এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৩:৫৬ | 122.163.79.7
  • পাতার তালিকা ধরে ধরে ক্লিক করছিলাম। হ্যাঁ, অনেক টই অনেক অনেক টই। নিচে "যে বিষয় নিয়ে আলোচনা চলছে" ওতেই প্রচুর টই আছে আর ওপরে এখনকার মানে কারেন্ট টইগুলোই আসছে। কিন্তু এভাবে পড়া কেমন এলোমেলো ব্যাপার। এগুলোকে সত্যিই ক্যাটাগরাইজ করা যায় না? ডিডিদার সাজেশন অনুযায়ী বা অন্য কোনো ভাবে। ভাঙা প্রেম তো নাটকের হেডিংএ কিন্তু আমরা তো সব গপ্প লিখে ফেলেছি। ব্যাপারটা খুব মিসগাইডিং। এরকম আরো অনেকই আছে। যদি একটা টই ট্রি বানানো সম্ভব হয় তবে বেশ গোছানো হয় ব্যাপারটা। রাজনৈতিক, ভ্রমণ, নস্টালজিয়া ইত্যাদি করেও বানানো যেতে পারে। হ্যাঁ। আমায় ঠিকঠাক গাইড করে দিলে হেল্পাতে পারি এটা করতে।
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৩:৫১ | 61.95.144.122
  • আরো একটা ক্যাটেগরি চাই তো - "মিরাকিউরল বাজার' বলে।
  • r | ২৮ অক্টোবর ২০০৯ ১৩:৩৬ | 125.18.104.1
  • কবীর সুমনের নামে কিছু বলা বারণ আছে। বললেই কাঁইকাঁই করে ঝগড়াঝাঁটি শুরু হয়ে যাবে। ঃ-)
  • Bratin | ২৮ অক্টোবর ২০০৯ ১৩:২২ | 125.18.17.16
  • দুটি ' ' দেখতে অনুরোধ করি ঃ-))
  • dd | ২৮ অক্টোবর ২০০৯ ১৩:২১ | 122.167.21.18
  • সে না হয় হোলো।

    কিন্তু আপনেরা কেউ কবীর সুমনএর খপর রাখেন? উনার কি হোলো? ফ্যারেন্‌যাইটিস? না কি সি ই ও হয়ে গ্যালেন?

    কেউ জানে ?
  • Arpan | ২৮ অক্টোবর ২০০৯ ১৩:২১ | 216.52.215.232
  • ঃ-)
  • dipu | ২৮ অক্টোবর ২০০৯ ১৩:২০ | 207.179.11.216
  • ডিঃ ডিডির পোস্টে তালাও মানে পুকুর না, তালা ও ;-)
  • Bratin | ২৮ অক্টোবর ২০০৯ ১৩:১৮ | 125.18.17.16
  • চাপ তো। একেই বোধহয় বলে 'পুকুর চুরি' ......
  • dd | ২৮ অক্টোবর ২০০৯ ১৩:১৪ | 122.167.21.18
  • একজন সিকিউরিটি গাড আর দুটো বড় তালাও নে' পালিয়েছে।
  • dipu | ২৮ অক্টোবর ২০০৯ ১৩:১০ | 207.179.11.216
  • পুণের একটা ব্যাঙ্ক থেকে চোরেরা নগদ এগারো লাখ টাকা, সিসিটিভি আর ৫০০ কিলোর এটিএম মেশিন লরিতে বসিয়ে নিয়ে পালিয়ে গেছে ঃ-)

    http://in.news.yahoo.com/48/20091028/804/tnl-thieves-make-off-with-atm-cash-cctv.html
  • r | ২৮ অক্টোবর ২০০৯ ১৩:০৫ | 125.18.104.1
  • আই সেকেন্ড। ;-))
  • dd | ২৮ অক্টোবর ২০০৯ ১৩:০৪ | 122.167.21.18
  • আর আমার সাজেস্‌সান হচ্ছে , টই তে অবিলম্বে একটা নতুন বিভাগ হোক নাম "পলিটিক্স" বা "রাজনীতি" বা "মাকু বনাম নকু"।

    পদ্দ নামে একটা, আর নস্টালজি নিয়ে আরেকটা। তাইলে খুঁজতে/বাদ দিতে সুবিধে হয়।
  • dipu | ২৮ অক্টোবর ২০০৯ ১৩:০১ | 207.179.11.216
  • কিন্তু টিকেন কি খুঁজে পেয়েছেন?
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৫৬ | 61.95.144.122
  • RFI ৩ - কী-ওয়ার্ড দেওয়ার ব্যবস্থা হোক টই খোলার সময়। পরবর্তীকালে কী-ওয়ার্ড দিয়ে সার্চানোর ব্যবস্থা করা যাবে।
  • Arpan | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৫১ | 216.52.215.232
  • মনে হচ্ছে তেকেনা লাইব্রেরিয়ানের গুরুদায়িত্বটি নিতে অতীব আগ্রহী। আকারে ইঙ্গিতে তারাই আভাস দিচ্ছেন। অর্থাৎ সবগুলি টই পড়ে তাদের ক্যাটেগরি ইত্যাদি বানিয়ে দেবেন। বাকিটা মামুর কোডিঙের হাতযশ।

    সাধু, সাধু। লেগে পড়া হোক। ঃ D
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৪৮ | 121.50.4.240
  • তুমি যদি কোন এক স্পেসিফিক ক্যাটেগরির টইসমূহ পড়তে চাও, সে নাহয় একটা সমস্যা। কিন্তু সবই যখন পড়তে চাও তখন আর চাপ কী? একটা একটা করে ক্লিক করে সব পড়ে ফেল। ব্যস। খোঁজাখুঁজির চাপ নেই।
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৪৫ | 61.95.144.122
  • RFI-এর লিস্টি (টই, বুবুভা ইত্যাদির জন্যে) -

    (১) ক্যাটেগরি সার্চ
    (২) ডেট দিয়ে সার্চ
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৪৩ | 61.95.144.122
  • টইয়ের পাতায় এক নং পাতা থেকে শুরু করো...একে বলে ব্রুট ফোর্স অ্যালগো।
  • Arpan | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৪৩ | 216.52.215.232
  • গুরুচন্ডালিতে কিছু খোঁজার সহজ উপায়।

    যেটি খুঁজতে চাও সেটি বাংলা ইউনিকোডে লিখে গুগল সার্চবক্সে পেস্টাও। তারপরে + guruchandali অ্যাডাও। সার্চ বাটন দাবাও।

    ব্যস।
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৪৩ | 121.50.4.240
  • একটা চামচ আগে কিনে আনো।
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৪১ | 122.163.79.7
  • পাচ্ছি নে তো তখন যখন জানি যে আছে
    কিন্তু যখন জানছি নে, তখন কি হয়?
    গত তিন বা চারবছরের সব টই পড়তে চাই, বলে বসলুম। কে পড়াবে?
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৪০ | 122.163.79.7
  • মেল করে জিগা ;-)
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৪০ | 61.95.144.122
  • ক্যাটেগরির ওপর সর্টেড লিস্ট নেই (এটা একটা rfi হল)। কিন্তু টইয়ের পাতার ওপরের নম্বরগুলো দিয়ে পুরনো টই পড়া যায়। নাম বা নামের অংশ মনে না থাকলে এটা করেই খুঁজে বের করতে হয়। আর নয়তো এখানে "পাচ্ছি নে' বলে বসে থাকো - কেউ না কেউ খুঁজে দেবে;-)
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৪০ | 122.163.79.7
  • তাই দেখছি ঃ-)))
    আর আমার আই কিউ এত্ত হাই যে আমি আসল উদ্দেশ্য ধরে ফেলে সক্কলকে ধরে ধরে স্প্যামাচ্ছি ঃ-))
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৩৯ | 121.50.4.240
  • হ্যাঁ, তা তোমার আই কিউ কত, শুনি ;-)
  • Arpan | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৩৯ | 216.52.215.232
  • সবারই দুশ্চিন্তা দেখি হেভি! ঃ P
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৩৮ | 122.163.79.7
  • না রে, বলতে চাইছি, কত সাবজেক্টের ওপর টই আছে। যেগুলো নতুন বিষয় না, কিন্তু মাঝে মাঝে উঠে আসে, কেউ লেখে, আবার কিছুকাল পরে ডুবে যায়। অনেক সময় অনেকে রেফারও করে। যেমন র আর ড়-এর ব্যাপরে দীপু তুলে দিল একটা টই, এগুলোর কোনো আর্কাইভ আছে?
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৩৬ | 122.163.79.7
  • এদিকে আমার মেল-এ গুচ্ছ ভুলে যাওয়া বন্ধুরা, তস্য বন্ধুরা, তস্য তস্য বন্ধুরামিলে "তোমার আই কিউ কত শুনি" টাইপ মেল পাঠাচ্ছে। কি মুশকিল ঃ-(((
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৩৬ | 121.50.4.240
  • তার মানে? এমনিতেই তো সব টই দেখা যায়। কিচ্ছু অদৃশ্য নয় তো। তবে একই পাতায় সবকটা ধরাতে গেলে ভয়ানক লম্বা হয়ে যাবে তো ! তাই তো পাতার সংখ্যা ইত্যাদি। মানে তুমি এটাই জানতে চাইছ তো ?
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৩৫ | 122.163.79.7
  • প্রায় সকলেরই একটা করে এক-আটশো নম্বর আছে তো। একবার করে ফোন করে বলে দিলেই ঝাঁকে ঝাঁকে এজেন্টের কল আসতে থাকে। গিনে চুনে ডেকে নিলে খুব কমপ্লি না
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৩৩ | 122.163.79.7
  • এখানে অনেক কাল ধরে অনেক টই খোলা হয়েছে মনে হয়। এমন কোনো আর্কাইভ আছে যেখানে আজ অবধি খোলা যাবতীয় টই দেখা যায়? ঐ ডানদিকে যেগুলো আসে সেগুলো ছাড়া?
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৩৩ | 61.95.144.122
  • হয় ইনস্যুরেন্স আপিসে দৌড়তে হয় (কম্পেয়ার করতে হলে একাধিক আপিসে) নয়তো এজেন্ট ধরতে হয়। দুটোই কমপ্লিকেটেডঃ-(
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৩০ | 121.50.4.240
  • কবে ফিরছিস?
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১২:২৯ | 122.163.79.7
  • অপ্পন, পুরো ঠিক পড়াটা হেব্বি বোরিং মনে হয় এক এক সময় ঃ-))

    হ্যাঁ, আমিও প্রথম বছর এআইজি,পরের বার বাজাজালি, মার্চে আবার রয়্যাল নেব নেব মন কচ্চে
  • shrabani | ২৮ অক্টোবর ২০০৯ ১২:২১ | 124.124.244.109
  • বছর শেষে করালে সেরকম কোনো কমপ্লিকেটেড কিছু প্রসেস নেই, এখানে অনেকেই ফি বছর এদিক ওদিক করতে থাকে।
  • Samik | ২৮ অক্টোবর ২০০৯ ১২:১৯ | 12.191.136.3
  • আমার বাইকে তো প্রথম বছর ছিল টাটা এআইজি, তারপর দু বছর রিলায়েন্স, পরের বছর থেকে নিউ ইন্ডিয়ায় ফিরে যাবো ভাবছি।
  • dipu | ২৮ অক্টোবর ২০০৯ ১২:১৯ | 207.179.11.216
  • কবে আসছ? নভেম্বরের গোড়ায় নাকি?
  • Arpan | ২৮ অক্টোবর ২০০৯ ১২:১৭ | 216.52.215.232
  • ঃ-)))

    চলে আয়, আমার ল্যাপিটা আবার গরম হতে শুরু করছে!
  • Bhuto | ২৮ অক্টোবর ২০০৯ ১২:১৬ | 203.91.193.7
  • রাজনীতি রাজনীতি করে বডি গরম করে দিচ্ছে, ভাবছি এখানেই থেকে যাব। অনেক কাজ আছে। আর সেই জন্যেই হয়তো আপিস ঠান্ডা করাতে ফেরত নিয়ে যেতে চাইছে ঃ(
  • Arpan | ২৮ অক্টোবর ২০০৯ ১২:১২ | 216.52.215.232
  • আর লিখলাম তো জাস্ট কৌতুহল! তেকেনা কি বেছে পড়ে?
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১২:১১ | 122.163.79.7
  • খুল্লেই যখন, পড়লেও যখন, তখন এখানে তিনলাইনের সামারি লিখে দিলেই তো হত। আবার পড়তে বসাবে ঃ-(((
  • Arpan | ২৮ অক্টোবর ২০০৯ ১২:১১ | 216.52.215.232
  • আরে আমি পাল্টাবো কেন? তবে আজ খুশি থাকলেও কাল তো নাও থাকতে পারি। সেই জন্য আর কী!

    যাগ্গে, কেউ খাটবে না, গুগলও করবে না। ঃ-(

    http://www.team-bhp.com/forum/indian-car-loans-insurance/29783-transfer-car-insurance.html
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১২:০৯ | 61.95.144.122
  • প্রসেসটা কি?
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১২:০৯ | 122.163.79.7
  • সেই তো! রঃ সুঃ এত দিয়েও অপ্পমকে খুশি করতে পারে না! এ ছেলে তো বড় হয়ে দামোদর শেঠ হবে!
  • shrabani | ২৮ অক্টোবর ২০০৯ ১২:০৪ | 124.124.244.109
  • মাঝপথে যায়না কিন্তু বছরশেষে তো যায়। আমরাই এবছর টাটা এ আই জি পাল্টে আবার নিউ ইন্ডিয়ায় ফিরে গেছি।
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১২:০২ | 61.95.144.122
  • অপ্পন তো হেপ্পি কাস্টমার - পাল্টাবে কেন? আমি হেপ্পি না থাকলে হয়তো পাল্টাবো।
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১২:০০ | 122.163.79.7
  • ইকি!!! তুমি কেন পাল্টাবে? আমি তো তোমার আর দমের কথায়.... যাব্বাবা!
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১১:৫৯ | 122.163.79.7
  • লোন ট্রানস্ফার হয় জানি, ইন্স্যু ট্রানস্ফার নিয়ে কোনো আইডিয়া নাই ঃ-( । খোঁজ নেবে নাকি এট্টু? ফর বন্দুকস সেক ঃ-)))
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১১:৫৮ | 61.95.144.122
  • এই বছর তো প্রিমিয়াম জমা পড়ে গেছে। জানি না মাঝপথে বদলানো যায় কিনা। ইনফ্যাক্ট এখানে কি ভাবে বদলায় তাও জানি না। বিলেতে তো বেসিক্যালি "শপিং' করতে হত। প্রথম প্রথম ইন্ডিভিজুয়াল ইনস্যুরার থেকে কোটেশন নিতে হত, পরের দিকে ওই কতকগুলো কম্বাইনড সাইট বানিয়েছিলো - যেখানে অনেকের কোটেশন এসে যেত একবার ইনপুট দিয়েই - তাও সকলের আসতো না।

    তেকোনা - পাল্টালে কি ভাবে কি করতে হয় জানিও তো।
  • Arpan | ২৮ অক্টোবর ২০০৯ ১১:৫৫ | 216.52.215.232
  • বছরের মাঝখানে ট্র্যান্সফার করানো যায় না? (জাস্ট কৌতুহল)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত