সারাদিন বাড়ীতে পায়চারি করি,নিজের মনে কথা কই। সে ঠিক আছে তবে একেক সময় খুব তক্কাতক্কি লেগে যায়। ইচ্ছা করে দি আমার নাগে অ্যাগটা ঠুঁশো মেরে দ। শালা বুঝুক।
কিন্তু সেই নিজেরই আস্তিন গোটাতে হবে ভাবলেই আলসেমী লাগে। তখান আবার নিজেই নিজের সাথে হান্ডশেক করে নি।
Tim | ২০ নভেম্বর ২০০৯ ২৩:২৬ | 71.62.121.158
মামী কি দেড়েল কথাটা ""দাড়ি আছে"" অর্থে বল্লো, না "" শেভ্ড কিন্তু ইচ্ছে হলেই রাখতে পারে"' অর্থে বল্লো? ঃ-)
r | ২০ নভেম্বর ২০০৯ ২৩:২৫ | 115.117.221.156
ওটারে ল্যাদখোর বলে না। ল্যাদখোর হলে বিছানায় শুয়ে কাউরে বলবে- এই টুথপেস আর ব্রাশটা দ্যাও দিকিনি। তারপর চোখ বুজেই ব্রাশে টুথপেস লাগিয়ে নেবে। তারপর দশ মিনিট ঐ অবস্তায় আবার ঘুমিয়ে নেবে। তারপর উবুড় হয়ে শুয়ে দাঁত মেজে নেবে। এবার উবুড় হয়ে মাথা কাত করে একটু ঘুম জাতে মুখের ফেনা বিছানায় না পড়ে। এই প্রসেসটা চালাতে হবে ততক্ষণ যতক্ষন ঘর ঝাড় দেওয়ার জন্য কেউ এসে ফ্যান না বন্ধ করে। তখন বাধ্য হয়ে গুটিগুটি বাত্রুম।
t | ২০ নভেম্বর ২০০৯ ২৩:২৪ | 122.162.42.221
জানলার**
a x | ২০ নভেম্বর ২০০৯ ২৩:২৩ | 76.247.246.200
সবাইএর কথা ক্যামনে জানব, একজনের ক্লেম টু ফেম তো তাই দিয়েই?
Du | ২০ নভেম্বর ২০০৯ ২৩:২৩ | 65.124.26.7
ঃ))
tkn | ২০ নভেম্বর ২০০৯ ২৩:২৩ | 122.162.42.221
রোদ্দুরে পর্দা টানো জানলার, এতটুকু ফাঁক রাখো যাতে গল্পের বইয়ের অক্ষর দেখা যায়, উপুড় হয়ে বালিশারোহনাসনে শুয়ে শুয়ে .... জাস্ট পড়তে থাকো, পড়তে থাকো মেঘলা দিন একদিন হলে বেরোও, এলোমেলো ঘোরো, হাঁটো, ফোন ধোরো না... ইত্যাদি মেঘলা দুই - জানলাদ ধার, উপুর হয়ে শুয়ে শুয়ে হাওয়া মেঘ ইত্যাদির আনন্দ, ঠান্ডা লাগলে নিজের চাদর নিজে টেনে নেওয়া (কাউকে বলার নাই) মেঘলা তিন - ঐ
san | ২০ নভেম্বর ২০০৯ ২৩:২৩ | 123.201.53.3
র এর কথা শুনেই ইচ্ছে করছে গায়ে একবালতি বরফঠান্ডা জল ঢেলে দিই। উপুড় হয়ে শুয়ে মেঘ দ্যাখো, উঃ।
m | ২০ নভেম্বর ২০০৯ ২৩:২১ | 173.26.17.106
অক্ষ, আমার জীবনের পুরুষেরা দেড়েল, এই পর্যন্ত ঠিক আছে-কিন্তু তারা সবাই ল্যাদখোর এই তথ্য কোথা থেকে পেলে?ঃ((
a x | ২০ নভেম্বর ২০০৯ ২৩:২১ | 76.247.246.200
ঃ-))
Tim | ২০ নভেম্বর ২০০৯ ২৩:২০ | 71.62.121.158
দমদি নির্ঘাৎ এখন একটু জোরে জোরে হেঁটে নিচ্ছে, তাই লিখছে না। এরকম ব্যস্ত মানুষ আমি কমই দেখেছি।
tkn | ২০ নভেম্বর ২০০৯ ২৩:২০ | 122.162.42.221
হাতে বই ধরে বসলে ..
dd | ২০ নভেম্বর ২০০৯ ২৩:২০ | 122.166.135.63
আমি হাইপার ল্যাদখোর।
মানে, বসে থাগতে পারি না। আমার এক বন্ধু মানুষ, সে ঘুম থেকে উঠে টুথব্রাশ হাতে নিয়ে ক্যামন হতভম্ভ হয়ে বসে থাকে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কিছুতেই, কিছুতেই সে মনে কত্তে পারে না পোথোমে ডানদিগের দাঁত মাজবে না বাঁ দিগের। ঝিম মেরে বসে থাকে অনেক্ষন।
তারপর চিড়িক করে খ্যাল হয় কোন্দিকদিয়ে শুরু করবে সেটা ইম্পারট্যান্ট নয়, জরুরী হছে টুথব্রশে টুড়পেস্ট লাগানো। তখন সে খুব খুসী হয়ে দাঁত মাজে।
r | ২০ নভেম্বর ২০০৯ ২৩:২০ | 115.117.221.156
রোদ্দুরে বেরোবার তো কোনো প্রশ্নই নাই। মেঘলা দিনে জানলার সামনে উপুড় হয়ে মেঘ দ্যাখো। শীতের দিনেও পোজটা একই। শুধু কাউকে বলো গায়ের উপরে একটা চাদর কি কম্বল ফেলে দিতে।
Tim | ২০ নভেম্বর ২০০৯ ২৩:১৮ | 71.62.121.158
হাত ধরে কোথায় যায়? নিজের হাত ধরেই? কত কনফুশন।
r | ২০ নভেম্বর ২০০৯ ২৩:১৮ | 115.117.221.156
একটা স্বভাব। আর একটা স্কিল। অল্প বয়েসে দুইই বেশি। আমাদের বয়েসে এলে হৃদয়ঙ্গম করতে পারবে।
tkn | ২০ নভেম্বর ২০০৯ ২৩:১৮ | 122.162.42.221
সাধনা একসঙ্গে দুটো প্রজেক্ট নিতে পারে না তার মানে, কারণ অক্ষকে দিয়ে আর লেখাচ্ছে না ঃ-)
tkn | ২০ নভেম্বর ২০০৯ ২৩:১৭ | 122.162.42.221
এদিকে আবার একঘন্টা বসলে দ'র হাত ধরে যায়, তখন হাতগুলো নিয়ে করে কি? মানে ঐ বসার সময়?
র-র কথা শুনে টের পেলাম আমার বয়সের কোনো গাছ পাথর আরশোলা কিস্যুই নেই। আমার মাত্তর চার ঘন্টা ঘুম আসে, অথচ আটঘন্টা ঘুমোনোর সাধ মনে মনে পষ্ট ঃ-(((
Tim | ২০ নভেম্বর ২০০৯ ২৩:১৬ | 71.62.121.158
সাধনা লেখাচ্ছে রদাকে দিয়ে ঃ)
san | ২০ নভেম্বর ২০০৯ ২৩:১৫ | 123.201.53.3
র এইসব কি বলছ? একবার বলছ কমবয়সে ছটফটে হয় লোকে। আবার বলছ কমবয়সে ল্যাদের স্কিল বেশি থাকে। এর মানে কি? কোনটা?
Tim | ২০ নভেম্বর ২০০৯ ২৩:১৫ | 71.62.121.158
বিশেষ *
tkn | ২০ নভেম্বর ২০০৯ ২৩:১৫ | 122.162.42.221
আমার অমন কিছু নিয়ম নেই। তবে খুব রোদ্দুরেই বরং বেরোতে ইচ্ছে করে না, মেঘলা দিনে রাস্তায় ঘুরতে হেব্বি ভাল্লাগে, তা ঠিক
Tim | ২০ নভেম্বর ২০০৯ ২৩:১৪ | 71.62.121.158
এইটা কি একটা বিশের অ্যাক্রোব্যাটিক অবস্থান? একটা চেয়রে ঠ্যাং, অন্য চেয়ারে হেলান, এদিকে বসে নি। ঃ-)
Du | ২০ নভেম্বর ২০০৯ ২৩:১৩ | 65.124.26.7
বৃষ্টিটা (তেমন তেমন হলে) আমারও কমন পড়েছিল - কিন্তু এদেশের বৃষ্টিতে এমন বজ্রবিদ্যুৎ যে বেন ফ্র্যাংকলিনের পর আর কেউ বৃষ্টিতে বেরোয়নি।
r | ২০ নভেম্বর ২০০৯ ২৩:১৩ | 115.117.221.156
তবে বুড়ো বয়েসে ল্যাদ খাওয়ার স্কিলটা কমে আসে। জৈবনে আমি হেসেখেলে আঠেরো ঘন্টা ঘুমোতুম। বারো তো অ্যাভারেজ ছিল। আর এখন দশের বেশি টানতেই পারি না। ঃ-(
Binary | ২০ নভেম্বর ২০০৯ ২৩:১৩ | 198.169.6.50
আমি ভাবলাম সাধনা ঔষধালয় .... ল্যাদের ওষুধ পওয়া যাবে
Tim | ২০ নভেম্বর ২০০৯ ২৩:১২ | 71.62.121.158
বাইরে বিষ্টি হলেই স্যানকে কোটিকোটি কাজ দিয়ে আপিসে ডেকে নেয়া উচিত। বিষ্টি না হলেও। ওকে ছুটি দিয়ে কি হবে? অপচয়। দমদিকেও।
d | ২০ নভেম্বর ২০০৯ ২৩:১১ | 117.195.33.208
না না বৃষ্টি নামলে আমি বেরোব না। একদম না। তখন একটা চেয়ারে হেলান দিয়ে আরেকটা চেয়ারে থ্যাং তুলে বই পড়ব। আর মাঝেমাঝে উঠে একমুথো চানাচুর খেয়ে আসব।
tkn | ২০ নভেম্বর ২০০৯ ২৩:১১ | 122.162.42.221
সাধনা মারা যাওয়ার আগেই রীতিমত প্র্যাকটিস করে নিয়েছেন মোমবাতি হাতে নিয়ে ভূতনী সেজে ঘোরা
san | ২০ নভেম্বর ২০০৯ ২৩:১০ | 123.201.53.3
শুধু দিন কেন রাতেও বৃষ্টি নামলেই ছাদে কি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতে ইচ্ছে হয়। সে অবিশ্যি সব সময় হয়ে ওঠেনা। কিন্তু বাইরে বৃষ্টি আর আমি কাঁথামুড়ি দিয়ে ঠায় বসে আছি, ভাবতেও বাজে লাগে। ছ্যাঃ।
d | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৯ | 117.195.33.208
অ সাধনা আজকাল তিম, অক্ষ এদের দিয়ে কাজ করিয়ে নেয়? কিন্তু সে মরে গেছিল না? তবে কি ভুতনী? না না তোমার সাধনা তোমারই থাক। আমাচ্চাই না। বাপ্রে!
Tim | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৯ | 71.62.121.158
যারা নৈ-হাটি তে থাকে তারা কিকরেই বা ল্যাদ খাবে?
a x | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৯ | 76.247.246.200
মূঢ় বালিকে!
tkn | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৯ | 122.162.42.221
আমি ভাবলুম সাধনা সরগম, এখোনো কিছু করানোর এন্থু আছে তার ঃ-)
tkn | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৮ | 122.162.42.221
অক্ষ, পেন্নাম ঃ-)
d | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৮ | 117.195.33.208
সাধনা অক্ষকে দিয়ে করিয়ে নিচ্ছে!!!? মানে সেই হিন্দী সিনেমার সাধনা তো? তার সাথে কি অক্ষর টেলিপ্যাথী চলতেছে নিকি?
Tim | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৮ | 71.62.121.158
সাধনাই তো। এইযে আমি খিদে নিয়েও বসে আছি, উঠে খেতেও ইচ্চে করছেনা, এ কি সবাই পারবে?
a x | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৭ | 76.247.246.200
হ্যাঁ হ্যাঁ সাধনা সবার জন্য না। তাদের জন্য আছে ব্যাকপ্যাক, নৈহাটি লোকাল, জিম ইত্যাদি আরো কি কি।
tkn | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৭ | 122.162.42.221
না দ, আমার তো ঘুম্পায়না ঘুমের সময় তাই ঘুমোই না ঃ-(( মানে, ঘুমোনোটা ক্রিয়া যেই জানলুম তখনি আর ল্যাদে ও পথ ধল্লুম না.. এই আর কি
san | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৭ | 123.201.53.3
আমার মেঘলা দিন বা বৃষ্টিদ্দিন দেখলে ঘুরতে যেতে আর সারাদিন ঘুরেঘুরে বেড়াতে মহা ইচ্ছে হয় ঃ-))
aranya | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৬ | 144.160.98.31
ল্যাদালোচনা ভঙ্গ করে আমি ব্রতীন-এর জন্য একটা আশীর্বাদ রেখে গেলাম, সোঁদরবনে যেন বাঘের দ্যাখা পায় (এবং ছোঁয়া না পায় ঃ) )
Tim | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৬ | 71.62.121.158
আমি বাপু অনেক কষ্ট করে পড়ছি, আমারে বেশি কিচু লিখতে বোলোনা। ঐ অক্ষই বলে দিক যা বলার। বা অপ্পন।
d | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৬ | 117.195.33.208
কিন্তু ছুটিরদিন সকালে উঠে ঝলমলে রোদ্দুর দেখলেই তো আমার মনে হয় একটা ব্যাকপ্যাক নিয়ে বেড়িয়ে পড়ি। এই অক্ষটা মহা বোরিং তো।
a x | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৫ | 76.247.246.200
তেকোনা এই যে দেখুন, আপনি একটা ডিসিশন নিলেন, এর থেকেই স্বতঃসিদ্ধ যে আপনি ল্যাদ খাচ্ছেন না। আমাকে দেখুন, টাইপ করতে হয় তাই করেই চলেছিল, আদৌ ভেবে করছি নাকি? একেই বলে ল্যাদ। এ যেন আমি করছি না, আমাকে দিয়ে কেউ করিয়ে নিচ্ছে। সাধনা, সাধনা।
tkn | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৫ | 122.162.42.221
স্যান, তোরটা হল ওয়াক অ্যান্ড টক কেস। অভিষেকের ফ্যান না আইডিয়ার?
Tim | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৫ | 71.62.121.158
এসব চাইল্ড ছাইকোলজির ব্যাপার। বাচ্চাদের সামনে বলতে নেই ওরা বাচ্চা, এতে ওদের মনে লাগে। তাই কেউ বলেনা। রাঙাদা কিনা পুরোনো যুগের লোক, তাই বলে দিলো।ঃ)
tkn | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৪ | 122.162.42.221
টিম, আমি তো সবে তিনবার ফিরিনা বল্লুম আর এরা যে সকলে মিলে তিনশো বার ল্যাদ কারে কয় বোঝাচ্ছে, তার বেলা??
san | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৪ | 123.201.53.3
আমি তাইলে বড় হয়ে সিপ্রোম্যা হব !!!
( আমি কক্ষনো না হেঁটেচলে ফোনে কথা বলতে পারিনা, একজায়গায় বসে তো কিছুতেই পারিনা, এইজন্য কোন ল্যান্ডলাইন থেকে ফোং করলে তিনমিনিটে কথা শেষ করে দিই )
দমদি ঠিক বলেছ। না ঘুমিয়ে শুয়ে থাকাটা একটা রিয়েল অসহ্য ব্যাপার। একমাত্র মাইগ্রেন টাইগ্রেনের কেস না হলে ।
Bratin | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৩ | 117.194.96.230
এ তো করে ও ল্যাদখোর হিসাবে আমি কল্কে পাচ্ছি না ঃ-((
tkn | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৩ | 122.162.42.221
অক্ষর সঙ্গে তক্ক কত্তে চাইলেই কত্তুম, কিন্তু যা ল্যাদ, থাগ্গে
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন