এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ১৮ নভেম্বর ২০০৯ ১০:৪৮ | 207.179.11.216
  • টিম লিড টিমের খোকাদের ক্যাঁক করে চেপে ধরে, খোকা নির্বিকার ভাটিয়ে যায়।
  • Bratin | ১৮ নভেম্বর ২০০৯ ১০:৪৮ | 125.18.17.16
  • ন্যাড়া দা, মূলতঃ কাজ হল co-odination between onsite offshore, quality delivery in time ensure kara
  • r | ১৮ নভেম্বর ২০০৯ ১০:৪৬ | 115.117.210.134
  • ডেলিভারি ম্যানেজাঅর হলেন মোদ্দা কথায় সিনিয়র প্রোজেক্ট ম্যানেজার। এক বা একের বেশি প্রোজেক্টের ডেলিভারির দায়িত্বে থাকেন। ডেলিভারিতে গন্ডগোল হলে প্রথমে তাকে ক্যাঁক করে চেপে ধরা হয়, তিনি তারপর প্রোজেক্ট ম্যানেজারকে ক্যাঁক করে, প্রোজেক্ট ম্যানেজার টিম লিডকে ক্যাঁক......
  • janoiko | ১৮ নভেম্বর ২০০৯ ১০:৪৫ | 122.162.75.108
  • সুমন কালও একটি পেটো ঝেড়েছেন।

    http://www.anandabazar.com/18raj1.htm
  • quark | ১৮ নভেম্বর ২০০৯ ১০:৪৩ | 202.141.148.99
  • রুষ্ট্র! ভুতোর মধ্যে কবি কালিদাসের প্রাথমিক লক্ষণ প্রকাশ পাচ্ছে।
  • quark | ১৮ নভেম্বর ২০০৯ ১০:৪১ | 202.141.148.99
  • প্রথমবার ভোটে লড়া, প্রথমবার মাৎ
    দিনবদল করতে গিয়ে হলাম কুপোকাৎ
    প্রথমবার টাকা পেয়ে শুকনো গাঁয়ে কল
    স্বপ্ন ভাঙ্গা চোখের কোণে জল, শুধু জল

    এই শহর জানে আমার প্রথমসবকিছু
    পালাতে চাই .....
  • nyara | ১৮ নভেম্বর ২০০৯ ১০:৪১ | 24.4.99.4
  • সার্ভিস ইন্ডাস্ট্রিতে, বিশেষতঃ দেশে, ডেলিভারি ম্যানেজার বলে একটা পজিশন আছে। কর্পোরেট ল্যাডারে তাদের স্থান কোথায়? কাজটাই বা কি?
  • Bhuto | ১৮ নভেম্বর ২০০৯ ১০:৪০ | 203.91.193.50
  • নাহ সেটা আমি জেবনে করিনা ঃ) । ভগবান তাই আমার প্রতি রুষ্ট্র ঃ(
    ছোট্টো ছোট্টো টুকরো দিয়ে গন্ডুষটা সেরে ফেলে বাকিটা নিজে মেরে দি ঃ) ।

    শ্রাবণীদি,
    আহা বেশি কড়া করে ভাজা আর না ভাজা লুচির কথা হচ্ছে। পুরি তো খাবো আর কদিন পরে। পুরি সাগু ঃ)
  • Bratin | ১৮ নভেম্বর ২০০৯ ১০:৩৯ | 125.18.17.16
  • লুচি আমার দুর্বলতা। তবে সঙ্গে তরকারি ও important আমার পছন্দ হল ঝাল ঝাল আলু ছেঁচকি। আলুর দম ও মন্দ নয়।
  • aka | ১৮ নভেম্বর ২০০৯ ১০:১৫ | 24.42.203.194
  • আমার মেন্টাল এজটা ধাঁ ধাঁ করে বেড়ে যাচ্ছে। একটু নজরে রাখতে হবে তো। নইলে তোমাদের বয়সে তো দশটা লুচি দিয়ে গণ্ডুষ করতুম।
  • shrabani | ১৮ নভেম্বর ২০০৯ ১০:১৩ | 124.124.86.102
  • লুচি তো সাদাই হয়, রঙীন তো পুরি!
  • Bhuto | ১৮ নভেম্বর ২০০৯ ১০:০৪ | 203.91.193.50
  • ১০ টা সাদা লুচিতে তো পেটটা একটু ওয়াশ হবে। ঐ যেমন লালা নিঃসরণের ফলে মুখটা ভিজে যায়। তেমনই ১০ টা লুচি পেটে পড়লে তারপরে মেন কোর্সের জন্য রেডি হয় ঃ)

    তবে জৈবনের চেয়ে খাদ্যথলির সাইজ কম আর ভুঁড়ি বেড়ে গেছে ঃ(
  • Bratin | ১৮ নভেম্বর ২০০৯ ০৯:৫৭ | 125.18.17.16
  • এ দিকে টানা দু দিন বৃষ্টি র পরে একটু শীত শীত ভাব। কাল রাতে পাখা চালাতে হয় নি। বরং একটা চাপা লেগেছে। শীত এল বলে ঃ-))
  • Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ০৯:৪৬ | 122.252.231.12
  • অজ্জো কেমন বুড়োটে মেরে গেছে। মাত্র দশটা লুচি খেয়ে ডাক্তারের পেছনে দৌড়বে।
  • Tim | ১৮ নভেম্বর ২০০৯ ০৩:৩৯ | 198.82.20.235
  • সাঙ্কিÄক টা মাছকে না, মাছেরঝোলকে ক্লাসিফাই করছে।
    কি সাংঘাতিক সোসোন চলছে। এট্টু ভাটানোর জো নেই!
  • a x | ১৮ নভেম্বর ২০০৯ ০৩:১০ | 143.111.22.23
  • দশটা লুচি খেলে যদি ডাক্তারের কাছে যেতে হয় তো খাওয়া দাওয়া ছেড়ে দাও। ঐ কটা মুড়ি জলে ভিজিয়ে খাও বরং!
  • Sayantan | ১৮ নভেম্বর ২০০৯ ০২:৫৬ | 159.53.46.141
  • ধুস্‌স্‌স্‌স্‌।
  • aka | ১৮ নভেম্বর ২০০৯ ০১:৫৩ | 168.26.215.13
  • হ্যাঁ ঘুম থেকে উঠেই ডাক্তারের কাছে। ঃ))

    চলি।
  • Sayantan | ১৮ নভেম্বর ২০০৯ ০১:৫২ | 159.53.110.144
  • নারকোল দিয়ে ছোলার ডাল, গরম মশলার গন্ধ ছড়ানো শুকনো আলুর দম, খান-দশেক ছোট সাদা ফুলকো লুচি, শেষপাতে গরম রসগোল্লা, আর তারপরে তোফা একটা ঘুম।
  • Sayantan | ১৮ নভেম্বর ২০০৯ ০১:৩৯ | 159.53.110.144
  • * সেদ্ধ
  • Sayantan | ১৮ নভেম্বর ২০০৯ ০১:৩৯ | 159.53.110.144
  • কুড়কুড়ে আলুভাজা আর সরষেরতেল-কাঁচালঙ্কা-কাঁচাপেঁয়াজ-নুন দিয়ে মাখা মুসুরডালসেধর সাথে গরমভাতের কম্বো টা জাস্ট ফাটাফাটি। সাথে একটা মোটাসোটা অমলেট! উল্‌স্‌!
  • Sayantan | ১৮ নভেম্বর ২০০৯ ০১:২৬ | 159.53.110.144
  • যথারীতি ব্লকড ঃ-((
  • Sayantan | ১৮ নভেম্বর ২০০৯ ০১:২৪ | 159.53.110.144
  • শরীলের নাম মহাশয় ...
    আর যে ক'টা দিন আছে খেয়ে নিই তারপরে তো লোটাকম্বল রয়েইছে।
    সাঙ্কিÄক মাছ ব্যাপারটা কি? ঐ তেল মশলা ছাড়া রান্না?
  • san | ১৮ নভেম্বর ২০০৯ ০১:২১ | 123.201.53.3
  • সাঙ্কিÄক মাছ মানে? যে মাছ পেঁয়াজ রসুন খায়না? না নামগান করে?
  • Tim | ১৮ নভেম্বর ২০০৯ ০১:১৮ | 198.82.21.231
  • সে তো এপ্রায়ই হয়। মানে ইচ্ছে হলে হপ্তায় একদিন করেই হতে পারে। আপাতত সাঙ্কিÄক মাছের ঝোলভাতে আছি। বা মুসুরডাল, আলুভাজা, মাছভাজা ও কাঁচালংকা। শেষপাতে এট্টু মিষ্টি দই। ঃ-)
  • san | ১৮ নভেম্বর ২০০৯ ০১:১৮ | 123.201.53.3
  • হ্যাঁ, এবারে সন্ন্যাসী হয়ে গেলেই হয়। অনেক তো হল।
  • aka | ১৮ নভেম্বর ২০০৯ ০১:১৬ | 168.26.215.13
  • লাল মাংস শরীলের পক্ষে ভালো না। খবর্দার খেও না। চিকেন, টার্কি ইত্যাদি খাও। সবথেকে ভালো হচ্ছে হিমালয়ে গিয়ে তপস্যা করা। আমি করব ভাবছি।
  • Sayantan | ১৮ নভেম্বর ২০০৯ ০১:১২ | 159.53.110.144
  • ঘাসপাতা খেয়ে খেয়ে মুখটা খুব পানসে লাগছে।
    গরগরে লাল পাঁটার ঝোল গরম ভাত ইত্যাদি খাবারদাবার নিয়ে একটু হয়ে যাক?
  • Tim | ১৮ নভেম্বর ২০০৯ ০১:০৯ | 198.82.21.231
  • আমি তো মস্করাও কত্তে পারিনা, অংক দেখলেই ক্যামন ভয় ভয় কত্তে থাকে! ঃ-(
  • aka | ১৮ নভেম্বর ২০০৯ ০১:০৩ | 168.26.215.13
  • বোঝো! আমিও তো মস্করা করছিলাম! ;) (এট্টু গম্ভীর ভাবে)
  • san | ১৮ নভেম্বর ২০০৯ ০০:৫৭ | 123.201.53.3
  • আজ্জোদাও শেষে মস্করায় মাইন্ড করতে শুরু করেছে ! খাবারদাবার ছাড়া সত্যিই গুরুতে সত্যিই কোন কথাই বলা সেফ নয়। সরি।
  • Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ০০:৫৩ | 122.252.231.12
  • আরে আমি লড়ব ভেবেছিলাম। কিন্তু এই কাম্বাক্ত অফিস। কানা রাত্তিরে বাড়ি ফিরে খেয়েদেয়ে বসতে না বসতেই দেখি তাবড় তাবড় গণিতজ্ঞেরা আসর জমিয়েছেন। ঃ(
  • aka | ১৮ নভেম্বর ২০০৯ ০০:৫১ | 168.26.215.13
  • মাইরি লোকে এমন আবাজ দিল, আর ধাঁধাই দেব না। সত্যি বলতে কি ক্লুলেসের থেকে ঐটা সোজা ছিল। কে বোঝায় কাকে, কন্ডিশনিং কাকে বলে।
  • san | ১৮ নভেম্বর ২০০৯ ০০:৪৫ | 123.201.53.3
  • তেকোনাদি, লিংক ভেজ দিয়া। ওরিজিনালের নয়, ভাবানুবাদের।
  • kc | ১৭ নভেম্বর ২০০৯ ২৩:২৮ | 89.203.49.18
  • গীতা ঘটক চলে গেলেন আজ।
  • tkn | ১৭ নভেম্বর ২০০৯ ২৩:১৭ | 122.162.42.91
  • অন্যরকমও বলো নি ;-)
    পায়সম করার আগে টক দিলে ছানা কাটবে, কিন্তু করে রেখে দিয়ে টকিয়ে ফেল্লে??? ঃ-))

    হ্যাঁ, মামারবাড়িতে অনেকেই কাঁইবিচিও বলত
  • d | ১৭ নভেম্বর ২০০৯ ২৩:১২ | 117.195.37.43
  • আরে না না সেরকম কিছু বলি নি।
  • janoiko | ১৭ নভেম্বর ২০০৯ ২৩:০৮ | 122.162.75.135
  • কাঁইদানা কথাটা বহুযুগ বাদে শুনলাম। আমরা বলতাম কাঁইবিচি।
  • tkn | ১৭ নভেম্বর ২০০৯ ২৩:০৩ | 122.162.42.91
  • দ কি বলে? জলে না ভিজলেই কুমারী?????
  • tkn | ১৭ নভেম্বর ২০০৯ ২৩:০১ | 122.162.42.91
  • সকালে কাজ কল্লাম, বিকেলে মেঘ দেখলাম, আর সন্ধ্যেবেলায় মণি স্ক্যোয়ারে গেলাম মেয়ে আর বোনকে নিয়ে, খানিক দোকান ঘুরে এট্টু সেট্টু শপিং করে খেয়ে দেয়ে বাড়ি এসে বিছানাবতী ঃ-)। সারাদিইইইন ধরে অনে------ক শুভেচ্ছা পেয়েছি। এখন বসে বসে ভাবছি প্রতিটি শুভেচ্ছার পাশে একটা করে কাঁইদানা রাখলে ক'মণ পাকা তেঁতুল লাগবে? ঃ-))
    বেশ মনোমতো সেলিব্রেট করেছি ঃ-)))
  • d | ১৭ নভেম্বর ২০০৯ ২৩:০১ | 117.195.37.43
  • আজ অফিসে মেনুতে দেখলাম অন্যান্য জিনিষের সাথে মুসুর ডালের কাবাব আর পায়সম ব্র্যাকেটে লেখা "চানা-কি ডাল'। বুঝে উঠতে পারলাম না ওটা পায়েস না ছোলার ডাল। তো, থালি নিলাম, এরা সবাই সাথেই আসবে। ও হরি! মুসুরডালের কাবাব দেখি আসলে মুসুরডালের ধোঁকার একটা গামাখামাখা ঝোলমত ব্যপার। চলেব্‌ল্‌ টাইপ। আর ঐ পায়সমটি .... সত্যিই ওরকম রাঁধতে বেশ এলেম লাগে। দুধ আর সুজি একেবারে মাখোমাখো রকম ত্যাকত্যাকে একটা ব্যপার আর তাতে হাসিহাসি মুখে চেয়ে আছে গুটিকয় ছোলার ডালের দানা, তারা সেদ্ধ তো দূরের কথা, জলে ভিজেও থাকেনি কখনও। একেবারে কুমারী দানা সব। এবং ... এবং বস্তুটা খেতে ঈষৎ টক্‌টক। দুধে টক দিলে তো দুধ ছিঁড়ে ছানা হয়ে যায় .... এই "পায়সম' চীজটা বানাল কীকরে!!!
  • Bratin | ১৭ নভেম্বর ২০০৯ ২২:৪৮ | 117.194.100.44
  • tkn, জন্মদিনের celebration কেমন হল?
  • Bratin | ১৭ নভেম্বর ২০০৯ ২২:৪৭ | 117.194.100.44
  • PT, কিন্তু শ্যামল দার জায়গা টা প্রায় নিয়ে নিয়েছেন ঃ-))
  • tkn | ১৭ নভেম্বর ২০০৯ ২২:৪৩ | 122.162.42.91
  • স্যান, ব্যাঙ্কুমারীর গল্পটার লিঙ্ক আমাকেও পাঠাস প্লিজ
  • d | ১৭ নভেম্বর ২০০৯ ২০:৪৮ | 117.195.37.43
  • কিন্তু শ্যামল কই? আবার দেশে এসেছেন বোধহয়।
  • d | ১৭ নভেম্বর ২০০৯ ২০:৪৭ | 117.195.37.43
  • বিভিন্ন সংখ্যক ফুটকিরা দেখছি খিস্তিকাম চরিতার্থ করতে গুচতে আসছেন।

    উফ্‌ আমার অফিস থেকে ঐ আজকাল আর প্রতিদিন ছাড়া কোন বাংলা সাইট খোলে না। ঃ( আর প্রতিদিনে আবার সুমনকে বেশ বকুনি দিয়েছে। ঃ)
  • aka | ১৭ নভেম্বর ২০০৯ ২০:৩৭ | 168.26.215.13
  • ""বৃথা আশা মরিতে মরিতেও মরে না, নিষ্ফল অভ্যাস আপন বেড়ার বাহিরে ক্ষেত্র খুঁজিয়া পায় না ...."" ইত্যাদি ইত্যাদি।

    যদি কলকাতায় হাওয়া ঘোরে। যদি কলকাতার মানুষ ঠিকঠাক বুঝে থাকে।
  • Arpan | ১৭ নভেম্বর ২০০৯ ২০:৩৪ | 204.138.240.254
  • পিটি বলে পিটি। আজকের আজকালের উঃসঃ প্রবন্ধের শেষ প্যারায় আশা প্রকাশ করা হয়েছে "আসন্ন' ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল অন্যরকম হতে বাধ্য!! কারণ বিধানসভা নির্বাচনের চরিত্র লোকসভা নির্বাচনের থেকে আলাদা।

    বোঝো।
  • d | ১৭ নভেম্বর ২০০৯ ২০:৩১ | 117.195.37.43
  • দিনেরবেলা শীতফিত নেই। রাতের দিকে অল্পস্বল্প। কিন্তু বৃষ্টিটা বিরক্তিকর।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত