এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২০ নভেম্বর ২০০৯ ১৯:০৬ | 204.138.240.254
  • এখানে অবস্থা কিছু অন্যরকম না। দেড়টা থেকে সাড়ে সাতটা ঘুমের সময়। সারাক্ষণ মেজাজ তিরিক্ষে হয়ে থাকে আজকাল।
  • Samik | ২০ নভেম্বর ২০০৯ ১৯:০৫ | 219.64.11.35
  • সিরিয়াসলি অনেক অনেক দিন কোথাও হারিয়ে যাই নি।

    এখন হারিয়ে যেতে ভয় করে।
  • Arijit | ২০ নভেম্বর ২০০৯ ১৯:০৫ | 61.95.144.122
  • এই এখন বাড়ি যাবো - বাড়ি ঢুকেই ছেলেকে প্র্যাকটিসে বসাতে হবে - মেয়ে এসে ঘাড়ে চাপবে "আমি বাইলিন বাজাবো না?' - তাকে ছোট সাইজের গীটার দিয়ে পিড়িং পিড়িং করাতে হবে - কাঁধ নড়ছে বা আঙুল জায়গায় পড়ছে না বল্লে ছেলে ভ্যাঁ করে মাটিতে গড়াবে তাকে তুলে ফের দাঁড় করাতে হবে...

    যাই। কি জোয়ালই লাগিয়েছ গুরু...
  • san | ২০ নভেম্বর ২০০৯ ১৯:০৫ | 123.201.53.3
  • এদিকে আমরা আজ্জোদার হাঁটুর বয়েসী কিন্তু আমাদের হাঁটু কনকন করে না ঃ-))
  • tkn | ২০ নভেম্বর ২০০৯ ১৯:০৪ | 122.162.42.221
  • সেটা রাখলে হয়, কিন্তু তাহলে পরে মিসড কল ধরে ধরে আবার কল ব্যাক করতে হয় ঃ-(
  • Samik | ২০ নভেম্বর ২০০৯ ১৯:০৪ | 219.64.11.35
  • হায়! গত নমাসে কত রাত যে মাঝরাতে ঘুম ভেঙে উঠে টেকি ডিসকাশন করেছি, দরকারে ল্যাপটপের ডালা খুলেছি ... ফোং বন্ধ রাখলে বা না তুল্লে চাগ্রি চলে যাবে না? কোংপানি ধসে যাবে না?
  • Arijit | ২০ নভেম্বর ২০০৯ ১৯:০২ | 61.95.144.122
  • সেই দিল্লীতে - যখন শুধু তুমি-আমি-আমি-তুমি, আর সকাল আটটায় বেরিয়ে ভোর রাত্তিরে কখনো দুটো, কখনো তিনটের সময় বাড়ি ফিরে ফের সকালে বেরনো, তখন রোববারগুলোতে এগারোটার সময় উঠে দাঁত-টাঁত মেজে চলে যেতুম নাগপালের দোকানে - গরম গরম ছোলে বাটুরে - ব্রেকফাস্টের বদলে ওটাই লাঞ্চ। ইভেন আম্রিকাতেও উইকেন্ডে বেশ বেলা অবধি গড়ানো যেত। কিন্তু ট্যাঁ ট্যাঁ শুরু হবার পর থেকে সেই যে ঘুমের সাড়ে দেড়টা বাজলো...
  • aka | ২০ নভেম্বর ২০০৯ ১৯:০১ | 168.26.215.13
  • সবাই কেমন বুড়োটে মেরে গেল, এইযে আমার মাজার বয়সী রঙ্গন তারও আজকাল মাজা কনকন করে।
  • san | ২০ নভেম্বর ২০০৯ ১৯:০০ | 123.201.53.3
  • আর ঘুমের সময় ফোন বন্ধ বা সাইলেন্ট রাখো না কেন ?????
  • san | ২০ নভেম্বর ২০০৯ ১৮:৫৯ | 123.201.53.3
  • ফোন? ফোন তো বন্ধ রাখলেই হয়। আমিও আজকাল দিনের মধ্যে বারো ঘন্টা ফোন বন্ধই রাখি। বিরক্ত হয়ে।
  • tkn | ২০ নভেম্বর ২০০৯ ১৮:৫৭ | 122.162.42.221
  • আর সাড়ে সাতটার সময় মোলায়েম গলায় বলবে "ঘুম ভাঙালাম?" কিড়মিড়য়ে হেসে বলতে হয়, না না, বলো।
    ধুস হিমালয়ে গিয়ে কি হবে? তুমি যাও বঙ্গে তোমার কপাল যায় সঙ্গে, শোনো নাই?
  • tkn | ২০ নভেম্বর ২০০৯ ১৮:৫৫ | 122.162.42.221
  • সত্যি, আর কোনোকালে যদি রোব্বারের কাজ একটু কম বা শনিবারের গাঁতানো একটু কম থাকে তো ফোন আছে। জনতা ফোন করে করে করে করে ঘুম নিংড়ে নেবেই
  • san | ২০ নভেম্বর ২০০৯ ১৮:৫৫ | 123.201.53.3
  • হিমালয়ই বেস্ট জায়গা। থাকার জন্য।
  • stoic | ২০ নভেম্বর ২০০৯ ১৮:৫২ | 160.103.2.224
  • রেগুলার ঠিকঠাক আর এনাফ ঘুম না হলে সত্যিই বাজে ব্যাপার। এগ্রীড।
  • Arijit | ২০ নভেম্বর ২০০৯ ১৮:৪৬ | 61.95.144.122
  • শুক্কুরবার এলেই মনে হয় যাক দুটো দিন তো অন্ততঃ সাড়ে ছটা অবধি ঘুমোতে পারবো। সবসময় তাও হয় না। কাল যেমন - সাড়ে সাতটায় বেরোতে হবে - ছেলের ইশকুলের স্পোর্টস ডে, সওয়া আটটার মধ্যে রবীন্দ্র সরোবর পৌঁছতে হবে। ওই "ধরা যাক আর রোববার' আর হয় না।
  • Arijit | ২০ নভেম্বর ২০০৯ ১৮:৪২ | 61.95.144.122
  • দেখেছি। রিপ্লাই করেছি।
  • dipu | ২০ নভেম্বর ২০০৯ ১৮:৪১ | 59.164.98.10
  • অরিজিৎদা মেইল দ্যাখো।
  • r | ২০ নভেম্বর ২০০৯ ১৮:৪০ | 125.18.104.1
  • তোমাদেরই ফুত্তিফাত্তা করার বয়েস বাবারা। মাজায় ক্যামোন অ্যাকটা বেদ্‌না হচ্চে। রামদেবেও কাজ দিচ্চে না। বাড়ি যাই।
  • Arijit | ২০ নভেম্বর ২০০৯ ১৮:৩৭ | 61.95.144.122
  • তিন মাস মানে তিন মাসের মধ্যে। ট্রায়াল পিরিয়ড।

    সাথে রাত্তির সাড়ে এগারোটায় ঘুমিয়ে ভোর পাঁচটা কুড়িতে ওঠা।

    মামী - ন'মাস-ছ'মাস কই? রোজ বাড়ি-আপিস-বাড়ি-হোমওয়ার্ক, উইকেন্ডে দোকান-গানের ইশকুল-ডাক্তার-বাড়ির কাজ-আপিসের কাজ - এর পর ন'মাস ছ'মাস বলে কিছু হয় না।
  • dipu | ২০ নভেম্বর ২০০৯ ১৮:৩৬ | 59.164.98.10
  • ল্যাদ খেতে জানতে হয়। সকলের দ্বারা হয় না।
  • stoic | ২০ নভেম্বর ২০০৯ ১৮:৩৫ | 160.103.2.224
  • নাহ, এই ল্যাদ খাওয়া ব্যপারটা আমার বাপের জন্মে মাথায় ঢুকল না। আমার তো উইকেন্ডে কোথাও একটা ঘুরে এলে অনেক বেশী রিফ্রেশিং আর এনার্জাইসড লাগে। সে সারা হপ্তা যতই কাজ থাকুক না কেন।
  • m | ২০ নভেম্বর ২০০৯ ১৮:৩৩ | 173.26.17.106
  • অরি, বিষয়টা আসলে মনের। শারীরিক ক্লেশ তো থাকেই।কিন্তু ন মাসে ছমাসে একবার কেন সবাই আগের মত হৈ হৈ করতে পারে না জানি না। বয়সের সঙ্গে সঙ্গে শরীর সুখী হয়ে যায় জানি কিন্তু মন বুড়োটে মেরে যাবে কেন?
  • r | ২০ নভেম্বর ২০০৯ ১৮:৩১ | 125.18.104.1
  • তিন মাস? বাকি ন মাস তুমি কি করো?
  • r | ২০ নভেম্বর ২০০৯ ১৮:৩০ | 125.18.104.1
  • আরে, বয়েস তো কম হল না। আমার থেকে এত ছোটো দীপ্তেন- তারও কত চুল পেকে গেল। আর মিতা, যে আরও ছোটো, প্রায় আমার হাঁটুর বয়েসী, সেও কেমন গিন্নিবান্নি হয়ে গেল। কি আর করা!
  • Arijit | ২০ নভেম্বর ২০০৯ ১৮:২৯ | 61.95.144.122
  • তিন মাস রোজ আপিস টাইমে দেড় দেড় তিন ঘন্টা নেতাজী সুভাষ বোস রোড, যাদবপুর থানা, বাইপাস, সেক্টর ফাইভ অ্যান্ড ব্যাক ঠেঙাও - তাপ্পরেও যদি দিনভর ল্যাদ না খেতে চাও তো আমি নাক টিপে একদিন সিঙ্গল মল্ট খেয়ে নোবো (অবশ্যই কারো ঘাড় ভেঙে)।
  • stoic | ২০ নভেম্বর ২০০৯ ১৮:২৪ | 160.103.2.224
  • এই বুড়োটে মেরে যাওয়া ব্যাপারটা আমিও দেখি। বেশীর ভাগ বন্ধু-বান্ধবদের মধ্যে। ঠিক বুঝি না। ঃ-(
  • Arijit | ২০ নভেম্বর ২০০৯ ১৮:২২ | 61.95.144.122
  • সে তো যায়। তবে নতুন পাপ-এ অনেক সুন্দর সুন্দর বাক্স দিয়েছে - সেগুলো দিয়ে ভালো স্ট্যাক জাতীয় ছবি হয়। কিন্তু তাতে ওই অসুবিধা থেকে যাবে।
  • m | ২০ নভেম্বর ২০০৯ ১৮:২২ | 173.26.17.106
  • ঠাট্টা না,সবাই কেমন যেন বুড়োটে মেরে গেছেঃ((
    যে একটা সরু ফিতের মত নদী দেখার জন্যে চার কিলোমিটার যেতে পারতো অনায়াসে, তার সঙ্গে দেখা হলে সে সারাসময় মেয়ের গল্প করে।যারা পিকনিকে গিয়ে লুকিয়ে নৌকো চালাতে লেগে যেত, তারা শেয়ার বাজার নিয়ে মুখর...
    কেউ আর কচি নেই সত্যি, কিন্তু এমন খসটে মার্কা হয়ে যাওয়া কি জন্যে?

    আর দুএকজন ছাড়া আর পূর্ববৎ পাগল কেউ নেই, আমার সৌভাগ্য অথবা পোড়া কপাল, তাদের দাড়ি আছেঃ)
  • r | ২০ নভেম্বর ২০০৯ ১৮:১৮ | 125.18.104.1
  • ছবি পাওয়ারপয়েন্টে না করে ভিসিও বা ওয়ার্ড থেকে বিটম্যাপ করে কপি করে দেওয়া যায়।
  • r | ২০ নভেম্বর ২০০৯ ১৮:১৬ | 125.18.104.1
  • @বেথে, ও কে।

    @m, তা বটে। হৃদয়ে ইয়ে ঘুচিল মম সকল বন্ধ। ঃ-)
  • Arijit | ২০ নভেম্বর ২০০৯ ১৮:১৪ | 61.95.144.122
  • কিছু কিছু ফিচার সেভ হবে না কিন্তু। যেমন এই পিপিটিতে তুমি কোনো ছবি আঁকলে (ড্রয়িং টুল দিয়ে) সেটা "পাপ'-এর (ব্যাপক হল কিন্তু নামটা;-)) আগের ভার্সনে এডিট করতে পারবে না।

    ওই জন্যে কমপ্যাটিবিলিটি চেক করার বোতাম দিয়েছে।
  • san | ২০ নভেম্বর ২০০৯ ১৮:১৪ | 170.252.160.1
  • কতদিন ধরে আমি ভাবছি কোথাও একটা 'একা একা' কয়েকদিন ঘুরতে যাব - সে আর কিছুতেই হচ্ছে না ঃ-(

    এরা আবার সে দুঃখু মনে করিয়ে দ্যায়
  • m | ২০ নভেম্বর ২০০৯ ১৮:১২ | 173.26.17.106
  • কালকে আপিস আসতে হবে না বলে কি আনন্দ!!
  • Samik | ২০ নভেম্বর ২০০৯ ১৮:১১ | 219.64.11.35
  • র,

    file --> Save As --> Powerpoint 97-2003 (ppt) ফর্ম্যাটে সেভ করো।
  • r | ২০ নভেম্বর ২০০৯ ১৮:০৮ | 125.18.104.1
  • বিয়ে করা ইস্তক শুধু ঝাড়া। নো হাতপা। ;-)
  • r | ২০ নভেম্বর ২০০৯ ১৮:০৬ | 125.18.104.1
  • ওক্কে, ডান। মানে ঐ ইয়ে প্রথমটা। দাড়িওয়ালা সঙ্গী আমি তো চাই নাই। ;-)
  • Arijit | ২০ নভেম্বর ২০০৯ ১৮:০৫ | 61.95.144.122
  • এই পাল্লিন - আমিও বলিচি। আমার চিট লিস্টিতে অঁরির নাম ঢুকিয়ে দিয়েচি। তোদের রয় কীন বরং উল্টে আয়ারল্যাণ্ডকে দোষ দিচ্চে।
  • m | ২০ নভেম্বর ২০০৯ ১৮:০৪ | 173.26.17.106
  • স্টোয়িক,
    ঝাড়াহাতপা দের ঈর্ষা দিলামঃ) তবে ছেলের বাপ কে বিয়ে করা ইস্তক আমি আর ঝাড়াহাতপা নই :X
  • m | ২০ নভেম্বর ২০০৯ ১৮:০০ | 173.26.17.106
  • না পরের বার তোমার সঙ্গে যাবো, তুমি বরং এই উইকেন্ডে 'ওর" সঙ্গে ঘুরে এসোঃ)
    উনি কি রাস্তায় লুঙ্গি পরে ঘোরেন নাকি? কি সব্বোনাশ!!
  • Arpan | ২০ নভেম্বর ২০০৯ ১৭:৫৭ | 216.52.215.232
  • ঃ-)
  • r | ২০ নভেম্বর ২০০৯ ১৭:৫৭ | 125.18.104.1
  • থ্যাঙ্কু। এটা হইলে আমারে হালায় উইকেন্ডে আপিস আইতে হয় না।
  • stoic | ২০ নভেম্বর ২০০৯ ১৭:৫৭ | 160.103.2.224
  • ম,

    আই ক্যান আন্ডারস্ট্যান্ড। নিজে ভুক্তভোগী নই বলে এইসব পোঁয়াপাকা কথা সহজেই লোকজনকে বলে দিই। আসলে ব্যাপারটা যে অত সোজা নয়, সেটা বুঝি। ঃ-(
  • r | ২০ নভেম্বর ২০০৯ ১৭:৫৬ | 125.18.104.1
  • মিঠু নেক্সবার আজিজুল হকের সাথে ঘুত্তে বেরুবে। দাড়িওয়ালা, ঝোলা কাঁধে, লুঙ্গিটা ফাউ। ঃ-P
  • P | ২০ নভেম্বর ২০০৯ ১৭:৫৫ | 163.244.63.128
  • স্তৈক , গুড গুড ! ঃ)
  • stoic | ২০ নভেম্বর ২০০৯ ১৭:৫৪ | 160.103.2.224
  • তাইলে চিরকুট। 'উইল বি ব্যাক সানডে ইভনিং। ডোঞ্চ্যু ওয়রি।" ঃ-)
  • Arpan | ২০ নভেম্বর ২০০৯ ১৭:৫৩ | 216.52.215.232
  • "Powerpoint 97 - 2003 Presentation (*.ppt)" ফর্মম্যাটে সেভ করলেই হবে।
  • Arpan | ২০ নভেম্বর ২০০৯ ১৭:৫২ | 216.52.215.232
  • ওটা ছিল বাড়ির লোকেদের জন্য।
  • r | ২০ নভেম্বর ২০০৯ ১৭:৫২ | 125.18.104.1
  • অ্যাক্টা পোশ্নোঃ আপিস ২০০৭-এ পাওয়ারপয়েন ২০০২-এর ফাইল পাওয়ারপয়েন ২০০২ হিসেবে সেভ করা যায়?
  • m | ২০ নভেম্বর ২০০৯ ১৭:৫১ | 173.26.17.106
  • স্টোয়িক,ঃ) আপনার সঙ্গে আমি একমত, তবে আরেকজন ঝোলা কাঁধে দাড়িওয়ালা সঙ্গী থাকলে আরো ভালোঃ) এইবার দেশে গিয়ে করে দেখলাম, বাড়িতে ছেলে কি করছে,কেমন আছে জাতীয় চিন্তা মাথা থেকে তাড়ানো গেলো নাঃ((
  • Arpan | ২০ নভেম্বর ২০০৯ ১৭:৫১ | 204.138.240.254
  • ধুর, মহায়, ঝোলা কাঁধে বেরিয়ে পড়লে আপনাকে ইমেল কত্তে যাবো কেন? ঃ-))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত