এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১৯ নভেম্বর ২০০৯ ০৪:৫৬ | 71.62.121.158
  • না না, নানাবিধ সব্জিসহযোগে একটাই ডাল (মুসুর)।ঃ-)
  • m | ১৯ নভেম্বর ২০০৯ ০৪:২৫ | 173.26.17.106
  • নানাবিধ সব্জি সঙ্গে নানাবিধ ডাল- নাকি নানাবিধ সব্জি সহযোগে একটাই ডাল নাকি একটাই সব্জি আর অনেকরকম ডালঃ)
  • Tim | ১৯ নভেম্বর ২০০৯ ০৪:০৯ | 71.62.121.158
  • মিক্সড ভেজি ডাল। ঃ-)
  • m | ১৯ নভেম্বর ২০০৯ ০৪:০০ | 173.26.17.106
  • ডালে আপেল,কলা শুকনো ক্র্যানবেরি,রসালো খেজুর,ধনেপাতা,পালং ইত্যাদি দিয়ে খুব হেলদি টাইপের বানিয়েছো আশা করিঃ)
  • Tim | ১৯ নভেম্বর ২০০৯ ০৩:৪৮ | 71.62.121.158
  • একটা ভীষণরকম হেলদি ডাল। আরো কিসব করার কথা ছিলো, এখন এমন বিষ্টি হচ্ছে যে আর করতে ইচ্ছে হলোনা। বরং একটু ঘুম পাচ্ছে। আর আপ্রাণ চেষ্টা করছি জেগে থাকার। ঃ-)
  • rimi | ১৯ নভেম্বর ২০০৯ ০৩:২৬ | 168.26.215.135
  • আরে আরে একি কান্ড!! আমি ভাবতাম আমিই একমাত্র বাঙালী মেয়ে যে কোনোরকম অপরাধবোধ কিম্বা হীনমন্যতা ছাড়াই প্রচুর খেতে পারে!!

    যাক, অ্যাদ্দিনে একজন জুড়ি পাওয়া গ্যালো! ঃ-))
  • Du | ১৯ নভেম্বর ২০০৯ ০৩:২৩ | 65.124.26.7
  • কি রান্না করলে, টিম?
  • Tim | ১৯ নভেম্বর ২০০৯ ০৩:১৪ | 71.62.121.158
  • এত খাবারের কথা শুনে রান্নাই করে ফেল্লাম! কোনো মানে হয়?
  • a x | ১৯ নভেম্বর ২০০৯ ০২:৩২ | 143.111.22.23
  • একান্তে মানে কাছাকাছি অর্থেই লিখেছিলাম তো! উফ্‌ফ্‌ একটু ঝিমোতেও দেবেনা।
  • Sayantan | ১৯ নভেম্বর ২০০৯ ০২:২৭ | 159.53.46.141
  • বাজে পিজে। ইগনোর।
  • Sayantan | ১৯ নভেম্বর ২০০৯ ০২:২৫ | 159.53.46.141
  • একান্তে, না কাছাকাছি?
  • Sayantan | ১৯ নভেম্বর ২০০৯ ০২:২৩ | 159.53.46.141
  • (স্বগতঃ - ভালোমন্দ খাবারদাবারের কথা শুরু হলেই অকোদা চপল হরিণের মত ভাগলবা হয় কেন কি জানি!)
  • a x | ১৯ নভেম্বর ২০০৯ ০২:২৩ | 143.111.22.23
  • হ্যাঁ হ্যাঁ, আমার ভুঁড়ি ও হৃদয় এই মুহুর্তে খুবই একান্তে।
  • aka | ১৯ নভেম্বর ২০০৯ ০২:২০ | 168.26.215.13
  • আমার টপ পারফরমেন্সের প্রায় কাছাকাছি। আমি বিস্ময়ে হতবাক হয়ে চল্লুম। বাব্বাই। ঃ))
  • m | ১৯ নভেম্বর ২০০৯ ০২:১৮ | 173.26.17.106
  • না না অক্ষ,এই তো খাবার বয়েস- যা খেতে ইচ্ছে করে আমি তাই খাই-
    খেয়ে নাও/নিই দুদিন বইতো নয়!!
  • Sayantan | ১৯ নভেম্বর ২০০৯ ০২:১৮ | 159.53.46.141
  • এরকম খাওয়ার পর শুধু একান্তে পরিতৃপ্ত একটি উদ্‌গার আর জবরদস্ত একটা ঘুম। আহ্‌!
  • m | ১৯ নভেম্বর ২০০৯ ০২:১৬ | 173.26.17.106
  • তিমি,
    ভাত রুটি খেতে ইচ্ছে করলো না( মানে বানাতে)।ওটাই ছিলো খেয়ে ফেল্লাম।আর এই বুড়ো বয়সে আবার ডায়েট কি?ঃ)
  • Tim | ১৯ নভেম্বর ২০০৯ ০২:১২ | 71.62.121.158
  • সত্যিই কথা কইতে পারছেনা। মানে এইতাই অক্ষর লিমিট। ঃ-)
  • m | ১৯ নভেম্বর ২০০৯ ০২:১২ | 173.26.17.106
  • অক্ষ, একটু গড়িয়ে নাও- নয়তো অম্বল হয়ে যাবেঃ)
  • a x | ১৯ নভেম্বর ২০০৯ ০২:১১ | 143.111.22.23
  • তাই বলে ম কে হতবাক হয়ে যেতে বলেছি নাকি?!
  • Tim | ১৯ নভেম্বর ২০০৯ ০২:০৮ | 71.62.121.158
  • দুবার কাল্লিখেছি।
  • pi | ১৯ নভেম্বর ২০০৯ ০২:০৮ | 128.231.22.89
  • আমার তিনদিনের। :|
  • Tim | ১৯ নভেম্বর ২০০৯ ০২:০৭ | 71.62.121.158
  • মামী কি হাইফাইডায়েটে আছে? শুদুই বাফেলো উইং? ঃ)

    আমি অবশ্য এখন তিনটে সিঙারা খাবো। ঃ)
  • Tim | ১৯ নভেম্বর ২০০৯ ০২:০৬ | 71.62.121.158
  • এটা প্রায় আমার তিনবারের খাবার হলো। এইজন্য এরা কাল দশটা লুচিকে এত অবজ্ঞা কচ্ছিলো কাল! ঃ-(
  • a x | ১৯ নভেম্বর ২০০৯ ০২:০১ | 143.111.22.23
  • প্রথমে নীচে গিয়ে চিকেন কেসেডিয়া, চারো বীনস, ভাত একগাদা টম্যাটো, গুয়াকামোলে সব খেলাম। তাপ্পর একজন মেডিটেরিয়ান খাবার বায়না ধরল, তো আমি ভাবলাম ঠিক আছে আমি নাহয় বসে দুটো বাকলাভা খাব। ফিরে এলাম গোটা তিনেক মাছ ভাজা, ৪টে ফলাফল, একগাদা আলুকাবলি, আঙ্গুরপাতা মোরা ভাত, দুটো কাবাব, তিনটে বাকলাভা আর দুটো বড় সাইজের তরমুজের টুকরো পেটে পুরে। :-|

    এখন প্লিজ আমাকে আর কথা কইতে বলনা।
  • m | ১৯ নভেম্বর ২০০৯ ০২:০১ | 173.26.17.106
  • আমি তো ভাত রুটি দোসা কিছুই খাই নি- তিনটে ছোট মত বাফেলো উইং চিবিয়ে আধখানা বেদানা খেয়ে কোনোমতে পেটে কিল মেরে বসে আছিঃ(((

    কি সংযম দেখেছো!!!!
  • Tim | ১৯ নভেম্বর ২০০৯ ০১:৫৯ | 71.62.121.158
  • এসব কোথায় পাওয়া যায়? আঙ্গুরের পাতা মুড়েই বা রাখে কেন? কি খিদেটাই না পেয়েছে। খালি দুটো হালকামত দোসা খেয়েছি সকাল থেকে। ঃ-(
  • a x | ১৯ নভেম্বর ২০০৯ ০১:৫৭ | 143.111.22.23
  • সুরা? নাহ্‌ সবে আঙ্গুরের পাতা মোড়া টকটক ভাত খেয়েছি, এখনও ফার্মেন্ট করার সময় পায়নি।
  • Du | ১৯ নভেম্বর ২০০৯ ০১:৫৪ | 65.124.26.7
  • কুমিল্লার লোকজন থাকলে মাইক্যা, নইক্যা, নিদ্যা এইসব হত। প্রকাশ হত পরকাইশ্যা ঃ)
  • m | ১৯ নভেম্বর ২০০৯ ০১:৫৪ | 173.26.17.106
  • শাস্তরে নারীদের সুরাপান মনে হয় নিষিদ্ধঃ(
  • a x | ১৯ নভেম্বর ২০০৯ ০১:৫৩ | 143.111.22.23
  • ভরদুপুরে উপবাস করার কথা ছিল নাকি শাস্তরে?
  • m | ১৯ নভেম্বর ২০০৯ ০১:৫২ | 173.26.17.106
  • শেষে তুমিও!!!! ছিঃ ছিঃ তাও এই ভরদুপুরে!!!
  • a x | ১৯ নভেম্বর ২০০৯ ০১:৫১ | 143.111.22.23
  • অ ওটা নিদু ছিল? আমি এত খেয়ে এসেছি, আর তরপর এত সু আর কু দেখে আর ভাবতে পারছিনা।
  • m | ১৯ নভেম্বর ২০০৯ ০১:৪৯ | 173.26.17.106
  • নদু?তাইলে জানি নাঃ((
  • m | ১৯ নভেম্বর ২০০৯ ০১:৪৮ | 173.26.17.106
  • এই আমি ঠিক অক্ষ র পেশ্নটাই কত্তে যাচ্ছিলাম- তারপর মাথায় চিড়িৎ করে বিদ্যুৎ খেলে গেলো- নিদু মনে হয় নির্দলঃ)
  • a x | ১৯ নভেম্বর ২০০৯ ০১:৪৬ | 143.111.22.23
  • নদুটা আবার কে/কি?
  • aka | ১৯ নভেম্বর ২০০৯ ০১:০৯ | 168.26.215.13
  • মানে উনি সিস্টেমকে প্রশ্ন করছেন যার মধ্যে লালগড় একটা স্পেসিফিক ইস্যু।
  • aka | ১৯ নভেম্বর ২০০৯ ০১:০৬ | 168.26.215.13
  • কি মুশকিল। উনি তো শুধু এই একটা ইস্যুর কথা বলেন নি। তুমি তোমার পছন্দ মতন একটা বেছে নিয়েছ। ভালো করে ভিডিওটা দেখো উনি বলেছেন ইউপিএ সরকারের সাথে আমার x,y,z ইত্যাদি ইস্যুতে দ্বিমত আছে। তার কি হবে? আমাদের নেত্রী মমোদিদিকে বলেওছি কিন্তু উনি আমাকে সিরিয়াসলি নেন নি।

    তো উনি কি জানতেন না যে এরকমই হয়। এমনকি ওনার দলের মধ্যেও এই অবস্থা হতেই পারত। সাংসদ হবার পরে বুইতে পেরেছেন বললে আর কি বলব ভেবে পাচ্ছি না।
  • Tim | ১৯ নভেম্বর ২০০৯ ০১:০৫ | 71.62.121.158
  • ওগুনো সব লাল মশা। ঃ)
  • Tim | ১৯ নভেম্বর ২০০৯ ০১:০৪ | 71.62.121.158
  • বাহ্‌, আপাতত পষ্টভাবেই তো অবিশ্বাস করছি। বাকিদের সাথে সমানভাবে। তো সেদিক থেকে কু-ই হলো। তবে ইউনিফর্ম কু। এক্ষুনি বাতিল করে দেওয়ার মত কু নয়। প্লাস অনেকের থেকে ভালোই। কেজানে, ঐ সিটে একদিন যদি মদন মিত্র বসে পড়ে, তার থেকে তো অনেক ভালো! ঃ)
  • pi | ১৯ নভেম্বর ২০০৯ ০১:০৩ | 128.231.22.89
  • এবং আপাতত কাটিতে হইবে। মশক কাটিতং।
  • pi | ১৯ নভেম্বর ২০০৯ ০১:০১ | 128.231.22.89
  • পষ্টভাবে 'কু' দেখতে না পেলে পষ্টভাবে 'ফালতু অ্যাটেনশন পাবার চেষ্টা' একথাও বোধহয় বলে দেওয়া যায় না ঃ)
  • pi | ১৯ নভেম্বর ২০০৯ ০১:০০ | 128.231.22.89
  • তৃণমূলী বা কংগ্রেসী ইস্তেহারে কোথাও লেখা ছিল, দেশের আদিবাসী উপজাতি অধ্যিষিত এলাকায় এইভাবে সামরিক অভিযান শুরু করা হবে ?
  • Tim | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৫৯ | 71.62.121.158
  • না, আমি সু বা কু কোনোটাই দেখছিনা। সু দেখতে পাচ্ছিনা কারণ বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ঐ ন্যাড়াদা যা বললো সেই কারণে। কু-ও দেখছি না তার কারণ ওনার থেকে অনেক বাজে লোক (যদি ধরেই নি যে কিছুটা কু আছে, তক্কের খাতিরেই) পলিটিক্সে আছে, আর গায়ক হিসেবে পছন্দও করি। এখনই জঘইন্য বলে দেবার সময় আসেনি।
    তবে যেকোনো লোকেরই ফালতু অ্যাটেনশান পাওয়ার চেষ্টা দেখলে বিরক্ত হই। সে তিনু/মাকু/নকু/নিদু যাই হোক। ঃ-)
  • Bratin | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৫৯ | 117.194.97.55
  • pi, তার একটা কারন হল 'গায়ক সুমন','লেখক সুমন','বিপ্লবী সুমন' কে লোকে এখন ও ভালোবাসে। তাই তার কাছে expectation ট একজন সাধারন রাজনৈতিক নেতা র কাছ থেকে অনেক বেশী।
  • pi | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৫৭ | 128.231.22.89
  • তৃণমূলের হয়ে দাঁড়ানোর সময় তারা উইপিএ র শরিক হবে এবং ইউপিএ এরকম যৌথবাহিনী পাঠাবে সে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছিলো ? জাস্ট জানতে চাইলাম ঃ)
  • kd | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৫৪ | 59.93.209.73
  • সুমনের বক্তব্যে মনে হচ্ছে যে ভারতীয় লোকসভায় কেউ পার্টির মতের বিরুদ্ধে জেতে পারেন না। তাই যদি হয় তাহ'লে লোকসভায় সব সদস্যের উপস্থিতির কী প্রয়োজন? শুধু পার্টি লীডারেরা গিয়ে প্যাকেজ ভোট দিতে পারেন। সেই সময় সাংসদ নিজের এরিয়ায় থেকে জনসেবা করতে পারেন।

    ডিঃ আমি কোনমতেই ভারতীয় রাজনীতির সমালোচনা করছি না - আমি সত্যিই অজ্ঞ। আমেরিকার সংসদে সদস্যেরা নিজের ইচ্ছেমত ভোট দিতে পারেন, কোন বাধ্যবাধকতা নেই - আমি তাই দেখেই অভ্যস্ত।
  • aka | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৫৩ | 168.26.215.13
  • এবং আমি দেখতে পাচ্ছি ঠিক এই অডিয়েন্সটাকেও ধরার জন্য উনি লালগড় টড় বলেছেন।
  • pi | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৫১ | 128.231.22.89
  • টিম ভায়া, রাগ করছি এ লেবেলিং আমার উপরেই আগে লাগানো হয়েছে ঃ)
    সুমনের ব্যবহার ইনকন্সিস্টেন্ট , এই লেবেলিং ও আগে এসেছে, তারপর ও সেজন্য ই সেটা নিয়ে এত কথা এসেছে ঃ)

    ব্যাপারটা এই ভাবে বলি বরং।
    আজকের পোস্টগুলি ধারাবাহিক ভাবে দেখলে এটাও বোধহয় বলা যায় ঃ)
    সুমনের সব কিছুতেই কু-মন দেখতে পাচ্ছে লোকজন । আর তখন আমার তাই নিয়ে একটাও পোশ্নো করা যাবে না। করলেই আমি খালি লেবেলিং করি ঃ(

    হ্যাঁ, এতদিন যখ্‌ন লালগড় নিয়ে উনি মুখে কুলুপ এঁটে ছিলেন, তখন আমিও ওনার মধ্যে অনেক কু দেখতে পাচ্ছিলাম। এবং ওনার আগেকার সব কথাবার্তা কাজকম্মের সাথে ভীষণরকম ইন্‌কন্সিস্টেন্সি পাচ্ছিলাম। এবং বেজায় রাগ হচ্ছিলো। এখন হচ্ছে না। এটাই হলো কথা ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত