এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ishan | ০২ নভেম্বর ২০০৯ ২২:২৫ | 12.163.39.254
  • বু, ইউনিকোডে লিখলে, ইউনিকোড ভার্সানে গিয়ে লিখুন। নইলে হিব্রু নম্বর আসবে। আমি ছাড়া আর কেউ পড়তে পারবেনা। ঃ)
  • Boo | ০২ নভেম্বর ২০০৯ ২১:৩০ | 203.189.230.8
  • Arundhati Roy er lekha.
  • Boo | ০২ নভেম্বর ২০০৯ ২১:২৭ | 203.189.230.8
  • #২৪৩৭;#২৪৮০;#২৪৯৭;#২৪৭২;#২৫০৯;#২৪৭১;#২৪৬৮;#২৪৯৬;#২৪৮০; #২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪; http://www.commondreams.org/view/2009/10/31-0
  • tkn | ০২ নভেম্বর ২০০৯ ১৮:২৮ | 122.163.79.167
  • আহা, লক্ষ্মী নারায়ণের হাতে এমন কতোগুলো বিয়ে আছে কে জানে! আগে জানতাম গাছের সঙ্গে হয় বিয়ে এসব ক্ষেত্রে। ভগবানের সঙ্গে বিয়ে হলে তারা দেবদাসী হয় ভাবতুম। কিচ্ছুই জানিনা আসলে ঃ-(

    মাঙ্গলিক দোষটা আসলে কি দোষ? মানে এই দোষ থাকলে কি কি হয় বলে মনে করে লোকে? অংশুমানের ভাগ্য আর কন্যার ভাগ্য তো একেবারে রাজযোটক ঃ-))
  • Samik | ০২ নভেম্বর ২০০৯ ১৮:১৪ | 219.64.11.35
  • আমার টিমে একটা খুকি আছে। সেই এপ্রিল থেকে শুনে আসছি তার বিয়ে হবে। ডেট পাক্কি হয় নি, ডিসেম্বরে কোনও এক সময়ে হবে।

    আজ ঝলমলিয়ে হাসতে হাসতে এল। মেরি শাদি কি ডেট তয় হো গয়ি হ্যায়। এক ডিসম্বর। আমরাও বেশ খুশি। একটা জমিয়ে পার্টি হবে ... যদিও ভেজ। তখন সেই কন্যে বলে ... আরে শোনো শোনো, পুরোটা শোনো।

    পুরোটা কী? না, পন্ডিত এতদিন ধরে গণনা করে বের করেছে, এ কন্যা মাঙ্গলিক দোষযুক্ত। অতএব অংশুমানকে বিয়ে করলে অংশুমানের ক্ষতি হতে পারে। তাই দোষ কাটাবার জন্য এ মেয়ের আসল বিয়ের আগে আরেকবার বিয়ে দিতে হবে। শালগ্রাম শিলার সাথে তার বিয়ে হবে পয়লা ডিসেম্বর। তাই মেয়ে খুব খুশি। সেই বিয়েতে দোষ কাটলে আবার পণ্ডিত ডায়াগনোসিস করে পরের বিয়ের ডেট দেবে।

    আর অংশুমানের কী হবে? তারও নিদান আছে। পণ্ডিত কুণ্ড্‌লী দেখে বের করেছে অংশুমানের ভাগ্যেও দুবার বিয়ে আছে। তাই অংশুমানেরও আলাদা করে আগে একবার বিয়ে দেওয়া হবে। লক্‌ষ্‌মীজীর সাথে। প্রথম বিবাহের দোষ কাটলে তবেই খুকির সাথে অংশুমানের বিয়ে।

    ঃ-
  • kc | ০২ নভেম্বর ২০০৯ ১৭:৫৯ | 213.132.250.2
  • স-এ সাম্পান, চাঁদের...
  • tkn | ০২ নভেম্বর ২০০৯ ১৭:৫৫ | 122.163.79.167
  • স-এ সক্কলে
  • Samik | ০২ নভেম্বর ২০০৯ ১৭:৪২ | 219.64.11.35
  • স-এ সন্ধ্যা
  • dipu | ০২ নভেম্বর ২০০৯ ১৭:৩১ | 207.179.11.216
  • আজকাল মোট্টেই সিঁফোদারে দ্যাকা যায় না। ক্যানো অ্যাঁ?
  • tkn | ০২ নভেম্বর ২০০৯ ১৭:২৭ | 122.163.79.167
  • স-এ সোমবার
    স-এ সন্নাটা
    ঃ-(
  • Samik | ০২ নভেম্বর ২০০৯ ১৬:০৩ | 219.64.11.35
  • আজ যথারীতি সব শুনশান।
  • kc | ০২ নভেম্বর ২০০৯ ১৬:০১ | 213.132.250.2
  • বসেন বসেন!! চাটাই ফাটাই কিছু আছে? নাকি খালি মেঝেতেই বসলেন? ঃ)
  • Gopinath | ০২ নভেম্বর ২০০৯ ১৫:৫২ | 117.200.81.53
  • আমিও আছি !!
    ধন্যবাদ দাদা। তাহলে বসেই পড়লাম।
  • r | ০২ নভেম্বর ২০০৯ ১৫:২৮ | 198.96.180.245
  • গু চর লোকজনের মধ্যে তো আপনিও আছেন। অতএব আপনার জন্যও। ঃ-)
  • Gopinath | ০২ নভেম্বর ২০০৯ ১৫:২২ | 117.200.82.72
  • অ। এটা বুঝি গু চ র লোকজনের জন্যি?
  • a x | ০২ নভেম্বর ২০০৯ ১০:৫৪ | 76.247.246.200
  • অরুন্ধতী খুঁজে পেলাম না এখন। গুগলে খালি আল ফাল সেলিব্রিটি টাইপ জিনিস আসছে।

    এই যে বক্তব্যটা নিয়ে আলোচনা, যে MNC'র জন্য জমি ক্লিয়ার করতে এই অভিযান। সেটা অরুন্ধতীর একার বক্তব্য না। নতুন কোনো বক্তব্য না। সালওয়া জুডুম নিয়ে যাঁরাই কিছু বলেছেন, তাদের অনেকেই একই কথা বলেছে। নন্দিনী সুন্দর, ঠিক এই ভাবে না বললেও নিওলিবেরাল অ্যাকিউমুলেশন ও SJর মত ভিজিলান্তে গ্রুপের লিংক দেখিয়েছেন। নন্দিনী, রাম গুহর সাথে PIL ফাইল করেছিল সালওয়া জুডুমের বিরোধে। এবং এই নিয়ে প্রচুর সময় কাটান। ওর একটা ইন্টারভিউ থেকে -

    Is it true that Salwa Judum has been aiding the corporate sector in its area of influence?

    It is not as simple as a direct link between industry and the Salwa Judum. But it is related to the idea that the area needs to be sanitised so that industry can come in.

    In that, people rooting for the Salwa Judum also root for industry. Mahendra Karma, for one, completely backs the Tata and Essar steel projects there, and he and his sons have virtually been the companies’ agents to actively get the inhabitants of villages in the Lohandiguda and Bhansi/Dhurli areas off their land so that it could be acquired for the projects.

    Also, Essar has started funding, through the Essar Steel Regional Development Plan, the building of resettlement colonies even before they have got consent for acquisition of land. Now it’s curious as to why a private sector company should fund such colonies unless it’s certain that it would get the land it wishes to acquire.

    প্রসঙ্গত, মহেন্দ্র কর্ম হল যে বেসিকালি সালওয়া জুডুম গড়ে তুলেছিল।

    আর এইটাও দেখ, এটা MRZine'র এডিটোরিয়াল।
    http://mrzine.monthlyreview.org/amr140607.html
    এটাতে পরিষ্কার বলেছে যে জঙ্গল, খনিজ ইত্যাদি সমৃদ্ধ হবা কারণে "80 per cent of India's minerals and 70 per cent of forests are within tribal areas" এই জায়গা গুলোই টার্গেটে।

    The tribal districts of Chhattisgarh, Orissa, Jharkhand, Karnataka, and Maharashtra are the destination of us $85 billion of promised investments, mostly in steel and iron plants, and mining projects. This investment will require huge amount of lands, crucial for the survival of tribal people. All these states have movements demanding the rights of tribal peoples to forest produce and against land acquisition. The state governments say these protests are Naxal-inspired. Local people say, however, that they are trying to protect their land, forests, and livelihood. Indeed there is a strong Naxal presence in these states and in Chhattisgarh; its strength today is the result of the adivasi struggle to protect their rights, not its cause.

    Within a few years of its inception in the year 2000, the state of Chhattisgarh entered into 53 memoranda of understanding with international and Indian companies. According to official report, 9,620 hectares (23,774 acres) of land is already under the process of acquisition. There is demand for more and more land and forest areas.

    All the large cement producers have a significant presence in the state, including AV Birla Group (Grasim Industries, Ultratech Cemco), Gujarat Ambuja Cement, ACC and Lafarge. Metals and mining operations in the state include Essar Steel, Jindal Steel and Power Ltd, South Eastern Coalfields Ltd, and others. Plans for new or expanded steel and aluminium plants in Chhattisgarh that would require land acquisition have been announced by SAIL, Jindal Steel, Monnet Ispat Ltd, Visa Industries Ltd, Bhushan Ltd, Sanvijay Rolling & Engineering Ltd, BALCO, a part of the Vedanta Resources Group, Bajrang Power and Steel Industries Limited, SKS Steel Limited, Raipur Alloys & Steel Limited, and Ind Synergy Limited.
    ...
    The entire process is the very opposite of planned rational industrialisation: it is a mad rush to seize what can be seized. And all these "plans for development" are to be implemented in a state where 32% of the state's population is tribal, classified as indigenous people. Dantewada has the highest concentration of ST in Chhattisgarh with ST accounting for 79% of the district population, followed by districts of Bastar (67%), Jashpur (65%), Surguja (57%), Kanker (56%), and Mahasamund (28%). The proportion of families below the poverty line in Dantewada is 79%, matching the percentage of tribal families.
  • h | ০২ নভেম্বর ২০০৯ ১০:৪৮ | 203.99.212.224
  • আসলে অনেকগুলোরিলেটেড ব্যাপার আছে। নিও লিবেরাল পলিসি নিয়ে যদি শুধু ডিসকাসন হয় তাহলে মোটামুটি সিপিএম নকু মাওবাদী রা এক- রকম কথা বলবে। বিরোধীতার লাইন নিয়ে তফাৎ ঃ-)

    আর কংগ্রেসের কোন পলিটিকাল লাইন নাই, পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন ঃ-) সেই জন্যে, সেল/চিত্তরঞ্জন বিক্রি করার সঙ্গে , এন রেগ চালু করার কোন বিরোধিতা তারা দেখে না। কারণ একটা সাস্টেনেন্সের লেভেলে খেলছে, আরেকটা 'ওয়েল্‌থ গেনারেশন' ইত্যাদি লেভেলে। এত ডিসপারেট পপুলেশন, যে এটাতে অসুবিধে নাই ঃ-) এবং এইটেই তার উইনিং লাইন। ডিসপারিটি বাড়ানো টায়, স্বাধীন ভারতবর্ষে, তার ভূমিকা আসে কিনা সেটা কোচ্চেন করা বুড়ো রা মরে গেছে, বা তাদের কাছে ফ্যারে পড়ে সমর্থন চাইছে।

    এবং একই সঙ্গে প্রাইভেট প্রপার্টির ধারণা দিয়ে আদৌ আদিবাসী কমন্স এর প্র্যাকটিস কে ম্যানেজ করা যাবে কিনা, সেটাও কেউ জানে না। জানার চেষ্টাও নেই, কারণ বিপ্লবীরা খুন করছেন, আর সোশাল ডেমোর্কাট আর পরিবর্তন কামীরা ঝগড়া করছেন, কংগ্রেস অ্যাডমিনিস্তার করছেন, আর বুদ্ধিজীবিরা নিজেদের মধ্যে টিমগুলোতে ভাগ হয়ে ছাগলের মত ঝগড়া করছেন।

    কী করা যাবে। রেটোরিকের প্রয়োজনে যুক্তির মৃত্যু হলে এরকম - ই হয়।
  • a x | ০২ নভেম্বর ২০০৯ ১০:০০ | 76.247.246.200
  • আর ভিডিও গুলো'র লিংকে কখনও ট্রান্সক্রিপ্ট পড়না, ভিডিওটা শুনো। খুব স্ট্র্যাটেজিকালি ট্রান্সক্রিপ্টে অনেক জায়গা বাদ দেয়।
  • Ishan | ০২ নভেম্বর ২০০৯ ০৯:৩৯ | 173.26.17.106
  • যেটা লিখতে গিয়েও কেন জানিনা ফসকে গেল। যে, নিও লিবারাল পলিসি মানে শুধু কোক-পেপসি-আইবিএম-ইনফি নয়। মনে রাখতে হবে খনি বেসরকারিকরণের কথা। জঙ্গল লিজ দেবার কথা। এরা ঠিক শাইনিং ইন্ডিয়ার মুখ নয়, কিন্তু আছে। কতটা আছে বলা শক্ত, কিন্তু আছে।
  • a x | ০২ নভেম্বর ২০০৯ ০৯:৩৭ | 76.247.246.200
  • আরে কোম্পানী জমি নিলে লোকগুলোই তো উঠে যাবে! আর জল সেচ, চিকিৎসার দরকার কি?

    অনেকগুলো লেখা আছে। দিচ্ছি।
  • a x | ০২ নভেম্বর ২০০৯ ০৯:৩৫ | 76.247.246.200
  • ভারতবর্ষের প্রেক্ষিতে, এই ব্যবসায়ীদের জন্য ল্যান্ড গ্র্যাবও তো সরকারই করছে। শুধু পঃবঃ তেই এখনও অবধি বোধহয় ৩০০'র কিছু বেশি SEZ অনুমোদিত হয়েছে, যার জন্য, যদ্দুর মনে পড়েছে হাফ মিলিয়ান হেক্টর জমি লেগেছে। এই জমি এল কোত্থেকে? কিভাবে এল? কাদের জমি? কিসের জমি?

    তো খামোকা নিওলিবেরাল পলিসিকে ছেড়ে কথাই বা বলব কেন?
  • aga | ০২ নভেম্বর ২০০৯ ০৯:৩৪ | 24.42.203.194
  • এই তো দেখলাম খাবার জল নেই, চিকিৎসার বন্দোবস্ত নেই, সেচের জল নেই, কাজ নেই। কোম্পানি জমি নিলে কি এর থেকেও খারাপ অবস্থা হবে?

    যাই হোকে ঐ লেখা না পড়ে বক্তব্য রাখা একেবারেই ঠিক না। যখন তখন কেস খেয়ে যেতে পারি। লেখাটির লিঙ্ক আছে?
  • a x | ০২ নভেম্বর ২০০৯ ০৯:৩০ | 76.247.246.200
  • নাহ। কিন্তু বক্তব্য হল সত্তরের দশকের পলিসিকে রিপ্লেস করে যা এসেছে, তা উন্নততর তো নয়ই, আরো সর্বগ্রাসী। এবং এই নিও লিবেরাল পলিসির জেরেই এরকম লেভেলের ডিসপ্লেসমেন্ট দেখা যাচ্ছে। আগেও ডিসপ্লেসমেন্ট হত, এই রেটে হতনা। স্বাধীনতার পর থেকে ২০০৪ অবধি ৬০ মিলিয়ান মানুষ ডিসপ্লেসড হয়েছে।

    যেভাবে প্রাকৃতিক সম্পদের দিকে নজর পড়ছে, সেটাও আগে এই মাত্রায় হয়নি।
    যেই তথ্যটা নিয়ে এখানে অনেক কথা হয়েছে, ঐ ২০ টাকার নীচে ব্যায় - ৭৭% মানুষের। এই একই সময়, ভারতের মিলিয়ানেয়ারের সংখ্যা এক বছরে বেড়েছে ২২.৭%, পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বেশি। এটা বলা এই জন্য যে ডিস্পারিটি ভয়ানক রকমের বেড়েছে। এই নিওলিবেরাল পলিসির জামানায়।

    তুমি বলছ কি করলে কি হত, আমি বলছি এই প্ল্যানিং ইমপ্লিমেন্টের পর কি হচ্ছে।
  • Ishan | ০২ নভেম্বর ২০০৯ ০৯:২৮ | 173.26.17.106
  • আরে এটা নিয়ে অরুন্ধতীদের স্ট্রেট ফরোয়ার্ড বক্‌ত্‌বব্য আছে।

    এর আগে আদিবাসীরা ভালো ছিলনা। শোষণ টোশন হত। কিন্তু এখন এই নিও-লিবারাল যুগে এক্কেবারে হাতে মারা হচ্ছে। বিশেষ করে ছত্তিসগড়-দন্ডকারণ্যে। খনিজ সম্পদের অধিকার দেবার নামে হাজার হাজার একর জঙ্গল তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন কোম্পানীদের হাতে। এবং যেহেতু জঙ্গল কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, কাজেই সেই নিয়ে আদিবাসীদের কোনো কথাই গ্রাহ্য হচ্ছেনা (হবার কথাও নয়)। গ্রাহ্য হওয়া পরের কথা, বলতেই দেওয়া হচ্ছে না। ফলে আদিবাসীরা হারাচ্ছে জঙ্গল, যা তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপাদান। অনেক ক্ষেত্রে বাসস্থানও। ফলে তারা ক্ষেপে যাচ্ছে। এবং এই তথাকথিত মাওবাদী বির্স্ফোরণ আসলে আদিবাসী জাগরণ, যাকে সরকার মাওবাদী স্ট্যাম্প মারছে। (কোথাও মাওবাদীরা নেই তা নয়, কিন্তু সরকারি স্ট্যাম্পটা সমস্ত বিক্ষুব্ধ আদিবাসীদের উপরেই)। অতএব, মাওবাদী অভ্যুত্থান এবং নিও-লিবারাল পলিসির সম্পর্কটা ওয়ান-টু-ওয়ান।

    হনু এই স্ট্যান্ডটাতে আপত্তি জানাচ্ছে। তবে ওনারা ছত্তিসগড়ের ক্ষেত্রে ডেটা দিয়েছেন। দন্ডকারণ্য সম্পর্কেও। বাকি জায়গাগুলো সম্পর্কে ডেটা আছে কিনা জানিনা। ঝাড়ক্‌খন্ডেও এটা হওয়া খুবই স্বাভাবিক, তবে মনে হচ্ছে ডেটা দেখিনি আলাদা করে।
  • aga | ০২ নভেম্বর ২০০৯ ০৯:১৮ | 24.42.203.194
  • অক্ষ, আমার প্রশ্ন হল ধরা যাক এইসব অর্থনীতির সংস্কার টংস্কার কিছুই হল না। ইনফোসিস, টিসিএস, কোক কেউই বাজারে নেই। মানে আমরা ৭০ এর দশকে রয়েছি তাহলে কি আদিবাসী অঞ্চলে উন্নয়নের বান ডাকত? নাকি ইনফোসিস, টিসিএস, কোক ইত্যাদিরা করে খাচ্ছে বলে এই অঞ্চলে নতুন করে অনুন্নয়ন শুরু হল। কোনটাই নয়। বরং কোথাও যদি কোকের কারখানা হয় তাহলে সেখানে কিছু লোকের চাকরি হবে, অনুসারী শিল্প হবে ইত্যাদি ইত্যাদি। হয়ত শোষণো হবে কিন্তু কিছুই না হওয়ার তেকে বোধহয় বেটার হবে। (কোন ডেটা নেই) আসলে দুটো ইন্ডিপেন্ডট ইভেন্ট। আদিবাসী অঞ্চলে উন্নয়নের একটাই মডেল তাহল গভর্ণমেন্ট স্পেণ্ডিং। তা মেইন স্ট্রীম ইকনমিতে সরকারের নীতি সাপ্লাই সাইডই হোক বা ডিমান্ড সাইডই হোক। তাই আলোচনা, চেঁচামিচি যাই হোক না কেন সরকারী স্পেন্ডিং এবং প্ল্যানিং নিয়ে হওয়া উচিত। খামোকা বাজ ওয়ার্ড ইউজের মতন নিওলিবারাল ইকনমিক মডেলকে গালি দিয়ে লাভ নেই। পুঁজিপতিরা যেখানে ইনভেস্ট করবে না সেখানে উন্নয়নের দায় সরকারের, টাকা দেওয়া থেকে শুরু করে প্ল্যানিং এবং এক্সিকিউশনের। সমস্যা হল সরকারী ফান্ড, প্ল্যানিং আর এক্সিকিউশনের অথচ দোষ দিলাম উন্মুক্ত অর্থনীতিকে তাহলে আসল সমস্যাকে অ্যাড্রেস করার বদলে বাক্সের রাজনীতি শুরু হয়, যার কোন মানে নেই।

    ঐ রিপোর্টটা পড়ে দেখি নি। কাল পড়ব। (বড্ড বড়)।
  • a x | ০২ নভেম্বর ২০০৯ ০৮:৩০ | 76.247.246.200
  • কোকের ব্যবসা শহরাঞ্চলে ফুলবে বিক্রি তে। উৎপাদন তো শহরাঞ্চলে হবেনা।
  • a x | ০২ নভেম্বর ২০০৯ ০৮:২৯ | 76.247.246.200
  • এই প্রসঙ্গে, এপ্রিল ২০০৮'র প্ল্যানিং কমিশনের রিপোর্ট দেখতে পারো। -http://planningcommission.gov.in/reports/publications/rep_dce.pdf - development challenges in extremist affected areas
  • a x | ০২ নভেম্বর ২০০৯ ০৮:২৬ | 76.247.246.200
  • আর্য, আরুন্ধতী রায়ের বক্তব্য বেসিকালি দান্তেওয়ারা, ছত্তিসগড়, বস্তারের প্রেক্ষিতে।
    কিন্তু আমি তোমার প্রশ্নটা বুঝলাম না। বেসিকালি কেন্দ্রীয় সরকারের উন্নয়নের মডেল নিওলিবেরাল মডেল নয় বলে বলতে চাইছ কি?
  • aga | ০২ নভেম্বর ২০০৯ ০৭:৩০ | 24.42.203.194
  • http://epratidin.in/Details.aspx?id=4550&boxid=29198666

    এইটাই ধরা যাক। এখানে পাঁচদফা চাহিদার কথা বলা হয়েছে।

    ১। পানীয় জল, ২। চিকিৎসা, ৩। জলসেচ, ৪। সন্ত্রাস কমানো, ৫। কাজের ব্যবস্থা।

    এর একটাও টিসিএস বা ইনফোসিস কোন প্রোজেক্ট পেল কিনা বা কোকের ব্যবসা শহরাঞ্চলে ফুলে ফেঁপে উঠল কিনা তার ওপরে নির্ভর করে না। অন্নুনত অঞ্চলে উন্নয়নের জন্য দরকার সরকারী প্রোজেক্ট যা বেসিক প্রয়োজন গুলিকে মেটাতে সাহায্য করবে। সেটা হয় নি। কেন হয় নি প্রশ্ন সেটাই। যদি অরুন্ধতী রায় বা এনারা বলে থাকেন যে নিওলিবারাল ইকনমির ওপর অতিরিক্ত নির্ভরতাই এর মূলে তাহলে অন্য কথা। কিন্তু সনিয়া গান্ধী দাবী করেছিলেন যে এই অঞ্চলে উন্নয়নের জন্য বরাদ্দ টাকা নাকি ফেরত গেছে। যদি টাকা এসেই থাকে তাহলে সেই টাকা খরচ না হয়ে ফেরত গেল কেন সেটা অনেক বড় প্রশ্ন।
  • h | ০২ নভেম্বর ২০০৯ ০৬:৫৭ | 61.95.144.10
  • সিপিআই এম লেফট স্পেস ছেড়ে দিয়েছে, এটাই তো সিপিএমে এর বিরুদ্ধে প্রধান 'লেফট ক্রিটিক'। তো সেই স্পেস টাকে রিক্লেম করার চেষ্টা পার্টি ঘনিষ্ঠ রা করছেন। ফাইন। তার সংগে সমস্যাটার সম্পর্ক কতটা জীবন্ত জানি না।
  • h | ০২ নভেম্বর ২০০৯ ০৬:৫৪ | 61.95.144.10
  • বেসিকালি সকাল সকাল এত সিরিয়াস কথা বলা যায় না, দ্বিতীয়তঃ কতগুলো বিখ্যাত আকাডেমিকের স্টেটমেন্ট আমি কেন পড়বো আর ব্যাখ্যা করবো, একটা বিষয় সম্পর্কে, যেটা তাঁরা আদৌ কিসু বোঝেন কিনা সন্দেহ আছে। কেউ ই কিসু বোঝে না। যত ফাল্‌তু বাজে ড্রয়িং রুম ডিবেট।
  • h | ০২ নভেম্বর ২০০৯ ০৬:৫০ | 61.95.144.10
  • আমি যেহেতু সিপিএম ও নই, বুদ্ধিজীবি ও নই, তাই খামোখা এদের বক্তব্য বোঝানোর দায় আমার হবে কেন? ;-)

    তোমার মত আমিও এটা পড়ে একটা রিয়াকশন দিতে পারি মাত্র, বড় বড় লোকেরা যেমন দেয় ;-))

    ক। সালোয়া জুদুম কে কাউন্টার ইনসার্জেন্সী বলেছে ভিজিলান্তে গ্রুপ বলেছে। এটা ভালো। এটা চিদাম্বরমের পজিশনের বিরুদ্ধে যাবে।
    খ। প্রথম প্যারাগ্রাফটা সিপিআইএম পার্টির সরকারী পজিশন। প্রায় একই শব্দ গুচ্ছ পাওয়া যাবে পিপলস ডেমোক্রাসিতে। এইবার while দিয়ে যে বাক্যটা শুরু হয়েছে, ওটা যাকে বলে খেলু খেলু। ওটা কে তৃণমূলের বা কংগ্রেসের সমর্থক ব্যাখ্যা করবেন, 'কার্যতঃ সিপিএম কেন্দ্রীয় নেতৃঙ্কÄ রাজ্য সরকারের সমালোচনা করলো' এই ভাবে ঃ-)

    আবার কেস হল সিপিআইএমের বক্তব্য, রাজ্য এবং কেন্দ্রীয় সিপিএম, সিপিআইএম ঘনিষ্ঠ ইনটেলেকচুয়াল দের বক্তব্য আর রাজ্য সরকারের কর্তব্য এগুলো কে কখনো আলাদা কখনো একসঙ্গে দেখার একটা ফ্লেকসিবিলিটির ব্যপার রয়েছে। তো সেগুলো চলবে।

    গ। আমি যে প্রশ্নটা তুলেছিলাম, সেটা থাকছেই। ওটার উত্তর এত পোলিটিসাইজড ইনটেলেকচুয়াল দের কাছে, পাওয়া যাবে না।

    নিও লিবেরালিজম প্রথমতঃ শুধু আদিবাসী দের বিপদ ডাকে নি, অনেকেরি বিপদ ডেকেছে। দ্বিতীয়তঃ উড়িষ্যায় পস্কো ইত্যাদি প্রজেক্টের উদাহরণ আছে, কিন্তু তাই দিয়ে ভারতবর্ষের সমস্ত যে জায়গায় মাওবাদীরা সক্রিয়, তার সবটা ব্যাখ্যা করা যায় না। আর মার্জারের আগে পি ডাব্লিউ জি আর এম সিসি কে তো ব্যাখ্যা করাই যায় না, আলটিমেটলি দাঁড়াবে, যেখানেই শোষন সেইখানেই বিপ্লবী হত্যা ... তাতে সমবেদনাবাদীদেরি চাপ হবে ;-)

    ঘ।
    who are ready to give up path of armed struggle

    ইত্যাদি, এই কথাটা না বললে বেশি সই পাওয়া যায় না, সই সংগ্রহ জিন্দেগীতে করেচো? ঃ-) মোটামুটি সেই পুরাকালের এসকার্শনের পরে পরেই শাওন্‌লী মিত্রের বক্তব্য ও মোটামুটি এই লাইনেই ছিল। এইবার কে কাকে কখন রোমান্টিক বলবে আর কেন বলবে সেটা চাপ। চিদম্বরম এখন মাওবাদীদের প্রতি সংবেদনশীল সিভিল সোসাইটিকে রোমান্টিক বলছেন, কাল কে টেলিগ্রাফ রোমান্টিক বলেছে, একজন কাউন্টার ইনসার্জেন্টকে (প্রায় দেব আনন্দের মত তার কথাবার্তা, সে হিরো কারণ সরকার তাকে 'রিকেটি রাইফেল' দিয়েছে, এক -৪৭ দেয় নি), রাজ্য কংগ্রেস বলবে সিপিএমের 'ভালো' অংশকে ইত্যাদি। ও নিয়ে চাপ খেয়ে লাভ নেই। আর মমতা কমপ্লিটলি ভুল বকবেন, কাল বলেছেন, সিপিএম আর মাওবাদী রা এক পার্টি, দুদলের নেতাই বুদ্ধদেব ভট্টাচার্য্য, শুধু বুদ্ধদেব নিজেকে হত্যার চক্রান্ত করছিলেন এটা বলা বাকি আছে ঃ-)

    এখন এ গুলোর সঙ্গে তো মৃত্যু কিম্বা আদিবাসী কিম্বা এলাকার উন্নয়ন, প্রাইভেট প্রপার্টি, আর কমন্স এসবের কোন সম্পর্ক নাই ঃ-)
  • aga | ০২ নভেম্বর ২০০৯ ০৬:৩৪ | 24.42.203.194
  • অরুন্ধতী রায়ের বক্তব্যটা কোথাও পাওয়া যাবে? বলে তো দিলাম। বক্তব্যটা না পড়ে বলাটা বোধহয় বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। ঃ)
  • pinaki | ০২ নভেম্বর ২০০৯ ০৫:২৯ | 131.151.102.250
  • আমার ভালো আইডিয়া নেই। এই জঙ্গল এলাকাগুলোয় অধিগ্রহণ বাদ দিলে নিওলিবের‌্যাল পলিসির কি প্রভাব পড়েছে - সেটা আমারও জানার ইচ্ছে। হনুদা যখন অরুন্ধতী রায়ের বক্তব্যকে কাউন্টার করেছিল, আমার মনে হয়েছিল হনুদার কথাটাও উড়িয়ে দেওয়ার মত নয়। কিন্তু আজ দেখলাম এরাও একই টোনে বলছে, নিওলিবের‌্যালিজম আদিবাসীদের সর্বস্বান্ত করেছে। তাই আবার ইস্যুটা তুললাম। যাদের এ নিয়ে একটু জানাবোঝা আছে তারা লিখলে ভালো হয়।
  • aga | ০২ নভেম্বর ২০০৯ ০৫:১০ | 24.42.203.194
  • নিও লিবারাল পলিসির সাথে আদিবাসী অঞ্চলে উন্নয়ন কিভাবে জড়িত বোঝা গেল না। অনুন্নয়ন এবং অসাম্য বোঝাতে টার্মটা খুব পপুলার। তাই ব্যবহার করা হয়েছে। আদতে কোনরকম কিছু না বুঝেই।
  • pinaki | ০২ নভেম্বর ২০০৯ ০৪:৪৭ | 131.151.102.250
  • আর এই বুদ্ধিজীবীদের বিবৃতি প্রসঙ্গেঃ

    এখানেও কোথাও কেন্দ্রের এই সাজো সাজো রবে যুদ্ধ ঘোষণার বিরুদ্ধে একটিও শব্দ নেই। শুধু বলা আছে যাই করুক, সাধারণ লোক যাতে না মরে সেটা দেখতে। এই দাবীটা হাস্যকর। আজ অব্দি পুলিশ মিলিটারি ""এই দ্যাকো, ক্যামোন সাধারণ মানুষ মারলুম"" - বলে সাধারণ মানুষ মারে নি। সব জায়গাতেই সাধারণ মানুষ মেরে তাদের মাওবাদী বা সন্ত্রাসবাদী বলে চালিয়ে দেওয়াটাই নিয়ম।

    এর পরে আরো আছেঃ
    A genuine dialogue should be
    started with those "Maoists" who are ready to give up the path of armed struggle.


    এই কথাটার মানে কি? এ তো চিদুর কথার প্রতিধ্বনি। সুদু একটু বুদ্ধিজীবীসুলভ উপায়ে ঘুরিয়ে বলা। কোথায় কোন মাওবাদীরা সশস্ত্র সংগ্রামের পথ ছাড়ার কথা বলছে? তাহলে এই 'ডায়লগ'টা হবে কাদের সাথে? নাকি এইটা একটা কানামাছি খেলা? ডায়লগ-এর কথা বলাও হল, তার মধ্যে দিয়ে নিজেদের সেন্সিবিলিটি প্রকাশ করাও হল, আবার বাস্তবে কারুর সাথে ডায়লগে বসতেও হল না।

    চমৎকার।
  • pinaki | ০২ নভেম্বর ২০০৯ ০৪:৩২ | 131.151.102.250
  • এ প্রসঙ্গে হনুদার প্রতি প্রশ্নঃ The central government should review its neo-liberal policies that have
    pauperised the tribal people and help the state governments to meet their developmental challenges in these areas.
    সিপিএম এর এই বক্তব্যটা তোমার বক্তব্যের বিরুদ্ধে যাচ্ছে। দিনকয়েক আগে তুমি অরুন্ধতী রায়ের বক্তব্যকে কাউন্টার করতে গিয়ে লিখেছিলে এই আদিবাসী অঞ্চলগুলিতে নিওলিবের‌্যালিজমের আলাদা করে কোনও প্রভাব পড়ে নি। মানে - ছিলই না কিছু, তো নতুন করে কি বঞ্চিত হবে? কিন্তু এখানে দেখা যাচ্ছে, শুধু অরুন্ধতী রায়েরা নন, সিপিএম সমর্থক বুদ্ধিজীবীরাও মনে করছেন নিওলিবের‌্যালিজম আদিবাসীদের সর্বস্বান্ত করেছে। তাহলে এ প্রসঙ্গে তোমর বক্তব্য কি?
  • pinaki | ০২ নভেম্বর ২০০৯ ০৪:২৫ | 131.151.102.250
  • সিপিএম ঘনিষ্ঠ বুদ্ধিজীবীদের বিবৃতিঃ

    Concerned Citizens on “Maoist” Violence

    Joint statement by eminent intellectuals writers and artistes

    About 40 eminent intellectuals, writers and artistes etc jointly issued
    the following statement from New Delhi on October 27.

    THERE has been a spate of growing murder and violence in certain areas of
    Andhra Pradesh, Maharashtra, Chhattisgarh, Jharkhand and West Bengal by
    armed persons acting on behalf of the “CPI (Maoist)”. We strongly feel
    that their use of the name of Mao Zedong, a widely respected figure, while
    carrying out the acts of carnage and killing, is reprehensible. Such acts
    can also in no way be justified in the name of a war against the state.
    While every conscious citizen opposes acts of oppression committed by
    members of the exploiting classes or individuals in the state apparatus,
    the so-called “Maoists,” by their violent acts of vendetta, torture and
    gruesome killings, are gravely damaging the cause of the popular
    democratic movement. The “Maoists” are thus in fact working against the
    interests of the workers and peasants.

    In order to isolate the “Maoists” politically, it is however important
    that the Indian state do all that is necessary to restore its presence and
    credibility in tribal areas whose interests it has largely been ignoring.
    The central government should review its neo-liberal policies that have
    pauperised the tribal people and help the state governments to meet their
    developmental challenges in these areas. Counter insurgency vigilante
    groups (such as Salwa Judum) have proved to be counter productive.
    Harassment and killing of innocent local people should be avoided while
    tackling the violence, and those responsible for such acts in the name of
    fighting the "Maoists" should be punished. A genuine dialogue should be
    started with those "Maoists" who are ready to give up the path of armed
    struggle.

    The signatories included Irfan Habib,Teesta Setalvad,Vijay Prashad, Utsa
    Patnaik, Amiya Kumar Bagchi, M K Raina, Najaf Hyder, Badri Raina, Shireen
    Moosvi, Jayati Ghosh, Iqtadar Alam Khan, Sohail Hashmi, Archana Prasad,
    Amar Farooqui, Ayesha Kidwai, Simi Malhotra, Nadim Rizavi, Sonya Surabhi
    Gupta, Lata Singh, Atlury Murali, Biswamoy Pati, Madhu Prasad, D N Jha, P
    K Shukla, Arjun Dev, Suvira Jaiswal, H C Satyarthi, Kesavan Veluthath, V
    Ramakrishna, N R Rana, N K Sharma, Prabhat Patnaik, Arun Bandopadhaya, and
    Rajendra Prasad.
  • .... | ০১ নভেম্বর ২০০৯ ২৩:২২ | 122.167.214.60
  • আঅ
  • dipu | ০১ নভেম্বর ২০০৯ ১০:০০ | 59.164.98.77
  • নতুন টইয়ের ওই লিঙ্ক থেকে, Alejandro inarritu ও এবাদুর রহমানের সাক্ষাৎকার http://arts.bdnews24.com/?p=2490

    একটু টুকে দিই ....

    ইনারিতু ঃ .....এগার মিনিটের একটা ফিল্ম বানাবো আমরা....তারা অগ্নিদগ্‌ধ একটা বাড়ি দেখতে পায় যা থেকে এখনো ধোঁয়া উঠতেসে ....তারা মৃদু বচসা করতেসে .....পুড়ে যাওয়া বাড়িটা আসলে তাদের ...

    এবাদ ঃ (হাসি) এগার মিনিটের ফিল্মের জন্য এত আয়োজন ....ব্যাপারটা আমার কাছে পুরা প্রজেক্টটাই একই সাথে আনাড়ি আর পোঁদপাকা লাগতেসে .....

    ঃ-)))
  • d | ০১ নভেম্বর ২০০৯ ০৯:৪৮ | 59.161.22.110
  • ঃ))
    কিন্তু এঁকে দেখেই আমার খিল্লি পাচ্ছে .... কি জ্বালা!
  • dipu | ০১ নভেম্বর ২০০৯ ০৯:৪০ | 59.164.98.77
  • থিক ই তো আছে। বরং একটু থিন করতে হবে।
  • d | ০১ নভেম্বর ২০০৯ ০৯:২৯ | 59.161.22.110
  • খাইসে!
    ও ঈশান, রাইসুবাবুর টইয়ের নামটা একটু থিক করে দাও না।

    ইউনিকোডে টই খুলতে গেলেই একটা কেলো হয়।
  • bm | ০১ নভেম্বর ২০০৯ ০৯:২৮ | 122.167.203.4
  • মেয়েরা যেন সব জুলিয়েট
    ওদের কাজ দেখে হয় মাথা হেট

    কেউ পেত্নী,কেউ শাঁকচুন্নি,কেউ লম্বা,কেউ বা বেটে
    গাড়িতে চেপে খরচ করবে,তাও ফিরবেনা হেটে।

    খাওয়া দেখে যেন মনে হয় জলহস্তী
    ঘরেতে স্বামী,অথচ বাইরে করবে মস্তি ।
    তাই যতক্ষন বাইরে থাকে
    ততক্ষন হয় স্বস্তি ।
  • aga | ০১ নভেম্বর ২০০৯ ০৮:১২ | 24.42.203.194
  • না না বুশের নোবেল পাওয়ার কোন চান্সই নেই। তবে এটা তো সত্যি যে কংগ্রেসে সবাই ভোট দিয়েই ইরাক যুদ্ধে যাবে বলে ঠিক করেছিল। একটি ব্যক্তি তো আর যুদ্ধে যাবে কি না তা ঠিক করে না। রাজতন্ত্র নয় তো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত