আমার একটা জিনিষ মনে হচ্ছে, যে কবীর সুমন এপিসোড-টা, বাজারি পত্রিকা এত গুরুত্ব দিয়ে ছাপাচ্ছে কেন ? মানে গুরুত্ব নেই তা বলছি না, আবাপ কেন গুরুত্ব দিচ্ছে সেটাই বলছি ।
Arpan | ২০ নভেম্বর ২০০৯ ১৯:৫৮ | 216.52.215.232
সিম্পল। ওদের একটা বড় অংশ যদ্দিনে ইংরিজি শিখবে তদ্দিনে ক্লাউড কম্পিউটিং জাঁকিয়ে বসবে। অতএব, আমি বৃথাই চিন্তা করছি। ঃ))
Samik | ২০ নভেম্বর ২০০৯ ১৯:৫৬ | 219.64.11.35
মানে ইয়ে, কী চাপ ... কোথও কি গোপন সূত্রে কোনও খবর আছে দীপু কিছু মনে করেছে বলে? যদি তাই হয়, তা হলে আমি সরি।
তবে যদ্দূর মনে হয় এটা কেবলই টিকেনের কপোলকল্পনা।
aka | ২০ নভেম্বর ২০০৯ ১৯:৫৫ | 168.26.215.13
গ্রোথ অপরচুনিটি প্রচূর বেশি। আর অন্য দেশের পক্ষে এইরকম এক্সপার্টাইজ ইত্যাদি ওভারনাইট তৈরি করে ফেলাও মুশকিল। একমাত্র ডাইসি কেস হল চীনেরা। ওরা ইংরিজি শিখে গেলে যে কি হবে সেটা বলা খুব মুশকিল।
Samik | ২০ নভেম্বর ২০০৯ ১৯:৫৪ | 219.64.11.35
আব্বে কাহে কি সরি? কিস চিজ কি ইনসেন্সিটিভ?
মহা সেন্টি খাওয়া মেয়ে তো! লিখে যাও। কেউ কিস্যু মনে নেয় নি।
Binary | ২০ নভেম্বর ২০০৯ ১৯:৫৩ | 198.169.6.50
ডিসেম্বুরে কলকাতা যাওয়াটা শ্যাষ পজ্জন্ত ফিনাল হয়ে গেল .... আঃ
aka | ২০ নভেম্বর ২০০৯ ১৯:৫২ | 168.26.215.13
হ্যাঁ আর ওয়াল মার্টের রেভিনিউ কত সেটাও দেখে নিও। ইন্ডিয়ান আইটি আসলে টাইনি ফ্র্যাকশন, শুনতে বেশি লাগে। তার তুলনায় বেনিফিট যা পায় অনেক অনেক বেশি।
tkn | ২০ নভেম্বর ২০০৯ ১৯:৫২ | 122.162.42.221
না, মানে বিজনেস সাইন অফের ব্যাপার না। আমি জাস্ট সরি ফর বিয়িং ইনসেনসিটিভ। দ্যাটস অল ঃ-(
তুমি এদ্দিন ছিলে কোথায়??
tkn | ২০ নভেম্বর ২০০৯ ১৯:৫০ | 122.162.42.221
একদম ঠিক ধরেছ। আমি সত্যিই লজ্জিত। বুঝিনি এটা ওকে হার্ট করবে। আর এগোবো না। দিন তিনেকের মধ্যে টইটা ডুবে যাবে, হারিয়ে যাবে.. লেখার অনেক কিছু আছে। কিছু একটা নিয়ে লিখব খন আবার। ঃ-)) সরি দীপু
M | ২০ নভেম্বর ২০০৯ ১৯:৪৯ | 59.93.209.154
আমারো এট্টাগপ্প মনে পড়লো টিকেনেরটা দেখে, যদিও মিল নাই!
তো আমার মানকেটা বিয়ের পর পর ই একটা রোমোহর্ষক গপ্প শুনিয়েছিলো, সে ব্যাটা কেলাস সেভেনে আবার থাকতে হচ্ছে দেখে জুলিয়েন ডে থেকে টাই শোয়েটার আর বই খাতাপত্ত সব ছুঁড়ে ফেলে ট্রেনে চেপে ধাঁ হয়ে গেসলো, পাক্কা আট মাস আর কদ্দিন যেন , সেটা মনে নাই, রাস্তায়, পৌষমেলায়, শ্যালদা স্টেশনে ইত্যাদি ইত্যাদি কোথায় কোথায় ব্যপক মজা করে কাটিয়েছিলো, শেষে সেজো জেঠু নাকি কম্বলমুড়ি দে স্বর্নমন্দিরে বসেছিলো ছোঁড়াকে ধরবে বলে যদিও তা পারেনি, শেষে হাজার হোক কুঁচো মন তো বোনের জন্যি কি একটা কিনে সেটা আবার মাসির বাড়ী দিয়ে দুরে কোথাও কাটার তালে ছিলো , তো মাসিরা খপাৎ করে ধরে চড়ুই ধরার মতো করে দরজা আটকে সোজা বাপ মায়ের হাতে তুলে দেয়।
তা সে গপ্প শুনে লোকে নাকি নাক সিঁটকোয় বলে ছিলো কিন্তু আমরা বন্ধুদল এট্টু ভুলভাল টাইপ বলে বিল্কুল ফ্যান বনে গেলুম।
তো এরপরেই আসল গপ্প, আমি একবার প্রকান্ড ঝগড়া করে খুব রাগ করে গিয়ে দুগ্গানগর স্টেশনে বসে ছিলুম, চলেই যাবো, যেখানে খুশি, খুব মজা করবো। কিন্তু কি বলবো, সময় যত যেতে লাগলো ক্যামন মনে হলো ঐ ছোট বড় পেলে কোথায় ....... আমি বাপু গাছের তলায় বা ময়লা টয়লেটে....... অসম্ভব! তাই ফিরতে লাগলুম আর কি অনুতাপ , কি অনুতাপ রে, বাড়ীতে সবাই কি ভাবছে, মানকেটার ছোন্দর চোখ দুটো নিঘ্ঘাত জলে ভরে রয়েচে, হ্যানা, ত্যানা। ওমা ফিরে দেখি সে বাবু খাটে শুয়ে ঠ্যাং দোলাচ্ছে!ঃX
এই জন্যই আমার ব্যাগ প্যাকার্স হওয়া হলো না। ভ্যাঁ ভ্যাঁ।।
একজন সুমন সম্বন্ধে গতবছর যাহা বলিয়াছিল সুমন নিজে তাহা আজ উপলব্ধি করিয়াছেন। (কলার তোলা স্মাইলিটা)
aishik | ২০ নভেম্বর ২০০৯ ১৯:৩৪ | 122.166.17.203
আমি লুরু তে ফিরে এসেছি ,রোব্বার আড্ডা তে যাবই যাবো।
Samik | ২০ নভেম্বর ২০০৯ ১৯:৩৩ | 219.64.11.35
দীপুর কাছ থেকে বিজনেস সাইন অফ পেলে তবেই তেকোনা আগে বাড়বে। ঃ-)
ঠিক ধরিচি?
aka | ২০ নভেম্বর ২০০৯ ১৯:৩১ | 168.26.215.13
কোন ভয় নাই অপ্পন। দেশের আইটি লাটে ওঠা চাপ আছে। একটা ক্যুইজের প্রশ্ন করি। দেশের আইটির টোটাল রেভিনিউ কত?
Arpan | ২০ নভেম্বর ২০০৯ ১৯:২৯ | 204.138.240.254
হ্যা, তদ্দিনে রিটায়ার করে যাবো। নয় চাগ্রীর বাজার অন্য কোনো দেশে মুভ করে যাবে। ঃ-)
tkn | ২০ নভেম্বর ২০০৯ ১৯:২৬ | 122.162.42.221
দীপু, অর্কুটে তোমার যে মেল আইডি দেওয়া আছে তুমি কি ওটা অ্যাকসেস করো? ওতে একটা মেল পাঠিয়েছি আমি
aka | ২০ নভেম্বর ২০০৯ ১৯:২৩ | 168.26.215.13
ক্লাউড কম্পিউটিং মাইক্রসফটের মার্কেট শেয়ার কমাবে। তাও লং ওয়ে টু গো। গত বছর খানেক গুগুল ডক, এক্সেল (গুরু ছাড়াও) ইত্যাদি বহু ব্যবহার করলুম। লং লং ওয়ে টু গো।
tkn | ২০ নভেম্বর ২০০৯ ১৯:১৭ | 122.162.42.221
তবে আমি এর মধ্যেও মাঝে মধ্যে সব রেখে একদিনের জন্য গায়েব হই। যেমন গতবছর ডিসেম্বরের একটা রোব্বারে ভোর সাড়ে চারটেয় রুবি থেকে দীঘার বাসে চড়লুম। কোলাঘাটে গিয়ে নামলুম, খানিক্ষন এদিক ওদিক ঘুরে ফুলের বাজার দেখে রাস্তায় উনুনের ধোঁয়ার গন্ধ মাখতে মাখতে চা খেলুম, তারপর সেখান থেকে আবার ট্রেন ধরে মেচেদা। মেচেদায় ঘন্টা দেড়েক ঘুরে বেরিয়ে ওখান থেকে বাস ধরে তমলুক। কত্ত গোলাপী ফিতে বেগুনী শাড়িদের মাঝে কেমন একলা একলা ঘুরে ঘুরে তমলুকে গিয়ে নামলুম। তমলুক রাজবাড়ি, এখন একদম খন্ডহর, সেখানে খানিক্ষন বসে থাকলুম। হ্যামিলটন হাই ইস্কুল দেখলুম, ক্ষুদিরাম বোসের ক্লাসরুম, কাঠবাদামের গাছ, তার পাশের পুকুর, সব ছুঁয়ে আবার রাজবাড়ির দালান। এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা দরজা দেখে সেটা ফাঁক করে একটু উঁকি দিতেই দেখি পিছনে কেমন ঝাঁ চকচকে মন্দির। তার ঠান্ডা পাথরের চাতাল দেখেই ইচ্ছে করল গড়িয়ে নিই এট্টু। কিন্তু সেটা তো আর সম্ভব না ঃ-(। একজন মহিলা ভেতর থেকে বেরিয়ে এসে জিগালেন কি চাই? কিচ্ছু চাই না, এমনিই ঘুরতে ঘুরতে এসে পড়েছি বলে থতমত আমি সরে যাচ্ছিলাম, উনি বললেন পায়ের জুতো খুলে ভেতরে এসো। ভেতরে গিয়ে দেখলাম রাধাবিনোদের মন্দির। তার সিঁড়িতে বসে গুড়ের বাতাসা আর জল খেলাম। দুপুর গড়িয়ে গেল এদিক ওদিক করে, বিকেলের মুখে আবার বাস, ট্রেন, হাওড়া, রাত এগারোটায় বাড়ি। খুউউউউউউউউউউউউউউউউব ভালো লেগেছিল
Arpan | ২০ নভেম্বর ২০০৯ ১৯:১৬ | 204.138.240.254
* কোড ঃ P
Arpan | ২০ নভেম্বর ২০০৯ ১৯:১৬ | 204.138.240.254
ক্লাউড কম্পিউটিং সবার চাগ্রী খাবে ইহা একটি জুজুবাদ।
আমি শালা মোড লেখার টাইমও পাই না। লিখতে দিলে সবকটা ছানার থেকে ভালো লিখব। ঃ(
aka | ২০ নভেম্বর ২০০৯ ১৯:১৩ | 168.26.215.13
গতকাল থেকে ২০০০ লাইনের বিজনেস লজিক লিখলাম আর মাত্র ১০০০ খানেক লাইন বাকি আছে। আজই ডেলিভারি। ওদিকে শিবুদা বলে ক্লাউড কম্পিউটিং নাকি আমার চাকরি খাবে। বাহার আজা ক্লাউড কম্পিউটিং।
stoic | ২০ নভেম্বর ২০০৯ ১৯:১২ | 160.103.2.224
দেশে সব জায়গায় বা সব প্রফেশনে বোধহয় এতটা চাপ নয়। মানে আমি এখনো সেই দেশে ফিরে 'অ্যাকাডেমিক লাইফস্টাইলের মস্তি'র স্বপ্ন দেখি কিনা, তাই। ঃ-) তবে সে আর এ জম্মে হল নি। ঃ-(
Samik | ২০ নভেম্বর ২০০৯ ১৯:১১ | 219.64.11.35
সেম হিয়ার। কী সাঙ্ঘাতিক মেজাজ খারাপ হয়ে গেছে। অল্পে মাথা গরম হয়ে যাচ্ছে। মাথা ঠান্ডা করার পরে পেছন ফিরে তাকালে নিজের ওপরেই নিজের লজ্জা করছে। অথচ ক®¾ট্রাল করতে পারছি না।
আর্বান হ্যাজার্ডস।
san | ২০ নভেম্বর ২০০৯ ১৯:১০ | 123.201.53.3
আরো আছে টিম, ভুতো ... ইত্যাদি ইত্যাদি
aka | ২০ নভেম্বর ২০০৯ ১৯:০৯ | 168.26.215.13
যখন তখন ঘুমিয়ে নেওয়া প্র্যাকটিস করুন কমরেড। ভলভো বাসে, মিটিংয়ে ইত্যাদি জায়গায়। নেপো কে শিখিয়েছিলাম। ব্যাটা ঘোড়ার ওপর ঘুমতে শিখে গিয়েছিল।
san | ২০ নভেম্বর ২০০৯ ১৯:০৯ | 123.201.53.3
ওহে সংসারপঙ্কে নিমজ্জিত জনতা, খোলা পাতায় এইভাবে লিখে গেলে এই দিপু, ব্ল্যাংকি এরা বে করতেও ভয় পাবে, আমরা এদিকে নেমন্ত পাবো না। একটু রয়েসয়ে ঃ-)
tkn | ২০ নভেম্বর ২০০৯ ১৯:০৯ | 122.162.42.221
আর তারওপর আছে ফালতু কাজের ঝাড়। ফ্ল্যাটের মিউটেশন করতে কর্পোরেশনের তিনবছর লাগে, তাই তিনবছরের এরিয়ার সমেত ট্যাক্স জমা করতে হবে, সেজন্য ড্রাফট বানাতে যাও। পার কোয়ার্টার ট্যাক্স যা তাতে ক্যাশে জমা করা যায়। কিন্তু ২০০০ বেশি ট্যাক্স হলেই ড্রাফট। এবার ড্রাফট ব্যাঙ্ক বানাবে দশটা থেকে চারটের মধ্যে। সেটা আমার কনভিনিয়েন্ট হল না, সুতরাং রোব্বারে ঐ কাজটাও জুটল। মেয়ের নাচের ক্লাস সেরে বাড়ি এসেই আবার দৌড় ব্যাঙ্কে ঃ-((( এদিকে এমনই কপাল, আমার ঘুম আসতে ভোর চারটে। ধুস্স্স্স্স্স্স, আর কোনোদিইন আটঘন্টা ঘুমোবো না এ জন্মে যদি না ভেন্টিলেশনে যাই
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন