এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bhuto | ০৫ নভেম্বর ২০০৯ ০৯:৪৩ | 203.91.193.7
  • বড়মা, কাল তোর বাড়ি যাবো বলে ভেবেছিলাম, তোর পরশুর লেখাটা দেখে। কিন্তু হলো না। দেখি আজ পারলে একবার ...
  • M | ০৫ নভেম্বর ২০০৯ ০৭:৫৮ | 59.93.202.76
  • @ অপ্পনঃ না ঠিক হয় নাই।কঠিন ব্যামো।
  • aranya | ০৫ নভেম্বর ২০০৯ ০১:৪৯ | 144.160.98.31
  • lcm, শুধু ছোট গল্প চাই, অডিও সিডি-তে অল্প সময়ের মধ্যে শোনবার জন্যে, তাই হেমেন রায়ের যখের ধন, আবার যখের ধন , বিশালগড়ের দুঃশাসন (এটা ড্রাকুলার খুব ভাল বঙ্গানুবাদ) ...... বা মতি নন্দীর স্ট্রাইকার,স্টপার, কোনি ....., শীর্ষেন্দুর অদ্ভূতুড়ে সিরিজ - সব বাদ।
  • Du | ০৫ নভেম্বর ২০০৯ ০০:৩৯ | 65.124.26.7
  • রঞ্জনদা কি চন্দ্রভান প্রসাদের কথায় অনুপ্রাণিত হলেন?
  • lcm | ০৫ নভেম্বর ২০০৯ ০০:৩৭ | 128.48.7.208
  • হেমেন্দ্রকুমার রায় - যখের ধন ... ইত্যাদি।
  • aranya | ০৫ নভেম্বর ২০০৯ ০০:২৬ | 192.128.133.68
  • বাঃ, ছোটদের জন্য বাংলা বইয়ের অনেক সাজেশন এসেছে, এবার tkn বেছে নিতে পারবে। ওর দরকার "ছোটদের জন্য ছোট গল্প', বড় গল্প/উপন্যাস নয়। যে নাম গুলো ইতিমধ্যে সবাই লিখেছে, তার বাইরে এ গুলো-ও রইল -
    বেশ বাচ্চাদের জন্যে - শরদিন্দুর 'সদাশিব' সিরিজের গল্পগুলো - সদাশিবের ঘোড়া ঘোড়া কাণ্ড ইত্যাদি, বোধহয় শরদিন্দু অমনিবাসের পঞ্চম খণ্ডে আছে + ঐ খণ্ডের অন্য সব গল্প - সবগুলো-ই বাচ্চাদের
    কিশোর-কিশোরীদের জন্য -
    . শরদিন্দুর বরদা সিরিজের ভূতের গপ্প গুলো - কোন খণ্ড মনে নেই
    . সত্যজিত রায়ের শঙ্কু সমগ্র, ছোট গল্প সমগ্র (এটার নামটা ১০১ গল্প এমন কিছুও হতে পারে, ফেলুদা ছাড়া এক ডজন, আরো বারো, এবারো বারো, বাঃ বারো - সব বইয়ের গল্প গুলো এর মধ্যে আছে
    . পুরনো শারদীয়া আনন্দমেলা গুলো - ১৯৭০ (৭২?) মানে জন্মলগ্ন থেকে ৮০-র দশকের মাঝামাঝি অব্দি - প্রচুর ভালো গল্পের আকর
    . পুরনো শারদীয়া দেব সাহিত্য কুটীর আর কিশোর ভারতী

    ৩ আর ৪ কোথায় পাওয়া যাবে জানি না, কোন লাইব্রেরীতে যেমন রামকৃষ্ণ মিশন লাইব্রেরী/ন্যাশনাল লাইব্রেরী ?
    কিশোর ভারতী-তে রুণুর গল্পগুলো মনে আছে, নাম গেছে হারিয়ে ঃ( । কিশোর ভারতীর আরো মনে পড়ে দুরন্ত ঈগল (?) - বলশেভিক রাশিয়ার প্রথম দিককার দিনগুলো নিয়ে, নীল ঘূর্ণি, আর অরুণ আইনের হলুদে সবুজে - ফুটবল নিয়ে অসাধারণ উপন্যাস, মতি নন্দীর মাস্টার পীসগুলোর সাথে তুলনীয়।
  • ranjan roy | ০৫ নভেম্বর ২০০৯ ০০:১৩ | 117.254.16.124
  • ariji`t,
    netaajinagarer dike kothaay thaako? baa`nshadroNee baa khaanapurer dike ki

    /
  • Sayantan | ০৪ নভেম্বর ২০০৯ ২২:৩৬ | 159.53.46.141
  • কী-ওয়ার্ডস পাওয়া গেছে? বেশ। এবার কেস স্টাডি বানাও।
  • Du | ০৪ নভেম্বর ২০০৯ ২২:২৩ | 65.124.26.7
  • পিপি ফুর্তি বরফ ভয় মামু
  • sb | ০৪ নভেম্বর ২০০৯ ২১:২৪ | 92.225.75.246
  • সব্বাইকে পোব্বোল হিংসে করে গেলাম।
    আর মামু, তোমার চার চাকা আছে তাই বরফে অ্যালার্জী আছে, ব্লাডপ্রেসারের ওঠানামা আছে। আমার গাড়ি ১১ নং তাই বরফ নিয়ে আদিখ্যেতা আছে। এ তো সোজা হিসেব। চটো ক্যান?
  • Sudipta | ০৪ নভেম্বর ২০০৯ ২১:২২ | 122.169.132.36
  • যাহ, ফ্যানের হাওয়া লেগে গেল ভাটের পাতা উল্টে!!
  • tkn | ০৪ নভেম্বর ২০০৯ ২১:১৮ | 122.173.185.75
  • আমি এই প্রথম পাগলার প্রতি ক্ষীর খাওয়া ছাড়া আর কোনো ইনস্ট্রাকশন শুনলাম।
    কলকাতায় এখোনো ফ্যান ঘুরছে ঘুরছে ঘুরছে....
  • Sayantan | ০৪ নভেম্বর ২০০৯ ২১:১১ | 159.53.46.141
  • আরেঃ আবার মাখামাখি কচ্চো! বরফ তো পিপিকে বললাম।

    এখেনে মোটামুটি ঠান্ডা, কান কটকট, নাক থেকেও না-থাকা, চোখ ছলছল ... শুধু বরফটাই পত্তে যা বাকি।
  • Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ২১:০৫ | 122.252.231.12
  • আরে সত্যি আছে। মাক্কালি। ঃ)
  • san | ০৪ নভেম্বর ২০০৯ ২১:০২ | 123.201.53.4
  • যাশ্‌শালা। কী সব লোকজন ঃ-০
  • Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ২০:৫৭ | 122.252.231.12
  • শুরুটা বুলাদির অ্যাডের মত শোনাচ্ছে। ঃ))
  • san | ০৪ নভেম্বর ২০০৯ ২০:৫৫ | 123.201.53.4
  • উ হু হু। কী কনকনে ঠান্ডা পড়ে গেল রে ! বাড়ি ফেরার সময় চুপ্পুস ভিজে গেলাম।
  • Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ২০:৫২ | 122.252.231.12
  • লুরুতে এখন ফিনফিনে উইন্ডস্ক্রিন ভিজিয়ে দেওয়া বৃষ্টি। আর হু হু জোলো হাওয়া। পাগলা, বসে যা।
  • Ishan | ০৪ নভেম্বর ২০০৯ ২০:৫০ | 12.163.39.254
  • বরফ নিয়ে আহা উহু দেখলে আমার এখন প্রচন্ড রাগ হয়। পিপিকে ধরে মার দিতে ইচ্ছে করছে।
  • Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ২০:৪৭ | 122.252.231.12
  • যাত্তারা, লুরুতে বরফ কোথায়? এয়ার্কি হচ্ছে?
  • sb | ০৪ নভেম্বর ২০০৯ ২০:৪২ | 141.80.152.168
  • দু সপ্তাহর উপর সূয্যির মুখ দেখি নাই। বিকেল চারটে না বাজতে চাদ্দিক অন্ধকার। সারাদিন শুধু নাকে সুর তুলে কাঁদা ঘ্যানঘ্যান বৃষ্টি, হাড়কাঁপানো এলোমেলো হাওয়া আর মেঘলা আকাশ। জেগে জেগে এই দেখাচ্চেয়ে চিরনিদ্রা যাওয়া ভাল। অমন বরফ পড়ল, পিছু পিছু হালার বৃষ্টি এসে মাটি করে দিয়ে গেলঃ-(
  • Sayantan | ০৪ নভেম্বর ২০০৯ ২০:৩৪ | 159.53.78.142
  • ওরে! জেগে আছে রে!
  • Sayantan | ০৪ নভেম্বর ২০০৯ ২০:৩৪ | 159.53.78.142
  • তিনি আকাশ-বাতাস-বরফ-বৃষ্টি দেখেটেখে হয়ত ভোঁসভোঁস করে নিদ্রা গেছেন।
  • sb | ০৪ নভেম্বর ২০০৯ ২০:৩৩ | 141.80.152.168
  • এজ্ঞে না। বরফ পড়লে ভডকা নয়, এইটে খেতে হয়।
    http://en.wikipedia.org/wiki/Gl%C3%BChwein
    কি ভাল খেতে। প্রথমবার এইটাকেই না ফ্রুট জুস ভেবে তিন চার মাগ খেয়ে তারপর ক্কি কাণ্ডই না বাধিয়েছিলামঃ-)
    আর এমনিতেও আমি ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর দলেঃ-))

    stoic, হু বার্লিনে।
  • Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ২০:১৫ | 204.138.240.254
  • পিপি, এখন এইটা খাচ্ছি। বেড়ে খেতে। ব্লু-টা। ঃ-)

    http://de.wikipedia.org/wiki/Wodka_Gorbatschow
  • Samik | ০৪ নভেম্বর ২০০৯ ২০:১৫ | 219.64.11.35
  • বরফ দেখে নিজেকে সামলাতে পার্লিনে?
  • stoic | ০৪ নভেম্বর ২০০৯ ২০:০৯ | 160.103.2.224
  • বার্লিনে ?
  • sb | ০৪ নভেম্বর ২০০৯ ১৯:১৪ | 141.80.152.168
  • উফফ! কি বরফটাই পড়ল সকাল থেকে! সিজনের প্রথম স্নোফল বলে কথা। তাপ্পরে হেঁচকি তোলা বৃষ্টি এসে সব মাটি করে দিলেঃ-(
  • Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ১৯:১৩ | 204.138.240.254
  • মনিটর ঠিক হল? ঃ-)
  • M | ০৪ নভেম্বর ২০০৯ ১৯:০৯ | 59.93.161.10
  • হুম্ম ! রসম খেতে কেউ জানেনা, ডীডীদা দাদাও না দেখচি, আমার দক্ষিন ভারতে বেড়ে ওঠা বর আর সেখানে বিবাহিত জীবনের বেশিরভাগ কাটিয়ে দেওয়া শাশুড়ীর থেকে যা শিখেছি তা এরম, ভাতটাকে খুবসে চটকে পটকে নাও, তাপ্পার তাতে রসম মেলাও। শেষে একটা কাই টাইপ ব্যাপার হয়ে যাবে, তখন হাপুস আর হুপুস করে খাও। দারুন খেতে। জ্বরের মুখে যখন কিচ্ছু ভালো লাগে না তখন খেয়ে দেখো কি অমৃত লাগে। আর রসম কখন ও জল দিয়ে হয় আর কখন ও ডালের জল দিয়ে। এনিওয়ে আমার যে কোন দক্ষিন ভারতীয় খাবার ই দারুন লাগে। আর মিষ্টি খাওয়া ব্যাপারটা সই এর মতো, বয়েস বাড়ার সাথে সাথে বাড়ছে।লোকে কিসব ভুলভাল বলে, এমনকি সিন্মাতেও তাই দেখায় ,কি যে বেবি হবার সময় লোকে হ্যাচাককে টক খাচ্ছে, আমি তো সেই সময় থেকে হ্যাচাককে মিষ্টি খেতে শুরু কল্লুম। আর যারা পোদ্দার কোটের বাঞ্ছারামের কালাকাঁদ খায়নি তারা বাঞ্ছারামের নামে কিছু না বলাই ভালো।
  • Samik | ০৪ নভেম্বর ২০০৯ ১৮:৫৬ | 219.64.11.35
  • সুদীপ্ত,

    পিডিএফটা আমার কাছে আছে। মেলে পাঠিয়ে দিলে হবে?
  • Sudipta | ০৪ নভেম্বর ২০০৯ ১৮:৪২ | 122.169.132.36
  • গুড, তোমার রাবড়ি আর আটকায় কে ঃ))
  • Sudipta | ০৪ নভেম্বর ২০০৯ ১৮:৩৪ | 122.169.132.36
  • কোশ্চেন টা কি শক্ত হল নাকি!! সব কেটে পড়ল যে!
  • Sudipta | ০৪ নভেম্বর ২০০৯ ১৮:১৯ | 122.169.132.36
  • গীতবিতানের পিডি এফের লিঙ্ক টা কার-ও মনে আছে? ঝট করে দিতে পারবে?
  • Arijit | ০৪ নভেম্বর ২০০৯ ১৭:৫৩ | 61.95.144.122
  • মানে সাপোটারদের মনে অন্ধকারটা বেশ গভীরই হয়েছিলো। এই যেমন নিউক্যাসল ফিজিপপ লীগের এক নম্বরে আছে, কিন্তু যতদিন ওই দুটো শুবা থাকবে ততদিন অন্ধকারও থাকবে।
  • Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ১৭:০২ | 204.138.240.254
  • হ্যা, তা সঙ্কেÄও চুপ রয়েছি। এইটা সূর্যোদয় না হ্যাজাক এখনই ঠিক বোঝা যাচ্ছে না।
  • Arijit | ০৪ নভেম্বর ২০০৯ ১৬:৫৮ | 61.95.144.122
  • কিন্তু আশিস নন্দীকে হঠাৎ যীশু-হিমালয়ে-সাধুর-কাছে-দীক্ষা-নিয়েছিলেন ভাইরাসে কাটলো কেন?
  • tkn | ০৪ নভেম্বর ২০০৯ ১৬:৫৭ | 122.173.185.75
  • পেট্রোপোল জায়গাটা সম্মন্ধে কিছু জানার আছে। কোথা থেকে জানকারি পাওয়া যায়? রাজনৈতিক তথ্য জানতে চাইছি না। জায়গাটা কেমন, কি কি দেখার আছে, বাংলাদেশ থেকে লোকজন কত সহজে কমিউট করে ইত্যাদি
  • r | ০৪ নভেম্বর ২০০৯ ১৬:৫৭ | 125.18.104.1
  • পরশু তো আমরা জিতসি, এদেশীরা হারসে।
  • Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ১৬:৫৬ | 204.138.240.254
  • না না, আমি তো দ্বিভাষিক। নেহাত আজ আই লিগের খেলা নেই। ;-)

    (বাঙ্গালদের টিম যা খেলছে তাতে খ্যাও না হয়ে উপায় আছে?)
  • Arijit | ০৪ নভেম্বর ২০০৯ ১৬:৪৬ | 61.95.144.122
  • এই বইটার দুই কপি ছাপাইসিলো - এখন ইউজড কপি হিসেবে আমাজনে দিচ্ছে, ৮৬ ডলার করে।
  • r | ০৪ নভেম্বর ২০০৯ ১৬:৪০ | 125.18.104.1
  • আশিস নন্দী পড়ো।
  • Arijit | ০৪ নভেম্বর ২০০৯ ১৬:৩৮ | 61.95.144.122
  • অ। ক্রিকেট বুঝি নন-খ্যাও? বরং আরো বেশি খ্যাও।
  • Samik | ০৪ নভেম্বর ২০০৯ ১৬:৩৮ | 219.64.11.35
  • খ্যাও = ক+হ্যা+ও = কলোনিয়াল হ্যাং ওভার।
  • Arijit | ০৪ নভেম্বর ২০০৯ ১৬:৩১ | 61.95.144.122
  • খ্যাওটা এখনো ধাঁধাঃ-(
  • r | ০৪ নভেম্বর ২০০৯ ১৬:৩০ | 125.18.104.1
  • ছোট্টো খ্যাও। ;-)
  • Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ১৬:৩০ | 216.52.215.232
  • * বাঁচিয়ে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত