এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:০৪ | 203.91.193.50
  • ;)
  • Samik | ২৫ নভেম্বর ২০০৯ ১৩:৪৫ | 219.64.11.35
  • যাহ্‌, পচ্চিমবঙ্গের রাজনীতি পচ্চিমবঙ্গের মত, আর গো-বলয়ের রাজনীতি গোরুর মত। এ তো চিরদিনই ছিল। আছে।
  • Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১৩:০২ | 203.91.193.50
  • অ্যাঁ যায় নি? আছে? বেশ ঠিক আছে।
  • Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১৩:০১ | 203.91.193.50
  • উরিবাবারে, কল্যাণ সিংহ কি লোক রে বাবা, বলে কিনা যা করেছি বেশ করেছি। ওখানে রামমন্দির ই হবে। কি করেছের চেয়ে বড় ব্যপার কি ঘটেছিল। সেটাকে আবার ঘটাতেও আপত্তি নেই। লোকে খালি পচ্চিমবঙ্গ পচ্চিমবঙ্গ করে চেঁচায়। আসল রাজনীতির লেভেল দেখেই নে আদ্দেক লোকে। ইনক্লুডিং আমি।
  • shrabani | ২৫ নভেম্বর ২০০৯ ১৩:০০ | 124.30.233.102
  • না, মেলে কোনো অ্যাটাচমেন্ট নেই। তবে খুঁজে দেখলাম অডাসিটী আমার পিসি তে আছে। বাড়ি গিয়ে কর্ড খুঁজব।
  • Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১২:৪৮ | 203.91.193.50
  • তার আগের মেলে অ্যাটাচ করে পাঠিয়ে দিলাম তো। পাও নি?
  • shrabani | ২৫ নভেম্বর ২০০৯ ১২:০০ | 124.30.233.102
  • ভুতো, কি পাঠাইসিস, কোথায়?
    শমীক, চেনা গানটান নয়, ওড়িশী নাচের মিউজিক।
  • Samik | ২৫ নভেম্বর ২০০৯ ১১:৪৯ | 122.162.75.58
  • অডাসিটি লাগবে।
    একটা দু-মুখো স্টিরিও হেডফোন সকেটওলা তার লাগবে।
    লেমএনকোডার লাগবে।
    একটা ভালো ওয়াকম্যান লাগবে।
    একটা কম্পু লাগবে। এক্ষপি বা ভিস্তা হলে চলবে।

    সবকটাই আমার কাছে আছে।

    কোন গান বলো, সফট কপি যদি পাওয়া যায় নেটে, দেখি।
  • shrabani | ২৫ নভেম্বর ২০০৯ ১১:৪৬ | 124.30.233.102
  • শমীক, থ্যাঙ্কু। কাল লাগিবে!একজনের নাচের প্রোগ্রাম আছে।শেষ মুহূর্তে জানা গেছে সেখানে সিডি নিয়ে যেতে হবে, এদিকে মিউজিক ক্যাসেটে আছে।
  • dipu | ২৫ নভেম্বর ২০০৯ ১১:৪৪ | 207.179.11.216
  • গোল চাঁদ। শনির।
  • Samik | ২৫ নভেম্বর ২০০৯ ১১:৪৩ | 122.162.75.58
  • Enceladus কী?
  • Samik | ২৫ নভেম্বর ২০০৯ ১১:৪০ | 122.162.75.58
  • শ্রাবণী, ক্যাসেটটা আমাকে পৌঁছে দাও। আমি এই উইকেন্ডেই তোমাকে এম্পিথ্রি বানিয়ে দেব।
  • Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১১:২৯ | 203.91.193.50
  • হামনে বহোত বার অ্যায়সে ক্যাসেটসে mp3 কিয়া।
    হামরি পাস সব হ্যায়।
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৯ ১১:২৪ | 61.95.144.122
  • সবচেয়ে সহজ উপায় তো রেকর্ডার - ক্যাসেট বাজবে, সেটাই সিডিতে রেকর্ড হবে - যদি এই বস্তুটা থাকে।

    নয়তো ক্যাসেট প্লেয়ারে ক্যাসেট বাজাও, প্লেয়ারের সাউন্ড আউট থেকে কম্পুর লাইন ইন-এর একটা কানেক্টর পাওয়া যায় - সেটা লাগাও আর "অডাসিটি' (audacity) চালিয়ে কম্পুতে রেকর্ড করতে থাকো - এমপিথ্রী ফরম্যাটে (এর জন্যে lame বলে একটা লাইব্রেরী লাগে - অডাসিটির সাইটেই সব বলে দেওয়া আছে কোথায় পাবে)। এমপিথ্রী ফরম্যাটে এসে গেলে সেটা দিয়ে এমপিথ্রী সিডি বা অডিও সিডি - দুটোই বানানো যায়।

    নিজে না করতে চাইলে দিল্লীতে প্রচুর দোকান পাবে যারা এগুলো করে - চিত্তরঞ্জন পার্কেই ছিলো এরকম দোকান।
  • shrabani | ২৫ নভেম্বর ২০০৯ ১১:১৬ | 124.30.233.102
  • অরিজিত, ক্যাসেট থেকে একটা গান সিডি তে করতে হবে। সবচেয়ে সহজ উপায় স্টেপ বাই স্টেপ লিখে দাও।
  • rabaahuta | ২৫ নভেম্বর ২০০৯ ১০:৪৯ | 203.99.212.224
  • আচ্ছা, থ্যাঙ্কিউ
  • dipu | ২৫ নভেম্বর ২০০৯ ১০:৪৫ | 207.179.11.216
  • বার্সা ইন্টার কে ২-০ হারিয়ে এখন গ্রুপের মাথায়।
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৯ ১০:৪১ | 61.95.144.122
  • ধুর শালা লিভারপুল চ্যাম্পিয়নস লীগ থেকে আউট!!!
  • pi | ২৫ নভেম্বর ২০০৯ ১০:৩৬ | 72.83.98.106
  • ৪ তো বের হয় নাই এখনো।
    ৩ আছে অনেকজায়গায়, লিস্টিটা টাঙ্গিয়ে দিতে হবে এখানে।
    গতবার বুকমার্ক থেকে নিয়েছিলেন না ? এবার ও ওখানে পাবেন।
  • rabaahuta | ২৫ নভেম্বর ২০০৯ ১০:২৮ | 203.99.212.224
  • কাগু-র ৩ আর ৪ নং সংখ্যা কোথা পাই (কোলকাতায়)?
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৯ ১০:২৮ | 61.95.144.122
  • দমু - জানি না কদ্দিন টেকনোতে থাকবো। তবে পুরনো বাড়িতে বিশেষ কেউ আর নেই মার্কেটিং টিমের কিছু ছেলে ছাড়া। যদিও আমার ওই বাড়িটা পছন্দ বেশি - কারণ নির্ঝঞ্ঝাট - আওয়াজ কম, আশেপাশে খাবার চয়েজ বেশি এবং কাজ না থাকলে সিনেমা দেখা যায়;-)

    মাঝে তো শুনলুম গোটা আপিস বেঞ্চমার্কে উঠে যাবে - অ্যাডল্যাবসের উল্টোদিকের বড় বাড়িটা। তো সেটা শুনছি ফের পিছিয়ে গেছে।
  • Bratin | ২৫ নভেম্বর ২০০৯ ১০:২৮ | 125.18.17.16
  • যা তেন্ডুলি আউট ঃ-((
  • Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১০:২৭ | 203.91.193.50
  • আমাদের সময় বোলারদের দেখলেই কাঁপতো। এখন সবাই ব্যাটসম্যান চায়। তবে ইন্ডিয়ান টিমে যে কজন ডেডিকেটেড বোলার আছে তারা ব্যাট করাটা একদম পছন্দ করে না ঃ) মাঝে সাঝে মুডে এলে খেলে দেয়।
  • Bratin | ২৫ নভেম্বর ২০০৯ ১০:২৭ | 125.18.17.16
  • আমি তো member যত খুশী খেলতে পারি। তোমার id টা বলো
  • quark | ২৫ নভেম্বর ২০০৯ ১০:২০ | 202.141.148.99
  • অবাক লাগছে যে এই ভারত এবং শ্রীলঙ্কা দুই টিম মিলিয়ে অজন্তা মেন্ডিস (খুবই ছোট কেরিয়ার ) আর মুরলী ছাড়া আর কোন বোলার এর বোলিং অ্যাভারেজ ৩০ এর কম নয়। ক্রিকেট খেলাটা যে দিনদিন কেবলই ব্যাটসম্যানদের খেলা হয়ে উঠছে এ বিষয়ে কোন সন্দেহ নাই।
  • Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১০:২০ | 203.91.193.50
  • ও হ্যাঁ আপিস টাইম ছাড়া আমাদের আপিসের সামনের রাস্তা দিয়ে স্টার্ট করলে মিলনমেলা প্রাঙ্গন ১৫ মিনিট ম্যাক্স।১০ এই হয়ে যায়। বুনুর গাড়িতে উঠলে ৬-৮মিনিট।
  • Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১০:১৮ | 203.91.193.50
  • দ-দি,
    ঃ) ।

    টিম এর কোলে ওঠার লাইনটা কে ঃ)) , মানসদৃষ্টি দিয়ে দেখতে পেলাম স্যান আর দ-দি কোলে উঠে বসে আছে । হে হে।
  • Tim | ২৫ নভেম্বর ২০০৯ ০৮:২৬ | 198.82.16.62
  • চ্যালেঞ্জ কত্তে দিচ্ছেনা ম্যাক্স গেমের জন্য। আমি রেজিস্টার করে রাখলুম আপাতত।

    অবশেষে চাদ্দিনের ছুটি। সব্বাইকে হ্যাপি থ্যাঙ্কসগিভিং জানালুম সরকারিভাবে। ঃ)
  • Bratin | ২৫ নভেম্বর ২০০৯ ০৮:১৫ | 117.194.96.13
  • Tim দাবা তে উৎসাহী নাকি?

    আমাকে এ আমাকে challenge জানাতে পারো । id হোলো bratindas
  • Tim | ২৫ নভেম্বর ২০০৯ ০৫:৩৪ | 198.82.16.62
  • স্পিডচেসে কয়েকবোর্ড হারলে তারপর যেকোনো ক্ষেত্রেই কিরম একটা বিদ্ধংসী ভাব চলে আসে। এমন নির্মমভাবে হারিয়ে দ্যায় লোকজন যে যাচ্ছেতাই লাগে। যেন অস্ট্রেলিয়ার সামনে বার্মুডা ঝিঁঝিঁ খেলতে নেমেছে। ঃ-)
  • Sayantan | ২৫ নভেম্বর ২০০৯ ০৫:২৭ | 159.53.110.144
  • ঠিক তাই। আরেকটা ব্যাপার লক্ষ্য করেছি স্পীডচেসে কয়েকবোর্ড হেরে দেন অ্যান্ড দেয়ার টিটি খেললে পারফর্মেন্স খুব হাই হয়ে যায়।
  • Tim | ২৫ নভেম্বর ২০০৯ ০৫:২২ | 198.82.16.62
  • ঃ-)))
    আমি খেয়াল করে দেখেছি যারা স্পিডচেস খেলে তারা কেউ রেগুলারে বেশি আসেনা।
  • Sayantan | ২৫ নভেম্বর ২০০৯ ০৫:১৫ | 159.53.110.144
  • একবার দাবাড়ু এক মামা নিজের ছেলেকে অত্যুৎসাহে সিসিলিয়ান ডিফেন্স বোঝাচ্ছে, এদিকে ছেলে র‌্যাপিড চেস খেলে গোটা বোর্ড ফাঁক করে দিল। মামার মুখের দিকে তাকিয়ে আমরা কেউ কোনও উচ্চবাচ্য করিনি।
  • Tim | ২৫ নভেম্বর ২০০৯ ০৫:১০ | 198.82.16.62
  • আরে না না স্পিডে আমি জঘইন্য খেলি (রেগুলারেও ভালো খেলিনা, সিফো, অনামিক ওরা জানে)। চার-পাঁচটা হেরে হয়ত একটা জিতি। এইটাও হেরেই যেতে পারতাম। কিন্তু এইভাবে বলাটা ব্যাপক লাগলো।ঃ-))
    একেকজন কি খ্যালে রে ভাই। কিরম প্রথম চাল থেকেই বুইতে পারি যে হাত্তে চলেছি।
  • Du | ২৫ নভেম্বর ২০০৯ ০৫:০৯ | 70.104.22.157
  • লিখলে পারতে - রিস্তে মে তো হাম তুমহারে -- ঃ))
  • Sayantan | ২৫ নভেম্বর ২০০৯ ০৫:০২ | 159.53.110.144
  • :D
    বাচ্চু নে সোচা নহি থা কে টিম্ভাই সে পাঙ্গা লেনে কা আউটকাম বহোত ভারি পড়েগা ঃ))
  • Tim | ২৫ নভেম্বর ২০০৯ ০৫:০০ | 198.82.16.62
  • দাঁড়া টুকে দিচ্ছি লেখাটা। এইতা পড়ে আমার প্রভূত আনন্দ হয়েছে।
    Let me introduce to you my all brand new "gibchess three pawn opening"... seems weak but very strong at the end. Try to learn it, your gameplay will be better."

    বলা বাহুল্য, গিবচেস, ওনার আইডি। ঃ-))
  • Tim | ২৫ নভেম্বর ২০০৯ ০৪:৫৪ | 198.82.16.62
  • গেমনটে স্পিডচেস খেলছি। একজনের সাথে খেলা শুরু হওয়ার পর একটা চাল দিয়েই সে একখান নাতিদীর্ঘ পোস্ট কল্লো। বক্তব্যঃ ""শোন খোকা, আমি একটা নতুন ওপ্‌অনিং আবিষ্কার করেছি। এইটা হলো তিন বোড়ের চাল। প্রথমে দেখতে একটু দুব্বল লাগতে পারে, তবে এন্ডগেমে একদম বিদ্ধস্ত করে দেবে। ভালো করে দেখে শিখে নিও, তোমার খেলার অনেক উন্নতি হবে।
    আমি তো ধইন্যবাদ দিয়ে টিয়ে খেলতে শুরু কল্লাম।
    তারপর কুড়িটা চালের পরে সে কিরম দুঃখ পেয়ে গিয়ে রিজাইন কল্লো! ঃ-(
  • Sayantan | ২৫ নভেম্বর ২০০৯ ০৪:৪৮ | 159.53.110.144
  • বলে ফ্যাল।
  • Tim | ২৫ নভেম্বর ২০০৯ ০৪:৪৭ | 198.82.16.62
  • না না এইত্তো আমি আছি। আমার শীতগ্রীষ্ম নাই।
    এইমাত্তর একটা মজা হলো। ঃ-)
  • Sayantan | ২৫ নভেম্বর ২০০৯ ০৪:৩৯ | 159.53.46.141
  • সব শীতঘুমে গেছে। ব্যাঙাচিছানাগুলি বাবা-বাবা করে কেঁদে যায়। প্ল্যাটিপাস কি সাড়া দেবে? গাছের ডালে থরে থরে বসা কেঁদো বেড়ালদের যেটি ছানাগুলির আত্মীয়স্থানীয় সে কি নেবে ওদের আপন করে?
  • pi | ২৫ নভেম্বর ২০০৯ ০২:৫৪ | 128.231.22.89
  • ব্ল্যাংকিবাবু জানিয়েছেন তিনি শীতঘুমে আছেন। ঘুমেও ঠিক না, তন্দ্রায়। ঐ ঝিমুচ্ছেন। আর গায়ের ঠাণ্ডা জল ঢেলে দিলে ধড়মড়িয়ে উঠে বসে দাঁত ক্যালাচ্ছেন । ঃ)
  • Tim | ২৫ নভেম্বর ২০০৯ ০২:৪৭ | 198.82.16.62
  • ব্ল্যাংকি আসেনা কেন আর?
  • Tim | ২৫ নভেম্বর ২০০৯ ০২:৪৬ | 198.82.16.62
  • দুখের পোস্টগুনো এতদিন কেন দেখিনি কেজানে! যা-তা। ঃ-)
  • tkn | ২৫ নভেম্বর ২০০৯ ০২:৪৫ | 122.162.42.205
  • যাক। আমি ভাবলুম এবার আমায় এসব গুনতে হবে ঃ-)) যাই। গুন্নাইট
  • Tim | ২৫ নভেম্বর ২০০৯ ০২:৪৫ | 198.82.16.62
  • এগুলো কি? ব্যাঙাচি? সান্দা কি শেষে টিকেন্দির জন্য ব্যাঙাচিও নিয়ে এলো?
  • Sayantan | ২৫ নভেম্বর ২০০৯ ০২:৪৪ | 159.53.78.142
  • ইগনোর
  • Sayantan | ২৫ নভেম্বর ২০০৯ ০২:৪৪ | 159.53.78.142
  • ???
  • tkn | ২৫ নভেম্বর ২০০৯ ০২:৩৮ | 122.162.42.205
  • বেলা**
    নাঃ সত্যি ঘুমোনো উচিত এবার ঃ-))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত