না না, গতায়াত ছিল না। আর সেই জৈবনকালে কেই বা "ভুয়ো"দর্শন নিয়ে মাথা ঘামাত! তখনও প্রচুর "দর্শন" ছিল, কিন্তু দর্শনচিন্তা ছিল না। তবে নাম শুনেছিলাম। ঃ-)
aka | ১৬ নভেম্বর ২০০৯ ১৯:৫৬ | 168.26.215.13
হ্যাঁ যা দেখছি কদিন বাদে মোবাইলে ল্যাটেক লোড করবে। যদি না অলরেডি করে থাকো।
d | ১৬ নভেম্বর ২০০৯ ১৯:৫৩ | 117.195.35.49
মোবাইলের ওএস ক্যাম্নে জানা যায়? অন হওয়ার সময় তো কিস্যু দেখায় না। আর অন্যদের সমস্যা যদি নাই সারাতে পারল, তাহলে অমন বেকার সিস্টেম নিয়ে এরা টই খুলে আলোচনাই বা করছে কেন?
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ১৯:৪৮ | 216.52.215.232
দমের মোবাইলের ওএস কী? লিনাক্ষ না হলে ঐ সুতোয় হেল্প পাইবা না। ঃ P
d | ১৬ নভেম্বর ২০০৯ ১৯:৪৫ | 117.195.35.49
অবিশ্যি গত সপ্তাহে যখন জোরদার বিষ্টি হচ্ছিল, তখন অফিস যাওয়ার পথে ৩ টা ঝর্ণা তৈরী হয়েছিল। দুটো খুব শুঁটকোমত, পিরপির করে জল গড়াচ্ছে, আর একটা বেশ স্বাস্থ্যবান। সে আবার হাওয়ার তোড়ে লাফিয়েঝাঁপিয়ে রাস্তায় নামছে। ঐখানটায় রাস্তার পাশে পাহারটা প্রায় কুড়িফুট মত উঁচু, আর অল্প খাড়া থেকে ঢালুমত। তো, সেই একদিনের ঝর্ণাসুন্দুরী "ফ্যাঁ'এর হাওয়ায় একেবারে আহ্লাদে আটখানা হয়ে দায়িত্ব নিয়েসব যানবাহন ভিজাচ্ছিল। আর অফিসে বসে জানলা দিয়ে তাকালেও যদি মেঘে মেঘে ঝাপসা হয়ে না থাকে, তাহলে একটা মাঝারী ঝর্ণা দেখা যাচ্ছি দূরের পাহাড়টার গায়ে।
kc | ১৬ নভেম্বর ২০০৯ ১৯:৪১ | 89.203.49.18
'র' কে একটা প্রশ্ন, আপনার কি দিল্লিতে থাকাকালীন অরিন্দমবাবুর (চক্রবর্তী) বাসাতে গতায়াত ছিল?
h | ১৬ নভেম্বর ২০০৯ ১৯:৩৬ | 203.99.212.224
বৃষ্টি বাড়িতে ভালো, আপিসে ও ভালো, শুধু যাতায়াতের সময়ে বাজে। বাড়ি যাওয়ার একটা অনিশ্চয়তা তো আছেই, তার সঙ্গে রৌপ্যমুদ্রা বাড়ন্ত হওয়ায়, একটু গরীব হুইস্কি ও কেনা হবে কিনা কিছুই বোঝা যাচ্ছে না। হাইজেনাবার্গের আনসার্টেনিটি এইভাবেই জর্মনী ছাড়িয়ে কালিতলায় এসে দাঁড়িয়ে আছে, সেখানে এক হাঁটু জল।
হায়। তিতীয় বিস্বে হায়, সুদু বিপ্লব আর আপিস। একটা কোন শখ আহ্লাদ নাই।
d | ১৬ নভেম্বর ২০০৯ ১৯:৩৬ | 117.195.35.49
আমাকে অবশ্য রোজ রাতে পাখাটা একটু কম করে কম্বল জড়িয়ে ঘুমুতে হয়।
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ১৯:৩৫ | 122.173.182.109
ঐ সব ইরিকিরিমিরিঝিরি যা দেওয়ার দিয়ে দিলেই তো হয় ঃ-)))) হাম থোড়িই না ডরনেওয়ালে হ্যায়? বৃষ্টি ব্যাপ্পক ভালো লাগে, ঘরে বসে, বাইরে দাঁড়িয়ে, রাস্তায় ভিজে.. দাও দিকি কি দেবে ...
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ১৯:৩২ | 122.173.182.109
আজ দুপুরেও অসহ্য গরম ছিল। এখন আর কোনো সারপ্রাইজই তো জোটে না কপালে। এই সব টুকরো টাকরা সারপ্রাইজই বেশ মিত্তি লাগে ঃ-)) রাতে যদি কোনোরকমে একটা হালকা চাদর গায়ে দিতে হয় তো জাস্ট আহ্হ্হ্হ্হ্হ্হ্হ্হ। গতবছরও ১৬-ই নভে বৃষ্টি হয়েছিল বোধহয়
aka | ১৬ নভেম্বর ২০০৯ ১৯:৩১ | 168.26.215.13
আমারও বিষ্টি খুব ভাল্লাগে।
d | ১৬ নভেম্বর ২০০৯ ১৯:৩০ | 117.195.35.49
লোকের এই বিষ্টি নিয়ে আদিখ্যেতা দেখলে এমন ইরিমিড়িকিড়ি দিতে ইচ্ছে হয় না ..... সেই শনিবার রাত থেকে শুরু হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঝমঝমিয়ে বিষ্টি হল। ঃ( ঃ( ঃ(
aka | ১৬ নভেম্বর ২০০৯ ১৯:২৭ | 168.26.215.13
আমাদের এখানে নীল আকাশ, মিঠে রোদ, হাল্কা ঠান্ডা। আজ সকালে ছিল ৪-৫ মতন। এখনো ফুল সোয়েটার লাগছে না।
r | ১৬ নভেম্বর ২০০৯ ১৯:২০ | 198.96.180.245
অক্টোবরের শেষ দিকটায় কি মোলায়েম আবহাওয়া ছিল। ঝক্ঝকে নীল আকাশ, মুচমুচে রোদ, আর রাতের দিকে অল্প অল্প ঠান্ডা। এখন অবস্থা দেখ! গত কয়েকদিন গরম আর এখন হুড়মুড়িয়ে বৃষ্টি।
যেতে যেতে দেখি কিচিরমিচির করা মাধবী আর চারুলতাদের দল "রিঁক্সা রিঁক্সা' করে সপ্রেম হাঁকাহাঁকি করছে।
Arijit | ১৬ নভেম্বর ২০০৯ ১৮:৩৫ | 61.95.144.122
আমি হেঁটে হেঁটেই যাই - কাঁধে ব্যাগ, হাতে জুতো - আমানুল্লা খানের পার্লিমেন্টের সদস্যদের মত। শুদু মাথায় হ্যাট আর মুখে দাড়ি নেই।
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ১৮:৩৫ | 122.173.182.109
রিক্সাওয়ালার যদি অলরেডি মাধবী থেকে থাকে তাইলে চেঁচিয়ে চারুলতা বানিয়ে দেবে। কি বুদ্ধিই দিচ্ছ!!
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ১৮:৩৩ | 204.138.240.254
অজ্জিত, রিক্সাওলার কাছে গিয়ে গান গেও "তুমি যে আমার' ইত্যাদি। নাম জিগ্যেস করলে বোলো মাধবী।
Arijit | ১৬ নভেম্বর ২০০৯ ১৮:৩০ | 61.95.144.122
সেক্টর ফাইভের এই রাস্তাটায় গরুতে ইয়ে করলেও জল জমে যায়। বর্ষাকালে হাঁটুর ওপর। এই সময়ে রিক্সাগুলোর খুব কদর - পঞ্চাশ ফুট যেতে তিরিশ/চল্লিশ/পঞ্চাশ টাকা - ডিমান্ডের ওপর নির্ভর করে।
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ১৮:৩০ | 204.138.240.254
এইখানে বৃষ্টি এসেছিল নিঃশব্দ চরণে।
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ১৮:২৮ | 122.173.182.109
মানে, ঘরে বসে ক্রিকেট তো দেখতে পাই, বৃষ্টি এমন অসময়ে, কই আর ঃ-) অরিজিতের অফিসের সামনে জল জমে গেল???? এর মধ্যেই???
Arijit | ১৬ নভেম্বর ২০০৯ ১৮:২৭ | 61.95.144.122
জুতো হাতে ছপছপিয়ে বেঞ্চমার্ক অবধি যেতে হবেঃ-(
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ১৮:২৬ | 122.173.182.109
হুঁ ঃ-)))))) তবে একপাক ছাদ ঘুরে এসেছি ঃ-))) আপাতত ঝুম বরাবর বৃষ্টি হচ্ছে, আর আমি ব্যালকনিতে ওয়াইফাইং ঃ-) ইয়ে, এট্টু হয়ত অসুবিধা হবে বাড়ি ফিরতে, কিন্তু একদিনই তো ঃ-))
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ১৮:২৪ | 122.173.182.109
হুম্ম্ম, মেঘ ইজ কলিং আউট লাউড। বাজ ইজ ফলিং
আমিও গত সপ্তাহে গাড়ির ট্যাক্সের কাগজ ছাড়াতে গেসলুম হেয়ারস্ট্রীট থানা। আমার ড্রাইভার নো পার্কিং-এ দাঁড়িয়ে ফোনে কথা বলছিল বোধহয়। স্পট ফাইন না করে কাগজ নিয়ে চলে গেছে। ছাড়াতে গিয়ে দাঁড়ালাম "মালখানা" নামে একটা মোটা শেকলে বাঁধা দরজার সামনে। তার আশেপাশে যতজন লোক আসছে যাচ্ছে সকলেই ক্যাজু জামাকাপড়ে। একজন উর্দিওয়ালাকে জিগালাম কাগজটা কার কাছে পাবো। তিনি বললেন মুহুরীবাবু দেবেন। মুহুরীকে পাই নি, অন্য একজন বাবু এলেন। তিনিও চেক চেক হাফশার্ট। এসেই বললেন মুহুরীবাবু খেতেটেতে গেছে বোধ্হয়। আপনি মেয়েমানুষ থানার মধ্যে কতক্ষণ দাঁড়াবেন, আসুন দিয়ে দিচ্ছি। তালাটালা খুলে দরজা খোলার পরে এক আজব ঘরে ঢুকলাম। সে ঘরে টিভি, কম্পুটার, ফ্যান, অ্যাটাচী, অনেক অনেক পোঁটলা ভর্তি সেলফোন সম্ভবতঃ। সব পেরিয়ে চেয়ারে গিয়ে বসলেন সেই ভদ্রলোক। তারপর বললেন "দেখুন, এই কাগজটা আসলে ব্যাঙ্কশাল কোর্টে যাবে, আপনাকে ওখানে গিয়ে ছাড়িয়ে আনতে হবে একশো টাকা ফাইন দিয়ে। শুনে মুখ কাঁচুমাচু করে "আচ্ছা, তাহলে কোর্টের কাগজ বাড়িতে গেলে যাবো তাই তো?" বলে ফেরত আসতে যাচ্ছি, তিনি সিরিয়ালের হিরোদের মত মুখ করে বললেন "অথবা, আমার এখানে দুশো টাকা দিয়ে কাগজটা নিয়ে যেতে পারেন"। আমি সোনামুখ করে ২০০টাকা দিয়ে কাগজ নিয়ে এলাম। এই পুরো সময়টাতে বিভিন্ন রুমে আর রুমের বাইরে যত লোক দেখেছি তাদের মধ্যে অর্ধেদের কম পুলিশের ইউনিফর্মে। আমি তো ভাবছিলাম এরাও সবাই হয় আমার মত কাগজপ্রার্থী নয় চোরডাকাতখুনেখবরি। এখন মনে হচ্ছে ওগুলোও পুলিশই ছিল
r | ১৬ নভেম্বর ২০০৯ ১৮:২০ | 198.96.180.245
টিকেন কি বাড়ির বারান্দা থেকে বৃষ্টি দেখছেন?
Arijit | ১৬ নভেম্বর ২০০৯ ১৮:১৭ | 61.95.144.122
আমাদের আপিসের সিঁড়ির নীচে এক গোড়ালি জল! অ্যাডল্যাবসের সামনে কি হাল কে জানেঃ-(
Arijit | ১৬ নভেম্বর ২০০৯ ১৮:০৮ | 61.95.144.122
ও - একটা কথা সেদিন বলা হয়নি (টই দেখে মনে পড়লো, এবং ডিঃ এটা কোনো ডিনায়াল বা কিছু নয়) - এই গেঞ্জি পুলিশ নিয়ে কাগজে প্রচুর লেখে বটে, কিন্তু মাইরি বলছি কদিন আগে রিজেন্ট পার্ক থানায় আমি আইসি থেকে শুরু করে সবক'টাকে টিশার্ট (দিব্যি লাল-নীল) আর কাবলি জুতো পরে বসে থাকতে দেখেছি। আইসি বলে পরিচয় না দিলে মনেই হত না যে এ পুলিশ - এবং ডিউটিতে থাকা পুলিশ! শুধু খান দুই হাবিলদারই হবে - দরজা পাহারা দিচ্ছিলো - তারা ইউনিফর্ম পরে ছিলো। আগে - মানে শেষবার ওই থানায় গেছিলুম পাসপোর্ট ভেরিফিকেশনের সময় - ৯৫ সালে - তখন সব ইউনিফর্ম পরে ছিলো বলে মনে হচ্ছে। পুলিশেরও হয়তো "ক্যাজুয়াল ডে' হয় আজকাল...
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ১৮:০৫ | 122.173.182.109
বাজ তেমন বেশি ফলিং না তো, বৃষ্টি ইজ, কিচ্ছু চাপ হবে না এইটুক বৃষ্টি আর বাজ-এ (চিনির তৈরী না হলে)। এসব ভয়টয় পেলে বৃষ্টিটাই চমকে থমকে যাবে ...
r | ১৬ নভেম্বর ২০০৯ ১৭:৫৫ | 198.96.180.245
ঘরের মধ্যে বসে ইট সীমস বাজ এন্ড বৃষ্টি ইজ ফলিং। বাড়ি ফেরা চাপ না হয়ে যায়।
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ১৭:১৯ | 122.173.182.109
এদিকে দারুন হাওয়া, এক আধফালি বিদ্যুৎ, ঝড় উঠেছে তাহলে তোমাদের ওদিকে, আমাদের এখানে হাওয়া হাওয়া অ্যায় হাওয়া খুশবু লুটা দে ঃ-))
Arijit | ১৬ নভেম্বর ২০০৯ ১৭:১৭ | 61.95.144.122
এদিকে শুধু ধুলো আর পেল্লায় উঁচু ইনফিনিটি বেঞ্চমার্ক আর ওমেগা।
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ১৭:১৫ | 122.173.182.109
গেলাম তো-র পরেরটা আমি থোড়িই না বুঝিয়ে দেব? জলের কাছে পৌঁছে দিলুম তো, এবার...
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ১৭:১৩ | 122.173.182.109
আরে!!! কি দারুন হাওয়া মাখা হল না? একটু একটু মেঘ আবার কি? ছেঁড়া ছেঁড়া কালো মেঘ জুড়ে জুড়ে কেমন নক্সীকাঁথা বানাচ্ছে কালো কালো দেখছ না? ইকি?????
Arijit | ১৬ নভেম্বর ২০০৯ ১৭:১০ | 61.95.144.122
এট্টু এট্টু মেঘ করেছে - আর তো কিছুই নাই!
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ১৭:১০ | 204.138.240.254
যাশ্শালা, নিজেরা ছড়িয়ে আমাকে ধরে টানাটানি করবে।
r | ১৬ নভেম্বর ২০০৯ ১৭:০০ | 125.18.104.1
গেলাম তো। তারপর?
a | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:৫৯ | 115.117.144.98
ধুস ধোনি আউট। এরা যে কবে একটু বড় রান করা শিখবে!!! এদিকে দেওয়াল দাদু তো পুরো খার খেয়ে খেলছে!!! সত্তরের উপর রানরেট!!!
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:৫৫ | 122.173.182.109
যারা কলকাতায় আছ এবং এই মুহুর্তে চারদেওয়ালের মধ্যে আছ তারা এখুনি বাড়ির/ অফিসের বাইরে গিয়ে দাঁড়াও একবার, এখুনিই
r | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:৫০ | 125.18.104.1
সেঞ্চুরিটা করিয়ে তো আউট করলাম। এ ব্যাপারে অপ্পনের যা রেকর্ড! ;-)
dipu | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:৪৮ | 207.179.11.216
মাইরি! যেই না বলেছে অম্নি ধোনি আউট!
r | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:৪৫ | 125.18.104.1
ধোনি আর দ্রাবিড় কি মার মারছে রে! এক দিনে প্রায় চারশ করে ফেলল।
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:৩৯ | 216.52.215.232
রেমন্ডের ব্ল্যাঙ্কেট ভোরবেলা এখন দারুণ কাজে লাগে। ;-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন