এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ৩১ অক্টোবর ২০০৯ ০১:০৮ | 143.111.22.23
  • নাহ, নিজের লেখা পড়ে লজ্জা পাবার দিন আজিজুলের আর নেই।

    নন্দীগ্রামের পর লিখেছিলেন, পঃবঃর সরকার কত ভালো এদের পিজির উডবার্ণে থাকতে দিয়েছে। উডবার্ণে ভিআইপি রা থাকে শুধু। এবং তারা যে উডবার্ণে আছে সেটা উনি উডবার্ণে নিজে থাকতে গেছিলেন বলে জেনেছিলেন।
  • a x | ৩১ অক্টোবর ২০০৯ ০১:০৬ | 143.111.22.23
  • বৃহন্নলা শব্দটা আজিজুল, জয়দেব, গুরুর PT সবাই ব্যাঙ্গার্থেই ব্যবহার করছেন। আপত্তিটা তো সেখানেই। ব্যাঙ্গার্থে ব্যবহার করলে সেটা স্খলন নয়, কিভাবে ব্যবহার করলে স্খলন?
  • Sayantan | ৩১ অক্টোবর ২০০৯ ০১:০৪ | 159.53.46.141
  • একটা ছোট্ট মিনিবিড়ালের নাম পুঙ্গি রাখা যায়।
  • dd | ৩১ অক্টোবর ২০০৯ ০১:০৩ | 122.167.12.80
  • হ্যা অক্ষ। বোঝাবো কি করে? নিজেই বুঝি না।

    তবে আমার ধারনা ঐ ল্যাখায় আজিজুলের মতন পেশাদার কলমচী "বৃহন্নলা" ব্যাংগার্থেই ব্যবহার করেছে।

    সে তো অ্যামেচার ল্যাখক নয় যে মাউসস্খলনের দোষে ভুগবে। শ্রেনীদোষদুষ্ট ব্রণের মতন বেড়িয়ে আসবে ইনোসেন্ট ত্বকেরে ফুঁড়ে। অসাড়ে। পরে নিজের ল্যাখা পড়ে নিজেই লজ্জা পাবে। মিশটেক, মিশটেক।

    ওটা ইচ্ছাকৃত। ও ব্যাংগার্থে।
  • Sayantan | ৩১ অক্টোবর ২০০৯ ০১:০৩ | 159.53.46.141
  • "পুঙ্গি' মানে কি?
  • a x | ৩১ অক্টোবর ২০০৯ ০০:৫৬ | 143.111.22.23
  • আর প্রতিদিনে লেখার আগে জয়দেব বসু লিখেছিলেন। জয়দেব বসু লেখার আগে মদন মিত্র বলেছিলেন। এই যুক্তি দিয়ে কি বোঝানো যায় আমি বুঝছিনা।
  • a x | ৩১ অক্টোবর ২০০৯ ০০:৫৫ | 143.111.22.23
  • প্রতিদিনের ঐ যিনি লিখলেন তার সাথে আজিজুলের তফাৎটা কোথায়? তিনিও "ব্যবহার" করছেন। আজিজুলও। তিনিও ব্যাঙ্গার্থে করছেন। আজিজুলও।
  • dd | ৩১ অক্টোবর ২০০৯ ০০:৪৭ | 122.167.12.80
  • নাঃ অক্ষ।

    আজিজুল ওটা ইচ্ছে করেই লিখেছে। ঐ যে প্রতিদিনে কে য্যানো লিখলেন, সেই থেকে বৃহন্নলা কথাটা বারবার উচ্চারিত হবে। পলিটিকাল মাইলেজের লাস্ট ইঞ্চি পজ্জন্তো।

    এতা আজিজুলের অসাড়ে বিচ্যুতি নয়। অ্যাটলিস্ট এই শব্দ ব্যবহারে, ঐ ল্যাখায়। ব্যাংগার্থে লিখেছে।
  • a x | ৩১ অক্টোবর ২০০৯ ০০:৩১ | 143.111.22.23
  • আরে আজকেই আজিজুল বৃহন্নলা লিখেছে, একই রকম। কমুনিশ্‌ট। জেল খাটা নকশাল। কমুনিশ্‌ট। এখন তো ছাপ পাওয়া কমুনিশ্‌ট। আমাদের মত লোকের আর দোষ কি।
  • dd | ৩১ অক্টোবর ২০০৯ ০০:২৮ | 122.167.12.80
  • আমি বাপু অ্যার মদ্ধে আর নেই।
    আমি ডিমেও নাই, ছ্যালাডেও নেই, উচ্ছেতেও নেই।

    ডেঞ্জারাস সিচুএশন।
  • Du | ৩১ অক্টোবর ২০০৯ ০০:২৬ | 65.124.26.7
  • ঃ))
  • rimi | ৩১ অক্টোবর ২০০৯ ০০:২৩ | 168.26.215.135
  • ডিডিদা, কিন্তু পছন্দের খাবারের তালিকায় স্যালাড শুনলে ছেলে দুঃখে অভিমানে গৃহত্যাগী হতে পারে !

    দুদি, এইটা ঠিক বলেছ। ছেলের চুল কাটা (মা ভার্সেস সেলুন) আর ফুল প্যান্ট কেন গোড়ালির নিচে লুটোয় না এই দুটো বিষয় ছাড়া ছেলেকে নিয়ে হাতাহাতির উপক্রম বিশেষ হয় না।
  • dipu | ৩১ অক্টোবর ২০০৯ ০০:২৩ | 59.164.191.220
  • ডিডি আর দাই একসাথে লেখো।
  • a x | ৩১ অক্টোবর ২০০৯ ০০:২০ | 143.111.22.23
  • ঃ-)) স্যালাডটাও ঐ ভাবেই বাদ গেছে?
  • aga | ৩১ অক্টোবর ২০০৯ ০০:১৯ | 168.26.215.13
  • এই ডিডি দাই বুঝলেন আমার দুঃখ। লোকে যাকে ডিসক্রিমিনেশন বলে আসলে সেটা জব ডিস্ট্রিবিউশন। আসল ঘটনা হল ঊনিশ দিন বাড়ি না থাকায় আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত ছাড়া কিছুই রান্না হয় নি। অভ্যেসে ছেলে উচ্ছেকে ইয়ামি বলে তো ঊনিশ দিনে আলু সিদ্ধ যে ফেভারিট হবে তাতে আর আশ্চর্য্যের কি আছে? ;)
  • Du | ৩১ অক্টোবর ২০০৯ ০০:১৮ | 65.124.26.7
  • অন্য বিষয়ে পিপি,পাই আর স্যানকে। অন্যের মুখে ( আবাপ পড়ে) ঝাল খেও না - পনেরো বছর কাটাও তারপরে দেইখো- সিচুয়েশন সত্যই অতটা খারাপ কিনা।
  • Du | ৩১ অক্টোবর ২০০৯ ০০:১৩ | 65.124.26.7
  • একদিকে এই ডিস্ক্রিমিনেশন খারাপ না। ছেলের লাঞ্চে দুজনই গিয়েছিলাম কিনা - ছেলের যে কি খাওয়া উচিত সেই নিয়ে প্রবল ডিবেটের সম্ভাবনা তৈরী হচ্ছিল প্রায় ঃ)
  • dd | ৩১ অক্টোবর ২০০৯ ০০:১১ | 122.167.12.80
  • অগ কইলো পোলার পছন্দে খাবার। এ বি সি।

    র‌্যাংকিং দেয় নাই। সব চে পছন্দের খাবার থেকে শুরু করে নাই। ক্লেইম ও করে নাই।

    আর পোলা পানের পছন্দের অপছন্দের খাবার হপ্তায় /মাসে চেঞ্জ করে। আমি য্যামন কৈশোরে পটল খ্যাতাম না , এখন ভরা যৈবনে রেগুলার খাই। জীবনে ছুইঁও নাই, কিন্ত এই রোব্বারে শালগম আর রাঙালুর স্যুপ বানামু।

    আমি আবার এট্টু এম সি পি। জামাইদের দলে।
  • tkn | ৩১ অক্টোবর ২০০৯ ০০:০৫ | 122.163.79.203
  • ঃ-)) রিমি

    অক্ষ, ব্রকোলি সেদ্ধতে চুপ্‌চুপে করে টার্টার সস মাখিয়ে ট্রাই কত্তে পার।
  • dipu | ৩১ অক্টোবর ২০০৯ ০০:০৩ | 59.164.191.220
  • অগ। একটার পর একটা ঃ-))))
  • d | ৩১ অক্টোবর ২০০৯ ০০:০৩ | 59.161.16.117
  • আজ্জোকে দুয়ো দুয়ো দুয়ো বলে ঘুমোতে গেলাম।
  • d | ৩১ অক্টোবর ২০০৯ ০০:০২ | 59.161.16.117
  • রিমি, ঃ)))
  • Suvajit | ৩১ অক্টোবর ২০০৯ ০০:০০ | 59.93.204.31
  • শমীক তোর মোবাইল নাম্বারটা কাইন্ডলি suvajitc অ্যাট জিমেলে পাঠিয়ে দিবি। দিল্লি এসে যোগাযোগ করবো।
  • rimi | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৫৯ | 168.26.215.135
  • ঘোর কলি!!!!!!!!!! ছেলে কি খেতে ভালোবাসে বাপ সেটা জানে না!!!!

    অগর ছেলের সবচেয়ে পছন্দের খাবার হল ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত। চিকেন, পিজা ইত্যাদি এর পরে। আর একেবারেই খায় না স্যালাড।

    বাবা আর মায়ের দায়িত্বের বিশাল ডিসক্রিমিনেশনের এর জ্বলন্ত উদাহরণ! ঃ-((
  • d | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৫৭ | 59.161.16.117
  • অ্যাঁ! ইটালিয়ান?
    আমাদের প্রোজেক্টের ট্র্যানজিসান জার্মানী, ইউকে থেকে স্যাটাস্যাট হয়ে গেল। ইটালিতে কি অবস্থা .... দেড়মাসব্যপী স্ট্রাইক, প্ল্যাটফর্ম ডাইরেক্টার রিজাইন করে দিয়েছে --- পুরো মেখে আছে।
  • dd | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৫৩ | 122.167.12.80
  • ২০০৩।
    এক চাঁদনী রাত। হু হু করে বয় বসন্তের দখিনা বাতাস। আকাশে দাউ দাউ করে পুন্নো চন্দো। রজনীগন্ধার মিদু সৌরভ। এক পুষি বেড়ালের কুহু কুহু তান।

    গাড়ী চালাতে গিয়ে দেখি নট নড়ন চড়ন নট কিচ্চু। পরে খেয়াল হোলো , আরে টায়ার তো কিন্তে দিয়েছি। এক্সচেন্‌জ অফার। কাল পাবো নতুন টায়ার। গাড়ীটা তো ইঁটের উপর দাঁড়িয়ে।

    খুব বেঁচে গ্যালাম যা হোক।
  • a x | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৫০ | 143.111.22.23
  • অর্পণ ঃ-)))

    আরে এতো খুব ভালো মেয়ে, সেদ্ধ ব্রকোলি খায়, আবার কি চাই !! তবে শুধুভাতা (আমিও শুধুভাত বলতাম!!) টা বোধহয় সব বচ্চারাই হেবি পছন্দ করে।
  • Tim | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৪৯ | 198.82.18.11
  • যাই কফি খেতে খেতে একটা বক্তৃতা শুনে আসি।
  • lcm | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৪৯ | 128.48.7.120
  • আর একবার তো সাংঘাতিক কান্ড। ক্যালিফোর্নিয়া-তে মোহাভে ডেসার্টে, চাকা ফেটে গাড়ী ফ্রি ওয়ের ডিচে নেমে গিয়ে, একেবারে টোট্যাল। যখন থামল, দেখি একটা দরজা ছিটকে বেরিয়ে দূরে পরে আছে।
  • Tim | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৪৮ | 198.82.18.11
  • ল্যাদোষদা, ঃ-))
  • Arpan | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৪৭ | 122.252.231.12
  • বোঝো! "ছাত্র রাজনীতি ....' টই খোলা মাত্র উপরে দেখাচ্ছে "This page is in Italian. Translate it using Google Toolbar? Learn More". ঃ))
  • Tim | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৪৭ | 198.82.18.11
  • হ্যাঁ একাই। দুটো টায়ারই একদম চৌচির হয়ে গেছিলো, তাই মনে হয় ওরম কল্লো। গাড়িটাও অবশ্য একটু ইয়েমত আছে।
  • lcm | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৪৬ | 128.48.7.120
  • ৯৩/৯৪ এর কথা। একবার নিউ জার্সি-তে ফ্রি ওয়ে ৮০ দিয়ে চলেছি। স্লো ট্রাফিক। হঠাৎ দেখি কার একটা চাকা গড়িয়ে গড়িয়ে এক্সিটের দিকে চলে যাচ্ছে। খুব মজা লাগল। প্রায় সঙ্গে সঙ্গেই টের পেলাম গাড়ী কিরকম চলছে না, আর একদিকে কাৎ হয়ে যচ্ছে। ও হরি! দেখি আমার গাড়ীর চাকাই খুলে এক্সিট দিয়ে বেরিয়ে যাচ্ছ। কি আর করি, ঐ ক্যাৎরানো গাড়ী নিয়ে ঘষ্টে ঘষ্টে চাকাকে ফলো করে ধারে এলাম।
  • Paramita | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৪৬ | 63.82.71.141
  • বুঁচির ফেরেন্ড গুঞ্জার খাবারের পছন্দ হল ম্যাগি, শুদুভাতা, পাস্তা, ব্রকোলি সেদ্ধ, গাজর, সেলেরি, স্ট্রবেরি, ক্যান্টালুপ, আঙুর, পালং শাক, বিটরুট, টোম্যাটো সুপ, চানাচুর, মুড়ি

    অপছন্দের মধ্যে মাছ, মাংস, ডিমের কুসুম, পাঁউরুটি, জেলি, যেকোনরকম মিষ্টি, রান্না করা তরকারি, দুধ।

    বড় হয়ে ভেগান হবার সম্ভাবনা আছে।
  • d | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৪৬ | 59.161.16.117
  • হ্যান্ডবিল,

    এই যে এখান থেকে নামান।
    http://java.sun.com/
    নামিয়ে দেখুন তো ডানদিকে বাংলা আসে কিনা?
  • aga | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৪৪ | 168.26.215.13
  • ঃ))
  • a x | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৪৩ | 143.111.22.23
  • টায়ার গেলে গাড়ি এরকম লাফায় নাকি?!
  • dd | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৪২ | 122.167.12.80
  • আরেঃ। হ্যান্ডবিল।
    আমি পজ্জোন্তো হু হু করে জাভা নামিয়ে দিলাম, একা একা। একটু সাহস চাই।

    জাভা ডট কমে গিয়ে যথেচ্চ বাটন টিপুন। ওঁয়ারা ক্রমাগতঃ পোশ্নো করে যান, এটা কর্বো না সেটা কর্বো? সেভ না রান? এই ভার্শন না সেই ভার্শন? হ্যান না ত্যান?

    আমো শুধু প্রথম অপশনটা টিপে যাই। দিব্বি কাজ করে।
  • a x | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৪১ | 143.111.22.23
  • ভাত আর চিকেন খায় (মানে চিবিয়েই তো খায়)। তরকারিই কিছুতে খায়না। সেগুলো ভাতের মধ্যে মেখে স্মাগল করতে হয়।
    আর নতুন কিছু দিলেই মুখটা এমন করে যেন ওকে প্রবল অপমান করা হয়েছে!
  • d | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৪০ | 59.161.16.117
  • বাপরে! কি সাংঘাতিক! একাই ছিলে গাড়ীতে?
  • aga | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৪০ | 168.26.215.13
  • টিম ভয়ংকর। আমাদের একবার হয়েছিল বোল্ডার সিটিতে (লাস ভেগাসের কাছে) তবে একই লেনে ছিলাম। রাস্তার ধারের একটা স্টপ সাইন উড়িয়ে দিয়েছিলাম। আর গাড়িটা ভোগে গিয়েছিল। রেন্টাল কার ছিল বলে আর ফুল কভারেজ নেওয়া ছিল বলে রক্ষা পেয়েছিলাম।
  • Tim | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৩৯ | 198.82.18.11
  • এরপর প্রথমে ছাতামাথায় সাক্ষাৎ সিনেমার নাইকার মত একজন ক্যাটখুকি এলো, কানে ফোন। আমি তখনও গাড়িতে বসে ব্যাপারটা অ্যানালাইজ কচ্ছি। সে এসে খোঁজখবর নিলো, তারপর পুলিশকে (ফোনে ৯১১ ছিলো) বল্লো যে সব ঠিকাছে, এবং ফিরে গ্যালো।
    তারও খানিক পরে জনক্যেক পুলিশ এসে অবাক হয়ে সব দেখলো শুনলো। শেষে খ্যাখ্যা করে হেসে আমার পিঠটিঠ চাপড়ে চলে গ্যালো!
    রাত এগারোটার সময় বাড়ি ফিরেছিলাম কাকভেজা হয়ে। কেন যে নিউমোনিয়া হয়নি সেটাও আশ্চর্য।
  • a x | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৩৯ | 143.111.22.23
  • আমাকে হিটলারি স্টাইল কিসব বলেই পরের লাইনে কিবোর্ডকে ধাঁই ধাঁই দেখে কি আমি কিছু বলব? কিচ্ছু না।
    মোটেও রোজ রোজ খিচুরি খেত না। সে বহুদিন আগে খেত। একমাস দুমাস খেয়েছে বড়জোর।
  • aga | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৩৭ | 168.26.215.13
  • আমার পুত্রের পছন্দের খাবার হল ভাত আর চিকেন, লুচি, পিজ্জা, আর স্যালাড। কদিন ধরে কসরত করে উচ্ছে খাওয়ানো শেখানো হয়েছে। এখন উচ্ছে দেখলে বলে ইয়ামি। ঃ)
  • Tim | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৩৫ | 198.82.18.11
  • হ্যাঁ রোমহর্ষক অভিজ্ঞতাটা বলে নি। মাসখানেক আগের কথা। ইশকুল থেকে বাড়ি ফিরছি, সন্ধে হয় হয় সময়। প্রাইসেস ফর্ক রোড ধরে আসছি, স্পিড লিমিট ৪০। সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, সাথে প্রচন্ড ঠান্ডা হাওয়া।
    একটা রাইট টার্ন নিয়ে অ্যাক্সিলারেট করার চেষ্টা করেই দেখি একটা চাকা স্কিড করছে। তারপর কয়েকবার ফলস রোটেশন মত হলো। গাড়ি থামাবো কি থামাবো না ভাবছি, এমন সময় গাড়িটা ত্রিং করে লাফ দিয়ে সটান বাঁদিকের লেনে চলে গ্যালো! তারপর ব্রেক মারতেই আবার একটা লাফ, এবং আবার ডানদিকে ফেরত। আরো ডানদিকে যেতে গেলাম, উদ্দেশ্য আস্তে আস্তে থামবো। ওমা, সে এবার আরো একটা লাফ দিয়ে রাস্তা পেরিয়ে ডানদিকের খোলা জমিতে চলে গ্যালো। সেখানে ইয়া ইয়া গাছ, প্ল্যান করে লাগানো, মাঝে জায়গা খুবই কম। ওর মধ্যে দিয়ে কোনমতে কাটিয়েকুটিয়ে এক সময় গাড়িটা দাঁড়ালো (খুব সম্ভবত নরম মাটির জন্য)। একটু ধাতস্থ হয়ে তাকিয়ে দেখি ধূ ধূ ফার্মল্যান্ডের মাকে্‌জ্‌হ আলো করে দাঁড়িয়ে আছি।
    গাড়িতার ডানদিকের দুটো চাকাই বিদ্ধস্ত। তাই অমন লাফাচ্ছিলো। পরে মেকানিক বল্লো রাস্তা নির্ঘাত মেটাল স্ক্র্যাপ ছিলো, ওতে লেগেই ফেটেছে। পরে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো যে অক্ষত আছি। ঃ)
  • m | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৩৩ | 173.26.17.106
  • অক্ষ, ঘেনুও কিন্তু একটু বোদা স্বাদের খাবার খেতে ভালোবাসতো ছোটবেলায়। চারের পর থেকে প্রচন্ড বদলেছে,তবে ঐগুলো এখনো ভালোবাসে কিন্তু চিকেন ইত্যাদি চিবিয়ে খায়।তবে মাছের ঝোল(তরকারি দিয়ে) আর ভাত সবচে ভালোবাসেঃ)
  • hand bill | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৩৩ | 110.172.174.18
  • d babu.... java ki bhabe namabo? passport nei.... ta chara aami technically challenged.... upae baatlaan doya kore....
  • tkn | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৩১ | 122.163.79.111
  • অরণ্য, থ্যাঙ্কু। তবে উপন্যাস নয়, গল্প চাইছি, গল্প সংকলন টাইপ। আসলে ওরা তো পড়তে পারে না। ব্রেইলে শিশু সাহিত্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজে প্রায় নেইই। আমি ওদেরই স্টুডিওতে বসে গল্পগুলো পড়ে পড়ে অডিও সিডি বানাই। এই সিডিগুলো একেবারে ছোটো বাচ্ছাদের শোনানো হয় ক্লাসের শেষে বা বিকেলে, হোস্টেলে। অপেক্ষাকৃত বড় ছেলেরা সিডিগুলো নিজেরা শোনে লাইব্রেরিতে বসে। কিন্তু কোনো ক্ষেত্রেই উপন্যাসের কন্টিনিউয়িটি মেন্টেন করা ওদের পক্ষে সম্ভব নয় কারণ সিডি চেক আউট করে ঘরে নেওয়া যায় না। ছোটো গল্প হলে ওদের অফ পিরিয়ডে বা বিকেলে কিছুক্ষন হয়ত গোটা দুই তিন গল্প পুরোটা শুনে উঠে পড়ল। উপন্যাস হলে ঐ সিডিটাই পরের দিন শুনতে হবে, কিন্তু পরের দিন সেটা আর কেউ নিতেই পারে। এটা আমাকে ওখানের হেডমাস্টারমশাই প্রথমে বলেছিলেন। সেই জন্যেই, উপন্যাসের তুলনায় ছোটো গল্প রেকর্ড করতে এনকারেজ করেন ওঁরা।
  • hand bill | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৩১ | 110.172.174.18
  • sesob to thik aache.... ato besi penchiye aache je dhile hobar chance i nei.... bohu din jilipi bhebe bhul korechi....
  • d | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৩১ | 59.161.16.117
  • হ্যান্ড বিল,

    লেটেস্ট জাভা নামিয়ে নিন মেশিনে। তারপর দেখুন ডানদিকে কী লেআউটটা দেখাবে। ওটা দেখে দেখে টাইপ করুন, বাংলা আসবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত