অপ্পন আমার ব্যাটারী পার্সেন্টেজ জেনে আর কিছু কইলে না যে? নতুন কিনেগা কি নেহি কিনেগা?
r | ১৭ নভেম্বর ২০০৯ ০০:২৮ | 219.64.76.78
দু-কে যেটা বলার ছিলঃ ভিডিওটা ব্যাপক। আরও একটু লম্বা হলে আরও ভালো লাগত। অনেকদিন আগে রবীন্দ্রসঙ্গীতের স্টাফ নোটেশন নিয়ে কথা হয়েছিল মনে আছে? একটা বই পেয়েছি। কোনো এক সমর দত্তের করা। অসম্ভব হাস্যকর ও ভুলভাল বইটার প্রোডাকশন। কিন্তু সুর তালটা ঠিকঠাকই করেছেন মনে হয়। অন্ততঃ দু তিনটে গানের স্যাম্পল দেখে।
Arpan | ১৭ নভেম্বর ২০০৯ ০০:২৪ | 122.252.231.12
না। বিদায়বেলায় এসে হঠাৎ বিধির বাঁধন ভাঙব আমি এমন শক্তিমান বোধ জাগ্রত হওয়ায় আমি হতচকিত হয়ে পড়েছি। ঃ)
Du | ১৭ নভেম্বর ২০০৯ ০০:২২ | 65.124.26.7
পাত্তা দেবার জন্যই তো গান শুনতে চাইছে। এনারা কি সুমনের শ্রোতা?
Arpan | ১৭ নভেম্বর ২০০৯ ০০:১৮ | 122.252.231.12
কমরেড। পেয়ে যাবেন। একটু সবুর করুন।
a x | ১৭ নভেম্বর ২০০৯ ০০:১৫ | 143.111.22.23
ঃ-)) এত আমাদের স্কুলের ১১/১২ তে কেমিস্ট্রি ল্যাব করার মত। যেহেতু এক বিল্ডিং থেকে আরেক বিলিডিংএ যেত হত, সকালের অ্যাটেন্ডেস আর বিকেলের অ্যাটেন্ডেন্স অনেক সময়ই মিলতনা।
aka | ১৭ নভেম্বর ২০০৯ ০০:১৫ | 168.26.215.13
কমরেড অপ্পন, র আবাপতে প্রণব বর্ধনের সাথে শিল্পমন্ত্রীর একটা কথোপকথন বেরিয়েছিল। কবে মনে আছে। এট্টু দরকার ছিল।
aka | ১৭ নভেম্বর ২০০৯ ০০:১২ | 168.26.215.13
বাঙালীদের উনি আণ্ডারএস্টিমেট করছেন। বিকেলে ফেরার সময়েও সই করা চালু করুন। দুকুরে লাঞ্চের সময় ইত্যাদি।
r | ১৭ নভেম্বর ২০০৯ ০০:১২ | 219.64.76.78
মাইরি! সারা দিনরাত ধরে পাবলিক খুচুরখুচুর করে মাকুনকুতিনু চালিয়ে যাচ্ছে। তোমাদের শূলবেদনা হয় না গা?
Arpan | ১৭ নভেম্বর ২০০৯ ০০:০৭ | 122.252.231.12
আজ্জো, নিউজ অব দ্য ডে এইগুলির কোনটাই নয়। পঃবঙ্গের অর্থমন্ত্রী জানিয়েছেন কর্মসংস্কৃতি (দাড়িদাদুর ভাষায় কর্মনিষ্ঠা) ফেরাতে তিনি বদ্ধপরিকর। সরকারী কর্মচারীরা ১৫ মিনিট দেরিতে পৌঁছলেই নাকি খাতায় লাল কালির ঢ্যাঁড়া পড়বে। ঃ- O
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ২৩:৫৬ | 122.252.231.12
হ্যা, মানে ছোট মেজ নেতারাও নাকি বলতে শুরু করেছিল। ঃ-))
aka | ১৬ নভেম্বর ২০০৯ ২৩:৫৪ | 168.26.215.13
ছোটবেলায় দাদার চোর পুলিশ খেলার সময় আমাকে পুলিশ থানা পাহারা দেবার গুরুত্বপূর্ণ পদ দিত। পুলিশ থানা ছিলা আমাদের বাড়ির বারান্দা।
aka | ১৬ নভেম্বর ২০০৯ ২৩:৫১ | 168.26.215.13
সে তো আমি কালই বুঝতে পেরেছি। এরকম বললে কার না রাগ হয়। গান শুনিয়ে দিন। ঃ))
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ২৩:৫১ | 122.252.231.12
আর যা খবরঃ এ বি বর্ধন বলেছেন সিপিয়েমের নেতৃত্বে বদল না আনলে ২০১১ সালে ভরাডুবি আসন্ন। ;-)
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ২৩:৪৯ | 122.252.231.12
এইবার একটা স্মাইলি বসাব। ঃ)
মাইরি, আপনি একটা গান শুনিয়ে দিন এইটা লিখতে গিয়ে বহুত হাসি পাচ্ছিল।
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ২৩:৪৮ | 122.252.231.12
যা বললেনঃ
সাংসদের কোটার টাকা তাঁদের ইচ্ছেমত খরচ করার ব্যপারে ওনাকে স্থানীয় তৃণমূল নেতারা (নাম বলেছেন) প্রভাবিত করছিলেন। কৃষ্ণা বসু নাকি এইভাবে কাজ করতেন। এইটা ওনার আত্মসম্মানে লেগেছে। আরো আত্মসম্মানে লেগেছে এইজন্য যে কিছু বলতে গেলেই ওনাকে বলা হয় আপনি একটা গান শুনিয়ে দিন। উনি একজন পেশাদার শিল্পী ইত্যাদি ইত্যাদি।
তার সাথে এইটাও জুড়ে দিয়েছেন দলটার নাম তৃণমূল বলেই এইভাবে অভিযোগ করতে পারছেন। দলের উচ্চপর্যায়ের নেতৃত্বের বিরুদ্ধে তাঁর কোন অভিযোগ নেই। আর মমতাকে সিএম করার জন্য তিনি লড়ে যাবেন।
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ২৩:৪০ | 122.252.231.12
সুমনের নতুন সাক্ষাৎকার দেখাচ্ছে তারানন্দে।
d | ১৬ নভেম্বর ২০০৯ ২২:৩৫ | 117.195.35.49
"জনৈক'র গায়ে ইন্টেলি ইন্টেলি গন্দ। ঃ))
aka | ১৬ নভেম্বর ২০০৯ ২১:৫৩ | 168.26.215.13
কারা একটা আবাজ দিচ্ছিল না। হুঁ।
dd | ১৬ নভেম্বর ২০০৯ ২১:৪৭ | 122.166.83.237
না, কবি কল্পনা কিছু নেই। হদ্দম গলা, হাত ঘচাং ফু কল্লে ঐ রকম ফলক ই কত্তে হবে। উপায় কি?
সদাশিব ধনুর্বেদ টুক করে দেখে নিলাম। "কর্নি,নালীক,ও ভল্ল ইহারা পর পর বক্রাগ্র,অর্ধচন্দ্র, ... ক্ষুরপ্র,গরুড়াদি ফলা ভেদে অনেক প্রকার ভেদ হইয়া থাকে।"
d | ১৬ নভেম্বর ২০০৯ ২১:৪২ | 117.195.35.49
ডিডিদাদাভাই,
ঐগুলো তো দিল্লীর ন্যাশনাল মিউজিয়ামে তুলেছিলাম। ওখানে কত্ত অস্ত্র! আর কত্ত কত্ত কয়েন!!! আরও অনেককিছু ছিল কিন্তু আমার আর দেখা হয় নি। ঃ(
আমার তো ধারণা ছিল ভল্ল অনেকটা গদা টাইপের দেখতে, কিন্তু ধারালো, ছুঁচোলো ফলা আছে। আর সেইটা দিয়ে গেঁথে তারপর ঐ গদা টাইপ মোটা অংশটা দিয়ে ফেঁড়ে বের করে দিত। এবারে এই ধারণাটা কেমন করে হয়েছিল, তা আর এখন কিছুতেই মনে করতে পারছি না।
পুণেতে এমন কোন মিউজিয়াম আছে জানতামই না। এখন গুগলিয়ে দেখছি যে "ন্যাশনাল ওয়ার মিউজিয়াম' আছে একখানা। শীগগিরই গিয়ে দেখে আসবো।
aka | ১৬ নভেম্বর ২০০৯ ২১:৪০ | 168.26.215.13
ওটা তাহলে আমার কল্পনা। চাঁদপানা মানে একটু গোলাকৃতি না হলে আর গলা কাটা যাবে কেমন করে? নইলে লাঠির আগায় লাগানো তরোয়াল হতে পারে।
dd | ১৬ নভেম্বর ২০০৯ ২১:৩৫ | 122.166.83.237
আজ্জোদা না তো। চাঁদপানা মুখের কথা তো নাই। ভল্লাস্ত্র নিয়ে আমার ছোঁক ছোঁক ভাব অনেকদিনের। ঐ রেফারেন্স পাই নাই। কালীপোসোন্ন বাবু তো লিখলেন সহদেব প্রথমে তিন ভল্ল "নিক্ষেপপুর্বল" শকুনির দুই হাত "ছেদন" করলেন ও তাপ্পর "সর্ব্বার্বভেদকারী সুবণ্পুংখ লৌহময় ভল্ল নিক্ষেপপুর্বক " শকুনির মস্তক ছেদন করিয়া ফালাইলেন। ফলকের আকৃতি নিয়া কথা নাই।
a x | ১৬ নভেম্বর ২০০৯ ২১:৩৩ | 76.247.246.200
ঃ-)) এটা ভালো দিয়েছে।
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ২১:৩০ | 216.52.215.232
মানে চাঁদপানা ব্যপারটা।
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ২১:২৯ | 216.52.215.232
সেইটা কে বলল? বিআর চোপড়া?
aka | ১৬ নভেম্বর ২০০৯ ২১:২৬ | 168.26.215.13
হ্যাঁ শকুনি ভল্লাস্ত্রে মারা গিয়েছিলেন। অস্ত্রের মুখটা দেখতে চাঁদের মতন।
dd | ১৬ নভেম্বর ২০০৯ ২১:১৬ | 122.166.83.237
সিংগল ডি
অক্কুটে তোমার তোলা ফটোকগুলান কোন মিউসিয়ামের? জানি ও তো। পুণেতে শুছেছি একটা অস্ত্রের মিউজিয়াম আছে। দেখেছো ?
মহাভারতে ভল্ল/ভল্লাস্ত্রে যতো রথী মহারথীর মিত্তু হয়েছে অন্য কোনো অস্ত্রে ততো হয় নি। হাইয়েস্ট হিট রেট। সিংগীদার টীকাকার কয়েছেন দীর্ঘ বান। আর যোগেশ বাবু কয়েচেন একই কথা - শুধু কইলেন ধনুক ছাড়া হাত (ছুঁড়েও) নিক্ষেপ করা যায়।
কিন্তু ভল্ল/ভল্লাস্ত্রে সবাই গলা কাটা হয়ে মারা গ্যাছেন। সেক্ষেত্রে অমন বল্লমের মতন খোচালো তীক্ষ্ন ফলক তো থাকার কথা নয়।
তাইলে ?
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ২১:১১ | 122.173.182.109
নাঃ প্লাগ লাগিয়ে রাখলেও না
দু, আমিও দেখলাম ঃ-)) খুব ভাল্লাগলো। আর গোল দেওয়ার পরের বডি ল্যাঙ্গুয়েজ, কথা হবে না ঃ-))
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ২০:৫৩ | 216.52.215.232
এঃ আমি ভুলেই মেরে দিয়েছি। বাড়ি গিয়েই দেখছি। ঃ P
Du | ১৬ নভেম্বর ২০০৯ ২০:৪৫ | 65.124.26.7
ওঃ সবাই যা কমপ্লি দিয়েছেন/দিয়েছ আর মাথা তুলতে পারছি না। এলসিএম মামার গিফট ভিডিও দেখালাম, খুব খুশি সে। আমার আর্জোর মত সম্ভাবনা হলেই যথেষ্ট চলবে ;-) ।
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ২০:৩৭ | 216.52.215.232
প্লাগ লাগিয়ে রাখলেও সেঞ্চুরি হচ্ছে না?
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ২০:৩৬ | 122.173.182.109
একশো হচ্ছেই না, অর্ধেক নীল হয়েই থেমে থাকছে
d | ১৬ নভেম্বর ২০০৯ ২০:৩৫ | 117.195.35.49
অ। দেখতাসি।
হেঃ কল্লোলদা যাই বলুন, সুমন এক মহা নৌটঙ্কি, গুছিয়ে নাটক করেছে।
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ২০:৩৪ | 216.52.215.232
১০০% থেকে ০% আসতে কত সময় নিচ্ছে?
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ২০:৩৪ | 122.173.182.109
দ, পরেরবার ধনেপাতা কিম্বা পুদিনাপাতা করে মুরুক্কু খেও ঃ-))
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ২০:৩৩ | 122.173.182.109
দ স্যার, ইনি অনেক্ষন খাচ্ছেন, মাঝে মাঝে একটু আধাঘন্টাটাক খাবার না পেলেই এমন ট্যাঁ ট্যাঁ জুড়ছেন দেখে ভাবলুম ব্যাটারী গন। আর এত যে বিদ্যুৎ চমকালো তো এট্টু পাওয়ার নে!!! রোম্যান্টিক নাই হলি ঃ-(((( মালকিনের স্বভাব পায় নাই সে আগেই বুঝেছিলাম, তবে এতো যে বোকা তা বুঝি নাইঃ-((
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ২০:৩০ | 122.173.182.109
ওরে কেউ একটু রঞ্জনদার রেফাটা বোঝাও ও ঃ-(((( আমার আর একটা ল্যাপী আছে, রিসেন্ট কেনা। ভিস্তাওলা ভাইও। তার তো হেব্বি দম! অ্যাডাপ্টারের তোয়াক্কা না করেই অনেক্ষন চলে ঃ-(
d | ১৬ নভেম্বর ২০০৯ ২০:২৯ | 117.195.35.49
এঃ শালপাতা খেতে কেরম তেতোমত। শালপাতার ঠোঙায় করে কটা মুরুক্কু খাচ্ছিলাম ..... অন্যমনস্কভাবে একটু পাতাও কখন যেন মুখে চলে গেছে। .... ছ্যা ছ্যা।
তেকোনা স্যার, আপনার ল্যাপী অনেকক্ষণ খাবারদাবার পায় নি, সে তো অত রোফ্যান্টিক লয় যে বিষ্টি দেখেই "চার্জড' হয়ে যাবে ... তারে কিসু খাবার দেন।
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ২০:২৭ | 216.52.215.232
নাঃ, এ দেখি রঞ্জনদারও এক লেভেল ওপরের প্লেয়ার। ঃ-((
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ২০:২৬ | 122.173.182.109
অ্যাডাপ্টার ছাড়া এক আধঘন্টা চলতে পারে না তো অমন ব্যাটারী কি ওজন বাড়াতে লাগিয়েছে নাকি?? রঞ্জনদা কাটিংটা কি?!?
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ২০:২৬ | 216.52.215.232
মোবাইলের ওএস ওম্নিতে কীভাবে পাবে জানিনা। নিশ্চয় উপায় আছে। তবে এম্নিতে পাওয়া সোজা। নেটে গিয়ে তোমার মডেলটা খুঁজে বের করে স্পেক পড়ে ফেল। ওখানেই লেখা থাকবে।
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ২০:২৫ | 122.173.182.109
আরে! প্লাগ লাগানো আছে তো। আর সে প্লাগ খুললেই বকে বকে ঐ কথা বলছে ডানদিকের কোন থেকে ঃ-(( আর বারান্দায় বসে ওয়াইফাইং করলে ব্যাটারী ডাউন হয়ে যায় নাকি? এমন বৃষ্টিতে কে ঘরে বসে ভাটায়??? বারান্দা তবে কোন কাze লাগবে??
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন