তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা ইদিকেতে বেশ বয় কাট চুল, কিন্তু মোটেও রাঁধো না।।
Suvajit | ৩১ অক্টোবর ২০০৯ ২১:৫৬ | 59.93.214.67
এগুলো কোন টইতে যাবে জানি না। আজকে ইমেলে পেলাম ব্যাপক লাগলো। These are entries to a Washington Post Competition asking for a two line rhyme with the most romantic first line and the least romantic second line.
My darling, my lover, my beautiful wife: Marrying you has screwed up my life. ওগো সুন্দরী নয়ন-মাধুরি, অনুপমা মোর প্রিয়া জনমের মত দিয়াছ আছোলা করিয়া আমারে বিয়া।
Kind, intellegent, loving and hot; This describes everything you are not. দয়া-মায়াবতী, বুদ্ধি ধারিনী, রমনীয় তুমি প্রিয়ে, ছিলেনা বলেই বেঁচেছিলো বাপ তোমারে চালান দিয়ে।
I love your smile, your face, and your eyes Damn, I'm good at telling lies. তুমি সন্ধ্যার মেঘমালা মম, কানেতে তারার দুল, বলি যদি কভু বুঝিও কন্যা দিতেছি উদোম গুল।
I see your face when I'm dreaming. That's why I always wake up screaming. শয়নে স্বপনে হেরি শুধু তব চন্দ্রবদন শোভা ঘুম যায় ছুটি, আঁতকিয়ে উঠি, আতংকে হই বোবা।
My feelings for you no words can tell, Except for maybe 'Go to hell.' তব সথে মোর এই পরিণয়, ছিলো বিধাতার আশ বলিয়াছিলেন 'আগামী জনমে করিবি নরকবাস'।
Arpan | ৩১ অক্টোবর ২০০৯ ১৯:২১ | 122.252.231.12
ফাব্রেগাসের গোলটা যাতা বললেও কম বলা হয়। হ্যারি রেডন্যাপের মুখটা দেখার মত হয়েছিল। ঃ-)
dipu | ৩১ অক্টোবর ২০০৯ ১৯:১০ | 59.164.190.152
অবাক হইনি।
a x | ৩১ অক্টোবর ২০০৯ ১৮:৩৭ | 76.247.246.200
কি আশ্চর্য, হিস্ট্রি চ্যানেল তো বেশ ভালো মত রাইট উইং। এতে অবাক হবার কি আছে।
dipu | ৩১ অক্টোবর ২০০৯ ১৬:৪২ | 59.164.190.152
হাঃ, হিস্ট্রি নাকি বুশেরে সন্ত্রাসবাদী বলবে! লাদেন ইত্যাদি আছে মোনয়।
Samran | ৩১ অক্টোবর ২০০৯ ১৬:০৩ | 117.99.164.253
শমীক, পুঙ্গির পুত তো অবশ্যই গালি। অবৈধ সন্তান বা জারজ বা জাউরা। একই অর্থে ব্যবহৃত হয়। তবে ওই বৌদ্ধ সন্ন্যাসীদেরকে বলা হত কিনা জানা নেই ঃ-(
d | ৩১ অক্টোবর ২০০৯ ১৩:৪৭ | 59.161.40.252
স্নেহের বেথে,
পাইয়াছি। আশীর্ব্বাদ জানিবা।
ইতি, আঃ
Samik | ৩১ অক্টোবর ২০০৯ ১৩:৩১ | 122.162.75.131
দময়ন্তী,
অবিবাহিত প্যাঁচার ছবি পাঠাইলাম। প্রাপ্তি স্বীকার করিবা।
আং বেথে।
Samik | ৩১ অক্টোবর ২০০৯ ১৩:২৯ | 122.162.75.131
সায়ন্তন,
অনেকদিন আগে সুনীল গাঙ্গুলির কোনও লেখায় পড়েছিলাম। কোন লেখা এখন আর মনে নেই।
পূর্ববঙ্গে আরাকান / ব্রহ্মদেশ থেকে আগত বৌদ্ধ সন্ন্যাসীদের ব্যঙ্গার্থে বলা হত পুঙ্গি। তরা যেহেতু অবিবাহিত সন্ন্যাসী, অতএব তাদের পুত বা পুত্র মানেই অবৈধ ব্যাপার ট্যাপার ইত্যাদি। তাই পুঙ্গির পুত একটা গালাগাল হিসেবে ব্যবহৃত হয়।
হিস্ট্রি চ্যানেলে পৃথিবীতে গত পঞ্চাশ বছরের সন্ত্রাসবাদের ইতিহাস খোঁড়া হচ্ছে। সেই উপলক্ষ্যে কিছু আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর কুকর্মের ইতিহাস তুলে আনা চলছে। এগারোটা থেকে সাড়ে এগারোটা ফিদেল কাস্ত্রোর সম্বন্ধে চলল, এখন এই আধ ঘন্টা চে।
aga | ৩১ অক্টোবর ২০০৯ ১১:১৯ | 24.42.203.194
ভেবে দেখলাম সিপিএমের লোকজন দুয়ো দেবার যোগ্য। মানে টিকটিকি দেবার যোগ্য। শেষ অবধি মমতার কাছে হারতে চলেছে। টিকটিকি, টিকটিকি। ইন্টারেস্টিং হল এখনো ইলেকশনের বছর দেড়েক দেরি আছে। অথচ ...... ভাগ্যের পরিহাসে .... পাতিহাসে। ঃ))
কংগ্রেস তো ব্যপক সরকার। এখনকার নেতা ইত্যাদিদের দেখলেই সম্ভ্রম জাগে। কোনরকমে যোগ দেওয়া যায়? তবে হ্যাঁ শশী থারুরের মতন জিম করার বাতিক নাই। নেবে না মনে হয়।
aga | ৩১ অক্টোবর ২০০৯ ১০:১৩ | 24.42.203.194
এই একটু আগে, সবে শেষ হল শুক্কুরবার, মানে রাম খাবার দিন রামের গ্লাসে জল না ঢেলে ডিগ্রিতে ঢালুন, আসুন ""পবিত্র"" হয়ে নিন
h | ৩১ অক্টোবর ২০০৯ ১০:০৮ | 203.99.212.224
আসলে কে আগে কী করেছে বলা মুশকিল। আগের দিন অরিন্দমের একটা পোস্টে আমি এই ভাবে রিয়াক্ট করেছিলাম, যে জয়দেব বসু, বিভিন্ন সময়ে খেউর করছেন। এটাকে এনকারেজ করার কোন মানে হয় না।
ভোলানাথ হু-এভার, সেটা কে নিয়ে আবার বলেছেন, তারপরে চলিতেছে।
আসলে কারা আগে কী শুরু করেছে, ওরা না আমরা এটা বলা মুশকিল। কাগজ গুলো আর পাঠকেরা এত বাজে ভাবে পোলারাইজড যে মোটামুটি নিজেদের স্মৃতিকে নিজের ঠকাচ্ছেন, এবং সবচেয়ে বাজে ব্যাপার হল, একটা খেউর প্রতিযোগিতা করছেন।
ধর মাওবাদী দের ভায়োলেন্ট রাজনীতির সমস্যা। হিলারিয়াস যেটা রোজ দুট পক্ষ প্রমাণ করা যাচ্ছে, কে চিদম্বরম তথা কেন্দ্রের কাছাকাছি। তো এতে মহান ফেডেরালিজম বা ডিভোলিউশন ডিবেটের কী উপকার হচ্ছে আমার জানা নেই। এই তৃণমূল সিপিএম মাওবাদী মারামারি খেউর প্রতিযোগিতা রক্তপাতে সবচেয়ে বেশি লেজিটিমেসী পাচ্ছে কংগ্রেস ও আবাপ। ওটাই মেনস্ট্রীম ছিল না তা না, বরাবর ছিল, কিন্তু এখন লেজিটিমেসীর পরিধি অনেক বেশি।
আমি যেটা বলছিলাম, সেটা এর সঙ্গে খানিকটা যুক্ত, সেটা হল, পাঠক হিসেবে আমরা একটাই জিনিস করতে পারি। সেটা হল এই খেউরে পার্টিসিপেট না করা। কে কাকে বৃহন্নলা বল্লো, ঠিক কী ভাবে বল্লো, ঠিক কীভাবে তার জনয় অ্যাপোলোজি জানালো, সেটার চুলচেরা না করে আমরা আরেকটু বড় করে আলোচনা করতে পারি, ইরেলিভ্যান্ট হলেও। জয়দেব এবং ভোলানাথ মাথা ফাটাফাটি করলে, আমরা দর্শকেরা মারামারি করবো কেন। সবটাকেই স্বতঃস্ফুর্ততা বলে চালালে হবে?
বাই দ্য ওয়ে, যেমন প্রথমে পরিবর্তনের এজেন্ডা ছিল স্বতঃস্ফুর্ত, এখন প্রায় ডিটারমিনিস্টিক ভবিতব্য। এটা একটা শিফট, এবং এটা ইন্টারেস্টিং শিফট। এটা নিয়ে কোন উঁচু কিছু লিখলো না, শেষে নীচ আমাকেই লিখতে হবে।
টিনের তলোয়ারের সেই 'মাইকেল চলে গেছেন, কালিদাস ও আর নেই' টাইপের অবস্থা ঃ-)
d | ৩১ অক্টোবর ২০০৯ ১০:০৫ | 121.245.173.225
আর বোধি যেন কিসব বলেছে কালকে। দ্যাখো হে, বেশী ক্যাঁচোরম্যাচোর করবে তো তোমার কাজটা থেকে হাত তুলে নিয়ে বলে দেব "পাল্লাম না'। তখন বুঝবে হুঁ।
d | ৩১ অক্টোবর ২০০৯ ১০:০৩ | 121.245.173.225
আমাকে কেউ সিঁদুরছাড়া প্যাঁচাটার ছবি পাঠাতে পার। একজনের কাছে সিঁদুরছাড়া ছবিটা চাইলাম, সে গুছিয়ে গাছিয়ে সিঁদুরওলা ছবিটাই পাঠাল। ঃ((
Arpan | ৩১ অক্টোবর ২০০৯ ০৯:৪৫ | 122.252.231.12
ভোলানাথবাবু তো লেখার শেষে ফুটনোট লাগিয়ে বৃহন্নলা সমাজের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। তাহলে একেই বা অনবধানে স্খলন বলা যায় কি?
এই ভোলানাথ ঘোষটা আবার কে? উইকেণ্ডে এনার দুচাট্টে লেখার লিং দেবে কি কেউ? আজিজুল আজকাল উইকেণ্ডে না লিখে উইকের মাঝে লিখছেন। ঃ-( দুনিয়া দিনে দিনে জালিম হয়ে যাচ্ছে গো। এই ফ্যামিলি ছেড়ে বিদেশে একা একা পিএইচডি করা দুঃখী মানুষদের এন্টারটেনমেন্টের কথা আজকাল কেউ ভাবে না। ঃ-(
আর ভাল্লাগে না, এই বোগাস কতগুলো লেখককে নিয়ে আলোচনা কি না করলেই নয়। ভোলানাথ ঘোষ, জয়দেব বসু, আজিজুল হক, সুমন চট্টোপাধ্যায় এরা সিরিয়াসলি ইনটেলেকচুয়ালি চ্যালেঞ্জড, বা অন্ততঃ সেরকম একটা ইমেজ তৈরী করেছেন, ব্লান্ট মেসেজ দিতে গিয়ে নিজেরা কমপ্লিটলি ব্লান্ট হয়ে পড়েছেন অথবা ভান করছেন। এবং দিনের পর দিন, পাতার পর পাতা, হাজার হাজার শব্দ সম্পূর্ণ বোগাস লেখা লিখছেন। এতে সংসারে কার উপকার হচ্ছে ওনারাই বলতে পারবেন। রাবিশ।
এদের লেখা গুলো কে নিয়ে আলোচনা কী করতেই হবে? আমরাই কতগুলো সম্পূর্ণ ছাগল কে মাথায় তুলছি।
Du | ৩১ অক্টোবর ২০০৯ ০১:৪৯ | 65.124.26.7
ডিডিদা, এইসব নিয়ে তো অলওয়েজ কনফুশন যে নামগুলো কি? স্যান বলেওছে কদিন আগে। তবে আমি তো এই খেউড়ের শুধু একদিক পড়ি - তাইতে দেখলাম জয়দেব বসুকে নপুংসক বলা হয়ে ছিল - সেটা তিনি মেনশন করেছেন। তো আজকের লেখাটায় বৃহন্নলা দেখে আমি ঐ রেফারেন্সটা বুঝতে পারি নি তাই - এবং ধাক্কা খেয়েছিলাম। তখন ভাবলাম বোধহয় ওটা ছদ্মবেশ অর্থে ব্যবহৃত বহূরপী বোঝাতে - বিশেষ রকম মানুষদের রেফারেন্স নিয়ে নয়। সেইতে জিজ্ঞেস করলাম।
মধ্যরাতের পর আমি সমস্কৃত শ্লোক আওড়াই না। স্পেসিফিক কোনো পোশ্নো আছে কি তোমার মহাভারত/বৃহন্নলা নিয়ে? তাইলে জিগাও।
কাইলে চেষ্টা কত্তে পারি ,যদি জানি, উত্তর দিতে।
Du | ৩১ অক্টোবর ২০০৯ ০১:২৯ | 65.124.26.7
ঐজন্যেই তো আবাপ দিদির হয়ে লিখে দেয়। দিদি যা বলেন কোনটা লেখে না সরাসরি - ধুয়ে টুয়ে পোক্কার করে খেতে দেয় আমাদের।
dd | ৩১ অক্টোবর ২০০৯ ০১:২৩ | 122.167.12.80
এই য্যামন তিনোমুলের শিশির বাবু ধড়াম করে কয়ে দিলেন "ঐ ট্রেন অবরোধের কথা আমরা আগেই জান্তাম"।
ব্যাস। রে রে রে করে ছি পিএম তেড়ে গ্যাছে। যাবে ই।
ওটা শিশির বাবু একটা সিটার দিয়েছেন। এখন "আগেই জান্তাম"কে খাবলে খাবে ওনার বিরোধীরা। বাকী যুক্তি,তথ্য ফক্কাকর।
আমার পরম শ্রদ্ধেয় ছোটো বুশ বাবু ও এরম উল্টাপাল্টা কথা কয়ে আমারে বড্ডো এমবেরাস কত্তেন।
dd | ৩১ অক্টোবর ২০০৯ ০১:১৬ | 122.167.12.80
সায়ন
পুংগি জ্যাঠাশ্বশুরেও কওয়া যায়,উনি বাংলা না জানলে। মিনি বেড়াল তো তুশ্চু।
অক্ষ
না না। আমি কই, ধরো X বৃহন্নলা পলিটিকালি ইনকারেকটলি লিখলো। X ক্যানো, ধরো, প্রথমে প্রতিদিনে ভোলানাথ লিখলো। বিশেষ না ভেবে চিন্তে। ইনহেরেন্ট প্রেজুডিস থেকে। জেনেটিকালি বা এনভয়ারমেন্টালি তানাপোড়েনে।
ব্যাস ব্যাস, এইবারে তাকে চেপে ধল্লো। জয়দেব আর আজিজুল। বাকী সব কথা বৃথাই গ্যালো ভোলাবাবুর। ঐ বৃহন্নলাই বার বার ,সব ল্যাখায় ভোলাববুর বিরোধীরা ইউজ কল্লেন। পাথর চিপে যতোটা জল বেড়োয়।
অন্য পক্ষও ওঁৎ পেতে থাকে। কোথায় এট্টু স্লিপ অব মাউস। ঝাঁপিয়ে পর্বে।
Du | ৩১ অক্টোবর ২০০৯ ০১:০৮ | 65.124.26.7
বৃহন্নলা কি অর্জুনের নাম ছিল অজ্ঞাতবাসে? নাকি তিনি বৃহন্নলা সেজেছিলেন অন্য কোন নাম ছিল?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন