কেউ ঘুমিয়ে পরলে তাকে জিগ্যেস করতে হয় আপনি কি জেগে পরেন না? ঃ P
Arijit | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:২২ | 61.95.144.122
না আমি আগে জলদি চটে যেতুম, এখন যাই না - নেহাত কেউ আল্টিমেট না ছড়ালে। হাস্যকর ছড়ানো হলে অন্য কথা - কিন্তু মাঝে মাঝে যখন সেগুলো হাস্যকর হয় না, রীতিমতন ইরিটেটিং হয় - তখন জ্বলে আর কি। আগ্নেয়গিরি।
আপাততঃ বিড়ি খেয়ে আসি - যদি মাথা ঠাণ্ডা হয়।
Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:২১ | 216.52.215.232
ঠিক কথা। দাঁড়াও, কাজ ডেলিগেট করে আসি। ঃ-)
tkn | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:১৯ | 122.163.79.7
সেও তো চাপের! আমি এতো খেলে (পারব না শিওর) কাজের নাম করে ভাটাতে বসতাম আর ভাটানোর নাম করে ঘুমিয়ে পরতাম নির্ঘাত ঃ-)
tkn | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:১৮ | 122.163.79.7
সকলে??? অরিজিৎকে একটা খাতা রাখতে হবে তাহলে সামনে। সকাল থেকে লোকে এসে নাম লিখিয়ে যাবে। দিনের শেষে সবাই মিলে ত্রিপিটক পাঠ ঃ-)) ত্রিপিটক একা পড়লে কি রাগ কমেনা?
Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:১৭ | 216.52.215.232
একদম না, কাজাবার নাম করে ভাটাচ্ছি।
ও শেষে একখিলি পানও ছিল।
dipu | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:১৭ | 207.179.11.216
হুম্ম ঃ-((
san | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:১৬ | 121.50.4.240
কোনো ওষুধ নেই। কারো না কারো কথায় তোমার মাথায় আগুন জ্বলবে আবার তোমার কোন না কোন কথায় অন্য কারো মাথায় ইত্যাদি। এইটে অ্যাকসেপ্ট না করতে পারলে আরো একটা পদ্ধতি সকলে মিলে গোল হয়ে বসে ত্রিপিটক পড়া।
tkn | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:১৬ | 122.163.79.7
য্যাঃঃঃ তারপরেও জেগে জেগে ভাটানোর নাম করে কাজ কচ্চ!!!
তাই বলি। দরকার মত পাঞ্চিং ব্যাগের গায়ে একটা করে নাম লিখে দেওয়া যাবে।
dipu | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:১৩ | 207.179.11.216
লাস্ট লীয়ারে প্রীতি জিন্টা গাঁকগাঁক করে চিল্লিয়ে রাগ কমালো।
Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:১২ | 216.52.215.232
এইচারকে অফিসে একটা পাঞ্চিং ব্যাগ রাখতে বল। মনের সুখে কিলিয়ে এস। এর থেকে বড় ওষুধ আর কিছু নাই।
dipu | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:১২ | 207.179.11.216
লাঞ্চে কি খেলে?
Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:১১ | 216.52.215.232
অফিসের নতুন বিল্ডিং উদ্বোধন উপলক্ষে একটা চকোলেটের বড় বাক্স দিয়ে গেল। ঃ-)
dipu | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:১০ | 207.179.11.216
দমকলে খবর দাও। ধোঁয়া বেরোচ্ছে?
tkn | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:০৯ | 122.163.79.7
ঠান্ডা রাবড়ি আধকিলো ঃ-)
san | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:০৮ | 121.50.4.240
বাই দ্য ওয়ে শ্রাবণীদির কথামত জিরে,শুকনোলংকা, গোলমরিচ,সর্ষে, পোস্ত, নারকেল সব সেঁকে গুঁড়ো করে তাই দিয়ে মেটে-মাশরুম-টমেটো কষানো বেশ ভাল খেতে লাগল। সেদ্ধ করার সময় রসুন দিতে ভুলে গেছিলাম কিন্তু ভাজা মশলার গন্ধটাই বেশ সুন্দর বেরিয়ে মেটের গন্ধ ম্যানেজ হয়ে গেল।
Arijit | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:০৭ | 61.95.144.122
আর সেকেন কোশ্চেন হল মাথায় আগুন জ্বলার ওষুধ কি?
Arijit | ২৯ অক্টোবর ২০০৯ ১৬:০৫ | 61.95.144.122
ওই দিয়ে বাজে বকবক বন্ধ করা যায়?
r | ২৯ অক্টোবর ২০০৯ ১৫:৫৭ | 198.96.180.245
আমরা কন্ডোম বলে কিছু জানতাম না। আমরা জানতাম নিরোধ।
Samik | ২৯ অক্টোবর ২০০৯ ১৫:৫১ | 219.64.11.35
কে জানে! আমরা তো হাপ্প্যান্টুলবেলায় রবাট বলতাম।
Arijit | ২৯ অক্টোবর ২০০৯ ১৫:৪০ | 61.95.144.122
টইতে আপডেট হচ্ছে, কিন্তু টইয়ের পাতার লিস্টি আপডেট হচ্ছে না। মামুর কল আজ উল্টো গাইছে।
san | ২৯ অক্টোবর ২০০৯ ১৫:৩৯ | 121.50.4.240
ইরেজারকে রাবার বললে খোদ কোলকাতায় ইংলিশ মিডিয়ামের ছেলেপিলের কাছেই প্যাঁক খাবে খন। আম্রিকা অব্দি যেতে অইব না।
Samik | ২৯ অক্টোবর ২০০৯ ১৫:৩৮ | 219.64.11.35
টইতে কি কেউ লিখছে না? নাকি আপডেট হচ্ছে না? দিনের বেলা কে দ্যাখে টই?
Samik | ২৯ অক্টোবর ২০০৯ ১৫:৩৭ | 219.64.11.35
আম্রিগায় শুনেছি রাবার বল্লে লোকে কন্ডোম বোঝে। ইরেজার বলতে হয়।
baps | ২৯ অক্টোবর ২০০৯ ১৫:৩৩ | 203.199.41.181
আর একখান গারি আছে তার নাম LAURA
baps | ২৯ অক্টোবর ২০০৯ ১৫:৩১ | 203.199.41.181
মটেও আমি রোজ দেখিনা আজ লোকজন দাবি করাতে আম্ম চ্যাষ্টা কল্লাম তা খুলে গেল ঃ)) কিন্তু আজ এমন কপাল আবাপ পরার সময় নেই। তাই টেনসান হচ্ছে পিছিয়ে পরুমনাত!!
h | ২৯ অক্টোবর ২০০৯ ১৫:২১ | 203.99.212.224
বিখ্যাত একটা অস্ট্রিআন শহর ও আছে।
আজ বাপ্স এর মেসেজটা পড়ে মনে হল, কত লোকে কত কী খুলছে কিনা রোজ পরীক্ষা করে দ্যাখে, তার মধ্যে একটার নাম আনন্দবাজার।
;-)
stoic | ২৯ অক্টোবর ২০০৯ ১৫:১৮ | 160.103.2.224
হ্যা হ্যা। Lund University ঃ-))
dipu | ২৯ অক্টোবর ২০০৯ ১৫:০৭ | 207.179.11.216
আই সি সি র এক দুর্নীতিদমন অফিসারের পদবীটা খুব কাছাকাছি। ইস্কুলে আমরা তাই নিয়ে ফ্যাকফ্যাক করতাম।
r | ২৯ অক্টোবর ২০০৯ ১৫:০৪ | 198.96.180.245
আমার এক ক্লাসমেট সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছিল। জিজ্ঞাসা করলে বলত- "আরে ইয়ার, সুইডেন মেঁ জো হ্যায়, আপ কো তো পাতা হি হোগা, বহোৎ ফেমাস ভি হ্যায়, বিয়র্ন বর্গ ভি স্টুডেন্ট থা, উস মে....।" দিল্লিতে নামটা বললেই ব্যাপক আওয়াজ খেত। ;-)
stoic | ২৯ অক্টোবর ২০০৯ ১৪:৫৪ | 160.103.2.224
ফ্রান্সের একটি শহরের নাম কন্ডোম। বানিয়ে বলছি না। সিরিয়াসলি। এই শহরের লোকেদের ফ্রান্সের বাইরে পরিচয় দেওয়া (মানে 'কোথায় থাকেন?' প্রশ্নের উত্তরে) বেশ চাপের ব্যাপার। ফ্রান্সে অবশ্য চাপ কম, কারণ এখানে কন্ডোম কে কন্ডোম বলা হয় না, প্রেসার্ভেটিভ বলা হয়। আরো হিলরিয়াস কেস হল এই 'কন্ডোম' শহরের অবস্থান 'বেইস' baise নদীর ধারে। ফ্রেঞ্চ ভাষায় বেইস কথাটা অত্যন্ত বাজে, আ ভালগার সিনোনিম অফ দ্য সেক্স্যুয়াল অ্যাক্ট। ঃ-) http://en.wikipedia.org/wiki/Condom,_Gers
আর এই করেই ভারতীয় নারী ও পুরুষ ৩৫ অবধি নিজের হাতকে সঙ্গী করে বাসে কনুই মেরে কাটিয়ে দিলেন। নারী আবার কনুই মারতে শেখেনি, অতটা, তাই অপরাধবোধটাই বেশি।
Samik | ২৯ অক্টোবর ২০০৯ ১৩:০৯ | 219.64.11.35
যদি মোটামুটি বুঝে থাকি, ১৭-১৮ বছর বয়েসে কনট্রা কিনলে চাপ বেশি কারণ ঐ বয়েসে মেয়েটা অর্থনৈতিক বা সামাজিকভাবে অনেক বেশি ডিপেন্ডেন্ট তার পেরেন্টসদের ওপর। ৩৫-৩৬-এ চাপটা নেই, কারণ তখন মেয়েটা আইদার আর্থসামাজিকভাবে স্বাধীন, তার কাজকম্মের জন্য সে কাউকে জবাবদিহি করে না, অর ডিপেন্ডেন্ট থাকলেও সেটা স্বামীস্থানীয় কারুর কাছে, যার সাথে সম্পর্কটাই যৌনতার।
Arijit | ২৯ অক্টোবর ২০০৯ ১৩:০৭ | 61.95.144.122
এই প্রসঙ্গে পীট সীগারের "দ্য পিল' গানটা মনে পড়ে গেলোঃ-)
a x | ২৯ অক্টোবর ২০০৯ ১৩:০৪ | 76.247.246.200
না, ক্ষমতাটা সবাইকেই দেওয়া হোক। এখানে বোধহয় ক্ষমতার কথা ছিলনা ঃ-) পিল ও কন্ডোম অ্যাভেলেবল করা উচিৎ। কন্ডোম অলরেডি হয়। যাদের পকেট নেই, তাদের জন্য স্বাস্থ্য দপ্তর থেকে দেয়, অন্তত দেবার কথা।
আর মানে তাহলে কি সবাই আমরা কম কম খাই, কেউ কেউ খেতে পাচ্ছেনা বলে? কিম্বা কম কম জামা কাপড় পরি?
tkn | ২৯ অক্টোবর ২০০৯ ১২:৫৯ | 122.163.79.7
অর্থাৎ মেশিনে পিল থাকলে এবং পিল কেনার ক্ষমতা থাকলে বুকে এবং পকেটে, মাত্রাবোধ রিল্যাক্সড, তাই নয় কি? এটাই বলতে চাইছিলাম আমিও ঃ-)))
a x | ২৯ অক্টোবর ২০০৯ ১২:৫০ | 76.247.246.200
ঐ চাপের জন্যই আছে মর্নিং আফটার এবং মেশিন।
tkn | ২৯ অক্টোবর ২০০৯ ১২:৪৭ | 122.163.79.7
পিনাকী, না জেনে কারি আমি ভাসানু খুশিজোয়ারে ঃ-))
tkn | ২৯ অক্টোবর ২০০৯ ১২:৪৬ | 122.163.79.7
অক্ষ, মাত্রাছাড়া হওয়ার আনন্দটাকে ওভারল্যাপ করে যদি মাত্রাছাড়া হওয়ার দায়িত্ব ঘাড়ে চাপবে বুঝি, তাহলেই হবে। অনেস্টলি, আমার কাউকে আদর করতে ইচ্ছা করলে করব, আদর পেতে ইচ্ছা করলে নেব ... এটা ভাবতে অসুবিধা নেই, কিন্তু তার সঙ্গে কিছু সুতো আছে যেগুলোতে টান পড়লে পরে চাপ আছে। এটার ক্ষেত্রে মাত্রা মানা জরুরী। ১৭ ১৮য় ঐ চাপটা নেওয়া সম্ভব হলে তাদের মাত্রাবোধ রিল্যাক্সড থাকতে পারে। ৩৫/৩৭-এ চাপটা নিতে পারলে নেওয়াই যায়। মাত্রাবোধ থাকা জরুরী হলেও মাত্রা কতটা তা জানা নেই। ওটা আপেক্ষিক। একজন মানুষ নিজে জানে সে চাপটা নিতে পারবে কি পারবে না। তবে হ্যাঁ, আমার মেয়ে যখন ৩৫ হবে তখন আবার আমি বুড়ি মা হয়ে নাক নাড়ব কি নাড়ব না সেটা এই মুহুর্তে জানিনা। সে ১৭-য় যদি কনট্রাসেপ্টিভ নিতে থাকে তাহলে কি করব তাও জানা নেই। এখোনো অবধি আমি আমার ফেলে আসা ১৭/১৮-র দিকে তাকিয়ে রিয়্যাক্ট করি হয়ত। ঃ-)))
pinaki | ২৯ অক্টোবর ২০০৯ ১২:৪৬ | 131.151.102.250
আমাকে গল্পের কেন্দ্রীয় এবং প্রোটাগনিস্ট চরিত্র হিসেবে বেছে নেওয়ার জন্য টিকেনজিকে ধন্যবাদ। B-) (কালো চশমা পরা স্মাইলিটা)
baps | ২৯ অক্টোবর ২০০৯ ১২:৪২ | 203.199.41.181
উরিত্তার আজ সত্তি হল কি? আমার আপিসেও আবাপ খুলছে আবার বাংলায়। এদ্দিন হিব্রু তে খুলত! সত্য যুগ সত্তি এল নাকি!!!!
tkn | ২৯ অক্টোবর ২০০৯ ১২:৩৭ | 122.163.79.7
আরে! ডিফেন্সিভ হই নি ঃ-)) এগুলো জাস্ট বক্তব্যই। বললাম তো নিজেও, ইউনিফর্মের প্রতি হয়ত একটা অন্যরকম মানসিকতা আছে আমার, তাই কেমন যেন লাগছিল। মনে হচ্ছিল বাচ্ছা মেয়ে। একদম একমত, ১৮-তে বিয়ের বয়স হয়ে যায় লিগ্যালি, আর তার চেয়েও বড় কথা হল, আমি যদি দেখি কোনো মেয়ের ১৬তে বিয়ে হয়েছে তো আমি নিজেই তাকে কনট্রাসেপ্টিভের পরামর্শ দেব। কিন্তু, তিনটে মেয়ে, স্কুল থেকে বেরিয়ে আইপিল কিনে ব্যাগে ভরছে, এটা দেখে চোখে লেগেছে সত্যিই। আমি নিজেও তোর মতই ছিলাম, এবং সেজন্যেই বোধহয়...
Arpan | ২৯ অক্টোবর ২০০৯ ১২:৩৪ | 216.52.215.232
হ্যাঁ, সেইটা তো স্বাভাবিক। তবে ওই স্টেজটা মনে হয় এখন আরো তাড়াতাড়ি আসে।
a x | ২৯ অক্টোবর ২০০৯ ১২:৩৩ | 76.247.246.200
অর্পণ, ঐ বয়সে অনেকসময় মনে হয়, সব কটা চোখই আমাকে দেখছে, হয়ত কাউন্টারের লোক খেয়ালই করছেনা কি স্ক্যান করছে, কিন্তু নিজের ইনহিবিশন থাকলে সেই বোধ থাকেনা।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন