ভালো আইডিয়া। কিন্তু বারবার করতে ভালো লাগবে না। অত সময়ও নেই। একবার এফর্ট নিয়ে করে ফ্যালো, পরবর্তীকালে এমন সিস্টেম রাখো যে কেউ আলফাল ক্যাটেগোরিতে কোনও টই খুললে সেটা কারুর অ্যাক্সেস থাকবে সঠিক ক্যাটেগরিতে রি-সিলেক্ট করার। সঠিক ক্যাটেগরিতে নিয়ে গিয়ে ফেললেই সেটা আপনা থেকেই ক্যাটেগরিতে সার্চেব্ল হয়ে যাবে।
ভবিষ্যতে প্রতিটা নতুন টইয়ের জন্য ক্যাটেগরি সিলেক্ট করে এইচটিএমেল ফাইল আপডেট করাটা বহুৎ লেবোরিয়াস জব। পোষাবে না লং রানে।
dd | ২৯ অক্টোবর ২০০৯ ২১:২৫ | 122.167.52.89
না, আমি অবশ্য অপ্পনের মতন মিনিস্কার্ট কখনো পরি নি। ওটা পরলে ঘাড় ফিরাতে সুবিধে হয় বুঝি? সত্তি, যাবৎ বাঁচি তাবৎ শিখি।
d | ২৯ অক্টোবর ২০০৯ ২১:২৪ | 117.195.37.87
এই অতীন্দ্র নামের ভদ্রলোক বেঁচে গিয়েই মনে হচ্ছে বিশাল অপরাধ করে ফেলেছেন। আর ঐ দুই সঙ্গের অফিসার ----- স্রেফ পুলিশ বলেই যেন মরাটা খুব জাস্টিফায়েড ---- লোকে তাই নিয়ে অবাধে ঘুষখোর (সবচেয়ে ভদ্র গালি) ইত্যাদি যা পারছে বলে যাচ্ছে। স্রেফ পুলিশ বলেই মরেও রেহাই নেই! ধুস্স্স্স
a x | ২৯ অক্টোবর ২০০৯ ২১:২৪ | 76.247.246.200
অরিজিত গুরুতে তক্ক করতে গিয়ে রাগ হয়, জয়দেব বসুর লেখা পড়লে হয়না? অতীন্দ্রর স্ত্রীকে লেখা খোলা চিঠি পড়। আরও মজার ঐ চিঠি লেখার পরের প্যারাগ্রাফেই তিনি আবার রাজনৈতিক সংস্কার নিয়ে জ্ঞান দিচ্ছেন! উফ্ফ!!
Du | ২৯ অক্টোবর ২০০৯ ২১:২৩ | 65.124.26.7
পটিই বা কেন? তারও ভাল নাম বললেই হয় ঃ)
এইদেশে প্রেসক্রিপশন ড্রাগ থাকাকালীন ঐ ৭২ আওয়ার নিয়ে যথেষ্টই ভয়ংকর ব্যাপারস্যাপার পড়েছি - এই একবছর আগেও। কোন কোন স্টেটে নিয়ম ছিল(আছে?) যে ফার্মাসিস্টের বিশ্বাস যা বলে সে তাই করতে পারবে ঐ প্রেসক্রিপশন নিয়ে - ফিরিয়ে দিলো না তিনদিন। তো এখনও বিশ্বাসী অ্যামেরিকায় কি হয় জানি না তেমন।
তবে সবকিছুরই দুদিক থাকে তো। আর কোন সাইডেরই সমস্ত বক্তব্য ভুষি হয় না পুরোটা। নিজে তর্ক করার সময়ও এটা বারেবারেই মনে হয় - মানি আর নাই মানি।
dd | ২৯ অক্টোবর ২০০৯ ২১:২৩ | 122.167.52.89
বছর পাঁচেক হয়ে গ্যালো, মোবাইল তো দুরের কথা রাস্তায় ডাইনোসর থাকলেও ঘাড় ঘুড়াতে পারি না।
হ্যাঁ, ব্যাপারটা ঐ রকমই। আজ থেকে দশ বছর আগে লোকাল ট্রেনে ব পাড়ার মোড়ে কেউ মোবাইল ফোনে কথা বলছে দেখলে ঘাড় ঘুরিয়ে তাকাতাম। এখন তাকাইও না।
এখন আঠেরো বছরের মেয়ে আই পিল কিনছে দেখলে তাকাবো। যতই উদারমনা হই না কেন, তাকাবো। আজ থেকে দশ বছর বাদে হয় তো আর তাকাবোও না।
d | ২৯ অক্টোবর ২০০৯ ২১:১৮ | 117.195.37.87
উনি সজারু থেকে মেঘনাদ হয়েছেন। ঃ)
কিন্তু আমি বাড়ী এসে থেকে তো ভাগ্য গণনায় "পতিতপাবন'কেই দেখছি। বেথেকে দেখি নাই। বেথে আরেকবার পোস্টায়ে দিও বরং।
dd | ২৯ অক্টোবর ২০০৯ ২১:১৭ | 122.167.52.89
না, আমি যেটা বলছিলাম যে এই মতন ট্রেন্ড ( মানে আট হাজার ইউনিক হিট প্রতি মাসে) চলতে থাকলে কিছুদিন পর (তিন মাস কি এক বছর কি তিন বছর পর) আরো অনেক লোক হেথায় নিত্যি আসবেন।
টই তে পোচুর লোকে আসবেন। আরো। বিশেষতঃ পলিটিক্স থাকলে। এটা খ্যাল করচি লাস্ট প্রায় এক বছরের ট্রেন্ড। রাজনৈতিক তক্কাতক্কি হলেই (রাজনীতি = নকু বনাম মাকু বা তিনোমুল বনাম মাকু)অনেক অনেক নতুন মানুষ এসেন। ভবিষ্যতে আরো এসেবেন।
তো, টইতে, অন্ততঃ রাজনীতি করে একটা নতুন বিভাগ করা যায় না ? এক্ষুনি?
আর পুরোনো ১০০% টইএর না হয় ক্লাসিফিকেশন নাই ই হোলো - কিন্তু খাওয়া দাওয়া /ভ্রমন/ পদ্দ/ .... এম্নি চার পাঁচটা বিভাগ করে পুরোনো ২০- ৩০% টইকে তো আলাদা করাই যায়।
হ্যাঁ?
tkn | ২৯ অক্টোবর ২০০৯ ২১:১৫ | 122.163.79.7
ওহো। হ্যাঁ, আমারো কোনো চাপ নেই কনট্রা/কন্ডোম কিছু নিয়েই। আমি কোয়ার্কের দেওয়া লিঙ্কটা পড়ে বলেছিলাম তিনটে স্কুল ইউনিফর্ম পরা মেয়েকে আই পিল কিনতে দেখে মনে হয়েছে কত সহজ হয়ে গেছে এসব কিনে ফেলা ওদের কাছে। অর্থাৎ আমরা, এবং এখোনো একদল ঐ বয়সী মেয়েরা যখন স্কুল থেকে ফেরার সময় হজমী, আইসক্রীম, ঝালমুড়ি কেনে তখন কেউ কেউ কনট্রা কেনে। আগে এটা এত সহজ ছিল না। পরে কথায় কথায় পিল গড়িয়ে গেছে। এবং এটা স্বীকার করতে একটুও পিছপা নই যে আমার কুচিটি আমার থেকে পয়সা নিয়ে ম্যাড অ্যাঙ্গেলস না কিনে পিল কিনে খেলে, হ্যাঁ, চমকাবো, থমকাবো। তার পর কি করব,জানিনা। চাপ ওটুকুই
a x | ২৯ অক্টোবর ২০০৯ ২১:০৯ | 76.247.246.200
আম্মো তাই ধন্ধে পড়ে গেছিলুম।
mithu | ২৯ অক্টোবর ২০০৯ ২১:০৬ | 173.26.17.106
কন্ডোম বা আইপিল এবং তার ব্যবহার কোনোটা নিয়ে আলোচনাতেই লজ্জা পাবার কারণ দেখি না। ওটা আমি নই।
Samik | ২৯ অক্টোবর ২০০৯ ২০:৫৭ | 219.64.11.35
কিছু বলি নি। কনট্রা বা কন্ডোম নিয়ে আমার কোনো চাপ নাই। ঃ-)
a x | ২৯ অক্টোবর ২০০৯ ২০:৫৬ | 76.247.246.200
ম কি মিঠু-ই ছিল? না অন্য কেউ?
Samik | ২৯ অক্টোবর ২০০৯ ২০:৫৫ | 219.64.11.35
ইশেন আরো আছে। হাত দেখা ভাইগ্য গণনায় একটা পোস্ট করেছিলাম। সেটা দেখাও যাচ্ছিল। এখন সেটা উড়ে গেছে।
Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ২০:৫৫ | 122.252.231.12
হ্যা, শমীক এমন কী বলেছে সেইটা খুঁজে না পেয়ে আবার পেছনের পাতা পড়ে এলাম। ঃ(
a x | ২৯ অক্টোবর ২০০৯ ২০:৫৪ | 76.247.246.200
সুমেরু একটা কি নতুন আলোচনার টই বলল, সেটা কই?
tkn | ২৯ অক্টোবর ২০০৯ ২০:৫৪ | 122.163.79.7
অক্ষ, হুঁ ঃ-))
শমীক, তুমি যদি সকলের বক্তব্য পড়ে এটা বোঝো, তাইলে যা বুঝেছ বেশ বুঝেছ। কিন্তু আমার বক্তব্য পড়ে যদি ওটা বোঝো তবে আমি ঠিক বোঝাতে পারি নি ঃ-))
Samik | ২৯ অক্টোবর ২০০৯ ২০:৫২ | 219.64.11.35
আমি কোনো মতই দিই নি, মাক্কালী! আমি তো কেবল ঠিক বুঝেছি কিনা সেটা বুঝতে চাইছিলাম। এইসব নিয়ে আমার জাস্ট কোনো চাপ নেই।
a x | ২৯ অক্টোবর ২০০৯ ২০:৫১ | 76.247.246.200
হ্যাঁ গাটস তো আসে ইনহিবিশন কম হলে তবেই আসবে আর এই ইনহিবিশন তো সমাজ শেখায়। ধর এই যে আমরা অবলীলায় লিখছি কন্ডোম, আমার মা-ই লিখতে পারবেনা, অথচ এর মধ্যে খারাপ কিছুই নেই, অশ্রাব্য কোনো শব্দও না। এই কদিন আগে আমার মেয়ে কে পটি ট্রেনিং করার জন্য কিছু বই দেখছিলাম। তাতে পরিষ্কার লেখা হাত কে যেমন হাত বল, মাথাকে মাথা, শিশুকে বলার সময় পিনিস কে পিনিস, ভ্যাজাইনা কে ভ্যাজাইনাই বলবে। wee-wee, pee-pee এইসব শব্দ ব্যবহার করবেনা। ঐ গাটস টা আনতে হলে এগুলো কে আরো স্বাভাবিক নজরে দেখতে হবে।
আর দামের ব্যপারটা বললাম তো, সব রাইটস্ই খর্ব হয় যার পয়সা নেই তার, এটাও তার মধ্যেই, আলাদা তো না।
d | ২৯ অক্টোবর ২০০৯ ২০:৪৯ | 117.195.37.87
য্যাঃ! গত ৩ মাস আমি কেবল ক্লায়েন্ট নেটওয়ার্ক থেকেই অ্যাকসেস করতাম। তারপর প্রোজেক্ট বদলাল, ক্লায়েন্টও বদলালো। এখানে এখনও আইডি ফাইডি তৈরী হয় নি, তাই কোঙের নেট ব্যবহার করছি।
aga | ২৯ অক্টোবর ২০০৯ ২০:৪৬ | 168.26.215.13
তুমি এতই গুরু করেছ যে সব থেকে বেশি অ্যাকসেসড আইপির মধ্যে এটা চলে এসেছে। তারপর আইপিটা ব্লক করে দিয়েছে। ক্যাটেগরাইজেশনটা তোমাদের সিস অ্যাডমিন করেছে মনে হয়।
গুরুকে "এন্টারতেইনমেন্ট ক্যাতেগরিতে ব্লক করছে। এইটা বদলে কোনভাবে সংবাদপত্রের গোত্রে ফেলা যায় না? এগুলো বোঝেই বা কীকরে?
tkn | ২৯ অক্টোবর ২০০৯ ২০:৪৩ | 122.163.79.7
পাই, তুমি ঠিক কি বুঝতে চাইছ বুঝলাম না। ১৮-র কথা আমি বলিনি। আমি সব বয়সেই মাত্রাবোধের কথা বলেছি। আমি শমীকের সঙ্গে একমত নই।
অক্ষ, ক্ষমতা বলার সময়ে আমি বুকের ও পকেটের উল্লেখ করেছিলাম। বুকের ক্ষমতা ইয়ানি গাটস। ১৮টা স্যানের কথার প্রেক্ষিতে এসেছিল। আমার কাছে ১৫/১৬/১৭/১৮-র মধ্যে কোনো তফাৎ নেই। স্কুলের মেয়ে ইউনিফর্ম পরে মানে ক্লাস ৯/১০ হবে। কত বয়স? ১৫/১৬ হবে হয়ত। তো এই বয়সের মেয়েদের মধ্যে দোকানে গিয়ে বাবা কাকার বয়সী মানুষের কাছে আই পিল চাওয়ার জন্য গাটস লাগে বইকি!
পকেটের ক্ষমতা, কারণ এই ওভার দ্যা কাউন্টার আই-পিল বা ৭২ কোনোটাই গ্রামসেবিকা বিলোচ্ছে না। দোকানে সম্ভবতঃ বেশ ভালো দাম দিয়ে কিনতে হচ্ছে।
Ishan | ২৯ অক্টোবর ২০০৯ ২০:৩৬ | 12.163.39.254
অন্য টইয়েও আলোচনা হয়েছে, কিন্তু সেগুলো অক্ষত আছে।
এই গোলযোগটা শিগ্গিরই সারিয়ে ফেলা হবে।
Ishan | ২৯ অক্টোবর ২০০৯ ২০:৩৫ | 12.163.39.254
অক্ষর পোস্ট বাদ পড়েছে নাকি? সেটা তাহলে ব্যাকাপ নেওয়া আর আপডেট করার ফাঁকটাতে হয়েছিল। ধুস। ঃ(
aga | ২৯ অক্টোবর ২০০৯ ২০:৩০ | 168.26.215.13
আমার আপিসে সব খোলে।
d | ২৯ অক্টোবর ২০০৯ ২০:২৮ | 117.195.37.87
আমার আপিসে আবাপ খোলে কিন্তু হিব্রু আসে। আজ আগে জানলে খুলে দেখতাম। ঃ( এদিকে আজকাল আর প্রতিদিন খোলে অথচ গুরু আর সচল খোলে না। ঃ( ঃ( বাধ্য হয়ে দুপুরে বসে আজকাল আর প্রতিদিনই পড়ি। ঃ( ঃ( কি দুঃখের জীবন হয়ে দাঁড়িয়েছে!
m | ২৯ অক্টোবর ২০০৯ ২০:২৫ | 122.167.209.59
এইগুলোর সত্যি হলোটা কি?লজ্জা সরমের মাথা খেলো ।
dipu | ২৯ অক্টোবর ২০০৯ ২০:১৯ | 59.164.190.30
সারাদিন এত হাইডোজের তিনোমুল, সুসিল, কিসেনজি আর সহ্য করতে পারছে না।
d | ২৯ অক্টোবর ২০০৯ ২০:১৬ | 117.195.37.87
টইটা এমন অসুস্থ হয়ে পড়ল কেমনে? ওকে গ্রাইপওয়াটার দাও।
a x | ২৯ অক্টোবর ২০০৯ ২০:১৫ | 76.247.246.200
নাহ্ প্রবীরের পোস্টের আগে আরেকটা ছিল।
rokeyaa | ২৯ অক্টোবর ২০০৯ ২০:১৫ | 203.110.243.21
আপডেটদিদি কে ধন্যযোগ! আগেও এই কেলোর হাত থেকে উনিই গুরুকে বাঁচিয়েছেন। কিন্তু আরো নানান টইয়ে নানা আলুচানা হয় নি আজকে? সেরেফ ঐ দুটো টই?
Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ২০:১৩ | 216.52.215.232
এসছে তো!
a x | ২৯ অক্টোবর ২০০৯ ২০:১১ | 76.247.246.200
যাহ্ তৃণমূলী থ্রেডে প্রবীরের পোস্টের আগে আমার অমূল্য জ্ঞান গুলো এলোনা?
pi | ২৯ অক্টোবর ২০০৯ ২০:০৮ | 72.83.213.179
অক্ষদার সাথে একমত। শমীক আর তেকোনাদির এই চাপের ব্যাপারটা বুঝলাম না। প্রোটেকশান যদি ন্যায় ই তো আর কোন চাপের কথা বলা হচ্ছে ? মাত্রাবোধের কথাও ক্যানো আঠারো বছর বলেই আসছে তাও বুঝলাম না।
আমাকে এখন একটা দাঁতালো গাঁটালো মিটিং-এ ঢুকতে হবে অথচ মাথা ঠান্ডা। কি করে গরম করা যায়? ঃ-)
রঞ্জনদা ঃ-)
sumeru | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:৩৮ | 117.99.27.159
নতুন টই খোলা হল আলোচনাগুলো সেখেনে থাকবে বলে, সেটা কোথায়!
san | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:৩৭ | 121.50.4.240
ক্কী কান্ড !
আমার স্বপ্নে কেউ এসে উচিতানুচিত বলে দিয়ে যায়না কেন ! সে কি আমি খুব ঝগড়া করি বলে ?
dd | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:৩৩ | 122.167.21.18
thisman.org দ্যাখেন। টিম দ্যাখলে নিঘঘাৎ একটা রোমাঞ্চ গপ্পো লিইখ্খ্য়া ফালাইবো।
ranjan roy | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:৩২ | 117.198.5.119
তেকোনার কন্ডোম বাচ্চাদের বয়েস ইত্যাদি সাহসী লেখা পড়েঃ-- স্বামীনাথন অংকেলেশ্বরিয়া আইয়ার TOI এ বছর দুই আগের এইডস্ দিবসে লিখলেন যে ওনার ১৮ বছুরে ছেলে যখন চেন্নাইয়ে কোন নামকরা কলেজে ভর্তি হল তখন তিনি ওকে সঙ্গে নিয়ে ""গলায় হাত দিয়ে'' দোকান থেকে একবাক্স কন্ডোম কিনে উপহার দিলেন। বোঝালেন যে---
তুমি এখন কো-এড কলেজে যাচ্ছো। চমৎকার একটি মেয়ের সঙ্গে তোমার বন্ধুত্ব ও প্রেম হতেই পারে। ক্রমে বিছানায় যেতেই পার। সংকোচের কিছু নেই। প্রেম হল জীবনের সুন্দরতম বিরল অনুভূতির একটি। কিন্তু ঐ ফুলের মতন নিষ্পাপ মেয়েটি হয়তো নিজের অজান্তে এডস্এর বিষাণু বহন করছে। সেখানে জীবন ও মৃত্যুর মাঝখানে সুক্ষ্ম বিভেদরেখা হল ঐ কন্ডোমের বাক্স। আমি হতভম্ব, তারপর অনুপ্রাণিত। যেমন তসলীমা পড়ে হয়েছিলাম। কিন্তু কিন্তু করে আমার দুই মেয়েকে গপ্পোটা শোনালাম। বল্লাম- আমার কি করা উচিৎ? -- তোমার নিজের মেয়েদের ওপর বিশ্বাস রাখা উচিৎ। ওরা বোকা, খালি তুমিই একা বুদ্ধিমান? GC তে আড্ডা দেয়া বন্ধ করো।
san | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:৩১ | 121.50.4.240
হ্যাঁ। র, ড় সামলে। সাবধানে। জামাকাপড় পরা, ঘুমিয়ে পড়া। ইত্যাদি।
tkn | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:৩০ | 122.163.79.7
ঘুমিয়ে পড়ার অভ্যেস খুব ভালো। রাত চাট্টে অবধি জেগে থেকে থেকে এটা আমার জোরালো দাবী ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন