এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ২৩ অক্টোবর ২০০৯ ১০:৩৬ | 75.53.200.70
  • ওকে হনু, প্রবন্ধ লিখে রেখ, কাল এসে পড়ব।
  • pi | ২৩ অক্টোবর ২০০৯ ১০:২৫ | 72.83.213.179
  • ও হ্যাঁ, উপহারস্বরূপ একটা ব্ল্যাংক মেনু কার্ড পাঠিয়ে দিলুম। যা ইচ্ছে বসিয়ে অর্ডার করে দিস।
  • Bhuto | ২৩ অক্টোবর ২০০৯ ১০:২৪ | 203.91.193.7
  • আজকের প্রশ্ন ঃ
    Nano গাড়িটি কোন কোম্পানীর ?
    a) TATA
    b) BATA
  • Tim | ২৩ অক্টোবর ২০০৯ ১০:২৪ | 71.62.121.158
  • ভুতো, ঠিক। ঃ-)
  • Tim | ২৩ অক্টোবর ২০০৯ ১০:২৩ | 71.62.121.158
  • এইটে লিখেই আমার খোকা ইলিশের কথা মনে পড়লো।

    ঘুমোতে যাই।
  • Bhuto | ২৩ অক্টোবর ২০০৯ ১০:২২ | 203.91.193.7
  • ইয়ে একবার হয়েছিল বটে বামন অরণ্যদেব। তবে ইটি বইয়ের কিলো বটে ঃ)
  • pi | ২৩ অক্টোবর ২০০৯ ১০:২১ | 72.83.213.179
  • এই যে বুনানবাবু, আরো আরো ছবি তুলুন। আরো আরো খানা পিনা করুন। আরো আরো টই টই। আর এট্টু কম কম বুনান বিপ্লব। ঃ)
  • Tim | ২৩ অক্টোবর ২০০৯ ১০:২১ | 71.62.121.158
  • খোকা অরণ্যদেব নাকি? মাত্র কুড়ি কিলো? ঃ-)
  • Bhuto | ২৩ অক্টোবর ২০০৯ ১০:১৯ | 203.91.193.7
  • ব্ল্যাংকুর জন্মদিনে ওর সেল সুইচ অফ থাকে -প্রাচীণ অরণ্যের প্রবাদ ।

    জন্মদিনের শুভেচ্ছা,ভালোবাসা রইল খোকার জন্য ঃ)
    সাথে ২০ কিলো অরণ্যদেব।
  • Tim | ২৩ অক্টোবর ২০০৯ ১০:১৯ | 71.62.121.158
  • ও কিছু না ঐশিক। অ্যালিয়াসের খেলা। ঃ)

    ঝগড়া পড়তে পড়তে হাঁফিয়ে গেলাম। ঃ-(

    ব্ল্যাংকির আজকের মেনু নিয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।
  • dipu | ২৩ অক্টোবর ২০০৯ ১০:১৮ | 207.179.11.216
  • আমার্মনে ফুর্ফুর হাওয়া দেচ্ছে। আর্কঘন্টা বাদেই উইকেন্ড।
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৯ ১০:১৬ | 61.95.144.122
  • ব্ল্যাংকিকে হ্যাবাড্ডি - শিগ্গিরি কৌটো ভত্তি হোক;-)

    আজ কেন কে জানে সকাল থেকে বেজায় ঘুম পাচ্ছে।
  • Abhyu | ২৩ অক্টোবর ২০০৯ ১০:০৬ | 97.81.85.99
  • 09:49 AM-এর পোস্টটা h নামে ঃ)

    ব্ল্যাংকিকে শুভ জন্মদিন। তোর হয়ে আমিই খেয়ে এলাম। একটা পার্সিয়ান রেস্টুরেন্টে। আহা সে কি ভালো বেগুনের অ্যাপেটাইজার, কি অসাধারণ ল্যাম্ব কাবাবের মেন ডিশ, কি তোফা পেস্ট্রির ডেসার্ট। না, তোর জন্মদিনটা খুবই ভালো যাবে।
  • a x | ২৩ অক্টোবর ২০০৯ ১০:০৫ | 75.53.200.70
  • এদিকে রাত হয়ে গেছে আর এখন এই পোস্ট। কিলবিল করে প্রশ্ন পাচ্ছে।
    দাদা এটাও বলবেন যে সংহতির অফিসিয়াল ভিউটা কি। আমি জানিনা, সিরিয়াসলি জানিনা। আমার মনে হয় সংহতির সাথে অ্যাসোশিয়েটেড কেউই জানেনা যে সংহতির একটা এরকম কোনো বিশেষ অফিসিয়াল মোনোলিথিক হোমোজেনাস ভিউ আছে। তবে আপনে মনে হচ্ছে জানেন।
  • a x | ২৩ অক্টোবর ২০০৯ ১০:০১ | 75.53.200.70
  • ও আর গণশক্তি বা প্রগতির ভিউ বলা বা টলারেট করা কোনোটারই অভাব দেখা গেছে নাকি? খবর তো!
  • shrabani | ২৩ অক্টোবর ২০০৯ ১০:০১ | 219.64.181.252
  • অপছন্দের কথা হলে আপত্তি শুনিয়েই শেষ হচ্ছে সে তো আনমডারেটেড বলেই, নাহলে তো ডিলিট হয়ে যেত। এ নিয়ে ঝামেলা কেন!
    কাল সিটী সেন্টারের ক্রসওয়ার্ড থেকে এক গুচ্ছ বই কিনে নানান প্যাকেটের ভীড়ে বইয়ের প্যাকেট কোথায় যে ফেলেছি! দুঃখে সাতসকাল থেকে উঠে নেটে বসে আছি।ঃ(
  • a x | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:৫৯ | 75.53.200.70
  • আজ্ঞে এইটা একটু বুঝায়ে দেন তো। মানে আপনি যদি টেলিপ্যাথি না জানেন, তাইলে কি করে জানলেন আমি আমার কথা না কয়ে সংহতি এনডর্সড কথা বলি? এবং আমি আরও মনে করি যে সেটা আমার দায়িত্ব?
  • Samik | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:৫৬ | 122.162.75.221
  • আর তুমি এই যে শুরুতে লিখলা, তোমার গল্প নাকি দুইটা, অথচ পয়েন দিয়ে দিয়ে গল্প লিখলা তিনটা, এইটা আমার পছন্দ হল না। কিন্তু আমি তোমার আইপি টেনে বলবই না তুমি কলকাতায় থাকো না রায়গঞ্জে।
  • Samik | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:৫৪ | 122.162.75.221
  • বোধি, কোনো সাইটের ভিউ রিপ্রেজেন্ট করা, আর কোনো পত্রিকার জন্য লেখা চাওয়াটা এক নয়। মানে, চাইতেই পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু সেটা আমার ভালো লাগছে না, আমি বলতেই পারি, তাতেও কোনো আপত্তি থাকা উচিত নয়। ব্যাপারটা এই অবধি হলেই ঠিক আছে। বাকিটা ঠিক নেই।

    আইপি নিয়ে নিচে একটা ডিসক্লেমার দেওয়া মনে হচ্ছে কল অফ দা টাইম।
  • Samik | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:৫০ | 122.162.75.221
  • ব্ল্যাংকি কি খুব বিখ্যাত লোক? ফোন আর মেসেজের বন্যায় ভেসে যাবার ভয়ে মোবাইল সুইচ অফ করে রেখেছে।
  • dipu | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:৫০ | 207.179.11.216
  • টইতে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য বিষয়ক আলোচনাকালে র ও ড় এর ব্যবহার সম্পর্কে র বাবু সাবধান করে দিয়েছিলেন। এসকল ছেনছিটিব কেসে ওই পোস্টটি অবশ্যই স্মরণে রাখবেন। শাড়ি, সালোয়ার অত গুরুত্বপূর্ণ কিছু না।
  • h | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:৪৯ | 203.99.212.224
  • আমার বাংলা গল্প হল, দুইটা।

    ১। ইট খেলে পাটকেল মারবে যে কোন লোকেই, দমু শুধু না।
    ২। অ্যানোনিমিটির সুযোগ নিয়ে কিচুলোক সারা জীবন বাঁদরামো করবে। এইবার পার্সোনালি করলে, প্রসিকিউট করতে হবে, পুলিশে যোগযোগ করতে হবে, সিকিউরিটি থ্রেট হলে বা ডিরেক্টেড ইন্ডিসেন্সির বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে। কিন্তু সাইট কী করবে? আর সাইটের অন্য ইউজার রাই বা কী করবে? কেস হলে, সাক্ষী দিতে পারি এই পর্যন্ত। কিন্তু সেটা কমপ্লিটলি একটা লিগাল বিতর্ক। এবং প্রবেবলি ইরেলিভান্ট অ্যাট দ্য মোমেন্ট।

    ৩। কিন্তু পয়েন্ট হল, অন্য সাইট বা পত্রিকার বিজ্ঞাপণ এই সাইটে দেওয়া যাবে কিনা। ফর অল প্র্যাকটিকাল পারপাসেস, অক্ষর অনেক পোস্ট টি , প্লেন অ্যান্ড সিম্পল সংহতির বিজ্ঞাপন। শুধু লিংকে দেওয়া নয়, সংহতির অফিসিয়াল ভিউ এর এনডোর্সমেন্ট। আমরা বারণ করেছি কী , কেউ? করিনি, কারণ অক্ষ মনে করে তার পার্সোনাল অপিনিয়ন এর থেকে সংহতির অপিনিয়ন রিপ্রেজেন্ট করাটা তার দায়িঙ্কÄ। তো করে, বেশ করে। তাহলে খোয়াব নিয়ে সেটা করা যাবে না কেন? র আমি কন্টিনিউআস গণশক্তির ভিউ রিপ্রেজেন্ট করলে আর নন্দনের হয়ে লেখা চাইলে এই টলারেন্স কেন পাবো না? বা সান পত্রিকার ধাঁচে টপলেস মডেলের খোঁজেও বিজ্ঞাপন ও দিতে পারি। মুশকিল হল, গোটাটাই ফাইন লাইন এবং সেল্ফ ডিসিপ্লিন। এটা কেউ কেউ মানতে চান না, বা মানতে সময় নেন।

    যেহেতু ফাইন লাইন এর গল্প, সাবজেক্টিভিটির গল্প, সেহেতু, অয়
    অ্যাগ্রেসন উইল নট হেল্প। আই পি ট্রেসিং জেনেরালি একটা আপত্তিকর বিষয়। এবং এটা ইনডিসেন্সীর সঠিক এবং একমাত্র কাউন্টার কি না আদৌ তাই নিয়ে তর্ক হতে পারে। মাথা গরম করে লাভ নেই।

    তবে এই ব্যাপারটা , এই দমু সাইটের ভালো চেয়ে রিয়াক্ট করবে, এবং লোকে দমু কে যাতা বলবে, নোংরা কথা বলবে, এটা বন্ধ হওয়া দরকার। কিন্তু কী ভাবে বন্ধ হবে জানা নেই, মানে সেল্ফ ডিসিপ্লিন ছাড়া।

    অসংখ্য শিক্ষিত লোক, কন্টি রেগে যাচ্ছে, এটা বহুত ইরিটেটিং। আমি আজ থেকে আপিসিয়ালি দুইটা স্ট্যান্ড নিলাম।

    ১। আনমডারেটেড অংশে পারলে কথা কম বলবো বা আদৌ বলবো না। বন্ধুদের সংগে আড্ডা মারতে ইচ্ছে করলে ফোনে আড্ডা মারবো।
    ২। যা লিখবো স্বনামে লিখবো, নো অ্যালিয়াস।

    আর দাবী হল, আইপি ট্রেসিং বন্ধ হোক। বা অন্ততঃ পাবলিক ডিসে্‌প্‌ল বন্ধ হোক। কেউ ইন্ডিসেন্সির অভিযোগ করলে , একটা টিম হোক, তারা রেকর্ড করে ডেটাবেসে রাখা আইপি ব্লক করবে বা প্রসিকিউশনে সাহায্য করবে।

    দিস ইজ সিরিয়াসলি মিনিংলেস।
  • shrabani | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:৪৭ | 219.64.181.252
  • ব্ল্যাঙ্কি, মেনী হ্যাপি রিটার্ন্স! আজ জন্মে গেছিস আশাকরি।
  • grc | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:৩৫ | 122.167.178.106
  • হুম গুড অব্জারভেশন শমীক। কিন্তু ব্যাপার হলো গিয়া দিদি মনিদের এমন বানান ভুল আর তো সহ্য হয়নাকোঃ-))
  • a x | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:২৮ | 75.53.200.70
  • অ্যাঁ টাট্টূও পরে? একি আরবী টাট্টু?
  • Samik | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:২৩ | 122.162.75.221
  • প্রিয় বম্মা আর তেকোনা স্যার,

    শুনে নিন। বুঝে নিন। পিলিইইইজ।

    শাড়ি সেমিজ টাই জাঙিয়া পেটিকোট সালোয়ার দুল টাট্টু ইত্যাদি পরিধানযোগ্য বস্তুগুলি "পরে'। "পরে'। "পরে'। "পড়ে' না।

    "পড়ে' কেবল পাঠ্য বস্তু, যেমন হল গিয়ে তেকোনাদির সফ্‌ট স্কিল, ভাটের মায়াপাতা ইত্যাদি।

    বড্‌ডো চোখ কড়কড় কর্চ্ছে। ঃ-)
  • Binary | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:২২ | 70.64.19.80
  • তাইতো, বিপ্লব কারো কারো বন্দুকে, কারো কারো সত্যাগ্রহে, আবার কারো কারো কলমে, না না কিবোর্ডে।
  • a x | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:১৭ | 75.53.200.70
  • তাইলে বুঝুন শুধু টাইপ করে কেমন ইমেজ বানিয়েছি? তব্ব্যে?
  • Binary | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:১৬ | 70.64.19.80
  • ওঃ তাইলে অ্যাটলিস্ট দ -এর ক্ষেত্রে আমার ইনফরেন্সটা ঠিক। আর অক্ষ যে বিপ্লবী, সেটা বললে ১০ জনে মধ্যে ৮ জন মাথ দোলবে। উপর-নিচে ঃ)))
  • a x | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:১০ | 75.53.200.70
  • আর্য যুক্তিবাদী না হাতির মাথা! আর ম, মা-মা?!! আপনার ডিডাকশনের প্রতি কোনো ভরসাই রইলনা, প্রথমটার পরেই থাকা উচিৎ ছিলনা যদিও!
  • Binary | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:০৮ | 70.64.19.80
  • আরেঃ অ্যানমিটি কোথায় ? আমি বাইনারি, তুমি অক্ষ, দ দ, পাই পাই, শমীক বেথে, মামী ম, আজ্জো আজ্জো ওরফে আকা ......

    মানে বিপ্লবী হলে অক্ষ
    গার্জিয়ান হলেই দ
    যুক্তিবাদি হলে আকা
    মা মা টাইপ হলে মাইমা
    ....
    ....

    আর কি চাই ?
  • a x | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:০৩ | 75.53.200.70
  • আমি কিছু কইবনা, লোকে বলবে আমি অ্যাননিমিটির সুযোগ নিচ্ছি।
  • Binary | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:০১ | 70.64.19.80
  • হ্যাহ্যা, অক্ষ-র আজাকাল বা* এর আধিক্য দেখা দিয়েছে ....
  • a x | ২৩ অক্টোবর ২০০৯ ০৮:৫৫ | 75.53.200.70
  • আসলে সবাইকে কয়েক বছর ইয়াহুচ্যাটে ট্রেনিং দেওয়া দরকার। খিস্তি কি আর একরকমের হয়রে দাদা। কত মোলায়েম খিস্তিও যে হয়, কে দিচ্ছে তারওপরেও কম্যুনিটি কনসেসাস বুঝে ঠিক হয়, তাই তো বলি "ধুর বাল" সদা এই আপ্তবাক্যটি স্মরণ করিবে।
  • Binary | ২৩ অক্টোবর ২০০৯ ০৮:৫১ | 70.64.19.80
  • দেখেচো ? আমারতো মনে হয় জয়ব্রত অ্যাড দিয়েছে বেশ করেছে, দ তাতে আপত্তি করেছে বেশ করেছে।

    জয়ব্রত-র অ্যাডে মডারেশন থাকা চলবে না, আবার দ যদি তাতে আপত্তি করে, সেটাও আনমডারেটেড কত্তে পারে।

    সকলে এত রেগে যায় কেন ? অল্প বয়সে সরবিট্রেট ধরার ইচ্ছে নাকি ?
  • d | ২৩ অক্টোবর ২০০৯ ০৮:৪১ | 117.195.36.30
  • *ইগনোর
  • d | ২৩ অক্টোবর ২০০৯ ০৮:৪১ | 117.195.36.30
  • হ্যাঁ আমিও তাই বলি। হয় ওগনোর কর, নয়ত দুকথা শোনাও। কিন্তু x সুকথা, চারকথা শোনাবে আর y তার জবাবে একটা কথা বললেই "গেল রে ... মডারেশান হল রে' বলে চেঁচাবে এটাও আমি মানি না।
  • a x | ২৩ অক্টোবর ২০০৯ ০৮:৩৫ | 75.53.200.70
  • হ্যাঁ আইপি ডিসপ্লে এবং ট্রেস নিয়ে আমিও বলেছিলাম। তখন অরিজিৎ প্রভূত জ্ঞান দিয়েছিল। ঃ-)

    ইনফ্যাক্ট আমার মনে হয়না আইপি দিয়ে খেউর আটকানো যায়। আমি টেক্সাসে থাকি, তো? তাতে কি আমি কে জানা গেল? তাই বাল ছাল বকলে হয় ইগ্নোর কর, নইলে দু কথা শুনিয়ে দাও, ভুলে যাও। সিরিয়াসলি, মুখোমুখি যার সাথে কথা হয়নি, হবেনা কোনোদিনও সে কি বলল, না বলল, হু কেয়ার্স। যত স্টেক কম থাকবে তত ঐ কি যেন তারাপদর মত সংসারে রাজহংসের ন্যায় ইত্যাদি।
  • pi | ২৩ অক্টোবর ২০০৯ ০৮:১১ | 128.231.22.89
  • বোধিদার এই পোস্টটার সাথে পুরো ক।
  • dipu | ২৩ অক্টোবর ২০০৯ ০৮:১১ | 59.164.188.229
  • সাতটা সাতান্নর সঙ্গে।
  • dipu | ২৩ অক্টোবর ২০০৯ ০৮:১০ | 59.164.188.229
  • ক। ক।
  • d | ২৩ অক্টোবর ২০০৯ ০৮:০৯ | 117.195.36.30
  • হ্যাঁ সাইট বড় হলে নানারকম লোক তো আসবেই। তারা বেনামীতে খিস্তিও দেবে। আর বেনামীতে খিস্তি দেওয়া মানুষের একটি প্রিয় অভ্যাস। আগে বেনামী চিঠি লিখত। আজকাল নেতে ঘুরে বিভিন্ন নিকে খিস্তি করে বেড়ায়। বিভিন্নরকম অপ্রেশান ও কিছু পারভার্সানের জন্যই করে বলে কোথায়ও পড়ছিলাম।

    তো, কথা হল, কেউ যেমন কোথায়ও বলেও নি, তোমরাই বা তাই নিয়ে চাপ নিচ্ছ কেন? ঐ জয়ব্রত তো আমাকে অর্কুটে অ্যাদ করে গুচ্ছ মেসেজ পাঠাচ্ছেন .... তো, তোমরা কি তাতেও আপত্তি করবে?

    আর হ্যাঁ আইপি ডিসপ্লে হয় না, কিন্তু মডারেতেডও নয়, এরকম একটা সাইট আছে amarblog নামে। মাঝেমধ্যে ঘুরেফিরে দেখতে পার। আনন্দ পাবে।
  • h | ২৩ অক্টোবর ২০০৯ ০৭:৫৭ | 61.95.144.10
  • বেশি লোকজন আসা ভালো। আর অত চাপ নিয়ে লাভ নেই, যে যা পারবে বলবে। আনমডারেটেড ফোরামে এই গুলো হবেই। একটা পত্রিকার হয়ে লেখা চাওয়া যাবে না, কেউ কোথাও বলেছে কী? কোথাও বলা থাকল কিনা টা বড় কথা নয়, একটা পত্রিকা , একটা ইনস্টিটিউশন একেকজন একেকরকম ভাবে ব্যবহার করে, সেটা সব সময়ে ফাউন্ডারের প্ল্যান বা ল্যাক অফ প্ল্যানের সঙ্গেও মিট করে না। এ চাপ নিয়ে লাভ নেই, এই যে আমি কথায় কথায় জ্ঞান দি আর ভাব দেখাই কত কী জানি, এটাও তো ভালো না ঃ-)

    আর এই আইপি অ্যাড্রেস ধরে লোককে ট্র্যাক করাটা আমি অ্যাপ্রুভ করি না। আগে অনেকবার বলেছি। তো আমার কথা শুনতে হবে বলছি না, সেক্ষেত্রে ভুল ভাল কমেন্ট যারা দেন, তারা হয়তো একটু সাবধান থাকেন, কিন্তু তবু আমার কিরকম মনে হয়, এই আই পি ট্রেসিং এবং তাই নিএ আলোচনা, দিস ইস নট ভেরি ডিগনিফায়েড ফর দ্য ফোরাম। এই বার আমাকে কেউ যদি নোংরা গাল দেয়, তাকে আমি প্রসিকিউট করতে চাইতে পারি, সেটা আলাদা, তখন প্রোসিকিউটিং এজেন্সী কে গুরু ডেটা দিতে বাধ্য, তবে এই ব্যবস্থাটা বা ওপেন ফোরামের সুযোঅট কন্টিনিউ জাস্ট থ্রেট হিসেবে ব্যবহার হলে চাপ।

    একটা মাঝা মাঝি কিসু করেন।
  • dipu | ২৩ অক্টোবর ২০০৯ ০৬:৫৫ | 59.164.188.229
  • ব্ল্যাংকিদাকে হ্যাবাড্ডে। সঙ্গে একটা এক টেরাবাইট ঃ-)
  • Tim | ২৩ অক্টোবর ২০০৯ ০৬:২২ | 71.62.121.158
  • ব্ল্যাংকির জন্মদিন? হ্যাপি বাড্ডে, সাথে দুটো অমনিলেন্স রেখে গেলুম। ঃ-)
  • a x | ২৩ অক্টোবর ২০০৯ ০২:৪৪ | 143.111.22.23
  • ফার্স্ট ডেটা, PCI এসব কি? জার্গন বাজি মানছিনা মানবনা।
  • Du | ২৩ অক্টোবর ২০০৯ ০২:৪১ | 65.124.26.7
  • যারা যারা ব্রিটেনের খবর ফলো কর, এই সাইটটাতে দেখতে পারো। http://www.leftfootforward.org/
  • aka | ২৩ অক্টোবর ২০০৯ ০২:৩৮ | 173.33.234.215
  • তাহলে আমি একটা রেকর্ড করি। ব্ল্যাংকি বাবু খুব ভালো ভাবে জন্মিও। কাছাকাছি এট্টু রাম আর ক্যামেরা রেখে দিতে বলো। জন্মেই খানিক রাম খেয়ে নিও আর ক্যামেরাটা টাচ করে নিও। বড় হয়ে সুবিধা হবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত