এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tkn | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৩৪ | 122.161.63.132
  • ডিডিদা, যতক্ষনে আমি আসি ততক্ষনে ঘড়ি দুটো বাজিয়ে ফেলে... তখন আর কাকে পাই?
    ঃ-((, আজ এট্টু তাড়াতাড়ি এলুম ঃ-)
  • d | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৩৪ | 117.195.32.212
  • এঃ তেকোনা, বাল্মিকী যা রচে, তাই "রামায়ন' হয়। পরে রামানন্দ সাগর তাকে পর্দায় তুলে আনে। তুমি যাহা রচিবে তাহাই ঘটিবে দীপুবাবুর জীবনে। নির্ভয়ে শুরু করে দাও।
  • aka | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৩৩ | 168.26.215.13
  • হ্যাঁ করলেন, কোথায় কি হল কেউ দেখতেও পেল না। বক্তব্য রাখতে হলে প্রকাশ্যে ফর্মালি রাখুন কথা হবে তারপর। মেনে নেব।
  • d | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৩০ | 117.195.32.212
  • হুঁ অক্ষ'র মত আমারও এটা একটু চোখে লাগল।

    তবে এমনও হতে পারে, আমারই মত বেশীরভাগ লোকই ভেবেছে "আর একবার সাধিলেই খাইব' কেস। তাই ওটুকু বাদ দিয়েছে।
  • a x | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:২৮ | 143.111.22.23
  • সংসদে করেন নি, ক্যামেরার সামনে করলেন তো?
  • tkn | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:২৮ | 122.161.63.132
  • স্যানের প্রস্তাবটা প্রায় গ্রহণ করেই ফেলব মনে হচ্ছে ঃ-)) তবে গপ্পটা দীপুর ইচ্ছেটা জেনে লিখব না নিজের ইচ্ছেমত বানাবো তা ডিসাইড করতে পারছি না। লেকিন 'দীপালোকে ব্যাঙ্কুয়ারী', আসিতেছে আসিতেছে.....
  • a x | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:২৮ | 143.111.22.23
  • আর্য, প্যাকেজ করার তো আরো অনেক কিছু আছে, ঐ টাকা/কাজ ডিস্ট্রিবিউশন ইত্যাদি নিয়ে যা যা বলেছেন, সেগুলোই যথেষ্ট। লালগড় নিয়ে সবাই গা বাঁচাতে ব্যস্ত যেখানে, সেখানে শুধু সুবিধেবাদী পজিশন থেকে এটা বলা না বোধহয়।
  • d | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:২৭ | 117.195.32.212
  • তবে ভয়েস মড্যুলেশান ক্ষিতি গোস্বামীর থেকে অনেক ভাল। ঃ)
  • aka | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:২৭ | 168.26.215.13
  • উনিও করেননি। উনি বলছেন ওনার বিরোধীতা পেয়েছিল।
  • a x | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:২৬ | 143.111.22.23
  • হ্যাঁ আর সংসদ পদে থেকে খুব বেশি কেউ এই স্টেপটার বিরোধিতা করেনি, সেদিক দিয়ে দেখা উচিৎ। কিন্তু আমার কাছে যেটা ইন্টেরেস্টিং সেটা হল, উনি যে এটা আদৌ বলেছেন, সেটাই কোথাও মানে প্রিন্ট মিডিয়াতে বেরিয়েছে কি? এখানেও যা আলোচনা হয়েছে, তাতে দেখিনি। গিটার, গান, অতিথি, ইস্তফা সব কিছুর মধ্যে যৌথবাহিনী নিয়ে ওনার পজিশনটা মিডিয়া চেপে গেল কেন?
  • aka | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:২৫ | 168.26.215.13
  • উনি কি জানতেন না দলের হয়ে দাঁড়ালে এমনই হয়? পাড়ার ভোটেই হয়।

    সমস্যাটা দুধুভাতুর, প্যাকেজ করেছেন লালগড় টড় ইত্যাদি বকে।
  • pi | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:২১ | 128.231.22.89
  • কথাটা তো জাস্ট সিরিয়াসলি নেবার ব্যাপারেই নয়।
    উনি সিরিয়াসলি চিদাম্বরমের এই কাজের বিরোধিতা করতে চান। অথচ উনি সংসদে বসছেন চিদুবাবুর দলের শরিক হয়ে। এবং মুখ খুলতে পারছেন না। এই সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তোলাটা কি শুধুমাত্র অ্যাটেনশন সিকিং সমস্যা ?
  • Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:২০ | 122.252.231.12
  • বলেছেন সে তো খুব স্বাভাবিক। কিন্তু সেই অবস্থানটায় অনড় থাকলে ভালো লাগত।
  • d | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:২০ | 117.195.32.212
  • এই গানগুলো নিয়ে খুব হইচই হচ্ছে। আমার শুনে তেমন আহামরি কিছু লাগল না।
    http://www.music.com.bd/2009/09/20/download-meghdol-shohorbondi/
  • aka | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:১৮ | 168.26.215.13
  • হ্যাঁ এটাতে তো পোস্কার বলেছেন ওনাকে সিরিয়াসলি নেওয়া হচ্ছে না বলে উনি রেগে গিয়েছেন।
  • d | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:১৭ | 117.195.32.212
  • ইদিকে পোতিদিন আবার লিখেছে যে ওনার উপস্থিতিতেই নাকি মাম্মাম্মা ঘোষণা করেছিলেন যে উনি অতিথসজ্জন মানুষ, ওনাকে যেন রোজের কাজকম্ম নিয়ে বিরক্ত না করা হয়। তখন ওনার সেটা সুবিধেজনক মনে হয়েছিল কারণ তাহলে দলের জন্য খাততে হয় না .... ইত্যাদি।

    তবে পোতিদিন বা ওনার মুখের কথা -- কোনওটাই খুব সাংঘাতিক কিছু ধ্রুবসত্য নয়। এই আর কি।
  • Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:১৬ | 122.252.231.12
  • মমোদিদি।
  • a x | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:১৪ | 143.111.22.23
  • এই "এতবড় সাহস আমাকে এই বলেছে" - এটা কার উদ্দেশ্যে বলছে? ঃ-)

    আমি এইটা দেখে জানলা ঐ যৌথবাহিনীর ব্যপারটা -

  • aka | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:১৪ | 168.26.215.13
  • দুর জানো না। ওটা ওনার পদবী 'বাংলার বুশ" বুদ্ধ বাবু সংক্ষেপে 'বাবু বুদ্ধ বাবু'
  • aka | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:১৩ | 168.26.215.13
  • হ্যাঁ দেখলাম ঐ ইউটিউবের ভিডিও। ও, উনি জানতেনই না উনি অতিথি সাংসদ। দুধুভাতু করেছে বলে মানে লেগেছে। সে আমারও লাগত।
  • d | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:১২ | 117.195.32.212
  • আরে ওটা মধ্যপদলোপী কর্মধারয়। বাবু হয়ে বসা বুদ্ধ থেকে এসেছে।

    আর ইন্ডো যেন কেমন অজ্ঞমত। ছ্যা
  • Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:০৮ | 122.252.231.12
  • আজকের খবর তো লিখলাম ১০ঃ২২-এ।
  • pi | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:০৮ | 128.231.22.89
  • 'চল্লাম চল্লাম গেলাম কিন্তু' টা দলের উপর একটা চাপ রেখে দেওয়া ও নয় কি ? আর সেটা ভাল নয় কি ?

    আর এটাও রইলো।

    এই গনতান্ত্রিক পরিকাঠামোতে একজন সাংসদের এই সীমাবদ্ধতা নিয়ে যে প্রশ্নটা তুলেছেন, সেটা ওনার ন্যাকামি না ভেবে দেখার মত একটা কথা, কোন মন্তব্য করার আগে সেটাও ভেবে দেখা দরকার বোধহয়।
  • aka | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:০৭ | 168.26.215.13
  • এবারে বলো দিকি। কেউ যদি বলে "বাবু বুদ্ধ" তাহলে 'বাবু' কথাটির অর্থ কি?
  • a x | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:০৬ | 143.111.22.23
  • পরিবর্তনকামীবুদ্ধিজীবি।

    কিন্তু কেউ একবারও বললনা সুমনের এই আউটবার্স্টের একটা মূল কারণ চিদাম্বরমের যৌথবাহিনী পাঠানো, এবং "to hold the area"। সংসদে বসে এই পদক্ষেপের বিরোধে উনি বক্তব্য রাখতে পারেন নি।

    তো এটা খুব বেশি লোকজন, বিশেষ করে আসনে বসা লোকজন যখন বলছেনা, তখন অল্প হলেও তারিফযোগ্য।
  • aka | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:০৫ | 168.26.215.13
  • পকাবু - পরিবর্তন কামী বুদ্ধিজীবি
    মাকু - সিপিএম
    নকু - নকশাল
    কংশাল - কংগ্রেস ও নকশাল
    মাম্মাম্মা - তৃণমূল

    আই দেখি কিস্যু জানে না। সাধারণ জ্ঞানে তো গোল্লা পাবে।
  • I | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:০০ | 59.93.201.171
  • কেউ কিচ্ছু জানে না।
  • I | ১৮ নভেম্বর ২০০৯ ২২:৫৩ | 59.93.201.171
  • পকাবু কী?
  • I | ১৮ নভেম্বর ২০০৯ ২২:৫১ | 59.93.201.171
  • আজকের খবর কী?
  • Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ২২:৪৭ | 122.252.231.12
  • ওটা কালকের খবর। বাসি।
  • d | ১৮ নভেম্বর ২০০৯ ২২:৩৯ | 117.195.32.212
  • হ্যাঁ আবাপতেই মনে হয় দেখলাম। আহা পড়ে একেবারে চউক্ষে জল এসে গেলো গোওও
  • aka | ১৮ নভেম্বর ২০০৯ ২২:৩৬ | 168.26.215.13
  • আজকে কোথায় একটা বলেছেন আমি তো অতিথি গেলেই বা কি, থাকলেই বা কি। ভাবছি চলেই যাব। কি অভিমান রে (ক্যুইজ এটা কোথা থেকে ধার করা?)।।
  • d | ১৮ নভেম্বর ২০০৯ ২২:২৯ | 117.195.32.212
  • তাই নাকি?
    তা লোকে তো "চল্লাম, চল্লাম, গেলাম কিন্তু' করেই যাতে কেউ মাথা কোলে নিয়ে বসে। উনিও আরেক ক্ষিতি গোস্বামী আর কি।
  • Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ২২:২২ | 122.252.231.12
  • এদিকে গিটারবিপ্লবী বিনয়ে গলে গিয়ে আবার বৈষ্ণব অবতার ধারণ করেছেন। সৌজন্য এক প্রবীণ পকাবুর মধ্যস্থতা।
  • d | ১৮ নভেম্বর ২০০৯ ২২:২০ | 117.195.32.212
  • যাগ্গে "দীপুবাবু ও ব্যাঙ্কুয়াঁরি' নামে কেউ একটা রোম্যান্টিক ফিলিম বানিয়ে ফেললেই হয়। সেটায় অব্‌শ্‌য় ফরাসী সাবটইটেল থাকতে হবে।
  • d | ১৮ নভেম্বর ২০০৯ ২২:১৩ | 117.195.32.212
  • এই যে ডাবল ডি,
    কোন্নগরে আপনার যেতে হবে না আ আ আ। কোন্নগর আপনাকে ত্যাজ্য ঘোষণা করবে। যান নি তো যান নি, অত বলার কি আছে হুঁ??
  • d | ১৮ নভেম্বর ২০০৯ ২২:১২ | 117.195.32.212
  • বুদ্ধুবাবুর সাথে বুশবাবুর কি মিল, কি মিল!
  • dd | ১৮ নভেম্বর ২০০৯ ২১:৪৪ | 122.167.36.156
  • অ্যাস্ট্রো নিয়ে আমার ও খুব গুলায়। ভাগ্গি আমারে না ডেকে বুদ্ধোবাবুরে ডাকসিলো ঐ সেমিনারে, নইলে আমিও যে কি লজ্জায় পত্তেম।
  • Du | ১৮ নভেম্বর ২০০৯ ২১:৪২ | 65.124.26.7
  • চুপিচুপি বলি আমারও ঐ অ্যাস্ট্রোদের নিয়ে গুলায় - তাই পারতপক্ষে বলি না।
    বিদ্যাশুদ্ধু বলতে গেলে বাংলাটাও গোলায় - বাঁচিয়ে দেয় জ্যোতিষী শব্দটা। এই ব্যাপারে ইংরিজী খুব সমদর্শী -
  • dd | ১৮ নভেম্বর ২০০৯ ২১:৪১ | 122.167.36.156
  • স্যার তেকোনা আজকাল হেথায় আড্ডা ফাড্ডা আর বিশেষ মারেন্না। ক্যানো? ক্যানো?
  • pi | ১৮ নভেম্বর ২০০৯ ২১:৪১ | 72.83.213.179
  • আর দুয়ারে খাড়ায়মানা লাজে অধোবদন কুমারী নেলাইতা ক্যামির চিবুকখানি তুলে ধরে দীপুকুমার কহিবেন,ও, ব্যাং ক, কথা ক। অপর হস্তে দীপুবাবুর ব্যাংকের বইখানি।
  • Du | ১৮ নভেম্বর ২০০৯ ২১:৩৬ | 65.124.26.7
  • দুঃখ কেন ব্যাংগালি তো নয়
  • Du | ১৮ নভেম্বর ২০০৯ ২১:৩৫ | 65.124.26.7
  • ব্যাং গুলি কিনা
  • dipu | ১৮ নভেম্বর ২০০৯ ২১:১৭ | 59.164.190.49
  • ঃ-(((
  • dd | ১৮ নভেম্বর ২০০৯ ২১:১৫ | 122.167.36.156
  • আর ব্রহ্ম ? ত্যানার কথা কে কইবো? সেই যে অ ব্যাং মানসাগোচর?
    নাঃ, বড্ডো বেশী ব্যাংগো হয়ে যাচ্ছে।
  • aka | ১৮ নভেম্বর ২০০৯ ২০:৩৭ | 168.26.215.13
  • র, স্টোইক অচ্যুত মণ্ডলের খবরের লিংকটা দেবে? ভদ্রলোককে আমাদের সময়েও ক্যান্টিনে দেখা গেছে।
  • aka | ১৮ নভেম্বর ২০০৯ ১৯:৪৯ | 168.26.215.13
  • আমেরিকা হলে বুদ্ধবাবুর বেশ কয়েকটা ইউটিউব লিংক পাওয়া যেত এতদিনে। আমার মনে হয় ওনার রেস্ট দরকার। আর বক্তব্য রাখার আগে ভালো করে প্র্যাকটিস। অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি পড়া ইস্তক হেসেই মরছি।
  • Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ১৭:৫৯ | 216.52.215.232
  • ঃ-)
  • Samik | ১৮ নভেম্বর ২০০৯ ১৭:৫৪ | 219.64.11.35
  • ওরে পাগলা, তুই কি এই প্রথম এই রকম মেল পেলি? আমার কাছে ডেলি গড়ে চাট্টে করে আসে। ইয়াহু মেলে। মানে মাসে একবার খুলে যখন ঝাড়পোঁছ করি, একসাথে চল্লিশ-পঞ্চাশটা এই রকম মেল ডিলিট মারি। সমস্ত আফ্রিকান কাϾট্র থেকে। আফ্রিকার দেশগুলোতে যে এত ডলারের রমরমা, এই মেলগুলো না পড়লে তা জানা যাবে না।

    আমার কাছে একবার একটা মেল এসেছিল, আজ পর্যন্ত সেটাই হায়েস্ট খোরাক ছিল। আমাকে লিখেছিল,

    হেল্লো মিস্টার মুখার্জি, আপনার ক্লোজ রিলেটিভ ড্যানিয়েল মুখার্জি আফ্রিকার কোনও এক শহরে রব্‌ড হয়ে গিয়ে অত্যন্ত বিপদে পড়ে ম্যারিয়ট হোটেলে অত্যন্ত দুখী হয়ে কালাতিপাত করছেন। আমি যেন এই দুঃসময়ে তাঁকে নিম্নোক্ত অ্যাকাউন্ট নম্বরে ইমিডিয়েটলি দশ হাজার মার্কিন ডলার পাঠিয়ে তাঁকে এই বিপদ থেকে উদ্ধার করি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত