এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ২৬ অক্টোবর ২০০৯ ২০:১৬ | 117.195.41.98
  • অফিস থেকে গু চ ব্লক করে দিয়েছে। ভ্যাঁ।ঃ(((((
    ইংরাজী ছাড়া আর সমস্ত ভাষার সাইট কঠোরভাবে ব্লক করেছে। ঃ(((((
  • Samik | ২৬ অক্টোবর ২০০৯ ২০:০৯ | 219.64.11.35
  • ঃ-))

    আমি দিই হাল ছেড়ে।

    সাধু, সাধু!
  • rabaahuta | ২৬ অক্টোবর ২০০৯ ১৯:৫৭ | 221.134.78.2
  • হায় যোগীবর রোগে জর্জর মুড়ি দিয়ে কাঁথাকাণি
    যমে ও মানুষে প্রাণখানি নিয়ে বিস্তর টানাটানি

    আরক পাঁচন মরণ বাঁচন তাতাথৈথৈ শিরে
    একা শয্যায় যোগী খাবি খায় তরী বুঝি ডোবে তীরে

    দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে
  • Samik | ২৬ অক্টোবর ২০০৯ ১৯:২৬ | 219.64.11.35
  • চেনা বামুনের দিদিশাশুড়ির বিয়ের নেমন্তন্নে
    গেঁয়ো যোগী চলে গামছাটা নিয়ে, ছাঁদা বাঁধবার জন্যে

    মদে ও মাংসে সাঙ্কিÄকরূপে যে পেট উঠেছে গড়ে
    বৌভাতে ক'ষে চিঁড়ে গুড় খেয়ে সেই পেট দিল ছেড়ে

    দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেড়ে দেড়ে দেড়ে ...
  • rabaahuta | ২৬ অক্টোবর ২০০৯ ১৯:১৪ | 121.241.111.12
  • গেঁয়ো যোগী আর চেনা বামুনের একসাথে ওঠা বসা
    একগেলাসেই মদ খায়, এক থালায় চিকেন কষা

    যোগীবর ভিখ পায়না তেমন, ভটকায় দ্বারে দ্বারে
    চেনা বামুনের মলিন পৈতে ঝোলে উঠোনের তারে

    দাড়ে দাড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে
  • aishik | ২৬ অক্টোবর ২০০৯ ১৭:৩৩ | 122.166.22.73
  • না না, খেতে লুরু র মাইসোর পাক, তাইলে দিল্লীর গুজিয়াকে আর বাসি বলার সাহস থাকতো না, হুম।
  • Arijit | ২৬ অক্টোবর ২০০৯ ১৭:২৯ | 61.95.144.122
  • টইগুলো রিকম্পাইল করা হোক। হাজারখানেক টই ভর্তি একই খেজুর চলছে।
  • san | ২৬ অক্টোবর ২০০৯ ১৭:১১ | 121.50.4.240
  • পচা টচা কিছু মোটেই মনে হল না খেয়ে ঃ-) আজ এক বন্ধুর সঙ্গে করে তার বাড়ি থেকে এসেছে তো। সে কাল কিনেছে। কোলকাতায় কি আর আমরা একদিন মিষ্টি কিনে পরেরদিন খাইনা নাকি? যত্তসব ঃ-)))
  • Samik | ২৬ অক্টোবর ২০০৯ ১৭:০৮ | 219.64.11.35
  • দিল্লি কেন, কলকাতার গুঁজিয়াও বেঙ্গালুরু পৌঁছাইলে তাহা বাসীই হয়। ঃ-)
  • tkn | ২৬ অক্টোবর ২০০৯ ১৭:০৫ | 122.163.79.7
  • দিল্লীর গুঁজিয়া শুনিয়াই শমীক 'পচা বাসী' ডিটেক্ট করতে পেরেছে ঃ-)))

    ঐশিক, baps, ঃ-))))))
  • quark | ২৬ অক্টোবর ২০০৯ ১৭:০৪ | 202.141.148.99
  • আপিসে আজ পান্তুয়া আর কড়া পাকের শাঁখ সন্দেশ - ৫ গোলের উৎসব।
  • dipu | ২৬ অক্টোবর ২০০৯ ১৬:৩৪ | 207.179.11.216
  • কাসুন্দি সহযোগে?
  • Samik | ২৬ অক্টোবর ২০০৯ ১৬:৩২ | 219.64.11.35
  • পচা বাসী গুঁজিয়া
    খায় স্যান খুঁজিয়া
  • san | ২৬ অক্টোবর ২০০৯ ১৬:২৩ | 121.50.4.240
  • ডায়েটিং এর চক্করে কড়ায় ক্রান্তিতে পাঁচটি দীর্ঘ মাস ডেজার্টবিহীন কাটানোর পরে আজ ফাইনালি কাজু-পেস্তা-ক্ষীর ভরা দুইটি দিল্লির গুঁজিয়া।

    মাইরি, লাইফ ইজ বিউটিফুল ঃ-)
  • Samik | ২৬ অক্টোবর ২০০৯ ১৬:১৯ | 219.64.11.35
  • সোমবারে ভাটপাতার বড়ই খরা চলে।
  • Bhuto | ২৬ অক্টোবর ২০০৯ ১৫:০৮ | 203.91.193.7
  • নাহ সত্যি ই ভুলে গেছি ঃ( ঠিক খেয়াল হচ্ছে না। লাস্ট অ্যাকশনটা হবে that is all বলে নক আউট করে দেবার পর টা ঠিক খেয়াল হচ্ছে না ঃ( । দেখি যদি থাকে তো চট করে একবার দেখে বলছি।
  • stoic | ২৬ অক্টোবর ২০০৯ ১৪:৪৫ | 160.103.2.224
  • বোধির মুড খরাপ হবার কোনো কারণ তো দেখিনা। কাল অ্যানফিল্ডে লিভারপুল ২-০ জিতেছে। ম্যান ইউ এর এগেইনস্টে। মা অবশেষে মুখ তুলে চেয়েছেন। ঃ-)

    কিন্তু চেলসী এরকম জিতেই চললে তো চিন্তার কথা।
  • baps | ২৬ অক্টোবর ২০০৯ ১৩:৩৯ | 203.199.41.181
  • তেকোনার লেখা পড়লাম। এক কথায় অসাঃ।
  • Arijit | ২৬ অক্টোবর ২০০৯ ১৩:০১ | 61.95.144.122
  • Bolvangar থেকে বেরিয়ে বেলুনে করে যাওয়াই কি শেষ? Lyra রজারকে বলবে - We'll find a way?

    আসল বইয়ে (এবং মুভি বুক দেখেও যা মনে হচ্ছে) Lord Asriel একটা উইন্ডো খুলবে - রজার মারা যাবে। সেই উইন্ডো দিয়ে Lyra-ও ঢুকবে। মুভি বুকে এটাই আছে, আর একটা ছবিও আছে যেখানে Lyra Lord Asriel (ড্যানিয়েল ক্রেগ)-কে অ্যালিথিওমিটারটা দিচ্ছে। ড্যানিয়েল ক্রেগেরই ছবি যেহেতু আছে তার মানে এই সীনটা সিনেমায় ছিলো বলে মনে হয়...নাকি পরের পার্টের জন্যে একটু এগিয়ে রেখেছে? তাইলে মুভি বুক-এ দিলো কেন?
  • Bhuto | ২৬ অক্টোবর ২০০৯ ১২:৫৫ | 203.91.193.7
  • অরিজিৎদা,
    আমি দেখেছিলাম গোল্ডেন কম্পাস। কোন জায়গাটা বলো তো। দেখি যদি মনে পড়ে।
  • Sudipta | ২৬ অক্টোবর ২০০৯ ১২:১০ | 122.169.132.36
  • ওকে
  • Arijit | ২৬ অক্টোবর ২০০৯ ১২:০৮ | 61.95.144.122
  • বাকি সব এক।
  • Sudipta | ২৬ অক্টোবর ২০০৯ ১২:০৭ | 122.169.132.36
  • পোর্ট এক-ই থাকবে তো?
  • Arijit | ২৬ অক্টোবর ২০০৯ ১১:২৮ | 61.95.144.122
  • ওইটে পাল্টে গেছে। বদলে 69.36.180.67 করে নাও।
  • shrabani | ২৬ অক্টোবর ২০০৯ ১১:২৬ | 124.124.244.109
  • 208.131.141.133 দিয়ে গুরু খোলা যাচ্ছেনা কেন? "This domain is under construction......" আসছে। আমার এখানে তো গুরুচন্ডালী ডট কম ব্লক থাকে অধিকাংশ সময়ই। আজ কি ভাবে খোলা জানিনা।
  • aishik | ২৬ অক্টোবর ২০০৯ ১১:২৬ | 122.166.22.73
  • তেকেনার লেখা পড়্‌লাম, খুব ভালো, বেশ ভালো।
  • Arpan | ২৬ অক্টোবর ২০০৯ ১১:১০ | 122.252.231.12
  • টাটা স্কাই নয়। টাটা স্কাই প্লাসে রেকর্ড করা যায়। ডিভিডি বানানো যায় কি না ওদের সাইটে গিয়ে দেখা যায়।
  • tkn | ২৬ অক্টোবর ২০০৯ ১০:৫০ | 122.163.79.7
  • স্যান, থাংকু ঃ-)

    কেডিদা, ও প্রশ্নের উত্তর ডিডিদাই দিতে পারবেন ঠিকঠাক

    দ, হেমকণা হাতে? অত কঠিন ব্যাপার বানাবে কে?
  • Arijit | ২৬ অক্টোবর ২০০৯ ১০:৪২ | 61.95.144.122
  • আচ্ছা কেউ গোল্ডেন কমপাস সিনেমাটা দেখেছ? ঋকের একটা বই আছে এই মুভিটার ওপর (মানে ছোট করে গপ্পোটা বলা আর সিনেমা থেকে কিছু স্টিল শট) - গপ্পোটা অরিজিনাল "নর্দার্ন লাইটস'-এর শর্ট ভার্সন - কিন্তু সিনেমাটাতে একটু আগেই শেষ হয়ে গেলো। বইয়ে শেষের দিকের দুটো ছবি সিনেমাতে পেলাম না - তাইলে ছবিগুলো এলো কোত্থেকে? কেউ সিনেমাটা দেখে থাকলে শেষটা বলবে? না মিললে বুঝবো আমার ডাউনলোডানো সিনেমাটাতে গোলমাল আছে - কিন্তু শেষের নামধাম দেখালো তো!
  • dipu | ২৬ অক্টোবর ২০০৯ ১০:৩৬ | 207.179.11.216
  • কাল দুপুরে লোকসভা চ্যানেলে দেখলাম ঃ-)

    পরে খেয়াল হল টাটা স্কাইতে মনে হয় রেকর্ড করা যায়। তা থেকে কি ডিভিডি ইত্যাদি ও বানানো যায়? কারোর আইডিয়া থাকলে হেল্পান।
  • sinfaut | ২৬ অক্টোবর ২০০৯ ১০:২৯ | 203.91.193.7
  • দিপু, গিরীশবাবুর সিনেমাটা কোত্থেকে পেলি?
  • Ri | ২৬ অক্টোবর ২০০৯ ১০:০১ | 121.241.218.132
  • পরপর পাঁচবার হারানোর পর এবার পাঁচ গোল। লাল হলুদের জালে পাঁচ টা - শোধবোধ। লাল হলুদ জনতা কে বিনম্র নিবেদন - কাকেরা ময়ুরপুচ্ছ লাগালেও কাক থাকে,তেমন ই ইসব্যাঙ্গল কোনদিন "জার্মান" হতে পারে না।
    আর দুদলের কিছু খ্যাপা সমর্থক আছে।খেলার মাঠ টাকে সমর্থকেরা কুরুক্ষেত্র ভাবতে থাকে।খেলাটাকে খেলা হিসেবেই নেওয়া ভালো নইলে বেচারা শম্ভু হাজরার মত সমর্থকেরা হৃদরোগে আক্রান্ত হন । খেলার মাঠে যে ছেলেগুলো মরেছিলো তাদের কি মোক্ষলাভ হয়েছিলো ? প্লেয়ার রা নির্বিকার চিত্তে আরো টাকার লোভে বছর বছর দল চেঞ্জ করেছে।
  • d | ২৬ অক্টোবর ২০০৯ ০৮:৪২ | 117.195.35.21
  • অপ্পন,

    লেখকের মুখোমুখী তুমি এইভাবে বসতে পার -
    "হেমকণা হাতে তেকোনার সাথে'
  • Pintu | ২৫ অক্টোবর ২০০৯ ২৩:৫৭ | 84.75.101.196
  • ঠিক। আজকের দিন টা আমাদের। তোমাদের ৫-০ র চুষিকাঠি দিলাম। আপাতত চুষতে থাকো। ঃ-)
  • Bratin | ২৫ অক্টোবর ২০০৯ ২৩:২৪ | 117.194.99.67
  • তখন তোমরা বোলো। আজকের দিন আমাদের ঃ-))
  • kallol | ২৫ অক্টোবর ২০০৯ ২৩:২৪ | 115.184.110.166
  • মোঃবাঃ কি ইঃবেঃ কে ৫-০তে হারিয়ছে?
  • rokeyaa | ২৫ অক্টোবর ২০০৯ ২৩:২২ | 203.110.243.21
  • আমাদেরও দিন আসবে!
  • Pintu | ২৫ অক্টোবর ২০০৯ ২৩:১৮ | 84.75.101.196
  • তোমার নাম আমার নাম - মোহনবাগান, মোহনবাগান।
  • san | ২৫ অক্টোবর ২০০৯ ২২:৪১ | 123.201.53.3
  • তেকোনাদির লেখাটা চমৎকার লাগল
  • a | ২৫ অক্টোবর ২০০৯ ২২:৪০ | 122.162.115.142
  • ৫-৩। ৩৪ বছরের শোক ভুলে সবুজ মেরুন আবার এক লেভেলে। চিডি-ব্যারেটো জিন্দাবাদ। (বাইচুং থাকলে তো আরো ২টো হত)
  • Bratin | ২৫ অক্টোবর ২০০৯ ২২:৩৯ | 117.194.96.180
  • হমমম... ঃ-)))))))))
  • bb | ২৫ অক্টোবর ২০০৯ ২২:৩৮ | 117.195.173.17
  • কোথাও কি এই ম্যাচটার কথা একটু বেশী জানতে পারা যায়?
    বাড়ীর cable connection খারাপ আর কাল সকাল অব্দি wait করতে মন মানছে না ঃ)
  • Ishan | ২৫ অক্টোবর ২০০৯ ২২:৩৪ | 173.26.17.106
  • ইন্দো এরকম বাইনারি মোডে চলে কেন? ঃ)
  • Ishan | ২৫ অক্টোবর ২০০৯ ২২:৩২ | 173.26.17.106
  • আমি তো এ বছর ইস্টবেঙ্গলের সাপোর্টার। মানে আমি বাইচুং পন্থী।
  • Arpan | ২৫ অক্টোবর ২০০৯ ২২:৩০ | 122.252.231.12
  • হ্যা, হ্যা। ফুটবল নিয়েই কথা হোক। আজ ম্যানিউ অ্যানফিল্ডে ২ গোলে হারল।
  • rokeyaa | ২৫ অক্টোবর ২০০৯ ২২:২৯ | 203.110.243.21
  • ইয়ে, মানে, এই প্রসঙ্গটা কাটালে হয় না? ঃ(
    অস্ট্রেলিয়া ম্যাচটা নিয়ে কথা বলা যেতে পারে, আরো কতকিছু নিয়ে আলুচানা চলছিলো টইয়ে, ভাটেও, ওগুলো তো বেশ ছিলো!
  • Bratin | ২৫ অক্টোবর ২০০৯ ২২:২৪ | 117.194.96.180
  • চিড্ডি একাই ৪ টে। ভাবা যায়...
  • Sayantan | ২৫ অক্টোবর ২০০৯ ২১:৫৫ | 76.160.41.66
  • পাঁ-আ-চ গো-ও-ল!!
    কোথাও হাইলাইটস দ্যাখা যাচ্ছে? নাঃ, সাতসকালে ভিসিও তে বসে বসে নৌকো বানানোর সব গ্লানি মন থেকে মুছে গেল।
  • aka | ২৫ অক্টোবর ২০০৯ ২১:৪৬ | 173.33.234.215
  • হ্যাঁ ইস্টবেঙ্গল ক্লাবটা এবার তুলে দিলেই হয়। যাই এই খুশিতে একটু বেরিয়ে আসি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত