যদিও সেন্টি দিয়েও পাতায় চেয়েছিলুম এটা পোকাস হওয়া নজ্জাকর তবু এটা নেহাত না বল্লেই নয় যে বিশেষ কাউকে রাগানোর জন্য ঐ ঘেন্নাকর কাজটা করতে আমি দারুন আরাম পাই।
m | ২৩ নভেম্বর ২০০৯ ১০:৩০ | 173.26.17.106
আমার নেই, তবে বন্ধ ঘরে কিছু জ্বালিয়ে (ধূপ অবধি)একটু বেশিক্ষণ থাকলেই আমার দমবন্ধ লাগে।
m | ২৩ নভেম্বর ২০০৯ ১০:২৮ | 173.26.17.106
এই রে এম,আমার আবার রক্তঢোল মশা মারতে হাত লাগাতে ইচ্ছে করে না, শত্রুবধ আমি তার আগেই করে ফেলিঃ)
san | ২৩ নভেম্বর ২০০৯ ১০:২৭ | 170.252.160.1
ওফ্ফ আমি ফের টই তে লিখে দিয়েছি।
যাগ্গে, মিঠুদির কী আরামের লেখাপড়া !!!
m | ২৩ নভেম্বর ২০০৯ ১০:২৬ | 173.26.17.106
আজ্জোঃ)))))
Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ১০:২৬ | 204.138.240.254
মামীর কি অ্যাজমা আছে?
M | ২৩ নভেম্বর ২০০৯ ১০:২৫ | 59.93.211.126
আর আমি কথা বললে কেউ কথা বলে না, তাই হেবি সেন্টি খেয়ে আ দিয়ে কেটে পল্লাম।
M | ২৩ নভেম্বর ২০০৯ ১০:২২ | 59.93.211.126
আমিও আরেকজনের গায়ে মশা বসলে আর তা রক্ত খেয়ে ঢোল হয়ে থাকলে মেরে দারুন আনন্দ পাই, সেই ওয়াকিত ধ্বনি আমায় চাঙ্গা করে তোলে।ঃP
aka | ২৩ নভেম্বর ২০০৯ ১০:২১ | 24.42.203.194
অনুভব না করিলে কিছু বলা কি বাঞ্ছনীয়? ;)
m | ২৩ নভেম্বর ২০০৯ ১০:১৯ | 173.26.17.106
আজ্জো, একি আত্মসমীক্ষার ফল জানালে নাকি!!!;)
m | ২৩ নভেম্বর ২০০৯ ১০:১৮ | 173.26.17.106
যারা আমাকে মশা ইত্যাদি নিয়ে খিল্লি করেছেন,তাদের উদ্দেশ্যে জানাই,ম্যাট-কয়েল ইত্যাদি সহ জানলা বন্ধ করে থাকলে আমার শ্বাসরুদ্ধ হয়ে মারার যাবার একটা সম্ভাবনা ছিলো-ফলে আমাকে জানলা খুলে রাখতেই হতো।আমরা এজে তে থাকতাম ২০৬ বাসস্ট্যান্ডের কাছে-সেটা বড়রাস্তার পাশে,খালপাড়ে নয়ঃ)
আর ঝিলপাড় নিয়ে মুখে না খুলে একটা মুচকি হাসি দিলাম;)
aka | ২৩ নভেম্বর ২০০৯ ১০:১১ | 24.42.203.194
বুঝলুম, পরীক্ষিত(পরীক্ষা করার জন্য যা করা হয়) লেহাপড়া অতিশয় বাজে। রাতে প্রেতাত্মার মতন জেগে সারা বাড়ির ঘুম ও বিভিন্ন জাতীয় নাসিকা গর্জন প্রত্যক্ষ করিতে হয়। খুব সাবধান। ঃ)
m | ২৩ নভেম্বর ২০০৯ ১০:০৬ | 173.26.17.106
আরে আজ্জো, এইবার দেশ থেকে আসার সময় স অ অব প্রেমপত্র গুলো সঙ্গে নিয়ে এলাম তো- ঝুল ঝেড়ে,আতস কাঁচ দিয়ে(চোখের জলে কিছু অক্ষর মুছে গেছে কিনা)সেগুলো নিয়ে বসেছিলাম তো আজ;)
aka | ২৩ নভেম্বর ২০০৯ ০৯:৫৭ | 24.42.203.194
লেহাপড়া? কোন জাতীয়?
m | ২৩ নভেম্বর ২০০৯ ০৯:৫৫ | 173.26.17.106
লেখাপড়া করে এই এলাম..
M | ২৩ নভেম্বর ২০০৯ ০৯:৪৪ | 59.93.211.126
সবাই য্যানো ক্যামন ক্যামন , কথা বলে না।।ঃ(((((((
M | ২৩ নভেম্বর ২০০৯ ০৯:৩৯ | 59.93.211.126
ধেৎ , কোচ্চো
M | ২৩ নভেম্বর ২০০৯ ০৯:৩৮ | 59.93.211.126
ফেয়ার কিনা জানিনা কিন্তু গোদরেজ একটা কি বিশাল ডিসকাউন্টের কি যেন করছে। আমাদের চৌরাস্তায় একটা শোরুম রয়েছে ওদের। তুমি হেবি কেনাকাটা কে্চ্চা বুঝি!
আমারো খুব রাগ হলেই কেনাকাটা করতে বেরিয়ে পড়ি, মনটা ক্যামন শান্ত হয়ে যায় ঃP
"সব চরিত্র কাল্পনিক'-এর ওপর ইন্দ্রনীলের লেখাটা খুঁজে পাচ্ছিনা, একু একটু linkটা দেবেন
Du | ২৩ নভেম্বর ২০০৯ ০৬:২৮ | 71.252.222.156
অরন্য, অনেক থ্যাংকস আবারও, আপনি সিরিয়াসলি সকার শেখান, তাই আপনার কাছ থেকে এই কথাগুলো আরোই পসিবলিটিজ নিয়ে আসে। ও খেলে তো যাচ্ছেই, ঐ পয়েন্টগুলোতেও ভালো করার নিশ্চয়ই চেষ্টা করবে।
aranya | ২৩ নভেম্বর ২০০৯ ০২:৪৪ | 173.54.108.10
থ্যাংকু সম্বিৎ, তুমি শুনলে খুশী হবে, সেই সময়কার সবচেয়ে বেশী সুমন পাগল সুবীর ঘোষাল-ও কদিন আগে আমায় বলল যে সম্বিৎ-ই ঠিক বলত - সলিল যে উচ্চতার শিল্পী, তার সাথে সুমনের কোন তুলনাই হয় না। তুমি/তোমরা কি লুরুতে ফিরে যাচ্ছ ?
nyara | ২৩ নভেম্বর ২০০৯ ০২:১২ | 24.4.99.4
না, না। আমি সম্বিৎই।
aranya | ২৩ নভেম্বর ২০০৯ ০১:৪৪ | 173.54.108.10
ভাই ন্যাড়া, এটা কি ঠিক হচ্ছে, এ যে মেঘনাদের মত আড়াল থেকে শরচালনা, তুমি সম্বিত না হলে আদতে কে, সেটা বলবে তো? অবিশ্যি নাম না বলে ক্লু দিতে পার, ধাঁধাঁ সমাধানের ছুতোয় বছর কুড়ি আগের রাটগার্সে ফিরে যেতে মন্দ লাগবে না ঃ)
Paramita | ২৩ নভেম্বর ২০০৯ ০১:৩০ | 24.4.99.4
আমি ভোর চারটে নাগাদ ব্যাঙ্গালোরের ফোরাম পড়তে পড়তে গুরু রিফ্রেশ করতে করতে বোর হয়ে ঘুমোতে চলে গেলাম। মশাবিহীন এলাকাটি সল্লেকে সিটি সেন্টারের কাছে, তিন্নম্বর ট্যাংক।
nyara | ২৩ নভেম্বর ২০০৯ ০০:৪০ | 24.4.99.4
নবুবাবু, কেমন আছেন?
aranya | ২৩ নভেম্বর ২০০৯ ০০:৩২ | 173.54.108.10
দু, আপনাকে ছেলের খেলা নিয়ে আরও দুটি কথা বলব ভেবেও ভুলে যাই। ফুটবল-টা মন দিয়ে খেলে এমন আরও কিছু বন্ধু-বান্ধবকে ওর গোল-টা দেখালাম, সকলেই মুগ্ধ। ডালাস এফ সি-র ছোটদের দলে খেললে এবং খেলাটাকে seriously persue করলে(অবশ্যই সাথে পড়াশুনো-টাও ভালভাবে চালাতে হবে), ওর যা ট্যালেন্ট তাতে কলেজে sports scholarship পাবার ভাল সম্ভাবনা থাকছে - এদেশে কলেজ টিউশন-টা এত অশ্লীল পরিমাণে বেড়ে যাচ্ছে, sprots scholarship পেলে সেই টিউশন-টা আর দিতে হবে না, আর একটা বাঙালী ছেলে যদি soccer-এ shine করে, তবে আমরাও খুব খুশী হই ঃ) বাচ্চাটার জন্য ফুটবল টিপস - দূর্দান্ত স্কিল তো রয়েছেই, স্পিড-টা আরও বাড়াতে হবে, আর দুটো পা-ই যেন ব্যবহার করতে পারে - ও বোধহয় মূলত ডান পা-র প্লেয়ার, বাঁ পা-য়ে কিক প্র্যাকটিস আর ড্রিবলিংএর সময় বাঁ পা টাকেও ব্যবহার করা - এই দুটো ছোট্ট জিনিস।
M | ২২ নভেম্বর ২০০৯ ২১:০২ | 59.93.243.167
ইকি! এতক্ষন না ভাটিয়ে লোকে আছে ক্যামন করে?
d | ২২ নভেম্বর ২০০৯ ১০:২৫ | 117.195.34.161
আহা পারমিতা তুমি কাল ছিলে নাকি? বেলা তিনটে নাগাদ ম্যাগী খেতে খেতে আমি খুঁজছিলাম কেউ যদি থাকে তো এট্টু ভাটাব। তো, জিটকও শুনশান, ভাটও তাই দেখে কাটলাম। যাই হোক, যেটা বলার ছিল, সেটা হল সাধারণতঃ আমার পরিচিত সল্লেকের বাসিন্দাগণ সকলেই মশার অভিযোগ করে থাকেন। তো, তোমা বর্ণিত এই মশাবিহীন অঞ্চলটি সল্লেকের ঠিক কোন অংশে?
a x | ২২ নভেম্বর ২০০৯ ০৯:৪২ | 143.111.22.23
নাহ্ আমাদের ওদিকেও মশা তেমন নেই। জলাজায়গা বুঁজে গেলে বোধহয় আস্তে আস্তে মশা কমে আসে। ৮০র দিক অবধি অন্তত, সল্লেকে ঘিসঘিসে মশা ছিল! আর কিছু মশা ছিল ঐ কসবার দিকে।
Tim | ২২ নভেম্বর ২০০৯ ০০:১০ | 71.62.121.158
দশটা-কুড়িটা করে মশা মারার গল্প শুনে পাই অশ্রুসজল চোখে মশাদের পরিচর্যা কচ্ছে এখন! ডাকলেও আসবে না।
pinaki | ২১ নভেম্বর ২০০৯ ২৩:০৮ | 67.43.241.179
পাইদিকে বাদ দিয়ে মশা নিয়ে আলোচনা!!!! এ অনাচার ধম্মে সইবে??
saikat | ২১ নভেম্বর ২০০৯ ২০:৫৭ | 59.93.223.241
কফি হাউসের বাইরে কাগুজেগুরুর বড় হোর্ডিং দেখলাম। বেশ।
Damaru | ২১ নভেম্বর ২০০৯ ১৭:৫৮ | 59.164.188.155
আমার আবাদে এককালে কিরম মশা ছিল সে সব তো আপনারা সবই জানেন, ও আর আমি কি বলব! এই আজকালকার ছোঁড়াছুঁড়িরা মশার গপ্প করলে আমার সেই সব দিন মনে পড়ে আর ফিক্ফিক্ করে হাসি পায়।
aka | ২১ নভেম্বর ২০০৯ ১৭:৪৯ | 24.42.203.194
এরা তো দেখি মশা সম্বন্ধে কিসুই জানে না। শোনেন শোনেন, ৭০ এর দশকে আমাদের ওদিকে এতই মশা ছিল যে মশারা আমাদের অতিথি জ্ঞানে কামড়াত না। সকালের বাজার, দুপুরের রান্না ইত্যাদি করে খাওয়াত। বাড়ির বাচ্ছারা কাঁদলে তাদের খানিক দোল দিয়ে ঘুম পাড়িয়ে দিত। আমাদের সাথে চু কিত কিত খেলত। আহা বড়ই সুখের দিন ছিল সেসব। সরকারের ফ্যাসীবাদ নীতির জন্য আজ মশারা সংখ্যালঘু তাই এত কথা কইতে পারছ। সময় হয়েছে মশাদেরও নিজেদের কথা বলার।
Paramita | ২১ নভেম্বর ২০০৯ ১৬:৫৫ | 24.4.99.4
যাই ঘুমোতে যাই। কেউ কথা কয় না।
Paramita | ২১ নভেম্বর ২০০৯ ১৪:১৯ | 24.4.99.4
সল্লেকে সব জায়গায় মশা নেই। আমি তো শ্বশুরবাড়িতে আজ অবধি মশারি টাঙিয়ে ঘুমোই নি কখনো। কলকাতায় এমন মশাবিহীন জায়গা যে আছে জানা ছিল না। বাইপাসে(বাপের বাড়ি) সেই তুলনায় প্রচন্ড মশা। নাতনীরা যখন গায়ে লাল চাকা চাকা নিয়ে দিদার বাড়ি থেকে ঠাম্মার বাড়ি যায় তখন থাকার বেটার জায়গা কোনটা - মশার পার্সপেকটিভ থেকে আলোচিত হলে আমার সত্যিই কিছু বলার থাকে না।
Binary | ২১ নভেম্বর ২০০৯ ১২:৪২ | 70.64.19.80
খুঁজে পেয়েছি, তেকোনার অ্যাল্বাম। হেবি সুন্দর।
Tim | ২১ নভেম্বর ২০০৯ ১২:৪০ | 71.62.121.158
বইমেলা
d | ২১ নভেম্বর ২০০৯ ১২:৩৯ | 117.195.36.163
* সাদা ঘোড়ায় নাঃ ঘদ্দোর ঝাড়ামোছা করতে যাই।
tkn | ২১ নভেম্বর ২০০৯ ১২:৩৯ | 122.162.17.23
আমি যদ্দুর জানি, পরের দিন ঢোকা যায়। আরো ভালো ঘোড়াদের থেকে জেনে বলতে পারি, ফিরে এসে। যাইইইইইইই, কাঠ কিনিগে
Arpan | ২১ নভেম্বর ২০০৯ ১২:৩৯ | 122.252.231.12
কী শুরু?
Tim | ২১ নভেম্বর ২০০৯ ১২:৩৮ | 71.62.121.158
এবার ছিরিয়াছ, পরেরদিন কি এখনও ঢোকা যায়? তাইলে বলছে কেন যে ২৭ থেকে শুরু? এদিকে ২৫ শে উদ্বোধন। কেউ কিলিয়ার করো। (ঘোড়া হলেও চলবে) ঃ-)
tkn | ২১ নভেম্বর ২০০৯ ১২:৩৭ | 122.162.17.23
না না, কিসের গোড়া তার ওপর ডিপেন্ড করে... সব গোড়া সাদা থোড়িই না হয়!
Tim | ২১ নভেম্বর ২০০৯ ১২:৩৬ | 71.62.121.158
নাকি গোড়ায় চড়লো? কিসের গোড়া? ঃ-))))
Arpan | ২১ নভেম্বর ২০০৯ ১২:৩৬ | 122.252.231.12
সুমন তো অক্টোবরে এসেছিল। বছরে একবারই ঠিক আছে। ঃ)
Tim | ২১ নভেম্বর ২০০৯ ১২:৩৬ | 71.62.121.158
গোরা রা তো সাদাই হয়। ঃ-)
tkn | ২১ নভেম্বর ২০০৯ ১২:৩৩ | 122.162.17.23
জানুতে লুরুতে সুমন যাচ্ছেন?
tkn | ২১ নভেম্বর ২০০৯ ১২:৩২ | 122.162.17.23
আপাতত এক আকাশ রোদ্দুর মাথায় নিয়ে আমি ফার্নিচর মল-এ চল্লুম ঃ-((((( জীবন্ন্ন্ন্ন্ন... কি কঠিন!! ঃ-(((
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন