আমি তো শুধু সার্ভিস ইন্ডাস্ট্রিতে হনু আর্কিটেক্টদের দেখেছি, তাঁরা রিয়েলি ইম্প্রেসিভ। হাওয়ায় ক্যাসল বানাতে পারদর্শী।
Bratin | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৫৩ | 125.18.17.16
এখন পরিবর্তিত পরিস্থিতি তে কেউ আর শুধু 'ম্যানেজার'( মানে 'মানে নেই যার') চাইছে না। সবাই চাইছে 'working manager' ঃ-))
nyara | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৫২ | 24.4.99.4
সরি, অরিজিত না অর্পণ হবে।
nyara | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৫২ | 24.4.99.4
অরিজিত, আর্কিটেক্টদের বদনাম কোরোনা। মানে যাদের ঐসব কাজ করতে হয়। খুব খাটনির কাজ।
Arijit | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৫১ | 61.95.144.122
তাই জন্যেই তো ঘুম কমেছে। না ঘুমিয়ে ভাবছি কি করলে ছুঁড়িরা বলবে না;-)
Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৪৯ | 216.52.215.232
বালাই ষাট, আর্কিটেক্টের কাজ তো ভাল। মাঝে মাঝে বিদেশ ভ্রমণ। পিপিটি বানিয়ে ক্লায়েন্টরে জপাও। তারপরে সেই ল্যাটা ডেলিভারি টিমকে অরপণ করে নিশ্চিন্তে পাঁচটার সময় বাড়ি যাও। মাঝে মাঝে অর্গ লেভেলে সেমিনার, কোডিং কনটেস্ট ইত্যাদি কর। খুচখাচ হোয়াইট পেপার।
ফেল্টু ব্যবসাতেও আমার ব্যক্তিগত ও পারিবারিক অভিজ্ঞতা খুব স্ট্রং। কেউ পয়সা ঢাললেই আবার ব্যবসা খুলি ও ওল্টাই।
dipu | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৪৬ | 207.179.11.216
আমি মুখুজ্জেদাদু বলব কিনা বিবেচনা করছি।
Arijit | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৪৫ | 61.95.144.122
আমারে পোশশুদিন অ্যাডল্যাবসের সামনে একটা ছোঁড়া "আংকল' বলেছে। সেই থেকে আমার ঘুম কমে গেছেঃ-(
h | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৪৪ | 61.95.144.10
আশীর্বাদ রইলো, যতটুকু বুজেছি, এর চেয়ে বেশি গতি হওয়ার কথা নাঃ-) তবে আর্কিটেকটিং লাইনে এগোতে পারো।সরকারী ভাবে তার 'প্রেস্টিজ' ম্যানেজারির মত। বেসরকারী ভাবে সেটি সরকারী প্রতিশ্রুতি মাত্র। অসংখ্য অদ্ভুত লোকজন চারিপাশে সম্পূর্ণ ভুল বা মিথ্যা বা ভীতির কারণে অর্ধসত্য ছড়াবে সেই নিয়া ঘর করবা। সব-ই অদৃষ্ট। পারলে এসো না। বিদেশে থেকে ভালো বাংলা লেখো। দেশের ও দশের কাজে দেবে। সিরিয়াসলি।
তবে একটা কথা না বললে মিথ্যাচার হবে। আমি গত চাকরী তে একটি অসাধারণ কচি ম্যানেজার, এবং এই চাকরি তে একটি অসাধারণ বৃদ্ধ ম্যানেজার কাম আর্কিটেক্ট এর সংগে কাজ করলাম। হিউজলি রিফ্রেশিং। অনেক শিখেছি। মানে প্রথম প্রথম থই পেতাম না, তার পরে লেখা পড়া করে একটা জায়গায় পৌঁছলাম। ভাল্লেগেছে। রেয়ার কেস।
nyara | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৪৪ | 24.4.99.4
আরে নীচু পোস্ট কি শুধু সার্ভিস কোম্পানিতে থাকে নাকি? যেদিকে চাই সাগর শুকায়ে যায়।
san | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৪৩ | 170.252.160.1
ন্যাড়াদা দেশে ফিরে একপিস ব্যবসা খোলেন না ক্যান ?
Bhuto | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৪৩ | 203.91.193.50
আজ বোধিদা একটু স্বাস্থ্যবান হয়েছে বলে যারা গোলগাল ইত্যাদি বলে অশ্রদ্ধা করছে তারা জানেনা প্রথম যৌবনে বোধিদাও ছিপছিপে ছিল। আর তাদের যখন গোল চেহারা হবে তখন তারাও কষ্ট পাবে লোকে বললে। (আহ চোখে জল চলে এল...ফোঁস)
Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৪৩ | 204.138.240.254
তো, আপনি কেন খামোখা সার্ভিস ইন্ডাস্ট্রিতে ঢুকবেন? কে কিলোচ্ছে?
nyara | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৪১ | 24.4.99.4
কিন্তু নীচু পোস্ট? ওটা তো বয়েই চলছি। কোম্পানির বেস কবে থেকে শক্ত করে আসি্ছ!
Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৩৯ | 216.52.215.232
কেন, ন্যাড়াদার তো দিব্যি ছিলিম চেহারা।
Arijit | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৩৮ | 61.95.144.122
আমি সুপারক্যালাফ্রেজিলিস্টিকএক্সপিয়ালোডোশিয়াস বলতে পারি;-)
h | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৩৮ | 61.95.144.10
ওয়ার্ল্ড ট্রাভেলিং খুব ভালো পফেসন। সুদু একটি পুঁজিবাদী টিভি চ্যানেল চাই। অথবা থিয়োরী করতে পারিস। জেনে রাখবি, কনফারেন্স সব সময়ে ভালো ভালো রিসর্টে হয়, আর সমস্ত তাত্বিক আলোচনা ই, যেকোন সিভিল আলোচনার মতই, যেমনটি হওয়া উচিত, বিভিন্ন ভালো ওয়াইন আর স্পিরিট আর শট দিয়ে শেষ হয়।
nyara | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৩৬ | 24.4.99.4
তবে আমি চমৎকার ইংরিজি জানি। আমি ফ্লকসিনসিনিহিলিপিলিফিকেশন উচ্চারণ করতে পারি।
nyara | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৩৫ | 24.4.99.4
আমি হনুর বাড়িয়ে-বলা বর্ণনা করে বুঝলাম দেশে গিয়ে আমাকে আপিশের রেসিডেন্ট ক্লাউন বা পাড়ার পাগলা জগাই হয়ে থাকতে হবে।
h | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৩৪ | 61.95.144.10
বয়সকালে কী না হয় ঃ-) আর তাছাড়া কী করে সয় হবে, শুধু ভাষার সমস্যা হলে হত, কিসুই তো বোz-এ না। কোন ধারণাই তো নাই, অনেক ঘেঁটে দেখলাম, বুড়ো হলে অন্ততঃ একটা লজ্জা হওয়ার চান্স বেশি।
Arijit | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৩০ | 61.95.144.122
হুম্ম্ম্ম্ম। আমারে অ্যাঃপ্রোঃম্যাঃ গ্রেড দিসিলো সিটিএস। ১১ বছরে। অবিশ্যি তার শেষ ছয় বছরকে পুরোপুরি "ইন্ডাস্ট্রিয়াল' হিসেবে এরা দেখে না মনে হয়। আমি ভেবে দেখলুম বড় জাহাজের ক্র্যু মেম্বর হওয়ার চেয়ে ছোট জাহাজের সেকেন মেট হওয়া ভালো।
san | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৩০ | 170.252.160.1
যাগ্গে। আমার ম্যানেজার বা টেকি কিছু হওয়ারই শখ নেই , রাদার ভবঘুরে হতে পারলে ভাল হত ঃ-)
Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৩০ | 204.138.240.254
কী খ্যাও, কী খ্যাও। লোকে ভুলভাল ইংরিজিতে পোমোশন বাগিয়েছে সহ্য হচ্ছে না। ;-)
san | ১৮ নভেম্বর ২০০৯ ১২:২৯ | 170.252.160.1
হনুদার কী দাবি, যারা তিরিশে ভুল ইংরিজি লেখে তারা পঁয়তিরিশে ঠিক লিখবে ? ঃ-))))))
Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ১২:২৮ | 216.52.215.232
ডেম্যা বা গ্রুপ্রোম্যা।
Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ১২:২৭ | 204.138.240.254
না। সিটিএসের প্রোম্যা গ্রেড ইনফির ডেম্যা গ্রেডের সমন।
Arijit | ১৮ নভেম্বর ২০০৯ ১২:২৫ | 61.95.144.122
নর্মালি কত বছরে প্রোম্যা গ্রেড দেয়? মানে অ্যাভারেজ? আর এটা কি সব দোকানেই স্ট্যান্ডার্ড?
h | ১৮ নভেম্বর ২০০৯ ১২:২৪ | 61.95.144.10
ইনফি কেন সর্বত্রই প্রায় তাই। পুঁচকে দুগ্ধ পোস্য গণ অসহ্য ভুল ইংরেজিতে ম্যানেজার হয়ে যত্র তত্র পোঁয়াপাকামি করে বেড়াচ্ছেন। প্রমোশন না হলে মাইনে বাড়বে না, এই আপদটি থাকায়, আর উপরের তলার লোকের চ্যালা চামুন্ডা কম পড়ায় এই মডেলটি আদিকালে চালু হয়েছিল। ধীরে ধীরে এটা সকলেই কমাবে। শুধু ইনফি না। কে না জানে, প্রথম দিক কার ইমিগ্রান্ট রা শেষের দিকে ইমিগ্রেশন কমানোর কথা বলেন ঃ-), একটি ম্যানেজমেন্ট সার্ভেতে, সম্প্রতি বেরিয়েছে যে হায়ারার্কি রেশনালাইজেশন করা দরকার। এটার দুটো মানে এক। নতুন পোমোসন দিয়ো না। দুই। উপরের দিকে লোক কমাও। সকলেই জানে কোনটি গৃহীত হবেঃ-)
এদিকে খুব দুঃখের কথা, আমার এখনো আপিসে হনুমত কেউ একটা হওয়া হল না, বিভিন্ন সাইজের বিভিন্ন বয়সের লোকজন, নীচু পোস্টের কারণে, কি রকম একটা অছেদ্দা করে কথা কয়, আর যারা ক্লেম করে তারা শুভার্থী, তারা কথায় কথায় মোটা গোলমত বলে হাসে। সব-ই অদৃষ্ট।
Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ১২:২৩ | 204.138.240.254
প্রোজেক্ট ম্যানেজমেন্ট একটা ওয়াইড স্পেক্ট্রাম ডিসিপ্লিন। আপনি একটা তিনজনের টিম লিড করলেও আপনাকে কিছু ন্যূনতম প্রোজেক্ট ম্যানেজমেন্ট টাস্ক করতে হবে। আপনার ইচ্ছে থাকুক বা না থাকুক। তার মানেই সে খাতায় কলমে ম্যানেজার নয়।
ইনফিতে ছিলাম বলে জানি ওখানে ডেজিগনেশনগুলো কী কী। দারুণ ভালো রেটিং ইত্যাদি থাকলে লোকে ছয় থেকে সাত বছরের মাথায় প্রোম্যা গ্রেড পায়। যদি না বিজনেস স্কুল থেকে জয়েন করে। হয়ত সেটাই মিন করেছে এদেরও টেকনিকাল ফিল্ডে বছর কয়েক কাটানো দরকার। নয়ত আরেকটা সম্ভাবনা হল রিপোর্টাররা যা বুঝেছে তাই লিখেছে।
Arijit | ১৮ নভেম্বর ২০০৯ ১২:১৮ | 61.95.144.122
তবে লোকে ম্যাঞ্জার হতে চায় এটা ঘটনা। সিটিএস আমাকে একটা ফর্ম পাঠিয়েছিলো ভর্তি করার জন্যে - তাতে নিজের আকাঙ্খা সংক্রান্ত কিসব লিখতে হয় - তো যে ফর্মটা পাঠিয়েছিলো সেটা অন্য কারো ভত্তি করা ফর্ম - তাতে ছিলো আল্টিমেট গোল হল প্রো ম্যা হওয়া।
Arijit | ১৮ নভেম্বর ২০০৯ ১২:১৪ | 61.95.144.122
আমি যখন টিসিএসে ছিলুম তখন তো ম্যাঞ্জার ছিলো না - ছিলো মডিউল লীড, প্রজেক্ট লীড, গ্রুপ লীড ইত্যাদি। সেখেনে কিন্তু বছর তিনেক থেকেই কোড কম, আইপিএমএস বেশি, এবং মোটামুটি চার বছরের পরেই অনেকে প্রোজেক্ট লীড হয়ে যেত। আমার কন্টেম্পোরারিরা অনেকে এখন ওই জিএল ফিএল হয়ে গেছে।
nyara | ১৮ নভেম্বর ২০০৯ ১২:১৪ | 24.4.99.4
তাহলে ইনফোসিসের ঐ কথাটার মানে কী?
nyara | ১৮ নভেম্বর ২০০৯ ১২:১৩ | 24.4.99.4
ইউএসবি টু ইথারনেট পাওয়া যায়। USB Ethernet adapter দিয়ে সার্চ করলে অনেক কিছু আসবে।
Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ১২:১২ | 204.138.240.254
চার বছরে বড় জোর প্রোজেক্ট লিড/টেক লিড টাইপের রোল পায়।
Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ১২:১২ | 204.138.240.254
না করত না। যদি না আইআইএম থেকে বেরোয়।
nyara | ১৮ নভেম্বর ২০০৯ ১২:১১ | 24.4.99.4
না, না। ওসব গল্প নেই। আমি ওর থেকে শতহস্ত দূরে। আর চাইলেও আমাকে কেউ ডেলিভারি ম্যানেজার-ফ্যানেজার দেবে না। তবে দেশে দেখি সবাই ম্যানেজার হতে চায়। সেদিন পড়লাম ইনফোসিস খুব গম্ভীরভাবে বলেছে ৪ বছর টেকি এক্সপিরিয়েন্স না হলে কাউকে ম্যানেজার করবে না। মানে এদ্দিন করত। বোঝো কান্ড!
Arijit | ১৮ নভেম্বর ২০০৯ ১২:০১ | 61.95.144.122
ন্যাড়াদা - কব্জি ডুবিয়ে কাজ করা পছন্দ হলে ডেলিভারি ম্যানেজার ব্যাপারটা ভালো নাও লাগতে পারে।
Arijit | ১৮ নভেম্বর ২০০৯ ১১:৫৯ | 61.95.144.122
কি জানি শুনি নাই। তবে আমার একখান কেব্ল মোডেম ছিলো - সেটা থেকে ইউএসবি পোর্টে কানেক্ট করা যেত। আমি অবিশ্যি মোডেমের সাথে ওয়্যারলেস রুটার লাগিয়ে হোম নেটওয়ার্কিং করে রেখেছিলুম।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন