আর ইসে ভুন্ডলি আছে বটে, তবে আকা-র মটে-ও হাতীর মত নয়।
d | ২৩ অক্টোবর ২০০৯ ২২:২৯ | 117.195.36.78
ঃ)))))
Arpan | ২৩ অক্টোবর ২০০৯ ২২:২৭ | 122.252.231.12
আচ্ছা পুরোটা লাগবে?
"অরিজিত ভালো কম্পুটারোয়ালা কিন্তু সিপিএম। সারথি বিচ্ছিরি সিপিএম। বোজো কংগ্রেসী ব্যাকগ্রাউন্ডের লিবেরেল। শ্যামলদা বাজারপন্থী নিওলিবেরেল। স্যান রাজনীতিত্তে বিরক্ত । বিবি কিরকম যেন সিপিএম। দু টা কিরকম যেন ভালো মেয়ে সিপিএম। সৈকত পড়ুয়া এবং প্রাকতন নকশাল, বেসিকালে পোমো, বোধি বিক্ষুব্ধ ছিপিএম, বৈজয়ন্ত প্রাকতন এস এফ আই এখন নিও ক্লাসিকাল পড়ুয়া, দ্রি পড়ুয়া ন্যাচারাল ফিলোসোফার ট্রাডিশনের লোক, এই দমু মেনলি রাগী এবং খেটে খাওয়া সফল ম্যানেজার এবং তীব্র সিপিএম বিরোধী, এই অক্ষ পোচোন্দো আকাদেমিক ও নকশাল এই অর্পন সিপিএম বিরোধী সফল যুবক, ডিডি জেলখাটা নকশাল কিন্তু এখন রামভক্ত লিবেরেল, হিলারিপন্থী মিতাদি দিদির বয়সী মা ইত্যাদি।"
;-)
d | ২৩ অক্টোবর ২০০৯ ২২:১২ | 117.195.36.78
ও হ্যাঁ খেয়াল কর নি, যখন গুরুচন্ডা৯'র পক্ষ থেকে বলতাম বলে মনে করতাম, তখন নিজের পুরো নাম লিখতাম name এর জায়গায়। এখন সেটা প্রায় বন্ধই করে দিয়েছি।
d | ২৩ অক্টোবর ২০০৯ ২২:০৯ | 117.195.36.78
ধুস! কাটাও তো। আমার এই হঠাৎ রে রে করে তেড়ে আসা পাবলিক দেখতে বেশ লাগে। খোয়াবকে আসলেই ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে, কাল রাতেই। আর আগেই তো বলেছি, 'কে কী' এটা বুঝে আমি বেশ মজা পাই। ঃ)
Du | ২৩ অক্টোবর ২০০৯ ২২:০৫ | 65.124.26.7
এই পালা করে করে এই নিয়ে ঝগড়া করা থেকে বাঁচার একটা উপায় হল - দ যখন ম্যাগাজিনের হয়ে বলবে - তখন একটা উর্দ্দি ট্যাগ নিয়ে নাও। হাওয়াই চপ্পল ওয়ালা নয়, আসল উর্দি। আর একদম ফর্ম্যালি বক্তব্যটা বল, কোথাকার ইত্যাদি বলার দরকার নেই। সেটা নীল রঙ্গ ইত্যাদি যাই হোক। তাহলে লোকে পার্সোন্যালি নেবে না।
অর্পণ, সফল যুবকের আগে মিসিং কমা ও তারও আগের কথা গুলো ভুললে চলবে? ঃ-))
d | ২৩ অক্টোবর ২০০৯ ২১:০৭ | 117.195.36.78
অক্ষকে বললাম। আবার কাকে?
a x | ২৩ অক্টোবর ২০০৯ ২১:০৭ | 143.111.22.23
ধুর আমার সময় হয়না। সময় হলে, ইচ্ছে হবার মত মনের অবস্থা তৈরি হয়না।
Samik | ২৩ অক্টোবর ২০০৯ ২১:০৪ | 219.64.11.35
দম এটা কাকে বল্লো?
Samik | ২৩ অক্টোবর ২০০৯ ২১:০৪ | 219.64.11.35
এটা কাকে বল্লো?
Arpan | ২৩ অক্টোবর ২০০৯ ২১:০৩ | 122.252.231.12
হুম! হনু এইরকম আগেও অনেককে লেবেল দাগিয়েছে। আমাকে বলেছিল সফল যুবক। নিজের পে স্লিপের দিকে তাকিয়ে হনুকে ক্ষমা করতে পারিনা কোনদিনও।
d | ২৩ অক্টোবর ২০০৯ ২১:০১ | 117.195.36.78
*আগ্রহ
d | ২৩ অক্টোবর ২০০৯ ২১:০১ | 117.195.36.78
হিউম্যান সেক্সুয়ালিটি নিয়ে তুমি একবার একটা লিঙ্ক দিয়েছিলে। কিন্তু এই নিয়ে তোমার আলাদা কোন আগ্ড় আছে বলে মনে হয় নি তো। যাই হোক হিউম্যান সেক্সুয়ালিটি ও তার সাথে জড়িত পলিটিক্স নিয়ে একটু লিখবে? প্লীজ?
d | ২৩ অক্টোবর ২০০৯ ২০:৫৮ | 117.195.36.78
হুঁ।
Samik | ২৩ অক্টোবর ২০০৯ ২০:৫৩ | 219.64.11.35
ঃ-)))
a x | ২৩ অক্টোবর ২০০৯ ২০:৫২ | 143.111.22.23
হনু তোমার বক্তব্যটা একটা ক্লাসিক কেস অফ ম্যাকার্থিস্ট সাইকোলজি। তো প্রবন্ধ লেখ সেতো খুবই ভালো কথা। এবং অতি ভালো ভালো প্রবন্ধও তো লেখ, শুধু ভাটে মাঝে মাঝে প্রবন্ধাকারে যেগুলো লেখ সে নিয়ে বলছিলাম। এবার সেটা দমে বল যদি বল, তো তাও ভালো।
তোমার অভিযোগ আমি একটা অর্গানাইজেশনের হয়ে কথা বলতেই এখানে আসি। ১) আমি যবে এখানে আসি, তখন সংহতি তৈরি হয় নাই। তখন বাংলার আকাশে বাতাসে পাখিদের কলরব, গরম ভাতের গন্ধ। তারপর সিঙ্গুর হল, নন্দীগ্রাম হল, কালে কালে লালগড়ও হল। ২) আমি কি কি নিয়ে বেশি কথা বলি? আমার ইন্টেরেস্ট মূলতঃ সিনেমা, মেয়েদের পলিটিক্স, বায়োলজি অ্যাস পলিটিক্স, হিউম্যান সেক্সুয়ালিটি, এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রবাহ। তো একমাত্র শেষেরটা ছাড়া সংহতি এখনও অবধি কোনো বক্তব্য রাখেনি। ৩) তোমার সবচেয়ে মজার অভিযোগটা হল, আমি আসলে আমার কথা বলছিনা আমি সংহতির স্ট্যান্ড প্রচার করছি। এটাকেই ম্যাকর্থিস্ম বলছি। তুমি চেষ্টা করছ আমার কথাগুলোকে ডিলেজিটিমাইস করার। তোমার জানা সম্ভব না, আমি আসলে ভাবি অন্য, কিন্তু কোনো অদ্ভূত কম্পালশন থেকেই সংহতি-র স্ট্যান্ড আউড়াই। অব্ভিয়াসলি সংহতির দৃষ্টিভঙ্গীর সাথে মেলে বলেই আমি সংহতির সাথে, প্রগতির সাথে না। এই যুক্তি তে তো আজ অবধি সিপিএম সমর্থক (ঘোষিত ও অঘোষিত) যত গণশক্তি, আজকাল, প্রগতি, অনিকেত আলামের ব্লগ, শৈবাল বিষ্ণুর ব্লগের লিংক দিয়েছে সবগুলোকে একই কথা বলা যায়, যে পার্টির প্রচার চালাচ্ছে, সেটা স্বভাবতই তোমার মনে হবেনা। এটাও মনে হবেনা যে অরিজিৎ যখন তাপসী মালিক খুনের প্রসঙ্গে তাপসী মালিক সুইসাইড করেছে, না পুরোটা সাজানো ইত্যাদি বক্তব্য রাখে, সেটা আসলে ওর বক্তব্য না, আসলে ও সিপিএমের স্ট্যান্ডই প্রচার করছে। আমারও মনে হবেনা। মানে এটা ভাবাটাই হাইলি ইন্সাল্টিং এবং কমপ্লিটলি রিডিকুলাস। অরিজিৎ এরকমটা মনে করে নিজের থেকেই বলে এরকমটা বলছে, এটাই মনে হবে। এবং সেটা কাউন্টার করার সময় আমার কাছে যা খবর এবং আমার কাছে যা মনে হবে, আমি সেটাই বলব। কেন নিজের পার্টির প্রচার করছে বলে বারণ করবনা। কেউ কোনোদিনও করেনি। কাজেই don't create a straw man, and then do not act gracious by claiming you haven't tried to knock it down। ৪) অ্যাডের কথায়। নিশ্চয়ই আমি চাইব সংহতির খবরগুলো প্রচার হোক, সেটা "সংহতি"র খবর বলে না, সেটা আমার কাছে জরুরী এবং অন্যত্র প্রচারিত নয়, এবং অনেক ক্ষেত্রেই সেন্সর্ড বলে। PUDR 'এর যে খবরের লিংকটা আমি দিয়েছি, সেটা PUDRএর লিংক দিয়েছি, সংহতির না। একই খবর সংহতিতেও আছে। তো এবার বলতে পারো PUDR এবং সংহতির স্ট্যান্ড এক, কাজেই আমি আসলে কায়দা করে সংহতির স্ট্যান্ড প্রচার করছি। মুশকিল এই, যে ব্ল্যাংক যে EPWর দুটো লিংক দিল, ঐদুটো'ও সংহতিতে আছে। EPW আর সংহতির স্ট্যান্ড এক বললে "বড়"রা খুব রেগে যাবেন কিন্তু। ৫) তাহলে তোমার আপত্তিটা কোথায়? অ্যাড প্রচুর হয়, সম্বিৎ পারমিতার নাটকের অ্যাড ব্যানার হয়েছিল, অভ্যু মাঝে মাঝে অনেক ইন্টার্নেট পত্রিকার অ্যাড দেয়, প্রথম আলো-র কথা বেশ কয়েকবার বলেছে। দময়ন্তী ও আরো অনেকে সচলায়তনের লিংক দেয় মাঝে মাঝে। এগুলো তো সবগুলোই স্বাগত করা উচিৎ। প্রথমটা তো আমাদেরই একজন উদ্যোগ নিয়ে এতবড় কিছু করছে, আমরাতো প্রচার করবই! দ্বিতীয় ক্ষেত্রে শেয়ার করা, অমুক সাইটের এটা ভালো লাগে, তোমরাও দেখ। তো? এই নিয়ে কেউই কোনোদিনও কিছু বলেনি, আমি ভাবিওনি। গুরুচন্ডালী নিজে অর্কুটে প্রচার করে, লিংক ও প্রোমোশনের মাধ্যমে, কেনই বা করবেনা? খোয়াব, যেটাকে তুমি বেসিকালি ঢাল হিসেবে ব্যবহার করছ, তার লিংক যখন প্রথম এখানে খোয়াবের কেউ দেন, আমি তো গিয়ে দেখে ফিডব্যাকও দিয়েছি। আরও অনেকেই দিয়েছে। কেউ কোথাও, ইনক্লুডিং দময়ন্তী বারণ করেনি। তো এই যে অ্যাকিউসিশনটা করছ, এটা মনে হচ্ছে অন্য কোনো গাত্রদাহ থেকে। সেই গাত্রদাহটা যদি সংহতির স্টেটমেন্ট নিয়ে হয়ে থাকে, তাহলে পরিষ্কার করে বল, তখন সেটাকে অ্যাড্রেস করা যাবে, নইলে তো খালি নিজেরই গা চিড়বিড় বাড়বে! তবে তুমি একা নও এটাও জানি। তুমি একটু ভালোমানুষ এই আরকি, তাই এইভাবে প্রকাশ করে ফেলেছ।
আর কাউকে নয়, শুধু শমীককে আর একটিবার হাতের সামনে পাই ...... একটা মারও বাইরে পড়বে না।
d | ২৩ অক্টোবর ২০০৯ ১৯:৫৪ | 117.195.36.78
ও এইবারে বুঝলাম।
stoic | ২৩ অক্টোবর ২০০৯ ১৯:৫৩ | 160.103.2.224
অনেক হল। এবার যাই দু পাত্তর গলায় ঢালি। সবাই কে হ্যাঃ ঊঃ এঃ। আবার সোম্বার।
r | ২৩ অক্টোবর ২০০৯ ১৮:২৫ | 198.96.180.245
অর্থঃ পাতিয়া রাখা নরদেহটির পিছনে জল দেখা যাইতেছে।
kd | ২৩ অক্টোবর ২০০৯ ১৮:২০ | 59.93.170.3
জল পরে, পাতা নরে।
kd | ২৩ অক্টোবর ২০০৯ ১৮:২০ | 59.93.170.3
সফ্ট স্কিল? 'কিল' এর ইংরিজি 'স্কিল', যেমন 'টুল' এর ইংরিজি 'স্টুল'। 'সফ্ট' এর মানে 'নরম'। তো পুরোটার মানে হ'লো 'নরম কিল', যা একটি মেয়ে প্রেমিককে মারে, আর তাতে প্রেমিক গদগদ হ'য়ে যায়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন