এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aranya | ২৪ অক্টোবর ২০০৯ ০৩:০৪ | 144.160.98.31
  • ব্ল্যঙ্কি, it's a small world, সুতরাং তন্ময়ের website যে দেখেছ, তা আর বিচিত্র কি। খুব জমাটি আর পরোপকারী ছেলে, ভ্রমণ থেকে ডাক্তারী, যে কোন দরকারেই ওকে বিনা দ্বিধায় approach করতে পার। তন্ময় আর ওর স্ত্রী জয়তী, দুজনেই আমার ক্লাসমেট। তন্ময়ের সঙ্গে ফুটবলও খেলেছি স্কুলের হয়ে, খুব ভালো বন্ধু আমার। শিবশংকর মিত্রের "সুন্দরবনের আর্জান সর্দার' আমাদের দুজনেরই খুব প্রিয় বই , ছোটবেলা থেকেই।
    তন্ময়ের Trails of Tiger বইটা একটা দূর্দান্ত 'কফি টেবিল' বই, দারুণ সব ছবি, কি করে কোন জঙ্গলে যেতে হবে, কোথায় থাকতে হবে সব কিছুর বর্ণনা নিজের অভিজ্ঞতা থেকে, তবে english বই , দামটা একটু বেশী।
    টিম, একটা আধা আরণ্যক, আধা রাজনৈতিক লেখা নামানোর চেষ্টা করছি এখন, মূল প্রতিপাদ্য হল ভারতে ভূমিপূত্র আদিবাসীদের বিপুল সংখ্যায় forest dept.-এ চাকরী দেওয়া - এতে জঙ্গল বাঁচবে,আদিবাসীদের অবস্থার উন্নতি হলে জঙ্গলমহলে মাওবাদের প্রভাব কমবে - যাকে বলে win-win সিচুয়েশন। এই লেখাটা শেষ হলেই আম্রিগার ন্যাশনাল পার্ক নিয়ে পড়ব, তবে তুমি যদি শীগগিরি বেড়াতে যেতে চাও, তবে জানিও।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৯ ০৩:০৩ | 59.93.222.10
  • আর্য্য দা কে জেঠু বলতে হবে। যাগ্গে অভিনয়ের খাতিরে কত কিছুই তো করতে হয়।
  • aka | ২৪ অক্টোবর ২০০৯ ০৩:০২ | 173.33.234.215
  • হ্যাঁ আমি হব মাইক্রফট হোমস মানে সিধু জ্যাঠা। বেশ রিয়েল হবে ব্যপারটা।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৯ ০৩:০০ | 59.93.222.10
  • এই ফেলুদা কে দিয়ে বাদশাহি আংটি করানো যায় বা ফেলুদার গোয়েন্দাগিরি র মতন গল্প গুলো।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৯ ০৩:০০ | 59.93.222.10
  • টিম টা ফিরলে, তোপসে বানাতে পারবো টিমকে ঃ)
  • Tim | ২৪ অক্টোবর ২০০৯ ০২:৫৬ | 198.82.25.98
  • এত লম্বা জুলপির ফেলুদা? কিরম কচি টাইপ, আর কি অস্পষ্ট উচ্চারণ! নাহ্‌, শিগির দেশে ফিরে যেতে হচ্চে দেখচি! ;-)
  • aka | ২৪ অক্টোবর ২০০৯ ০২:৪৬ | 173.33.234.215
  • দুদ্দুর এই ফেলুদা তো ভালো করে বিড়িই খেতে শেখে নি। কি যে করে লোকে।
  • Paramita | ২৪ অক্টোবর ২০০৯ ০২:৩১ | 63.82.71.141
  • অরণ্যবাবু, এই lcm ন্যাড়াবাবু দ্রি এনারা এসে লিখে দেবেন খন। আমি তখনও জন্মানো জন্মাবো করছি, তাই সব ভালোমত জানি না। soc.culture.bengali তৈরী হয় ১৯৯৪-এ, আম্রিকার ছাত্রসমাজ দুই বাংলা নির্বিশেষে সই দেন সেই RFD-তে। গুগুল খুঁজলেই পাবেন। আপনি যদি সেইকালে রাটগার্সে ছাত্র ছিলেন তো এসব তো আপনার জানা কথা। সইও নিশ্চয়ই দিছিলেন। কোনো বাঙালির ছাড় ছিল না শুনেছি। শুনেছি বাঙালির প্রাণ soc.culture.indians-এ ভাটিয়ে ঠিক সুখ পাচ্ছিল না, soc.culture.bangladesh-এর চার্টারও অন্যরকম ছিল। এস সি আইতে চাদ্দিক থেকে লোকজন বাংলায় কথা কইতে নিষেধ করছিল। অতএব নতুন নিউজগ্রুপ তৈরী হল। ইন্টারনেট তো দূরস্থান ইউজনেটেরও রমরমা ছিল না।

    আপনার আরেকটু মনে পড়লেই লিখে দেবেন, তাহলে অজানা ইতিহাস জানতে খুব ভালো লাগবে। নব্বই সালের বাংলা নিউজগ্রুপের কথা এনারা কেউ আমায় জানান নি, কি অন্যায় কথা বলুন। আমি যেকালে একটু সময় পেলেই নির্বাচিত নটি নিউজগ্রুপ নিয়ে লিখবো ভাবছি(মাক্কালি, ইয়ার্কি নয়)।
  • Tim | ২৪ অক্টোবর ২০০৯ ০২:৩০ | 198.82.25.98
  • অরণ্যদা, আম্রিকার অরণ্যভ্রমণ নিয়ে একটা টইতে লেখার কথা ছিলো না? শিগ্গির লেখ, ইনফো দিয়ে।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৯ ০২:২৮ | 59.93.222.10
  • নতুন ফেলুদা, নতুন তোপসে, এমনকি পরিচালক ও নতুন,

    ঘুরঘুটিয়ার ঘটনা



    পার্ট ওয়ান টা এখানে, তবে এতে খালি নাম দেখাবে

  • Blank | ২৪ অক্টোবর ২০০৯ ০২:১৯ | 59.93.222.10
  • থ্যাংকু অরন্য দা। এই ভদ্রলোক তোমার বন্ধু!! এনার সাইট আমি আগে বহুবার দেখেছি। উরিত্তারা।

    তবে ভারতের জঙ্গল গুলো এক্সপেনসিভ হয়ে ভালো ই হয়েছে। নইলে সব পিকনিক স্পট হয়ে যেতো
  • aranya | ২৪ অক্টোবর ২০০৯ ০২:১৫ | 144.160.98.31
  • ব্ল্যাঙ্কি, এসেছ দেখছি। শুভ জন্মদিন। তুমি তো দারুণ পপুলার ছেলে হে, কত্ত অভিনন্দন, সবার কাছ থেকে। এই তোমার জম্মদিনের গিফ্‌ট -
    http://familyfortiger.com -আমার এক বাঘ-অন্ত প্রাণ বন্ধু "তন্ময় চৌধুরী'-র website' , এর gallery section-এ দারুণ সব ছবি পাবে। আর যদি বেড়াতে যেতে চাও, ভারতের tiger prject - গুলোর ওপর তন্ময়ের লেখা একটা বেশ ভাল বই আছে, বেড়ানর সমস্ত গাইড লাইন সহ - Trails of Tiger। তন্ময় কলকাতা মেডিকাল কলেজে ডাক্তার, বছরে চার- পাঁচবার জঙ্গলে যায়, সারা বছর ডাক্তারী করে যা পায়, অরণ্য-ভ্রমণেই খরচ করে, ভারতের জঙ্গল গুলো সাধারণ মানুষদের জন্য বড্ড expensive , সরকারের দয়ায়।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৯ ০২:০৯ | 59.93.222.10
  • বেশী লিকার খেলে আমার ও ঘুম পায় বটে।
  • aka | ২৪ অক্টোবর ২০০৯ ০২:০৮ | 173.33.234.215
  • দুর ও তো প্রায় বোর্ণভিটা খেয়ে ঘুমোনর মতন হল।
  • sinfaut | ২৪ অক্টোবর ২০০৯ ০২:০২ | 117.194.194.0
  • আমি তো প্রায়ই চা খেয়ে ঘুমোই। লিকার।
  • Du | ২৪ অক্টোবর ২০০৯ ০১:৫৯ | 65.124.26.7
  • টানা, ঠানা, ডানা, ঢানা
  • tkn | ২৪ অক্টোবর ২০০৯ ০১:৫৮ | 122.163.79.7
  • চা খেয়ে ঘুম? আসবে?
  • Blank | ২৪ অক্টোবর ২০০৯ ০১:৫৭ | 59.93.222.10
  • তোর পেটে রুটি পচে গেছে। এটা নষ্ট করিস না, গেলাসে করে রেখে দে
  • tkn | ২৪ অক্টোবর ২০০৯ ০১:৫৭ | 122.163.79.7
  • সাউকররা বোধহয় চড় সুদে টাকা ধার দেয় আর বন্ধকী কারবার করে

    চারদিন রুটি খেলে ডানা গজায় না, "টানা রুটি" খেলে ডানা গজায় মনে হয়
  • sinfaut | ২৪ অক্টোবর ২০০৯ ০১:৫৬ | 117.194.192.55
  • ধুর কেউ ভাটায় না। আমি ভর্পেট চাবিস্কুট খেয়ে ঘুমোনোর চেষ্টা করিগে
  • a x | ২৪ অক্টোবর ২০০৯ ০১:৪৩ | 143.111.22.23
  • ক্রমে আসিতেছে ডিডি ;-)
  • a x | ২৪ অক্টোবর ২০০৯ ০১:৪২ | 143.111.22.23
  • ও সাহু।
  • dd | ২৪ অক্টোবর ২০০৯ ০১:৪০ | 122.167.3.209
  • সাউ= ছি পি এম। নিঘঘাৎ।
  • Du | ২৪ অক্টোবর ২০০৯ ০১:৩৯ | 65.124.26.7
  • সাউ মানে যে বন্ধক নেয়, এই টাইপের কিছু। সাহুকার বোধয়
  • a x | ২৪ অক্টোবর ২০০৯ ০১:৩৬ | 143.111.22.23
  • এই সাউ শুঁড়ি মোদো'র সাউ টা কি জিনিস?
  • a x | ২৪ অক্টোবর ২০০৯ ০১:৩৫ | 143.111.22.23
  • রুটি খেলে ডানা গজায়?
  • sinfaut | ২৪ অক্টোবর ২০০৯ ০১:৩১ | 117.194.192.55
  • চারদিন টানা রুটি খেয়ে আমার আর ঘুম আসছেনা। খাট থেকে শরীরটা কেমন যেন উপরের দিকে উঠে যাচ্ছে। ঃ((
  • aranya | ২৪ অক্টোবর ২০০৯ ০১:১১ | 144.160.98.31
  • আমাকেও জিভ কাটতে হবে, কবিতার টই-এর বদলে ভাটে লিখে ফেলেছি।
    ১৯৯০-৯১-এর বাংলা নিউজ গ্রুপ - পারমিতা, ছিল যে সেটা সিওর, কিন্তু নাম তার মনে নাই, মনে নাই, মনে পড়লেই বলে দেব
  • aranya | ২৪ অক্টোবর ২০০৯ ০১:০৬ | 192.128.133.68
  • 'আসুক আরো আউলবাউল বৃষ্টি আসুক আবার' - বাঃ, সুন্দর লাইন। অরণ্য, আদিবাসী - নিয়ে একটা সিরিয়াস গদ্য রচনা লিখতে গিয়ে এই মূহুর্তে ঘেঁটে ঘ হয়ে আছি, বরং একটা সহজ প্রেমের কবিতা ট্রাই করি -

    আমি গহন রাতের হাওয়ায় হাওয়ায়
    প্রাণের মানুষ খুঁজতে গিয়ে
    লক্ষ তারার আলোর মত
    তোমার মনে ছড়িয়ে যাব,
    ফল্গু নদীর ধারার মত
    মাটির বুকে ব্যাথার মত
    গভীর, গোপন এই বাসনা
    আজও আমার জীবন জুড়ে
    সূর্যোদয়ে, সূর্যোদয়ে
    ভালবাসার আবীর ছড়ায়।
  • Du | ২৪ অক্টোবর ২০০৯ ০০:৪৬ | 65.124.26.7
  • ঃ)))
  • dd | ২৪ অক্টোবর ২০০৯ ০০:৪৪ | 122.167.3.209
  • আরে দু
    তোমার কাকী? তোমার কাকী? ঈঁঃ ?
    আরে। আমারে চিনলেন ক্যামনে ?

    দ্যাখো কান্ডো।
  • Du | ২৪ অক্টোবর ২০০৯ ০০:৪২ | 65.124.26.7
  • পুরো কথাটা ছিল - সাউ, শুঁড়ি, মোদো, মাতাল, দুশ্চরিত্র - পুরোটাই সাবজেক্ট। প্রেডিকেট অব্দি আর পৌছোনো হয়নি - এ পার্টটা অনুধাবন করতে গিয়ে। এবার ফোন করলে জিগাবো।
  • Du | ২৪ অক্টোবর ২০০৯ ০০:৪০ | 65.124.26.7
  • ডিডি দাকে টইয়ের লেখাটা পড়ে - ঃ)) আবার ফর্শাও তো।

    আবার আমার কাকী বলতো - মোদো মাতাল দুশ্চরিত্র। কিস্‌সু হবে না। একে তো কালো ভুত বাঙাল আর মুড়ি মিছরির এক দর করে - ঃ))
  • Tim | ২৪ অক্টোবর ২০০৯ ০০:৩৮ | 198.82.25.98
  • পাই তো, মিষ্টি তো হবারই কথা। ;-)
  • dd | ২৪ অক্টোবর ২০০৯ ০০:৩৫ | 122.167.3.209
  • পাইদির তোলা ফোটো দেইখ্যা তো আমি একেবারে টরেটক্কা।

    পুরো হাঁ।

    রেকোমেন্ড কল্লাম সব ডেনটিস্টের চেম্বারে অবিলম্বে ফ্রেম কইর‌্যা রাখো। শুনলে হয়।
  • Du | ২৪ অক্টোবর ২০০৯ ০০:২২ | 65.124.26.7
  • পাইদির গান, ফটো সব দেখেই আমার বন্ধুরা মুগ্‌ধ।
  • d | ২৪ অক্টোবর ২০০৯ ০০:১৪ | 117.195.36.78
  • হেঃ ২৪ ঘন্টা ভাটাও, তুমি আবার দাগী না কি হে? দিব্বি দাগী।
  • tkn | ২৪ অক্টোবর ২০০৯ ০০:০৬ | 122.163.79.7
  • তবে, আমি তো এই সবেই এলুম, মনে হয় দাগী ভাটিয়াল নই আমি ঃ-)
  • tkn | ২৪ অক্টোবর ২০০৯ ০০:০৫ | 122.163.79.7
  • দাদা ঃ-))
  • dd | ২৪ অক্টোবর ২০০৯ ০০:০১ | 122.167.3.209
  • তো, এই দাগী ভাটিয়ালদের নিয়েই যখন কথা হচ্চে, তখন আমার পোস্নোগুলান সেরে নি

    (১) স্যার তেকোনা পদ্দ ল্যাখেন, ল্যাখেন না, কিন্তু গুবগুবে গদ্দ ক্যানো ল্যাখেন না? আর?
    (২) মিত্তিরদা আসেন , প্রায়ই। ফাজলেমি, ফক্কুরি, এয়ার্কি মারেন। কিন্তু সেই ঠান্ডা মাথায় অ্যানাটিকাল এসে গুলান কই?
    (৩) অজ সাহেবের কি আবার অভিমান হোলো? উঃ আপনে তো ব্রাদার আমার মতন রসে বসে থাকেন। ঠাকুর কয়েছেন রসিক মাইনষের মান থাকে না,হুঁষ ও না। আসেন । আসেন।
    ৪) দৃ'র কি হইলো অন্তরের ব্যাথা? কে জানে? কেউ জানে?
    (৫) আর পাইদির গান শোনলাম। কি মিষ্টি যে লাগলো।
  • Paramita | ২৩ অক্টোবর ২০০৯ ২৩:৫৯ | 63.82.71.141
  • অরণ্য, ১৯৯০-৯১-এ বাংলা নিউজগ্রুপ? কি বলুন তো একটু? প্রথম বাংলা নিউজগ্রুপ তো বেশ পরেকার কথা। তার জন্য ফর্মাল আবেদনকারীরা কেউ কেউ এখনও এই ফোরামে ঘোরাফেরা করেন।
  • Blank | ২৩ অক্টোবর ২০০৯ ২৩:৫৮ | 59.93.222.10
  • সক্কলকে থ্যাংকু। আমি কেমন জম্মে গেলুম পুরো
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৯ ২৩:৫০ | 122.252.231.12
  • যাঃ। আমার অত দম আছে নাকি? ঃ-))

    কোট আনকোট খেয়াল করেননি?
  • Tim | ২৩ অক্টোবর ২০০৯ ২৩:৫০ | 198.82.25.98
  • আরো লজ্জা পেয়ে গ্যালো! হিহি
  • d | ২৩ অক্টোবর ২০০৯ ২৩:৪৮ | 117.195.36.78
  • যান যান
  • dd | ২৩ অক্টোবর ২০০৯ ২৩:২৮ | 122.167.3.209
  • আর ডাবল ডির পক্ষ হইতে সিংগল ডি রে অভিনন্দন।

    এই পোথোম, গু চর ইতিহাসে একমেবাদ্বিতীয়ম এবং পোথোম, এক ভাটিয়ালের নামে টই।

    তাতে তোমার সলজ্জ অনুপস্থিতি ও খ্যাল কল্লাম।

    হি হি হি হি হি।
  • dd | ২৩ অক্টোবর ২০০৯ ২৩:২৪ | 122.167.3.209
  • অপ্পন
    আমারে লিবারেল কইলা ক্যান ? আমি বর্ন এগেইন হদ্দ বুশপন্থী। লোকে যখন আমায় খুব ফাঁদে ফেলেচে ভেবে রে রে করে এগিয়ে এসে কয় "তাইলেতো আপুনি সাম্রাজ্যবাদী দালাল" অমি আহ্লাদে আটখানা হয়ে উঠি।
    আপত্তির একটাই। দালাল হতে যাবো কোন দুঃখে? বড়ো হয়ে তো আমি আদত সাম্রাজ্যবাদী হবো। উঃ। কি রোমাঞ্চকর।

    আমার সমালোচকদের মুখটা দিস কাইন্ড অব স্মল হয়ে যায়। তারা ভাবতেই পারে না, মাইনষে সখ কইর‌্যা বুক ফুলাইয়া নিজেরে দক্ষিনপন্থী কয়। লোকেরা না .... সত্তি, বড্ডো ছেলেমানুষ।

    রমগন একবার আমারে কি য্যানো কয়েছ্যালো, নিউ লেবেলের সাইকেল না সিনিবালি না কি য্যানো। বড্ডো পছন্দ হয়েছিলো , কিন্তু টুকে রাখি নি।

    অক্ষ কইলো সাইক্লিআলি না কি সার্কুলারলি সিনিকাল। সেটাও ভাল্লাগ্লো।

    লিবারেল? অতি পানষে।
  • d | ২৩ অক্টোবর ২০০৯ ২৩:২৪ | 117.195.36.78
  • ঃ)
    আমাদের ফরিদাও অনেক আগে "অরণ্য' নামে লিখত। তারপর "অরণ্য' নামে অন্য একজনের কবিতা প্রকাশিত হতে শুরু করার পর ও আর ঐ নিক ব্যবহার করে নি।
  • aranya | ২৩ অক্টোবর ২০০৯ ২৩:১৭ | 192.128.133.68
  • না d, আমি শেষ কিছু কবিতা লিখেছিলাম ১৯৯০,৯১ নাগাদ। তখন তো অন্তর্জাল আসে নি,একটা বাংলা newsgroup ছিল, তাতে লিখতাম, তবে কবতেগুলো অসম্ভব খাজা ছিল, মানে এই তাতিন, শৌভ-রা যা লেখে তার সামনে খড়কুটোর মতই উড়ে যাবে। আর এই কদিন আগে গুরুতে "একটি মানবিক কবিতা' লিখলাম।
  • d | ২৩ অক্টোবর ২০০৯ ২২:৪৩ | 117.195.36.78
  • আচ্ছা অরণ্য কি "অরণ্য' নামে বিভিন্ন ওয়েবজিনে কবিতা লিখতেন?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত