কুচো আমার কথাটা শুনেছে ঃ)। আমারও এত ভালো লেগেছে যে সব কুচোদের দেখাতে ইচ্ছে হচ্ছিল।
Blank | ২৯ অক্টোবর ২০০৯ ০২:২৪ | 59.93.240.203
Ponyo দেখে শেষ করলাম, খুব মিষ্টি একটা সিনিমা। সব পুচকুদের দেখানো উচিৎ এটা। শেষের গানটাও খুব ভালো। আমি অবিশ্যি সাবটাইটেল দেওয়া জাপানী ভার্সন দেখলুম
pi | ২৯ অক্টোবর ২০০৯ ০১:০৩ | 128.231.22.89
আরে, এতো রঞ্জনদা নন। যেই হন, আমার পোস্টের শেষ লাইনটি ইগনোর করুন।
একটা সহজ সমাধান আছে, যদ্দিন না এসব কোডে আপডেট হয়ে আসে, তদ্দিন। সর্ষেবাটা ইত্যাদি ফেভারিট টই ব্রাউজারের ফেভারিটে অ্যাড করে রাখুন। আর আপনি যদি বেশি অর্গানাইজড হন তাহলে সেখানে গুরুর জন্য আলাদা ফোল্ডার মেন্টেন করুন। লিংকগুলোর নিজের পছন্দ মত নাম দিন। মাঝে মাঝে জিনিসপত্তর "ভাবনাঘর' সাবফোল্ডার থেকে 'ফুলমস্তি' তে চালান করুন, মুড বুঝে। ইত্যাদি।
pi | ২৯ অক্টোবর ২০০৯ ০০:১৭ | 128.231.22.89
এই ক্যাটেগরি বানানো নিয়ে তো গুচ্ছ গুচ্ছ আলোচনা আগে হয়ে গেছে, মেল আর স্কাইপ করে করে। অপ্পন, দমদি, আজ্জোদা, সমীক, অপ্পন সবাই জানে তো। টইতেও তো হয়েছিল একবার। সমস্যাটা তো শুধু ক্যাটেগরি বানানোর লোকের না, সে তো বানাতে চাইলেই বানানো যায়, শমীক কিছুটা শুরু ও তো করেছিল। সমস্যাটা মূলত ছিল html জানা লোকের সেইমতন সময় দিতে পারার। আরো তো নানান কাজ আছে আর তাতে সময় ও যাচ্ছে।
কিছু কিছু ক্যাটেগরি কিন্তু সত্যি বানানো খুব দরকার এবং কোনো ভিসিবল জায়গায় থাকা দরকার। ঐ কেউ এসে বেড়ানো বা রান্নাবান্না নিয়ে কিছু পড়তে বা লিখতে চাইলে ( এগুলোর ই জনতা সবচে বেশি চায় ও দেখিচি) , দুটোর জন্য ই যে সর্ষে দিয়ে সার্চাতে হবে , এটা গেসানো তো মুশকিল ই নহি না মুমকিন ও বটে । নতুন কারুর পক্ষে। ভালো সিনিমা, বাজে সিনিমা, নতুন সিনিমা এগুলোকেও একসাথে প্রথম পাতাতে রেখে দেওয়া যায়। বই ও তাই। কোথায় কি হচ্ছে, পাওয়া যায়, নেট দুনিয়ার নানান তঙ্কÄ-তালাশ টায় এসব কাজের কিছু টই ও একজায়গায় করে ফেলা যায়।
টইয়ের পাতায় খালি জায়গা পড়ে আছে বটে, কি তাতে কি আর সব কিছু ধরানো যাবে ? বাছাই কিছু টই থাকতে পারে। বহু আলোচিত বা খুব ভালো লাগা কিছু টই আর ঐ সিনিমা, বই, রান্নাবানা, বেড়ানোর মত কিছু টই। বা কিছু কিছু ক্যাটেগরির খালি লিংকটুকু প্রথম পাতায়, বা টই য়ের পাতায়।
বা কিছু টই থাকা ও একটা লিংক রেখে দেওয়া যেখান থেকে অন্য টইয়ের তে চলে যাওয়া যায়, এরকম কিছু। এখন তো বেশ কিছুদিন ঘাঁটাঘাঁটি না করলে এর আগেও তো কথা হয়েছিল অনেকবার এই নিয়ে। একটা টই তে তো কদিন কত হৈ হৈ ও হল নানান সাজেশন নিয়ে। প্রথমে কেউ গুরু তে এলে প্রথম পাতাতেই গুরুর একটা ফ্লেভার যাতে পান, এরকম কিছু করার কথা ও ভাবা হয়েছিল। প্রথম পাতার জন্য।
তবে আমার ভাব এলে 'ভাবনঘর' ক্যাটাগরিতে গিয়ে ক্লিকাবো, মজা পেতে হলে 'টোটাল মস্তি' তে, এটা যেন কেমনি কেমনি একটা ঠেকছে ! মানে শুধু নামগুলো নিয়ে ই সমস্যা না। সব কিছুর ই ক্যাটেগরাইজেশন কী সম্ভব , বা সম্ভব হলেও সেটা করলে আদৌ ভাল লাগবে কিনা, একটু ভেবে দেখা দরকার।
Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ০০:০২ | 122.252.231.12
অ। আইয়া হবে কবে?
kd | ২৮ অক্টোবর ২০০৯ ২৩:২৪ | 59.93.202.230
kc, মনে পড়ে গেলো পুরোনো সেই দিনের কথা।
কলেজে পড়াকালীন ষাটের দশকের প্রথমার্দ্ধে আমরা প্রায়ই বহরমপুর যেতুম আমাদের এক বন্ধুর দিদি,বুলবুলদির বাড়ি। বুলবুলদি সুগত মার্জিত (আবাপ'য় লেখে মাঝেমাঝে)এর মা। ওদের পাশের বাড়ি তো ঘটকবাড়ি। যাওয়ার মেন ইন্টারেস্ট ছিলো মনীশ ঘটকের মেয়ে, সারী ঘটক। সেই জমানার হিসেবে খুবই মডার্ন ছিলো, হয়তো অত শিক্ষিত পরিবারে মানুষ হওয়ার ফল।
aga | ২৮ অক্টোবর ২০০৯ ২৩:২৪ | 168.26.215.13
না না অ্যালগোটা এফিশিয়েন্ট। জায়গার সাথে সাথে চেঞ্জ করবে। ;)
Arpan | ২৮ অক্টোবর ২০০৯ ২৩:২০ | 122.252.231.12
এ কি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে এগোচ্ছে? ক, গ, তার পরে ঙ? ঃ-)
kc | ২৮ অক্টোবর ২০০৯ ২৩:০৫ | 89.203.49.18
আরে রোসো রোসো, উইকএন্ড আসুক!
I | ২৮ অক্টোবর ২০০৯ ২৩:০৩ | 59.93.244.244
কোথায়, কেসি কিচ্ছু লিখল না, খালি লোভ দেখিয়ে বসিয়ে রাখল।
aga | ২৮ অক্টোবর ২০০৯ ২২:৫৮ | 168.26.215.13
কেসি হ্যাঁ।
I | ২৮ অক্টোবর ২০০৯ ২২:৪০ | 59.93.244.244
আমি কারেও বুঝিনি শুধু বুঝেছি তোমারে। মনে হয়, অনেকদিন আগের রেকর্ডিং। শুনলে গীতা ঘটক মনেই হবে না। কিন্তু বড় ভালা। এট্টুও শান্তিনিকেতন নাই, ভাগ্যিস !
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন