এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ১৯:০৩ | 216.52.215.232
  • ওকে, বুঝলাম। কিন্তু। যাগ্গে। এখন সময় নেই। পরে কখনো হবে।
  • Sibu | ০৩ নভেম্বর ২০০৯ ১৯:০২ | 12.50.19.162
  • খড়গপুর আমাকে ঐ ইউজি নিয়ে বলেছিল। তবে অন্য কেউ বলেনি। মেল করে দাও না সব কটা আইআইটিতে। ইন দ্যা ওয়ার্স্ট কেস, কটা ইলেকট্রন উন্নত দুনিয়া থেকে থার্ড ওয়ার্ল্ডে বসবাস করে যাবে।
  • stoic | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৫৯ | 160.103.2.224
  • শিবুদা, গন্ডগোল টা অন্য জায়গায়। আমি যে সাবজেক্টে আন্ডারগ্র্যাড এবং মাস্টার্স করেছি, এখন (মানে গত পনেরো বছরে) তার থেকে অনেক দূরে সরে এসেছি। ফলে আমার এক্সপার্টিজ যে ফিল্ডে, সেই ডিপার্টমেন্টে আইআইটি তে লিখলে বলবে 'এ হেহেহে, তোমার তো এই ফিল্ডে আন্ডারগ্র্যাড পড়াশোনাই নেই হে খোকা, তুমি আবার মাস্টারি/রিসার্চ করবে কি?'।
  • Sibu | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৫৯ | 12.50.19.162
  • ক্লায়েন্টের ডাটা সেন্টার বলিনি। যেটা হবে সেটা হল কম্পিউটিং অ্যাজ ইউটিলিটি বিক্কিরি হবে। গোটা কতক কোম্পানী সারা দুনিয়া জুড়ে ডাটা সেন্টার বানাবে। আর বাকীরা তাদের মাসে মাসে টাকা দিয়ে সেগুলো ব্যবহার করবে। এই যেমন অনেক কোম্পানী জিমেল ব্যবহার করে। অ্যাড্রেস দেখে বুঝবেনা মালটা তলায় জিমেল।
  • Samik | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৫৭ | 219.64.11.35
  • ভেউ। তবলা বাজালে আগেকার দিনে তাও যাত্রাদলে পাঁচ টাকা পাওয়া যেত। আজকাল যাত্রা কেউ দ্যাখে না।
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৫৬ | 216.52.215.232
  • বিড়ি বাঁদার যন্ত্র নেই? একটা আবিষ্কার করে পেটেন্ট নেই তালে।
  • Sibu | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৫৫ | 12.50.19.162
  • আইবিএম রিসার্চ, মানে দিল্লী তো? সেটা দিল্লী আইআইটির কোটেরী। ওরা খুব একটা কিছু জানে না। পাতি একটু লাইনের বাইরে হলেই আজে বাজে কথা বলে।

    কলকাতা আইআইএম কিন্তু খুব ক্লোজড গ্রুপ। আর আইআইএসসি কলকাতায় একটা ক্যাম্পাস খুলবে শুনেছিলাম যেন।
  • san | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৫৫ | 121.50.4.240
  • আমাকে বলছ? এখন পারিনা। তবে সে তো আমি পাঁচবছর আগে এক্সেলে ফর্মুলা লিখতেও পাত্তাম না। দরকার পড়লে, পারব ঃ-)
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৫৪ | 216.52.215.232
  • যাগ্গে, ডেটা সেন্টার দিয়ে কীভাবে সব হবে শিবুদা আগেও বোঝাবার চেষ্টা করেছে। আমার মাথায় ঢোকেনি। আর এখনই তো ক্লায়েন্টের ডেটা সেন্টার আছে। তাতেও তো সব কাজ আমরাই সামলাচ্ছি।

    মরুগ্গে!
  • I | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৫২ | 59.93.215.96
  • মাটিতে থেবড়ে বসে বিড়ি বাঁদতে পারো?
  • Arijit | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৫২ | 61.95.144.122
  • আইআইটি তে আমার লাভ নাই, আমাকে কলকাতায় থাকতে হবে। আইআইএমটা দেখবো - নিউক্যাসলে থাকাকালীন তো শেখর চৌধুরী বলেছিলেন স্টেথো কেনার পরে মেল করতে। শিবুদার মতন আমাকে আইবিএম রিসার্চের এক পাবলিকও বলেছিলো...
  • Sibu | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৫১ | 12.50.19.162
  • না, না। ডাটা সেন্টার বেসড ডেভেলপমেন্ট হলে তো লোকাল ডাটা সেন্টারে ডেভেলপমেন্ট করে বাকীগুলোতে কপি করে দেবে।
  • I | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৫১ | 59.93.215.96
  • বসে বসে চাট্টি ডালভাত খাব আর গুরুচন্ডালী করব আর মাসের শেষে কেউ সংসারটি স্পনসর করবে-এমন কোনো বন্দোবস্তই নাই। নিখিল দুনিয়া, সমাজ ও সংসার, অনন্ত চরাচর ইত্যাদিরা এতদূর হারামী হয়েছে। জাস্ট ভাবা যায় না !
  • san | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৫১ | 121.50.4.240
  • আমি ক্ষুদ্রশিল্প কুটিরশিল্পে চলে যাব ভেবেছি, সিকি। এই যেমন মাশরুম চাষ। এই টাইপের।
  • Sibu | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৪৯ | 12.50.19.162
  • ইউনি, ইনস্টিতে চাকরি খোঁজার আমার কিছু এক্সপিরিয়েন্স আছে। আইআইটিগুলোতে চেনাশুনো খুব একটা না থাকলেও চলে। স্টার্ট সেন্ডিং ই-মেইল্‌স। আইআইএসসি, জেএনইউ প্রায় একই গপ্পো। আইআইএম খুব অ্যারোগ্যান্ট। আমাকে ইন্টারভিউতে ডেকে বলেছিল আমার কাজের কোন প্র্যাকটিকাল দাম নেই। তা সে কাজ দিয়ে তো ইন্ডাস্ট্রিতে করে খাচ্ছি।

    ইউনি হলে কিন্তু ব্যাথা আছে। সিপিএম, তিনোমূল ওসব বাজে গপ্পো। এক একটা ইউনিতে এক একটা কোটেরী ক্ষমতায়। কোথাও তারা সিপিএম, কোথাও তিনোমূল, কোথাও নক্সাল। গুরু পড়িয়া বিভ্রান্ত হইবেন না। পার্টিতে যতই আপুনার যোগাযোগ থাকুক, সেই কোটেরী আপনাকে ভাল না বলিলে ব্যাথা আছে।
  • stoic | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৪৯ | 160.103.2.224
  • স্যান ঃ-))
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৪৮ | 216.52.215.232
  • আর ডেটা সেন্টারও তো একেক টাইম জোনে থাকবে। ঃ)
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৪৬ | 216.52.215.232
  • কদিন মানে কতদিন?
  • Arijit | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৪৬ | 61.95.144.122
  • ধুউউউর এরা রিপ্লাইই করে না। ISI-তে মেল করলুম, ব্যাটারা ট্যাঁফোঁ করলো না। বেসু-র অ্যাড বেরিয়েছে তবে লেকচারার গ্রেড, যদু কিসু বের করেনি।
  • san | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৪৬ | 121.50.4.240
  • ইউনিতে আমি যাদের দেখেছি তাঁদের অবশ্য দিনে ঘন্টাখানেকের বেশি ফ্রি টাইম বার করতে নাকানিচোবানি খেতে দেখেছি। স্টৈকের ওই আরামদায়ক জীবনের দাবিটা মিথই। এনারাই মাত্রই প্রচন্ড আরামে লাইফ লিড করে, ওরকম মিথের মতই ঃ-)))
  • Samik | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৪৫ | 219.64.11.35
  • আমার চাগ্রি গেলে অমি যে কী করব, এখনও ভেবে পাই নি। জেরক্স মেশিন আর এস্টিডি বুথ পর্যন্ত ভেবে রেখেছি।
  • stoic | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৪৫ | 160.103.2.224
  • ওরে, আইআইটি, আইআইএম এও কেউ পুশ করার না থাকলে বেশ টাফ। সে যতই ভাল সিভি হোক না কেন।
    ঃ-(
  • Sibu | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৪৩ | 12.50.19.162
  • যাকগে, আর কদিন বাদে কেউ নিজের আইটি রাখবে না। সব ডাটা সেন্টারকে বরাত দেবে। তখুন সব ডাটা সেন্টারের টাইম জোনে চলবে।
  • stoic | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৪১ | 160.103.2.224
  • এই ধরুন ইউনি, ইনস্টি, এই জাতীয়। ;-)
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৪১ | 216.52.215.232
  • ট্রান্সপোর্ট ইত্যাদির খর্চা বেড়ে যাবে। কারণ একেক অ্যাকাউন্ট একেক টাইম জোনে। টোটাল কেওস। ম্যানেজমেন্ট আর কি এতসব ভাবেনি পাগল? ;-)
  • r | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৪১ | 198.96.180.245
  • কালেজের মাস্টারিতে সে সুখ আর নাই হায়। তবে আইআইএম আইআইটি বাগাইতে পাল্লে এখনও মস্তি।
  • Sibu | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৪০ | 12.50.19.162
  • কিসের মাস্টারি? ইস্কুল, কালেজ না ইউনি ঃ))?
  • stoic | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৩৮ | 160.103.2.224
  • বেস্ট হল দেশে ফিরে মাস্টারি করা। হপ্তায় তিনদিন পান চিবুতে চিবুতে বেলা একটায় লেকচার দিতে যাও। তাপ্পর সন্ধ্যেবেলা আড্ডা ফাড্ডা মেরে বাড়ি ফেরো। কিন্তু এই চাকরি ম্যানেজ করা টাফ। আমি তো কদ্দিন ধরে ভাবছি। কিন্তু আমি তিনোমূল, সিপিএম, সুশীল, মাকু, নেকু কাউকেই চিনি না, যে একখান মাস্টারি ম্যানেজ করে দেবে। শুধু এই গুচ'র কিছু লোকজন কে চিনি। ব্যাস।
    ঃ-)
  • Sibu | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৩৫ | 12.50.19.162
  • চারটে কোয়ার্টার থাকলে এদিকে ঝাড় হয়ে যাবে। চার বছরে চার কোয়ার্টার থাকলে হবে না ;)।
  • r | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৩৪ | 198.96.180.245
  • আমি যেমন এখনই কেটে পড়ব। কি সোসন! কি কলোনিয়াল হ্যাংওভার গা! ;-)

    তবে ডিএস্টির বেলা এই কহ্যাওটা সত্যি সত্যি থাকলে, মানে এখানেও ডিএস্টি চালু করে দিলে এই ফালতু ঝামেলাগুলো থাকত না।
  • Arijit | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৩৪ | 61.95.144.122
  • আমাদের আউটসোর্সড কাজ নয় বলে আমি বেঁচে গেছি। আমার বউ এই কারণে ঝাড় খেয়ে যায়। লেট নাইট না করলে "কাজ' করা হয় না, আর বাড়িতে দুখানা ক্ষুদে নিয়ে লেট নাইট করা মুশকিল।
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৩৩ | 216.52.215.232
  • * চারটে
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৩৩ | 216.52.215.232
  • একটা কোয়ার্টারে কিছু বোঝা যাবে না। হআরটে কোয়ার্টার থাকতে হবে। ডিএসটি ইত্যাদি জিনিসের হ্যাংভার বুঝতে হবে। তবে না?
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৩২ | 216.52.215.232
  • আর গল্পটা রোজ বাজার করার না। সন্ধের পরে পার্সোনাল কাজ থাকতে পারে কি না?

    আমি যেমন আটটা নাগাদ বেরিয়ে যাবো। কিন্তু পোনে দশটায় আবার কল অ্যাটেন্ড করতে হবে। বাড়ি থেকে।

    এই হল সোসনের চিত্র।
  • Sibu | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৩২ | 12.50.19.162
  • আমি একটা মতলব করছি। সামনের বছর একটা কোয়ার্টার দেশে HYD বা BLR অফিসে কাজ করব।
  • r | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৩১ | 198.96.180.245
  • সিপি কেন? আমি উত্তর দিল্লি (দিল্লি বিশ্বিদ্যালয় চত্বর), পশ্চিম-মধ্য দিল্লি (প্যাটেল নগর, রাজিন্দর নগর), দক্ষিণ-পূর্ব দিল্লি (ওখলা, কালকাজি, সি আর পার্ক), দক্ষিণ-পশ্চিম দিল্লিকে (মুনিরকা, বসন্ত বিহার, জে এন ইউ) বহু বছর ধরে দেখেছি। সেম কেস। ইন ফ্যাক্ট, ট্র্যাডিশনালি দিল্লি এই কারণে বিখ্যাত। করোলবাগ বা দরিয়াগঞ্জের মত কিছু স্পেসিফিক এলাকা ছাড়া।
  • I | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৩১ | 59.93.215.96
  • হ্যাঁ হ্যাঁ, দেশ কী খারাপ জায়গা রে বাবা। রুগীতে ভত্তি।
  • Arijit | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:৩১ | 61.95.144.122
  • তার ওপর রাত্তির দশটায় শ্যাওড়াগাছে অন্য অকুপ্যান্টদের এসে যাওয়ার সম্ভাবনা আছে। "টেইল' বেদখল হয়ে গেলে?

    ইহাই আউটসোর্সিং নামক একটি কলের বদান্যতা। কলোনিয়াল হ্যাংওভার নয় তো কি? তেনারা কখন আপিসে আসবেন তার জন্যে হাপিত্যেশ করে বসে থাকো। উল্টোটা খুব রেয়ারলি হয় - দরকারেও তেনারা ভোর ছটায় আসবেন না।
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:২৯ | 216.52.215.232
  • সোসন যদি বুঝতে চান তাহলে দেশে এসে এক বৎসর কাটিয়ে যান। যেমন মিতাদি বুঝছেন। ঃ)
  • san | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:২৮ | 121.50.4.240
  • দিল্লিতে ওখলায় আমাকে কয়মাস নাইট ডিউটি করতে হয়েছিল। রাত দশটায় ওখানেও কিছু দোকানপাট খোলা থাকত। এদিকে ভোর ছটায় যখন বেরোতাম তখনও দেখতাম খোলা। কখন বন্ধ হত কে জানে !
    এদিকে সিআরপার্কে বেশ নিয়ম করে সাড়ে নটা নাগাদ সব শুনশান হয়ে যেত।
  • Sibu | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:২৬ | 12.50.19.162
  • কি সোসন মাইরি। কাজ এক ঘন্টা বাদে শুরু হবে, কিন্তু আপিসে এক ঘন্টা দেরী করে আসা যাবে না।

    আর রোজ বাজার কেন? সপ্তাহে একদিন করলে কি হয়?
  • Samik | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:২৪ | 219.64.11.35
  • দিল্লি অমন জেনারেলাইজ করা ঠিক নয়। সিপির কথা বাদ দাও। এমনি লোকালিটিতে কিন্তু রাত সাড়ে দশটা পর্যন্ত খোল থাকে দোকান। খোলেও সকাল সাড়ে এগারোটার পরে।
  • Bhuto | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:২৪ | 203.91.193.7
  • হক কথা ঃ)
  • r | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:১৯ | 125.18.104.1
  • এটা ঠিক। বেঙ্গালুরুতে কি তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয় মাইরি! দিল্লিতেও এইরকম। অথচ আমাদের গড়িয়ায় এসো। রাত দশটা এগারোটায় ঘ্যাঁচঘ্যাঁচ করে ঝোলানো পাঁঠা কেটে বিক্রি হচ্ছে। হৈহৈ করে লোকে দোকানবাজার করছে।
  • I | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:১৭ | 59.93.215.96
  • ব্ল্যাক কফিই ভালো। ছর্দি হলে। আরো ভালো চারঘন্টা আগে বাড়ি ফেরা।
  • san | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:১৭ | 121.50.4.240
  • তাছাড়া এর জন্য তো আর আমাদের একঘন্টা দেরি করে অফিস আসা চলেনা। কাজেই।
  • san | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:১৫ | 121.50.4.240
  • হ্যাঁ শিবুদা। আমাদের জন্য তো আর রাত অব্দি দোকানপাট ইত্যাদি খোলা থাকেনা। দুজনকেই রাত দশটায় বাড়ি ফিরতে হলে অসুবিধে হয়, যথেষ্টই হয়। মানে অন্যদের হয় কিনা জানিনা আমাদের অন্তত হয় ।
  • r | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:১৪ | 125.18.104.1
  • শিবুদা কেসটা বুঝছে না। সকালে আমাদের ভারতীয় সময় মেনেই চলতে হয়, কারণ তখন বিদেশে আপিস বন্ধ। কিন্তু সন্ধের পরে সময়ের স্কেলটা পালটে যায়। অতএব, মোট হিসেবে এক ঘন্টা বেশি আপিসে থাকা।
  • Sibu | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:১২ | 12.50.19.162
  • স্যানের কি সকালে এক ঘন্টা বেশী ল্যাদ খেতে কষ্ট হয়?
  • san | ০৩ নভেম্বর ২০০৯ ১৮:১১ | 121.50.4.240
  • হ্যাঁ হ্যাঁ ডিএসটি শেষ। শুরু হবে একঘন্টা দেরিতে সমস্ত কল এবং একঘন্টা দেরিতে বাড়ি ফেরা। ডিসগাস্টিং। দেরিতে বাড়ি ফিরতে হলে কার ভাল লাগে, উইথ অর উইদাউট হ্যাংওভার !!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত