এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • s | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৫০ | 122.167.204.21
  • গীতা ঘট্‌ক মনে হয় হৃত্তিক এর ঠাকুমা হয়। ওর ঠাকুমা বাঙ্গালি ।ভুল হইলে জনতা শোধরাও।
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৪৯ | 61.95.144.122
  • প্রেম হল একটা লাইফ রিস্ক ব্যাপার - সেসব নিয়ে লিখতে গেলেও যদি হার্ট অ্যাটাক হয়?
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৪৮ | 121.50.4.240
  • আরে সজারুদা এয়েছেন। আসুন , বসুন।
  • Bhuto | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৪৬ | 203.91.193.7
  • আমার পেটে বিদ্যের অভাব ঃ( তাই জবাব দিতে পারিনি। কেউ ডাগদারদাদাকে উত্তর দাও বাবারা।
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৪৬ | 122.163.79.7
  • ডিডিদা, আমাদের লেখাগুলো "ভাবনঘর"- এ যাক না কেন?

    আর এই জনতাস, এদের জন্য আর নীঃ পাঃ এবং অবশ্যই আমার নিজের ভালো লাগবে বলেই এটা করতে চাইছি। কিন্তু দেখ, কেমন কোথা থেকে কোথায় চলে গেল টপিকটা। কিস্যু হওয়ার নয় এভাবে। সবাই প্রেমপত্তরের পোঁটলা খুলে গুনতে বসল অথচ প্রেম নিয়ে লিখতে বললে রাজনীতির টই খোলে ঃ-((((((
  • I | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৪৫ | 59.93.216.101
  • আরে কেউ আমার পোশ্নের জবাব দিলেন না যে, হ্যা?
  • s | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৪৪ | 122.167.204.21
  • san যে বানান ভুল ধরছে,নিজে গুনতে ভুল করেনি তো।।।ঃ-)সব সম্ভব
  • dipu | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৪২ | 207.179.11.216
  • ঃ-)))))
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৪১ | 61.95.144.122
  • স্যান একখান এক্ষেল শীটে চার্ট বানিয়ে স্লাইড প্রোজেক্টরে দেখিয়ে বানানের ক্লাস নিচ্ছে;-)
  • dd | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৪০ | 122.167.21.18
  • আরে লোকে হদ্দম বউ হাইরে ফ্যালচে আর এঁয়ারা এলেন বউএর(তা ও আবার নিজের বউএর) পেম পত্তো হেইরে ফ্যালেচে তার ব্যাখ্যান কত্তে।

    আর স্যার তেকোনা। কম্পিউটার- এটাও থাকবে। আর খেলা। সাহিত্য বলতে আমি কই নিজেদের ল্যাখা গদ্দ পদ্দ,ঐ সব।
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৩৯ | 122.163.79.7
  • অথচ ওদিকে আর একজন লিখে আর অন্যজন গেয়ে গেছেন - তেরে খুশবু মে বসে খত ম্যায় জ্বালাতা ক্যায়সে......

    তবে ইয়ে, তিনি কি জানেন যে তুই ভুল বানান গুণে মনে রেখেছিস?
  • Samik | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৩৯ | 12.191.136.3
  • অবজেক্‌শন। প্রাক্‌ ও ভরপুর প্রেমপর্বের একটা চিঠিও আমার অদ্যাবধি খোয়া যায় নি। এক দশকেরও বেশি পুরনো তো হবেই সে-সব।
  • I | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৩৭ | 59.93.216.101
  • আমার বউ থাকলেই সেকেন কত্ত। আমি তার কত্ত প্রেমপত্তর হারায়ে ফেলাইছি।
    আর হ্যাঁ, গীতা ঘটক জানি রিত্তিকের কে হয়?
  • Bhuto | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৩৭ | 203.91.193.7
  • আহা তুই ও যে 'গদগদ' হয়ে রেখে দিবি সেটা , মানে , ঠিক কারুর বিশ্বাস হচ্ছে না । এই আর কি ;)
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৩৬ | 122.163.79.7
  • কুটিল প্রশ্ন ঃ স্যান কি বানান শোধরানোর ব্রত নিয়েই পিঁড়িতে বসেছিল?

    ডিডিদা, সাহিত্য সংস্কৃতির সাব ক্যাটাগরিতে পদ্য গদ্য বই সিনেমা নাটক ইত্যাদি যেতে পারে তো
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৩৬ | 61.95.144.122
  • গদগদত্বের জন্যে রেখেছে না বানান ভুলের প্রমাণ হিসেবে সে কে জানতে যাচ্ছে। আমাদেরও আছে, সতেরো বছরের পুরনো। কিন্তুক বানান ভুল গুণতে বসি নাই।
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৩৪ | 121.50.4.240
  • ইকি রে ভাই, গদগদ হয়ে লেখা প্রেমপত্তর কি ডাস্টবিনে ফেলে দেব? ছেলেরা মাইরি এমনই হয় !
  • dd | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৩৪ | 122.167.21.18
  • স্যার তেকোনা
    উত্তেষজিত জাগ্রত.... সেই সব, কি য্যানো বলে। সেরম করুন। বাজে লোকেদের কথায় কান দিয়েন না।

    সাহিত্য।

    পদ্দ আর গদ্দ। এই দুটো ক্যাটেগরী কি বাদ্দিলেন?
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৩৪ | 61.95.144.122
  • আগে প্রথম চিঠিটা কয় পাতার ছিলো সেটা দ্যাখো। দেড় পাতার বেশি হলে বলতে পারো উন্নতি। নইলে বলতে হবে ভয়ে আরো কেলো হয়ে গেছে। পুরো টেরিফায়েড;-)
  • r | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:৩১ | 125.18.104.1
  • চার বছরের চেষ্টায় একুশ থেকে ন'টায় নামিয়েছে। প্রোগ্রেস চার্ট বানায় হয় তো। এরপর ছেলেটা জাস্ট ভয়ে বাংলা লেখা ছেড়ে দেবে। বেচারা!
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:২৯ | 61.95.144.122
  • উরিত্তারা সাক্ষ্যপ্রমাণ মজুত রেখেছে। সাংঘাতিকতর।
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:২৯ | 121.50.4.240
  • মনে রেখেছে টা অবাক হবার কী? মোটে চার বছর আগের কথা ভুলে যাব? সকলের কি আর বাল্যপ্রেম যে প্রথম চিঠি মানে দশকের পর দশক পেরিয়ে গেছে? ;-)

    তাছাড়া চিঠিগুলো আছে তো।
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:২৬ | 61.95.144.122
  • তবে স্যান হাইকোটের শেষ সায়েব উকিলের বউয়ের চে এট্টু ভালো।
  • r | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:২৫ | 125.18.104.1
  • বলা যায় না, চিঠির প্রত্যুত্তরের জন্য দুরুদুরুবক্ষে অপেক্ষমান বেচারা হয় তো একটি বামনদেবের জেরক্স পেয়েছিল।
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:২৪ | 61.95.144.122
  • কি খতরনাক!
  • dipu | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:২৩ | 207.179.11.216
  • সত্যি মাইরি! হবু বউকে গদগদ চিঠি লিখলুম, সে পড়ে ডিকশনারি পাঠাল!
  • r | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:২২ | 125.18.104.1
  • বোঝো!

    বানান ভুল করার থেকেও মারাত্মক হল যাকে চিঠি লেখা হচ্ছে সে একুশটা ভুল বের করেছিল এবং এখনও মনে রেখেছে।
  • Arpan | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:২১ | 216.52.215.232
  • আমি ঠিক ধরেছিলুম তালে। একটা বড় থ্যাংকু পাওনা রইল সবার তরফে। ঃ)
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:২০ | 121.50.4.240
  • আমি ? হাঃ। পারলে তো হয়েই যেত। আমার (হবু) বর আমাকে প্রথম লেখা বাংলা চিঠিতে একুশটা বানান ভুল করেছিল। এই সেদিন আধপাতা বাংলা লিখতে ফের নখানা বানান ভুল করল। হায় মগজধোলাই ঃ-(((
  • r | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:১৭ | 125.18.104.1
  • আরে না না! ক্ষান্ত হয়েন না। খুব ভালো প্রচেষ্টা। করেন। লোকের উপকার হবে। কে কি কইল তাতে কান দিয়েন না। কথা কম, কাজ বেশি। কাউরে কাজ করতে দেখলে আমিও বলভরসা পাই।
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:১৫ | 61.95.144.122
  • মগজধোলাই নিয়ে সিপিএমের একচেটিয়া ইয়ে কেন বুঝি নে। এই যে অমুক বানানে র হবে, ড় হলে ভুল - সেটাও কি মগজধোলাই নয়? এবং স্যান এই টাইপের মগজধোলাই করে না?
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:১৫ | 122.163.79.7
  • তা কেন? র-এরটা তো ভরপুর সোস্যাল ইস্যু। তবে ঐ যে বললাম, পড়ে ডিসাইড করার ব্যাপার ছিল। কিন্তু জনতা যা ইয়ার্কি দিচ্ছে, মরুগ্গে বলতে ইচ্ছে করছে
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:১৩ | 122.163.79.7
  • তাইলে কুইজটা কি মস্তিকে নকনক নাম দেব??? ধুস্‌স্‌স্‌স্‌স। বাদ্দি তবে
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:১৩ | 61.95.144.122
  • আমার এসবিআই-এর ডেবিট কার্ড কোনোদিনও কাজ করেনি। সেই যবে অ্যাকাউন্ট খুল্লুম - গত বছর - তখন কার্ড এলো, হপ্তা খানেক পর পিন এলো। সেই পিন ব্যাভার কত্তে গিয়ে কার্ড লক হয়ে গেলো। এসবিআই বল্ল নতুন পিনের জন্যি চিঠি দাও। দিলুম। এক মাস, দু মাস - পিন আর আসে না। এই কদিন আগে খোঁজ নিলুম - বল্ল এদ্দিনে আসেনি যখন আর আসবে না, নতুন কার্ড ছয় মাসের মধ্যে অ্যাক্টিভেট না করলে বাতিল হয়ে যায় - ওটা ফেলে দাও। দিলুম। আর অ্যাপ্লাই করি নি।
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:১৩ | 121.50.4.240
  • এবং 'পায়খানা বনাম পাইখানা - র বাবুর কিত্তী' পড়ে লোকে পাঁচরকম ভাবতে পারে ঃ-)
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:১২ | 122.163.79.7
  • প্রায় সব টই-ই তো ৩০/৪০ পারসেন্ট খিল্লি/খ্যা খ্যা পোটেনশিয়াল রাখছে দেখি। সেক্ষেত্রে মমতার আদি খোপেই যাই, রাজনৈতিক

    য্যাঃ, একটা কাজ করতে চাইলাম গুছিয়ে, তুই আলমারী মনে করালি। আ খিল্লি মুঝে খা টাইপ হয়ে গেল ঃ-((
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:১১ | 121.50.4.240
  • আমি তো ভাবছিলাম মগজধোলাই বলতে সিপিএম সংক্রান্ত টই বোঝানো হচ্ছে !
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:০৯ | 122.163.79.7
  • তুই তোর কাছাকাছি এসবিআই-তে জিগিয়ে দ্যাখ। এই সব ব্যাঙ্ক পোচ্চুর ল্যাদ খায় এসব কাজে

    দীপু, ওটা মস্তিতেই যাবে।
  • r | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:০৯ | 125.18.104.1
  • মাম্মাম্মাকে রাজনৈতিক (অবশ্যই)/ সামাজিক (যাত্রাপালা)/ ভ্রমণ (ইজ্জত কা সওয়াল)/ সাহিত্য সংস্কৃতি (বিদ্বজ্জন)/ জাস্ট মস্তি (খ্যা খ্যা খ্যা)- এতগুলো ক্যাটিগরিতে ফেলা যায়। এ সব কেসে কি হবে? ঃ-P
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:০৯ | 61.95.144.122
  • -- লাঠি লাও, সড়কি লাও
    -- লাও তো বটে, কিন্তু আনে কে?
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:০৮ | 121.50.4.240
  • তেকোনাদি আলমারি গোছানোর মুডে আছে ঃ-)
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:০৭ | 122.163.79.7
  • যদি সিরিয়াসলি এটা নিয়ে ভাবা হয় তবে আমি সব টইয়ের হেডিং ধরে ধরে ক্যাটাগরাইজ করে দিচ্ছি। কিন্তু বাকি কাজ, মানে তাদেরকে এখানে বসিয়ে ক্লিকেবল করাটা আমার দ্বারা হবে না তো। ওটা আর কাউকেই করতে হবে। কিন্তু করা গেলে, যদি আমার শুধু খিল্লি পড়তে ইচ্ছে করে তো জাস্টমস্তিতেই ক্লিকিয়ে একগাদা টই নামিয়ে পড়তে পারি ইত্যাদি...
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:০৬ | 121.50.4.240
  • আরে না নেই। আসলে এসবিআইয়ের অ্যাকাউন্ট বছর পনেরো আগে করা , তখন নেটব্যাংকিং কোথায়? অ্যাকাউন্ট টাই ইউজ হতনা, আমি ভাবলাম একটু ইউজ করা যাক। কী জ্বালাতন।

    আর সে তো কোলকাতা থেকে করা। এখন ওই ব্রাঞ্চে গিয়ে নিতে হবে?
  • dipu | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:০৫ | 207.179.11.216
  • "ন্যাজ ভালো না শুঁড় ভালো' কোন ক্যাটেগরি?
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:০৪ | 122.163.79.7
  • তা কেন?

    রাজনৈতিক
    সামাজিক (সব সোস্যাল ইস্যু ভিত্তিক)
    প্রেম
    ভ্রমণ
    খাওয়াদাওয়া
    মগজধোলাই (কুইজ, বা পড়াশুনো রিলেটেড)
    সাহিত্য সংস্কৃতি
    জাস্ট মস্তি
    মিক্সব্যাগ

    সবকটা টইয়ের বিষয় দেখিনি এখোনো। তবে প্রত্যেকেই যথাযথ পকেটে যেতে পারে মনে হয়
  • dd | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:০৩ | 122.167.21.18
  • স্যার তেকোনা

    গাইডেন্সের দরকার নেই। ৯৫% টইতে কোনো অ্যাম্বিগুইটি নাই। বাকী ৫% ওভারল্যাপিং আছে/থাকতে পারে।

    অথবা এমন ই সাবজেক্ট (যেমতি পায়খানা বনাম পাইখানা ঃ র বাবুর কিত্তী) যেটিকে ক্যাটেগরীতে ফেলতে চিন্তা ভাবনার প্রয়োজন থাকবে। সে নাহয় আলোচনা বা টস করে ঠিক করে নিলেই হবে ।
  • Bhuto | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:০০ | 203.91.193.7
  • কিসের নাম , কিসের পাসওয়ার্ড ? এসবিআই এর? তাইলে ওটা নেটব্যাঙ্কিং এর । তোর নাই?

    আমি নভেম্বর এন্ডেই তো আসবো বলে জানতাম। তবে এরা মনে হচ্ছে একটু ফাঁসিয়ে দেবে। মানে আরো দিন ১৫ ।
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৪:০০ | 122.163.79.7
  • পাসওয়ার্ড দিয়েছিলো তোকে SBI? নইলে ওদের কাছ থেকে নিতে হবে গিয়ে। এখন অনলাইন যে কোনো বুকিং-এই পাসওয়ার্ড চাইছে
  • dipu | ২৮ অক্টোবর ২০০৯ ১৩:৫৮ | 207.179.11.216
  • নব্বই শতাংশ টই "অন্যান্য' ক্যাটেগরিতে পড়বে ঃ-)
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১৩:৫৭ | 121.50.4.240
  • হেল্প । হেল্প। আমার একপিস এসবিআই এর ডেবিটকার্ড আছে। তাই দিয়ে বাস বুকিং করতে গেলে ইউজারনেম পাসওয়ার্ড চাইছে। এসব আবার কী? এসবিআই এর ইউজারনেম পাসওয়ার্ড থাকে নাকি? থাকলে কোথায় লেখা থাকে সেসব? নাকি কিছু অ্যাক্টিভেট করতে হয় ? উফ্‌ফ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত